এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৭:০০ | 61.95.144.123
  • তাইলে মোষ চড়াবো। বোধি কচুর চাষ করবে - মোষের খাদ্যাভাবও হবে না;-)
  • Blank | ১৭ অক্টোবর ২০০৮ ১৬:৫৯ | 203.99.212.224
  • আমার ধারনা জানুয়ারী তে সব উঠে যাবে, আমি তো তার পর হিসেব করছি। তার পর আমাকে কে কবে খাওয়াবে।
  • r | ১৭ অক্টোবর ২০০৮ ১৬:৫৭ | 198.96.180.245
  • বাস থাকতে লোকে গরু "চড়বে" কেন?
  • h | ১৭ অক্টোবর ২০০৮ ১৬:৪৪ | 121.242.13.34
  • যদি পরের মাসে চাগরি থাকে।
  • h | ১৭ অক্টোবর ২০০৮ ১৬:৪৪ | 121.242.13.34
  • ব্ল্যাংকি এই মাসটা টানাটানি, পরের মাসে বীয়ার হবে। অ্যাপকস।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৬:৩৪ | 61.95.144.123
  • হ্যাঁঃ - সমবায় করে গরু চড়াবো।
  • r | ১৭ অক্টোবর ২০০৮ ১৫:৪৫ | 125.18.104.1
  • কবে থেকে বোধিরে কই বোলপুরের দিকে একখান ভালো জমি দেইখ্যা রাখ।
  • Blank | ১৭ অক্টোবর ২০০৮ ১৫:২৭ | 203.99.212.224
  • ইন্ড্রাস্টি উঠে গেলো বলে ঃ-D
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৫:১৮ | 61.95.144.123
  • স্বপ্ন দেখছি কারণ আমি কাজ করার এন্থু পাচ্ছি নে। ইন্ডাস্ট্রী পোষাচ্ছে না।
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৫:১৮ | 203.122.26.2
  • লেপার্ড কেনার পয়সা নাই।
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৫:১৬ | 203.122.26.2
  • তবে অরিজিৎ আজকাল আপিসে বসে স্বপ্ন দেখছে। কইলকেতার হাওয়া লেগে গ্যাসে গিয়া
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৫:১৬ | 203.122.26.2
  • অরিজিতের মতো ভদ্র সভ্য ছেল্যা আর দুটি নাই। আমি যে কেন অজ্জিতকে দেখেও শিখি না ... উফ্‌ফ্‌, কী মার্জিত!
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৫:০৬ | 61.95.144.123
  • আমি স্বপ্নে দেখলুম বেথে করিশমা কাপুরের একটা গান গাইছে...সেন্সর বোর্ডের দৌলতে সিনেমাটা রিলিজ হবার সময় অলরেডি গানের একটা শব্দ পাল্টানো হয়েছিলো, বেথে আরেকবার পাল্টে গানটা নিজের করে নিলো;-)

    সেফ খেলি নাই, মাঝ ক্রীজে এসে ব্রেট লী-কে মিড অনের ওপর তুলে দিলুম;-)
  • P | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:৫৯ | 212.2.175.187
  • সিল্কি ঃ-)))))))))))))))
  • Blank | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:৫৫ | 203.99.212.224
  • সিল্কি কি জিনিস? মানে কে?
  • Blank | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:৫৫ | 203.99.212.224
  • লেপার্ড টা অসা। যাস্ট অসা। ম্যাকিয়ে নাও। আর ম্যাক এয়ার কিনে নাও। এক খানা এক্সটারনাল ডীভিডি ড্রাইভ নিয়ে নাও। ব্যাস। জীবনে আর কিচ্ছু চাই নে।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:৪৬ | 61.95.144.123
  • খ্যাঁক নয়, হালুম। ম্যাকে এখন লেপার্ড।
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:৩৮ | 203.122.26.2
  • খ্যাঁক ! #%##%#
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:৩১ | 61.95.144.123
  • ম্যাক
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:২২ | 203.122.26.2
  • আচ্ছা, গুচ্ছ ভেবেচিন্তে ডেলের ল্যাপু কিনব ঠিক করেছি। কারুর কোনও নিন্দেমন্দ করার আছে? থাকলে এইবেলা করে ফ্যালো, আর কী কেনা উচিৎ বলে দাও।
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:২০ | 203.122.26.2
  • অরিজিৎ মাইরি কী সেফ খ্যালে!
  • d | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:১৭ | 203.143.184.10
  • আ ছি ছি ছি ছি ছি
  • r | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:১৪ | 125.18.104.1
  • সিল্কি বেথে! ঃ-)))

    গুচ-তেও রিসেশনের ছোঁয়া লাগছে- বাজার মন্দা।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৪:১১ | 61.95.144.123
  • প্রতিদিনের ই-পেপার পড়ো। ১ম আর ৫ম পাতা।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৫১ | 61.95.144.123
  • আম্মো তো সেটা ভেবেই ফিলিমের কথা বল্লুম। নামটা করতে নজ্জা হচ্ছিলো - কেউ যদি চটে যায়ঃ-)
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৫০ | 203.122.26.2
  • আমার তো সিল্ক স্মিথাকে মনে পড়ে গেল ঃ-)))
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৫০ | 203.122.26.2
  • তুমি দোতলায় ক্যানে?
  • Blank | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৪৯ | 203.99.212.224
  • ও তো সিকিইইইই , চারানা
  • i | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৪৯ | 202.167.15.161
  • ঃ)
    আজকাল চালশের কল্যাণে এরকম হচ্ছে।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৪৯ | 61.95.144.123
  • বেথের কি পরিবর্তন - সিকি থেকে সিল্কি!!! এক্কেরে সিল্কি!!! বেথে ফিলিমে নামবে?

    ;-))

    (ফিসফিসঃ কেউ চটবে না তো?)
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৪৮ | 203.122.26.2
  • সিল্কি নয়, সিকি। আমি শমীক।
  • i | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৪৩ | 202.167.15.161
  • হ্যাঁ তো। আমি ইন্দ্রাণী সিডনি।সিল্কি কি শমীক?
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:৪২ | 203.122.26.2
  • আমিও পেলাম।

    এটা কি ইন্দ্রাণী?
  • i | ১৭ অক্টোবর ২০০৮ ১৩:০৪ | 202.167.15.161
  • সিল্কি, অদ্ভূত কিছু শুনতে পাচ্ছি।একটু দেখুন তো।
  • i | ১৭ অক্টোবর ২০০৮ ১২:৪৬ | 202.167.15.161
  • কারোর কাছে কি 'মধুর তোমার শেষ যে না পাই' আছে এই মুহূর্তে? একটু দরকার ছিল
  • Blank | ১৭ অক্টোবর ২০০৮ ১২:৩৫ | 203.99.212.224
  • নাহ, এটা লিস্টি রাখছি, জানুয়ারির র পর চাগরি গেলে কে কে খাওয়াবে আমাকে
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১২:২২ | 61.95.144.123
  • আমি তো এলেই খাওয়াই - ওপিয়ামে ফ্রায়েড মাটন আমার বেশ ভালো লেগেছে। কাল খেলুম wok and karhai-তে, মন্দ নয়...
  • Blank | ১৭ অক্টোবর ২০০৮ ১২:১৯ | 203.99.212.224
  • অজ্জিত দার কাছে এক খানা খাওয়া পাওয়া আছে।
    মামী ও বলেছিল নেমতন্ন করবে।
    হানু দা একদিন বীয়ার খাওয়াবে বলেছেল, তখন আমি ওদেশে থাকতুম। ঃ(
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১২:১০ | 203.122.26.2
  • গুরগাঁও ধুলোর শহর। কেবল ধুলো দিয়ে তৈরি। ধুলো, ধুলো আর ধুলো। পাবলিক ট্র্যান্সপোর্ট নন-এক্সিসটেন্ট, বাকি ট্র্যাফিক পাগলের মত চলে। দিনের পর দিন জল পাওয়া যায় না, এমন অনেক সোসাইটি আছে যেগুলো চব্বিশ ঘন্টা জেনারেটরে চলে। রাস্তায় পিচের থেকে গর্ত বেশি। আর এন এইচ এইট এক্সপ্রেসওয়ে হয়ে গিয়ে যা বাঁশ হয়েছে না, রাস্তার এপার থেকে ওপার যেতে হলে ঝাড়া কুড়িটি মিনিট হাতে নিয়ে বেরোতে হবে, তার ওপরে জীবনের কোনও গ্যারান্টি তো নেইই সিগন্যাল ছাড়া অন্য কোনও জায়গা দিয়ে এক্সপ্রেসওয়ে পার হতে গেলে। ঐ একটা দুটোই প্লাস পয়েন্ট, আপিস কাছে হবে, দিল্লির কোনও অটো ট্যাক্সি গুরগাঁও ঢুকতে "না' বলবে না, আর দময়ন্তী গুরগাঁওতে থেকেছে, তাই জানে মাছের বাজার আছে টাছে, আর আমি একবার খেয়েছি, তাই জানি গুরগাঁওয়ের করিম্‌সটাও বেশ ভালো। আর? নামী দামী ব্র্যান্ড্‌স আর শপিং মল? সে তো গাজিয়াবাদেও আছে। আমার বাড়ির এক কিলোমিটার রেডিয়াসের মধ্যে ভারতের সমস্ত লিডিং ব্র্যান্ড আছে।

    গাজিয়াবাদেরও আরেক কাহিনি। সে যাক।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১২:০২ | 61.95.144.123
  • বেথেও তো গুরগাঁওকে থাকার জায়গা হিসেবে ধর্তব্যের মধ্যে আনলো না, তাইলে?
  • Blank | ১৭ অক্টোবর ২০০৮ ১১:৫৯ | 203.99.212.224
  • আমাদের দোকানও নাকি বার করে দেবে বলছে। আর কটা মাস, যাই মনের সুখে দু পাত্তর খেতে থাকি ... তাপ্পর শুধু বাংলা
  • d | ১৭ অক্টোবর ২০০৮ ১১:৫৬ | 203.143.184.10
  • করিমসগুলো নতুন খুললে স্টেবল হতে একটু সময় লাগে। গুরগাঁও সেক্টর ১৪র টা তো মহসীনের জন্যই দাঁড়িয়ে গেল। নিজামুদ্দিনেরটার অ্যামবিয়েন্সটা বড্ড ভাল।

    আর অজ্জিত ওটা লোকের পছন্দের ওপরে নির্ভর করে। আমি যেমন অফিস যাতায়াতের সময় ন্যুনতম রাখতে পছন্দ করি। সপ্তাহে ৫ দিন আমাকে আপিস যেতে হয় আর ২ দিন বাড়ী থেকে এখান ওখান। কাজেই আমার পক্ষে অফিসের কাছাকাছি থাকাটা অনেক বেশী সুবিধেজনক।
    শুধু জনকপুরী কেন, গুরগাঁওতেও প্রচুর মাছের দোকান হে। মানে যেখানে সেখানেই, প্রায় সব সেক্টরেই। এরমধ্যে ২-১ টা জায়গা আছে যেখানে বেশ চমৎকার প্রায় টাটকা মাছ পাওয়া যায়।

    তাই বলছিলাম যে বহুবছর আগের অভিজ্ঞতা দিয়ে "এখনও মনে হয় ওরকমই আছে' বলাটা মহা ভুল।
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১১:৩৪ | 203.122.26.2
  • আর নিজামুদ্দিনের করিমও ঘ্যামা।
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১১:৩৪ | 203.122.26.2
  • আর হ্যাঁ, নরেশ গোয়েল জানিয়েছেন, আমি তো জানতাম না কিছু, ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছিল। তা আমি বলেছি ওদের সবাইকে ফিরিয়ে নিতে। আমার নিজের একটা মেয়ে আছে, ১৯ বছর বয়েস, আর যাদের চাকরি গেছে, তাদের সব্বার বয়েস ২০ থেকে ২২এর মধ্যে। আমি পারছি না ওদের চোখে জল দেখতে ...

    নরেশ গোয়েলকে এনলাইটেন্ড বলা যায়?
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১১:৩২ | 61.95.144.123
  • জিকে-র করিমসের খাবারও ভালো লাগেনি। করিমস ওই গলি কাবাবিঁঞাই ভালো।
  • siki | ১৭ অক্টোবর ২০০৮ ১১:৩০ | 203.122.26.2
  • গাজিয়াবাদের ইন্দিরাপুরমে করিম্‌স একটা ব্র্যাঞ্চ খুলেছে। আটশো টাকা দিয়ে সেদিন তাদের কাছ থেকে রাতের খাবার আনালাম। বেশির ভাগই খেতে পারলাম না, অতি রদ্দি কোয়ালিটির। বলছে তো অরিজিনাল করিমেরই শাখা, কেন এত খারাপ লাগল কে জানে! বাড়িতে আনিয়ে খেলাম বলেই কি?
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১০:২৯ | 61.95.144.123
  • দিল্লীর কথা মনে হলেই আমার খাবারের কথা মনে হয়...আহা, খেয়ে সুখ আছে।
  • Arijit | ১৭ অক্টোবর ২০০৮ ১০:২৫ | 61.95.144.123
  • ওগুলো তো তখন ছিলো না। আমি যখন দিল্লী থেকে চলে গেলুম তখন সব ফ্লাইওভারগুলো তৈরী হচ্ছে। এখন তো জার্নি টাইম তাইলে আরো কমে যাবে। কিন্তু থাকার পক্ষে দিল্লী এখনও ভালো সেটা তো বেথেও বল্ল। আমি তিন জায়গায় থেকেছি - রাজিন্দার নগর, মুনিরকা, লাজপত নগর - আমার লাজপত নগর সবচেয়ে ভালো লেগেছিলো।
  • d | ১৭ অক্টোবর ২০০৮ ১০:১৯ | 203.143.184.10
  • এদিকে সুব্রত পার্কের ওখেন থেকে যে উড়ালপুলটা সেইইই এয়ারপোর্টের কাছ অবধি যায়? ঐটে দিয়ে গেলে বদরপুর থেকে দোয়ারকা পৌঁছাতে ঠিক ৩৫ মিনিট লাগে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত