এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪১ | 64.105.168.210
  • আলুর চোখা জিনিসটা কি বস্তু? অন্য কোন নাম আছে কি?
  • san | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪০ | 123.201.53.133
  • তার মানে, কালকেরটা কাঁচা রয়ে গেছিল ;-)
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৯ | 61.95.144.123
  • মামু কোড রিইউজের হাইট দেখাচ্ছে। ওই চোখা দিয়ে এবার আলুবোখরার চাটনি বানাবে।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৮ | 24.127.39.26
  • এইটা কিরম হলো? ভাজবে ? মামু পুউরো বখে গ্যাছে....
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৫ | 12.217.30.133
  • যাকগে, আর কটা দিনই বা...

    আজকের মেনু আলুর চোখা। কালকেরটা নয়। পুরোনো চোখা নিয়ে নতুন করে ভাজা হয়েছে। কি খেতে। পারিনা পারিনা।
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৫ | 61.95.144.123
  • ২০০০ সালের শেষ দিকে আম্রিগায় গিয়ে ডিপ্রেশন দেখে নিজেই ডিপ্রেশনে পড়ে গেসলুম, তাপ্পর হল ৯/১১, ডিপ্রেশন চাপা দিয়ে আম্রিগা হল দেশপ্রেমিক। দ্যাখো এবারও...
  • arjo | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৩৩ | 24.214.28.245
  • গত সপ্তাহান্তে ওয়াল স্ট্রীটে ফেডেরাল এবং কর্পোরটে সেক্টরের মধ্যে টানা পোড়েন চলেছে। ব্যাংক অফ আমেরিকার মতন কর্পোরেট ভাবছিল লেঃব্রা বেইল আউটে ফেড টাকা দেবে। ওদিকে সরকার স্থির করেছে আর নয়। ফ্যানি, ফে আর লেঃব্রা এক নয়। এমনকি বেঃস্টাঃ র অবস্থার সাথেও তুলনীয় নয়। সরকার এবং কর্পোরেট দুজনেই ভাবছিল এবার বোধহয় অন্যপক্ষ মচকাবে। কিন্তু দুজনেই একসাথে ভাঙল। মাঝে হতে মার্কেট ধ্বসে পড়ল। এসবই এদিক ওদিকে যা দেখলাম। মোদ্দা কথা ওয়াল স্ট্রীট জার্নালের চীফ এডিটর, আরও কোথাকার কে কে বিদ্বজনেরা বলছে এমন ডিপ্রেসন ওয়ান্স ইন এ সেঞ্চুরি।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৪৪ | 121.242.13.34
  • এল সি এমঃ ব্যাংক অফ আমেরিকা যে মেরিল কিনলো, তো লে ব্রাঃ কিনলো না কেন?

    আরেকটা ব্যাপক ধন্দ আছে ঃ-

    বিবিসি ঃ-

    To help stabilise the money markets, the Bank of England and the European Central Bank pumped in £5bn and 30bn euros respectively.

    In addition, the Federal Reserve said that for the first time it would accept stocks owned by banks as collateral for short-term cash loans, broadening its emergency lending programme.


    সেকেন্ড প্যারা টা যদি সত্যি হয়, তাহলে তো এইবারে ফেডেরাল রিজার্ভ এই ক্রাইসিস এর পার্ট হয়ে জেতে পারে, পারে কিনা?
  • h | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৪১ | 121.242.13.34
  • বিবিসি, লে ব্রাঃ খবরের পার্ট ঃ

    It said that its broker-dealer division and asset management division Neuberger Berman Holdings would not be included in the filing

    এইটার মানে কি?
  • h | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৩৮ | 121.242.13.34
  • অবস্থা বেশ বাজে। যা চলছে, তাতে আজ সকালে যে চাকরি আছে এই অনেক।
  • Paramita | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৪:০৫ | 63.82.71.141
  • পঞ্জিকা দেখে নির্ঘাৎ এসব হচ্ছে - নইলে একই সকালে একসঙ্গে এত ভালো খবর -
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৪২ | 128.48.255.24
  • ব্যাংক অফ আমেরিকা প্রায় ৫০ বিলিয়ন ডলারে মেরিল লিঞ্চ কিনে নেবে, এবারের মতন মেরিল বেঁচে গেল।
    ১৫০+ বছরের পুরোনো কোম্পানী লেম্যান ব্রাদার্স দেউলিয়া, ব্যাংকরাপ্টসি (চ্যাপ্টার ১১) ফাইল করছে, ওদের বাঁচানোর জন্য এখনও কেউ এগিয়ে আসে নি, ব্যাংক অফ আমেরিকা এবং বৃটিশ ব্যাংক বার্কলেস প্রথমে উৎসাহ দেখিয়ে পরে পিছিয়ে গেছে।
    এ আই জি-র হাল খারাপ, মৃতপ্রায়, গভর্নমেন্টের কাছে ৪০ বিলিয়ন লোন ভিক্ষা চেয়েছে। মার্কিন সরকার আগেই ফ্রেডি ম্যাক, আর, ফ্যানি মে-দের বাঁচাবে ঘোষনা করেছে, সমালোচনার ঝড় বইছে, আর কত দেখবে।
    এদিকে চাকরির বাজারে, এইচ পি বলছে প্রায় ২৫,০০০ লোক বাদ দেবে, ইডিএস অ্যাকুইজিশনের ফল। আর, বাজারে খবর (গু চ-র লিংক) ভারতে আই টি কোম্পানীগুলি কিছু এমপ্লয়িদের গোলাপী কাগজ দেখানো শুরু করবে।

    যাকগে.... এমন বসন্ত দিনে... বাড়ি ফেরো তিলাপিয়া(ফিলে) কিনে...
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪৩ | 131.95.219.27
  • অনুকূলচন্দ্রের কথা স্মরন করুন।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪৩ | 12.163.39.254
  • এটাও আমার মামার কাছে থাকতে পারে। ;)

    টিম ধারেকাছে নেই তো?
  • bozo | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪১ | 128.111.119.175
  • কোথাও ইন্ডো-ইউ এস নিউক্লিয়ার ট্রেটির কপি পাওয়া যাবে? কোনো ওয়েবসাইটে কি পোস্ট করা হয়েছে? কারো জানা থাকলে লিঙ্ক টা দেবেন। দরকার।
    আগাম থ্যাঙ্কস।
  • nyara | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৪ | 67.88.241.3
  • এলোমেলো করে দে মা, লুটেপুটে খাই।
  • arjo | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৮ | 168.26.215.54
  • অবস্থা খুবই খারাপ। আজ এনপিআর নিউজ বলেছে ওয়ান্স ইন এ সেঞ্চুরি সিচুয়েশন। বেঁচে থাকলে হয়।
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৩ | 128.48.255.24
  • আইক ডোবাল টেক্সাস, স্টক মার্কেট (যা বাকি ছিল) ডোবালো লেম্যান, মেরিল, এআইজি...
    একজন(কলিগ) দেখলাম ফেভারিট বুকমার্কস থেকে ইয়াহু ফাইন্যান্স, ফিডেলিটি... সব ফাইন্যান্স রিলেটেড লিংক উড়িয়ে দিয়েছে। বলল, আর নিতে পারছী না।
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫১ | 131.95.121.107
  • স্মাইলি দিতে ভুলেছি।
    ঃ-))))))))))))))))))
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৬ | 131.95.121.107
  • এদিগে দুনিয়ার কারবারে আমি তো ত্যাবোদা! শেষ অবধি কিনা সেই ফরাসী সায়েবই হাসলো? সেই কবে সেই বাবরের আমলেই তিনি বলে গেছেন স আর ব এ যুদ্ধ হবে, ও, আ আর মা কমন।
    ভাবা যায়?
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৬ | 131.95.121.107
  • যতই টোবাকো টোবাকো করে টোবা টোকা টাক ফেলুক, বিজয়মাল্য কি তার গলায় ঝোলে?ঃ-)))
  • arjo | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৯ | 168.26.215.54
  • আই সি, সি আইটিসি র নাম শোনে নাই। কোনো চান্স নেই। ঃ)
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:২১ | 131.95.121.107
  • মালদার যদি হতে চাও তো করো মালের ব্যবসা!ঃ-)))
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:২০ | 131.95.121.107
  • বিড়ির ব্যবসা করে কি কখনো উপরে ওঠা যায়? যেন আদার ব্যাপারী!ঃ-)))
    কত্তে হয় করো তেলের ব্যবসা!
  • tania | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৯ | 65.115.93.98
  • আহা গোলাপকে যে নামেই ডাকো... ঃ-)
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৯ | 131.95.121.107
  • ভবনাই বা কি? ভাবনা তো! সম্ভাবনা তো!
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৭ | 131.95.121.107
  • সি সি।
    পড়তে পারো না নাকি? ;-)
  • arjo | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৪ | 168.26.215.54
  • সেই জেন্ডার বায়াসের প্যাচাল - না ট্যানের মধ্যেও কোনো সম্ভবনা নেই।
  • c | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:০২ | 131.95.121.107
  • শিল্পপত্নী।
  • arjo | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:০১ | 168.26.215.54
  • যা বুঝলাম স্যানের মধ্যেই শিল্পপতি হবার সম্ভবনা আছে বাকি সব নাদান। ঃ))
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৫ | 123.201.53.133
  • আজ্জো মনে হয় কম্পারেটিভ সেন্সে বলেছেন - মানে এখন কোলকাতায় বহুৎ মেয়ে বিড়ি খেলেও শতাংশের হিসেবে তো ছেলেদের ধারেকাছে আসবে না। তা কাস্টমার টার্গেটিং এর সময়ে পলিটিকাল কারেক্টনেস না দেখে স্টিরিওটাইপিং করলেই বরং ব্যবসার দিক থেকে লাভ আছে । নতুন কিছু না তো ;-)
  • omnath | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৪ | 59.93.209.38
  • "কলকাতার বুকে কজন মেয়েই বা বিড়ি খায়"???

    ওটা সিগারেট মীন করে থাকলে আজ্জোর দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসলাম।
  • arjo | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ২২:১৯ | 24.214.28.245
  • থিংকিং অ্যাবাউট প্রাইভেট স্পেস? কাম জয়েন স্মোকারস ডেন - এ প্লেস ফর পাব্লিক।
  • anaamik | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ২২:০১ | 196.15.16.20
  • "হুকার" সম্ভার ?!
  • arjo | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৬ | 168.26.215.54
  • মার্কেটিং স্ট্র্যাটেজি।
    এই নিয়ে নারীরা বিক্ষোভ করবে, দিদি, দাদা, গোপাল বাবু কবিতা পড়বেন - বিনি পয়সায় বিড়ি বারের বিজ্ঞাপণ। কলকাতার বুকে কজন মেয়েই বা বিড়ি খায়? তাই ব্যবসাও রমরমিয়ে চলবে।
  • Satya | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৬ | 63.192.82.30
  • এ হে হে হে!
    এভাবে বিজিনেস প্ল্যান ওপেন করতে নেই হে!

    স্মোকার্স ডেন - গেটওয়ে টু হেভেন!
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫১ | 198.96.180.245
  • কি জেন্ডার বায়াস! শুধু "রিয়েল মেন" কেন?
  • arjo | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩০ | 168.26.215.54
  • বিড়ি খাওয়া নিয়ে ক্যাচাল দেখে আমার একটা নতুন বিজিনেস প্ল্যান মাথায় এল।

    কলকাতায় বিড়ি বার খুলব।

    নিভৃতে, নিশ্চিন্তে, স্বাস্থ্যসম্মত উপায়ে বিড়ি পান করিবার জন্য আসুন স্মোকারস ডেনে। লাল, সাদা, কালো হরেক সুতোর বিড়ি এবং দিশি ও বিদিশি সিগ্রেটে ও হুকার সম্ভারে সমৃদ্ধ, হাইটেক ডেন - ফর ইউ অ্যান্ড ফর দেম। স্মোকারস ডেন ইটস ফর রিয়েল মেন।
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:২৫ | 203.143.184.10
  • ব্ল্যাংকির ঐ কলার টিউনটা এখানেও এক hr এর লোক লাগিয়েছে শুনলাম। ঃ))

    আর এইটা আসলে "নামাবলী'তে দেওয়া উচিৎ ছিল, এখানেই দিলাম। আজ একজন জয়েন করল, তার পদবী "শৃঙ্গার'
    ক্কি ক্কান্ড!
  • sinfaut | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৪ | 165.170.128.65
  • আমি কি বাড়ি যাওয়ার জন্য ছুটি পাবো? কে জানে। ঃ-৯
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২৯ | 12.144.134.2
  • পেলাম, থ্যাংকু ঃ-)
  • Blank | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২৬ | 203.99.212.224
  • মেলালুম ঃ)
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৬ | 12.144.134.2
  • ব্ল্যাংকি দেশে এসেছিস তো? এইবারে তোর সেই কলার টিউনটা শুনতেই হবে যেটা কল সেন্টারের অচেনা মেয়েরা বন্ধুদের শোনাত। আমাকে তোর নাম্বারটা মেল করে দিস তো ঃ-))))
  • Blank | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১১ | 203.99.212.224
  • পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষেরা কোয়ালিটি নিয়ে হ্যাজায়। আমি কোন্দিন এগুলোকে মেরেই দেবো
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:০৯ | 198.96.180.245
  • ই কি রে! পল্লাম তো!
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৭ | 125.18.104.1
  • র , তুমি মাইরি আমার লেখা মহৎ সেক্ষ কমেডি টা রে মোটে পাত্তা দিলা না। আহা কত যত্ন কইরা লিখছিলাম। আহা লোকে যাতে কষ্ট না পায় তাই ইংরাজিতেও ল্যাখলাম, অত যত্ন তো হেইডা তেও করি নাই, বলতে নেই, তাও তুমি মোটে পাত্তা দিলা না।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪২ | 61.95.144.123
  • আমি লিখবো ভেবেছিলাম - নিউক্যাসলের এই রিসেন্ট ঘটনাগুলো নিয়ে - কিন্তু একটা ক্লাব বা একটা লোক, তা সে অন্যে তাকে যতই messiah বলুক - সেটা ঠিক ওই কি বলে ইমপার্শিয়াল পোমো টাইপের লেখা হয় না। একজন সমর্থকের র‌্যান্ট হয়ে দাঁড়ায়।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৮ | 125.18.104.1
  • সিঙ্গুর, উড়িষ্যা ইত্যাদি সমস্যা মিটে গেলেই আমি মাইরি বলছি একটা ফুটির উপরে বড় কইরা কিছু লিখব। এখন লিখতে ভাল্লাগে না, মানে লেখাই যায়, কিছুই নয়, কারোর কেনো আমারো কিসুই যায় আসে না, তবু কিরকম অসব্য অসব্য লাগে।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৭ | 61.95.144.123
  • ১১ জন যে মাঠে নেমেছিলো সেই অনেক। নেমেছিলো বা নামানো হয়েছিলো...টিমের কেউ একজন ক্রনিকলকে একটা টেক্সট করেছে প্লেয়াররা কিরকম খাপ্পা সেটা জানিয়ে। খেলার আগে বিরাট মিছিল-টিছিল হয়েছে - Hands off Cockney Mafia ব্যানার নিয়ে। আজ একটা মিটিন ডাকা হয়েছে সমর্থকদের।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত