এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ০৮ নভেম্বর ২০০৮ ০৮:২৯ | 117.195.198.86
  • "পশ্চিমবঙ্গে বাঁশ গাছই সব থেকে ভালো" -

    গাছেদের চরিত্রবিশ্লেষন করে কী করে কে জানে।
  • Arpan | ০৮ নভেম্বর ২০০৮ ০৫:৫৪ | 216.52.215.232
  • ঃ)
  • Ishan | ০৮ নভেম্বর ২০০৮ ০৪:৪০ | 12.217.30.133
  • সান্ত মানে সসীম।

    কিন্তু অপ্পন এই ভোরবেলা কি করে? নাকি ক্যালিফোন্নিয়া চলে এল?
  • Arpan | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:৩৯ | 65.194.243.232
  • নো ওয়ান্ডার, এই বাজারে এইটা করতে পারেন তো সবচে ভাল হয়। প্রচুর ডিমান্ড! আর বলছে দেখছি পঃবঙ্গেরটাই সেরা। বিএফএন, কমরেড।

    http://epratidin.in/Details.aspx?id=1272&boxid=27036244
  • sayan | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:৩৬ | 160.83.72.212
  • সান্ত(বিশেষণ) = স + অন্ত (অন্তের সহিত বর্ত্তমান)

    * অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা কিকরে দিতে হয় আজও বললে না ঃ((
  • arjo | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:৩০ | 168.26.215.13
  • কমরেড কথা কম কাজ বেশি। মনে রাখবেন উই ক্যান ডু ইট। বিএফএন।
  • Arpan | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:২৯ | 65.194.243.232
  • এবার বল সান্ত কী?
  • sayan | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:২৬ | 160.83.72.212
  • সেই মালয়ালি "আঙ্গল'এর অ্যাপস্ট্রফিহীন Anu's Bakery
  • sayan | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:২৪ | 160.83.72.212
  • অনু কে?
  • Arpan | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:২৪ | 65.194.243.232
  • প্রশ্নের উত্তরে বুর্জোয়াদের মত প্রতিপ্রশ্ন করবেন না কমরেড। যা জিগ্যেস করেছি তার জবাব দিন।
  • arjo | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:২২ | 168.26.215.13
  • দেখেচো ছেলের কি অনুসন্ধিৎসা?
  • Arpan | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:২০ | 65.194.243.232
  • পয়েন পেলে কী হত?
  • arjo | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:১৬ | 168.26.215.13
  • পারলে দুই পয়েন পেতে। পারোনি এবার অন্য টীমের কাছে গিয়েছে। পারলে বোনাস ১।
  • Arpan | ০৮ নভেম্বর ২০০৮ ০৩:১৫ | 65.194.243.232
  • তো?
  • Ishan | ০৮ নভেম্বর ২০০৮ ০২:৪৮ | 12.217.27.213
  • লোকে ভাবছে ইয়ার্কি।

    লোকটাকে এইমাত্তর দেখালো টিভিতে। নামটা মনে হচ্ছে স্যাম পেরি।
  • Ishan | ০৮ নভেম্বর ২০০৮ ০২:৩৯ | 12.217.27.213
  • আজকের প্রশ্ন। শিকাগোর বিজয় সমাবেশে ওপ্রা কার কাঁধে মাথা রেখে কাঁদছিলেন?
  • Tim | ০৮ নভেম্বর ২০০৮ ০২:৩৯ | 24.127.39.26
  • ধরণী দ্বিধা হও- এই টেকনিকটা জানা থাকলে চাষবাসের কত সুবিধে হতো তাই ভাবছি। ঃ)
  • arjo | ০৮ নভেম্বর ২০০৮ ০২:৩০ | 168.26.215.13
  • এই বাজারে যা পাওয়া যায় আর কি।
  • Ishan | ০৮ নভেম্বর ২০০৮ ০২:১২ | 12.217.27.213
  • খুব তাড়াতাড়ি। দেরির চেয়ে তাড়াতাড়ি ভালো। ওবামা বল্লেন।
  • arjo | ০৮ নভেম্বর ২০০৮ ০১:৪৯ | 168.26.215.13
  • ইয়ে স্টিমুলাস প্যাকেজটা কবে আসছে?
  • Ishan | ০৮ নভেম্বর ২০০৮ ০১:৪৬ | 12.217.27.213
  • আসি গিলা।

    এইমাত্তর ওবামার সাংবাদিক সম্মেলন দেখলাম। লোকটা বেশ তোৎলালো কিন্তু।
  • sayan | ০৮ নভেম্বর ২০০৮ ০০:০৭ | 160.83.72.212
  • রিডিফ শপিং এ বই বিক্রী হচ্ছে - হ্যারী পটার অ্যান্ড দি "ডেডলি' হ্যালোজ ঃ)))
  • arjo | ০৭ নভেম্বর ২০০৮ ২৩:০৩ | 168.26.215.13
  • সমস্যাটা কি? মনে হয়েছে ভিসা সংক্রান্ত কিছু। কিন্তু কি বল দেখি। কোনো রুল কিছু চেঞ্জ হয়েছে। আমরাও তো ইওরোপ হয়ে যাচ্ছি। কোনো দেশের এয়ার পোর্ট হয়ে যেতে হলে কি ট্রানজিট ভিসা লাগবে?
  • h | ০৭ নভেম্বর ২০০৮ ২২:৪৯ | 121.242.13.34
  • পারমিতা(ডাবলিন), হালকা চিন্তা হল। সমস্যার সমাধান হয়ে যাবে কিছু একটা।
  • d | ০৭ নভেম্বর ২০০৮ ২২:৩৪ | 117.195.36.170
  • আচ্ছা ঈশান-পরিবার এখনও জেটল্যাগ কাটিয়ে উঠতে পারে নি?
  • sayan | ০৭ নভেম্বর ২০০৮ ২০:৪৮ | 160.83.72.212
  • ইশ আর পনেরোটা রান হলে একটা বৃত্ত সম্পূর্ণ হত! হায়।
  • Du | ০৭ নভেম্বর ২০০৮ ২০:০৯ | 67.111.229.98
  • অরিজিৎকে জিজ্ঞেস করবো ভাবি সেই একচল্লিশ বাক্সের গল্পের শেষে কোন মধুর এপিসোড ছিল কিনা যেমন ঋক ওর ছেড়ে আসা কোন খেলনা বা জিনিস আবার ফেরৎ পেয়ে কিরকম করলো এইসব?
  • arjo | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৫৮ | 168.26.215.13
  • বেসুর এই কেলাকেলিটা চাড্ডি বোরিং মাইরি। ফি বছর বলে বলে জেনারেশন আফটার জেনারেশন কেলাকেলি করতে কিছু একটা লাগে।
  • arjo | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৫৬ | 168.26.215.13
  • মারো গোলি টেস্ট। কি আর আসে যায়। দাদা একটা সেঞ্চুরি পেলেই চলত। গ্রেগ চাপেলের মুখের ওপর ছুঁড়ে মারতাম।
  • sayan | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৫৫ | 160.83.72.212
  • বুনু, বুক্ষে গিয়ে বৃক্ষ বৃষে উঠেছে এমন একটা ছবি তুলিস তো।
  • Arpan | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৫৪ | 216.70.175.80
  • কী মুশকিল আমি কি নন্দ নাকি? টেস্টটা বাঁচানো কঠিন আছে।
  • Arpan | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৫১ | 216.70.175.80
  • আমার একটি পরিচিত ছেলে মাতৃভাষায় ক'অক্ষর গোমাংস ছিল। একবার "বৃক্ষ' মানে বলেছিল ষাঁড়। এই সেদিনের কথা।
  • sinfaut | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৫০ | 117.195.198.86
  • কারেক্সানঃ

    buxa= বুক্ষ
  • arjo | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৫০ | 168.26.215.13
  • আগে অপ্পণকে কেলাও। দাদার সেঞ্চুরিটা বলে বলে খাওয়ার জন্য।
  • sinfaut | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৪৯ | 117.195.198.86
  • তাহলে বোধহয় বক্সা। buxa = বক্ষ
  • d | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৪৭ | 203.143.184.10
  • ব্ল্যাঙ্কি আমাকে লিখেছিল যে ও "বুক্ষ' যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারিনি যে ঐ নামে সত্যি কোন জায়গা আছে নাকি ও কোন "বৃক্ষ'এ চড়ে বসে থাকবে আর সেটাই ভুল বুনানে লিখেছে।
  • Arpan | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৪৪ | 216.70.175.80
  • মেয়ের ঘ্যানঘ্যানে কান্না শুনেই তো এতদিন বড় হলাম। ঃ)

    অসম্ভব জেদি হয়েছে, যদি বলা হয় এই জিনিসটা পাবে না, তুমুল চিৎকারে বাড়ি মাথায় করবে। আর হাতের কাছে যা পাবে, খাতা কলম বই বালিশ খবরের কাগজ সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবে।

    মাঝখানে "In the Night Garden" আর "Shaun the Sheep" দেখা নেশার মত হয়ে গিয়েছিল, ডাকলে সাড়া নেই, যতক্ষণ না অ্যাড দেখাচ্ছে হাঁ করে দেখে যাচ্ছে। অনেক চেষ্টা করে এখন কাটানো গেছে!

    আর রাগ জল হয়ে গেলে নিজেই মেঝে থেকে সব কুড়িয়ে গুছিয়ে রাখে। বলতেও হয় না। ঃ)
  • r | ০৭ নভেম্বর ২০০৮ ১৭:১২ | 198.96.180.245
  • ইন্দো ওখানে নাই।
  • Arijit | ০৭ নভেম্বর ২০০৮ ১৭:১০ | 61.95.144.123
  • হঃ বোর হলে ইন্ডোকে কেলিয়ে আসবোখুনি।
  • r | ০৭ নভেম্বর ২০০৮ ১৭:০৬ | 198.96.180.245
  • ছোটো স্টারমার্ক আছে। খুব সম্ভবতঃ প্ল্যানেট এম আছে। এ সব পছন্দ না হলে একটু হাঁটলে অ্যাপোলো আছে। ;-)
  • Arijit | ০৭ নভেম্বর ২০০৮ ১৭:০০ | 61.95.144.123
  • মনি স্কোয়্যারে সময় কাটানোর মতন কি আছে? আমাদের আপিসের অ্যানুয়াল মিটিন ওখেনে - এবার সাড়ে আটটা অবধি যে বকবক হবে তখন তো কিছু করতে হবে...
  • sinfaut | ০৭ নভেম্বর ২০০৮ ১৬:৫৫ | 165.170.128.65
  • ব্ল্যাঙ্কো কোথা বেড়াতে গেল?

    পাহাড় বা পুরুলিয়া হলে একজগ ঈর্ষা ঢেলে দিলাম।
  • Blank | ০৭ নভেম্বর ২০০৮ ১৫:২২ | 203.99.212.224
  • আবার সেই মঙ্গল বার দেখা হবে। চল্লুম বেড়াতে কদিনের জন্যি
  • Arijit | ০৭ নভেম্বর ২০০৮ ১৫:১১ | 61.95.144.123
  • বাংলা তো এখন গড়গড়িয়েই বলে। ইনফ্যাক্ট, ওর জর্ডি উচ্চারণ পুরো উধাও - ইংলিশ থেকেও। সম্ভবতঃ ওর স্কুলের ক্লাসমেটরা যেভাবে ইংরিজী বলে ওও সেভাবে বলতে চায়। কিন্তু তাও হয়তো একটু আলাদা...ছয় বছর অন্য পরিবেশের ফল।

    ক্লাস টিচারের বক্তব্য হল যত তাড়াতাড়ি সম্ভব অন্য "ভালো' স্কুলে দেওয়া। পেরেন্টস-টিচারস মিটিং-এ আলাদা করে আমাদের এগুলো বলেছেন - "এখানে কেন দিলেন'।
  • siki | ০৭ নভেম্বর ২০০৮ ১৫:০৪ | 203.122.26.2
  • সম্ভবত এইটাই সবচেয়ে বড় প্রবলেম। শেয়ার করার মত কেউ নেই।

    সাঁঝের স্কুল আর ডে কেয়ার থেকে আজ পর্যন্ত কোনও কন্নাকাটি রিলেটেড কমপ্লেইন আসে নি। পিটিএমে জিজ্ঞেসও করেছিলাম, টিচাররা একবাক্যে বলেছেন, সাঁঝ একেবারে কাঁদে না, বরং কেউ কাঁদলে বড় দিদির মত তাকে ভোলাবার চেষ্টা করে। কাঁদে না, বাজে মেয়ে বলে, টফি দেব, ইত্যাদি বলে ভোলায়। সেই মেয়ে ঘরে সন্ধ্যেবেলায় আসার পর থেকে অন্তত পাঁচটা ইনস্টলমেন্টে কাঁদে। আর উইকএন্ডে তো ঘ্যানঘ্যান করে কানের পোকা নড়িয়ে দেয়। দশটা মিনিট নিজের কোনও কাজে কনসে®¾ট্রট করার জো নেই।

    ও ঘরে প্রচন্ড বোর ফীল করে। স্কুলে আর ডে কেয়ারে প্রচন্ড এনজয় করে। বন্ধু বানাতে ওস্তাদ। তার সাথে হিন্দি বাংলা দুটো ভাষাই এখন ফ্লুয়েন্টলি বলে, সমান স্পীডে।

    ঋকের প্রবলেম হয়েছে মূলত সেটাই। সম্পূর্ণ আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসার ফলে ও এখানকার ছেলেদের সাথে মিশতে পারছে না, এখানকার ছেলেরাও ওর সাথে মিশতে পারছে না।

    ঋকের বাংলার ভোক্যাব্‌স কেমন? ওর ক্লাস টিচারের সাথে একবার পারলে কথা বলো।
  • san | ০৭ নভেম্বর ২০০৮ ১৫:০৪ | 12.144.134.2
  • কি চাপ। আমার নিজের কাজ ফেলে রেখে এইচারের লোকেদের ধরে ধরে পাটিগণিত শেখাতে হচ্ছে। এক ঘন্টা ধরে তাদের অংকের সেশন নিয়ে এলাম। ট্যাক্স ক্যালকুলেশন আর পে-স্লিপের হিসেব যদি আমাকেই শেখাতে হয় তো এইচারেরা কি করে??????
  • Arijit | ০৭ নভেম্বর ২০০৮ ১৪:৫৫ | 61.95.144.123
  • বন্ধু নেই সেটাও প্রবলেম। ওখানে স্কুলে অনেক বন্ধু ছিলো। কিন্তু এখানে প্রায় রোজই বলে যে ক্লাসে ওর পাশে কেউ বসে নি, ওর সাথে খেলে নি...বাইরে ছিলো বলে হয়তো একটু অন্যরকম, তাই জন্যে কি? কে জানে। কিন্তু তাহলে স্কুলের টিচারদের তো উচিত এটা হতে না দেওয়া।
  • siki | ০৭ নভেম্বর ২০০৮ ১৪:৪৭ | 203.122.26.2
  • এটা ঠিক। তিন নম্বর প্রবলেমটা নিয়ে একটু মাথা ঘামিয়েছিলাম। মজার ব্যাপার হল, মোটামুটি কথা বলতে শেখার পর থেকে, এই সাড়ে তিন-চার বছর বয়েস থেকে আট বছর বয়েস পর্যন্ত বাচ্চারা বিশ্বাসই করতে চায় না যে তারা আগে এই এত্তোটুকু ছিল, কথা বলতে পারত না, কোলে হাগুমুতু করে দিত ইত্যাদি ইত্যাদি। তারা মনে করে প্রেজেন্টলি তারা যে কন্ডিশনে আছে, যেন চিরদিনই তারা সেই কন্ডিশনে ছিল বা থাকবে। তাই সদ্যোজাত কোনও বাচ্চাকে আলাদাভাবে ট্রিটেড হতে দেখলে তারা জেলাস হয়ে পড়ে। তারা চায় ছোটো ভাই / বোনকেও তাদের মত ট্রিট করা হোক, বা ভাইসি ভার্সা।

    জন্ম থেকে তোলা অজস্র ভিডিও সময় পেলেই দেখিয়ে দেখিয়ে সাঁঝকে কনভিন্স করানো গেছে যে ও "কালকে' ছোট ছিল (ওর কাছে যে কোনও অতীত কালই "কাল'), আজ বড় হয়ে গেছে। অবশ্য ছোট ভাই / বোন সংক্রান্ত কোনও সিচুয়েশন এ বাড়িতে নেই ঃ-) কিন্তু কাঁদে যে কেন এত ... এ এক রহস্য। কান্নাকাটি করা বাচ্চা আমি একেবারে বরদাস্ত করতে পারি না; কঠিন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গী আর কি ঃ-)
  • Arijit | ০৭ নভেম্বর ২০০৮ ১৩:২৪ | 61.95.144.123
  • ঋকের সমস্যাটা সাইকোলজিক্যাল। এক তো চেনা পরিবেশ, সিস্টেম থেকে পুরো আপরুটেড। দুই - আগে আনডিভাইডেড অ্যাটেনশন পেতো, এখন পায় না - তাই হয়তো ভিতরে ভিতরে একটা জেলাসি থেকে যায়। তিন - ও দেখে ঋতি কাঁদলেই সবাই ওকে কোলে নেয়, ভোলায় - ও হয়তো ভাবে ওকেও তাই করবে...

    এগুলো বুঝতে একটু সময় লাগবে। বছরখানেক তো বটেই। কিন্তু মুশকিল হল অলরেডি সবার প্রায় পাগল হবার যোগাড়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত