না কোন স্ট্যান্ডার্ড উপায় আমার নজরে আসে নি। এদেশে। হতে পারে এন জিও আছে। এখন তো সবেতেই এন জি ও গজিয়েছে।
d | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৩ | 203.143.184.10
বোধির উত্তরপ্রসঙ্গে, দুর দুর মফস্বল থেকে যে সব খোকাখুকীগুলো আসে, তারা কি করে খবর পাবে? কোন উপায় আছে কি?
d | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১২:২১ | 203.143.184.10
আচ্ছা ব্ল্যাঙ্কি আর ঈশানের পাবলিশিং হাউস দুটো কি আলাদা আলাদা? তাহলে আমি দুটোতেই পার্টটাইম করব। কিন্তু দুজনে মিলে যদি জয়েন্ট ভেঞ্চারের পেল্যান করে থাকে তাহলে ...... আমেন।
h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১২:১০ | 125.18.104.1
মালের দোকানের ব্যবসার প্রবলেম হল ক্লিয়ারেন্স আর লাইসেন্স। পাওআ খুব কঠিন।
h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৭ | 125.18.104.1
শুয়োরের ব্যবসা খারাপ চলবে না। মালের দোকান সব সময়েই লাভ জনক।
শুয়োর রাখার ঘরে মাল রাখা লাভ জনক নাও হতে পারে। তাহলে যার জন্য যা এনেছি সেই তাই তেই তাই খেয়েছে কেস হয়ে যাবে।
san | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৮ | 12.144.134.2
শুওরের ব্যবসা করলে কোলকাতায় কেমন চলবে?
ব্ল্যাংকির পাবলিশিং হাউস খুলতে আর কত দেরি?
র বহুকাল আগে মালের দোকান খোলাটাকে সবচেয়ে লাভজনক ব্যাপার বলেছিল। এই নিয়ে কি কেউ ভাবনা চিন্তা করছে?
আরো প্রশ্ন আছে পরে লিখছি।
h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫১ | 125.18.104.1
রিডিফ এই রিউমার টার উপরে স্টোরি করেছে। তাতে অনেক বড় বড় সংখ্যা। আমি কিচুই না বুঝে ফিরে এলাম।
siki | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪১ | 203.122.26.2
হ্যাঁ, এখন সব ঠিকঠাক। কাল রাতে অবশ্য দেখি নি, কাল সারাদিন চলে নি। হতে পারে এক ধাক্কায় ট্র্যাফিক বেশি হয়ে গেছিল আজ সকালে।
shrabani | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৮ | 124.30.233.101
সত্যিই কোনো প্রবলেম নেই, আমি ঠিক এইমাত্র খুললাম অ্যাকাউন্ট। কাল রাত্রে ফান্ড ট্রান্সফারও করেছি, ঠিকঠাক হয়েছে।
siki | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৫ | 203.122.26.2
খুলছে এখন।
san | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৪ | 12.144.134.2
কই, আইসিআইসিআই হোমপেজ খুলছে তো। সিকি, আবার দ্যাখো তো।
siki | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৩ | 203.122.26.2
ICICIতে এখন শুধুই লগিন পেজ খুলছে। লগিনের পর হোমপেজ আর খুলছে না। সেশন টাইমআউট হয়ে যাচ্ছে।
এইমাত্র ব্যাঙ্কের কাঃ কেয়ারে ফোন করলাম, তারা বলল, কাল তো সাইটে প্রবলেম ছিল, কিন্তু আজ তো ঠিকই আছে! আমি বললাম ঠিক নেই, তো তারা কিছু বলতে পারল না।
h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৩ | 125.18.104.1
আগের পোস্ট টা দমুর জন্য।
h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:২১ | 125.18.104.1
মার্কেট থেকে খবর নেওয়াই ভালো। জেন্ডার বায়াসের খবর মেয়েদের কাছ থেকে নেওয়াই ভাল। ছেলেরা এই কেসটা কিস্যু বোঝেনা বেশির ভাগ ক্ষেত্রে। আর ঢোকার পরে আলু টাইপের ম্যানেজারের সঙ্গে যাতে কাজ না করতে হয় সেটা খেয়াল রাখতে হয় বোধায়। ভাইন ইয়ার্ড গসিপ ক্যান ওয়ার্কঃ-)
এমনিতে কি যেন একটা রেটিং এজেন্সী ছিল বিলেতে। তাতে তারা রেট করতো। তাদের রেটিং দেখেই আমি একটা মোটর গাড়ির কোং এ জয়েন না করে একটা গানের কোং এ জয়েন করলাম। পরে মার্কেটে খবর পেয়েছিলাম, অভিযোগের মেটেরিয়াল ভিত্তি আছে। এজেন্সী টা ইকুয়ালিটি কমিসন স্পনসর করতো বোধায়। এখানে এই সব নাই। নাই তো নাই। অনেকেই চাগরী করছে। আর ভুল ভাল করে পার পেয়ে যাওয়া লোককে সব সময়ে ভয় দেখানো ভালো।
আমি এক পিস মালের চাগরি খেয়ে নিয়েছিঅলাম। কারণ মালটা রেসিস্ট একটা লোক ছিল। আরেকটা কেসে আরেক ছোঁড়াকে এমন গাল দিয়েছিলাম, কারণ নোংরা রেসিস্ট কমেন্ট করেছিল, ও পরের দিন থেকে আর আপিসে আসে নি। বেশির ভাগ ক্ষেত্রেই ভিক্টিমের কিসু করার থাকে না, যখন থাকে তখন অ্যাগ্রেসর কে কেলিয়ে বিন্দাবন দেখানো উচিত।
Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৮ | 202.91.136.71
র কি আছ? থাকলে সাড়া দিও প্লিজ।।
a | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:১২ | 125.18.104.1
যাক কিছু কাজের কতা কই।
ব্ল্যাংকি, কাফিলা তে ভালো খাবার কোনটে? মাটন রান না কি সেটাতে কজন খাওয়া যায়? (মানে সাধারণ মানুষ)
Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:০০ | 61.95.144.123
অ্যাক্সিস ব্যাঙ্ক আরো কি করে জানো? এটাও সেদিন শুনলাম - আমার ভাইয়ের আপিসের ঘটনা। একজনের অ্যাকাউন্ট থেকে এরকম বিশ হাজার না কত গেছে - সে নাকি ডেবিট কার্ডে। তো অ্যাক্সিস ব্যাঙ্কে রিপোর্ট করাতে ওরা একটা ফর্ম ভরতে বলেছে, সেখানে ফাইন প্রিন্টে লেখা যে ও নাকি ওর পিন নাম্বার গোপন রাখেনি। এবার জোর করেছে ওটা সই করতে। তারপর ওরা রিফাণ্ড করবে বা এরকম কিছু। মুশকিল হল তুমি যদি সই করে দাও আর ওরা যদি রিফাণ্ড না করে, তাহলে তুমি কিস্যু করতে পারবে না - পুলিশেও তোমার কেস নেবে না।
Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৬ | 61.95.144.123
ওই মেলে যে লিংকটা থাকে - যেটা দিয়ে অ্যাকসেস করতে বলে - সেটাতে মাউস নিয়ে গিয়ে দেখবে - একটা ভুলভাল ইউআরএল দেখাবে, মানে দেখলেই বোঝা যায় যে ফ্রড কেস। অ্যাক্সিস ব্যাঙ্কের লোগোটাও ওরা ব্যবহার করে। শুধু অ্যাক্সিস নয় আমার কাছে HSBC, Barclays, NatWest ইত্যাদি সব আসে।
d | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৫ | 203.143.184.10
কিন্তু বোধি, কোন কোঙে জয়েন করবার আগে তাদের "জেন্ডার বায়াস' বা "রিলিজিয়াস বায়াস' আছে কিনা কেমনে জানব? পলিসি ডকুতে তে একেবারে স্বর্গ থেকে চুঁইয়ে পড়া কথাবার্তা লেখা থাকে। তাহলে? মানে কোন ইন্দিপেন্ডেন্ট এজেন্সি বা ওয়েবসাইট আছে?
Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৪ | 202.91.136.71
লোকেও আছে পিন কার্ডের পেছনে লিখে রাখে।
Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫২ | 61.95.144.123
ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড ফ্রডটা বেশ সিরিয়াস কেস হয়ে গেছে। সেদিন আমাদের আপিসের একটা ছেলের ক্রেডিট কার্ডে এক লাখ পঁচাত্তর হাজার ঝাড় গেছে। আমার বউয়ের আপিসের একটি মেয়ে সদ্য ক্রেডিট কার্ড পেয়েছে, সে নিজে ব্যবহার করার আগেই নাকি সেটা দিয়ে বারো হাজার ক্যাশ উইথড্রয়াল হয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কেও বেশ কয়েকটা এরকম ঘটনা শুনলুম।
h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫১ | 125.18.104.1
আমার এইখানে একজন কোলিগ খুলে দেখলো। তার টাকা আই সি আই সি আই তে ঠিকাছে।
উফ নিজেকে কেমন আর বি আই গবর্নর মনে হচ্ছে। কিরম মার্কেট কনফিডেন্সের পক্ষে কথা বল্লাম।
একতু ফুত্তি করে নি আঃ কঃ বাঃ
Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫০ | 202.91.136.71
ঐগুলো ফিশিং মেল। পাত্তা দিও না।
d | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫০ | 203.143.184.10
নাঃ আমার ওতে চাপ নাই।
এই অ্যাক্সিস ব্যাঙ্ক মাঝেমাঝেই আমায় মেইল করে যে কেউ নাকি অবৈধভাবে আমার অ্যাক্সিস অ্যাকাউন্ট অ্যাকসেস করেছে। কি মুশকিল আমার কোন জম্মে অ্যাক্সিস ব্যাঙ্কে কিস্যু ছিল না, নেই। অথচ ওরা মেইল করেই যায়, করেই যায়।
Blank | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮ | 203.99.212.224
আর কদিন ই বা বাঁচবো ঃ( (এদ্দিনে বুঝলুম কথাটা)
Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৩ | 61.95.144.123
অপ্পন - বাবাকে বলো না আউটসোর্সিং করতে;-)
Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪১ | 61.95.144.123
সাইট ডাউন নিয়ে চাপ নিও না। আমার অ্যাক্সিস ব্যাংকও মাঝেমাঝেই ডাউন থাকে, IE না হলে মাঝে মাঝে লগআউট করে দেয় - নানারকম সমস্যা। সেরকম টেনশন হলে কাস্টমার সার্ভিসে ফোন করে খবর নাও না।
Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪১ | 202.91.136.71
বেঙ্গালুরুতেও "গুজব' রটেছিল। প্রচুর লোকে গিয়ে মাঝরাতে এটিএম থেকে টাকা তুলে নিয়েছে।
এইবার বাড়ি গিয়ে আমার কপালে ক্যাল আছে ভালোমতন। অ্যাদ্দিন ন্যাশনালাইজড ব্যাংকের কথা বাবা বলত, আর আমি হেসে উড়িয়ে দিতাম।
Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪০ | 202.91.136.71
নাঃ, লগঅন করা যাচ্ছে। ঃ}
d | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৯ | 203.143.184.10
আগের খবরগুলো জানি। কিন্তু এটা নাকি গতকাল হয়েছে। হায়দ্রাবাদে কিছু কিছু মারপিটও নাকি হয়েছে। সত্যিমিথ্যে জানি না। যে বলল, সে ও নিশ্চিত নয় কতটা গুজব আর কতটা সত্যি। কাল রাতে দিব্বি অ্যাকসেস হচ্ছিল, কিন্তু ফান্ড ট্র্যান্সফার করতে গেলে আজকের না দিয়ে ১ তারিখের ডেট দিচ্ছিল। আমি ভাবলাম আজ বোধহয় ঈদের ছুটি, তাই আর চাপ নিলাম না।
Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫ | 61.95.144.123
ওই শেষের এ আর বি - এই দুটোই আমার মনের কথা। বাকিটা নিয়ে আমি হলে অতটা ভাবতুম না।
Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫ | 202.91.136.71
** একটা
a | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫ | 125.18.104.1
***পুরোনো কোং
Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৪ | 202.91.136.71
হুম, আমারো এখানে মেজর ইনভেস্টমেন্ট ওখানে আছে। ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করব বলে সাইট অ্যাক্সেস করতে গিয়েছিলাম। কিন্তু কিছুই হচ্ছে না দেখে গুরু খুললাম। খুলেই দেখলাম এই খবর!!
a | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৪ | 125.18.104.1
এবার মাইনে। জেনেরালি, মাইনে consulting firmগুলোতে বেশী। এরা খেলেও ঐ সিটিসির উপর,এটাই এদের USP। মুশকিল হল, variable টা অনেকটা আর বছরের শেষে দেয়। তবে দেয় এটা শিওর। এর ভালো খারাপ দুটো দিক ই আছে।
এই অজ্জিতদা যার বিষয়ে কথা বলছে, সেটাতে আসল সমস্যাটা হল যে নতুন কোং এ মাইনে বাড়িয়ে দেবার ফলে ডেলয়েটের যে অফারটা আগে ভালো ছিল,সেটা এখন সাধরণ হয়ে এসেছে।
আমাকে যদি জিগ্গেস কর, আমি বলবো যে আরেকবার নেগোশিয়েট করতে বল, এই industry তে ঢোকার আগের দিন অবধি দরাদরি চলে। আর যদি নাও হয়, তাও আমার মতে deloitte or PwC তে ঢুকে পড়া উচিত। Incentive: a) High end work b) high exposure (due to small size) c) brand name d) way better increment (typically PwC used to give atleast 8%-10% more than industry avg)।
এবার ডেলোয়েটের কথা, ভারতে এদের operation টা একটু ঘাটা। Deloitte USA র এক্টা Direct subsidery আছে, হায়দ্রাবাদে। আবার একটা sister concern আছে Deloitte India Consulting Service বলে। এদের কাজ কর্ম একি রকম হলেও আদতে Hyderabad center is a normal offshore delivery center, called Region 10(R10)। কিন্তু কলকাতা,দিল্লী, বম্বেতে যেগুলো আছে তারা Deloitte India Consulting মানে মূলত ঐ domestic market,high end work, business oriented operation।
siki | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:২১ | 203.122.26.2
ICICIএর লেম্যান ব্রাদার্সের ইনভেস্টমেন্টটা ডুবেছে, তাও পুরো ডোবে নি, আংশিক রিকভারি হয়েছে, এটা পুরনো খবর, এবং এর ফলে ICICIএর বিশাল কোনও ক্ষতি হয় নি বলেই জানিয়েছিল।
ICICI ডুবে গেছে বা যাচ্ছে এমন কিছু এখনও শুনি নি, তবে কাল থেকে ICICI-এর অনলাইন অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যাচ্চে না এখনও।
কী সাংঘাতিক, আমার সর্বস্ব যে ওখানে! অবশ্য আজ হাফ ইয়ার্কি ব্যাঙ্ক ক্লোজিং ডে। কিন্তু ঘোষণা না করে ICICI তো কখনও সাইট ডাউন করে না!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন