এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৪৫ | 78.16.31.127
  • বুঝনু। অষ্টমীর দিন মন্ডপে না থাগলে মনে হয় কোবতে আসে নয় সেডিজ্‌ম।
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৪৪ | 203.143.184.10
  • হুঁ রাঙার মেয়েকে থোকা থোকা অভিনন্দন।
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৪১ | 203.143.184.10
  • আমিও আছি তো। বললে হবে? আপিসেও পোচুর লোকজন আছে অবশ্য। কিন্তু আরেক ব্যটা বাঙালী ছুটি নিয়েছে বলে তার সমস্ত কাজও আমার ঘাড়ে চেপেছে। ইদিকে সামনের সপ্তায় সিকিউরিটি অডিট। মেজাজ ভাল থাকার কোন কারণ আছে? অ্যাঁ?

    তবে হ্যাঁ আমি সক্কাল সক্কাল এসে একটা কোয়ালিটির লোকের নামে এইসান এসক্যালেট করেছি না .......... তাইবলে কেউ যেন ভেবো না আমি রেগেছিলাম। একট মিটিনে খুব ঠান্ডা গলায় লোকটাকে মাত্র ৬টা প্রশ্ন করেছিলাম, তাতেই সে ছড়িয়ে ছিটিয়ে একাক্কার। তো, তাতে আমার মেজাজটা বেশ ভাল হয়ে গেল।

    আর এই দিনের প্রায় শেষে এসে বসব্যটা বলে এসো মিটিন করি। বললাম কাল করবো। তাতে আমতা আমতা করে বলে না, মানে, কাল, ইয়ে, ভাবছিলাম ছুটি নেবো।। আমিও মনেমনে "দাঁড়াও বুড়ো তোমার দশেরার আগেরদিনই ছুটি নেওয়া আমি বের করছি' বলে আজকের একগাদা কাজের ফিরিস্তি দিলাম। হেহে তখন বলে আচ্ছা কাল তাহলে লাঞ্চের আগেই কেমন? যাক অন্তত লোকটাকে আপিস আসতে তো হবে।

    তো দু দুটো লোককে একটু একটু জব্দ করে মনটা এখন বেশ খুশী খুশী লাগছে।
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৩৬ | 78.16.31.127
  • উরেত্তারা , পুঁটে তো মাল্টাই-ট্যালেন্টেড , অমন ব্যায়লা বাজায় আবার আঁকেও ? ওর কোঁকড়াচুলের ঝুঁটিটা এট্টু ঘেঁটে দিস তো আমার হয়ে।
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৩৩ | 125.18.104.1
  • তা বলিচি। কালকেও পুঁট্‌স বসে আঁকোতে ফাস পেরাইজ পেইচে- হাজার ট্যাকার গিফ্‌ট ভাউচার দেছে। সে সবও দ্যাকা হয় নি।
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:২৯ | 78.16.31.127
  • এই ত্তো , চালাকির চোরাবালিতে ডুবলো তো অষ্টমীর সন্ধেটি?
    পুঁটের মাকে বলে দিইচিস তো সব ভিডিও করে রাখতে ?
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:২৫ | 125.18.104.1
  • তার উপর আজ সন্ধেব্যালা আমার পুঁট্‌স সরস্বতী সেজে কিসব করবে। তাও দ্যাখা হবে নে। ঃ-(
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:২৩ | 125.18.104.1
  • ছুটি থাগবে নে কেনে? আমি একটি ওপরচালাক গাধা, ভাবলুম পুজোর দিনগুনোতে ছুটি না নিয়েই কচি করে কেটে যাব। তো সে কেলায়েন্ট কল পড়বি তো পড়, সব হুড়হুড়িয়ে পুজোদ্দিনে।
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:১৯ | 78.16.31.127
  • আরো কত্ত লিখতুম , ভসভসিয়ে কত্ত কথা আসছে মনে । মামুর সার্ভারে অত দম কোথা ?

    তা আপিসে কেন রে ? সব ছুটি শেষ করে ফেলেছিস বুঝি ? আমার আটমাস ছুটি থেকে কিচু ধার নিবি ? ঃ-)
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:১৬ | 78.16.31.127
  • এই একলা আপিসে থাকলে বহুত মজর মজার কাজ করা যায়। শেখাবো ?
    এই ধর একটা প্রিন্ট-আউট মার , তাপ্পর দৌড়ে প্রিন্টারের কাছে গে দ্যাখ কে আগে পৌঁছালো , তুই না প্রিন্ট-আউট।
    এইসব আমি মেল ফরোয়ার্ড পড়ে শিখেছি , সবাই তো না পড়েই শিফ্‌ট-ডিলিট করে দেয় ।
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:০৪ | 125.18.104.1
  • তবে মন খারাপ থাগলে ল্যাখা ভালো হয়। এইমাত্তর টই পড়ে বুঝলুম। ;-)
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:০০ | 125.18.104.1
  • ঝুপ্‌স খাঁখাঁ, ট্যাক্সিস্ট্যান্ডে ট্যাক্সি নাই, আপিসে চাদ্ধারে লোক তো ছার, পোকও নাই, আকাশে মেঘ নাই, শুদু আমি একলা গাধাটি চ্যায়ারে পাছু গেঁড়ে বসে আছি।
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৬:৫৮ | 78.16.31.127
  • সি কি রে ? শীতে যখন কোলকাতায় আসবো নামপাতা দিস তো , তোর আপিসের মুখে নুড়ো জ্বেলে দে আসবো।
    আমার তো নাহয় সাহানা আছে , তোর তাও নাই রে , বেচারা।
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৬:৫৫ | 125.18.104.1
  • আম্মো হেব্বি খচে। অষ্টমীর মিষ্টি বিকেলে ধু ধু আপিসে বসে খই ভাজচি! ঃ-((
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৬:৫২ | 78.16.31.127
  • তা অষ্টমীর বিকেলে তুমি ই বা এখানে ক্যান ? আমি আজ মাইরী পাতাপাতা টাইপাতুম পুঁটের চানের তাড়া না থাকলে , কি মনখারাপ কি মনখারাপ।
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৬:৫০ | 78.16.31.127
  • রাঙ্গাবুড়ি আছিস ?? কি ভাল লাগল কেউ সাড়া দিল। এইসান মেজাজ খিঁচড়ে আছে যে সাহানা কচিগলার অমন রেন্ডিশন ও মন মানাতে পারছে না।
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৬:৩৭ | 198.96.180.245
  • আছি। ঃ-(
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৫:৪৮ | 78.16.31.127
  • কেউ আছো ?
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১১:৫৮ | 203.143.184.10
  • কিন্তু নতুন বই তো ওঠে নি "বইপত্তর'এ? তাহলে ওপরের লেখাটা অমন কেন?
  • arjo | ০৭ অক্টোবর ২০০৮ ০৮:৫৩ | 24.214.28.245
  • কাল গুরু টাইপালে ক্যালকাটা ওয়েব আসছিল।
  • A | ০৭ অক্টোবর ২০০৮ ০৫:০৭ | 99.183.185.250
  • আমার লেখাটা উইড়া গ্যাসে গিয়া দ্যাখতেসি ঃ(
  • Paramita | ০৭ অক্টোবর ২০০৮ ০৩:২৫ | 63.82.71.141
  • মন বড্ড কু গাইছে। বছর সাতেক আগের কথা মনে পড়ে যাচ্ছে।
  • aja | ০৭ অক্টোবর ২০০৮ ০২:৩২ | 71.106.244.161
  • স্টক মার্কেট ডাউন খেয়েছে। প্রতিবেশী সমবেদনা জানাতে এসেছিল। তাকে দশরথের গল্প বলে বললুম পুত্র থাকলে তবে তো পুত্রশোক। লোকটা হাবার মত খানিক তাকিয়ে থেকে চলে গেল।
  • a x | ০৭ অক্টোবর ২০০৮ ০১:৫৪ | 143.111.22.23
  • খুব ভয়াবহ ব্যপার স্যপার। গুচ'র পাতা থেকে calcuttawebএ গেলে উপরে ঠিক url দেখালেও সেই গুরুর পাতাই দেখাচ্ছে। কিন্তু কোনো ক্যাশেড ক্যালকাটাওয়েবের পাতা থেকে ফিরে গেলে আবার ঠিক পাতাই দেখাচ্ছে।
  • a x | ০৭ অক্টোবর ২০০৮ ০১:৫২ | 143.111.22.23
  • এই কেসটা কি হচ্ছে, ক্যালকাটা ওয়েব টাইপালে গুরু আসছে যে!
  • Div0 | ০৭ অক্টোবর ২০০৮ ০১:০০ | 160.83.72.212
  • এটা একজায়গায় পেলাম ""If pro is opposite of con, then what is the opposite of congress?''
  • Somnath | ০৭ অক্টোবর ২০০৮ ০০:৪১ | 82.178.100.50
  • শুভ মহাষ্টমী সবাইকে।

    সোমনাথ
  • d | ০৬ অক্টোবর ২০০৮ ২২:২১ | 117.195.39.75
  • শতবর্ষ বলে বোধহয় সবাই লেখালেখি করছে। ২০০৭ এ পুণেতে ডিডি কোশাম্বিকে নিয়ে অনেকগুলো আলোচনাচক্র, স্মৃতিসভা ইত্যাদি হয়েছে।
  • Abhyu | ০৬ অক্টোবর ২০০৮ ২১:৫৩ | 128.192.7.51
  • থ্যাংকু বোধি।
  • d | ০৬ অক্টোবর ২০০৮ ২১:৪৫ | 117.195.39.75
  • Calcuttaweb এর যারা বুলবুলভাজার ঠোঙার লিঙ্ক আপায় তারা এমন উদো টাইপ কেন? গতকাল "আলোচনা আপডেট হয়েছে। টইপত্তর এ নোটিশও দেওয়া হয়েছিল, প্রথম পাতার সূচীপত্রেও আছে, তো বেছে বেছে কেবল বুলবুল আর কূটকচা৯র নতুন লিঙ্ক দিয়েছে। এইটে আগেও কয়েকবার লক্ষ করেছি যে "আলোচনা'র লিঙ্কটা ঠিকঠাক আপায় না।

    কিন্তু কেন?

    কোনটার জন্যই ওদের কোন মেইল করা হয় না। নিজেরাই দেখে দেখে আপায়। তা, ঠিক ঐটাই প্রতিবার বাদ যায় কেন? (ব্যটারা একবার সেল্ফ রিভিউও করে না!!)
  • h | ০৬ অক্টোবর ২০০৮ ১৭:৫০ | 121.242.13.34
  • অভ্যু, এইবার বারোমাসে কোসাম্বী সম্পর্কে রামকৃষ্ণ ভট্টাচার্য্যের একটা প্রবন্ধ বেশ লেগেছে। এটার কথা বলা হয় নি। রামকৃষ্ণ ভট্টাচার্যের লেখা আগে আমাকে আকৃষ্ট করতো না। এইটা বেশ ভাল্লেগেছে।
  • lcm | ০৬ অক্টোবর ২০০৮ ১৫:৪০ | 71.132.140.254
  • টেস্ট -২
  • i | ০৬ অক্টোবর ২০০৮ ০৪:০৩ | 12.217.30.133
  • টেস্ট
  • h | ০৫ অক্টোবর ২০০৮ ২১:০৮ | 121.242.13.34
  • জ্যা ডা র বদলে আইসক্রীম। যেন ৪০০ র বদলে ৪০। , তাও আবার ২০১১ র গল্প। মানছি না। রাজ্যপাল মহাশয় বিচার করুন।
  • Arpan | ০৫ অক্টোবর ২০০৮ ১৭:৫৪ | 121.247.134.33
  • টাইমস অব ইন্ডিয়ার শারদীয়াটা মন ভরাল কই? ঝকঝকে ছাপা, ছবি আর কর্পোরেট কর্পোরেট ভাব পুরোমাত্রায় যদিও।

    প্রতিদিনেরটা খুঁজছিলাম, শেষ হয়ে গেছে। বরং সুমন চাটুজ্জের একদিন লাইভ বেশ ভাল।
  • sinfaut | ০৫ অক্টোবর ২০০৮ ১৪:২৫ | 117.195.195.147
  • ট্রেন ধরি গে যাই।

    আমি বাড়ি চল্লুম, হগ্গলকে আলবিদা।
  • a x | ০৫ অক্টোবর ২০০৮ ০৯:৪১ | 75.53.194.212
  • আমি দেশে যাচ্ছিনা শিগ্গিরি।

    গেলেও JD আনবনা।

    টাটা সিঙ্গুর ছেড়ে জায়নি। খালি অভিমান করে গয়না পত্তর নিয়ে অন্য বাড়ি গেছে। লোকসভা নির্বাচনটা হতে দাও, তারপর JD না, আইসক্রীম খাওয়াবো অবস্থা বুঝে, কেমন?

    র‌্যাটস কি বুঝে ইয়ার্কি মারল, না না বুঝে সরল প্রশ্ন করল? আমি আবার কাল সারারাত ধরে র‌্যাটাস কি বলল, কেন বলল ভেবে তারপর মনে করতে পারলাম র‌্যাটাসের নাম রতন।

    আর ক্ষুদিরাম মানুষ একবারই হয়। (এটা দ কে)
  • h | ০৫ অক্টোবর ২০০৮ ০৯:১৭ | 121.242.13.34
  • অ, জ্যা ডা ক ভু না যে।
  • h | ০৫ অক্টোবর ২০০৮ ০৯:০৯ | 121.242.13.34
  • অরিজিত, তোমাদের ম্যানেজেরারের অডিও টা আমার কাছে আছে। যেটায় উদুম খিস্তি করেছে প্রেস কে। শুনেছো নিশ্চয় ই । ওহ, বিউটি গালাগাল ঃ-)
  • h | ০৫ অক্টোবর ২০০৮ ০৭:২৮ | 121.242.13.34
  • বাবা।
  • h | ০৫ অক্টোবর ২০০৮ ০৭:২৮ | 121.242.13.34
  • এবং মুশায়েরা বার করেছে। এরা একটা লিটল ম্যাগ। এইবার কলকাতা ছাড়া কোথাও পাওয়া যাবে না এটা মোটামুটি গ্র্যান্টি।

    বা ধর্মানন্দ। ছেলে দামোদর ধর্মানন্দ।
  • Abhyu | ০৫ অক্টোবর ২০০৮ ০৬:৩৫ | 97.81.104.16
  • কাল তেজেন মজুমদার আটলান্টায় অনুষ্ঠান করলেন। জাস্ট অসাধারণ। আজ্জো, তোমাদের পাড়াতেও তো গিয়েছিলেন শুনলাম...
  • Abhyu | ০৫ অক্টোবর ২০০৮ ০৬:৩২ | 97.81.104.16
  • কারা করেছে সেই বিশেষ সংখ্যা? সেটা কোথায় আর কি ভাবেই বা পাওয়া যায়?

    বাবা ছেলের নামে কি মিল - একজন দামোদর ধর্মানন্দ কোশাম্বি, অন্যজন ধর্মানন্দ দামোদর কোশাম্বি। কিনি যে কোনজন আমার গুলিয়ে যায় !
  • kd | ০৪ অক্টোবর ২০০৮ ১৯:২৫ | 59.93.246.242
  • আচ্ছা, টইগুলোতে 'লিখছেন...' এর বদলে লাস্ট পোস্টের date-time দিলে সকলের সুবিধে হয় না? এটা শুধু টপ-টেন না, সবগুলোতেই হলে ভালো হয়।
  • h | ০৪ অক্টোবর ২০০৮ ১৭:৩৩ | 121.242.13.34
  • এবং মুশায়েরা ডিডি কোশাম্বি কে নিয়ে একটা সংখ্যা করেছিলেন। আমি সম্প্রতি হাতে পেয়েছি। পড়ছি। ভাল্লেগেছে। এইটা কারো হাতে এলে পড়ে দেখতে পারেন।

    টাইম্‌স অফ ইন্ডিয়ার বাংলা শারদীয়া টা শস্তায় পুষ্টিকর দেখলাম।
  • h | ০৪ অক্টোবর ২০০৮ ১৫:২৪ | 121.242.13.34
  • পোলিটিকাল ইকোনোমির আলোচনা টা হঠাৎ এরকম মরালিটির আলোচনায় চলে যাওয়ায় খুব বোর হয়ে গেলাম। অবশ্য আশ্চর্য্য কিসু নয়। ম্যানেজমেন্ট ফিলোসোফি র মোটিভেশনাল ফাসাদ, পুরোনো গীতাপ্রভাবিত ম্যানেজমেন্ট বা বিলিতি কার্নেগী বা দীপক চোপরা প্রভাবিত নব ম্যানেজমেন্ট ,একস্ট্রিম বাম কিম্বা একস্ট্রিম দক্ষিন রাজনীতি, অতিরিক্ত স্বদেশভক্তি, বা ইউরোপ আমেরিকায় মুগ্‌ধ গণমাধ্যম, ন্যায়বাদী বিসু আর বৃহত্তর স্বার্থে নিবেদিত প্রাণ সিসু, একতা কাপুরের পরিবার বা রামদেবের গসপেল বা মমতা-প্রিয়-সিপিএম বিলাপ, রামাদসের ব্যান, এই সব কটি জিনিস ই আল্টিমেটলি মরালিটি শো। অতি নিম্ন মানের। কিলরয় সিল্কের শো এর মত। কঠিন বোরিং।

    জেরি স্প্রিঙ্গার অপেরা স্টাইলে একটা কেউ লিখলে পারে।
  • d | ০৪ অক্টোবর ২০০৮ ১২:০৬ | 117.195.39.70
  • হুঁঃ সৈকতের কথা আর বোলোনা। ফোনে পাওয়া গেলেও জড়িয়ে জড়িয়ে বলে "আমি তো ঘুমাচ্ছি' ।
    একটা লোক এরকম দিনরাত ঘুমাতে পারে!! ওফ্‌!
  • bozo | ০৪ অক্টোবর ২০০৮ ১১:৫৪ | 68.227.84.133
  • আরে মিঠু দি তো ওর্কুটেও আসে না। অন্য দিকে সৈকত দা কে ফোনে পাওয়া যায় না। সব সময় কারো না কারো বাড়ী তে নেমন্তন্ন!!!!

    মিঠু দিকে বোলো অতি দুঃখজনক ভাবে এই মাসের শেষ দিকে আমি আবার শিকাগো যাচ্ছি!!
    সৈকত দা একা থাকলে আমি গিয়ে এট্টু রান্না-বান্না করে আসতাম ঃ-))))))
  • d | ০৪ অক্টোবর ২০০৮ ১১:৪৩ | 117.195.39.70
  • ভাল কথা বোজো, মিঠু তোমার কথা জিগ্যেস করছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত