এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২২ অক্টোবর ২০০৮ ১৯:৪৫ | 117.195.38.101
  • অনেকদিন বাদে "দিয়ি' দেখে কেরম চেনা চেনা লাগল। সেই কবেকার বানান!
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৯:২৬ | 160.103.2.224
  • সব্বাই দেশে যাচ্ছে। ঃ-(
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ১৯:২২ | 168.26.205.5
  • এমন অবস্থায় চাই এক স্টেবল ইকনমি। যেমন ভারত। ডিসেম্বরে যাচ্ছি, হয় সমূলে উৎপাটন নয় মূলে নালি। এসপার নয় ওসপার। নইলে ৩০০০ টাকা দিয়ে দাঁত ঠিক করলে হার্টের অবস্থা খারাপ হবে।
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৯:১২ | 160.103.2.224
  • কবে রিসেশন থামবে, তবে তুমি টাকা ধার করে রুট ক্যানাল করাবে, এই আশায় বসে থাকলে বেশ ব্যথা আছে (দাঁতের ব্যথা ছাড়াও, ইন জেনেরাল আর কি)।
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ১৯:০৫ | 168.26.205.5
  • আরে তাইজন্যই তো ব্যপারটার মূল অবধি পৌঁছিয়ে রুট ক্যানাল করাতে চাই, কিন্তু কুইক রেশিও খারাপ হওয়ায় শর্ট টার্ম সলভেন্সি ঝাড় খেয়েছে। চাই ডে(ব)ট, কিন্তু এই ক্রেডিট ক্রাঞ্চের সময় কে আর ধার দেয়। অতএব এই রিসেশনের দুনিয়ায় নির্বান্ধব আমি ও আমার কনকনানি।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৯:০৫ | 220.227.64.98
  • *গুলো
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৯:০৪ | 220.227.64.98
  • র তুমি ব্ল্যাংকির ঘুষি মারতে ( অ্যান্ড খেতে) বলাটাই দেখলে। এই যে ও র ছাড়াও ড় ইউজ করল দু-দুটো শব্দে এই মহানুভবতা দেখলে না। দামড়া আর চামড়া এইগুল খেয়াল করো। লোকে কেবল অন্যের খারাপ দিকটাই দেখে ঃ-(
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১৯:০৩ | 121.242.13.34
  • র কি ব্রিটানিয়া মেরীর জন্য শ্লোগান লিখছো ঃ-)
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৯:০১ | 160.103.2.224
  • আর্য এই শেয়ার আর স্টক মার্কেট করে করে শুধুই পয়সা চিনেছে ! বলি সব কিছুর রিটার্ণ অফ ইন্‌ভেস্টমেন্ট কি পয়সা দিয়ে হিসেব করা যায় ? এই ধরো তুমি ২০০০ ডলার দন্তোচ্ছেদে ইন্‌ভেস্ট করলে, যার ফলে বছরের পর বছর নির্বিঘ্নে কব্জি ডুবিয়ে চব্য-চোষ্য এনজয় করবে, এটা কি কম কথা ? ঃ-)
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৫৬ | 125.18.104.1
  • ব্ল্যাঙ্কি তো ভয়ঙ্কর! এরপর শরীর খারাপ হলে বলবে- মরে যাও, ফিউচার ইনভেস্টমেন্ট, শরীর নিয়ে আর কোনো সমস্যাই হবে না।
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৪৮ | 203.99.212.224
  • উহা ফিউচার ইনভেস্টমেন্ট। ঐ দাঁত গুলিতে আর কোনো সমস্যাই হবে না।
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৪৬ | 160.103.2.224
  • না না, ওটা রিস্কি হয়ে যাবে। মন্দ দাঁতের সঙ্গে ভালো দাঁতও কিছু মায়া হয়ে যেতে পারে। অঙ্গ-প্রত্যঙ্গের হানি হতে পারে। প্রাণহানির সম্ভাবনাও কম নয়।
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৪৫ | 168.26.205.5
  • বোঝো। সরকার বললে সিঙ্গুরে অধিগ্রহন করো, ব্ল্যাংক পুরো পঃবঃ ই অধিগ্রহন করে বসলে। পুরাকালে জন্মালে ব্ল্যাংকি বীর হনু হত। ঃ)
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৪২ | 203.99.212.224
  • কোনো দামড়া সাদা বা কালো চামড়ার কারোর মুখে একটা ঘুষি কসিয়ে এসো আর্য দা। ৩০০০ ডলার আর খসবে না।
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৩৯ | 168.26.205.5
  • উচ্ছেদ করলেই হল? অধিগ্রহণের বন্দোবস্ত না করলে সেই শুন্যতা দিয়ে খাবার গলে পড়বে যে। শরীরের উন্নয়নের দিকটাও তো দেখতে হবে। ;)

    তো, ডাক্তার বলেছে এই বয়সে উচ্ছেদ করলে খাবে কি? আর উচ্ছেদ করতেও ২০০০। ঃ(((
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৩৮ | 160.103.2.224
  • পেটে পুঁজি ! ;-)
    পুঁজি পেটে না পৌছলে উন্নয়ন টা হইব ক্যাম্‌নে ?
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৩৫ | 198.96.180.245
  • এর জন্য যদি পেটে পুঁজি না পৌঁছায় তাই সই। ;-)
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৩৪ | 198.96.180.245
  • অনিচ্ছুক দাঁতকে যথোচিত পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলেই হল? ;-)
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৩০ | 168.26.205.5
  • রাত থেকে এমন দাঁত কনকন করছে মাইরী খেতেও পারছি না। ডাক্তারের কাছে গেলুম বলে রুট ক্যানাল করতে হবে এস্টিমেট দিয়েছে ৩০০০ ডলার। ছুটি নিয়ে ভারতে এসে করিয়ে গেলেও অনেক কমে হবে।
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৮:৩০ | 160.103.2.224
  • মিথ্যে বলব না, আমি এক্কেবারে সেল্ফ প্রোক্লেইম্‌ড টই-অ্যাডিক্ট। ঃ-)
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৮:২৬ | 198.96.180.245
  • ঘুম থেকে উঠে আপনার মন খুশিতে হোক ভরপুর,
    মারি বিস্কিট, লিপটন চা, সাথে একমুঠো সিঙ্গুর।

    ঃ-D
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৮:২৩ | 160.103.2.224
  • সক্কাল সক্কাল এক কাপ কফি নিয়ে বসে প্রথমে মেইল চেক, আর তার পরেই সিঙ্গুর। কোনো কথা হবে না। ঃ-)
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৮:২৩ | 198.96.180.245
  • এখন কলেজে গেলে ডিপ্রেশন হয়ে যায় মাইরি! আমি যে একটা কাঠবুড়ো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঃ-(
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৮:২০ | 160.103.2.224
  • ২০০৬ এ লাস্ট গেছিলাম। সামনের বছর একখান ট্রাই নিতেই হবে।
    তবে এটা ফ্যাক্ট যে প্রমোদের বয়স বাড়ে না। যখনই দেখি, ঠিক সেই আগের মতই আছে।
  • siki | ২২ অক্টোবর ২০০৮ ১৮:১৯ | 203.122.26.2
  • এসব গত তিন বছর ধরে হচ্ছে। তার আগে ছিল না।
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ১৮:১৮ | 168.26.205.5
  • একদিন কয়েক ঘন্টা না থাকলেই সিঙ্গুর টই এমন এগিয়ে যায় আর তাল রাখা যায় না। ইকনমিক ক্রাইসিসের টইই ভালো। বেশ টুকটুক করে এগোয়। সিঙ্গুর টই পড়ে বুঝে উঠতেই সারাদিন লেগে যাবে।
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ১৮:১৬ | 168.26.205.5
  • প্রমোদের এমন ডিসক্রিমিনেটরি আচরণের বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন গড়ে তুলতে হবে।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৮:১৩ | 61.95.144.123
  • দিল্লীতে তো অ্যাড্রেস প্রুফও ছিলো না।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৮:১২ | 61.95.144.123
  • কবে থেকে হচ্ছে? দিল্লীতে তো করেনি! ইউকেতেও শুধু অ্যাড্রেস প্রুফ দিয়েই হয়ে গেছিলো। এখানে অ্যাড্রেস প্রুফ, প্যান কার্ড, তাপ্পর বাড়িতে ভেরিফিকেশন। কি চাপ।
  • siki | ২২ অক্টোবর ২০০৮ ১৮:১০ | 203.122.26.2
  • এত টেররিস্ট অ্যাটাক হচ্ছে, যাবে না? পোস্টপেডে বাড়িতে ভেরিফিকেশন হয়।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৮:০৭ | 61.95.144.123
  • মোবাইলে প্রিপেড থেকে পোস্টপেড করতে গেলে বাড়িতে ভেরিফিকেশন করতে যায় জানতুম না।
  • arjo | ২২ অক্টোবর ২০০৮ ১৮:০৭ | 168.26.205.5
  • প্রমোদ সব সময় টাকা চাইত। ধার ফার দিত না। বন্ধুনীদের পকেটে পয়সা থাকত বলে জানতে পেরেছি প্রমোদের ফিস ফ্রাইতে আদেও ফিস থাকে না। নইলে শুধু ঐ গুড় জলের মতন চা। খেয়ে খেয়ে পেটে আলসার হয়ে গেল। তবে এখন গেলে কি ভালো ব্যভার করে রে ভাই।
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৮:০৭ | 160.103.2.224
  • আরে সেই কলেজের দিনগুলো তে তো প্রমোদ গৌরী সেন ছিল। যা চাইতাম, তাই পেতাম। ;-)
    এখন ঘোর কলি। তবে প্রচুর গপ্পো গাছা হয়। প্রমোদের ডাটাবেস সব সময় এক্কেবারে আপ টু ডেট।
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৭:৪১ | 198.96.180.245
  • প্রমোদ আমায় টাকা ধার দিয়েছিল- বললে হবে? সেই টাকা দিয়ে আমরা পুঁটিরামে খেতে গিয়েছিলাম।
  • stoic | ২২ অক্টোবর ২০০৮ ১৭:৩১ | 160.103.2.224
  • আমার ভাগ্যে এরকম ক্যান্টিন জুটলে কাজে দিত। কলেজ ক্যান্টিনে গেলেই প্রমোদ পয়সা চায়। ঃ-)
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৭:০৯ | 220.227.64.98
  • অপ্পন কি ডিডিদার নং পেয়েছ? আমার কাছে যেটা আছে মেইল করে দিতে পারি কিন্তু সেটা নতুন না পুরনোটা জানিনা ।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৬:৫৯ | 220.227.64.98
  • ইউনিভার্সিটির ক্যান্টিনে মধুদাও ওমনি ছিলো।দুটো কচুরি কিনতে চাইলে চাট্টে দিত - আমার নাকি বেশি করে খাওয়াদাওয়া দরকার (তখন খুব রোগা ছিলাম) - এদিকে দুটোর বেশি কোনোদিন দাম নেওয়াতে পারিনি ঃ-(
  • pipi | ২২ অক্টোবর ২০০৮ ১৬:৪৭ | 141.80.168.31
  • ফোঁস্‌স্‌স। আমারে কেউ চেনে না। চেনা লোকেরাও না চেনার ভান করে। অচেনাদের তো কথাই নাই। ইনার সার্কল বরাবরই ছোট। এখন তো মিনিস্কিউল। এখানে চেনে খালি ইনস্টির গার্ডরা। রাত দুটো আড়াইটেয় শিবরাত্রির সলতে জ্বলছে কোন ল্যাবে ওটা চোখ বুজে জেনে যায়। টুপিতে হাত ছুঁইয়ে গুটেন মর্গ্যান কি আবেণ্ড বলে যায় সাথে একটুকরো হাসি ফাউ। আর তাদের কুত্তাগুলানও আমারে চিনে গেছে। হাউ হাউ করে না আর। এটুকুই যা পাওয়া।
    আর দেশে গেলে ঘর সংসার পুত্র কন্যা আপিস কাছারি নিয়ে সদা ব্যস্ত থাকা বন্ধুরা প্রতিবারেই দেখি দূর হতে হতে অজানার ফুলকি হয়ে গেছে। খালি গঙ্গার ধারে বেণারসী ফুচকাওলা এখনো একগাল হেসে আপ্যায়ণ করে। একমাথা কালো চুল এখন কাঁচাপাকা কদমছাঁট। সাদাই বেশি। তার চোখে আমি বোধহয় এখনো ফ্রক পরা কিশোরী। গুরুজনসুলভ জ্ঞান দেয়। এখনো বিয়ে হল না বলে আফসোস করে খুব। হাতের শালপাতায় জোর করে গুঁজে দেয় চার পাঁচটা ফাউ আর প্রতিবারেই পয়সা দেবার সময়ে দেখি কি করে যেন টাকায় অন্ততপক্ষে চারটে ফুচকা দর উঠেছে। বেণারসী যদিও মানে না। আমার অতটুকু পেটে নাকি ঐ আটটা ফুচকাই এঁটেছে, ষোলটা কখনই নয়।
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৬:২৫ | 203.99.212.224
  • কার্লসবার্গ তো ওপিয়ামেই মেলে। বেশ খেতে।
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১৬:২২ | 203.99.212.224
  • তবে চিন্তার কারণ নেই, কলকাতা বাসযোগ্য হয়ে উঠছে। কারলসবার্গ আসছে।
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৬:১৮ | 203.99.212.224
  • আচ্ছা, আজ বাড়ি গিয়ে তুলে দেবো। ১৯০০ ডাউনলোড করছিলুম। কি বিশাল।
  • Somnath | ২২ অক্টোবর ২০০৮ ১৬:১৩ | 85.154.255.42
  • ব্ল্যাংকি, নীলাঞ্জনের ফোল্ডারটা তুলে দে ভাইটি।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৬:১১ | 61.95.144.123
  • কমিউনে হিজ-হিজ-হুজ-হুজ হলে দিব্যি পারবো। কিন্তু নিজের স্পেসে কেউ ঢুকে পড়লে মুশকিল হয়।
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৬:০৭ | 203.99.212.224
  • হে হে হি হি
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৬:০৪ | 198.96.180.245
  • অজ্জিত কমিউনে থাকবে কি করে? ;-)
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৬:০২ | 220.227.64.98
  • হ্যাঁ সংসারী হয়ে গেলে এত্তবার পাল্টানো যায়নাকি। সে তো বুঝি। তাদের জন্য বলিনি।
  • d | ২২ অক্টোবর ২০০৮ ১৬:০১ | 117.195.33.127
  • না না সত্যি। আমি যাদের চিনি তারা কেউ আমাকে চেনে না। কিন্তু বেমালুম অচেনা লোকজন রাস্তাঘাট দোকানে ডেকে কথা বলে। আবার জিগ্যেসও করে "চিনতে পারছ তো?" ঃ(
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫৯ | 61.95.144.123
  • ওইটুকুকেও নিজের স্পেসের মধ্যে আনা যায়। স্পেসটা কমে সোশ্যাল লাইফের চাপে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত