এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৭ অক্টোবর ২০০৮ ১০:১৭ | 203.143.184.10
  • ও বাছা অজ্জিত, ঐ ফ্লাইওভারগুনোর কথা কি জান না? নাকি ভুলে গেছ? ঐ যে আন্ধেরিয়া মোড়ের একটু এপাশ থেকে যেটা হুউশ করে NH8 এ নিয়ে ফ্যালে? আর মেট্রো? গুরগাঁওতে ২০১০ এ চালু হয়ে যাবে তো।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ০৯:১০ | 61.95.144.123
  • কাল কি গোটা আম্রিকা দু-র বাড়ি থেকে তেল কিনতে গেসলো? কেউ ভাটায় নাই।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ০৯:০৮ | 61.95.144.123
  • সকালের খবর (কলকাতা ক ধরা গেছে) - জেট সবাইকে ফিরিয়ে নেবে বলেছে।
  • arjo | ১৭ অক্টোবর ২০০৮ ০৬:৫৫ | 24.214.28.245
  • বোঝো ঠেলা! আবাপ কি বিদেশী ব্যাংকে লগ্নী করেছে?

    http://www.anandabazar.com/17edit2.htm
  • arjo | ১৭ অক্টোবর ২০০৮ ০৩:৪৩ | 24.214.28.245
  • ভাবছি একটা ইউ-হল ভাড়া করে দুদির বাড়ি গিয়ে তেল কিনে আনব। আমাদের গেরামে এখনো ৩+। ঃ(((
  • Du | ১৭ অক্টোবর ২০০৮ ০৩:১২ | 67.111.229.98
  • আহেম, আজ ২.৭৩ এ বিক্রী হচ্ছে এখেনে।
  • h | ১৭ অক্টোবর ২০০৮ ০২:৪৮ | 121.242.13.34
  • ওরে না। পারিনা মেসো মশাই।
  • Sayantan | ১৭ অক্টোবর ২০০৮ ০০:২৬ | 160.83.72.212
  • হুঁ।

    "I cannot see tears in their eyes... It is not under political pressure and I have not met any body. It is my personal decision as father of the family," Goyal said late on Thursday night.

    ঃ))))))
  • Abhyu | ১৭ অক্টোবর ২০০৮ ০০:০২ | 128.192.7.51
  • জেটের ছানাপোনারা আবার চাকরি ফিরে পেল।
  • Sayantan | ১৬ অক্টোবর ২০০৮ ২১:৫৮ | 160.83.72.212
  • দীপ্তি ভাটনগর?
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১৭:০৮ | 203.122.26.2
  • উনি বোধ হয় বড় পিপিসি। ইনি ছোট পিপিসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গোরু খোঁজেন। ভাটনগর পুরস্কার পাওয়া।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১৬:১০ | 61.95.144.123
  • পিপি চক্কোত্তিকে চিনি না। এক পিপিকে চিনি, সে ডাকাতি কত্ত। আরেক পিপিকে চিনি - সে বাল্লিনে ডাগদারি করে। আর পি পালচৌধুরীকে চিনি, খড়গপুরের, নামকরা লোক।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১৬:০৩ | 203.122.26.2
  • আরেঃ, কুমারডুবি! আমার বন্ধু ছিল কুমারডুবির। আর আইআইটি কেজিপি-র পিপি চক্কোত্তিকে চেনো? কম্প সায়েন্স ডিপার্টমেন্টের? উনি কুমারডুবির ছেলে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১৫:৫১ | 61.95.144.123
  • বোধিকে - সেদিন বলছিলুম না - আসানসোল লাইনে ক দিয়ে স্টেশনটা - যেটা পঃবঃ ঢুকতে প্রথম পড়ে - নাম মনে পড়েছে - কুমারডুবি।

    জনতাকে - সেদিন ভুলে কামারকুন্ডু বলাতে বোধি আমাকে এই মারে কি সেই মারে...এই বুড়ো বয়সে...আঃ কঃ বাঃ
  • Ananda | ১৬ অক্টোবর ২০০৮ ১৫:২০ | 57.67.164.37
  • iMovie আর Windows movie maker দুটো ই চলনসই, iMovie টা বেটার - ফেলো কড়ি মাখো তেল কেস!
    আর ফ্রিতে ভালো customizable জিনিষ পেতে গেলে ওপেন সোর্সের কাছে যেতে হবে, ২ টো sw বলতে পারি - dvd shrink আর dvd decrypter - শেষেরটা আবার USA মুভি কোম্পানিগুলির চেষ্টায় বেআইনি ঘোষিত হয়েছে। (ডিভিডি রিজিয়ন কোড ব্রেক করতো, তাই . . . ) ১০ জিবি ভিডিও ১ ট ডিভিডি তে আঁটাতে গেলে ডিভিডি শ্রিঙ্ক টা লাগবে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১৪:২১ | 61.95.144.123
  • আমার ল্যাপিতে iMovie অনেক রকম অপশন দেয়। ঋতির ভিডিও দুটো ওই দিয়ে করা, সাইজ কমানোর জন্যে - কারণ গুগুলে তুলেছি। কোয়ালিটি খুব খারাপ হয়নি। আর দু তিনটে আছে রোম/ভেনিস/মিউনিখের - সেগুলো ডিভিডি কোয়ালিটির, কিন্তু সাইজে বড় - তার ওপর লম্বাও - প্রায় এক ঘন্টার। সেগুলো ওই ffmpeg দিয়ে করা, এবং মন্দ হয়নি। আমার তো আরো বড় প্রবলেম হত NTSC/PAL কনভার্সনে - একটা করে ফ্রেম বাদ যেত, কারণ আগের ক্যামকর্ডারটা আম্রিকায় কেনা।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১৪:১২ | 61.95.144.123
  • সে তোমাকে ভালো এনকোডার দিয়ে এনকোড করতে হবে। ffmpeg বা এরকম কিছু নামের একটা টুলের কথা ভিডিওর টইয়ে দিয়েছিলাম। টিপিক্যাল পিন্যাকল জাতীয় সফটওয়্যারে আটকে থাকলে হবে না। আমি ভিসিডি বা এস-ভিসিডি কোয়ালিটিতে ভালো করতে পারিনি, তবে ডিভিডি কোয়ালিটি তো খুব ভালো হয়। ইভেন, গুগুলে দুটো ভিডিও রেখেছিলাম - ঋতির - ওক্কুটে পাবে - সেগুলো mpeg4 - খারাপ হয়নি তো।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১২:৫০ | 203.122.26.2
  • সে তো বুঝলাম। কিন্তু জিনিসটা যখন ফায়ারওয়্যার দিয়ে কম্পুতে নামাচ্ছি, নামছে avi ফরম্যাটে। কিন্তু জিবিতে জায়গা নিচ্ছে। এম্পেগ করতে গেলে নর্ম্যাল সাইজে আসছে, কিন্তু ছবির কোয়ালিটি এতো বেশি ডিটোরিয়েট করে যাচ্ছে যে কী বলব! সাইজে কম্প্রোমাইজ করব না ছবির কোয়ালিটিতে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১২:৩৩ | 61.95.144.123
  • এগুলো সব SD. HD কিনতে চাইলে আলাদা কথা। ওর ঘ্যাম আলাদা, দামও আলাদা;-)
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১২:২৭ | 61.95.144.123
  • হার্ড ডিস্কের seek time নিয়ে কমপ্লেন আছে। রেকর্ডিং শুরুর সময় একটু কেটে যায়। আর ক্যাননের মিডিয়াম রেঞ্জের ক্যামকর্ডার আমি কিনে ফেরত দিয়ে এসেছিলাম সাউন্ড কোয়ালিটি এত খারাপ। সেদিক থেকে সোনিই ভালো। তবে আগে সোনির যে DCR TRV17 ছিলো, ওরা সেটাকে তুলে দিয়েছে। এখন প্রো মোডেলের আগে অবধি কোথাও ওই TRV17-এর সেন্সর কোয়ালিটি পাবে না। আর প্রো মডেল কেনার ক্ষ্যামতা আমার কোনদিনও হবে না।
  • Blank | ১৬ অক্টোবর ২০০৮ ১২:২৩ | 203.99.212.224
  • ডিভিডি মিনি ডীভি ওসব ভুলে যাও। হার্ড ডিস্ক হ্যান্ডি ক্যাম বা মেমরি কার্ড (দ্বিতীয় টার ওয়েট ও কম খুব) দেয়া কেনো। ক্যানন ভাল অনেক।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১২:১১ | 61.95.144.123
  • ভালো কথা বলি শোন - আমরা কেউ প্রোফেশনাল ভিডিওগ্রাফার নই। ভিডিও তুলি বড়জোর বেড়াতে গেলে, বা ছেলে-মেয়ের কথাবলা/হাঁটাচলা/ফাংশন/ফুটবল ম্যাচ - এইসব। এগুলো কোনোটার জন্যে হাইফাই ভিডিও ক্যামেরা লাগে না। ইভেন পুরনো VHS হলেও চলে - মুশকিলের মধ্যে হল VHS উঠে যাচ্ছে/গেছে। কাজেই যতদিন Hi8 ক্যাসেট পাচ্ছো, ততদিন ভেবো না। রিসেন্ট ডিভিডি ক্যামকর্ডার বলো আর যাই বলো - সেগুলো যা কোয়ালিটির ভিডিও তোলে, হোমভিডিওর ক্ষেত্রে সেগুলো আর Hi8-এর মধ্যে কোনো পার্থক্য আসে না। হোমভিডিও বোল্ড/আণ্ডারলাইন। আর এগুলোর স্টিল ফটো পার্টটা যাচ্ছেতাই - যে কোন সাধারণ ডিজিক্যাম ওর চেয়ে ভালো।

    এই যুক্তিগুলো আমি ক্যামকর্ডার কেনার সময় দিয়েছিলুম, কিন্তু কেউ শোনে নাই। ভালো কথা কেউ শোনে না।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১২:০৪ | 203.122.26.2
  • সেই জন্যিই তো অত ব্যথা। ফেলতেও পারি না, বইতেও পারি না।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৫৭ | 61.95.144.123
  • সে তো আরো আগে। হাই৮-এর পর ডিজিট্যাল৮ এসেছিলো।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৫৩ | 203.122.26.2
  • আমাট্টা মিনিডিভিও নয়। তার আগেরটা। Hi8
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৪৫ | 203.122.26.2
  • সন্তোষের ডিভিডি প্লেয়ার আজও বেরোয়। কী শস্তায় দেয়!
  • bozo | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৪১ | 68.227.84.133
  • আমাদের টেপ ছিল আহুজা। দীর্ঘদিন চলেছিল। ভিডিওকনের প্রথম মিউসিক সিস্টেম টাও ভালই সার্ভিস দিয়েছিল। কিন্তু সবার সেরা সন্তোষ। ঐ জিনিষ দেখিনি। যাকে বলে যথার্থ শস্তা, সুন্দর ও টেঁকসই।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৩৮ | 203.122.26.2
  • ন্যাশনাল প্যানাসনিক আমাদের চলেছিল নয় নয় করে বারো বছর। তারপর গেঁজে যায় আমারই দোষে। কী জিনিস ছিল! আমার সব প্রথম শোনা, সব ওতে। সুমন, প্রতুল, নচি।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৩৬ | 61.95.144.123
  • ডিভিডি হ্যাণ্ডিক্যাম বাজে। নিজে এডিট করতে চাইলে মিনিডিভিই ভালো।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৩৪ | 203.122.26.2
  • সোনি কি জানে না সোনির বাজার পড়ছে? খুব ভালো করে জানে। কিন্তু এখনও দুনিয়ার প্রচুর লোক সোনির নামে হ্যালু খায়। আমার বউ তার মধ্যে একজন। সোনির ডিভিডি প্লেয়ার কেনাল। এক বছরের মধ্যে তিনবার নিয়ে যেতে হল দোকানে।

    তবু আজকের এই বাজারি জমানায়, সোনিই বোধ হয় একমাত্র কোম্পানি যারা তাদের কোনও প্রডাক্ট এক্সচেঞ্জ অফারে বিক্রি করে না। ক্যাসেটওয়ালা হ্যান্ডিক্যাম কিনেছিলাম, খুব ইচ্ছে ছিল, ওটা পাল্টে যদি একটা ডিভিডি হ্যান্ডিক্যাম কিনতে পারতাম। কিন্তু যা দেখছি ওটাকে আঁস্তাকুড়ে না ফেললে পরেরটা কেনার সম্ভাবনা নেই। সোনি সোনির পুরনো মাল কেনে না। বাকি সবাই কেনে। এলজি, ফিলিপ্‌স, বিপিএল, সকলে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৩৪ | 61.95.144.123
  • সেই ক্লাস সিক্সে পড়ার সময়কার "ন্যাশনাল প্যানাসনিক', বা ক্লাস টুয়েলভে পড়ার সময়কার ভিডিওকন এখনও আরামসে চলে। আর ওই পনেরো পাউন্ডের ফিলিপসও আরামসে চল্ল ঝামেলা না করে। আমার ধারণা ক্যাসেট প্লেয়ারের ওই মেক্যানিক্যাল পার্টে সোনির ব্যথা আছে। অ্যাকিলিস হীল।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৩১ | 203.122.26.2
  • ক্যাসেট প্লেয়ার চলে কীভাবে? একটা কমজোরি মোটর, পেছনদিকে একটা রাবার ব্যান্ডের মত জিনিস দিয়ে একটা পুলিকে ঘোরায়, সেটা ক্যাসেটের রিলকে খোলাপড়া করে। সামনে একটা টাইনি ইস্ক্রুপ থাকে, তাই দিয়ে মোটরের স্পিড বাড়ানো কমানো যায়। এবার কিছুদিনের মধ্যেই ঐ রাবার ব্যান্ড লুজ হয়ে পড়ে, প্রায়ই খুলে খুলে যায়। তার সাথে আছে হেডে ময়লা পড়া। হেডক্লিনার দিয়েও পরের দিকে আর কোনও লাভ হয় না।

    ক্যাসেট ভালো হলেও এই ইস্যুগুলো তো প্লেয়ারেরই ... সে সোনিই হোক বা ইনালসা মেড ইন শিলিগুড়িই হোক।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৩০ | 61.95.144.123
  • টিসিএস যখন ওই পেরাইজের কথা বলেছিলো (অবশ্যই ক্লায়েন্টের পয়সায়) তখন আমরা কনট প্লেসের বেশ কয়েকটা দোকান চষে ফেলেছিলুম কোন সিস্টেমটা ভালো দেখার জন্যে। সোনির আওয়াজ শুনে সকলে ফিদা হয়ে গেসলো। তাই বাজেটের বাইরের হাজার টাকা নিজেরা দিয়ে সবাই সোনি নিয়েছিলুম।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:২৮ | 61.95.144.123
  • আরে সে তো ক্যাসেট ঝুলবে। কিন্তু ক্যাসেট প্লেয়ার কেন ঝুলবে খামোখা? কথা নেই বার্তা নেই সোনির ক্যাসেট প্লেয়ার আটকে গেছে কতবার, অথচ সেই ক্যাসেট অন্য প্লেয়ারে আরামসে চলে।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১১:২৬ | 203.122.26.2
  • সোনি ঝুলে গেছে অবশ্যই। বাজারে এখন অনেক ভালো কোম্পানি এসে গেছে। তবে পৃথিবীর যে কোনও কোম্পানির প্লেয়ারেই ক্যাসেট ঝুলবে। ঝুলবেই। সেই জন্যেই ক্যাসেট আজকাল আর চলে না। আস্তে আস্তে রেকর্ড ডিস্কের মত বিলুপ্ত হয়ে যাবে।
  • Abhyu | ১৬ অক্টোবর ২০০৮ ১১:১৯ | 97.81.104.16
  • আমার একজোড়া বোস স্পীকার আছে। আর একটা বোসের হেডফোন। ইউনির টাকায় কেনা ঃ)

    রাত দুটোর সময় ভাট করা উচিত নয়। এই শেষ কথা বলে যাব আমি চলে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:১৬ | 61.95.144.123
  • ট্যাঁকের জোর থাকলে একটা বোস কিনতুম। আহাহা কি আওয়াজ...
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:১৩ | 61.95.144.123
  • সোনি আগে ভালো ছিলো। এখন ঝুলে গেছে। তবে এটারো অনেকবার ঠেকেছে - বিশেষ করে ক্যাসেটপ্লেয়ার দুটো। সোনির মনে হয় ক্যাসেটে ব্যথা আছে। ইংল্যাণ্ডে একটা কিনেছিলুম - মিনি সিস্টেম, সেও ঠিক একবছর পর ক্যাসেট প্লেয়ারটা ঝোলালো। ওখেনে সোনির সার্ভিসিং সেন্টার বল্ল আমরা হাত দিয়ে দেখলেই পঞ্চাশ পাউন্ড, তারপর পার্টস/লেবার আলাদা। কিনেছিলুম সত্তর পাউণ্ডে। তো একবার বাড়ি আসার সময় নিয়ে এলুম - এখানে লোকাল দোকানে আড়াইশো টাকায় সারিয়ে দিলোঃ-) এখানেই রয়ে গেলো। সোনির সার্ভিসিং-এ গেলে হাজার তিনেক নিত। তাপ্পর অ্যাসডা থেকে ফিলিপসের বুমবক্স কিনলুম - পনেরো পাউন্ডে - তিন বছর আরামসে চল্ল। আসার সময় একজনকে দিয়ে এলুম।
  • Abhyu | ১৬ অক্টোবর ২০০৮ ১১:০৮ | 97.81.104.16
  • ঐ সময় সোনি খুব ভালো মাল আনতো। এখন ঐ কোয়ালিটির জিনিস পাওয়া যায় না - দামও সস্তা, কোয়ালিটিও বাজে। এ দেশে আমার যে সোনির সিস্টেমটা আছে তার থেকে দেশেরটা ভালো।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:০৮ | 61.95.144.123
  • আমি যাদের কথা বলছিলুম তারা ফ্র্যাঙ্কফিনের ছাত্রী। ওটা একটা ইশকুল। আমরা যখন ছোট ছিলুম তখন এয়ারহোস্টেস/স্টিউয়ার্ড ব্যাপারটা খুব রেয়ার ছিলো - আর আমাদের বাড়ি যেখানে সেদিকে তো লোকে ভাবতোই না এসবের কথা। তো সেটাই বলছিলুম আর কি...লোকের পার্সেপশন কতটা বদলেছে - সেটা ভালো। এবার এই যারা প্রচুর পয়সা খরচ করে ফ্র্যাঙ্কফিনে ভর্তি হয়েছে তাদের কি হবে? দেখে তো মনে হয় ভালোই ফী হবে।

    সেক্টর ফাইভে একটা হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিট্যুট আছে - পোচ্চুর ছেলেমেয়ে। ঝুপসে খেতে গেলেই চোখে পড়ে। এবার ধরো হোটেল ব্যবসা ঝাড় খেলে এদের কি হবে?
  • Abhyu | ১৬ অক্টোবর ২০০৮ ১১:০৬ | 97.81.104.16
  • অরিজিতদা, তোমার সোনিতে নিশ্চয় অনেকদিন পরে রেডিও চলছে, তাই না? তা হলে চিন্তার কিছু নেই - সপ্তাহ খানেক টানা চালাও সব নিজের থেকে ঠিক হয়ে যাবে। আমারটা ১৯৯৯ সালের সোনি। এক্সপিরিয়েন্স থেকে বলছি ঃ)
  • Abhyu | ১৬ অক্টোবর ২০০৮ ১১:০৩ | 97.81.104.16
  • অরিজিতের কথার প্রসঙ্গে বলি - এই হাই ফ্লাইং জবেব লোকেরা একটা লাইফ স্টাইলে অভ্যস্ত। নিশ্চয় ভালো ফ্ল্যাট গাড়ি সব আছে, এবং মাসে মাসে লোন শোধও করতে হয়। তা একদিনে যদি চাকরিটা নেই হয়ে যায় তখন এরা কোথায় যাবে? আবার পুরোনো লাইফ স্টাইলে ফেরা কি সহজ?
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১১:০১ | 61.95.144.123
  • না না - সোনির মিউজিক সিস্টেম। ২০০০ সালে টিসিএস পেরাইজ দিয়েছিলো।
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৫৯ | 203.122.26.2
  • জিনিসটা কী? মোবাইলের মধ্যে এ-এম এফ-এম রিসিভার? না অন্য কিছু?
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৫৬ | 61.95.144.123
  • সেই বোঝা বাড়ানো। দেখি। আঃকঃবাঃ - তখন এইসব বোঝা নিয়ে কি হবেঃ-(
  • siki | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৫৫ | 203.122.26.2
  • তাইলে একখান ম্যানুয়াল রেডিও কিনে ফ্যালো, কতই বা দাম!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত