এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ৩০ অক্টোবর ২০০৮ ০৯:৫৮ | 64.105.168.210
  • আর একটা ব্যাপার হল পিওর ওপেন সোর্স হলে ফ্রি যে হবেই তার গ্যারন্টি নেই এই দিক দিয়ে যে তুমি তোমার অপারেটিং সিস্টেমের জন্যে তৈরি বাইনারি ফ্রিতে না পেতে পার। কিন্তু যেহেতু ওপেন সোর্স, তুমি ফ্রিতে সোর্স নিয়ে একটু কায়দা-কানুন করে কম্পাইল করে নিতে পার। তোমার কিছু রিসোর্স খরচ হলেও আউট-অফ-পকেট কিছু গেল না। সে দিক দিয়ে ফ্রি।

    আগে QT অমন করতে হত।
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৮ ০৯:৫৬ | 61.95.144.123
  • http://www.redhat.com/rhel - প্রথম লাইনে কিন্তু ওপেন সোর্স বলছে। খুব বেশি ডিটেইলস অবশ্য দেয়নি।
  • nyara | ৩০ অক্টোবর ২০০৮ ০৯:৫৩ | 64.105.168.210
  • RHEL বোধহয় টেকনিকালি পিওর ওপেন সোর্স ডিস্ট্রো নয়। কিছু প্রোপ্রাইটারি ড্রাইভার-ফাইভার আছে। সেই কারণে ফেডোরা আলাদা ডিস্ট্রিবিউশন করা হল - যা একেবারে পিওর ওপেন সোর্স।
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৮ ০৯:৪৩ | 61.95.144.123
  • এবং আপাতত সরকারি পলিসি ওপেন সোর্সের দিকে যাচ্ছে। পঃবঃ সরকারও ঘোষনা করেছে, অন্যান্য কয়েকটা রাজ্য সরকারও সম্ভবত করেছে।

    এখানে একটা জিনিস বলার ছিলো - কারেকশান আর কি - ওপেন সোর্স মানেই ফ্রী সফটওয়্যার নয়। কাজেই, ফ্রী সফটওয়্যার তাই সাপোর্ট নেই বা বিজনেস মডেল নেই - এই যুক্তি আর খাটবে না। উদাহরণ রেডহ্যাট - এদের এন্টারপ্রাইজ লিনাক্সও (RHEL) ওপেন সোর্স, কিন্তু ফ্রী নয়। ফেডোরা হল ফ্রী।
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৮ ০৯:৩৯ | 61.95.144.123
  • সবচেয়ে বড় তো অপ্রয়োজনীয় জিনিসগুলো মেমরি খায় - এমন জিনিস যেগুলো তুমি জীবনেও ব্যাভার করবে না। তোমার না হয় তিন জিবি, আমার এক জিবি আপিস ল্যাপি তো বসে যেত। ভিস্তা না হলে তুমি আরামসে এক জিবিতেও কাজ চালাতে পারতে। কালকের লিংকেই এর কথা আছে। দুই হল কম্প্যাটিবিলিটি - অনেক ড্রাইভার পাবে না - অন্য থার্ড পার্টি ডিভাইস অনেকেই সাপোর্ট করে না। এবং তিন তো পেরেনিয়াল সিকিউরিটি/পোকামাকড়ের ইস্যু। মাইক্রোসফট আছে, পোকা নেই কখনো হতে পারে? মেড ফর ইচ আদার।
  • siki | ৩০ অক্টোবর ২০০৮ ০৯:৩৪ | 122.162.82.243
  • গলতাগুলো কী? আমি সেটাই তো এখনও পর্যন্ত জেনে উঠতে পারছি না!
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৮ ০৯:৩১ | 61.95.144.123
  • আমি এখুনি জানলা+ফায়ারফক্স তিনে পদ্মা অ্যাড করলুম - বেশ ভালোই আবাপ আসছে।
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৮ ০৯:২৪ | 61.95.144.123
  • অপেক্ষা করবে কেন হাতের কাছে ওষুধ থাকতে? ম্যাক নয়, মাঝারি রেঞ্জের ল্যাপি কিনে তাতে অন্য কিছু লোড করে নিতে - ইউবান্টু আছে, ফেডোরা আছে। এখন তো ফায়ারফক্সে পদ্মা লাগিয়ে আবাপও পড়ছে লোকে। বাকি রইলো নেট আর ইউনিকোড আর মেইল আর ডকুমেন্ট - তার ওষুধ তো রয়েছেই। আর একান্তই জানলা লাগলে (গেমস ইত্যাদির জন্যে) এখন তো তার উপায়ও আছে - ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার...

    মোটামুটি গোটা পৃথিবী, ইনক্লুডিং মাইক্রোসফট, ভিস্তার গলতা মেনে নিয়েছে যখন, তখন...
  • sayan | ৩০ অক্টোবর ২০০৮ ০৬:৪১ | 24.0.145.33
  • নাহ্‌ ডিডিদার RAM ভালো নেই।
  • P | ৩০ অক্টোবর ২০০৮ ০৩:০৯ | 78.16.164.188
  • ইন্সপিরেশনাল-


  • arjo | ৩০ অক্টোবর ২০০৮ ০১:৪৬ | 168.26.215.13
  • বৃষ্টি ভিজলে হবেই হাঁচি অথবা কাশি।
  • sayan | ৩০ অক্টোবর ২০০৮ ০০:৩৮ | 160.83.72.212
  • "আমার জীবনের এত খুশী এত হাসি ...'
  • sayan | ২৯ অক্টোবর ২০০৮ ২২:০৫ | 160.83.72.212
  • আমি মনে হয় ফেব ২০০৯ থেকে আর কাউকে দাদা দিদি বলব না। দেখি।
  • sayan | ২৯ অক্টোবর ২০০৮ ২২:০৩ | 160.83.72.212
  • হ্যাঁ সিকি ভালো প্রশ্ন এটা। ম্যাক না না অজ্জিদ্দা জবাব দাও ঃ))
  • I | ২৯ অক্টোবর ২০০৮ ২১:৩৫ | 59.93.198.157
  • ন্যাড়াদা মনে হয় প্রফেট। দিব্যদৃষ্টি আছে।
    কি করে জানতে পাল্লেন বৃষ্টিতে ভিজে আমার সর্দি লেগেছে, ফ্যাঁচ ফ্যাঁচ ঃ((
  • siki | ২৯ অক্টোবর ২০০৮ ২১:০৭ | 122.162.81.69
  • তা হলে কী বলো? ২০১০ অবধি অপেক্ষা করাই বেটার ছিল? ঃ-)
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৮ ২০:৪৯ | 122.252.231.206
  • রতন, অজদাঃ মেল দেখ প্লিজ।
  • h | ২৯ অক্টোবর ২০০৮ ১৬:১৫ | 203.99.212.224
  • হাতে পেলে পড়ে নিস।
  • sinfaut | ২৯ অক্টোবর ২০০৮ ১৬:০৯ | 165.170.128.65
  • আমি মোটেই পড়িনাই।
  • h | ২৯ অক্টোবর ২০০৮ ১৬:০২ | 203.99.212.224
  • ঃ-))

    তুই পড়েছিস? কেমন লেগেছিল। আমার ব্যাপক লাগছে।

    আমার মূল উৎসাহটা অন্য জায়গায়। অসিদের যদি হারাতে পারে সিরিজটা বেশ হয়।
  • sinfaut | ২৯ অক্টোবর ২০০৮ ১৫:৪৫ | 165.170.128.65
  • সিয়েলারজে পড়ার পর থেকে হানুদার কিরিকেটে কি উৎসাহ! ঃ-)
  • h | ২৯ অক্টোবর ২০০৮ ১৫:৩৬ | 203.99.212.224
  • স্কোর কত? কেকে খেলছে? কেকে আউট?
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৮ ১৫:৩৫ | 202.91.136.4
  • অসিলোগো কি কপাল মে বহুত দুঃখ হ্যায়। গম্ভীর ঘুমা ঘুমাকে মার রহা হ্যায়।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৮ ১৩:৪২ | 202.91.136.4
  • এইমাত্র এই মেলটা এল। ঃ))

    Stock market News

    Diwali Bumper offer!!!

    BSE NSE stock clearance sale!

    Up to 60% off on branded shares.

    **Aap ke jamane mein ... baap ke jamane ke daam**
  • lcm | ২৯ অক্টোবর ২০০৮ ১৩:০৬ | 71.132.140.146
  • এবং, ফিউচার অপশনস্‌ ট্রেডিং (কল, পুট)... এসেট্রা...
  • lcm | ২৯ অক্টোবর ২০০৮ ১২:৫৮ | 71.132.140.146
  • ঠিক। লং, শর্ট - স্ট্রেট প্লে ছাড়াও আছে হেজিং। অ্যাকচুয়ালি, খুব বড় কোম্পানীগুলো ওপেনলি বেশী শর্ট সেল করতে পারে না (sec-র কিছু রেগুলেশন আছে বোধ হয়), এরা জেনারেলি হয় হেজিং করে বা রিলেটেড ফান্ড গ্রুপ গুলোকে ডাউনগ্রেড/আপগ্রেড করতে থাকে (উইথ হেল্প অফ ইনসাইডার ইনফরমেশন)।
  • dri | ২৯ অক্টোবর ২০০৮ ১২:১৪ | 71.154.213.195
  • আর্য্য, পুরো ব্যাপারটা বোঝাতে গেলে অনেক লিখতে হবে। এখনি অনেক কিছু লিখতে চাইছি না। কয়েকটা ইম্পর্ট্যান্ট ইভেন্টের জন্য অপেক্ষা করছি।

    তবে ছোট করে ব্যাপারটা হল এই। তেলের কি দাম হবে সেই নিয়ে বাজি ধরা যায়। সেই বাজি জিতলে অনেক পয়সা। তেলের দাম উঠবে বলেও বাজি ধরা যায়, আবার নামবে বলেও বাজি ধরা যায়। দাম বেশী হলেই যে এই গ্যাম্বলারদের লাভ হবে তা নয়। এদের সবচেয়ে বেশী লাভ যদি প্রাইস ফ্লাকচুয়েশান বেশী হয়। ওঠার সময় লং করে লাভ, নামার সময় শর্ট করে লাভ। শিওরশট লাভ ইনসাইডার ইনফর্মেশান থাকলে। গোল্ডম্যান স্যাক্স আর জে পি মরগ্যান ইন্সাইডার ট্রেডিং করেই লাভ করে।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৮ ১১:৩৬ | 202.91.136.4
  • খুউউল।
  • siki | ২৯ অক্টোবর ২০০৮ ১১:২৭ | 122.162.81.5
  • আগ্নে শেয়াল।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৮ ১১:১২ | 202.91.136.4
  • হাঁউ?
  • siki | ২৯ অক্টোবর ২০০৮ ১১:০৭ | 122.162.81.5
  • ব্যাক টু অ্যাকতলা।
  • h | ২৯ অক্টোবর ২০০৮ ১১:০১ | 203.99.212.224
  • দ্রাভিদ আর সেহওয়াগ তো আউট। চাপ হয়ে গেল।
  • h | ২৯ অক্টোবর ২০০৮ ১১:০০ | 203.99.212.224
  • ব্লক করা আছে।
  • Arijit | ২৯ অক্টোবর ২০০৮ ১০:৪৩ | 61.95.144.123
  • বিবিসি দ্যাখো না। রিফ্রেশ করতে হয় যদিও।
  • h | ২৯ অক্টোবর ২০০৮ ১০:৩৮ | 203.99.212.224
  • দেখাচ্ছে না। যাতা কেস। একটা স্কোর পেতে গেলে এত পরিশ্রম নাকি।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৮ ১০:১২ | 202.91.136.4
  • দিশি টেলিগ্রাফ। ঃ)
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৮ ১০:১২ | 202.91.136.4
  • ক্রিকইনফো আটকে দিয়েছে? টেলিগ্রাফের সাইটটা দেখ। ওখানে লাইভ আপডেট দেয়।
  • h | ২৯ অক্টোবর ২০০৮ ১০:০৯ | 203.99.212.224
  • কোটলা টেস্টের স্কোর।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৮ ১০:০৫ | 202.91.136.4
  • কীসের স্কোর?
  • h | ২৯ অক্টোবর ২০০৮ ১০:০১ | 203.99.212.224
  • স্কোর কত? এইখানে তো স্কোর দেখতে পাচ্চি না। কি চাপ।
  • sinfaut | ২৯ অক্টোবর ২০০৮ ০৯:৫৪ | 165.170.128.65
  • বোজোদা, অজ্জিতদা যে বই গুলো বলেছে সেগুলো দেখতে পারো। তাছাড়াও এইখানে দেখতে পারোঃ
    http://www.gnu.org/software/bash/manual/। পিডিএফ ফর্মাটটা দেখো।

    আসলে শুধু বেসিক কমান্ড দেওয়া বই তো নেই, তাই এই বইগুলো থেকেই খুঁজে নিতে হবে, বাকি মালপত্তর হয়তো তোমার নাও লাগতে পারে। আর বাংলা বইটা সিরিয়াসলি হেল্পফুল।
  • Arijit | ২৯ অক্টোবর ২০০৮ ০৯:৩৬ | 61.95.144.123
  • সে তো হাতপাখাও কোনো প্রবলেম করতো না, ফ্যান ব্যাভার করো কেন? গরুর গাড়িও প্রবলেমহীন, গাড়ি চড়ো কেন? প্লেনেই বা চড়ো কেন? ছিটেবেড়াই তো ভালো, পাঁচিল দাও কেন?

    ;-)
  • siki | ২৯ অক্টোবর ২০০৮ ০৯:২৯ | 122.162.81.5
  • যে জিনিসটা আমার কোনও প্রবলেম করছে না, খামোকা তাকে ছেড়ে দেব কেন বলো তো?

    এর নিদান আমার কাছে আছে। ফায়ারফক্স। তাতে চলবে।
  • Arijit | ২৯ অক্টোবর ২০০৮ ০৯:২০ | 61.95.144.123
  • হোয়েয়ে মাআআন, অলরীইইইট? আউট্টা ড্রপজোন, কিয়াবাতহ্যায়;-)

    কাল চব্বিশ বছর পর বাজি পোড়ালুম। ছেলের সৌজন্যে। মেয়ে তো ভয়ে মায়ের কোল থেকে নামলো না। বেশ কিছুক্ষণ দেখেশুনে সাহস করে একটা ফুলঝুরিতে হাত ছোঁয়ালো। ছেলের তিড়িংবিড়িং দেখার মতন।

    বেথে সেই...সেই জানলায় গেলো। ধুস্‌স্‌স্‌স্‌স্‌স, লোকে ভালো কথা শোনে না। প্রেজুডিসড।
  • sayan | ২৯ অক্টোবর ২০০৮ ০৯:০৫ | 24.0.145.33
  • এটা xp তে আমারও আগে হয়েছিল। jre রিইনস্টল করেছিলাম।
  • siki | ২৯ অক্টোবর ২০০৮ ০৮:৫৮ | 122.162.81.5
  • দোতলা একটিবার ইউজ করার পর থেকেই আর একতলা ইউজ করতে পারছি না। সেই কী সব জাভাস্ক্রিপ্ট এরর দিচ্ছে, আর সাদা জানলা।

    অবশ্য এটা ভিস্তার দোষ নয়, আগের আইবিএম ল্যাপিতেও একই প্রবলেম হত, এক্সপিতে।
  • sayan | ২৯ অক্টোবর ২০০৮ ০৬:১১ | 24.0.145.33
  • খুট খট খুট খট ... ক্যাঁঅ্যাঅ্যাঅ্যাচ ... ঢিচক্যাঁও (ধপাস)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত