এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Div0 | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৩৮ | 24.0.145.33
  • তিমি আমি কবিতা কি তাই জানি না। এগুলো যা লিখি সব যত রাজ্যের পরগাছা।

    তবে আমি তিমি, রাবন্দা, ডিডিদাদাদা, রঙ্গন - এদের সব্বার লেখার সুবিশাল ফ্যান ঃ))
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৩৭ | 61.95.144.123
  • মোবাইলের ক্যালেন্ডারটা যাই বলো খুব জরুরী। এদ্দিন সব ডাক্তারের অ্যাপো-ট্যাপো থাকতো দুপুরবেলা। কাজ করতে করতে ভুলে গেছি এরকম ঘটনাও ঘটেছে। একবার ইস্কুলের হেডুর সাথে অ্যাপো ছিলো - ভুলে মেরে দিয়েছিলুম। তাই সেফ থাকার জন্যে আউটলুক ক্যালেন্ডার আর মোবাইলের ক্যালেন্ডার - দুই জায়গাতেই সেট করতুম।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৩৪ | 24.127.39.26
  • চাল দিলাম তো!
    র‌্যাপিড মোডে খেলেছিস?
  • Div0 | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৩৩ | 24.0.145.33
  • সুদর্শনা শ্যামলী রূপসী তোমার করুণা
    ছুঁয়ে দিলে শিহরণ জাগে সর্বশরীরে
    স্রোত নামে নম্রনীল জল
    দোলে কেতকীর ঝাড়
    ভরে প্রাচীন গভীর হ্রদ আর
    টালমাটাল সুড়ঙ্গের গলি
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৩১ | 61.95.144.123
  • যবে চার ঠ্যাং ওপরে তুলে ওল্টাবি তবে;-) সকলের খেলাই তো ওইভাবে শেষ হয়।
  • sinfaut | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:২৭ | 165.170.128.65
  • আমাদের খেলা কবে শেষ হবে?
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:২৪ | 24.127.39.26
  • ডিভো কবিতার সুতোগুলোতে লেখেনা কেন?
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:২০ | 24.127.39.26
  • একলাইনে দাঁত, পরের লাইনেই লিনাক্ষ- অজ্জিতদার মুজতবা হতে আর বাকি নাই। ;-)
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:১৯ | 61.95.144.123
  • কি মুশকিল, সব ফোনেই তো অপারেটিং সিস্টেম থাকে - নোকিয়ার যেমন symbion না কি নাম...সেটা ছাড়া ফোন চলবে কি করে?

    লিনাক্স ফোনগুলো কি করে সেটাই জানতে চাই। এবং গীক (হায় র ফলাটা নেই) হতেও ইচ্ছে;-)
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:১৯ | 24.127.39.26
  • ভালো বাসা আর কই!
    চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট
    ঝমঝম করে সিঁড়ি দিয়ে উঠুন,
    দুমদাম করে নেমে যান,
    কেউ ধরার নেই।
    রোজ প্রাতে সুর শুনি- এক বাঁশীওয়ালা ,
    হ্যামলিন থেকে নয়, সরকারী লোক।
    তার সুরে নেমে আসে যত প্রতিবেশী-
    সেয়ানে সেয়ানে কিছু কোলাকুলি হোক।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:১৭ | 61.95.144.123
  • আম্রিকায় দাঁত কি ইনস্যুরেন্সের মধ্যে নেই?

    বিলেতেও নর্মালি দাঁত NHS-এর মধ্যে নয় - ডেন্টিস্টের কাছে গেলে পয়সা নেয়, তবে NHS মনে হয় পার্শিয়ালি সাবসিডাইজ করে। সাধারণ দাঁতের ওপর কারিকুরিতে পয়সা নেয়, কিন্তু দাঁত তোলার জন্যে তো আমাকে ডেন্টাল হাসপাতালে পাঠিয়েছিলো - সেখানে পয়সা নেয়নি।
  • Div0 | ২৩ অক্টোবর ২০০৮ ০৮:৪১ | 24.0.145.33
  • যেদিন বলেছিলে
    ভালোবাসা যেন বিষুবরেখার মত নিরর্থক
    মায়ালি বুদ্বুদের মিলিয়ে যাওয়ার ছল
    শঙ্খদ্যূতির আকাশচেরা ঝলকানিতে কিছু আলোকিত দিকচক্রবাল
    তখন নীরবে শুনেছিলাম মিতালি মর্ম্মরধ্বনি
    ক্ষণ সময়ের আবর্ত্তে
    সুদূর ছায়ার সুদীর্ঘতর বার্ষিকগতি
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৭:৫০ | 24.127.39.26
  • ইন ফ্যাক্ট, আম্মো স্যানকে খুঁজছিলাম। ঠিক হ্যায়।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৭:৪৯ | 24.127.39.26
  • কতদিন পরে মোটে আধবেলা ছুটি পেলুম, তাও কাজ কত্তে বলছে। ঃ্‌(
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৭:৪৭ | 24.127.39.26
  • ইন্টারভ্যাল চলছে!
    সাদা পাউডারে ঢাকা মুখ-
    ধুয়ে নিন। চরিত্রের ছায়া পড়ে থাক।
    মঞ্চেও ছায়া পড়ে গেছে, পর্দার ওদিকে
    এখন নব রিহার্সাল।
    শুক্কুরবারে শুক্কুরবারে পর্যাবৃত্ত গতি,
    ছায়াসঞ্চয় তার প্রত্যেক স্তরে।
  • d | ২৩ অক্টোবর ২০০৮ ০৭:৪১ | 117.195.32.55
  • চাট্টি কাজের কাজ কল্লেও তো পারো খোকা। স্যান খুঁজছিল তোমাকে।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৭:৩০ | 24.127.39.26
  • ঃ-(

    তাইলে আর কি, সিনিমা দেখিগে!
  • d | ২৩ অক্টোবর ২০০৮ ০৭:২৫ | 117.195.32.55
  • নাঃ এখন তো বিরতি মানে বাংলায় যাকে বলে ইন্টারভ্যাল।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৭:১৭ | 24.127.39.26
  • উফ্‌ফ কি দিলাম! একটা পালোয়ান। অনেকটা ব্ল্যাংকির মত দেখতে। ঃ-)
    ভাটে ডিসকাউন্টের কুপন নিয়ে এলাম, কিন্তু এখন কি কেউ আছে?
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৭:১৫ | 24.127.39.26
  • (ঃ-}i)
  • Somnath | ২৩ অক্টোবর ২০০৮ ০২:৫৭ | 82.178.102.143
  • আমি কিনেছি নোকিয়া ৩১২০। ভালোই তো। ছবি নাকি ভালো ওঠে, আমি তো বিশেষ তুলিনি আগে, তাই বিশেষ বুঝিনা। তবে স্টিরিও হেডফোন নয়, এককানে গোজার জিনিস। আমার তো তাতে ভালোই, এককানে গুঁজে অন্যকানে বসের সাথে কথা বলা যায়। আর 4 জিবি এক্সটার্নাল মেমারি সাপোর্ট করে। কর্পোরেট ফোন বলে শব্দ একটু চাপা। রিং টোন গাঁক গাঁক করে বেজে ওঠেনা। আর ফ্লাইট প্রোফাইল আছে, তাতে করে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি এক্সচেঞ্জ করে না বলে প্লেনে চড়াকালীন ওটা চালিয়ে রাখা যায়, সেভাবে গান শুনতে শুনতেই এলাম তো।

    নোকিয়া ৬৩০০ ও ভালো। কিনলাম না, কারন লোকে বলল বেশি কথা বললে বা বেশি চার্জ দিলে নাকি গরম হয়ে যয়। মেটাল বডি কিনা। N সিরিজ ওভাররেটেড বলে কিনলাম না। ণ৭২ কেনা যায় না, ওপরের মেটাল রঙটা কিছুদিনে উঠে গিয়ে বাজে দেখতে হয়ে যায়।

    যেটা কেনার ছিল, নোকিয়া কি একটা XX50 সেটা পাওয়া যায় না বলে কেনা হল না। একজন ব্ল্যাক করছিল, ৬৯০০ এর জায়গায় ৮০০০ চাইল। নাকি হেভি ডিমাণ্ড। ওটার জন্য অন্য ফোন বিক্রি হয় না বলে নোকিয়া নাকি ওর প্রোডাকশন চেপে রেখেছে। সত্য-মিথ্যা জানি না।
  • c | ২৩ অক্টোবর ২০০৮ ০২:৫৫ | 131.95.121.107
  • চান্দ্রায়ন বলে একটা ব্রত আছে, কেঊ ডিটেল বলতে পারবেন তা কেন করে আর কি কি করতে হয়? ভাসা ভাসা শুনেছিলান নাকি একমাস খুদের জাউ খেতে হয়।
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ০১:৫০ | 168.26.205.5
  • আসুন দাদা একটু ভাটাই। আসুন আসুন সুলভে ভাটানো যাচ্ছে। ভাটের মন্দার বাজারে ভাটুরেরা সর্বসম্মত ভাবে খিল্লিতে ১% ডিসকাউন্ট দিতে রাজী হয়েছেন। আসুন আসুন দৌড়ে আসুন।
  • c | ২৩ অক্টোবর ২০০৮ ০১:৫০ | 131.95.121.107
  • ব্ল্যাংক,
    মে চে। ম শু ক খ পে?
  • siki | ২২ অক্টোবর ২০০৮ ২৩:৪৭ | 122.162.81.75
  • আজ আগুনের জন্মদিন ছেল।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ২৩:৩৮ | 122.252.231.206
  • ম্যাঞ্জার বলে গাল পাড়বার কি আছে? বউয়ের জন্মদিন আর অ্যানিভার্সারি সাকুল্যে এই দুটো জিনিস ক্যালেন্ডারে জমা থাকে। বলা তো যায় না। ;-)
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ২২:৫৪ | 168.26.205.5
  • অপ্পন পুরোপুরি ম্যাঞ্জার হয়ে গেছে। ক্যালেণ্ডার আবার কি? বাড়িতে দেয়ালে টাঙিয়ে দাগিয়ে রাখবে। সেটা ইচ্ছে না হলে মাথায় রাখবে। ঘোড়া দেখলেই খোঁড়া হবার ইচ্ছে। এরপর বলবে ১০ মিনিট অন্তর মেল না দেখলে হয় না। মেল দেখে এক্সেল না খুললে হয় না। না আর উঠতে পারব না। ব্যস।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ২২:৪২ | 122.252.231.206
  • ক্যালেন্ডারটাও ভাল। রিমাইন্ডার সেট করা যায়।
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ২২:১২ | 168.26.205.5
  • আর অ্যালার্ম। আমার ফোনে এমন একটা অ্যালার্ম বাজে শুনলেই ঘুমোতে ইচ্ছে করে। সকালে অমন একটা অ্যালার্ম - দিনটাই ভালো হয়ে যায়।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ২২:০৪ | 123.201.53.144
  • না না ক্যালকুলেটর টা সেল এ থাকা দরকার। হুটহাট কাজে লাগে। বাকি সব ভাড় মে যায়ে ঃ-)
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ২১:৫৪ | 168.26.205.5
  • সেল ফোন হওয়া উচিত ক্যাম্বিস বলের মতন। কার্পেটে ছুঁড়ে মারলেও আবার হাতে উঠে আসবে। নইলে আমার মতন লোকের হাতে তা মানায় না। আর ফোনে দুটোই ফিচার থাকা উচিত - ফোন ধরা, আর ফোন করা। ব্যস।
  • d | ২২ অক্টোবর ২০০৮ ২১:২৫ | 117.195.38.101
  • আর এই অপারেটিং সিস্টেমওয়ালা ফোনগুলো কেমন কদাকার দেখতে। আইফোন দেখতে ভাল, কিন্তু অনেককিছু পারে না। তাহলে এই হাতীগুলো লোকে কেনে কেন?
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ২১:১৯ | 122.252.231.206
  • ন্যাড়াদা আর পামিদি কি গুরু আসা ছেড়েই দিলেন প্রায়?
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ২১:১৪ | 122.252.231.206
  • লিনাক্সে ওপেন আপিস চলে তো। গিকরা ইউজ করে।
  • d | ২২ অক্টোবর ২০০৮ ২১:১১ | 117.195.38.101
  • আর ঐ লিনাক্সওয়ালা ফোনগুলো?
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ২১:১০ | 122.252.231.206
  • থুড়ি, পাওয়ার পয়েন্ট।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ২১:০৯ | 122.252.231.206
  • এক্সেল টেক্সেল চালায় বোধায়? এয়ারপোর্টে গম্ভীর মুখ করে?
  • d | ২২ অক্টোবর ২০০৮ ২১:০৭ | 117.195.38.101
  • আচ্ছা লোকে অপারেটিং সিস্টেমওয়ালা ফোন দিয়ে কি করে সত্যি সত্যি? মানে ফোনের মধ্যে অমুক তমুক অ্যাপ্লি চললে ফোনের কি উপকার হয়?
  • san | ২২ অক্টোবর ২০০৮ ২০:৫০ | 123.201.53.144
  • এছাড়াও আমি টোব্যাকো এবং ট্যাবাস্কো একসঙ্গে ভাবতে ভাবতে ট্যোব্যাস্কো বানিয়ে দিয়েছি - আরেকবার দিতেই হত ;-)
  • san | ২২ অক্টোবর ২০০৮ ২০:৪৭ | 123.201.53.144
  • এহে সরি। কালকে আরেকবার উইশ করে দেব ঃ-)
  • d | ২২ অক্টোবর ২০০৮ ২০:৪২ | 117.195.38.101
  • (পিপিটা শেষে কব্‌তে লিখছে! কি দিনকাল পড়ল রে বাবা!)
  • d | ২২ অক্টোবর ২০০৮ ২০:৪০ | 117.195.38.101
  • না না কালকে তো। ব্ল্যাঙ্কি আমায় বলেছিল ২৩ তারিখেই নাকি সব মহাপুরুষেরা জন্মে থাকেন।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ২০:৩৩ | 123.201.53.144
  • নাকি কালকে? বাইশ না তেইশ? যাগ্গে ফ্রিজে রেখে দিস ;-)
  • san | ২২ অক্টোবর ২০০৮ ২০:৩২ | 123.201.53.144
  • এইরে আজকে ব্ল্যাংকির জম্মদিন না ? এক শিশি টোব্যাস্কো সস ঃ-)
  • a x | ২২ অক্টোবর ২০০৮ ২০:১৩ | 143.111.22.23
  • অঅঅঅ পপ্‌প্‌! এমন পিট্টি দেবনা! দিয়ি দিয়ি?

    ছানা ছানার মত আছে, ছানার মা তার মত। দেখা সাক্ষাৎ, হাই-হেলো হয় যখন ডে কেয়ার থেকে ওঠাতে বা নামাতে যাই। আজকাল টুটি টুটি (টুকি) খেলতে শিখে গেছে।
  • pipi | ২২ অক্টোবর ২০০৮ ২০:১১ | 141.80.168.31
  • সব্বাই বাড়ি যায়।
    হায়।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ২০:০২ | 123.201.53.144
  • মুচকি হেসো না - সত্যি ,অনেকদিন বাদে চেনা জায়গায় এসে পড়লে যেমনি লাগে ঃ-)

    অক্ষ কেমন আছো? ছানা?
  • d | ২২ অক্টোবর ২০০৮ ১৯:৫৮ | 117.195.38.101
  • ব্ল্যাংকি তোর কালকের প্ল্যান কী?
  • d | ২২ অক্টোবর ২০০৮ ১৯:৫৫ | 117.195.38.101
  • ;-)
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৯:৪৮ | 123.201.53.144
  • আরে আমারও দিয়ি টা দেখে কেমন চোখের আরাম হল ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত