এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১৪ | 165.170.128.65
  • ব্ল্যাঙ্ক তোর অর্কুট কোথা?
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১৩ | 165.170.128.65
  • স্যান এবার একটা সুপারন্যাচারাল ডিবেটের অবতারণা করতে চলেছে। ঃ-)
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১২ | 202.91.136.71
  • ধুর। সিকি জানে না। চীনাবাদাম কাজুবাদাম না। মার্লবরোর প্যাকেটে ন্যাংটো (ফিল্টারলেস) ক্যাপস্টান নিয়ে ঘোরা।

    এই আমরাই করতাম। মার্লবরো না পেলে ৫৫৫।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১২ | 12.144.134.2
  • শুরু হয়েছিল শো অফ দিয়ে , শেষ হল গিয়ে মালের বোতলে। চিয়ার্স !

    কিন্তু ভগবান লোকটার কি অনেক পাপ জমে আছে? যখন তখন যাকেতাকে হাতখুলে দিয়ে দিতে পারে বলে যে লোকে দাবি করে ?
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১০ | 61.95.144.123
  • আচে - বোভাইন স্ক্যাটোলজি - এই মুহুর্তে অনেক কিছুই এই ক্যাটেগরিতে পড়ে।
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০৬ | 203.99.212.224
  • ভগমান আর কাউ, এছারা জগতে কি কিচু নাই?
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০০ | 203.122.26.2
  • ব্ল্যাংকি কি বর্তমান? ভগবানকে ভয় পায়?
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৯ | 203.122.26.2
  • দেখনদারি বা শো অফ সম্বন্ধে একটা কথা দিল্লিতে খুব চলে, এমনিতেই পাঞ্জাবীদের মধ্যে শোয়িং অফের প্রবণতা অত্যন্ত বেশি, তো তাদের নামেই প্রচলিত, পাঞ্জাবি তার প্যান্টের দুই পকেটে বাদাম নিয়ে ঘোরে। এক পকেটে চীনেবাদাম, এক পকেটে কাজুবাদাম। এমনিতে চীনেবাদাম খেতে খেতে পথ চলে, তবে যদি দূর থেকে দেখতে পায় কোনও চেনা লোক আসছে, সঙ্গে সঙ্গে অন্য পকেট থেকে কাজুবাদাম বের করে খেতে থাকবে।
    ঃ-))
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৯ | 165.170.128.65
  • এমন আস্পদ্দার কথা বলতে নেই খোকন। বগমান পাপ দেবেন।
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৭ | 203.99.212.224
  • সিঁফোটা বড় হয়ে হানু দা হবে, সিওর
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৬ | 203.122.26.2
  • শো অফ সেটা নয়। বই দুই কারণে লোকে কেনে, সেটা জানো তো? কেউ কেনে মনের ক্ষিদে মেটানোর জন্য, কেউ কেনে ড্রয়িং রুম সাজানোর জন্য। এমন অনেক আঁতেল পশ্চিমবঙ্গে বাস করে যারা ড্রয়িং রুমে সুসজ্জিত করে রাখে ফুল সেট রবীন্দ্র রচনাবলী। লোকে এসে দ্যাখে আর বলে, বাহ্‌, কী কালচার্ড। এদিকে তার পেটে বোম মারলেও হয় তো দু লাইন রবি ঠাকুর বেরোবে না। সেইটা শো অফ।

    হাতখরচ পাই নি বলে আমার মনেও কোনও হীনমন্যতা ছিল না। পয়সা জীবনে জরুরি সেটা জানতাম। সেটা যাতে নিজে তাড়াতাড়ি রোজগার করতে পারি সেটা ইচ্ছে ছিল। তাই উচ্চশিক্ষা আর পাশ করে চাকরি।

    আবার অন্যদিকে, এক অ-মদ্যপায়ীকেও দেখেছি ড্রয়িংরুমে ছদ্ম-সেলার তৈরি করে তাতে নামী-দামী কিছু মদের বোতল সাজিয়ে রাখতে। সেটা আমার শো অফ মনে হয় নি। সে নিজে মদ খায় না, তাই বলে মদ নিয়ে তার কোনও ছুঁৎমার্গও নেই (যেটা আমার ভীষণভাবে আছে), মদের বোতলকে তার ঘর সাজানোর একটা উপকরণ বলে বেশ মনে হয়েছে তাই সাজিয়েছে।

    প্রসঙ্গত লাজপত নগরে দামী দামী মদের খালি বোতল বিক্রি হয়, এই রকম ঘর সাজাবার জন্য। বোধ হয় একশো টাকা পার বোতল।
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৫ | 165.170.128.65
  • আমি কোশ্নো করলেই আর কেউ পাত্তা দেয়না। ঃ-(
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৩ | 165.170.128.65
  • বীয়ার কি এক্টা পেয় হলো?
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫২ | 203.99.212.224
  • আম্রিগান বীয়ার কি বীয়ার হইলো?
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৬ | 165.170.128.65
  • অপ্পন দেকিয়ে দেকিয়ে শো-অফ করতেচে।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৪ | 202.91.136.71
  • ** ছিল
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৪ | 202.91.136.71
  • ধুর্শালা, হেইনিকেন পাবো কোথায়? কিংফিশার ছি না। বাডওয়াইজার অতি অখাদ্য।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪১ | 61.95.144.123
  • নিউক্যাসল ব্রাউন। হোম গ্রোওন। আমি বীয়ার খাই নে। পচা বাদা...
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪১ | 165.170.128.65
  • আমি আরো বেসিক কোচ্চেন করবো।

    ধরো (আমিও ধরতে বলছি!!) এই যে স্যান বললো কমপ্লেক্সের কথা, বা রাগ বা ইত্যাদি মানবিক অনুভূতি এসবের সাথে কী আর্থ-সামাজিক কোনো সম্পক্কো আছে? এমন বললে হবেনা, যে বড়লোকের এক জিনিসে কমপ্লেক্স হয় আর গরীবের বা মধ্যবিত্তের আরেক জিনিসে। কমপ্লেক্স আছে কিনা? যদি ক্লাসের উর্দ্ধে গিয়ে থেকে থাকে, তাহলে সেসবের অ্যানালিসিস কিভাবে শুধু ক্লাস/ইকোনোমিক্স দিয়ে হবে? আর যদি শুধু আর্থ-সামাজিক অ্যানালিসিস করে কোনো সিদ্ধান্তে আসা হয় সেটা কি ইন্ডিভিজুয়াল বা মাইক্রো লেভেলের মানুষের বৈশিষ্টগুলোকে কিছুটা জোরজবরদস্তি বাক্সে পোরা হয় না?

    বলো বলো।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪০ | 61.95.144.123
  • স্যানের কথাটাও ঠিক, আবার অনেক সত্যিই করে সেটাও ঠিক। ক্লাস ইলেভেন টুয়েলভে একখান গপ্পো ছিলো পাঠ্যে - একটা ছেলে মামাবাড়ি গেছে, সেখানে দারুণ দারুণ বই - কিন্তু সেগুলো শুধু দেখানোর জন্যে। পড়া হয় না। ছেলেটা একটা চেয়েছিলো তো ডিনার টেবিলে বোমা পড়ার অবস্থা। তো তাঁরা না বলতে পারেননি - কিন্তু রাতে ভদ্রমহিলা বেশ কয়েকবার এসে দেখে গেছেন যে বইটা সুস্থ আছে কিনা...
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪০ | 203.99.212.224
  • ইউরোপিয়ান বীয়ার ছারা খাওয়া যায় না, শো অফ/অন যাই হোক। নিউক্যাসলেরও একটা চলেবল বীয়ার ছিল। অজ্জিত দা নিশ্চয় সে সব খায় নি।
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৬ | 203.99.212.224
  • স্যানের এই কথাটাই আমি বলছিলাম।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৩ | 202.91.136.71
  • বাঃ। আলোচনা অনেক এগিয়ে গেছে।

    ফস্টার এমন তো কিছু খারাপ বিয়ার নয়। কাবাবের সাথে বেশ জমে।

    আবার ভাববেন না অমি শো-অফ করছি। আর সিকির মত আমিও কোন হাতখরচ পেতাম না। তা বলে খিস্তিও মারতাম না। বেশ ভাবতাম পয়সা থাকাটা জীবনে জরুরি। মানে এই সামান্য কিছু অতিরিক্ত পয়সা থাকবে, কিন্তু ফুটানি মারাটা পুরো সেল্ফ-ক®¾ট্রালড হবে, ইচ্ছে করলে মারব না হলে মারব না।

    দুপুরবেলা বিয়ার পেটে পড়লে এই হয়। না না, শো অফ করছি না। একদম না। ঃ)
  • Suvajit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩১ | 121.217.67.139
  • জনগন খবর শুনেছ? দিল্লিতে টেররিস্টদের সঙ্গে পুলিশের ভয়ংকর গোলাগুলি চলছে।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৯ | 12.144.134.2
  • আমার কিন্তু এমন কিছু আত্মীয় আছেন যারা খামোখা বই কেনাকে ফুটানি মনে করেন। তাঁরা আর্থ-সামাজিক যে জায়গায় আছেন সেখান থেকে গল্পের বই কেনাটা বড়লোকের বিলাসিতা। এরকম তো ভারতে শয়ে শয়ে পরিবার আছে।অথচ আমি তো সত্যি ফুটানি দেখাতে কিনিনা।শো অফের প্রশ্নই আসেনা। ওটা আমার কাছে পার্ট অফ লাইফ। যেহেতু ওঁদের কাছে ওটা পার্ট অফ লাইফ নয় তাই বাঁকা কথা।

    কারুর হাতে পয়সা বেশি হলে কিছু জিনিস, বারিস্তায় কফি, স্কুপে আইসক্রিম, ব্র্যান্ডেড জামা তাদের পার্ট অফ লাইফ হয়ে যেতেই পারে যেটা আমার কাছে অপ্রয়োজনীয়।ওরাও হয়তো সত্যিই ফুটানি বা শো-অফ ভেবে ওগুলো করেনা - এমন ভাবে কি একদমই ভাবা যায়না ?
  • h | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৭ | 125.18.104.1
  • তাহলে যার এই সাইনটার মানে জানা আছে সে বলবে?
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৪ | 203.99.212.224
  • নো কমেন্টস
  • h | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৪ | 125.18.104.1
  • এই সাইনটার মানে কি রে?
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৩ | 203.99.212.224
  • :-|
  • h | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২২ | 125.18.104.1
  • ঃ-)
  • h | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২১ | 125.18.104.1
  • এছাড়া হেডোনিজম কেও প্রশ্ন করা হল। উল্টো দিক থেকে দেখলে। মানে সুদীপ্ত বা অক্ষ বা সিকির দিক থেকে দেখলে।
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৮ | 203.99.212.224
  • সিফো টা কেমন বেসিক সব কোশ্চেন করে
  • Sudipta | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৮ | 122.169.180.9
  • ঃ)
  • h | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৬ | 125.18.104.1
  • ও না এইবার আলোচনা টা এট্টু মেটাফিজিকাল হয়ে গেল। মানে গ্লানি বা গিল্ট। এটা তো ধর্মচর্চা এবং সাইকোলোজির বিরাট বিষয়। এছাড়া রয়েছে আরেকটা বিষয়। অস্টারিটি কে সমাজসচেতনতা র পরিচয় হিসেবে দেখবো কিনা। ওঃ বড় বড় প্রশ্ন এসে গেল। গান্ধী প্রশ্নের মুখে পড়লেন, বুদ্ধের তৈরী 'সংঘ' সমস্ত ধরণের সন্ন্যাস প্রশ্নের মুখে পড়লো, বেনেডিক্টাইন দের সংগে ফ্রান্সিস্কান দের আদর্শগত কনফ্লিক্ট, ডঃ লুথারের সংগে ভ্যাটিকানের কনফ্লিক্ট সব সামনে এসে গেল।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৪ | 61.95.144.123
  • লাস্ট কয়েক সপ্তাহের চরম ডিপ্রেশনের মধ্যে তো ওই একটিই টিমটিমে বাতি ছিলো;-)
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১২ | 165.170.128.65
  • উফ্‌ফ। জিজ্ঞেস করাই ভুল হয়েছে।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১১ | 61.95.144.123
  • ইউ-নো-হু-র চেলা লুসিয়াস ম্যালফয় এবং নার্সিসাসের ব্যাটা, বেলাট্রিক্সের বোনপো, স্লিদারিন কিডিচ টীমের সীকার, হ্যারি পটারের শত্রুঃ-))
  • Sudipta | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৮ | 122.169.180.9
  • বুনুদা, ঠিক-ই বলেছ, এই দু-একটা ব্যাপার নিয়ে সত্যি-ই খারাপ লাগে, সেই জন্যেই এখন-ও সেভাবে চরম আক্রমণাত্মক হতে পারি না। ঃ-(

    কিন্তু সত্যি বলছি, অনুতপ্ত হওয়ার ফিলিংস টা কাজ করে। চেষ্টা করি সব সময়, হয়ত একদিন সফল হব। কে জানে!
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৮ | 165.170.128.65
  • হ্যাঁ অরিজিত ঐ নামটি কার? কে তিনি?
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৭ | 165.170.128.65
  • হানুদা একমনে বড়দাদুদের ভূমিকা নিয়ে চলেছে।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৬ | 61.95.144.123
  • ব্ল্যাংকির পছন্দের বই থেকে নাম দিয়ে উদাহরণ দিলুম তো শো-অফ কাকে বলে;-)
  • Sudipta | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৫ | 122.169.180.9
  • d, একমত।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৫ | 125.18.104.1
  • এর পরে পোলিটিকাল অর্গানাইজিং প্রিন্সিপল হিসেবে ক্লাসকে কোচ্চেন করা হবে। মানে স্যান একবার কল্লো। এর পরে ব্ল্যাংকি করবে ;-)

    ইশানের তো আজ মনে রাখার মত দিন। চারিদিকে পোমাইছেন ঈশ্বর;-)
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৫ | 203.99.212.224
  • কিন্তু দম দি বা নাতি শো অফের ডেফিনেশান টা কি? যা আমার পছন্দ না বা যা আমি করি না, তা অন্য কেউ করলে সেটা শো-অফ !!! এতো সেই 'আঁতেল' নিয়ে লেখা বুলবুলভাজা মনে পরলো
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০২ | 203.99.212.224
  • আমাদের প্রত্যেককে তাহলে বাইরে খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। মদ ছোয়া উচিৎ নয়, খেলেও চোলাই। বড় রেস্টু ভুলে যাও। ভারতের অপুষ্টি তে ভোগা শিশুর সংখ্যা সবচেয়ে বেশী।

    (টাকা খরচ না করে ব্যাঙ্কে রাখলেও কি ভাবে অন্যের উপকার হবে বুঝলাম না)
  • d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০০ | 203.143.184.10
  • এইবারে শো-অফ্‌ ঃ
    আমার ধারণামতে সো অফ তারাই করে যারা কোন না কোনরকম হীনমন্যতায় ভোগে। সেই হীনমন্যতাকে চাপা দিতেই নেজেকে বড় করে দেখাতে চায়। তো, যে কোন জিনিষই বেশী বেশী হলে বিরক্ত লাগে তো ----- সেরকমই কোনকিছু দেখানোটাও বিরক্তই লাগে। আমার ব্যক্তিগতভাবে বড়লোকী বা গরীবিয়ানা দুইই দেখানোটা কিরকম যেন খেলো লাগে। আমার এই আছে ঐ আছে - এটাও যেমন হাস্যকর বোকা বোকা তেমনি আবার আমি কি গরী ঈ ঈ ব আমার এই নেই ঐ নেই সেই নেই গো ও --এটাও হাস্যকর ও বোকা বোকা। কয়েকদিন আগে টইতে এইজন্যই ইয়ার্কি মেরে আমার কি কি নেই তার তালিকা দিয়েছিলাম, এটাই দেখাতে যে তাতেও আমি গরীবও নই ঠিকভাবে মধ্যবিত্তও নই এখন আর।

    অক্ষ'র যেমন কার কত মাইনে শুনলে ইরিটেশান হয়, আমারও হয়। একইভাবে অর্কুটে আমি যদি কারো অ্যালবামে শুধু তারই ছবি ভর্তি দেখি -- তাহলে আমার কিরকম একটা বিবমিষা হয়। একটিমাত্র ব্যতিক্রম ছাড়া এরকম কোন লোক আমার ফ্রেন্ডস লিস্টে নেইও। কিন্তু তাই বলে বলতে পারিনা যে আমি দারুণ কিছু আদর্শ কাজ করি এইসব ফ্রেন্ডসদের ছাঁটিয়ে দিয়ে। কারণ ঐ একটি ব্যতিক্রম থেকেই আমি জানি যে অ্যালবাম ভর্তি করে শুধুই নিজের ছবি লাগালেও সব লোকই অসহ্য হয় না। তবে বাকীদের ক্ষেত্রে নিজের একে্‌স্‌প্‌লার করে দেখার অনিচ্ছাটার জন্যও মাঝে মাঝে একটু একটু লজ্জা পাই।
  • Sudipta | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৫ | 122.169.180.9
  • স্যান, কিছুটা একমত, ইনফিরিয়রিটি বা সুপিরিয়রিটি দুটৈ থাকা চলে না, তবে কনশাসনেস থাকা অবশ্য-ই উচিৎ। সেই ভাবেই আমার বাবা যত-ই বড়লোক হোন, আমার চারপাশের মানুষ জন, সাধারণ জনজীবন থেকে টাকার মূল্যের একটা আইডিয়া গড়ে ওঠা উচিৎ। এটুকু ভাবা উচিৎ আমি যে খাতে খরচ করলাম, সেই খাতে আরো অন্যান্য লোক কিভাবে খরচ করে; তবে এসব না ভাবলে-ও সত্যি কিছু এসে যায় না; একজনকে একবার বলতে শুনেছিলাম, সে ইনকাম ট্যাক্স দিয়ে মানুষের প্রতি কর্তব্য সাধন করে; সেক্ষেত্রে আমি নিরুত্তর। আমি কামাচ্ছি, আমার অর্থনৈতিক স্বাধীনতা আছে এটা যেমন ঠিক, তেমনি আমার টাকা আমি যা খুশী তাই করব, এটা ঠিক মানতে পারি না;
  • d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৪৮ | 203.143.184.10
  • রোজ সন্ধ্যেবেলা আপিস থেকে বেরিয়ে গেলে অ্যাপ্রাইসালে খারাপ দেয় --- এইটা মানতে পারলাম না। আরও অন্যান্য কারণ আছে। আছেই।
    আই বি এমে যে ওয়ার্ক ফ্রম হোম ইত্যাদি সুবিধে দিব্বি আছে, সেটাই বেশ বড় একটা ব্যপার। কোম্পানির ইচ্ছায় অনেককিছু করতে হয় ঠিক, আবার তার বদলে কোম্পানির থেকেও কিছু সুবিধে দিব্বি আদায় করে নেওয়া যায়। আর নেগোশিয়েট করে তো অনেককিছুই করা যায়।

    এইবারে ধর ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এইটা অনেকটা নির্ভর করে কিরকম বস বা তস্য বস তার উপর। উপরের লোকেরা যদি সারাজীবন ছ্যাঁচড়া কোম্পানিতে করে এসে থাকে, তো তার স্বভাবে ঐটা ঢুকে যায়। বদলাতে সময় লাগে। অনেকক্ষেত্রেই কোং বদলানো তার চেয়ে সোজা। আরেকটা ব্যপার হল ডেঃ ম্যাঃ লেভেলে যদি অল্পবয়সী লোক থাকে তাহলে অনেক রিল্যাক্সডভাবে কাজ করা যায়। বয়স্কলোকদের ক্ষেত্রে আমার মনে হয় এক্‌স্‌ট্‌রা আওয়ার কাজ করার পেছনে একধরণের কমপ্লেক্স কাজ করে। ব্যপারটা খানিকটা এরকম যে এঁদের (আমাদেরও ) বাবা ঠাকুস্‌র্‌দারা অনেক কম মাইনে পেতেন, কিন্তু এরা অভাবনীয় টাকা পাচ্ছেন আইটির দৌলতে --- কাজেই অনেক বেশী সময় অফিসে না থাকলে একধরণের অপরাধবোধ কাজ করে। এই লোকগুলোকে ট্যাকল করা বেশ মুশকিল।
  • Sudipta | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৪৮ | 122.169.180.9
  • হ্‌ম্‌ম; ঠিক ঠাক বোঝাতে পারলেম না বোধ হয়; যাক গে!
  • san | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৪৬ | 12.144.134.2
  • সুদীপ্তকে ঃ আমি তো ক্লাসলেস সোসাইটি চাই। কিন্তু আমার নিজের তথাকথিত লেস দ্যান মধ্যবিত্ত ক্লাসের প্রতি ক্লাস কনশাসনেস থাকবে , আর উচ্চমধ্যবিত্ত বা উচ্চবিত্তের কিন্তু আমার প্রতি থাকবেনা - এই আদিখ্যেতাটা চাইনা। যখন নিজের সুপিরিয়রিটি কমপ্লেক্সটা কাটাতে পারবো, তখনই কেবল অন্যেরটা দেখলে নিন্দে করবো। পারি কই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত