এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০১ অক্টোবর ২০০৮ ১৫:০২ | 202.91.136.71
  • ** এইগুলি
  • Arpan | ০১ অক্টোবর ২০০৮ ১৫:০১ | 202.91.136.71
  • সে তো একশোবার। আমি টিসিএসের পক্ষেও কিছু বলতে চাইনি। আমার কাছে এমপ্লয়ি কেয়ার মানে অন্য কর্পোরেট পলিসিগুলি বেশি অর্থবহ। যেমন ধর, অ্যাপ্রাইজাল প্রসেসের ট্রান্সপারেন্সি, অথবা ওয়ার্ক-ফ্রম-হোম এইটার ব্যবস্থা থাকা, কিংবা গ্রুপ মেডিকাল পলিসি, অথবা অন্য নানারকম ফ্রিঞ্জ বেনিফিট। অথবা নন-ডেলিভারি ইউনিটগুলি (ট্র্যাভেল, ফোরেক্স, ভিসা, ফাইনান্স ইত্যাদি) কতটা ডেলিভারি ইনিউনিটের লোকজনের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে। এইসব। এইগুই ঠিক হলে দু'একটা ওয়ান-অফ ইন্সট্যান্সে আমি ডিসকাউণ্ট দিতে রাজি আছে।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ১৫:০১ | 61.95.144.123
  • না। একটা মেল করেছি।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ১৪:৫৭ | 203.143.184.10
  • অজ্জিত কি পালিয়ে গেল?
  • siki | ০১ অক্টোবর ২০০৮ ১৪:৪৯ | 203.122.26.2
  • দ্যাখো, এর তো কোনও ইউনিভার্সাল রুল নেই। ইমার্জেন্সি ইমার্জেন্সিই। কোন কোম্পানি কীভাবে সেটা হ্যান্ডল করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। আমি আলাদা করে টিসিএসকে দোষ দিচ্ছি না। কিন্তু ঐ এমপ্লয়ি কেয়ারের ব্যাপারটাতেও কোনও ইউনিভার্সাল রুল নেই, যে যেমনভাবে কেয়ার নেয় আর কি। ফলে আমি জাজমেন্ট করতেই পারি।
  • Arpan | ০১ অক্টোবর ২০০৮ ১৪:৩৬ | 202.91.136.71
  • ওখানে না লিখে ভাটে লিখছি। সিকিকে।

    ইমার্জেন্সি সিচুয়েশনে কোন কোম্পানিই আলাদা করে অফিস ট্রান্সপোর্টের ব্যবস্থা করে না। মানে যারা নিজেদের দায়িত্বে পাবলিক ট্রান্সপোর্ট/নিজেদের গাড়িতে যাতায়াত করে। এইখানে পরিবহণ সংগঠনগুলি মাঝে মাঝেই বন্ধ ডাকে। অথবা প্রতিবেশী রাজ্যের সাথে কাবেরীর জল নিয়ে বাওয়াল হয়। তখন আলাদা করে তো কিছুর ব্যবস্থা করা হয় না। তবে রাত আটটার পরে থাকলে ফ্রিতে অফিস ক্যাব নেওয়া যায়। প্রোম্যার অ্যাপ্রুভাল নিয়ে। ক্যাব বুক করে না গেলে তিনশো টাকা ফাইন। ঃ)
  • Arpan | ০১ অক্টোবর ২০০৮ ১৩:৫৪ | 202.91.136.71
  • দ্বিতীয় খবর হলঃ শুরুতে পড়ে গেলেও দুইদিন পরপর বাজার ঘুরে দাঁড়িয়েছে। আফটারনুন ট্রেডিঙে। তবে বেইল-আউট বিল পাশ না হলে আবার ধসে যাবে।
  • Arpan | ০১ অক্টোবর ২০০৮ ১৩:৩৭ | 202.91.136.71
  • আজকের বাজারের খবরঃ দাদা প্রথম দুটো টেস্ট খেলছে।
  • Arpan | ০১ অক্টোবর ২০০৮ ১৩:৩০ | 202.91.136.71
  • অরিজিত, পুজোর মধ্যে চল একদিন ট্রাই করা যাক। ঃ)
  • d | ০১ অক্টোবর ২০০৮ ১২:৩৮ | 203.143.184.10
  • বোধি লি ম্যা কিনলে এখানে একটা আপডেট দিও যে কি কি ইন্টারেস্টিং দেখলে।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ১২:৩২ | 203.143.184.10
  • অজ্জিত কালীপুজোতেই ট্রাই করো। চলো ব্যবস্থা করি।
  • h | ০১ অক্টোবর ২০০৮ ১২:২৬ | 125.18.104.1
  • র, আইসো? আজ এট্টু কলেজ স্ট্রীট যাবা? আমি লি ম্যা কিনবো। বুড়ায় খোঁচাইতাসে।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ১০:৫৭ | 61.95.144.123
  • লোকজন থাকলে এবারই ট্রাই করতুম...
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ১০:৫১ | 67.152.86.163
  • আম্রিকাতে বীফের এজিং করে রেফ্রিজারেটারে খুলে রেখে। দেশে খাসির মাংসের এজিং করে ফ্যান চালিয়ে!

    তবে খাসির ঝোল খেলে আর এজিং করে কি হবে? সাহেবেরা না হয় স্টেক খায় ...
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ১০:৪৭ | 61.95.144.123
  • ধুস্‌স দুটোই তো উত্তর কলকাতা - দিলখুশা আর জাকারিয়া স্ট্রীট। নাকি?
  • h | ০১ অক্টোবর ২০০৮ ১০:৪৪ | 125.18.104.1
  • দিলখুশা স্ট্রীটেও আছে। আমি সেখান থেকেই কিনি। আর এছাড়া, আজকাল সন্তোষপুরে একটা দোকান হয়েছে। ব্রিজে ওঠার মুখে, এইট বির দিক থেকে। বেশ ভালো মাংস।
  • Arpan | ০১ অক্টোবর ২০০৮ ১০:৪১ | 202.91.136.71
  • বোধি, আমি কলকাতার বন্ধুদের মেল করে দিচ্ছি। কোন ডোনার পেলে জানাব।
  • Arpan | ০১ অক্টোবর ২০০৮ ১০:৩৯ | 202.91.136.71
  • ধুর। রেওয়াজি খাসি কিনবে জাকারিয়া স্ট্রিট থেকে। এখন আমার কাছে দোকানের নাম আর ফোন্নং নেই। কলকাতা গিয়ে দিয়ে দেব।

    ওখানে খাসি কাটার পরে সারা রাত্রি ফ্যান চালিয়ে শুকোনো হয়। যাতে মাংসে জলের পরিমাণ খুব কম হয়। গত বছর যখন কিনেছি তখনই মাংসের দাম কেজিপ্রতি ২০ টাকা বেশি ছিল।
  • siki | ০১ অক্টোবর ২০০৮ ১০:৩৫ | 203.122.26.2
  • এখানে কেউ যদি কলকাতা টিসিএসে থাকে ... যতদূর মনে পড়ছে টিসিএসের ই¾ট্রানেট আলটিমেটিক্সে এমপ্লয়িদের ব্লাডগ্রুপ আর লোকেশন দিয়ে সার্চ করা যায়।

    আরেকটা ঠিকানা পেলাম গুগল করেঃ অ্যাসোশিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনর্স ঃ 20a Fordyce Lane
    Sealdah, Kolkata, 700014
    +91 33 22271022?
    wbdd.org
  • Blank | ০১ অক্টোবর ২০০৮ ১০:৩৪ | 203.99.212.224
  • এই অপশানটা কোলকাতাতেও চালু
  • siki | ০১ অক্টোবর ২০০৮ ১০:৩১ | 203.122.26.2
  • এই অপশনটা এখনও চালু আছে; অন্তত দিল্লিতে। যে কোনও গ্রুপের রক্ত দিলে রিকোয়ার্ড গ্রুপের রক্ত পাওয়া যায়, সাবজেক্ট টু অ্যাভেইলিবিলিটি।
  • Suvajit | ০১ অক্টোবর ২০০৮ ১০:১৪ | 59.154.50.124
  • অরিজিত তোর মেল আইডি টা দে। কিম্বা আমার মেল আইডি suvajitc অ্যাট জিমেলে একটা টেস্ট মেল পাঠা।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ১০:১৪ | 61.95.144.123
  • আগে একটা অপশন ছিলো যে তুমি ধরো ও+ দিলে ব্যাঙ্কে, ব্যাঙ্ক তোমাকে তোমার যেটা দরকার সেটা দেবে - এটা কি বন্ধ হয়ে গেছে? ও+ আমি দিতে পারি।
  • h | ০১ অক্টোবর ২০০৮ ১০:০৭ | 125.18.104.1
  • আমার একজন সহকর্মীর মায়ের রক্ত লাগছে। প্রচুর ইন্টারনাল অর্গানে রক্ত ক্ষরণ হচ্ছে। মেডিকাল কারণটা পরিষ্কার নয়। অ্যাটলিস্ট আমার বন্ধুর কাছে নয়।

    সকলকে ধন্যবাদ কনসার্ণের জন্য। শমীক তোকে ধন্যবাদ এই ওয়েবসাইট টার জন্য। আপারেন্টলি শোভাবাজারে একটা ক্লাব আছে তারা শুধু মাইনাস রক্ত দেয়। এই সব খোঁজ পাওয়া গেছে। একটা সংগঠন কলকাতার এই গ্রুপের ডোনর এর লিস্ট ওদের কাছে যা আছেদেবে আজ ইত্যাদি ভরসা দিয়েছে। অ্যাপারেন্টলি কমপাইল করা আছে এরিয়া ওয়াইজ। কিছু ক্লাব ও জানিয়েছে।

    কিন্তু বন্ধুর মা খুব ভাল নাই। যা বুঝলাম। এত প্যানিক করছে লোকজন লজিকাল কোয়ারির উত্তর দিতে পারছে না। পদবী মনে নাই। কমান্ড হাসপাতালে চিকিৎসা ধীন। কাল সাত জন রক্ত দিয়েছে। তিন-চারবোতল রক্ত অলরেডি দেওয়া হয়েছে। আরো তিন-চার বোতল দেওয়া হবে আজ ই। কাল রাতে একবার জ্ঞান এসছিল। ইত্যাদি।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ১০:০৪ | 61.95.144.123
  • কিন্তু বেশি চর্বি হলে তো খেতে ভাল্লাগে না - মানে গা গুলায়। আমি যে ভেড়া কিনতুম, খুব দেখেশুনে কম চর্বি থাকতো যে লাম্পগুলোতে সেগুলো কিনতুম, আর তার মধ্যেও যা থাকতো সেটা কেটে বাদ দিতুম। খুব বেশি চর্বি হলে তেল কম দিতে হয়।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ০৯:৫৬ | 203.143.184.10
  • কলকেতার বাজারহাটের খবর আমি জানিনে। ও তুমি রঙ্গাস্বামীরে জিগাও।
    রেওয়াজি হল গিয়ে খুব চর্বিওয়ালা। বেশ সলিড চর্বির লেয়ার থাকলে তারে রেওয়াজি খাসি কয়। এই যেমন ধর আমি হলা গিয়ে "রেয়াজি মানুষী'।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ০৯:৫২ | 61.95.144.123
  • তাইলে একবার ট্রায়াল দেবো আর কি।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ০৯:৫১ | 61.95.144.123
  • কোন বাজারে? বাঁশদ্রোণী বা কুঁদঘাট বাজারে তো ডেফিনেটলি নয়। লেক মার্কেট না নিউ মার্কেট? আর দুই নম্বর হল কি দেখে কিনতে হয়?
  • d | ০১ অক্টোবর ২০০৮ ০৯:৪৯ | 203.143.184.10
  • তবে হ্যাঁ দেখেশুনে কিনতে হবে।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ০৯:৪৮ | 203.143.184.10
  • কি রেওয়াজি খাসি? বাজারে পাওয়া যায়।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ০৯:৪৫ | 61.95.144.123
  • খাওয়াতে পারি। তবে জিনিসটা কোথায় পাওয়া যায়?
  • d | ০১ অক্টোবর ২০০৮ ০৯:৪৩ | 203.143.184.10
  • হ্যাঁ অজ্জিত, আমি দুম্বা এখন খেতে চাই না। রেওয়াজি খাসি স্লো কুকারে রেঁধে খাওয়াবে তো?
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ০৯:২২ | 61.95.144.123
  • শুভজিতের পিপিটি আমি এখনো দেখতে পাইনি। ইস্নিপস আপিস থেকে খোলে না, বাড়িতে নেট নেই। কেউ মেল করে দেবে?
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৫:৩৪ | 65.57.245.11
  • নিজেকে নিয়ে খিল্লি কালকে হবে। আজকে মামুর পালা।
  • Ishan | ০১ অক্টোবর ২০০৮ ০৫:২৯ | 12.163.39.254
  • নিজেকে নিয়ে খিল্লি করতে হয়। সন্দীপন ও বোধি বলেছেন।

    আম্মো বাড়ি গেলাম। অনেক রাত হয়ে গেল। কিকরে যে হল কে জানে।
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৫:০৮ | 65.57.245.11
  • এমনি করে সবাই চলে গেলে কাকে নিয়ে খিল্লি করবো?
  • Tim | ০১ অক্টোবর ২০০৮ ০৫:০৬ | 128.173.157.23
  • এমনি করে মামু একদিন মিউট্যান্ট হয়ে যাবে। আমরা তখন এক্স মেন সিনেমায় মামুর জীবনী দেখবো। ঃ)
    নাহ্‌, বেজায় খিদে পেয়ে গ্যালো। য্‌যাই।
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৫:০৫ | 65.57.245.11
  • এহে। মাইমার অবর্তমানে ব্যবহার-অব্যবহারের সূত্র ব্যবহার করলে খুব গন্ডগোল হয়ে যাবে ...
  • Tim | ০১ অক্টোবর ২০০৮ ০৫:০০ | 128.173.157.23
  • হুঁ, ল্যামার্কের সূত্র, ভয় পাওয়ার অভ্যেস চলে যাচ্চে। ব্যবহার-অব্যবহারের থিওরি। ঃ)
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৪:৫৫ | 65.57.245.11
  • মাইমা দেশে গেছে বলে মামুর সাহস বেড়েছে।
  • Tim | ০১ অক্টোবর ২০০৮ ০৪:৫৩ | 128.173.157.23
  • মামু এত সাহসী কেউ জান্তো?
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৪:৫১ | 65.57.245.11
  • এই রে, গুন্ডাও বললো।
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৪:৫০ | 65.57.245.11
  • নাঃ, মামু পিপিকে বুনো বললো ঃ)।
  • Ishan | ০১ অক্টোবর ২০০৮ ০৪:৫০ | 12.163.39.254
  • না। পিজে আমার গণতান্ত্রিক অধিকার। কোনো গুন্ডার ভয়ে আমি পিজে ত্যাগ করবনা।
  • Tim | ০১ অক্টোবর ২০০৮ ০৪:৪৬ | 128.173.157.23
  • মামু কি বুনো হয়ে গ্যালো? ঃ)
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৪:২৭ | 65.57.245.11
  • স্যানকে নিয়ে খিল্লি করে পিপির দেশে যাওয়া সেফ হবে না।
  • Ishan | ০১ অক্টোবর ২০০৮ ০৪:০৬ | 12.163.39.254
  • আমি পিপির দেশে চলে যাব। বনে নাকি মার্কেট ইকনমি নাই।

    (স্যান নেই দেখে সাবধানে পিজে কল্লাম ।)
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৪২ | 65.57.245.11
  • *তাঁবু
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত