এটা সাধারণতঃ হয় ব্রাউজারের URL-এ। যেহেতু ওয়েব অ্যাড্রেস বিশেষ কয়েকটা ছাড়া স্পেশাল ক্যারেকটার ভালভাবে হ্যান্ডেল করতে পারেনা, তাই ব্রাউজার সার্ভারে রিকোয়েস্ট পাঠাবার আগে urlencoder-এর ভেতর দিয়ে অ্যাড্রেস-এর কম্পোনেন্টগুলো পাস করিয়ে স্পেশাল ক্যারেক্টারগুলোকে এনকোডেড করে নেয় - যেমন, স্পেসকে %20 ইত্যাদি। উল্টোদিকে সার্ভার আবার urldecoder দিয়ে এনকোডেড ক্যারেক্টারগুলো ফেরত পায়।
রোকা যাবে কিনা, বা কিভাবে সেটা নির্ভর করছে আপনার ঘাপলা কোথায় হচ্ছে তার ওপর। রোগ বুঝে নিদান।
a x | ২৯ অক্টোবর ২০০৮ ০২:০৪ | 143.111.22.23
বিদ্বদ্জনকে লিয়ে এক প্রশ্ন থে। কখনো কখনো কোডে স্পেস বা আন্ডারস্কোর ( _ ) থাকলে সেটা % বা ampএ পরিণত কিঁউ হতে হ্যাঁয়? অউর ইসকো রোকা যায় ক্যায়সে?
arjo | ২৯ অক্টোবর ২০০৮ ০১:০২ | 168.26.215.13
দ্রির কাছে প্রশ্ন ছিল। তেলের দাম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ ঠিক করবে কেন? মানে তেলের দাম বাড়লে স্টক এক্সচেঞ্জের কি লাভ?
Blank | ২৯ অক্টোবর ২০০৮ ০০:১৬ | 59.93.254.70
না ৭০-৩০০ তে ঐ সমস্যা নেই। রিট্র্যাক্ট করবে না। কিন্তু ২০০ র ওপর AF স্পীডের ব্যপারে ফান্ডা দিতে পারবো না, মানে আমার ক্ষেত্রে সমস্যা হয় না কোনো। আমি যা তুলেছি এখনো অব্দি। তবে অবশ্যই L সিরিজের স্পীড অনেক ভাল হবে।
Du | ২৮ অক্টোবর ২০০৮ ২৩:৪২ | 67.111.229.98
তোমাকেও শুভেচ্ছা পাল্লিন। লোকটা আজ আসে নি। ভুতু চার্চ নিয়ে গল্প লিখবে তো, দেখে এসে? ঃ) আমি কি বোনাফায়েড ভুত চাই ভুত বলে বসে পড়বো এইবার ঃ))
sayan | ২৮ অক্টোবর ২০০৮ ২৩:০৬ | 160.83.72.211
৭০-২০০ তে IS নেই!! আর ৩০০তে তোর ছবির ডেপথ কি সফট হয়েছে কখনও? আর একটা প্রশ্ন, আপওয়ার্ড অ্যাঙ্গেলে লেন্স কি রিট্র্যাক্ট করেছে? ৭০-৩০০তে দু'শোর ওপরে AF speed কেমন?
P | ২৮ অক্টোবর ২০০৮ ১৭:০৪ | 78.16.176.16
হগ্গলেরে কালীপুজো /দীপাবলি/ভাইফোঁটার শুভেচ্ছা।
P | ২৮ অক্টোবর ২০০৮ ১৬:৫৯ | 78.16.176.16
সায়ন ব্ল্যাংকি দু , ছবি দেখবো। chatparo জিমেল পিলিজ।
দু , গির্জের নাম/ঠিকানা কিছু বলতে পারবে ? তাইলে স্বচক্ষে দেখতে যাই।
Arpan | ২৮ অক্টোবর ২০০৮ ১৬:১৪ | 202.91.136.4
বাঃ ভাল কথা। যদি পারো তো, ওপেনঅফিসে বাংলা লেখার প্লাগইন ইনস্টলারটা ভিস্তায় যাতে কাজ করে একটু দেখ। আমার কাছে ভিস্তা ছিল না বলে করা হয়ে ওঠেনি।
siki | ২৮ অক্টোবর ২০০৮ ১৬:০০ | 122.162.81.52
টেস্টিং। দোতলা থেকে চলছে কিনা দেখলাম।
siki | ২৮ অক্টোবর ২০০৮ ১৫:৫৯ | 122.162.81.52
HP Pavilion 6846TX। নিলাম। ভিস্তাই নিলাম। আবাপ খুলছে। ইউনিকোড খুলছে। অভ্র এখনও ইনস্টল করি নি, আশা করি তাও চলবে। কোথাও তো কোনও প্রবলেম হল না!
dri | ২৮ অক্টোবর ২০০৮ ১২:৩৬ | 71.154.213.195
তেলের টোটাল রিজার্ভ যে কমে আসছে এ কথা সত্যি। তেলের ওয়ার্ল্ডওয়াইড ডিম্যান্ড বাড়ছে সে কথাও সত্যি। কিন্তু এই বাড়া কমা গ্র্যাজুয়াল। এর জন্য দামের দশ পনেরো পার্সেন্ট ফ্লাকচুয়েশান হতে পারে। কিন্তু এই ওয়াইল্ড সুয়িং স্পেকুলেশান ছাড়া সম্ভব নয়।
lcm | ২৮ অক্টোবর ২০০৮ ১২:২৬ | 71.132.140.146
যা বলেছ। ন্যাট জিও তেল নিয়ে একটা ইস্যু বের করেছিল, কভার পেজ টাইটেল ছিল, "এন্ড অফ চিপ অয়েল'। পড়ে মনে হল যে আর তেল শস্তা হবে না। অবশ্য এই দাম কমে যাওয়া আবার কতদিন থাকে দ্যাখো। এর মধ্যে যারা ফাটকা খেলার খেলে নিল।
মিডিয়ায় যা বারে বারে রিপিট হয় তাই সত্য। মিডিয়ার থেকে আমরা শিখেছি শুধু ডিম্যান্ড আর সাপ্লাই, আর সাপ্লাই আর ডিম্যান্ড। এই দিয়েই নির্ধারিত হবে দাম।
এর চেয়ে বড় স্ক্যাম আর হয়না। পৃথিবীতে অধিকাংশ ইম্পর্ট্যান্ট জিনিষেরই প্রাইস ফিক্সিং হয়। তেলের দাম ওপেক ঠিক করে না (যেটা প্রচলিত ধারণা)। ঠিক করে দেয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। অয়েল ফিউচারে স্পেকুলেশান অন্যান্য পাঁচটা স্পেকুলেশানের মতই এক ধরণের গ্যাম্বলিং।
lcm | ২৮ অক্টোবর ২০০৮ ১২:০২ | 71.132.140.146
অর্পন, ক্যাথে ভালো। স্কাইট্র্যাক্স-এর এয়ারলাইনস র্যাংকি-এ টপ ফাইভে ছিল।
lcm | ২৮ অক্টোবর ২০০৮ ১১:৫৯ | 71.132.140.146
দ্রি, গ্যাসোলিন প্রাইস-এর ড্রামাটিক রাইস/ফল-- এতটা ম্যানিপুলেটড মার্কেট আগে বোঝা যায় নি, একেবারে যা তা... এখন শোনা যাচ্ছে ২ ডলার-এর কম কিছু জায়গায়। ইকনমি আর ভোটের বাজারে গ্যাস-এর দামের খবরটা কিরকম চেপে গেছে।
Arpan | ২৮ অক্টোবর ২০০৮ ১১:৫৮ | 202.91.136.4
ক্যাথে প্যাসিফিক কেমন ওড়ার জন্যি?
dri | ২৮ অক্টোবর ২০০৮ ১১:৫৩ | 71.154.213.195
হুম। আচ্ছা, এই এনডিটিভিতেই দেখলাম। জে পি মরগ্যান ইন্ডিয়ার সিইওকে। জে পি মরগ্যান ইন্ডিয়ায় কবে থেকে খুলল? এরা কিসের বেওসা করে?
Blank | ২৮ অক্টোবর ২০০৮ ১১:২৮ | 59.93.160.141
৭০-৩০০ IS আমার আছে। আমি বেশ স্যাটিসফায়েড এটাতে। ৭০-২০০ তো L সিরিজ লেন্স, সব সময়েই ভাল। তবে এই ৭০-২০০ টা কিন্তু IS ভার্সান নয়। ট্রাইপড লাগতে পারে বেশীরভাগ সময়ে আর আমার ৩০০ অব্দি দরকার ছিল।
ভারতে আইপিও-তে সাফল্য পেয়ে, গত বছর ইমাজিন নামের ব্যানারে বড় এন্টারটেনমেন্ট কোম্পানী লঞ্চ করছিল, যাতে, ইনভেস্ট করবার কথা ছিল লেম্যান ব্রাদার্স, গোল্ডম্যান স্যাক্স...।
dri | ২৮ অক্টোবর ২০০৮ ১০:১০ | 71.154.213.195
আচ্ছা এনডিটিভি চ্যানেলটা কাদের? ফাইনান্স কে করে?
dri | ২৮ অক্টোবর ২০০৮ ১০:০৯ | 71.154.213.195
৭০-৩০০ ইউজ করিনি। কিন্তু ৭০-২০০ খুব ভালো। রেকমেন্ডেড।
Div0 | ২৮ অক্টোবর ২০০৮ ০৯:২৪ | 24.0.145.33
স্বপ্নরা সব যায় উড়ে যাক আকাশতরী ভাসিয়ে রেখে ঘুড়ীর ল্যাজে পলকা লাজে চড়াইভাতি সোহাগ মেখে আলোর মশাল ফুলঝুরি দিন দেয় হারিয়ে দিক ঠিকানা খেয়াল খুশীর নিয়ম ভেঙে অবাধ ওড়ে ইচ্ছেডানা সাতরঙা মন ভোরাই সুরে উৎসবে আর খামখেয়ালে অটুট খুশীর দিগন্তে তাই সাঁঝবাতিদের নিয়ে চলে
ভুতের ছবির অনেক হ্যাপা। লোকে দেখে বলতে পারে ঐখানে মানুষই ছিলো, আবছা করে দিয়ে ভুত বলছে। একবার দুই ম্যাজিশিয়ান অনেক ভুতের ছবি তুলেছিলো,লেন্সে আঠা মেরে মেরে নাকি তুলেছিলো।ঃ-)))
যাই হোক বাচ্চাভুতের ছবি আমিও দেখতে চাই। দু দি পাঠাও প্লীজ।
ব্ল্যাংক, বলি তোমার খপর কি? পত্তর নেই চিঠি নেই, কি হলো? ম শু দেরই বা কি হলো? কোনো সাড়াশব্দ নেই!
sayan | ২৮ অক্টোবর ২০০৮ ০২:২২ | 160.83.72.211
শোন সিরিয়াস প্রশ্ন। ক্যাননের 70-300mm IS আর 70-200mm f/4L এর কোনটা বেটার?
sayan | ২৮ অক্টোবর ২০০৮ ০২:২০ | 160.83.72.211
হ্যাঁ কূটিল বলবি না! দুপুর রাতে ক্যামেরা কাঁধে বনে-বাদাড়ে ঝুপসি চুলের বুনান ঘুরে বেড়ায়; কালকে তো অচেনা কেউ তোরই অজান্তে তোর ছবি তুলে বলবে "এ তো ছিলো না' অথবা "অ্যায়সে! ক্যায়সে?' কিংবা "এই দ্যাখ ভূত'। তখন??
Du | ২৮ অক্টোবর ২০০৮ ০২:১২ | 67.111.229.98
যেটাকে ব্ল্যাংকি পুষবে ঃ)
Blank | ২৮ অক্টোবর ২০০৮ ০২:০৯ | 59.93.254.253
সায়ন দার প্রশ্ন টা ভারী কুটিল !!!!
sayan | ২৮ অক্টোবর ২০০৮ ০২:০৫ | 160.83.72.211
দু'দি, কে?
বুনু তোর আবার এক্টা ভুতের কি দরকার?
Du | ২৮ অক্টোবর ২০০৮ ০২:০৪ | 67.111.229.98
পান্ত ভুতের জ্যান্ত ছানা
Blank | ২৮ অক্টোবর ২০০৮ ০১:৫৮ | 59.93.193.200
আমার অনেক দিনের সখ ক্যাসপারের মতন এক খানি ভুত পুষবো।
Du | ২৮ অক্টোবর ২০০৮ ০১:৫৪ | 67.111.229.98
ঃ) ভুতু বাচ্চা তো, তাই আবছা। তবে ফ্রক, মোজা পরা পা দুটো বেশ eery
sayan | ২৮ অক্টোবর ২০০৮ ০১:৫০ | 160.83.72.211
পেয়ে গেছি! স্ক্যান করতে রেজোলিউশান কমে গেছে কিন্তু তাও বোঝা যাচ্ছে বাচ্চা মেয়েটাকে ...
sayan | ২৮ অক্টোবর ২০০৮ ০১:৩২ | 160.83.72.211
না না এটা আপিসের আইডি এতে টেকস্ট বাদে বাইরের সব কনটেন্ট ব্লকড (এটায় অর্পণকে মেল করতে বলছিলাম)। আমার জিমেল আইডি sayantan.de
Blank | ২৮ অক্টোবর ২০০৮ ০১:২২ | 59.93.193.200
Dwaipayan.Basu জিমেলে
Du | ২৮ অক্টোবর ২০০৮ ০১:২১ | 67.111.229.98
অ্যাড্রেস ? সায়নের টা তো এ পাতায়ই আছে।
sayan | ২৮ অক্টোবর ২০০৮ ০০:৫৫ | 160.83.72.211
আমিও দেখবো। দু'দি তোমার আজ্ঞা সহযোগে ব্ল্যাঙ্কি তোর দেখা হয়ে গেলে আমায় মেল করিস।
Blank | ২৮ অক্টোবর ২০০৮ ০০:৪৬ | 59.93.193.200
তাও আমি দেখবু।
Du | ২৮ অক্টোবর ২০০৮ ০০:৪০ | 67.111.229.98
তবে ভুত কি আর সত্যি হবে, ঐ আলো আঁধারের এফেক্টই হবে শেষকালে। যাই হোক দেখতে ছমছমে।
Du | ২৮ অক্টোবর ২০০৮ ০০:৩৮ | 67.111.229.98
বলি লোকটাকে, আমি তো প্রিন্ট দেখলাম।
Blank | ২৮ অক্টোবর ২০০৮ ০০:৩৬ | 59.93.193.200
দুপুর দি, এটা কি সত্যি? আমাকে দেখাবে ছবি টা?
Du | ২৭ অক্টোবর ২০০৮ ২৩:২৬ | 67.111.229.98
এইমাত্র ভুতের ছবি দেখলাম , কম্পুতে নয়। এক কলিগেরা দল বেধে আয়ারল্যান্ড এর এক ১৩০০ বছরের পুরোনো গির্জেতে গিয়েছিল, ছবি প্রিন্ট করে দেখে মেয়েটির পাশে একটা বাচ্চা বসে আছে ঃZ
lcm | ২৭ অক্টোবর ২০০৮ ২২:৩৫ | 128.48.7.203
ফ্যাঁচ ফ্যাঁচ করে হাঁচছিল তাই দেখে কবি মুচকি হেসেছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন