এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৭ | 203.99.212.224
  • আমাদের এরাও জয়েনিং পিছিয়ে দিচ্ছে, কাউকে জয়েনিং দিচ্ছেও না। আমাদের গত বারের এন্ড ইয়ারের প্রমোশন শিফট করে মিড ইয়ারে নিয়ে এসেছিল। এনে মিড ইয়ারটা তুলে দিয়েছে। মন্দা সর্বত্র।
  • siki | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৬ | 203.122.26.2
  • অরিজিৎ, ঐটাকে বলে ফ্যাভ-আইকন। favicon। সাইটের তরফে একটা favicon.ico ফাইল তোমার ক্যাশে ঢুকে যায়, সেইটা অ্যাড্রেস বারে দেখায়। কীভাবে দেখায়, বিস্তারিত জানি না। কাকুকে জিগালে বলে দেবে হয় তো। favicon দিয়ে সার্চাও।
  • h | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৩ | 125.18.104.1
  • বাংলা লাইভ আর গুরুচন্ডালী আর ঐ কনফুর পত্রিকাটা ছাড়া এত কিসু আছে আমি জানতাম ই না। অবশ্য পরবাস বলে একটা কেস আছে সেটা জানি। সেটা পড়া হয় নি। আমারে একজন বলেছে, ঐখানে মাঝে মাঝে ব্যাপক নাকি লেখা বার হয়। প্রেজেন্টেশন কেসটা আমি বুঝি না জানি না।

    এইবার আমি একটা প্রচন্ড নিন্দে মন্দ মূলক কথা বলব।

    আমার কলকাতার কোন বাংলা কাগজ ভাল্লাগে না। অতি খাজা। ইংরেজি কাগজ গুলাও বেশ বোগাস।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৯ | 202.91.136.71
  • ২০০২। আমাদের সেই বছর এক পহা মাইনে বাড়েনি।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৮ | 202.91.136.71
  • হটমল কোডারদের জন্য প্রশ্ন ছিল। কোন কোন সাইট খুললে ব্রাউজারের অ্যাড্রেসবারে আইকন দেখায়। এইটা কেং কয়ে করে? গুরুর জন্য এমনটি বানানো যায় না?
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৭ | 61.95.144.123
  • ব্ল্যাংক - ওদুটো দুটো খবর - টিসিএস প্রোমোশন দিচ্ছে না এবারে আর দুই - টিসিএস আর সত্যম জয়েনিং পিছিয়ে দিচ্ছে। ২০০০/২০০১/২০০২ নাগাদ শুনেছিলাম ইনফি/উইপ্রো নাকি যাদবপুরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবার পরেও নেয়নি - রিগ্রেট লেটার পাঠিয়ে দিয়েছিলো। সেই রকমই হবে মনে হচ্ছে আবার।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৫ | 202.91.136.71
  • ও বুঝেছি। থাক। ঃ)
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৪ | 24.127.39.26
  • ওমনাথ কি ছন্দ মিলিয়ে ওমানে গ্যালো? ;-)
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫১ | 203.99.212.224
  • ২০০/২০০১ এর লিংকে কি আচে। টাইনিউআরএল খুব ই বাজে। কিলিক করলেই চোখ মটকে বলে এসব অ্যাডাল্ট মেটিরিয়াল
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫০ | 203.99.212.224
  • বেচারা ওমনাথ। ওমানে সিনিমা হয় না। বেচারা কি করবে?
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮ | 61.95.144.123
  • ইয়ে - তুমি যদি ২০০৪ সালের কিছু খুঁজে থাকো সেসব এখানে পাবে না। সে অন্য সাইটের গল্প;-)
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৪ | 202.91.136.71
  • পুরনো পাতারা তো হারিয়ে গেছে আবার। ৫০০ টাকার টিকিট ধরাচ্ছে।
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩২ | 203.99.212.224
  • সেদ্ধ পুরুষরাও মড়া খায় শুনতুম। বোয়াল কি সেদ্ধ?
  • siki | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩১ | 203.122.26.2
  • ম্যাক্স নিউ ইয়র্কের অ্যাডটা সত্যি ভাল করেছে। ওটা টিভিতে দিলেই আমি মন দিয়ে দেখি। অসাধারণ কনসেপ্ট, আর পিকচারাইজেশনটাও অসাধারণ।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৩ | 61.95.144.123
  • কদ্দিনের জন্যে গেলি?
  • Somnath | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৫ | 85.154.255.42
  • এইতো আমি। ওমানে পৌঁছে গেছি। কাল আপিস জয়েন করলাম। ভালোই আছি। আর কি?

    হোটেলে আছি, যেখানে খাওয়ার ব্যবস্থা নিজেকে করে নিতে হয়। তবে ইন্টারন্যাশনাল কল করার কি খরচ, বাপরে বাপ !!
  • c | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৫:৩৮ | 131.95.121.107
  • হরিরামের খুড়ী আজ সত্যি সত্যিই পটল তুলেছে। বলো হরি হরিবোল।এতক্ষণে গঙ্গাতীরে দাহকার্য ও সমাপ্ত।
    এইবারে নিশ্চিন্দি হয়ে একটা শ্রাদ্ধশান্তি করে আরেকটু পাকা করার জন্য গয়ায় পিন্ডি দিয়ে এলেই আর ভুতের উপদ্রব থাকবে না।
  • Satya | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২৯ | 63.192.82.30
  • ল্যাপুর জগতে ডেলের থেকে হেইচ-পির প্রতি লোকজনের ভালবাসা বেশী হবার অনেক অনেক কারন
    ডিভো, দুটোর মধ্যে বাছতে দিলে আমি হেইচপিকেই বাছব - টাকা ৪০ - ৫০ বেশি দিতে হলেও।
  • Div0 | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২৬ | 160.83.72.212
  • আহ্‌ বোয়াল মড়া খায় খাক না। এই দুটো ল্যাপু নিয়ে একটু জ্ঞান দাও এখন।
  • Satya | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২৪ | 63.192.82.30
  • বোয়াল মড়া খাক, তবে বোয়াল ব্যাপক ভাল খেতে!
  • Satya | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২৩ | 63.192.82.30
  • হ, ভুল লিখছি! কোরাল ভেটকিই বটেক।
  • Div0 | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২২ | 160.83.72.212
  • জনতা, হেল্প চাই।
    HP Pavilion DV2945SE আর Dell Studio 15 ... কোনটা বেটার?
  • Abhyu | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:০১ | 128.192.7.51
  • বোয়াল খেয়োনি। ওই মাছ মড়া খায়।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৭ | 143.111.22.23
  • এই দেখো -
    Lates calcarifer আর koral লিখে সার্চিয়ে দেখো।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৩ | 143.111.22.23
  • তপ্‌! কোরাল ভেটকি। আমাকে ভেটকি বলে বোয়াল গছিয়েছে এ আমি কিছুতেই মানবোনা। আর ইন্টার্নেট দেখো গে। সবাই বলছে কোরাল ভেটকি। ব্যস, ইন্টারনেটের উপর আবার কথা?
  • Satya | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪০ | 63.192.82.30
  • কোরাল - বোয়াল
    ১০০% কনফার্মড।
  • bozo | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৫ | 128.111.119.175
  • না কনফার্ম করি নি, কারন আমি তো দেখে চিনতে পারি। (ইন্ডিয়াতে দীর্ঘ দিনের বাজার করার সুফল)।
    হংকং মার্কেটে মাছের বাজার আমাদের দেশের বাজার মাইনাস জল-কাদা।
    তবে জানতে পারলে নাম টা লিখে দেব এখানে।
  • Paramita | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৯ | 63.82.71.141
  • বোজো কি কোরালটা কনফার্ম করলো? অবশ্য কোরালই বা কোথায় পাওয়া যাবে দেখতে হবে।
  • arjo | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৯ | 168.26.215.54
  • সি ওয়াটার আর কেমনে দিই। তাই ব্ল্যাংক বাবুর জন্য রইল ই-ওয়াটার

    http://www.e-watertreatmentchemicals.com/desalination.html
  • c | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৫ | 131.95.121.107
  • আর্যো,
    সমুদ্রের জলে চিকিৎসা!ঃ-)))
    এ হলো টার্বো-ওয়াটারো পদ্ধতি।
  • arjo | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৩ | 168.26.215.54
  • আমাকে কি ঘুরিয়ে মাছ বলা হল?
    আজকাল কেমন জানি বুইতেও পারি না।

    সি ওয়াটার ট্রিটমেন্ট টা কি?
  • c | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:১২ | 131.95.121.107
  • ছবিগুলো দারুণ হয়েছে ব্ল্যাংক।
  • d | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:১০ | 59.161.26.181
  • ব্ল্যাঙ্ক, পুণেতে ঢোলে পাটিল রোডে হয়। কোলকাতায় জানিনা। আজ্জো জানে নিঘ্‌ঘাৎ। :-D

    পিপি, তোমার সেই ঢ্যাড়শকে চিরে চিরে তাতে কিসব যেন ভরেটরে ভাজা করাটা একটু সর্ষেবাটা'র টইতে লিখে দিও তো। আমি নিজের ইচ্ছেখুশীতে করলাম। সে যেন কেমন ভ্যাসভ্যাসে হয়ে গেল। ঃ(

    যাই এবারে ঘুমু কত্তে যাই।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৩ | 122.252.231.206
  • এই অ্যাডটা গোলা বানিয়েছে।

  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:০১ | 59.93.245.251
  • এবারে ঘুমুবো। শুধু এট্টি প্রশ্ন, কোলকাতায় ভাল সি ওয়াটার ট্রীটমেন্ট আএ অ্যাকোরিয়াম কোথায় হয়?
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৮ | 59.93.245.251
  • চ্যাটার্জীর হাল ভাল না
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৮ | 59.93.245.251
  • পিনডি দার গপ্পো পড়ো নাই?
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৬ | 122.252.231.206
  • সিট্রিক্স তো কনফিগার করতেই হয়।
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৫ | 59.161.26.181
  • ২০০৩ এই বোধহয় বাংলালাইভ থেকে বেশ কিছু কর্মীকে লে-অফ করেছিল। স্কাইটেক থেকেও কিছু কিছুকে করেছিল। তখন চ্যাটার্জী গ্রুপের অবস্থা বেশ খারাপ ছিল। অথচ ২০০৩ এমনিতে মার্কেট বেশ উঠছিল তখন।
    এখন বিজ্ঞাপন ইত্যাদি দেখে মনে হয় আবার ভাল হয়েছে অবস্থা।
  • c | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৫ | 131.95.121.107
  • আর, হাৎরাশ জংশন জায়গাটাই বা কোথায়?
  • c | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫২ | 131.95.121.107
  • ব্ল্যাংক,
    পিন্ডি কি দিয়ে বানায় রে? জানিস?
    চালের গুড়া ময়দা তিল এসব দিয়ে?
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫১ | 59.161.26.181
  • ওরে ব্ল্যাঙ্কি, তুইও সিকিওরড আইডি র চক্করে পড়েছিস? বেশ বেশ।
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৯ | 59.161.26.181
  • বাংলালাইভ তো চ্যাটার্জী গ্রুপের? আবাপ সাইটের প্রেজেন্টেশানও আমার বেশ লাগে। বিশেষ করে আবাপ'র ফন্টটা, এমন বড় বড় পড়তে বেশ চোখেত্র আরাম হয়। ওদিকে আজকালের ফন্ট আবার কেমন আধভাঙা টাইপের।
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৮ | 122.162.83.191
  • অ্যাঃ, ঘড়ি না, ওরে কয় ... কী যেন? কী-ফব টোকেন।
  • c | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৬ | 131.95.121.107
  • এল সি এম,
    একটা উপকার করুন। পরবাস এর লেখাগুলো তো ফন্টের গোলমালে কিছু দেখতে পাই না। আর কিছু না, শুধু সোডাজল টা পড়তে চাই। পিডিএফ বা কিছু করে মেলিয়ে দেবেন?
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৬ | 59.93.245.251
  • সিট্রিক্স না, ডাইরেক্ট ভিপিএন ক্লায়েন্ট সিসকোর। তার সাথে একটা পাসওয়ার্ড বলা ঘড়ি
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৬ | 122.162.83.191
  • lcmকে ডিটো। প্রেজেন্টেশনে বা লা, কনটেন্টে পরবাস। অবিশ্যি আমাদের গুরুও কম যায় না ঃ-)
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৫ | 122.162.83.191
  • একটা .ica ফাইলকে খুলতে হয় তো? সেটাই তো সিট্রিক্স দিয়ে খোলে। যেমন করে .txt ফাইল নোটপ্যাড দিয়ে খোলে।

    সরি, এর বেশি আমি আর কিছু বুঝি না ঃ-)
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৩ | 192.12.84.237
  • আমি যে কয়েকটা বাংলা ম্যাগাজিন-এর ওয়েব সাইট দেখেছি, তাদের মধ্যে প্রেজেন্টেশন-এ বাংলালাইভ আমার মনে হয় সেরা। কনটেন্ট-এ পরবাস।
    আর ওপেন আনমডেরেটেড বাংলা ডিসকাশনে গুরুচন্ডালি ঃ-)
    কিন্তু, এ আর এমন কি পিএনপিসি হল। আর হলেই বা, সিঙ্গুর/বুদ্ধ/মমতা/টাটা, বা, ওবামা/ম্যাকেইন/বাইডেন/পালিন-এর থেকে খারাপ কি ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত