এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫৮ | 198.96.180.245
  • তা ঝাড়া হাত পা থাকলেই পারতা- পোচ্চুর স্পেস পাইতা।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫৬ | 61.95.144.123
  • ইয়েস। বাধ্যবাধকতা। কারণ নিজের স্পেস, নিজের ইচ্ছে/অনিচ্ছে এসবের অনেক ঝামেলা আছে।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫৪ | 220.227.64.98
  • বাধ্যবাধকতা ???
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫৪ | 198.96.180.245
  • দিল্লি ভালো,পুরুষ হলে। হিমালয় ভালো, ঠান্ডা লাগার ধাত না থাকলে। কলকাতা ভালো, বুড়ো হলে।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫৪ | 61.95.144.123
  • স্যান - ঝাড়া হাতপা হলে বারবার প্যাটার্ন চেঞ্জ করা যায়। তার পরে নয়। একটা সময় একজায়গায় বসতে হয়। কিন্তু সেই জায়গাটা আমার মতে একান্তই নিজের হওয়া উচিত - নিজের স্পেস। সোশ্যাল লাইফ বেশি হলে এই স্পেসটা কমে যায়।
  • bhola | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫১ | 59.93.174.123
  • নাসা স্পেস প্রোগ্রামের জন্যে আমরা পেয়েছি একটি সাধারণ মানুসের ব্যবহারযোগ্য জিনিস - ভেলক্রো।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫১ | 220.227.64.98
  • দমদির দাবিটা হেব্বি। মানে অচেনা চেনা ওইটা ঃ-)
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫০ | 202.91.136.4
  • কিন্তু কিছু লোকের সাথে আমি জাস্ট হ্যা হ্যা করতে রাজি নই, কিন্তু সেইটা আবার তারা বুঝতে পারে না বা চায় না। এইটার খুব চাপ।
  • d | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৫০ | 117.195.33.127
  • কিন্তু হিমালয়ই একমাত্র ভাল জায়গা। বাকী সব জয়গা থাকতে হয় তাই থাকা।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৪৯ | 61.95.144.123
  • ছোট দুনিয়া বলেছি, চেনা দুনিয়া তো বলিনি। ছোট - যেখানে সোশ্যাল লাইফের বাধ্যবাধকতা/এক্সপেক্টেশন ইত্যাদি নেই। অনেক ভালো।
  • d | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৪৯ | 117.195.33.127
  • আমাকে সব অচেনা লোকেরা চেনে। চেনা লোকেরা কেউ চেনে না।
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৪৮ | 203.99.212.224
  • কিন্তু তাও কোলকাতা ভাল। এখানে আমার আপিসে সামনে বসে থাকার রক আছে। সেখানে বসে আড্ডা আছে। একসাথে সবাই মিলে ম্যানেজারের বিরুদ্ধে ভয়ানক সব ষঢ়্‌যন্ত্র করা আছে। সন্ধে বেলা সক্কলে মিলে বোলারস ডেন আছে। পরের দিন ঝিম ঝিম সকালে চা খাওয়া আর ভাট বকা আছে।
  • siki | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৪৮ | 203.122.26.2
  • দিল্লি মস্ত্‌ জায়গা।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৪৭ | 220.227.64.98
  • মাঝখানে দিল্লি পুনে হায়দ্রাবাদ এসবও ঢোকানো যায়।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৪৬ | 220.227.64.98
  • তাইলে - কয় বছর বেঙ্গালুরু - কয় বছর কোলকাতা - আবর বেঙ্গালুরু - আবার কোলকাতা - এইভাবে ? সোশ্যাল লাইফে তিতিবিরক্ত হয়ে গেলেই আবার প্যাটার্ন চেঞ্জ - ফের বিরক্ত হলে ফের চেঞ্জ ঃ-)
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৪৪ | 198.96.180.245
  • আমি কোথাও পাঁচ বছর থাকলেও আমারে কেউ চেনে না- কাজেই পুরোটাই অচেনার আনন্দ। ;-)
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৪২ | 203.99.212.224
  • এই বেশি ছোটো চেনা দুনিয়া ব্যাপারটাই বোগাস লাগে আবার। যেখানেই যাই সেখানেই চেনা লোক। মল,হিসিখানা,রেস্তোরা,বইয়ের দোকান,শাড়ির দোকান, হোসিয়ারী দোকান সর্বত্র চেনা লোক। সেদিন পাড়ায় চুল কাটতে গেছি, একটা কমপ্লিট নতুন ছেলে বল্লো, দাদা আসুন আসুন, খুশকি টা কমেছে? আমি ড্রাইভিং শিখছি বলে ট্রাফিক পুলিশ ভদ্রলোক অব্দি চিনে গেছেন, উনিও গতকাল আমার গাড়ি স্টার্ট করা দেখে পোডিয়ামের উপর থেকে চোখ মেরে হাসলেন। দুধ যিনি দেন, তিনি, সেদিন ই বেরিয়েছে, আমার এক ছাত্রের বন্ধু। দুজনে একবার নাকি আমার মেসে এসছিল। মাত্র ১৬ বছর আগে। এসে নাকি দেখেছিল আমি গামছা পরে চেয়ারে বসে নারকেল গাছের দিকে তাকিয়ে নিজে নিজে কথা বলছি। আর পেছনে দুধ পুড়ে গেছে। সকলে আমারে হাড়ে মজ্জায় চেনে। এটা কি কোন কাজের কথা?
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৩৯ | 198.96.180.245
  • নাঃ, চাগরি না থাকলে কলকাতার মত ভালো জায়গা হয় না। আর চাগরি থাকলে সব জায়গাই সমান পচা।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৩৬ | 61.95.144.123
  • এসব আগে মনে হত। দূর থেকে। অবশ্য এগুলো ভ্যারি করে...
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৩৫ | 220.227.64.98
  • কোলকাতার খুঁত নেই আমি কখন বলেছি। হাজারটা আছে। কিন্তু মা বাবা শ্বশুরশাশুড়ি ভাইবোনও আছে তো। বন্ধুবান্ধব আছে।পরের পর উইকেন্ড এই দুইজনে দুইজনে মিলে কাটাতে ভাল্লাগেনা। লোক জন মিলে একটুস হৈ চৈ করতে ইচ্ছে করে ঃ-(
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৩৩ | 202.91.136.4
  • মোট কথা চাকরির জোয়াল টানতে টানতে ক্লান্ত। এই টানাটানির বাজারে আরো কতদিন পেটের ধান্দার চরে বেড়াতে হবে। মা মাগো।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৩৩ | 61.95.144.123
  • আপিস আর বাড়িটাই ভালো। সোশ্যাল লাইফের অনেক ব্যথা। দুনিয়া যত ছোট হবে তত শান্তিতে থাকবে।
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৩১ | 203.99.212.224
  • হতে পারে। আমার আসলে, কলকাতা অফিস যখন ছিল না, তখনো একদম বাজে লাগতো।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ১৫:৩০ | 202.91.136.4
  • এইটা না বোঝার কী আছে? এখানে অফিস আছে, কলকাতায় অফিস নাই। ফিরে গেলে আবার ওই জায়গার হাজার খুঁত চোখে পড়বে।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২৯ | 202.91.136.4
  • ডিডির বাড়ি একবার যাওয়ার ছিল। কিন্তু সবার ফোন্নং হারিয়ে গেছে।
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২৮ | 203.99.212.224
  • তোদের যে এত কেন কলকাতা ভাল্লাগে বুঝি না। ঐখানে বন্ধু বানাতে পারছিস না কেন? ভাষা? আদৌ চেষ্টা করেছিশ?
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২৭ | 203.99.212.224
  • ছিরিয়াছ ব্যাপার। গোটা টিমে কেউ মাল খায় না।
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২৭ | 220.227.64.98
  • সকালে উঠে বেঙ্গালুরুতে আছি দেখে রোজই মনে হয় আবার ঘুমিয়ে পড়ি , দূর দূর ঃ-(

    আরে কোলকাতায় প্রচুর লোকের সঙ্গে প্রচুর আড্ডা মেরে টেরে এসেছি - ভাইবোন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ইত্যাদি ইত্যাদি - আর এখানে তো শুধু অফিস আর বাড়ি। বন্ধু নেই।লোকের বাড়ি যাওয়া নেই। কারুর আসা নেই।সোশ্যাল লাইফ বলে কিছু নেই। এই গুরুতে যতটুকু ভাট করি লাইফে ওই ততটুকুই ভাট বেঁচে আছে। আর ভাল্লাগেনা।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২৫ | 61.95.144.123
  • আইটি গাইজ অ্যাণ্ড আইটি মোষেজ
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২৫ | 202.91.136.4
  • রাস্তা ভর্তি কী থকথকে কাদা, লাল রঙের। দেখলে রোলাঁ গারোস বলে মনে হচ্ছে।
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২২ | 198.96.180.245
  • মানুষ তো প্রায় থাকেই না, আই টি সেক্টরে কাজ করা প্রচুর লোক থাকে।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২১ | 61.95.144.123
  • কিন্তু পাশে তো ওপিয়ামও আছে - অত গম্ভীর তো না।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৮ ১৫:২১ | 202.91.136.4
  • কেন কী হল আবার?
  • san | ২২ অক্টোবর ২০০৮ ১৫:১৯ | 220.227.64.98
  • দূর আমার আবার কোলকাতা চলে যেতে ইচ্ছে করছে।এখানে মানুষ থাকে?
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৫:১৬ | 61.95.144.123
  • ব্রতচারী তো করতে হয়ই - নইলে বেল্ট পরবে কি করে? সক্কালবেলা আপিসে গিয়ে আগে "চল কীবোর্ড চালাই, ভুলে...'
  • r | ২২ অক্টোবর ২০০৮ ১৫:১১ | 198.96.180.245
  • সকালে গিয়ে প্রেয়ার করতে হয়?
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১৫:০৭ | 203.99.212.224
  • র, এইখানে ব্যাপারটা বেশ গম্ভীর।
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১৫:০২ | 203.99.212.224
  • ও ঐটা তুই। আমি কি করে বুঝবো?
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৪:২৫ | 61.95.144.123
  • আরে দাঁড়াও। দিল্লী অভি দূর অস্ত।
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৩:৫০ | 61.95.144.123
  • ডিবেল্টার হল ডিমেন্টর ইনস্পায়ারড, গুগুলে ফটো লাগাইসি;-)
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৩:৪৭ | 203.99.212.224
  • ওহ ওটা তুমি ভাবিয়া বার করিলে। ঐ জন্যি নেটে পেলুম না। তাই অন্য ফান্ডা নিতে হলো :-D
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৩:২০ | 61.95.144.123
  • দুৎ। এত ভেবেচিন্তে একটা সোঁদর নাম বের করলুম - যুগান্তকারী - পেটেন্টযোগ্য। বলে কিনা রং করবে। জঘইন্য রকম বেরসিক।
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৩:১৭ | 203.99.212.224
  • তার চেয়ে ভালো প্যান্টুলে কালো রঙ করে বেল্ট এঁকে নেওয়া
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৩:১৫ | 61.95.144.123
  • একটা ডিবেল্টারও তো লাগবে - আটকে গেলে?
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৩:১২ | 203.99.212.224
  • কি রঙের বেল্ট পরে হনু দা?
  • Arijit | ২২ অক্টোবর ২০০৮ ১৩:০৮ | 61.95.144.123
  • বোধি কি কুংফু/ক্যারাটে শিখচ?
  • Blank | ২২ অক্টোবর ২০০৮ ১৩:০১ | 203.99.212.224
  • হনু দা কে কাল মেলালুম
  • h | ২২ অক্টোবর ২০০৮ ১২:৪৪ | 203.99.212.224
  • দ্রি ফেরায় খুব ভাল লাগছে।
  • bozo | ২২ অক্টোবর ২০০৮ ১২:৩৩ | 68.227.84.133
  • কাল সকালে ফ্লাইট আছে। তাই কেটে পড়ার আগে লিখে যাই। ডিফেন্স, স্পেস ইত্যাদি তে যেসব কাজ হচ্ছে তার মধ্যে LCD তো অলরেডি বাজার করে ফেলেছে। ইউ কে রাডার টেকনলজি ল্যাব এ মূল্‌ত এর মূল কাজ হয় ও পরে ইউ এস এ তে কেন্ট স্টেট ইউনি তে (যদিও কেন্ট স্টেট ওহয়ো ম্যাসাকার এর জন্য বেশী বিখ্যাত বলে মনে হয়ঃ-)।

    আরো দুটো টেকনলজি বাজারে আসবে। ১। প্লাস্টিক ইলেক্ট্রনিক্স, ২। 3D হলোগ্রাফি। তবে এখানে মার্কেট শেয়ার নেবার জন্য কিছু কোম্পানি (যেমন আই বি এম, মিটসুবিশি, এয়ার প্রডাক্ট, স্যামসাং) প্রচুর পয়সা ঢালছে।
    বিশেষ করে আই বি এম আলমাডেন সেন্টার।

    আরো একটা মজার জিনিষ জানলাম। জাপানে গভর্মেন্ট এই জাতীয় হাই গেইন প্রোবাব্যল প্রজেক্টে প্রাইভেট কোম্পানিকে রিসার্চ ফান্ডিং করে। ব্যাঙ্ক -ও লোন দেয়।
    এই রকম একটা ফিল্ড হল লিথিয়াম আয়ন ব্যাটারি। এর বিজনেস প্রোপোসাল হিসাবে উৎসাহ থাকলে NIST এর এই ডকুমেন্ট টা দেখা যেতে পারে (একটু পুরানো)।
    http://www.atp.nist.gov/eao/wp05-01/execsum.htm
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত