এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aja | ২৩ অক্টোবর ২০০৮ ১১:০৬ | 71.106.244.161
  • সব্বাই ব্ল্যাংকিকে হ্যাবাড্ডে দিচ্ছে, আম্মো দিলুম।

    আইএসআইতে আমাদের আনডু দিত। কটায় আনডু পেলে যেন তাড়িয়ে দিত। আম্মো গোটাকতক পেয়েছিলুম, তবে লিমিট রিচ করতে পারিনি।

    আমাদের এক ক্লাসমেট, সে প্রতিবছরই গন্ডা ধরে আন্ডু পেত। তাকে তাড়িয়ে দেওয়া হত। পরের বছর অ্যাডমিশন টেস্ট দিয়ে সে ফের ভর্তি হত। একবার তার বাড়ীতে নেমন্তন্ন খেতে গেছি। খাওয়া-দাওয়ার পর মেসোমশাই ছেলের আন্ডু পাওয়ার কারন নিয়ে আমাকে জিঞ্জাসাবাদ আরম্ভ করলেন। বড্ডো ঘুম পাচ্ছিল বলে এই কথোপকথন প্রলম্বিত করতে ইচ্ছে করছিল না। আমি সবিনয়ে মেসোমশাইকে জানালুম যে আইএসআইয়ের অ্যাডমিশন টেস্ট ক্লাসের পরীক্ষার চেয়ে অনেক কঠিন। তাঁর ছেলে খুবই বুদ্ধিমান ও চ্যালেঞ্জ ভালবাসে। তাই অ্যাডমিশন পরীক্ষার চ্যালেঞ্জের লোভে সে ঐ রকম করে। মেসোমশাই একটি খুব বড়ো হাঁ করলেন। তারপর ঘুমোও বাবা, ঘুমোও বলে ঘর ছেড়ে চলে গেলেন।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১১:০৪ | 61.95.144.123
  • আমাদের তো ছোট ক্লাস - বাইশ জনের - তাই এরকম ক্লিয়ার ডিস্ট্রিবিউশন সম্ভব নয়। জাস্ট ল্যাদে ঠেকতেও দেখেছি। মাস্টার্সে ঠেকতো দক্ষিণ থেকে আসা অধিকাংশ - এরা অনেকেই কিন্তু গেট কোয়ালিফাই করে এসেছিলো, বা, স্পনসরশিপে।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১১:০২ | 216.10.193.23
  • ব্ল্যাংকিকে জন্মদিনে সর্বকর্মার হাতুড়ি, টুনিবাল্ব আর পেনসিলের রঙ তুলি। এইবার কালীপুজোয় যা খুশী বানাওগে।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১১:০০ | 216.10.193.23
  • ভেবে দেখি। আমার স্যাম্পল স্পেসে প্রথম কেস ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে কিছু ছিল(থার্ড ইয়ারে উঠে চৈতন্য হত অনেকের), দ্বিতীয়ই বেশী।
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৫৬ | 203.122.26.2
  • বেল্যাংকি, হ্যাবাড্ডি।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৪৮ | 202.91.136.4
  • ব্ল্যাঙ্কির জন্মোদিনে অনেক ড়, ঢ় আর ঊ-কার দিলাম। আর একটা ফেভিকুইকের ছোটা প্যাক - অক্ষরগুলোকে জোড়া লাগাতে।
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৪৭ | 24.214.28.245
  • হ্যাবাডে ব্ল্যাংকি। একটু বিয়ার তারপরে হুইস্কি, লিটল রিস্কি কিন্তু জন্মদিন তো।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৪৪ | 61.95.144.123
  • হুঁ। ব্ল্যাংকিকে এক কাপ সুগার কিউব আর একটা চলন্তিকা;-)
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৪৩ | 202.91.136.4
  • অবশ্যই আমাদের ডিপের পার্সপেক্টিভে বললাম। ১০০ জনের স্যাম্পল সাইজ কম নয়।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৪২ | 202.91.136.4
  • একটা কথা বলে ফেলি, হয়ত বলাটা পলিটিক্যালি কারেক্ট হচ্ছে না। যারা সাপ্লি পেত তাদের মধ্যে দুটি ভাগ ছিল। এক যারা কখনোই পড়াশুনো করত না (এদের অনেকে আবার ছাত্রনেতা ছিল)। আর দুই, যারা সংরক্ষণের আওতায় ভর্তি হয়েছে।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৪২ | 123.201.53.144
  • এক প্রাতঃস্মরণীয় মহাপুরুষকে জন্মদিনের শুভেচ্ছা ঃ-)
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৪০ | 61.95.144.123
  • কাল আবার বেসুতে একটা ছেলে গঙ্গায় হারিয়ে গেছে।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৪০ | 216.10.193.23
  • এখন কি হয় জানি না। আমাদের সময়কার পরীক্ষা, পড়ানোর সিস্টেমের কথাই বলছি। অ্যাকচুয়ালি সিস্টেম হয়ত খারাপ ছিল না, তার ইমপ্লিমেন্টেশান।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৩৯ | 61.95.144.123
  • দুবার আটকানোও বাপু বেশ কঠিন।

    যাদবপুরে আমাদের ক্লাস টেস্ট ছিলো না - মাস্টার্সে।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৩৫ | 202.91.136.4
  • কোন সিস্টেম?

    এখন তো ক্লাসটেস্টের ওয়েটেজ অনেক কমিয়ে দিয়েছে। আগে ক্লাসটেস্টে ফুল মার্ক্স তুলে আস্কিং জিরো করে দেওয়া যেত। এখন আর হয় না। ঃ)
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৩৩ | 202.91.136.4
  • ও আচ্ছা। ওটা বেসু প্রসঙ্গে বলা। ঠিক আছে।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৩৩ | 216.10.193.23
  • যাদবপুরের সিস্টেমের ওপর আমার বহুত রাগ।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৩২ | 61.95.144.123
  • সেকেন প্যারার প্রথম লাইন - "পর পর চার বার'
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৩১ | 216.10.193.23
  • জীবনে আড্ডা বড় মিস করছি। কিন্তু কিরকম যেন জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে। এ সপ্তাহে এগারোটা মিটিং করেছি এ পর্যন্ত। তারমধ্যে কতগুলো কাস্টমার ডুবন্ত ব্যাংক। তবে দেশ থেকে প্রচুর কল পাচ্ছি "কি রে কি অবস্থা। সব ঠিকঠাক তো।" মানে চাকরি আছে তো ঃ)
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:৩০ | 202.91.136.4
  • চারবার না তো, দু বার।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১০:২৯ | 61.95.144.123
  • তাইলে আমরা এক্সেপশনালি ভালো ছেলে ছিলাম;-)
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১০:২৮ | 61.95.144.123
  • আমরা কখনো করিনি। আমরা ভালো ছেলে ছিলাম। পরীক্ষা বয়কট একবারই করেছিলাম - শীতের ছুটির মধ্যে পরীক্ষা ফেলেছিলো বলে - ৯২-এর দাঙ্গার পর। যদিও পরে প্রচুর বকুনি দিয়েছিলো।

    কিন্তু একটা সাবজেক্টে চারবার আটকাতে - তাও ইঞ্জিনিয়ারিং কলেজে - বহুত ক্যালি লাগে।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:২৮ | 202.91.136.4
  • আমাদের সময়েও হয়েছিল। তবে অ্যাজেন্ডাটা ঠিক কী ছিল ভুলে গেছি। সাপ্লিজনিতই।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১০:২৬ | 216.10.193.23
  • আমাদের সময়ে তো দুবার সাপ্লি পাওয়া ছাত্রদের বছর নষ্ট না করানোর দেওয়ার দাবীতে হাঙ্গার স্ট্রাইক হয়েছিলো। দু-একজন যারা ক্লাস করতে গিয়েছিল তাদের উপাধি জুটেছিল "গাঁট পাবলিক"।
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ১০:২৩ | 24.214.28.245
  • পামিতাদি বলছিলাম কি এই গ্যালো গ্যালো রবের মধ্যে দুপুরের ভাটটা আবার শুরু করলে হয় না। নইলে ঘুমিয়ে ঘুমিয়ে মুটিয়ে গেলাম যে।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:২৩ | 202.91.136.4
  • ম্যাঞ্জাররা তো সব সময়ই বেঁড়েদের খোঁজে। ঃ)
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১০:২২ | 216.10.193.23
  • কোনমতে চলছে, দম ফেলার সময় নেই তার ওপর চাদ্দিকে গ্যালো গ্যালো রব।
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ১০:২১ | 24.214.28.245
  • অপ্পনের দুঃসাহস দেখে আমি অবাক। আমাকে বেঁড়ে বলছে। যাও টই পড়ে এসো।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১০:১৯ | 61.95.144.123
  • http://www.anandabazar.com/23raj5.htm

    লাও ঠ্যালা। মাইরি - আমরাও তো অনেকদিন ছাত্র রাজনীতি করেছি। এবং এটাও বলা হত - নিজেরা বলেছি এবং করেছি - যে যতই মিটিং/মিছিল/আন্দোলন করো, পড়াশোনাটা রাত জেগে হোক, যেভাবে হোক, করতে হবে...
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১০:১৮ | 123.201.53.144
  • না না বকি নি। বকি নি তো। দুঃখ করছিলাম তুমি এসেই চলে যাও বলে ঃ-)

    আজকে কি চমৎকার আবহাওয়া- এক্কেরে বেড়াতে যাবার মতন।অফিস যেতে ইচ্ছেই করছেনা। ওয়ার্ক ফ্রম হোম বলে যদি চালানো যায় ।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:১৭ | 202.91.136.4
  • এশিয়ান মার্কেট আবার পড়েছে। কোন বেঁড়ে ব্যাটা বলেছিল রিসেশন ইজ ওভার?
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১০:১৩ | 202.91.136.4
  • পামিদি, তোমরা কেমন আছো? দেখাসাক্ষাৎ নাই প্রায়!
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১০:১১ | 216.10.193.23
  • হুম্‌ম্‌ম, "নিজের জায়গা" বোধটা অলরেডি তৈরী হয়ে যায় এই বয়সে - তবে আশা মনে হয় আরেকটু সময় পেলে ঠিক হয়ে যাবে।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১০:০৭ | 216.10.193.23
  • দেখেছো, ঢুকতে না ঢুকতেই স্যান বকছে।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১০:০৬ | 61.95.144.123
  • ইন্ডাস্ট্রী ভাল্লাগছে না - ডিক্টেটেড রিসার্চ অর্থহীন।

    ঋক এখনও কি রকম একটা হয়ে থাকে, নানারকম tantrum বেড়েই চলেছে - প্রায় সবই ওই চেনা পরিবেশ থেকে চলে আসার ফলে। আরো সময় লাগবে।

    তুলনায় ঋতি বিনদাস আছে। গান চালালে বেশ এমটিভি মার্কা নাচ নাচছে, দাদার সাথে মারামারি করছে...
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১০:০৩ | 123.201.53.144
  • ওহো লিখে ফেলেছে।অ্যাল।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১০:০৩ | 123.201.53.144
  • আমার যেন এখানে কাকে কি একটা জিগ্গেস করার ছিল।

    পামিতাদি - হাই বলে কেউ কেটে পড়েনা। খারাপ দেখায়।
  • sinfaut | ২৩ অক্টোবর ২০০৮ ১০:০২ | 165.170.128.65
  • টিম,

    চাল দিলে এখানে এসে বলে যাস। আমি দিলাম।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১০:০২ | 216.10.193.23
  • চলছে কোনোমতে। তোমার কি খবর? অরিজিৎ তোমার কাজকম্ম কেমন চলছে? ঋকের স্কুল ভালো লাগছে? মেয়ের লেটেস্ট কি?
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৫৮ | 24.127.39.26
  • জমি লাগবে নাকি? ঃ-)
    নাহ্‌ এবার ঘুম!
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৫৩ | 61.95.144.123
  • একটা সুইস নাইফের মধ্যে মোবাইল ফোনের সিস্টেমটা লাগিয়ে শুরু করতে পারে। প্রোটোটাইপ বানাবো, কেউ ফাণ্ডিং করবে? এই সব যারা মার্কেট নিয়ে মাথা ঘামায় তারা করতেই পারে বাজে কাজে পয়সা নষ্ট না করে।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৫১ | 24.127.39.26
  • বাইনোকুলারও দরকার।

    পামিতাদি কেমন আছো?
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৫০ | 61.95.144.123
  • ও - পাওয়ার ড্রিল+ড্রাইভার টা ভুলে গেসলাম। ইলেক্ট্রিক করাত হলেও মন্দ হয় না।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৫০ | 61.95.144.123
  • হেল্লো
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৪৯ | 61.95.144.123
  • ক্যালকুলেটর, অ্যালার্ম, ক্যালেণ্ডার - এগুলো চাই-ই চাই।

    লেজার বীম, অ্যানাইহিলিন, স্টীল কাটার টর্চ, কম্পাস, মাইওক্রোওয়েভ বীম - এসব হলে ভালো।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৪৬ | 216.10.193.23
  • হাই।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৪৫ | 24.127.39.26
  • মোবাইলের প্রচন্ড জরুরি দুটো জিনিস হলো ভয়েসমেল আর অ্যালার্ম।ঃ)
  • Tim | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৪৩ | 24.127.39.26
  • বলতে নেই

    কেমং ফিলাপ করে দিলুম! ;-)
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৪১ | 61.95.144.123
  • ইস্‌স্‌স্‌স্‌স খারাপ কথা।
  • Div0 | ২৩ অক্টোবর ২০০৮ ০৯:৩৯ | 24.0.145.33
  • ঘুমুতে গেলাম।

    গুঃ নাঃ
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত