এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১১:০৩ | 125.18.104.1
  • সত্যি এক পিস বোকা বোকা নিয়ম বানিয়েছে। একেবারেই কোন মানে নেই।
  • siki | ০৩ অক্টোবর ২০০৮ ১১:০২ | 122.162.84.113
  • ওদিকে রাহুল গান্ধি কী সব করছে! রাজস্থানের কোটায় এক কুঁড়েঘরে আবার পরশু রাত কাটিয়েছে, তারপরে মাথায় করে স্টীলের গামলাভর্তি রাবিশ বয়ে নিয়ে গেছে মজুরদের সঙ্গে ...

    গান্ধি পরিবারের ছানা হয়েও এত লেবার দিতে হয়। নাহ্‌, দেশ সত্যিই পাল্টেছে।
  • Arijit | ০৩ অক্টোবর ২০০৮ ১১:০০ | 61.95.144.123
  • সে তো পাবলিক প্লেসে। নিজের বাড়িতে খাও না, বা রাস্তায় - বাসস্টপ না হলেই হল।
  • siki | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫৯ | 122.162.84.113
  • বোধি, ধুম্রপান নিষিদ্ধ। গতকাল থেকে। রামাডস দেখলেই ক্যালাবে।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫৮ | 125.18.104.1
  • এর পরে চেনা জানা যে বিদেশ থেকে যে আসবে তারে ডজন খানেক চুরুট আনতে দেব। দামী নয়, শস্তা।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫৬ | 125.18.104.1
  • বাই দ্য ওয়ে, সেদিন একটা চুরুট ফুঁকলাম। খারাপ না। প্রথমটা একটু কাশি হয়।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫৪ | 125.18.104.1
  • একটা সিরিয়াস আইসোলেশন চাই। অ্যাটলিস্ট বছর পাঁচেক। নইলে কিস্যু কাজের কাজ হচ্ছে না। ধুস।
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫৩ | 67.152.86.163
  • চিন্তা করিস না বাবা, মাথা ধরবে, হলুদ হিসি হবে, পেট ফাঁপবে। আরো কি কি হবে ঠিক জানি না
  • Arijit | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫২ | 61.95.144.123
  • হোমেনাম রেভেলিও!!!

    ছুটিতে যাবার আগের দিন বেশি কাজটাজ করবো না। ফের তো সেই এক হপ্তা পর ভাটে আসবো। এই মার্কেটে লোকজন বেশি কাজ করলে সবার নামে স্যানকে সুপারি দিয়ে দোবো।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৫১ | 125.18.104.1
  • ছোটোবেলায় ভেবেছিলাম হিমালয়ে গিয়ে চিন্তা করব। তো গিয়ে দেখলাম, সেখানে বই পাওয়া দুষ্কর। আর সমতলে নেমে এসে দেখি একেবারে সময় নাই। করি তো ফাল্‌তু চাকরি, তার জন্য দিনের মধ্যে এতটা সময় দিতে ভাল্লাগে না। ছোটো ভাড়া বাড়ি সেইখানে মাঝে মাঝে পকেটে টান পড়লে ও ফ্র হো, এইটাই আপাতত সল্যুশন।
  • Ishan | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৯ | 12.217.30.133
  • এই মনে পড়ল। কল্লোললদা বোধহয় আমাকে ক্যালাবে। ঃ(
  • Arijit | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৮ | 61.95.144.123
  • আমার তো ওই লক লাগানের ধারে বাড়িটা ঠিক করাই আছে।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৭ | 125.18.104.1
  • সিনিয়র যাঁরা রয়েছেন, এই যেমন অজদা, ডিডি, রঞ্জনদা, কল্লোলদা, মিতাদি, এঁদের প্রত্যেকের নামে একটা ব্যানার ক্যাম্পেন করা হোক;-) বেশ মজা হবে ঃ-))))))))))))
  • Ishan | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৬ | 12.217.30.133
  • আমি তো বনে যাব বলেই দিয়েছি।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৫ | 125.18.104.1
  • কদিন পরে আমি একটা ওয়ান বেড রুম বা স্টুডিও ফ্ল্যাট ভাড়া নোবো। শুধু বই পড়বো আর চুক চুক করে মাল খাবো। সেই জন্যে। এই সংসারের টানাপোড়েন আর ভাল্লাগে না।
  • Ishan | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৫ | 12.217.30.133
  • অজদা আমার বড়ো দাদার মতো। তেনার নামে টইতে আমি অকথা-কুকথা কইতে পারি। কিন্তু সাইটের মাথায় ভালো কথা ছাড়া কিছু রাখা যাবেনা । দমু প্রাণের ভয় দেখালেও না।
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪৫ | 67.152.86.163
  • এই কতা!! একদিন সন্ধেবেলা পারফিউমের বদলে গায়ে মাল মেখে বসে থাক। অতিথিদের মুখে মুখে গ্রামে গ্রামে বার্তা রটে যাবে। তখন সন্ধেবেলা মাল খাবার অজস্র অবসর।

    এ মালটা মালও খাবে আর মাল খাইনা ইমেজও বজায় রাখবে। ইশেন একে খিস্তি মারেনা কেন?
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪২ | 125.18.104.1
  • ঐ জন্য গত কদিন একটু বাইরে বিশ্রাম করতে বাধ্য হলাম। হায় হায় এই মাগ্যি গন্ডার দিনে।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৪১ | 125.18.104.1
  • আমার একটা প্রচন্ড অভিমানে দিন কাটছে। ঘরে এক বোতল অ্যান্টিকুইটি পড়ে আছে, কিন্তু ঘরে কিছুতেই মাল টানার জন্য পরিবেশ তৈরী হচ্ছে না। রেগুলার অসংখ্য পিসি মাসি দাদু জেঠু ভাগ্নে ভাগ্নি অ্যাটাক করছেন। সন্ধে বেলায় একটু বিশ্রামের জো নাই।
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৩৪ | 67.152.86.163
  • দ আবার আমার সময় কোথায় দেখলে? বলেছি না লাস্ট টেস্টামেন্ট অ্যান্ড উইল লিখছি? সেটা শেষ হলেই ব্যাস।
  • d | ০৩ অক্টোবর ২০০৮ ১০:৩০ | 203.143.184.10
  • পত্রিকাগুলোই হাতেপায়ে ধরে ঐ অপাঠ্য লেখাগুলো যোগাড় করে আর তেনারা দিয়ে ধন্য করে দেন।

    অজদা'র হাতে আজকাল প্রচুর সময়, কিন্তু কাজের কাজ করেন না দেখি। সৈকত এইবারে অজদার নামে একটা ব্যনার বানিয়ে সাইটের মাথায় টাঙিয়ে দিও তো। কনটেন্ট আমি লিখে তোমাকে পাঠাচ্ছি।
  • Ishan | ০৩ অক্টোবর ২০০৮ ১০:২৪ | 12.217.30.133
  • আমি প্রচন্ড রেগে গেছি। অজদা মাল খেয়েছে আগে বলেনি কেন? ঃ)
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ১০:২২ | 67.152.86.163
  • শুধু আন্তঃ-শিবির কোস্তাকুস্তি কেন? তেমন মেজাজ হলে নিজের দলের কাউকে ধরে ইনসেস্ট করে ফেলল!
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:১৩ | 125.18.104.1
  • তবে টাইম্‌স অফ ইন্ডিয়া যদি শারদীয়াটাকে কেন্দ্র করে, একটা আবাপর রাইভাল ঘোঁট করতে পারে, বেশ ভালো হবে। আবার একটা শিবিরে শিবিরে কোস্তা কুস্তি দেখা যাবে। তার পরে মাঝে মাঝে দলবদল। মাঝে মাঝে ডার্বি। পুরো ফুটবলের উত্তেজনা।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ১০:০৫ | 125.18.104.1
  • আরেকটা কেস আমি কিসুতেই বুঝি না, একটা লেখক গ্রুপ, ধর পাঁচ দশ জন, সর্বত্র ল্যাখেন কেন কে জানে? সব শারদীয়া তো পয়হাও দেয় না, বা দিলেও কম দেয়, তাইলে এত সব পত্রিকায় এক পিস করে বাজে লেখা দেওয়ার কারণ কি? সত্যি মাইরি মহৎ বাঙালি কে বোঝা যে সে লোকের কম্ম নয়।
  • Ishan | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৫৩ | 12.217.30.133
  • আব্বে টইতে লিখছি তো। ঃ)
  • Abhyu | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৫০ | 97.81.104.16
  • আমি এলেই সবাই পালায়। যাক আমিও ঘুনু কত্তে যাই।
  • Abhyu | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৪৩ | 97.81.104.16
  • ভালো কথা। পুজোতে শীর্ষেন্দুর উপন্যাসটা কেউ স্ক্যান করে দেবে?
  • Abhyu | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৪১ | 97.81.104.16
  • আর টাটা অতি বদ। কারণ আমার সেটাই মনে হয়। কোনো যুক্তি প্রমাণ নেই। সেই জন্যেই আমার বক্তব্যে এতো জোর ঃ)

    ষষ্ঠীর দিন লুচি খাব। (আজ নেমন্তন্ন পেয়েছি)। লুচি খেয়ে আরো জোর হবে।

    আজ্জো আসছ তো পুজোয়? পূজারী-তে?
  • Abhyu | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৩৫ | 97.81.104.16
  • তা ছাড়া এন্টার্টেনমেণ্ট প্রোভাইড করার জন্যেও বিড়লা পয়েণ্ট পাবে। সেই যে কে কাকে কি সব সম্পত্তি দিল আর তাই নিয়ে কত্ত মামলা হল - লোকে কাগজ খুলে সে সব পড়ে কত খুশ হল।
  • Abhyu | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৩২ | 97.81.104.16
  • বুনু রে, লক্ষী সোনা ভাই আমার, মিষ্টি ছেলে - চানাচুরের মতো ভালো ছেলে...

  • Abhyu | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:৩০ | 97.81.104.16
  • না না এমনি করলে চলবে না, তারামণ্ডলের জন্যে ২ পয়েণ্ট দিতে হবে।
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:২৭ | 67.152.86.163
  • বেশ বেশ, স্কোর রাখা হোক।

    টাটাঃ

    তীর্থদর্শন -১, টিআইএফআর (ইনিশিয়াল ফান্ডিং) +৫, ঐ আইআইএসসি +৫, ক্যান্সার হাসপাতাল +৫।

    বিড়লাঃ

    মন্দিরকুল -২০, তারামন্ডল +১, বিটস, +২।

    আর?
  • Abhyu | ০৩ অক্টোবর ২০০৮ ০৯:১৭ | 97.81.104.16
  • তা ছাড়া বিড়লা তারামণ্ডল-ও করেছে। এটা টাটা বা অন্য কোনো কোম্পানির লিস্টে নেই।
  • Ishan | ০৩ অক্টোবর ২০০৮ ০৮:০৬ | 12.217.30.133
  • এবার আমি কিছুই কিনিনি। গিয়ে পড়ব। কিন্তু বিগত কয়েকবছরের অভিজ্ঞতা থেকে জানি, বেসিকালি এঁরা এরকমই করেন। অনুষ্টুপেও। কি খারাপ কি খারাপ সব লেখে রে ভাই। ধরে গাল দিই মনে হয়।

    তাপ্পর মনে হয়, আমিই বা পড়ছি কেন? ঃ)
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ০৭:৪৩ | 121.242.13.34
  • পার্থ চট্টোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী, অনির্বান চট্টোপাধ্যয়, রংগন চক্রবর্তি র প্রবন্ধ, কি আর বলবো, আমাদের মত মূর্খ পাঠকদের জন্য তাঁরা যে এট্টু সময় দিয়েছেন এই অনেক। স্কেচি লেখা। অযত্নে মনে হয়, কারণ এরা তো বড় বড় বিরাট নাম করা প্রাবন্ধিক। প্রখ্যাত এবং মহান হয়ে যাওয়ার পরে তো বেশি পরিশ্রম না করলেও চলে। দেবেশ রায় একটা উপন্যাসের একটা খন্ড দিয়েছেন। অমিয় দেব বাজে লিখেছেন। দিয়ে ধন্য করেছেন আর কি। একেবারে বাজে লেখা রয়েছে কিছু। এই আর কি।
  • babul | ০৩ অক্টোবর ২০০৮ ০৭:৪১ | 164.164.94.194
  • সুপ্রভাত।
  • h | ০৩ অক্টোবর ২০০৮ ০৭:৩৩ | 121.242.13.34
  • মোটের উপরে বারোমাস শারদীয়া পোসালো না।
  • bozo | ০৩ অক্টোবর ২০০৮ ০৪:৫২ | 128.111.119.175
  • সম্পূর্ন টাটা-মমতা-সিঙ্গুর বহির্ভূত কথা।
    যখন কোনো কোম্পানি অপর কোম্পানি অধিগ্রহন করে তখন অ্যাসেট এর সঙ্গে সঙ্গে সব লায়াবিলিটিও নিতে হয়। এমন-ই শুনেছি কর্পোরেট আইন।
    ডাও কেমিক্যালস যখন ইউনিয়ন কার্বাইড কিনে নিল তখন তারা ভোপালের ব্যাপারে সমস্ত দায়িত্ব অস্বীকার করে। ডাও কে বাধ্য করা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল।
    সেই সময় ডাও এর সি ই ও প্রিন্সটনে 'কর্পোরেট এথিকস' নিয়ে লেকচার দিতে আসেন। সেই সময় বেশ নাটকীয় ভাবে Q & A session এ ডাও কে দিয়ে ভোপালের দায়িত্ব স্বীকার করানো হয় ও ভোপালের কিছু হেভি মেটাল যুক্ত ওয়াটার তাকে দেওয়া হয়। সেই প্রথম ডাও কেমিক্যালস ভোপালের লায়াবিলিটি স্বীকার করেন।

    সেই সময়ে এই ঘটনা টি ছাত্র মহলে বেশ সাড়া ফেলেছিল।
  • c | ০৩ অক্টোবর ২০০৮ ০৩:০৪ | 131.95.168.17
  • বড়ো বড়ো দুটি এঁচোড় আর থোড় আর একঝুড়ি কবিতা নিয়ে গাঁয়ের বাড়ীর সপ্তাহান্ত কাটিয়ে চল্লেন শহরে।
    সোমবারে গিন্নী রাঁধবেন কবিতার এঁচোড়ঘন্ট।আর কবিতার থোড়জাহানারা চিংড়ি সহযোগে!
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ০২:১২ | 65.57.245.11
  • তেমনি হলে কি যে হবে? বাড়িতে অতিথি এল, চাকরকে হাঁক - ওরে প্লেটে করে দু"টো গাছপাকা কবিতা কেটে দে।

    বিয়েবাড়ী নেমন্তন্ন? যাবার পথে কাগজে মুড়ে ক'টি কবিতা। সোজা গিয়ে কনের হাতে - তোমার জন্যি রেললাইনের ধার থেকে তুলে আনলুম মা।
  • c | ০৩ অক্টোবর ২০০৮ ০২:০৮ | 131.95.121.107
  • না না শুধু তাই না, কোন্‌দিন শুনবেন এর হাত ধরেই এনলাইটেন্ড হয়ে গেলো সবাই!
    ঃ-)))))))
    একদিন ঘুম থেকে উঠে সেই ভৌতক্লাবের ভদ্রলোকের মতন দেখবেন চারিদিকে কবিতা। ভেপুতে কবিতা,রেললাইনে কবিতা, গাছে গাছে বাদুড়ের মতন ঝুল খাচ্ছে কবিতা!
    ঃ-))))))
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ০২:০৬ | 65.57.245.11
  • ভয়ংকর? আমি তো এ'সব দেখে সাহস পেয়ে গেলুম। এবারে আম্মো কবিতা লিখব।
  • c | ০৩ অক্টোবর ২০০৮ ০২:০৪ | 131.95.121.107
  • অজ,
    কী ভয়ংকর!!!!!
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ০০:২৯ | 65.57.245.11
  • যোগ্যতমের উদ্বর্ত্তন।
  • bozo | ০৩ অক্টোবর ২০০৮ ০০:১৪ | 128.111.119.175
  • http://www.anandabazar.com/2sil1.htm
    কখন-ও কখন-ও জীবন বড় নিষ্ঠুর ঃ-((((
  • a x | ০২ অক্টোবর ২০০৮ ২০:৫১ | 143.111.22.23
  • ও সামরান, আজ কি রাঁধছ?
  • siki | ০২ অক্টোবর ২০০৮ ১৯:১৪ | 122.162.81.134
  • আরে হ্যাঁ, ভরসন্ধ্যেবেলা কম্পু খোলার টাইম মিলল। সক্কলকে ঈদের শুভেচ্ছা।

    ব্যাগ গুছোতে যাই।
  • Div0 | ০২ অক্টোবর ২০০৮ ১৯:০১ | 160.83.72.211
  • হুম্‌ম্‌ম্‌, বেশ নস্টালজিক লেখা। পড়লে পরে বেশ "গাড়ী বুলা রহী হ্যায়/ সিটী বজা রহী হ্যায়' টাইপের অনুভূতি হয়! নাঃ, বুড়ো হয়ে গেলাম। আঃ কঃ বাঃ
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত