এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৬ | 12.163.39.254
  • নানা। এ অন্য no one। নো ওয়ানে তো ঐ প্রবলেম। যে কেউ হতে পারে। ঃ)
  • Paramita | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৬ | 63.82.71.141
  • অর্জিতের সঙ্গে একদিন ১-১ করতে হবে।
  • s | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৬ | 141.80.168.31
  • ইসে টিমটিমা, স্যানকে আমার নামে সুপুরি দেবার চেষ্টা করেই দেখ না, স্যান নেবেই না। স্যান কি একটা যা তা ডন? ছুঁচো মেরে হাত গন্ধ স্যান করে না, বুঝলি?

    এইয়ো দমদি, আমি আর দুবলাপাতলা নেইকো। একমাসে খাইয়ে দাইয়ে মা এক কেজি ওজন বাড়িয়ে দিয়ে গেছে। ছিলুম ৪৬ হয়েছি ৪৭। খুশিতে কি বলব, ডগমগ। খালি বেলুন চুপসাবার মতন ফুলুরি গাল দুটোকে যদি চুপসাবার কোন কার্যকরী উপায় কেউ বাতলে দিত। ঐসব চুইংগাম টাম কোন কম্মের নয়, ছ্যা ছ্যা। নিয়ম করে ফি দিন ভর সন্ধ্যেয় ফ্যা ফ্যা করে পার্কে দৌড়েও কোন কাজ হয় না, অ্যারোবিক্সে নেচে কুঁদেও হাঁফিয়ে গেলুম। কিসুতেই কিসু হয় না। লুচির মত খালি ফুলছেই আর ফুলছেই।
  • Div0 | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৫ | 160.83.72.212
  • "No One' বলে একটা অ্যাকাউন্ট ছিল সুলেখায়, তারই অর্কুট আইডি মনে হয়।
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৪ | 59.161.36.20
  • ন্যাচারেলি।
    তোমার পিতৃদেবের তো তোমার বন্ধুদের চিনিবার কথা নহে।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৩ | 12.163.39.254
  • আরে আমার একশ কত যেন ফ্রেন্ড। তার মধ্যে গোটা পঞ্চাশকে আমি চিনতেই পারিনা। আমার দোষ নয়। সব বিচিত্র নাম নিলে চিনব কিকরে?

    একবার এক মক্কেলের নাম দেখি No one। এটা কে? গিয়ে দেখি প্রোফাইলের নাম No one writes to the colonel। বুঝিবেনা আমার বাপেও।
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪১ | 117.195.194.20
  • ফুল না পাতা?

    নাহ্‌ এবার ঘুমোই গিয়ে।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩৮ | 12.163.39.254
  • কপি বিষয়ক আপডেট।

    সেদিন শান্ত কপিটিকে প্লেটে আঁকা ছবিটি বানাবো পণ করবার পর আমার হেবি মাথা ধরল। তাছারাও এক দয়ালু বান্ধবী কাম বন্ধুপত্নী রাতে ফোন করলেন। রাতে খাবার নেমন্তন্নই ছিল। কিন্তু শরীর খারাপ বলে প্রকৃত বামুনের মতো সব ছাঁদা বাঁধিয়া লইয়া লইলাম। কপিটি সেই যে বেঁচে গেল, আজও সে অধরা।

    যেদিন বধ করব, খবর অবশ্যই দেব। কোনো চিন্তা করবেন না। ঃ)
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩৪ | 117.195.194.20
  • বাজে বোকোনা মামু। অনেকদিন আগে অ্যাড করেছি।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩৩ | 12.163.39.254
  • আমি নির্ঘাত বলতাম। কিন্তু সিফোঁ আমারে অ্যাড করে নাই। ওক্কুটে।
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩২ | 59.161.36.20
  • তোমার নির্ঘাৎ আপডেট অফ করা আছে। যাই দেখে আসি গিয়ে।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩২ | 24.127.39.26
  • আমারে তো কেউ বাঁধেনি! হাফই হবো নির্ঘাৎ! ঃ)
    নাহ্‌ এবার কাজাই। আর কদিনই বা....
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩০ | 117.195.194.20
  • আচ্ছা এই যে আমি অর্কুটে ক'টা ছবি লাগালুম, কই কেউ দেখে তো কিছু বললোনা। ঃ-(
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৮ | 117.195.194.20
  • ও ভালো কথা আমার সেই রাতে কানেক্সান কেটে যাওয়ার সমস্যার সমাধান হলো পাঁচ মিনিট ছাড়া পিং করার স্ক্রিপ্ট রেখেই, আগে পনেরো মিনিট রেখেছিলুম। যখন রাতে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, মনে হচ্ছে সিস্টেম আইডল থাকলে মোডেম নিজে থেকে রিসেট করতে পারছিলোনা।
  • Div0 | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৭ | 160.83.72.212
  • তিমি হাফকপি কি বাঁধাকপি?
  • Div0 | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৩ | 160.83.72.212
  • হ্যাঁ হ্যাঁ দমদি'কে প্রবল সাপোটালুম। দুগ্গাপূজোবিষয়ক যতগুলো সুতো আছে সবকটা অ্যাক্টিভেট করা হউক।
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২১ | 59.161.36.20
  • না না রোগা দুবলা পিপিটার নামে এক্ষুণি সুপুরী দিও না বাপু। ও কি তোমাদের মতম হট্টাকট্টা? অ্যাঁ?
    (তবে হ্যাঁ এইবারে পুজোর সময়ে যদি সেই গতবারের লেখাটা শেষ না করে .... তাহলে দেশে পা দিক একবার .... )
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৯ | 24.127.39.26
  • দুনিয়ার মজাই আলাদা! আমরা হাফকপি, অথচ ফুলকপি খাই। ঃ্‌)
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৭ | 24.127.39.26
  • বানিয়ে বা নিয়ে, খাবে নিশ্চই। ঃ)

    অ্যাকচুয়ালি, পিপির নামে একটা সুপুরি দিলেই হয়। স্যান কি ধারেকাছে নেই?
  • tania | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৬ | 65.115.93.98
  • ভালো কথা মনে পড়ল! সেদিনের ফুলকপিটার কি গতি হল সেটা কিন্তু যাস্ট চেপে যাওয়া হয়েছে ঃ-)
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৪ | 117.195.194.20
  • তা মামু আজ কি বানিয়ে খাবে?
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৩ | 24.127.39.26
  • মামী বলেছে সবসময় মামুকে চোকে চোকে রাখতে। ঃ)
  • tania | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১১ | 65.115.93.98
  • জব্বর ভাগ্নে পেয়েছ বটে! হামেশা মামুর পিছু পিছু (ল্যাজে ল্যাজে লিখতে যাচ্ছিলাম, কিন্তু লিখলামনা ;-))
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৬ | 12.163.39.254
  • পিপির আবার কি হবে? পিপি বড়ো হয়ে ডাক্তার হবে।

    কিন্তু এই টিমের কিছু হবেনা। কোনো একটা নিজস্ব ইয়ে নেই। সব সময় অন্যের পেচুনে। ছিঃ।
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৩ | 59.161.36.20
  • কিন্তুক সত্যি আমাদের পিপিটার কি হবে গো!
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০২ | 59.161.36.20
  • অজ্জিত খুব অল্পসময় থাকত তো। তাড়াতাড়ি ডাক্তার হয়ে ফিরে আসবে এই তাড়ায় খুব অল্প করে থাকত। বলেছিল মনে হয়।

    আমার এক বন্ধু বলেছিল ঠিক ৬ বছর থেকে ফিরবে। তাইই করেছে। যখন ফিরল ওর ছানাটা ৪ বছরের। এখন তার বয়স ৮ বছর। প্রথম দুই বছর নাকি বেশ সমস্যা হয়েছে। এখন অবশ্য ঠিক। ও বললো দুই থেকে আড়াইবছরও অনেকসময় লেগে যায়। তার আগে যারা অধৈর্য্য হয়ে যায় তারাই আবার ফেরত চলে যায়।

    তবে প্রত্যেকেরই তো নিজস্ব সেট অফ সমস্যা আছে .........
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০১ | 117.195.194.20
  • এই ছোটোএসপিপি, অ্যাদ্দিন কোথা ছিলি র‌্যা?
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০০ | 117.195.194.20
  • মামু মামু মামু,
    তোমার দাড়িতে হামু।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫০ | 24.127.39.26
  • ছোটো এসটাই পিপি ?? বোঝো!

    (আজগেও মামুর পেছন পেছন এলুম) ঃ)
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৮ | 12.163.39.254
  • এইসব লিকুনি বাবা অজ্জিত। কি ভাগ্যিস মিঠু নেই। থাকলে বিগড়ে যেত। ঃ)
  • tania | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৪ | 65.115.93.98
  • অজ্জিত, একটা সিরিয়াস প্রশ্ন ছিল। এই যে তুমি বললে যে বাড়ির মধ্যের চেঞ্জটা সবথেকে কষ্ট দেয়, তো আমার প্রশ্ন হল, দশ বছরের মধ্যে দেশে তো এসেছো? তখন এই চেঞ্জটা কি একদমই চোখে পড়েনি? নাকি তখন অন্য রকম কিছু দেখেছিলে? বা হয়ত নস্টালজিয়ার মায়াকাজল ছিল চোখে?
  • s | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২২:১৮ | 141.80.168.31
  • নাঃ-(( আর এখনো যখন হতে পাল্লুম না আর মনে হয় হবও না। গরু নিত্যি নতুন ব্যাগড়া মারে। ঠ্যাং ধরি তো শিং নাড়ে, শিং পাকড়াই তো চাঁট মারে, ল্যাজ মোচড়াই তো হাম্বা বলে দৌড়ে পালায়। আমি অতএব সব আশা ভরসা জলাঞ্জলি দিয়ে পাঁচন বাড়ি তুলে রেখে চুপচাপ গামছা ঘুরিয়ে হাওয়া খাচ্ছি। মনোগত ইচ্ছা এই যে গরু যদি নিজের থেকে গুটিগুটি পায়ে এসে গোয়ালে ঢোকে ভাল নইলে আমিই গুটিগুটি ঘরের পথ দেখব। এই আর কি।
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২২:০৮ | 59.161.36.20
  • পিপি কি ডাগ্‌দার হয়ে গেলে?
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২২:০৩ | 24.214.28.245
  • দিয়ে দাও দিয়ে দাও।
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২২:০২ | 59.161.36.20
  • এমনিতে আমি কালীপুজোর সময়ে যাব ১ হপ্তার জন্য। তখন অজ্জিতের স্লো কুকারের পরীক্ষা নিয়ে আসবো। মিঠুর সাথে প্ল্যান পাকা করতে হবে।

    কিন্তু পাল্লিন তো ডিসেম্বারে আসবে। আরেক বন্ধুও ডিসেম্বরে। তাই ভাবছি ডিসেম্বরের শেষ সপ্তাহের জন্য এখনই একটা ছুটির অ্যাপ্লি দিয়ে দেব কিনা।
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫৪ | 24.214.28.245
  • দেকেচো প্রতিক্রিয়াশীলদের জ্বালায় ইমাজিনেশনের আর কোনো দাম রইল নি। আচ্ছা বাবা শুধরে নিলুম ""পরিবারের মুখ রক্ষা করে, হাসিমুখে, লাইসেন্স নিয়ে ফিরে এলাম""।

    দ, ১৮ ই ডিসেম্বর যাচ্ছি। তুমিও কি আসছ?
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৭ | 59.161.36.20
  • আর হ্যাঁ অক্ষ'র ২ নংটা সম্ভবতঃ উনি সম্ভবতঃ রোহিণীকে কোথাও ড্রাইভ করে নিয়ে গেছিলেন? সেই সম্পর্কে বলা? ওঁকে একটুও বিরক্ত করে নি বরম কিসি দিয়েছে।
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৩ | 59.161.36.20
  • আজ্জো কি ডিসেম্বরে আসছ?
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪১ | 59.161.36.20
  • উফ্‌ অক্ষ'র এই "ব্যাকেন ব্যাকেন'টা আজ সারাদিন আমাকে হাসিয়েছে। যখনতখন যেখানে সেখানে ফ্যাকফ্যাকিয়ে হেসে ফেলেছি। শেষমেষ ফেরার সময় বাসের মধ্যেও একবার। আশেপাশে সব অন্যান্য প্রোজেক্টের সামান্য চেনা ছেলেপুলে হাঁ কারে তাকাল। কি অপ্রস্তুত!
  • c | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৯ | 131.95.121.107
  • আমার পোচ্চুর বন্ধু ঠন্ধুরা আগে গুচতে আসতো! এখন আর আসে না। বলে ধুর,খুব জোলো হয়ে গেছে। একই জিনিস ঘুরে ফিরে আর বড্ড লোকদেখানোপনা। আগে কিছু সাহিত্য ঠাহিত্যও হোতো টইফইতে, গল্প গোয়েন্দাকাহিনি ভ্রমণ, তো সেসব তো প্রায় বন্ধ।
    তো,তারা তাই ব্লগফোরামে যায়।সেখানে অনেক নতুন নতুন ধরনের সব লেখা পড়তে পায় বলে আর সেখানে নাকি এত লোকদেখানোপনা নেই।
    ভাবছি আম্মো ওখেনেই যাবো এখন থেকে।
  • c | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৩ | 131.95.121.107
  • সিন্‌ফট যে এত বড়ো দার্শনিক আগে জানা ছিলো না! এ যে দেখি ছুপা রুস্তম!!!!
    সত্যি ই তো, এক্সপেকটেশন!!!
    কবেই দাড়িদাদু কয়ে গেছেন,
    "যাহা চাই তাহা ভুল করে চাই..."
    যাকগে।

    কিন্তু কথাটা হলো সেই যৌথখামারের কি হলো?
    আরেকটা বড়ো প্রশ্ন, দ্রি কোথা গেলেন?
  • rimi | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫১ | 168.26.191.117
  • নাঃ আর সহ্য হল না। আর্জোর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিন আমারো পরীক্ষা ছিল। প্রথমে আমিই চালালাম। এবং যথারীতি ডাহা ফেল করলাম। মামী ঝড়ের মতন মুখ করে আমার দিকে তাকালো। অতএব আর্জোর গাড়ী চালানো দেখে মামী মুগ্‌ধ হলেও একথা কখনো ভুলেও ভাবে নি যে ওর দেশের লোক সকলেই এতো ভালো গাড়ী চালায়!!!!
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৯ | 168.26.215.54
  • আমার একটা ভারতীয় লাইসেন্স আছে। সেটা দেখিয়ে বোস্টনে গাড়ি কিনেছিলাম। ব্যারাকপুর মোটর ভেহিকেলস থেকে আগে ওরাল দিয়ে এল এল নিয়েছি। লাইসেন্স পাওয়ার আগে মাস খানেক গাড়ি চালানো শিখেছি। তারপর রোড টেস্ট দিয়েছি। প্রথমে বলল চালাতে, চালালাম। তারপর বলল দাঁড়াতে, দাঁড়ালাম। বলল ""হ্যান্ড সাইন দিলেন না যে?"" আমি বললাম ""দিতে বলেন নি তো""। বলল ""দেখে শুনে চালাবেন""। রিটেন দিতে হয় নি।
    আর এদেশে তো পরীক্ষার দিন আমার গাড়ি চালানো দেখে পুলিশ মামী একেবারে মুগ্‌ধ। জিগ্যেস করলে ""তোমার দেশে কি সবাই এমন ভালো চালায়""? আমি বললাম ""হ্যাঁ"। দেশ ও দশের মুখ উঙ্কÄল করে, লাইসেন্স নিয়ে, হাসিমুখে ফিরে এলাম।
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৮ | 165.170.128.65
  • কিন্তু আমাদের বিশ্বকর্মা গবেষক র-দা কোথা গ্যালো?
  • Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৪ | 61.95.144.123
  • সিঁফোকে ডিট্টো।

    যাকগে - বাড়ি যাই।
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩১ | 165.170.128.65
  • এসবের সাথে দেশ-বিদেশের একটা সম্পর্ক থাকলেও, সব থেকে বড় কারন হলো - সংসারে পাঁচজনের পাঁচটা অকারন এক্সপেটেশন তৈরী হওয়া। অনেকদিন, অনেকদূরে থাকলে সে এক্সপেটেশন আরও বাড়তে থাকে। এখন এক্সপেটেশনহীন মানুষ পাওয়া খুব দুষ্কর।
  • Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২৪ | 61.95.144.123
  • পিপি - একা হলেও অসুবিধা হবে, তবে হয়তো কম হবে। অত ভয় পেও না।
  • Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২৩ | 61.95.144.123
  • আরেকটা গিল্টি ফিলিং হয় ঋককে দেখে। শেকড় চেনাতে গিয়ে মনে হয় শেকড় উপড়ে নিয়ে এসেছি। হয়তো সেটা বছরখানেকের মধ্যে অনেকটা ঠিক হবে - কিন্তু এই সময়টাতে তো ছেলেটাকে দেখলে খারাপ লাগে। আর একদমই সময় দিতে পারি না সেটা আরো বড় গিল্টি ফিলিং।
  • s | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২২ | 141.80.168.31
  • খাইসে! এই তোমরা সবাই এমন ভয়ের কথাবাত্তা বলো না। আমি ফিরব কি করে তাহলেঃ-((
  • Blank | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২০ | 203.99.212.224
  • অজ্জিত দা, তুমি ফিরলেও বড় বাজে সময়ে। বছর খানেক আগে হলেও কিছু চেনা গন্ধ পেতে হয়তো। আবার বছর খানেক বাদে পেতেও পারো ফিরে। তবে নিউক্যাসলও তো আর একটা ঘরের মতন হয়ে গেছে ... তাই ওটাও অমনি টানবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত