এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • mita | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৬ | 71.77.45.124
  • আহা, আমি বলতে যাছিলাম শুকনো লংকা থাকলে ভেজে ডলে দিতে বাসি খিচুরির মধ্যে, বেশ ঝাল ঝাল অনুপান হবে। কিন্তু তোর রংগোলি টা বেটার ঃ-)

    দিপ্তেন্দা, ক্যামন আছো গো??
  • arjo | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৩ | 168.26.215.54
  • হুকো, মনের জোর ফোর বাজে কথা। ওসবে হয় না। আমি ডাক্তারী পরামর্শে ওষুধ খেয়েছি - চ্যান্টিক্স। লাং ক্যান্সার, হার্ট অ্যাটাক ইত্যাদিতে মরার চান্স নেই, কিন্তু এবার মনে হয় ওবেসিটির জন্য মারা যাব। সিগ্রেট ছাড়ার সাথে সাথে আমার ১৬ পাউন্ড ওজন বেড়েছে। তাও সপ্তাহে খান দুয়েক খাই, তবে ইচ্ছেটা কমে গেছে।
  • pp | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫২ | 141.80.168.31
  • খিচুড়ি আছে একদলা? ব্যাস ব্যাস। প্যানে খানিক তেল গরম করুন, খিচুড়ি দিন। আপনার মত শেফকে আর কি বলব হেঁ হেঁ। আপনারই কথা ধার করে বলি রান্নাঘরের যত মশলা পাতি আছে ক্রিয়েটিভিটি উজাড় করে সব ঢালুন খিচুড়িতে। পুরো রঙ্গোলি বানিয়ে ফেলুন। খেজুর গুলো ফেলবেন না খবদ্দার। ছাড়িয়ে বিচিগুলো বার করে গরম খিচুড়ির উপর সাজিয়ে দিন। একটা কাঠি খুঁজুন। ঝাঁটার কাঠি হলেও চলবে তবে ধুয়ে নেবেন না আধোয়া এটা আপনার মর্জি। ঐ কাঠির মাথায় খেজুর গেঁথে তৈরী করুন ছাতা। এবার ওটি রামের গ্লাসে সাজিয়ে দিন। রঙ্গোলী খিচুড়ি সহযোগে পান করুন।
  • Hukomukho | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪০ | 198.184.5.252
  • আর্য বিড়ি ছাড়ার সিক্রেটটা মার্কেটে ছাড়ো না বস্‌স, হোমফ্রন্টে হেভী গোলাবাজী হচ্ছে রোজই, বউয়ের সাথে এখ্‌ন তিন বছরের ছেলেও যোগ দিয়েছে, অনেক করেও দিনে পাঁচটার নীচে নামতে পারিনি ঃ( ।
  • dd | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৯ | 122.167.26.253
  • তো পিপি এই সমস্যার সমাধান করো।
    রাত জেগে রামপানে অনুপান লাগে। আজ এক অবিমৃষ্যকারিতার ফলে বাসী খিচুরি আছে এক দলা আর চাট্টি খেজুর। বাদাম ফাদাম কিস্যু নাই। বিস্কুটও নাই।

    এবার কি করি? কও। বুঝি ক্যামন কৃস্টাল প্রতিমা।
  • Div0 | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৫ | 160.83.72.212
  • শুনশান শহরের রাজপথে ছড়ানো বার্বিকিউ চিকেন
    দুধারের নর্দমা ভরে বয়ে যায় টম্যাটো সস
    চাঁদ থেকে টুপটাপ ঝরে পড়ে টুথপিক আর মিন্টেড মৌরী
    নিথর প্ল্যাটিপাসেরা গলা ছাড়ে -
    "আ আ আ ন ন্দ ধা আ রা ব হি ছে এ ভূ ব নে'
  • pp | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৫ | 141.80.168.31
  • আমি কম্পিউটারোলা নই কিন্তু জেগে আছি কিন্তু আমার দ্বারা কি কিছু হবে? ঘোর সন্দেহ...
  • dd | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৯ | 122.167.26.253
  • কমপিউটারোয়ালা সব নিদ্রা গিয়েছেন .... তাই এই আন্তরিক নৈশঃব্দ।
  • Div0 | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৫ | 160.83.72.212
  • ""না কোই খত্‌ না ফোনবা না চিট্‌ঠি'' ---
  • dd | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৩ | 122.167.26.253
  • তাহোক। শুক্ক্রুবারে এদানী বড্ডো কবিতা পায়। মগজে রাজভোগ। ঐ সব পোবোন্ধো টাইপের ল্যাখা আর ইচ্ছে করে না।

    আলুনি আলুনি।
  • d | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৭ | 121.245.185.168
  • আরে ল্যাখেন ল্যাখেন। আপনার দেখা তো শুক্কুরবার ছাড়া পাওয়াই যায় না।
  • dd | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৭ | 122.167.26.253
  • দমু য্যামন লিখলো , ঐ মতন সমাজতঙ্কÄ রাজনীতি দর্শন জিওপলিটিক্স, ইতিহাসের অনিবার্য্যতা... হ্যান ত্যান মিলিয়ে মিশিয়ে আমার একটা আকাশ কাঁপানো থিওরী আমার আছে। ওফ। ভাবলেই গা ছম ছম করে।

    কিন্তু শুক্কুরবারের নিশুত রাতে ঠাট্টা ফাজলামি সয় না। না হইলে দিত্তাম লিখ্যা, হগ্গলের আক্কেল গুড়ুম হইয়া যাইতো।
  • pp | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:০১ | 141.80.168.31
  • আচ্ছা ঐ গানটা কারোর ভাল লাগে না? লোপামুদ্রার? গাল ফুলুনি খুকুমণি খায় বকুনি রোজ/ স্বপ্ন দেখে ঘুমের সাথে ভোর হলে নিখোঁজ।
    আমার দারুণ লাগেঃ-)
  • pp | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৬ | 141.80.168.31
  • হ্যাঁ হ্যাঁ গায়ে রাগী লেবেল থাকা ভাল। তালে লোকে সমঝে চলে। দেখছনা দমদিকে?
  • d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৫ | 121.245.185.168
  • আমি মোটামুটি ঈশানের সাথে একমত।
    আরও একটা কথা মনে হয় যে ক্রয়ক্ষমতার সাথে তাল মিলিয়ে সুযোগসুবিধে বাড়েনি। তাই যাদের ক্রয়ক্ষমতা গত ১০ বছরে বেড়েছে, তাদের বিভিন্ন এক্সপেক্টেশানও সেইসাথেই বেড়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে তৈরী হয় নি। ফলে লোকে আরও বেশী করে অসহিষ্ণু হয়ে পড়ছে। ধর একজন সাধারণমানের ছাত্র, কোনোরকমে গ্রাজুয়েশান করে কি করবে ভেবে না পেয়ে কোথাও গিয়ে একটা কম্পিউটারের ট্রেনিং নিয়ে বিভিন্ন জায়গায় খেপটেপ খেটে কিছু অভিজ্ঞতা যোগাড় করে, এদিকসেদিক ভাসতে ভাসতে হঠাৎ একটা ভালমাইনের প্রোগ্রামারের চাকরী পেয়ে গেছিল বছর কয় আগে। তারপর যা হয়, বছরবছর মাইনে বেড়ে, মাঝেমধ্যে লং বা শর্ট টার্ম অনসাইট মেরেটেরে দেখেশুনে লোন নিয়ে একটা গাড়ী কিনল। এবারে সে যখন স্কুলে যেত তখন দেখত যাদের গাড়ী আছে তারা কেমন সবজায়গায় যখন ইচ্ছে পৌঁছে যায়, রাস্তায় রিক্‌শর পাশ দিয়ে হুশ করে বেরিয়ে যায়। কিন্তু নিজের হাতে যখন গাড়ী এলো, তখন রাস্তায় আরো কয়েকশো লোকের গাড়ী। অথচ রাস্তাটা সেই ৬ ফুট চওড়া এস পি মুখার্জী রোডই রয়ে গেছে। ফলে তার অসহিষ্ণুতা বেড়েই চলে। একধরণের অক্ষমতার আক্রোশও বলা যায়। সে তখন ভাবছে এখন আমি আর ছোটবেলার মত বেচারী টাইপ নেই, এখন আমার হাতেও স্টীয়ারিং , অথচ তখনকার বোসকাকুর সেই সুখটা, অনায়াস স্বাচ্ছন্দ্যটা হাতে ধরা দিল না। সচেতনভাবে যদি নাও ভাবে, অবচেতনে হয়ত এই বোধটা কোথায়ও কাজ করে। তাই ঐ খিস্তিখাস্তা, গাঁকগাঁকিয়ে আগে যাবার চেষ্টা।
  • Div0 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫০ | 160.83.72.212
  • এক্সেল নিয়ে একটা প্রশ্ন ছিল। জিজ্ঞেস করে ফেলি। দুটো সেপারেট ওয়ার্কশীটের ডেটা কে "multiple consolidation range" অপশন দিয়ে একটা সিঙ্গল পাইভট টেবল বানাতে গেলে কলাম হেডিংগুলো উড়ে গিয়ে Row, Column, Value, Page 1 এইসব হেডিং আসছে। এনি সাজেশন?
  • Paramita | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৭ | 63.82.71.141
  • দেখেছি - দারুণ সুন্দর হয়েছে! কঃ? বাঃ।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৫ | 122.167.26.253
  • অ পার্মিতা
    আমার নাতির ছবি দ্যাখছো নি ? উঃ। কি স্মার্ট হয়েছে।

    আমি তার নাম রেখেছি কঃ।

    দ্রি শুনলে খুসী হবেন
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৪ | 117.195.192.222
  • পুরোনো সিনেমাই পুরো দেখা হয়ে ওঠেনি তায় নতুন কি কি সিনেমা বেরোচ্ছে তার সঠিক খবর কি করে দিই? বিক্কং আর অক্ষ ভালো দিতে পারবে। তবে কদিন আগে দেখলাম Death of Mr. Lazarescu, রোমানিয়ার সিনেমা। অসাধারন লেগেছে।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩৯ | 122.167.26.253
  • ইয়েস, ছ্যাঁ ফোঁ।
    ফিলিম ক্লাবের মেম্বার ছিলাম। মাসে তিনটে চাট্টে পাঁচটা সিনেমা দেখতাম। ফেস্টিভ্যাল হলে আরো বেশী।

    কি দারুন চেক,পোলিশ আর বেশী করে হাংগেরীয়ান মুভি দেখতাম - দুর্দান্ত। এখনো কি অম্নি চমৎকার সিনিমা হয় ঐ সব দেশ থেকে?
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২২ | 117.195.192.222
  • বাব্বা ডিডিদা তো প্রচুর সিনেমা দেখেছেন।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৪ | 123.201.53.150
  • মনে করার কি আছে পিপি তো রাগীই। অক্ষ প্রাচীন যুগে একবার বলেছিলেন গাল ফোলা মেয়ে মাত্রেই রাগী। তাইলে?
  • d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৪ | 121.245.185.168
  • আমি ১৪৩ টা মেইল পড়েছি। ৭১ টার রি করেছি। ৬ টা নতুন মেইল লিখেছি। সাড়েচার ঘন্টা মিটিন করেছি। আরো কিসব যেন করেছি। কিন্তু এখন আর ঐ নিয়ে একফোঁটাও ভাববো না।
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১১ | 117.195.192.222
  • কিসব কাজের ছিরি, খালি স্লাইড বানায়। কোথায় কমোড বেচবে তা না।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৯ | 122.252.231.206
  • মোটে চব্বিশ পাতার স্লাইড? আমি ছেচল্লিশ পাতার স্লাইডের টিওসি বানিয়েছি। আর আটত্রিশ পাতার ফটোকপি। ঃ)
  • d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৮ | 121.245.185.168
  • পিপিকে আসলে সবাই এখন খুব রাগী বলে মনে করছে।
  • Satya | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৮ | 63.192.82.30
  • এবার আমার একটা ঘটনা বলি ২০০২ সালের বোধহয়।
    পুনের রাস্তায় গাড়ি চালাচ্ছি। সদ্য প্রচন্ড জ্যাম কেটে বেড়িয়ে বেশ জোরে চলছি। এক পালসার ওয়ালা আমার সামনে হেব্বী কেত মেরে চলে এল। ঘ্যাচাং করে ব্রেক করে কোন মতে ধাক্কা বাঁচালাম। সে ব্যাটা ফুরফুরে চুল নিয়ে থোরাই কেয়ার। আধা মিনিট পরে গর্ত বাঁচাতে সে আবার আমার সামনে, আবার ঘ্যাচাং করে ব্রেক, প্যা করে হর্ন, বার পাঁচেক হবার পরে ব্যাটাকে শান্ত মনে বললাম - ঘরে তোর বউ বাচ্চা মা বাবা আছে, এমনি করে চালাস নি রাজা আমার, তুই মরলে তো মরবিই সঙ্গে ওরা সবাই পথে বসবে। আর আমার গাড়ির তলায় মরলে আমিও।
    কি উত্তর পেলুম জানো! মেরে গা*** মে দম হ্যায়, $%&**#@#**%$ ইত্যাদি ইত্যাদি। আমি হাঁ করে থম মেরে দেখে গেলাম। আমি তো লোকটার ভাল চাইছিলাম, খারাপ কিছু তো বলিনি - তবে কেন?
  • pp | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৫ | 141.80.168.31
  • দুর বাপু খামোখা রাগতে যাব কেন... এই তো দিব্যি দাঁত কেলিয়ে খানিক গপ্প করে এলুম নতুন আসা মুম্বাইয়ের মেয়েটার সাথে।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৪ | 123.201.53.150
  • দমদি আমাদের অকর্মণ্য বলল। তা বলুক গে। এত পাতা ভাটিয়েও আমি চব্বিশ খানা স্লাইড বানিয়েছি আজকে। হুঁ হুঁ বাবা একে বলে সময়ের প্রোডাকটিভ ইউজ ঃ-)
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৯ | 168.26.215.54
  • গেলবার গিয়ে দেখলাম গাড়ির হর্ণ শুনলে মাথা ধরে যাচ্ছে। ডানলপের জ্যামে আধঘন্টা দাঁড়িয়ে সর্দ্দি লেগে গেল। শ্যামবাজার থেকে শ্যামনগর (৩২ কিমি) যেতে সেই তখনো দেড় ঘন্টা লাগল এখনো দেড় ঘন্টা লাগে কিন্তু আমি তো এখন দেড় ঘন্টায় কলম্বাস থেকে বেঙ্গল যাই (১৩০ মাইল) তাই মনে হল উফ্‌ফ। সকালের ৮ঃ০২ এর নৈহাটি লোকাল ধরে দেখলাম গাঙ্গুলি দা ছাড়া মোটামুটি সবাই রয়েছে। শুধু নিজেকে কেমন মিসফিট মনে হচ্ছে। এবারে গেলে কলেজে গিয়ে দেখব কেমন লাগে আর শপিং মলে। বন্ধু গুলো অবশেষে সবকটাই চাকরি বাকরি পেয়ে সেটল করেছে, মনে হয় না কারুরই দেখা পাব। তবে ফিরলে ধুলো, ধোঁয়া, জ্যাম জট, লোকের একটু আধটু পাল্টে যাওয়া, বাজে স্কুল, টাইম অসম্ভব কমে যাওয়া এসব মেনে নিয়েই ফিরতে হবে। নইলে ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট দের মতন n+1 ইয়ার সিন্ড্রোমে ভুগতে হবে। কোনটা বেশি খারাপ - চয়েস আপনা আপনা। শুধুই নিজের চয়েস কেন বলি ছেলের কথাও ভাবতে হয়। ছেলে হবার পর থেকে আমি কেমন বদলে গেলাম - বিড়িই ছেড়ে দিলাম। সবাই বদলে যায়, কারণ বেঁচে থাকার লড়াই বদলে যায়, কিন্তু মানুষ কি বদলায়?

    (এরপরেই ব্যাকগ্রাউন্ডে ""ছেড়েছো তো অনেক কিছু ...."" ও উদ্দীপিত দর্শককুলের প্রবল করতালির মধ্যে সই বিতরণ করতে করতে প্রস্থান।)
  • d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৮ | 121.245.185.168
  • আজ্ঞে না। শাড়িকেনার প্ল্যান তোমাদের কেন বলতে যাব হে? "অপাত্রে দান' করতে নেই। শাস্ত্রে লেখা আছে।
  • c | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৭ | 131.95.121.107
  • ন্যাড়া বলেছিলো আজকাল সে গান আমি আর গাইনা।
    ঃ-)))
    গুচর ন্যাড়া না, হযবরল র ন্যাড়া।
  • d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৬ | 121.245.185.168
  • সিঁফোর প্রশ্নটা পড়ে ভাবতে গিয়ে আমি পুরো ঘেঁটে গেলাম। কি কঠিন কঠিন প্রশ্ন করে ছোকরা।

    আর হ্যাঁ আগে "ডাউন অ্যান্ড আউট' থাকলে আমি যে বইটা পড়তাম সেটা এখন আর পড়িনা। এখন "খাসাকিন্তে ইতিহাসম' খুলে বসি।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৬ | 122.252.231.206
  • দমের "কেউ কোন কাজ করে না' টা "কেউ কথা রাখেনি' টাইপের শোনাল। ঃ)
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৩ | 122.252.231.206
  • শাড়ি কেনার প্ল্যান?
  • d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫০ | 121.245.185.168
  • বাপ্‌রে কেউ কোন কাজ করে না। কত পাতা ভাটিয়ে ফেলল রে ভাই! হ্যাঁ আমার যেন আরো কিসব বলার ছিল .......
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৮ | 12.163.39.254
  • পিপি রাগে ক্যান? ঃ)

    কিছু বদলায়নি হয় নাকি? সবই বদলেছে। বিলাত-আমেরিকা-জার্মানি-ইন্ডিয়া। চোখ-নাক-অনুভূতি। সব কিছু আনস্টেবল হয়েছে। আম্রেরিকার মার্কেট ক্র্যাশ সোজা চলে যাচ্ছে ভারতের বাজারে।

    বদলায়নি মানে?
  • san | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৮ | 123.201.53.150
  • মানে কোলকাতা বদলালো। প্লাস তোমরাও বদলালে উল্টোদিকে। সেই দুদিকে ছুটে যাওয়া দুটো ট্রেনের আপেক্ষিক দূরত্ব তো বেড়ে গেল, সেই অংক ;-)
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৮ | 192.12.84.237
  • অসহিষ্ণুতা কোথায়, কলকাতার-র মানুষের সহিষ্ণুতাকে সেলাম জানাই। শুধু কলকাতা নয়, শহরতলী, তথা, রাজ্যের মানুষদেরও।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৭ | 123.201.53.150
  • আহাহা অত রেগোনা।কোথাও কিছুই .... অতটা না, অতটা একবাক্যে বলতে পারা কঠিন। তবে যতটা বদলেছে তার থেকে বেশিই কষ্ট পাবে - এই আর কি।
  • pp | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৪ | 141.80.168.31
  • বেশ তাহলে মেনে নিলাম যে কোথাও কিছুই বদলায় নি, যা কিছু বদলেছে সব বহিরঙ্গে আর বদলেছে আমার দেখার চোখ। তাহলে তো ভালই হল। দেশে গিয়ে টিকতে পারব কিনা সে চিন্তা আর করতে হবে না, বদলায় নি যখন কিছু। আমার চোখ বদলেছে তা সে চোখে ঠুলি বাঁধতে আর কতক্ষণ। জয় গুরু।
  • Satya | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩০ | 63.192.82.30
  • পিপির ভাড়া করা গাড়ির ড্রাইভার এক কিন্তু পরিস্থিতি আলাদা। প্রথমবার ঠোকে নি - আর সেটা অন্য গাড়ি ছিল। দ্বিতীয়টায় গাড়িতে ঠুকেছে - ডেন্ট হোক বা না হোক, স্ক্র্যাচ পড়ুক বা না পড়ুক, ঠুকলে পরে কেস আলাদা। তার উপরে ভ্যান - মানে ড্রাইভারের স্ট্যাটাসে শুধু গালিতে হবে না, হাত পা সব তুলতে হবে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে, অন্য সব গাড়ির রাস্তা বন্ধ করে।
    সকাল আর বিকেলের মধ্যেও কেস আলাদা।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৩ | 12.163.39.254
  • পিপি, লোকে নিশ্চয়ই আরও বেশি বেশি করে অধৈর্য্য হচ্ছে। অসহিষ্ণু হচ্ছে। আসলে যত সুযোগ বাড়ছে লোকে ততো ঝামেলা ঘাড়ে নিচ্ছে। আমেরিকার কথা বলি। আগে লোকে শুধু দোকান থেকে জিনিস কিনত। এখন জিনিস কেনার হরেক রকম সাইট। সব কটাতে চোখ রাখে এরকম লোক আমি গুচ্ছ দেখেছি। আমার সেটায় হেবি স্ট্রেস মনে হয় বলে করিনা, কিন্তু যারা করে, তাদেরও নিশ্চয়ই সেই স্ট্রেসটা পড়ে। এবং কোথাও একটা তার প্রভাবও পড়ে। একই ভাবে স্টক কেনা-বেচা। জনতা, কাজ করতে-করতে স্টক কেনা-বেচা করছে নিজের চোখে দেখা। দাম উঠলে লাফাচ্ছে। পড়ে গেলে শোকে মূহ্যমান। এই স্ট্রেসের প্রভাবও কোথাও না কোথাও পড়ছে নির্ঘাত।

    দেশেও তাই। আমার বাপ-মা আমাকে সিঙ্গুর নন্দন ইস্কুলে ভর্তি করে দিয়েছিল ক্লাস ওয়ানে। ভালো হবার হলে এখান থেকেও হবে -- এইরকম একটা দাবীতে। কিন্তু আমি মরে গেলেও আমার ছেলেকে মহিষগোট প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে পারবনা। এসবের স্ট্রেস আছে তো। তোমার ঐ ড্রাইভার, সে ভদ্রলোকেরও নির্ঘাত স্ট্রেস বেড়েছে। আগে তিনি গাড়ি নিয়ে আল্লার নামে বেরিয়ে পড়তেন, এখন নির্ঘাত কানে মোবাইল, মালিক মাঝে মাঝেই ফোন করে ট্র্যাক করে, ইত্যাদি। অন্য কিছুও থাকতে পারে। কিন্তু বেড়েছে।

    আসলে যা বলছি, তা হল, পুরোটাই শুধু দেশের পাল্টে যাওয়া নয়। আমাদের চোখও বদলেছে অনেক।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:০৬ | 69.251.184.3
  • ২। এবং দ্বিতীয় ২। নম্বর কেস কিন্তু আমি চার, না না, আট বছর আগেও প্রত্যক্ষ করিয়াছি।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:০৪ | 122.252.231.206
  • পিপি, চার বছর আগের রেফারেন্স যখন দিলেই এই খবরটাও নিশ্চয় তখন দেখেছিলে। চার বছর আগেরই ঘটনা।

    http://www.telegraphindia.com/1040723/asp/bengal/story_3531894.asp

    কিস্যুই তেমন ড্রাস্টিক পাল্টায়নি।
  • pp | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:০১ | 141.80.168.31
  • আমার মনে হয় ট্রেনে বাসে বয়স্ক মানুষদের জন্যও কামরা সংরক্ষিত হওয়া উচিত।
  • pp | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫২ | 141.80.168.31
  • মামু, মানতে পাল্লাম না। গাড়ির ঘটনাটাই বলি...
    ১। প্রথম বার যখন বাড়ি গেলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে ঐ বারাসাত না কোথায় যেন এসে ওপাশের সরু লেন থেকে একটা গাড়ি হঠাৎ বেরিয়ে আমাদের গাড়িটাকে প্রায় ঠুকে দেয় আর কি। ড্রাইভার ঘ্যাঁচ করে ব্রেক কষে জানলা দিয়ে মুখ বাড়িয়ে ওপাশের ড্রাইভারকে শালা চোখের মাথা খেইছিস নাকি এইসব দু চাট্টে গরমাগরম বুলি ঝেড়ে পিচ করে থুতু ফেলে স্টার্ট দিল।
    ২। গতবারে দেশের বাড়ি থেকে ফিরছি। হটুগঞ্জের বাজারের ওখানে প্রবল ভীড়, ট্যাঁফোঁ, টেম্পো, ভ্যান, ছাড়া ষাঁড়, এইসব কাটিয়ে সবে গাড়িটা স্টার্ট নিতে যাচ্ছে এমন সময় এক ভ্যান ওলা ভ্যান নিয়ে গাড়ির গায়ে ভিড়িয়ে দিল। আমাদের গাড়ির ড্রাইভার, বলব কি, গব্বর সিংয়ের মত প্রায় লাফ মেরে দরজা খুলে চিলের মত গিয়ে পড়ল সেই ভ্যান ওলার উপর আর তারপর সেকি খিস্তি শালা বা*, চোখ কি তোর গু* আটকে ইত্যাদি ইত্যাদি। সে ভ্যান ওলাই বা কম যায় কিসে। মুহূর্তে দুজনে খিস্তির পরীক্ষায় নেমে গেল আর হাটের লোক জুটল রগড় দেখতে।
    দোষটা ড্রাইভারের কোনমতেই নয়, আবার ভ্যান ওলাও খুব দোষী নয়, ভীড়ের মধ্যে বাঁকতে গিয়ে তাল সামলাতে পারে নি বোধহয়। তা মাফ কর ভাই বললেই হয় কিন্তু কাকস্য পরিবেদনা।

    দুটো ঘটনার মধ্যে টাইম ডিফারেন্স চার বছর। ড্রাইভার একই। ভ্যারিয়েবল বলতে পরিস্থিতি। তা প্রথমবার কি সে আমরা গাড়িতে আছি বলে আমাদের সামনে মুখখারাপ করে নি? তা সেকেণ্ড টাইম সে সম্মানের কিকরে পঞ্চত্ত প্রাপ্তি হইল? নাকি সেদিন তার কোনকারণে মেজাজ বিগড়ে ছিল আগে থেকেই। হবেও বা। প্রসঙ্গত ইনি আমাদের ভাড়া করা গাড়ির ড্রাইভার।

    ২। কাটোয়া হাওড়া মেন লাইন লোকাল। অফিস টাইমের প্রচণ্ড ভীড়। আগে আগে লেডিস কম্পার্টমেন্টে বাই চান্স কোন পুরুষ যাত্রী উঠে পড়লে তাকে বড়জোর বলা হত পরের স্টেশনে নেমে যান, এটা লেডিস। খুব মেজাজী কোন মহিলা হলে দেখতে পাননা লেডিস কামরা, কেন যে ওঠেন, ইচ্ছে করে এরা এইসব করে, তারপর টিকা টিপ্পনী এইসব চলত।
    এবারে এক প্রৌঢ় ভদ্রলোককে যেভাবে প্রায় গলাধাক্কা দিয়ে ঠেলে ফেলা হল আর তার সাথে উত্তাল গর্জন আর গালিবৃষ্টি.... সত্যি বলছি অকারণ ঐ আক্রোশের কোন তাৎক্ষণিক কারণ দেখতে পাই নি। ঝুলতে ঝুলতেই না হয় উনি পরের স্টেশন অবধি যেতেন, ওভাবে ধাক্কাধাক্কি করার কোন প্রয়োজন ছিল না।

    আর এইরকম ঘটনা শুধু কলকাতা, বা শহরতলীতে নয়, মুম্বাই বা দিল্লী এয়ারপোর্টে, বেড়াতে গিয়ে, নানাভাবে আমার মনে হয়েছে লোকজন.... ঐ যা বলেছি তাই।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৪ | 12.144.134.2
  • আমার তো স্রেফ মায়ের জন্যে মন খারাপ করে। আর বাংলা বই পড়তে ইচ্ছে করে। তাই ফিরতে চাওয়া। নয়তো যাকে নিজের মত করে বাঁচা বলে সে তো কোলকাতার বাইরে এসেই প্রথমবার।একা।
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২১:৩৯ | 117.195.192.222
  • একটা কথা বলবো? বলবো? নজ্জা করছে... লোকে যদি আবার ভুল বোঝে।

    ইসে, মানে, আমাদের দাম্পত্য জেবনের প্রথমদিন সকালবেলা উঠে চা করতে করতে আমি বৌ কে বলেছিলাম একসাথে থাকা খুব ভালো কিন্তু আমার মনে হয় একা থাকতেই বেশি ভালো লাগে। ঃ-))

    অবিশ্যি এমন কথা বলেও পরে উভয়েরই কোনো চাপ হয়নি। আর পরেও অতটা মনে হয়নি। পার্সোনাল স্পেসের একটা নমুনা দিলাম আরকি।
  • Paramita | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২১:৩৭ | 64.105.168.210
  • স্যান, ওটার ভুক্তভোগী বেশী মেয়েরাই। এইজন্য আমি দেখেছি মেয়েরা এদেশে এসে অনেক সময়ই "হাঁফ ছেড়ে বাঁচে", ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে আসা মেয়েদের মধ্যে একই জিনিস খাটছে। ফিরতে চাওয়ার ইচ্ছেও তাদের মধ্যে কম। অবশ্যই এটা আমার চোখ দিয়ে দেখা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত