এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪৬ | 203.99.212.224
  • আমি এখুনো বেড়ো ই নি, সাঙ্গ পাঙ্গ জোটাচ্ছি।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩১ | 61.95.144.123
  • এত দেরিতে এলে হয়? আমি এখন বাড়ি যাবো।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২৬ | 203.99.212.224
  • ওপিয়ামের দিকে যাইতে হবেক
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:০৪ | 203.99.212.224
  • ঃ(
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫২ | 61.95.144.123
  • ইন্টারনেট? পোড়ার বিএসএনএল - দুই মাসেও কানেকশান দেয় নাই।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫২ | 203.99.212.224
  • বাড়ি গিয়ে সফটাইস নামাই গে
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫১ | 203.99.212.224
  • বাড়ি তে আছে তো তোমার
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৯ | 61.95.144.123
  • পেলেও হবে না। আমি নিজেই তো পাসওয়ার্ডটা ভুলে গেছি। কাজেই আমাকে ওপেনআপিস নামাতেই হবে। এই ব্যাণ্ডউইডথে বলছে দুই ঘন্টা, টরেন্টও নাই।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৪ | 203.99.212.224
  • আমার কাছেও নাই। পেলে পাঠিয়ে দিও। এট্টুস টেরাই করা শুরু করি।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪২ | 61.95.144.123
  • দাঁড়াও খুজতে হবে। না পেলে ওপেন-আপিস নামিয়ে ইনস্টল করতে হবেঃ-(
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৭ | 203.99.212.224
  • আচ্ছা সেটা আবার টেরাই করাই যায়। তুমি একবার দাও দিকিনি ফের। অনেক দিন মনে ছিলো না।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৬ | 61.95.144.123
  • তুমি আগে আমার ওই ওপেন-আপিস ডকু ক্র্যাক করে দেকাও;-)
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৯ | 203.99.212.224
  • জিমেল কেমন করে চটকানো যায়, সেই নিয়ে আইডিয়া পাবো কি?
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৭ | 61.95.144.123
  • আরো মুশকিল হয়েছে এই আপিসের ল্যাপিতে এক্সপির ওই ইন্ডিক স্ক্রিপ্ট ব্যাপারগুলো এনেবল করা নেই, করতে গেলে সিডি চাইছে। অভ্র কীবোর্ড কাজ করছে না। যাচ্ছেতাই।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৫ | 61.95.144.123
  • সেগুলো নিয়ে তো লিখবো না - গুগুলের অ্যাপ্লির পিছনের ফ্রেমওয়ার্ক আর প্রোগ্রামিং প্যারাডাইম নিয়ে লিখবো ভাবছিলুম।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৮ | 203.99.212.224
  • গুগল ম্যাপস যে ভুল ভাল ডেটা দেখায়,স এগুলো কি লিখবে অজ্জিত দা?
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৪ | 202.91.136.71
  • এখানে পুরোনো ভার্সনটা আছে। ঈশান নতুনটা আপলোড করেনি। ঃ(
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৩ | 203.143.184.10
  • আরে প্লাগইনটা সাইট থেকে নামিয়ে নিজেকে মেইল করে দাও না। এখানে আছে তো। আর ডায়াগ্রাম জোড়া হয় তো। ভিকি র সেই ক্যাওস বা বুনুর জলসম্পদে ছিল তো কত কত ডায়াগ্রাম।
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০০ | 125.18.104.1
  • এটাতে আমার উৎসাহ আছে। হোক।
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০২ | 202.91.136.71
  • তুমি আলাদা করে ডায়াগ্রাম আঁকো না। পরে ইন্টেগ্রেট করে দেওয়া যাবে।

    প্লাগ-ইনটা বাড়ি গিয়ে মেল করে দেব।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৫ | 61.95.144.123
  • যাঃ - গুচ-তে ডায়াগ্রাম কি করে হবে? RTF বানাতে হবে? তাইলে তো ওপেন আপিসে লিখতে হবে - প্লাগইনটার লিংক দাও (ইস্নিপস হলে হবে না, আপিসে খোলে না)।
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫১ | 202.91.136.71
  • অরিজিত ডায়াগ্রাম ইউজ কোরো। নইলে পাগলের মত টাইপাতে হবে আর আমাদের সব মাথার উপর দিয়ে যাবে।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫১ | 61.95.144.123
  • সেটা একটু খুঁজতে হবে। আমি প্রাইমারিলি গুগুলের বাড়বাড়ন্তের পিছনে ওদের ইনফ্রাস্ট্রাকচার আর কনসেপ্ট (যেটা আইটি দুনিয়ায় প্রায় রিভোলিউশনারী) কিভাবে কাজ করে সেটা নিয়ে ভাবছিলুম।
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৬ | 203.143.184.10
  • হ্যাঁ হ্যাঁ খুব ভাল হয় তাহলে। ওতে বাংলা সার্চের অসুবিধে ইত্যাদিও কভার করবে?
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৮ | 61.95.144.123
  • তবে আমি একটা সিরিয়াস টেকনিক্যাল লেখা নিয়ে বসবো ভাবছি - গুগুলায়ণ, মানে গুগুল সার্চ বা পিকাসা বা গুগুল অ্যানালিটিকসের পিছনের কাজকারবার নিয়ে। হেব্বি ইন্টারেস্টিং।
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৭ | 203.122.26.2
  • ফুটবল, টেকনিক্যাল নয়, নন্‌-ডিপ। টেকি কি নন-টেকি তাইই জানি না।
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৭ | 203.122.26.2
  • করব, করব, কর্চ্ছি। আরে আমার কি আর অরিজিতের মত দুই এপিসোডের ধারাবাহিক নাকি? ঘ্যামা লেখক, ঘ্যামা ধারাবাহিক, একেবারে জন্মভূমি কাটিং।

    অজ্জিত, বুবুভা নয়, গুচতে টেকি ল্যাখা দিয়েছিলে কিনা, তাই আবাজ দিলুম।
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৫ | 203.143.184.10
  • হ্যাঁ আমিও সেটাই অবাক হয়ে ভাবছিলাম। অবশ্যি ফুটবল ইত্যাদি বোধহয় বে থে'র কাছে টেকনিক্যাল ই ঃ))
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩২ | 61.95.144.123
  • আর ইয়ে - বেথে আমাকে খামোখা টেকনিক্যাল করেসপন্ডেন্ট বলে গালি দিলো। বলি এর আগে কোন বুবুভা-টা টেকনিক্যাল ছিলো, অ্যাঁ?
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৯ | 203.143.184.10
  • অ বে থে, তোমারে বুবুভা লিখতে ক্যাডা মানা করসে? লিখে পাঠালেই পার। কিন্তু "ধারাবাহিক' বানাতে চাইলে সবকটা পর্ব্ব না নিয়ে আমি ছাপব না। সব্বাই ধারাবাহিক শুরু করে কিন্তু শেষ করে না। (আমিও না :-I )। শুধু অজ্জিত শেষ করেছে। তাইজন্যি তো ওকে হাঁড়ি হাঁড়ি মিষ্টি খাওয়াব।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৫ | 61.95.144.123
  • আগ্রহী জনতার জন্যে - http://davidharvey.org
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১২ | 203.122.26.2
  • ... আচ্ছা, বুঝিচি, ইন্দোর ... লেখার পরে ধত্তে পার্লাম।
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৯ | 203.122.26.2
  • আব্বে, আমি ইন্দোর নাম কখন নিলুম?
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০২ | 203.99.212.224
  • কাফিলায় মাটন রান টা দারুন বানায়।পুরো মাখন
  • sinfaut | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৩৮ | 165.170.128.65
  • বাহ্‌। এই গুরুতে পোস্ট করে মজা আছে। পোস্ট করার পরেই আমি সল্যুশন খুঁজে পেয়ে যাই। এই নিয়ে তিনবার হলো। গুরু যেন লাইটবাল্ব।
  • r | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৩৮ | 198.96.180.245
  • এমনিতেই অনেক সমিস্যে, তা নিয়ে আবার বক্‌বক্‌ করে সময় নষ্ট করার সময় নাই। আঃকঃবা.......
  • sinfaut | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৩৫ | 165.170.128.65
  • আমি জানি এটা ভয়ানক বোকা বোকা প্রশ্ন। কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার আপিসের ফায়ারফক্সটাতে কোনো পিডিএফ খুলতে গেলেই দুম করে ডাউনলোড অপশন দিয়ে দেয়, পিডিএফটা ব্রাউজারে খোলেই না। কোথায় সেটিং চেঞ্জ করতে হবে? অপ্পন্দা, অজ্জিতদা, ল্যাদোশদা? যেকেউদা, যেকেউদি?
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৯ | 202.91.136.71
  • হুম্‌ম্‌ম।
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৭ | 203.143.184.10
  • নাঃ নাই। আমার পাতি ভ্যানিলা স্কিল বাপু। ওসব টিভোলি আমি জানিনে।
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৫ | 203.143.184.10
  • ঐ য্‌যাঃ অজ্জিতও বলেছে।

    কিন্তু রাঙাই বা গেল কোথায়? এত সব সামাজিক সমিস্যে নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে কোথায় হাপিস হয়ে রইল?
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৫ | 202.91.136.71
  • দম, CA 7 নিয়ে মালমশলা আছে? সোজা বাংলায় লেখা? একটু জরুরি দরকার।
  • d | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৪ | 203.143.184.10
  • হ্যাঁ হ্যাঁ ইন্ডো'র আজকাল পোচন্ড ঘ্যাম হয়েছে। কথাই কয় না।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৩ | 61.95.144.123
  • গেছেই তো। বিলেতের ইণ্ডো আর বিলেতফেরত ইণ্ডো কি এক? বিলেতফেরত ইণ্ডো কথাই কয় না;-)
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১৯ | 202.91.136.71
  • কিন্তু ইন্দো ডাগ্‌তারের ব্যভার পাল্টে গেছে নাকি? ওই যে সিকি লিকেচে "...মানুষের ব্যবহার পাল্টাবেই', তার পরে ইন্দোর নামও দিয়েচে!
  • pipi | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১৬ | 141.80.168.31
  • সিকির 10.58-র পোস্টটাকে চারহাতপা তুলে সাপোটালাম। যা যা বলতে চাইছিলাম সিকি সব ধড়াদ্ধর নামিয়ে দিয়েছে। সিকি তুসি গ্রেট হোঃ-)
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০৬ | 61.95.144.123
  • বিপ্লব পালের। খুব একটা ভালো না। পড়েছি। ভিন্নবাসরে দেখুন - http://www.vinnobasar.org
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০৪ | 71.132.137.6
  • "সমাজতন্ত্রের পাগল বনাম ধনতন্ত্রের ছাগল' - শীর্ষক একটি লেখা নাকি নেটে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু গুচ-তে না বোধহয়।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০২ | 61.95.144.123
  • কে জানে - আছে কিনা। অনেককাল আগে এই রকম কাস্টম্‌স কনফিসকেটেড ভিসিপি বিক্কিরি করতো সমবায়িকাতে।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০১ | 61.95.144.123
  • আর বোলো না। আরেক দুঃখের ব্যাপার। আম্রিকায় কেনা x সাইজ এখনও আরামসে চলছে। ইংল্যাণ্ডে সেই একই x চল্ল না, তো x+1 কিনতে হল। এখনও সেগুলো দিব্যি চলছে। এখানে একটা দোকানে x+1 টেস্ট করে কিনলুম - দুটো ঠিকই আছে, কিন্তু আরেকটাতে ঢুকছি নে। আরেকটা দোকানে ওই x+1 চল্লই না, বাধ্য হয়ে x+2 কিনতে হল। কোনটে যে ঠিক ভগা জানেন। তো আমি দেখলুম সময় থাকতে থাকতে খাওয়া কমানোই ভালো, টু বি অন দ্য সেফ সাইড।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত