এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৬ অক্টোবর ২০০৮ ১৮:৫৩ | 59.93.207.109
  • থ্যাংকু, থ্যাংকু। এখুন সন্ধে বেলা আমি ওটাই খাচ্ছি ঃ)
  • pi | ২৬ অক্টোবর ২০০৮ ১৩:৩৩ | 59.93.207.99
  • ব্ল্যাংক বাবাজীকে জন্মদিনের অতি বিলম্বিত ( কিন্তু বাসী নয়কো) থালা ভরা ফুলকো নুচি আর কালোজিরে দিয়ে প্রিজমাকৃতি আলুর তরকারি সহযোগে শুভেচ্ছা।
    এরকম রবিবাসরীয় জলখাবার কত দিন যে আমার আবার জুটবে নাকো ! ঃ(
  • h | ২৬ অক্টোবর ২০০৮ ১৩:০৯ | 121.242.13.34
  • আলেকজান্ডার ককবার্ন - ইন্ডিপেন্ডেন্ট - ওবামা দ্য ফার্স্ট রেট রিপাবলিকান। ২৬ অক্টোবর ২০০৮।
  • sayantan | ২৬ অক্টোবর ২০০৮ ১১:২১ | 24.0.145.33
  • সব্বাইকে জানাই আলো আর খুশীর উৎসবের শুভেচ্ছা!
  • sayan | ২৬ অক্টোবর ২০০৮ ০০:৪৫ | 24.0.145.33
  • হা হা। তা বিয়ে হয়ে গেলে জিজ্ঞেস করিস যে পয়স্বিনী সত্যিই পূর্বাশ্রমের নাম ছিল কি না ঃ))
  • Bhuto | ২৫ অক্টোবর ২০০৮ ২৩:৪৯ | 122.167.91.207
  • ব্ল্যাংকি হতচ্ছাড়া,
    তোকে দুক্কু দেবো এবার।

    সায়নদা,
    নাম বলতে মনে পড়লো। সে নাম যদিও আমি নিজেই এখনো জানিনা তবে ভাইরাস একবার আমার পত্নীর নাম কোথা থেকে না জানি ঠিক করেছিল পয়স্বিনী । ডিকশনারী দেখে মানে বুঝে এন্তার ঝেড়েছিলাম ও সকলের কাছে প্যাঁক খেয়েছিলাম।
  • babul | ২৫ অক্টোবর ২০০৮ ১৬:২৪ | 164.164.94.194
  • সব্বাই আজ সারাদিন ধরে দাঁত মেজেছে।।এদিক পানে কেউ আসেইনি।
  • baps | ২৫ অক্টোবর ২০০৮ ১২:৫৮ | 203.199.41.181
  • ধন্ন্যোবদ। আঅমি ওত পোরে এ সুরু কোরেচিলম। ইন্তু মঝের বন্‌গ্‌ল লেখ ত দেখচ্চে ন (office network এর জোন্ন্যে হোএতো) বোলে এক্তু আধ্‌তু ভুল কোর্চি। আঅপতোতো ডীপয়লি তে কোল্কত জচ্চি। ইরে এসে পুরো দোমে জোগ্‌দন কোর্বো।
  • Somnath | ২৫ অক্টোবর ২০০৮ ১২:০৮ | 85.154.255.42
  • বোধিদা, জিমেল থেকে সেন্ড করা যাচ্ছে না, আপিস থেকে লিখছি
  • sayan | ২৫ অক্টোবর ২০০৮ ১০:৪৬ | 24.0.145.33
  • সব্বাই এতক্ষণ ধরে দাঁত মাজছে!!
  • sayan | ২৫ অক্টোবর ২০০৮ ১০:৩২ | 24.0.145.33
  • হ্যাঁ। সকালে উঠে দাঁত না মাজলেই রুট ক্যানাল কত্তে হবে।

    তবে বাসী মুখে গরম চা'এর মজাই আলাদা ঃ)
  • h | ২৫ অক্টোবর ২০০৮ ১০:২৭ | 121.242.13.34
  • অক্ষ, সেদিন শিলা রোবোথামের বইয়ের প্রিভিউ এর যে লিংক টা দিয়েছিলাম, সেটা কি পড়েছো? ইন্টারেস্টিংলি ইনি বলছেন তার মোদ্দা হল, ইট ইজ গ্রেট উই ক্যান টক অ্যাবাউট জেন্ডার অ্যান্ড সেকসুয়াল আইডেন্টিটি অ্যান্ড আদার আইডেন্টিটিজ, ইট ইজ গেটিং ইনক্রিসিংলি ডিফিকাল্ট টু টক অ্যাবাউট ক্লাস। ইট ইজ লাইক স্পিকিং টু আ ওয়াল।

    পড়ে দেখো, আর কোট টা কারেকট করে নিয়ো।
  • babul | ২৫ অক্টোবর ২০০৮ ০৯:০১ | 164.164.94.194
  • বাপস্‌ , তুম তো বাপস্‌ আও।
  • babul | ২৫ অক্টোবর ২০০৮ ০৮:৫৬ | 164.164.94.194
  • siki নির্ঘাত দাঁত মাজতে গেছে।।।।
  • babul | ২৫ অক্টোবর ২০০৮ ০৮:৪৪ | 164.164.94.194
  • হাঁ । তুমি ????
  • siki | ২৫ অক্টোবর ২০০৮ ০৮:৪৩ | 122.162.82.237
  • দাঁত মেজেছো?
  • babul | ২৫ অক্টোবর ২০০৮ ০৮:৩৯ | 164.164.94.194
  • সুপ্রভাত ।
  • babul | ২৫ অক্টোবর ২০০৮ ০৮:৩৮ | 164.164.94.194
  • সুপ্রভাত।
  • sayantan | ২৫ অক্টোবর ২০০৮ ০৭:৩৩ | 24.0.145.33
  • বাপ্‌স, অবশ্যই পারেন। অ্যাকচুয়ালি অলরেডি পেরে গেছেন। ঃ))

    (শুধু বাংলা লেখার টিউটোরিয়ালটা একটু দেখে নিন।)
  • baps | ২৫ অক্টোবর ২০০৮ ০৬:২৬ | 203.199.41.181
  • আমি কি জোগ্‌দন কোরিতে পরি অএ আদ্দএ?
  • sayantan | ২৫ অক্টোবর ২০০৮ ০১:৪৯ | 160.83.72.211
  • আট না চার। ওফ্‌ফ্‌ফ্‌
  • sayantan | ২৫ অক্টোবর ২০০৮ ০১:৪৮ | 160.83.72.211
  • সবাই কোথাআআয় চলে গেছে আর আমি!! এখনও ৮ এ ঃ-|

    নান বিফোর জি মন্ত্রী জি আর ঐ উটপটাং নাম্বারগুলোর আর হতচ্ছাড়া বুনু'র চক্করে এক ঘন্টা ধরে মনিটরের সামনে হাঁ করে বকের মত বসে।

    ** ভুতো, আচ্ছা বিয়ে করিস্নি ঠিকাছে। "পত্নী'র নামটা বল অন্তত।
  • arjo | ২৫ অক্টোবর ২০০৮ ০১:২৭ | 168.26.205.5
  • এই যে ব্ল্যাংক, দাঁড়াও যাই কলকাতায় বা তুমি এসো এখানে। ঃ))। ঘষটেই চলেছি। ঃ((
  • Blank | ২৫ অক্টোবর ২০০৮ ০১:২৩ | 59.93.197.213
  • বেচারি কন্নাডিগা মেয়েটি মনে দুঃখু পাবে রে ভুতু
  • Bhuto | ২৫ অক্টোবর ২০০৮ ০১:১২ | 122.167.91.207
  • ১০০% ব্যচেলার এখোনো ও ও ,কে রটিয়েছে শুনি?
  • sayan | ২৫ অক্টোবর ২০০৮ ০১:০৩ | 160.83.72.211
  • কি রে বিয়ে কল্লি বল্লি না যে!! তাও কান্নাডিগা মেয়ে? ভালো ভালো ঃ)))
  • Bhuto | ২৫ অক্টোবর ২০০৮ ০০:৫৪ | 122.167.91.207
  • h,
    আজকের বাজারের অবস্থা কি আরো চাপে ফেললো নাকি? সেদিন যা চাপে বসেছিলে তোমার হাসিমুখই দেখা হল না।
  • Bhuto | ২৫ অক্টোবর ২০০৮ ০০:৫২ | 122.167.91.207
  • h,
    আজ্ঞে ইয়ে, ওটি কেন সবকটিই এই অধমের অধম ফোনে তোলা ছবি,তবে ,তা যে সাইজের প্রশ্নে চলে যাবে বুঝিনি।তাহলে অন্য পোজে তুলতাম ঃ(।
  • a x | ২৪ অক্টোবর ২০০৮ ২৩:৩১ | 143.111.22.23
  • খুব কিছু ভুল বলেননি। ক্লাসিকাল মার্ক্সিস্টরা তো নারীবাদীদের খিল্লি করে থাকেন। জেন্ডার আইডেন্টিটি বা সেক্সুয়াল আইডেন্টিটি ইহা সবই খিল্লিযোগ্য বিলাসিতা। ক্লাসের উপর কিছু নাই।

    জয়ের কবিতাটা টিপিকাল একটা ইমেজকে পোর্ট্রে/পার্পেচুয়েট করছে। কিন্তু সেতো এখানে অনেকের লেখার মধ্যেও দেখি। গরদের থান, লাল পাড় মাতৃরূপের গ্লোরিফিকেশন। কিম্বা যত চুপচাপ সয়ে যায় নীরবে তত যেন শ্রদ্ধার পাত্রী।
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ২৩:০৬ | 123.201.53.144
  • ব্যাপারটা তা নয় ভাই। অরিজিত যে কিনা জয়ের কবিতাটায় সবচেয়ে বেশি খড়গহস্ত , সে নিজেই প্রবলভাবে বামপন্থী তাই আপনার পোস্ট পড়ে মজা লাগলো - একটু আওয়াজ দিচ্ছিলাম। সিরিয়াসলি নেবেন না ঃ-)
  • bhola | ২৪ অক্টোবর ২০০৮ ২২:৫৯ | 59.93.254.94
  • san, আমি ছোটবেলায় গুরুজনেদের কাছে শুনেছিলাম যে বামপন্থীরা গ্রামে গ্রামে ঘুরে ওখানকার জনগনের মনের কাছে পৌঁছেছিলেন এবং ওখানকার দরিদ্র জনতার অবস্থার উন্নতির জন্যে অনেক কাজ করেছিলেন। এখনও নিশ্চয়ই করেন কারণ এই রাজ্যের গ্রামীন নাগরিকদের কাছে বামপন্থীরা ডানপন্থীদের থেকে অনেক বেশী পপুলার। যদিও সাম্প্রতিক ঘটনাবলী বামপন্থীদের ঐ ইমেজে দাগ লাগিয়েছে। আমি অতটুকু বিদ্যের ওপর ভরসা করে আগের পোস্টে লিখেছিলাম। আপনারা এব্যাপারে আমার থেকে অনেক বেশী জানেন। আমার জানায় কিছু ভুল থাকলে শুধরে দেবেন। ধন্যবাদ।
  • arjo | ২৪ অক্টোবর ২০০৮ ২২:৪৮ | 168.26.205.5
  • ব্ল্যাংকি কে পেলে এমন ক্যালাবো না। ক্যালাবো না, দৌড় করাব। সারাটা দিন বরবাদ করে দিলে। তাও যদি পারতাম। কি বাজে খেলা রে বাবা। তবে তোমাদের দোকানের ওয়েবসাইটে গিয়ে নস্টালজিক হয়ে পরলাম। দু দু খানি ক্লায়েন্ট কোট আমার লেখা ;)।
  • santanu | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:২৫ | 82.112.6.2
  • রুমে গিয়ে দেখব। কিন্তু এ ভারী অশান্তি হলো।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:১৩ | 203.99.212.224
  • শান্তনু দা। ওটাকে মেশিনে সেভ করো। তারপর htm ফাইল টাকে নোটপ্যাডে ওপেন করো। ব্যাস।
  • santanu | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:১২ | 82.112.6.2
  • না, ওসব নাই। এই সন্ধেবেলা কি জ্বালায় পরলাম। আর টই তে তো Source দেখার উপায় নাই।
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:১০ | 12.144.134.2
  • জল আর গামছার গল্পের কি প্রচন্ড অ্যান্টিক্লাইম্যাক্স।

    জয় এই ভেবে লিখেছেন কিনা সে অবশ্য আল্লা জানেন ঃ-)

    তা বামদের বুঝি দুটো করে এক্সট্রা চোখ কান থাকে? পল্লীজীবনের যে খবর ডানেরা জানেনা সেইগুলো জানার জন্যে? অরিজিত তাইলে তুমি প্রপার বাম নও ভাই - এইটুকুও খবর রাখোনা ঃ-)))))))
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:০৯ | 203.99.212.224
  • টই তে দেখো, লিখে দিয়েছি সোর্স দেখার উপায়, বাকি কিছু বলবুনি ;)
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:০৮ | 202.91.136.4
  • শান্তনুদা, ফায়ারফক্স আছে?
  • santanu | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:০৬ | 82.112.6.2
  • আমার এখানে View Source click করলে কিছুই যে দেখায় না। আর Prime Number এর মাঝে Politician, Prime Minister

    তাও হলো না।
  • r | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:০৫ | 125.18.104.1
  • ঃ-))))))
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:০০ | 12.144.134.2
  • ল্লে পঃ
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৮:৫৯ | 203.99.212.224
  • বোঝো
  • bhola | ২৪ অক্টোবর ২০০৮ ১৮:৫৮ | 59.93.255.234
  • এখানে দেখছি সকলেই সেক্সিস্ট অ্যাঙ্গেল দেখতে গিয়ে রিয়্যালিটি অ্যাঙ্গেল ইগনোর করছেন। পল্লীগ্রামের গরীব ক্ষেতমজুরের মাটির চালাঘরে ঢোকার আগে বাইরে কাদাপা ধুয়ে ভালোভাবে মুছে নেওয়া নিয়ম। তাই বাইরে থেকে এলে (সে চাষী মাঠ থেকে আসুক বা তার ছেলেমেয়ে খেলেটেলে আসুক) বাড়ীর ভেতর যে আছে, সে জলগামছা দেয় । অবশ্য যদি নিজেদের কুয়ো থাকে, তাহলে সাধারণতঃ গামছা কুয়োপাড়েই থাকে।

    আর একটা কথা। সেক্সিজম নিয়ে ডিবেট শহুরে মধ্যবিত্ত/উচ্চবিত্তের ব্যাপার। যারা আগামীকাল খেতে পাবে কি পাবে না তাই জানে না, তাদের এই বিলাসিতা করার সময় নেই। জয় গোস্বামী শুনেছি বামপন্থী, উনি নিশ্চয়ই এটা জানেন, তাই কবিতায় এমন লিখেছেন।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৮:৫২ | 203.99.212.224
  • টই তে এট্টু কুলু দিলুম
  • arjo | ২৪ অক্টোবর ২০০৮ ১৮:৪৯ | 168.26.205.5
  • ভাই ৪ এ সব ট্রাই করেছি ভোট, ইলেকশন, কাউন্ট ডাউন, পলিটিসিয়ান, করুণানিধি কিছুতেই কিছু হল না। ধুস।।।
  • sinfaut | ২৪ অক্টোবর ২০০৮ ১৮:৪০ | 165.170.128.65
  • আমার দুদিন করা হবে না। ঃ-((
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৮:৩৭ | 203.99.212.224
  • ৫ টা ব্যাপক ছিল
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত