আর স্পেসিফিকালি অ্যানটমি অফ হেল-এ প্রচুর সিম্বলিক ইমেজ আছে - জুডিও-ক্রিশ্চন সিম্বল। এইটা আমার মাঝে মাঝে অসুবিধে হয়, সব কানেকশন বুঝতে, এটা বার্গম্যানের ক্ষেত্রেও হয়।
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৫৪ | 75.53.194.212
সিঁফো কে ডবল ত্যাজ্য করলাম!
ব্রেইলা ভালো লাগলোনা? কিছুই ভাবালোনা, নাড়ালোনা, ঝাঁকালোনা? দেখলেনা একটা সিনেমা যা এতটুকু এদিকে হেললেই একটা ট্রিপল এক্স হতে পারত সেটাতে জোর করে ইরোটিসিজমের কনসেপ্টটাই ভেঙ্গে দেওয়া? দেখলেনা একটা সিনেমা যেটা শুধুই সেক্সুয়াল ইমেজ দিয়েই বানানো আদৌ সেক্সুয়াল নয়? যৌনতা কে বরঞ্চ যেন wax-trayতে pinned up ব্যাঙ্গের মত রেখে অতি নির্লিপ্ততার সাথে কাটা ছেঁড়া করেন ব্রেইলা কিন্তু তারই সাথে আবার প্রতিটি ইমেজে দর্শকের ব্যক্তিগত সেই মূহুর্তের ভ্যালু বা মরাল জাজমেন্টকেই আরোপ করে আবার দর্শককেই ফিরিয়ে দেন। তুমি যথেষ্ট স্ট্রং যৌন ছবি দেখছ, অথচ কোনোরকম voyeuristic pleasure হচ্ছেইনা, বরঞ্চ একটা অস্বস্তিই হচ্ছে, ইনফ্যক্ট কেন কিছু হচ্ছেনা এটাই বেশ বিরক্তিকর লাগছে কখনো কখনো। অ্যাস ইফ ইট ইস টু মাচ ডিটেল।
আরেকটা জিনিস মনে হয়, হয়ত খুব টিপিকাল মনে হবে, যেহেতু ব্রেইলা নারীর যৌনতা নিয়েই বেশি মনোযোগী তাই হয়ত কোনো পুরুষের কাছে অত ইন্টেরেস্টিং হয়ে ওঠেনা।
ওদিকে আর্য তো একেবারে বিঙ্গো লি! আর দমু একটা বিগ জিরো।
sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৮:১১ | 117.195.195.146
কী? সকালে যা হবার কথা? আমার তো হলো।
pi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৫৯ | 128.231.88.4
হলো কি সবার ?
sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৪৯ | 117.195.195.146
হলো কী সবার?
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৪৫ | 122.252.231.206
কিন্তু হানু কি ছাড়ল? কী ছাড়ল?
h | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৫:৩৬ | 121.242.13.34
পিপি এসেই অসহ্য সুন্দর করে লেখা শুরু করে দিয়েছে।
অরিজিত মাইরী নাজুক পরিস্থিতিতে রয়েছ। দ্যাখ বেসিকালি তুমি একটা বৈজ্ঞানিক, এইসব বালের কর্পোরেট চাগরি কোরো না। যে লোক অবসরে অংক করে তার দ্বারা সেকটর ফাইভ হবে না। আর দুই নম্বর কথা বাংলায় শোনো, একটা বড় দেখে বাড়ি কেন, কিনে সেইখানে অসংখ্য গ্যাজেট আর বই কিনে সুখে সংসার কর। চেষ্টা কর আকাদেমিয়ায় ফিরতে। তিন হল, পোস্ট ডক বা মাস্টারি বিলেতে পেলে কেটে যাও।
পোলার কথা বেশি ভেবো না, ও সবার আগে মানিয়ে নেবে। যেখানেই থাকো। শিকড় কেসটা একটু বোগাস। ওটা বেসিকালি নেই। ওটা নিয়ে লোকে পাঁয়তারা করে সুখ পায়। আমি বলছিনা, সেন্স অফ বিলংগিং গড়ে না ওঠাটা খুব ক্যাদ্দানির ব্যাপার। আমি বলছি, যে খানে আছো সেটা সম্পর্কে রেশনাল আগ্রহ গড়ে তো ওঠে। সেটা তো ভালো। কিন্তু তাই বলে নিজের বাড়ি ছাড়া আর কোথাও কিসু ভালো নয় এটা একেবারে বোগাস ধারণা। এই ধারণার বশে লোকে অনেক পস্তায়। তুমি জেনে রাখবে, লোকে নিজের বাড়িতে স্টেটাস কুয়ো কে সবচেয়ে কম প্রশ্ন করে। সেটা সবচেয়ে বোগাস।
আরেকটা উপদেশ আছে, বাজে হ্যারি পটার না পড়ে একটু আমারে গ্রীনপ্লাম শেখাওঃ-)
না হে পিপি, সে ইমোশনাল ছলছল আর জ্বরের ছলছলের মধ্যে ফারাক বোঝে ঃ-) কাজের চাপে আমিও পরিযায়ী - দেখি প্রতিদিনই কিন্তু কইতে পারি না।
তবে কষ্টের মধ্যে আনন্দ এইটুকু - মা আবার ফেরত আসবে শীতটা কাটিয়েই - মাত্র চারমাসের জন্য মা'কে ছেড়ে থাকতে হবে
pp | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৪৩ | 78.52.230.193
ইন্দুরাস, তোমার তো আমাকে থ্যাঙ্কু বলা উচিত। ম্যাঞ্জার এসে তোমার ছলছলে চোখ দেখে জ্বর হয়েছে শরীর খারাপ ভেবে টেবে ছুটি দিয়ে দিল। ভাবঃ-) রোজ এমন হলে রোজ ছুটি। কি আনন্দ। অবশ্য তারপর না চিরতরে ছুটিতে পাঠিয়ে দেয়ঃ-( না না তুমি ভেব না, আমি রেগুলার পাব্লিক নই। এই ভুস করে ভেসে উঠে ডলফিনের মত নাকের ডগাটুকু ভাসিয়ে রেখেছি আবার টুপ করে ডুব দেব, শীতঘুম ঘুমাতে। আমি হলুম গুরুর পরিযায়ীঃ-))
মা যে ক'দিন কাছে আছেন কষে আদর খেয়ে নাও। প্রাণের শখ মিটিয়ে সব ছেলেমানুষীগুলো করে নাও নইলে বিশ্বাস কর মা চলে যাবার সাথে সাথে ছেলেমানুষীগুলো-ও ছেড়ে চলে যায়। প্রশ্রয় দেবার, বকার তো কেউ থাকে না আর।
Satya | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৩২ | 63.192.82.30
পিপি, এরপর থেকে কি তুমি প্রতিদিন ভাটিয়ালিতে আসবে? মানে, তাহলে আমি আপিস থেকে ভাটিয়ালি খুলব না। তোমার লেখা পড়ার সময় দুম করে আমার ম্যাঞ্জার চলে এসেছিল। জলজলে ছলছলে চোখ দেখে সে আমাকে বাড়ি চলে যেতে বলল। আপিসে বসে তো ওরম করা যায় না, তাই আর কি। সামনের মাসে আমার মা'ও ছয় মাস থেকে দেশে ফিরবে। সে কথা ভেবে আরো মন খারাপ হচ্ছে ঃ-(
Div0 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২৮ | 160.83.72.212
দমাস নেই তো এই ফাঁকে লিখে রাখি, ওর্কুটে কুহেলীদি'র নামটা বড় পোমো পোমো। ঠিক D তারপর একটি একাকী স্পেস আর তারপর ফুলস্টপ।
এবার পালাই। ছ'টা বাজল।
pp | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২০ | 78.52.230.193
বেশ, pi এর অবনমন ঘটালামঃ-)
ছোটবেলায় কেউ বাড়ি এলে তার চলে যাবার সময় চটি লুকানো বা কান্নাকাটি ছাড়াও আরেকটা কাজ করতাম; জামা খুলে রাখলে সেটা ছিঁড়ে রেখে দিতামঃ-))
পামিতাদি,
ঠিক। ঠিক। বিশেষ করে খেতে বসে খুব মন খারাপ হত। প্রথম কদিন ভাত মুখে তুলতে পারতাম না, বড্ড মনে পড়ত। অথচ এখন দেখ, আবার যে কে সেই হয়েছি। এই যে এখন রাত এগারট পঞ্চাশ মিনিটে আমি এক বাটি ভাত আর চিলি চিকেন নিয়ে বিছানায় আধাশোয়া হয়ে খাচ্ছি আর ভাটাচ্ছি। মা থাকলে আর দেখতে হত নাঃ-)) তার মানে হল এই যে আমি আবার পুরাতন সিস্টেমে ব্যাক করে গেছি। তা দেশে পাকাপাকি ফিরলেও এরকম কিছু হবে। প্রথম প্রথম কিছুদিন খারাপ লাগবে তারপর আস্তে আস্তে সব সয়ে যাবে। কিন্তু ঐ 'প্রথম প্রথম' আর 'আস্তে আস্তে' র মধ্যের টাইম ডিফারেন্সটা কত হবে এইটা অবশ্য জানা নেইঃ-)
papiya | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১২ | 165.91.215.203
হ্যাঁ মনে পড়ল, ছোটবেলায় কেউ বাড়িতে কিছুদিন থেকে তারপর চলে যাওয়ার সময় এলে তাদের চটি লুকিয়ে রাখতাম ঃ)
Div0 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১০ | 160.83.72.212
ওই। উনিই। পাই।
এমন লেখার জন্যই পিপি পিপি। সেই যেবার বাড়ী থেকে ফেরার সময় রাগ করে মায়ের রান্না না খেয়েই চলে গেছিলাম, মুগের ডাল মাছ ভাজা পোস্তুর বড়া সব ফেলে - বারান্দার গ্রীলে মুখে অন্ধকার মা দাঁড়িয়ে ছিল, তখনও মনে হয়নি কিছু। এখন বুঝি, জীবনের সবচাইতে বড় পাপ ছিল ওটা। তারপর থেকে প্রতিবার ফিরে যাবার সময় ফেলে যায় পরিপাটি গুছানো আলমারি রান্নাঘর আমার টেবিল আর মা-মা ওম গোটা ঘরময়, তখন ঐ পিপির মত আঁধার মুখে কালি চোখে দু গাল ভাসানো ছাড়া উপায় কি! ঐ ভদ্রমহিলাকে এবার যদি পাকাপাকি কাছে না এনেছি ...
Paramita | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:০৭ | 63.82.71.141
অ সরু। আমি কোন জায়গা চলে এলে তাও ঠিক আছে কিন্তু আমার বাড়ি খালি করে কেউ যদি চলে যায় বড় বিশ্রী ব্যাপার হয়। আর বাপ-মা হলে তো যাচ্ছেতাই। যে ঘরে থাকতো দুটো ফাঁকা প্যাকেট পড়ে আছে, একটা জলের আধ ফুরোনো বোতল, রান্নাঘরের একজায়গায় বিশেষভাবে রাখা বাসন, ব্যাক ইয়ার্ডে শাড়ি মেলার দড়ি - এইসব দেখে কদিন বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না।
pi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:০৭ | 128.231.88.7
এখেনে আমার নামের জুড়ি নেই , অথচ আমার জোড়া নামের লোক রয়েছে দেখি ! ঃ)
papiya | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:৫৬ | 165.91.215.203
এম্নিতে পুজো এল বলে দুঃখ হছি্ছল, এখন এসব পড়ে কান্না পেয়ে গেল ঃ(((((((
pi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:৫৬ | 128.231.88.6
রাধা গোবিন্দ ভাদুড়ি টা আবার কে !!
pipi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:৫১ | 78.52.230.193
পাপিয়া,
আমার মা-ও বহুত বকবক করে এসপেশ্যালি আমার পিছনে মানে একদম কানের পোকা নড়িয়ে দেওয়া টাইপঃ-) এই দেখ না মাসখানেক বাবা মা দুটিতে এসে ছিল, তা সকাল সন্ধে উঠতে বসতে আমি যে কত আনাড়ি, কি উজবুগ, সব ভুলভাল করি (সবই রান্নাঘর সংক্রান্ত আর কি) সেই শুনতে শুনতে আমার প্রাণ ওষ্ঠাগত। রেগে গিয়ে কদিন দেরি করে বাড়ি ফেরা শুরু কল্লাম। মতলবটা ছিল সোজা ঘর যাব, খানা খাব আর কম্বল মুড়ি দেব। তা আমি ছাড়লেও কমলি ছাড়ে না। চারদিকে ভাত ছড়াস কেন, এত দেরী হয় কেন খেতে, ঐ যাহ! হাতাটা এঁটো করে ফেললি, ফের সেই পাতে ভাত ফেলে রাখলি, আরেক গ্লাস জল খা (সে গ্লাস মানে হাফ লিটার) ইত্যাদি প্রভৃতি মানে সে এক ক্যাডাভ্যারাস কাণ্ড। আমি উদ্দালক টাইপ থাকি, যেমন খুশি খাই, যা খুশি করি - মা এসে তো বকে বকে নাভিশ্বাস তুলে দিলে। ওদের তুলে দিয়ে এয়ারপোর্ট থেকে ফিরলাম। খাঁ খাঁ ঘর, মা-র ক্রিমের মিষ্টি গন্ধটা নাকে আসে, যে চেয়ারটায় বাবা বসে ছিল খানিক আগেও তার মাঝখানে হাল্কা একটা গত্ত হয়ে আছে বসার চাপে, মা-র ছাড়া শাড়িটা এককোণে যত্ন করে পাট করে রেখে গেছে, পইপই করে বলে গেছে যেন কেচে ধুয়ে শুকিয়ে নেই। আমি ভেবেছিলাম ফাঁকা বাড়িতে বালিশ বিছানা উস্তম কুস্তম করে টানটান হয়ে একঘুম লাগাব। তার বদলে মা-র শাড়িটা গায়ে জড়াই, নাক ডুবিয়ে গন্ধ শুঁকি, কি ভীষণ মা-মা গন্ধ। মানুষটা এই খানিক আগেও এইখনে বসেছিল, বকাবকি করছিল, শাড়িটায় এখনো ওম লেগে আছে অথচ মানুষটা এখন কতদূরে। সারা ঘর কি ভীষণ চুপচাপ, কি প্রচণ্ড শান্ত.. এত নৈঃশব্দে বুকে ব্যাথা করে। মনে হয় বকাবকি গুলো যদি একটু রেকর্ড করে রাখতাম, কিম্বা আরেকবার এসে মা যদি আরেকটিবার বকে যায়, আমি কিচ্ছুটি মনে করব না। ফাঁকা ঘরে শাড়ি জড়িয়ে ভূতের মতন বসে থাকতে থাকতে কখন যে গাল ভেসে যায় টেরও পাই না।
তাই ঠিক করেছি বকাবকি নিয়ে আমি আর একটুও বকব না বরং এবারে দেশে গিয়ে আমি ঐ স অ অব রেকর্ড করে আনবঃ-)
Div0 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪৫ | 160.83.72.212
কিন্তুক পাই কি রাঃগোঃভাঃ কে জিগালে?
Div0 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৯ | 160.83.72.212
শুধু "সরুদি'টাই দেখলি! আর লাল দই - চমচম - কালোজাম - মৌরলা মাছের ঝাল? তার উপর ইস্টুপিড? (হনু নামে আরেকজন এখানে লেখে - সে কেন আমি হব!) আঃ কঃ বাঃ ...
aja | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:২৩ | 207.47.98.129
আমাকে একবার চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন আমি খুব দেশে যাব বলে ক্ষেপেছিলাম। তাপ্পর এখেনে আর একটা চাকরি পেলুম, আর ফিরে যাওয়া ফুস-ধা হয়ে গেল। আবার লে-অফ হলে আবার দেশে যেতে চাইব।
সত্য ভীষণ বদলায়। আমার কাকু যে কত্ত বদলে গেছে, কি বলব!
pipi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৮ | 78.52.230.193
তানিয়া, এই ভয় বা ভাবনাটা আমারও হয়। মানে ছুটিতে এসে খুব ভাল লাগছে কিন্তু এইখানে আবার এসে থাকতে গেলে তখন শুধু ভাল গুলো নয় খারাপ দিক গুলোর খোঁচাও খেতে হবে। হজম করতে পারব তো? ভাবনাটা আরো জেঁকে বসীই কারণেই যে ঐ এক মাসের ছুটি কিন্তু নির্ভেজাল আনন্দে কাটে না, তারই মধ্যে এমন অনেক কিছু দেখি, ভুগি, সহ্য করি যা আপাদমস্তক জ্বালিয়ে দেয়। কিন্তু এ ব্যাপারে আমাকে একজন ভাল কথা বলেছে। সে কিছু কাল বিদেশ বসবাস করে দেশে ফিরে গেছে এবং বহাল তবিয়তে আছে। তাকে জিজ্ঞাসা করেছিলাম রাz কেয়া হ্যায়। তো সে বলল প্রথম প্রথম একটু ঘামাচি, ফুসকুড়ি, টনটনে ব্যাথাওলা ফোঁড়া এসব হবে তারপর দেখবি যেখানকার জল সেখানে ঠিক মিশে গেছিস। দিন গড়িয়ে চলেছে। ঐটাই বেদ বাক্য করেছি। দমদির কথাটা খাঁটি কথা। ফিরে যাচ্ছি না ভেবে দেশে যাচ্ছি ভাবলে সেখানকার সিস্টেমের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়া ব্যাপারটা বোধহয় সহজ হয়। তবে আমার তো ঝাড়া হাতপা, খাই দাই বগল বাজাই তাই আমার কাছে যা রিলেটিভলি সোজা মনে হতে পারে তোমাদের মতন সংসারী লোকেদের পক্ষে সেটা সত্যি একটা সমস্যা। তাবলে পামিতাদির কথাটাও চিন্তার, যাব কেন? এখন এর উত্তর তো একেকজনের কাছে একেকরকম।
pi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৬ | 128.231.88.5
সত্য কি বদলায় !
aja | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৬ | 207.47.98.129
হপ্তা দুই আগে বসের সাথে ঝামেলা করেছিলুম। তার ঠেলা সামলাতে এই এতদিন পড়াশুনা করতে হল। তাই এখন রেস্ট নিচ্ছি :D।
Satya | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৪ | 63.192.82.30
এই দেখো, অজদা পড়াশুনো করে না ঃ-)
aja | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৪ | 207.47.98.129
ইন্দুরাস আবার নাম বদলালে নাকি?
Satya | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫৮ | 63.192.82.30
মায়ের কাছে গেলে তো মাত্র ১ মাস, কিন্তু মা'কে নিয়ে এলে ৬ মাস... আর ফেরা বলো, যাওয়া বলো , বা যাই বলো না কেন - কেন চাইছি, কি চাইছি আর কি পাচ্ছি তা আগে থেকে হিসেব না হলে হিসেব মেলে না। প্রথমবার বিদেশি চাকরি ছেড়ে দেশে ফিরতে ভাল লেগেছিল, ২-৩ মাস পরে আর ভাল লাগছিল না। তাই হয়ত এখন আর ফেরত যাওয়ার ইচ্ছেটাই আসছে না। অবশ্য আমার মতন লোকেদের আরো অসুবিধা - যাদের শিকড় সহ গোড়াটা পুরো পচে গেছে।
Div0 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪২ | 160.83.72.212
ঃD
papiya | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪০ | 165.91.215.203
আমার মা তো কাজকর্ম করার সময় প্রচুর বকবক করে ঃ))))
Div0 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৪ | 160.83.72.212
সরুদি, জ্যান্দেগীতে লালদই, চমচম আর গঙ্গার হাওয়া ছাড়াও আরেকটা জিনিষ দেখবি, মায়ের হাতের আদর, সেই কপালে হাত রাখলে মন জুড়িয়ে যাওয়া, চিরদিন নির্ব্বাক কাজ করে যাওয়া সেই মায়ের হলদিগন্ধী আঁচলের নীচে একবার লুকিয়ে পড়া -- এগুলো একই আছে। থাকে। পুরো বিশ্বসংসারকে ক্ষমা-ঘেন্না করে শুধু এই মানুষটাকে দুদন্ড ভালোবাসার জন্য জন্ম জন্ম ফিরে আসা যায়।
tania | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৬ | 65.115.93.98
@ দমদি
tania | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৫ | 65.115.93.98
খুব খাঁটি কথা
Paramita | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৫ | 63.82.71.141
শুধুই যাওয়া ভাবলে কোয়ালিটি অফ লাইফের সঙ্গে কমপ্রোমাইজ করতে ইচ্ছে করে না। পুরোনো জিনিশপত্তরের, সে শহর কি বাপমা কি স্মৃতি কি বন্ধু - সেসবের কাছে ফিরতে পারবো বলেই তো ফেরা। নইলে চাটবাট গুটিয়ে আর কে ঠাঁইনাড়া হতে চায়।
Div0 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:১১ | 160.83.72.212
দমদি খুব ভালো বললে। এটা বোধহয় পজিটিভ থিংকিং। অনেক অনেক আগে একজন এমনই বলেছিল একবার - ""একজনের পক্ষে যতদূরে যাওয়া সম্ভব ততটাই দূরে চলে গেছ। তবে এর চাইতে দূরে যেতে গেলে ফিরে আসতে হয়।''
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৬ | 59.161.36.20
আমি দেখেছি, আসলে যেখান থেকে একবার চলে যাওয়া হয়, ঠিক সেইখানটায় আর কখনও, কক্ষণো ফেরা যায় না। তাই "ফেরা' না ভেবে আর একটা "যাওয়া' ভাবলে কিছু সমস্যা আর তেমন খোঁচায় না।
Paramita | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:০০ | 63.82.71.141
অ্যাকচুয়ালি আজকাল ঐ একমাসের শুরুটা খুব আপবিট থাকে, তারপর যতই দিন এগিয়ে আসে, ততই পরিষ্কার হয় - তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি।
tania | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৮ | 65.115.93.98
পিপি, ফুট কাটছি। ছুটি কাটাতে এসে কেয়ার ফ্রি জীবনযাপন আর ভালমন্দ ভুরিভোজ, মানে বচ্ছরকার জমিয়ে রাখা ভালোটুকু একমাসে এন্জয় করা । অন্যদিকে এই ভালোলাগাগুলো গোটা বছরের মধ্যে ছড়িয়ে দিয়ে মাঝে এর হাজারগুণ খারাপলাগাগুলোকে যদি অ্যাকাউন্টে না ধরো তাহলে 'আহা বেশ তো ফিরে আসাই যায়' ভাবাটা কি ঠিক রিয়েলিটির কাছাকাছি হয়?
Paramita | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৭ | 63.82.71.141
তবে একটা ভালো দিক হচ্ছে, এখন একটা পালাবার জায়গা আছে, অন্ততঃ ভাবনায়। ফিরে গেলে আর পালাবো কোথায়?
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৮ | 59.161.36.20
অজ্জিত এঅনও কিস্যুই ধুদ্ধুড়ি নাড়ে নি। আসিতেছে আরও ....
pipi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৮ | 141.80.168.31
লে, হল? পুনর্মূষিক।
নয় নয় করে এই শহরে আমার ছয় বছর হল। পছে কোনদিন পিছু টেনে ধরে, পাছে কোনদিন শিকড় গজিয়ে যায় এই ভয়ে আজ অবধি শহরটাকে ভাল করে আমার ধর পাশে ঘেঁষতেই দিলাম না। মায়া বাড়িয়ে কাজ নেই এই ভেবে। ফি বচ্ছর নিয়ম করে দেশে যাই আর গিয়েই একটি মাস নানান আধি ব্যাধিকে কোলবালিশ করে শয্যাশায়ী হয়ে থাকি। লোকে বলে হ্যা খাঁটি এন আর আই হয়েছিস। ফি বছর আর দেখি দেশটা সাঁই সাঁই করে বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে চেনা লোকজন, সম্পর্কের সমীকরণ। বাড়ছে লোকের হাতে টাকা, বাড়ছে ক্রয়ক্ষমতা আর বাড়ছে ঔদ্ধত্য, বেপরোয়া মনোভাব, অসহিষ্ণুতা আর ফাঁকিবাজি। ভুল ধরালেও লোকে দেখি তেরিয়া মেজাজে কথা কয়। এইসব দেখি, ভাবি, মাথায় বরফ দিয়ে শাস বহুর সিরিয়াল সহ্য করি আর তাপ্পরেতে একবাটি বাবা পঞ্চাননের লাল দই, গোটা দু তিন মৃত্যুঞ্জয়ের লর্ড চমচম আর বিকেল বেলা গংগার ঘাটের (অ)বিশুদ্ধ হাওয়া আর বেণারসী সিংএর ফুচকা খেতে খেতে ভাবি নাহ ফেরা যায়ঃ-)
arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৪ | 168.26.215.54
পড়ানোর চাগ্রীতে তো ওটাই স্কেল। ১২,০০০-১৬,০০০ স্কেল। ওদিকে আইটির ফ্রেশারসও এর থেকে বেশি মাইনে পায়।
Abhyu | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪০ | 128.192.7.51
ফিরতে গেলে চাগ্রীও তো পেতে হবে। সেদিন একজন আমার ইন্টারভিউ নিয়ে ১২০০০ টাকা মাইনের একটা চাকরি অফার করল। লজ্জায় বলিনি কাউকে অ্যাদ্দিন।
arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৮ | 168.26.215.54
যাঁরা ফিরতে চানঃ
এতদিনের মায়া কাটতে একটু সময় তো লাগবে।
যাঁরা ফিরতে চান নাঃ
শুনলেন তো অজ্জিতের কথা।
Abhyu | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৮ | 128.192.7.51
s মানে পিপি?? আর S মানে বেচারাথেরিয়াম না? এবার থেকে আম্মো শুধু a বা A লিখবো ভাবছি ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন