এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • P | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:১৬ | 194.125.99.37
  • অজ্জিত , ভুটানে শিগ্গিরি ফিরছি ।পুঁটে আর তার দাদু-ঠাম্মাকে নে বড়ই বিজি আছি ঃ-)
  • P | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:১৬ | 194.125.99.37
  • পিপি আমাকেও ছবি দেখা না রে।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:১৩ | 123.201.53.144
  • এইসব মস্করা আমি মোটেও পছন্দ করছিনা।

    তবে অরিজিতকে সত্যি জামাইবাবু মত দেখতে ঃ-)
  • Div0 | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:১০ | 160.83.72.212
  • আর ব্ল্যাঙ্কি নেহাত জন্মদিন দ্বারা সুরক্ষিত। ওর ঐ আধখাপছাড়া পটাশগড়ের জঙ্গলের থ্রেড, হাজারবার বলে বলে আঙুলে ব্যথা .... বুনু, রাত বারোটার পর একবার আসিসতো।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:০৯ | 24.127.39.26
  • অ্যাকটা নতুন জিনিস জানলাম। আমার কিবোর্ডের হাতের লেখা খারাপ হয়ে গ্যাছে! ঃ)
    যাগ্গে, টাটা।
  • pipi | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:০৯ | 141.80.168.31
  • না না দমদি, ঘাবড়িও না। আইন কানুনের দরকার নেই। এ ব্রত অলরেডি ফসিল হয়ে গেছেঃ-)

    সায়ন, আমি দেখেছি পঙ্কজ কাপুরের জন্য। আর আমার মনে হয়েছে এটা ভদ্রলোকের অন্যতম শ্রেষ্ঠ অভিনয়। ফাটাফাটি। আর গানগুলো-ও ভাল লেগেছে বিশেষ করে স্তোত্রপাঠ।
  • Div0 | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:০৭ | 160.83.72.212
  • "বেরতো' মানে কি?
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:০৭ | 24.127.39.26
  • কি সাহস!
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:০৬ | 160.83.72.212
  • উচিৎ না উচিত?
  • Div0 | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:০৩ | 160.83.72.212
  • স্যান একটা কথা বলি? হ্যাঁ? বলেই ফেলি?
    আমারও না, ঐ যে পিপ্স বলল ১০ঃ৫৫'র পোস্টে? লাস্ট লাইনে? একদম সেম টু সেম আমারও মনে হয়।

    (এবার আমি স্বাস্থ্যের কারণে একটু ঘুরে আসি)
  • d | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:০১ | 117.195.41.22
  • বাপরে! এইসব বেরতো তো আইন করে বন্ধ করা উচিৎ!
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৫৯ | 160.83.72.212
  • আর আমি ভাবছিলাম ঐ ধর্ম সিনেমাটা আমি একা দেখেছি। মিছিমিছি বাড়িতে কথা শুনলাম যে ওরকম ডিভিডি কেন কিনি!!
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৫৬ | 24.127.39.26
  • ছানার ছবি কোথায়? অক্কুটে নাকি?
  • pipi | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৫৫ | 141.80.168.31
  • আচ্ছা একটা কথা বলি? অ্যাঁ? বলি?
    অজ্জিতকে কেমন নতুন জামাই টাইপ দেখতে লাগে না? মানে, আমার তো দেখে অমনি মনে হল সেটা পাঞ্জাবীটার কারণে কিনা অবশ্য বলতে পারব না।
    আর স্যানকে দেখলে কেউ বলবে এর দাপটে সবাই ত্রাহি মাম মধুসূদন??? নেহাতই ভালমানুষ মিট্টি মিট্টি গাল টিপলে দুধ বেরোয় টাইপ মেয়েঃ-)
  • pipi | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৫০ | 141.80.168.31
  • কলি, কচি করে একটু মাতব্বরি করি? অ্যাঁ? ঃ-))
    চান্দ্রায়ণকে বলা হয় সব থেকে কঠিন ব্রত। ঠিকমত পালন করতে পারলে কৃত সমস্ত রকম পাপমুক্তি হয় মনে করা হয়। মোটামুটি ভাবে কার্ত্তিক পূর্ণিমার দিন ব্রত শুরু করা হয় তবে মতান্তরে যে কোন মাসের পূর্ণিমাও চলবে। প্রথম দিন নিরম্বু উপবাস। সারাদিন জল-ও না, খাবারও না। পরেরদিন অর্থাৎ প্রতিপদে ঐ তুমি যা লিখেছ তাই অর্থাৎ একমুষ্ঠি তণ্ডুল গ্রহণ পঞ্চামৃত সহযোগে। এবং ঐ একদলা তণ্ডুল একগ্রাসেই মুখে পুরতে হবে, ভেঙে ভেঙে খাওয়া চলবে না। দ্বিতীয়ায় দু মুঠি, তৃতীয়ায় তিনমুঠি এই ভাবে বাড়তে থাকবে অমাবস্যা অবধি। অমাবস্যার পর থেকে একমুঠি করে কমতে থাকবে। সূর্যাস্তের পর চাঁদ উদয় হলে অন্নগ্রহণ করা যাবে এবং কেবলমাত্র তখনই জল খাওয়া যাবে। পরের পূর্ণিমাতে যাগ যজ্ঞ আচারবিহিত পূজা ও ব্রাহ্মণভোজন সহযোগে ব্রত উদযাপণ। এই একমাস প্রতিদিন ধ্যান জপ পূজা ঈশ্বর স্মরণ, মাটিতে শয়ন, স্ত্রীসঙ্গ পরিহার (বলতে ভুলেছি, চন্দ্রায়ণ ব্রত মেয়েদের জন্য নয়। অ্যাজ ইউজুয়াল)। কথায় কাজে মানসে স্মরণে ঈশ্বর ছাড়া যেন আর কিছু না থাকে। এইভাবে একমাস শরীরকে অশেষপ্রকারে কষ্ট দিয়ে তবে তোমার পাপমুক্তি।
    আর কেউ যদি এই ব্রত একবছর অবধি পালন করতে পারে তো তার সোজা চন্দ্রলোকে গতি হয় মানে যমদূত আর তাকে নিয়ে টানাহ্যাঁচড়া করে নাঃ-)
    মনুস্মৃতিতে মনে হয় ডিটেলস দেওয়া আছে (শিওর নই)।

    আর ধর্ম সিনেমায় ঐ ভদ্রলোক মৌনব্রত আর চান্দ্রায়ণ একসাথে রেখেছিলেন নইলে চান্দ্রায়ণে কথা বলার উপর কোন নিষেধাজা নেই। ওখানে একটু ভুল দেখানো হয়েছে যে উনি অমাবস্যার দিনে ব্রত শুরু করলেন। চন্দ্রায়ণ শুরু ও শেষ পূর্ণিমাতে, অমাবস্যায় নয়।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৮ | 24.127.39.26
  • স্বপ্নে আর ভাচ্চুয়ালে কিপ্টেমি কত্তে নেই। ;-)
    সেদিন একজন বল্লো স্বপ্নেও খাতা দেখছিলো, আর সেখানেও বেশিরভাগকে নাকি একশোয় ২৫ দিয়েছে।
  • d | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৮ | 117.195.41.22
  • অ। তাই কও।
    হ্যাঁ অক্ষের ছানাটি খুবই গম্ভীর প্রকৃতির। ছবিতেই কি ব্যক্তিত্ব রে ভাই!
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৭ | 123.201.53.144
  • ওহো। ওটা অক্ষের ছানার গল্প পড়ে। ভুল জায়গায় লেখা হয়ে গেছে।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৬ | 123.201.53.144
  • কাকে মানে? ভুতোকে আবার কাকে ।
  • d | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৬ | 117.195.41.22
  • মানে "কি মজার ছানা' কাকে বললে?
  • d | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৫ | 117.195.41.22
  • স্যান কাকে বললে?
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৪ | 122.252.231.206
  • হেঁটে ওপরে উঠেছিলে, না বাসে?
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৪ | 123.201.53.144
  • এই ছবিগুলো কখন তোলা হল?????

    কি অন্যায়, জানলে ভালো করে পোজ দেয়া যেত ঃ-((((((
  • d | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪৪ | 117.195.41.22
  • এই টিমিটা মহা পাজি। যেহেতু ভাচ্চুয়াল, অমনি দ্যাখো একঝুড়ি লেন্স দিয়ে বসল!

    আর ব্ল্যাঙ্কিছোঁড়া আজ সেল অফ্‌ রেখেছে!
  • P | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৪০ | 194.125.99.37
  • অপ্পন , মেকেডাটু গেছি তো। আমরাও সকালে গিয়ে বিকেলে ফিরেছিলাম। ঘন্টাতিনেকের ড্রাইভ , কনকপুরা রোড ধরে।
    কাবেরী আর আর্কাবতীর সঙ্গমে একটুখানি সময় কাটিয়ে , মেকেডাটু আর আর্কাবতীর ওপর চুঞ্চি ফল্‌স দেখে ফিরেছিলাম।
    তবে ঐ গোট'স লীপ বলে না , ঐটে হাইলি ইমপসিবল । মেকেডাটুর গর্জ মোট্টেও অত ন্যারো নয়।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৩৫ | 24.127.39.26
  • ব্ল্যাংকিকে হ্যাবাড্ডি আর একঝুড়ি লেন্স দিলুম। ঃ)
  • P | ২৩ অক্টোবর ২০০৮ ২২:৩৪ | 194.125.99.37
  • ব্ল্যাংকি রে , জনমদিন মুবারক।
  • aja | ২৩ অক্টোবর ২০০৮ ২১:৩৮ | 207.47.98.129
  • একজনের স্ক্র্যাপে দেখলামঃ

    পড়ে যেতে যেতে ডাউ বলে যায়,
    মন্দার পরে তেজী আসবে।
    তবু কেন মন উদাস হল ...
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ২১:২৬ | 122.252.231.206
  • ** খালি ছবিতেই দেখেছি
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ২১:২৫ | 122.252.231.206
  • যাঃ, আমি তাইলে এতদিন ব্লাসফেমি করে এসেছি। এইবার গিয়ে প্রাচিত্তির করব।

    সায়নঃ একদিনের জন্য বেরোবো। সকালে গিয়ে সন্ধেবেলা প্রত্যাবর্তন। গোল নৌকো এতদিন খালি চোখেই দেখেছি। আর শুনলাম এখন নদীতে মাঝেমাঝে কুমীর বেরোয়।
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ২০:৫১ | 160.83.72.212
  • গুরু'র কি হয়েছিল? অ্যাসিডিটি? হাঁপানি? অন্তরে ব্যথা?
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:৪১ | 12.144.134.2
  • কি মজার ছানা ঃ-)
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:২৮ | 12.144.134.2
  • আরে অন্নের জন্য নয় কিন্তু দিনে ওই একবার জল খাওয়া।অবশ্য বাকি সময় বিয়ারটিয়ার খেলেও হয়। কিন্তু চব্বিশ ঘন্টা কথা না বলে থাকতে হলে আমি দম আটকেই মরে যাবো যে ঃ-(
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:২৭ | 198.96.180.245
  • আমি এখনি ইনহেলার নিয়ে এলাম, তাই ইলাস্ট্রেট করতে পারছি না।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:২৬ | 12.144.134.2
  • না মানে আমার হাঁপানি নেই। কিন্তু আছে আছে ভাব করে বলতে গেলে হাঁপানির বদলে বেদম হাসি এসে যাচ্ছে কি করব।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:২৫ | 198.96.180.245
  • অন্নপিন্ডের সাইজ তো কোথাও স্পেসিফাই করা থাকে না- চিন্তা কিসের?
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:২৫ | 168.26.205.5
  • হাঁপানি রেপ্লিকেট করা কি কম কথা। বেশি হাঁপানি রেপ্লিকেট করা আরও কঠিন সামনে দুটো বিসর্গ থাকবে।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:২২ | 12.144.134.2
  • ওরে বাবা এর থেকে তো প্রায়োপবেশন সোজা , কম কষ্টকর ঃ-((((
  • kali | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:২১ | 160.36.241.181
  • ব্ল্যাংককে এই যে একটা পাইন্যাপ্‌ল আপসাইড ডাউন কেক দিলাম। আর এক ডজন ডাব্‌ল চকলেট কাপকেক।

    সি ( তুমি কি তনু? তাহলে অন্য একটা নাম নাও না, সি বলে তো অলরেডি একজন আছেন),

    চন্দ্রায়ণ ব্রততে খুদের জাউ খেতে হয় না তো। আমি যদ্দুর জানি এই ব্রত শুরু হয় অমাবস্যার দিনে, আর চলে পূর্ণিমা অব্দি। তো প্রথম দিন নির্জলা উপবাস। প্রতিপদের দিন একটি মাত্র অন্নপিন্ড, চাঁদ ওঠার পরে খেতে হয়। দ্বিতীয়ার দিন দুটি। এই ভাবে যেমন যেমন চাঁদ বাড়তে থাকে সেই মত ততগুলো ভাতের দলা খেতে হয়। আর সারাদিনে ঐ একবারই খাবার সময় জল খাওয়া যায় বোধায়। দিনের বাকি সময়টা পুজো আচ্যা করে কাটাতে হয়, মনে হচ্ছে যেন মৌন থাকতে হয়, কারু মুখ দেখা চলেনা না এই রকম কি একটা ব্যপার আছে। তবে এই পুরো ব্যাপারটাই আমি সেই 'ধর্ম' না কি যেন একটা সিনেমায় দেখেছিলাম, তাই বলতে পারিনা কতদুর অথেন্টিক।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:২০ | 12.144.134.2
  • হাঁপানি রেপ্লিকেট করেই তো বলার চেষ্টা করছিলাম, হল না ঃ-(
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:১৮ | 160.83.72.212
  • তালে হনুদা'র আঃ ক্কঃ বাঃ খারাপ কথা??
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:১৬ | 198.96.180.245
  • হাঁপানি থাকলে পারতে।
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:১৬ | 168.26.205.5
  • যাক নিশ্চিন্ত হওয়া গেল তোমার হাঁপানী হয় নি। ঃ)
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:১৫ | 198.96.180.245
  • কোষ্ঠকাঠিন্য কি হৃদ্‌পিন্ডে হইয়া থাকে?
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:১৪ | 12.144.134.2
  • অনেক চেষ্টা করেও সামনে বিসর্গ দিয়ে কোন ভালো/খারাপ কথা কিছুই উচ্চারণ করতে পারলাম না ঃ-(
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:১৩ | 168.26.205.5
  • পৈটিক গোলযোগেও হতে পারে।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:১১ | 198.96.180.245
  • হাঁপানিতে সামনেও একটা বিসর্গ থাকে।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:০৯ | 12.144.134.2
  • হাঁপানিতেও হতে পারে ;-)
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:০৮ | 198.96.180.245
  • কোষ্ঠকাঠিন্য হলে "গু"-টাই "গুঃ" হয়ে যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত