এই 'বঙাল খেদা' নিয়ে এক কেলো হয়েছিলো একবার ছোটবেলায় ট্রেণে যেতে যেতে। ট্রেণে সহযাত্রীদের সঙ্গে গল্পের মধ্যে একটা জোক বলতে গিয়ে বলেছিলাম 'বঙাল খেদার সময়' কার একটা মজার গল্প। পরে মামা বললেন সবার সামনে বললে বলতে হবে 'ভাষা আন্দোলনের' সময়। সে ছিল আরো এক বঙাল খেদা। আমার জন্মের আগে।
আর ন্যাড়াবু, যাওয়াই হল না তো গুয়াহাটীতে।
nyara | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:২৮ | 67.88.241.3
ড্রাইভ-থ্রুর সবথেকে গোলমাল হচ্ছে অর্ডার দেওয়া। আমি না পারি ওদের অ্যাক্সেন্ট সব বুঝতে, ওরা না পারে আমার। কাজেই অনেক সময়েই আন্দাজে অর্ডার দিয়ে খাবার পেয়ে সারপ্রাইজড হয়ে যেতে হয়। এটাই কি অর্ডার দিয়েছিলাম?
arjo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:২৫ | 168.26.215.54
ড্রাইভ থ্রু ব্যপারটা খুব গোলমেলে। আমি ড্রাইভ থ্রু তে গেলে আমাকে নেমে খাবার নিতে হয়। কিছুতেই গাড়িতে বসে নিতে পারি না। কেন জানি সবসময় জানলাটা বড্ড দুরে মনে হয়। আমি সেকেলে ওদিকে বউ হাইটেক। ব্যাঙ্ক কি খাবার দোকান, ড্রাইভ থ্রু দেখলেই হল, সেখানে যেতে হবে। কদিন বাদে ছেলেটাও হ্যাটা দেবে তাই আজকাল নিজে নিজে একা বেরিয়ে ড্রাইভ থ্রু প্র্যাকটিস করি।
Ishan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৯ | 12.163.39.254
কালকে মাঝরাতে ঘুম থেকে উঠে খুব ক্ষিধে পেল। তেমন মাঝরাতও নয়, সাড়ে দশটা এগারোটা হবে (সাড়ে সাতটা থেকে ঘুমোচ্ছিলাম)। ম্যাক ছাড়া আর কিছু খোলা নেই। ড্রাইভ থ্রুতে দৌড়লাম ঘুম চোখে। পয়সা কড়ি মিটিয়ে গাড়িটা দু-পা এগিয়েছি, দেখি পিছনের জানলা থেকে মেয়েটা প্রচন্ড চেল্লাচ্ছে। পয়সা দিইনি বলে নাকি? আমার পিছনের গাড়িটাও দেখি ব্যাক করে আমাকে পিছনোর জায়গা দিল। অগত্যা পিছিয়ে আবার জানলার সামনে এলাম। মেয়েটা দাঁত বার করে বলল, তোমার খাবারটা নাওনি। ঃ) নিয়ে থ্যাঙ্কু ট্যাঙ্কু দেওয়াতে বলল ড্রাইভ সেফ। যেন আমি মালখোর।
nyara | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৮ | 67.88.241.3
দুকুরদির যে দেশে থেকে রসদ নিয়ে ফিরে বঙ্গালী-খেদাও অন্দোলনের গল্প বলার ছিল, তার কি হল?
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৮ | 63.82.71.141
গত কয়েক বছর ধরে হ্যাবাড্ডি শুনলেই গভীর ডিপ্রেশান হয়।
nyara | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৭ | 67.88.241.3
24X7 কেন খোলা থাকে জানিনা। কিন্তু একটা পপুলার প্রশ্ন বাজারে ঘোরে। "দোকান যদি 24X7 খোলাই থাকে, তাহলে দরজায় তালা ইনস্টল করা হয় কেন?"
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৬ | 63.82.71.141
ম্যাকের সাতাশ ঘন্টায় দিন আর আঠেরো মাসে বছর?
Du | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৫ | 67.111.229.98
হালুমকে মাইক্রূয়েভ করা হ্যাবাড্ডি দিলাম গরম গরম।
arjo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৫ | 168.26.215.54
পাশের বার্গার কিং টাও 24x7 বলে। (কেমন দিলাম)।
Du | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৪ | 67.111.229.98
আরেকজন হল whataburger। রাত এগারোটা থেকে সকাল এগারোটা পর্য্যন্ত টাকিটো পাওয়া যায়।
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৪ | 63.82.71.141
আমি পরশু খেলাম চিকেন সিজার স্যালাড। গতকাল কব স্যালাড। আজ চিংড়ি মাছ ভাজা ছড়ানো একটা চাইনিজ স্যালাড শোভা পাচ্ছিল যা পাস দিলাম। স্যালাডে চিংড়িতে কাটাকুটি হয়ে যাবে। কি? দশ নম্বর। দেশে সবাই ভালোমন্দ খাইয়ে বলে দিয়েছে এখানে ফিরে যেন স্যালাড খাই। তাই অক্ষরে অক্ষরে পালন করছি। কিন্তু আজ কি খেলাম? ব্রাউন রাইস। সব সওয়া যায়, কিন্তু প্রাণদায়ী অন্নের এ স্খলন অসহ্য।
Ishan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:১০ | 12.163.39.254
সঙ্গে আরো একটা জটিল প্রশ্ন আছে। ম্যাক 27X7 খোলা থাকে কেন? দিনের বেলা যথেষ্ট বিক্রি হয়না বলে?
arjo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:০৭ | 168.26.215.54
৬ বছর আগেই বুঝেছি চীনে খাবার থেকে বাঁচার একমাত্র অস্ত্র ম্যাকডোনাল্ডস।
Ishan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫৫ | 12.163.39.254
কালকে একটা জিনিস বুয়েছি। ম্যাকডোনাল্ডসই হল আর্তজনের ত্রাতা। গরীবের বন্ধু।
কারো কি দ্বিমত আছে?
Ishan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৬ | 12.163.39.254
আমি কি এক্সেল আদৌ জানি? সন্দেহ হচ্ছে। ঃ(
nyara | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৪ | 67.88.241.3
বাপরে! যা বুঝছি, এরা তো এক্সেল দিয়ে ব্ল্যাকহোল এক্সপেরিমেন্ট নাবিয়ে দিতে পারে।
arjo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৬ | 168.26.215.54
এক্সেল ২০০৭ এ find আছে। খুব কাজের। ২০০৩ তে মনে হয় নেই।
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৫ | 122.252.231.206
স্যান কাকে ফোনাবে?
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৩ | 122.252.231.206
আর হ্যাঁ, এক্সেলের চার্ট। বহুত বহুত কাজের জিনিস। Gantt chart অব্দি বানানো যায়!
Div0 | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:২২ | 160.83.72.212
'বেঙ্গালুরু ফেরো' মানে!! স্যান ফোনিয়েছিলো নাকি!!!
Div0 | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:২১ | 160.83.72.212
ঐ লুকআপ ফাংশন গুলো আর পাইভট মোটামুটি জানি। কন্ডিশনাল স্টেটমেন্ট এই শিখলাম। কাউন্টইফ টাও কাজের। আরে, ঐ টাইমপাস ব্যাপারগুলোই অসময়ে কাজ দেয়।
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৮ | 122.252.231.206
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৭ | 122.252.231.206
এক্সেলের ডেটা নিয়ে খেলা করতে গেলে HLookup আর VLookup অবশ্যই শিখে রাখবেন। পরম উপকারী বন্ধু।
ডেটা নিয়ে অ্যানালিসিস করতে গেলে Conditional Formatting.
আর সিরিয়াস টাইপের রিপোর্ট বানাতে গেলে Pivot Table অবশ্যই জানা চাই।
এতেই হবে। বাকি সব টাইমপাস।
bozo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৫ | 68.227.84.133
ওয়েলকাম। নিশ্চয় খেয়াল আছে, তাও প্রি-কশনঃ পেস্ট এর সময় বেশীর ভাগ ডেটা পেস্ট হয়। সেই ক্ষেত্রে পেস্ট স্পেশাল এ গিয়ে ফর্মুলা তে ক্লিক করে দিতে হবে।
Div0 | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৫ | 160.83.72.212
আরে! পুরো দায়িত্ব নিয়ে বলছি। অইজন্য স্মাইলী লাগাই নি। লেখো।
Div0 | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৪ | 160.83.72.212
আর্য্য == অন্তর্যামী!
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:১২ | 122.252.231.206
বলছ? ঃ))
arjo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:১২ | 168.26.215.54
এক্সেল নো ডাউট মাইক্রসফটের সব থেকে ভালো প্রোডাক্ট। বাজার করা থেকে বিজনেস ইন্টেলিজেন্স রিপোর্ট সবই করা যায়। সাথে এক্সেল না থাকলে কাজ করতে ভরসা পাই না। সময়ে অসময়ে কাজে লাগে।
Div0 | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:১০ | 160.83.72.212
নাহ। এক্সেলের একটা ক্র্যাশ কোর্স করতেই হবে। ইয়ো বোজো, দ্যাট ওয়ার্কস!
অর্পণ, সিরিয়াস প্রশ্ন, তোমার কি এক্সেলের ওপর কোনো পাবলিকেশন আছে? না থাকলে একটা ফর ডামিজ লেখ।
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৯ | 122.252.231.206
বোজোর মেথডটা সুইট। জানা ছিল না। থ্যাংকু। ঃ)
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৪ | 122.252.231.206
এইটারো শর্টকাট আছে। ঃ)
১। A1-এ ক®¾ট্রাল + ডাউন অ্যারো এই কী কম্বিনেশন লাগাও। দেখবে একদম কলাম A-এর শেষ ডেটায় পৌঁছে গেছ। ধর সেটা হল A2999।
২। এইবার B2999 টাতে কার্সর নিয়ে সেখানে অংবং কিছু একটা লেখ। তারপরে ক®¾ট্রাল + আপ অ্যারো কী প্রেস কর। দেখবে B1-এ পৌঁছে গেছ।
৩। B1-এ ফর্মুলা লিখে ক®¾ট্রাল সি মেরে কপি কর। তারপরে B2 তে এসে শিফট + ক®¾ট্রাল + ডাউন অ্যারো কি প্রেস কর। দেখবে B-এর পুরো রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে।
৪। ওই অবস্থাতেই ক®¾ট্রাল ভি মারো। দেখবে B-এর পুরো রেঞ্জটায় ফর্মুলা পেস্ট হয়ে গেছে।
bozo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০১:০২ | 68.227.84.133
যদি আমি টেনে নামানোর সমস্যা টা ঠিক বুঝে থাকি-
টেনে নামানোর দরকার নেই। ফর্মুলা লিখে খালি প্রথম বক্স টা এন্টার করুন। এবারে box এর রাইট হ্যান্ড সাইডে কার্সর নিয়ে গেলে একটা ছোটো প্লাস সাইন আসবে। সেখানে ডাবল ক্লিক করলে পুরো কলামেই ঐ ফর্মুলা এক্সিকিউট হয়ে রেজাল্ট দিয়ে দেবে।
Div0 | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৯ | 160.83.72.212
মানে আমার ৫৩০০০ রেকর্ডওয়ালা টেবলে নীচ পর্যন্ত টেনে নামাতেই যা একটু কষ্ট হল। শিফ্ট - পেজ ডাউন - ডাউন অ্যারো দিয়ে হত B তে অলরেডি ডেটা থাকলে।
Div0 | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৬ | 160.83.72.212
দারুণ মেথড অর্পণ। অবশ্যই কাজে লাগবে।
Blank | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৪ | 170.153.62.251
জ্জিও অপ্পন দা ঃ) এটা দারুন কায়দা লাগালে
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৫ | 122.252.231.206
আরেকটা খুব সোজা মেথড আছে।
১। যেই কলামে নিউমেরিক আর আলফানিউমেরিক ডেটাগুলো আছে তার পাশে একটা নতুন কলাম অ্যাড কর।
২। নতুন কলামে ফর্মুলা লেখঃ =isnumber(a1) (এই ফর্মুলাটা যাবে B1 সেলে আর A1 সেলে আসল ডেটাটা আছে।
৩। সেল B1-এর ফর্মুলাটা কলাম A-তে যতদূর ডেটা আছে ততদূর কলাম B বরাবর টেনে দাও। কলাম A তে নাম্বার থাকলে B-এর ভ্যালু হবে True, না হলে False।
৪। কলাম B-তে এইবার ফিল্টার লাগাও। True সিলেক্ট করলে A-তে শুধু নাম্বার ফিল্টার হবে। আর False বাছলে অন্যটা।
Div0 | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৪ | 160.83.72.212
আর্য্য আর AB'কে থ্যাঙ্ক ইউ।
এই টেবল টা মহা *@#&। আগে 'ডেটা' - 'টেক্সট টু কলামস...' দিয়ে গোটা কলামটা টেক্সটে ডিলিমিট করে তাপ্পর কাস্টম ফিল্টারে 'বিগিনস উইথ' নাম্বার লাগাতে হ'ল।
এক্সেলে একটা কলামে নিউমেরিক আর আলফা নিউমেরিক ডেটা থেকে নিউমেরিকগুলোকে ফিল্টার কি ক'রে করে? কাস্টম ফিল্টারে "begins with' (নাম্বার) লাগিয়ে চলছে না। হেল্প!!!
a x | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫৪ | 75.53.201.27
10 to the power minus 43
a x | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫১ | 75.53.201.27
সার্নে যা হচ্ছে তা বিগ ব্যাং এর 10[-42 সেকেন্ডের পর যা হয়েছে, তা নিয়ে, আর তিন মিনিটের মধ্যে যা হয়েছে, সেটাই মোটামুটি এখনো আছে। আর বিগ ব্যাং রিক্যাপিচুলেট করতে গেলে তো এখান থেকে চাঁদ অবধি রেডিয়াস হবে কোলাইডারের! এখন বীম টিম টেস্ত হবে, তারপর আরো দেড় দু বছর ধরে ডাটা কালেক্ট চলবে। ট্যান, ঠিক বললাম কি? এই সুযোগে একটা লিখে ফেলনা এই এক্সপেরিমেন্ট নিয়ে।
c | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৬ | 131.95.121.107
এসবের ভালো ভালো সাইড এফেক্ট আছে।
c | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৪ | 131.95.121.107
অ। সেখেনে অবশ্য তখন বেস্প !
Blank | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৩ | 170.153.62.251
আজ আমাদের বিকেল বা সন্ধেতে হবে ঃ)
c | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২১:০২ | 131.95.121.107
কিন্তু ব্ল্যাংক, ম শু তো এখনো কিছু করে না!
c | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২১:০০ | 131.95.121.107
আরেকজন লিখলেন," ভাবিতে গেলে জ্ঞান থাকে না!" সত্যি ই তো! ভেবে ভেবে মেহের আলির দশা! তফাৎ যাও,সব ঝুট হ্যায় টাইপের অবস্থা! ভেবে দ্যাখো এ জিনিস যদি সেই সত্তুরের কিলোবাইটের সময়ে আসতো, মাত্র এক এক লাইন করে দেখা যেতো কোড তখন,কী অবস্থা! এখন কোলে কোলে গিগ গিগ র্যামোলা ল্যাপটপ,গলায় ছোট্টো লকেটের মধ্যে গিগ গিগ ধরে রাখা যায়,তখন এসব ভাবা যেতো? তখন এইসব আসেনি,ভালোই। মারা যেতো ভেবে ভেবে বেচারারা! এমনিতেই টাক পড়ে গেছে!
Blank | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২০:৪৬ | 170.153.62.251
সেই শক্তি নিয়েই কবি লিখে গেল 'জুরাসিক পার্ক'
c | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২০:৪১ | 131.95.121.107
আদ্যিকালের শক্তি বলে কথা! লোকে ভয় পাবে না? এইজন্যেই কবি আগেই লিখে গেছেন "প্রথম আদি তব শক্তি"
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন