এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৫ অক্টোবর ২০০৮ ১৯:৪০ | 203.99.212.224
  • সমাধানের প্ল্যানটাই তো মনে হয় 'চলবে' পর্বে।
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ১৯:৩২ | 168.26.215.54
  • পড়লাম সহজে বাঙলা করে লিখেছে। দেখা যাক পরে কি লেখেন। সমস্যা টা সবাই বোঝে, কিন্তু সমাধানটাই আসল।
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ১৯:২৬ | 168.26.215.54
  • না পড়ি নাই এখনো, দেখেছি। যাই পড়ে আসি।
  • Blank | ১৫ অক্টোবর ২০০৮ ১৯:২৪ | 203.99.212.224
  • আজকের আবপতে অভিরুপ সরকার পড়লে?
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ১৮:৫৯ | 168.26.215.54
  • জেপি মর্গ্যান চেসের নেট ইনকাম ৮৪% ড্রপ করেছে। ছিল ওয়ামাউ হল জেপি মর্গ্যান চেস, এখন তারও এই অবস্থা। বাঁচকে কাঁহা যাওগে? নাকি অভাগা যেদিক যায় ইত্যাদি ইত্যাদি। আঃকঃবাঃ।
  • Blank | ১৫ অক্টোবর ২০০৮ ১৭:৫৫ | 203.99.212.224
  • আচ্ছা, এই কেসটার কোনো আপডেট কেউ জানে?
    http://epw.in/uploads/articles/12731.pdf
  • Blank | ১৫ অক্টোবর ২০০৮ ১৭:৫৫ | 203.99.212.224
  • কোনো শব্দের শেষে 'এর' যোগ হওয়া মানে ওটা দিয়ে তৈরী বা ওটা 'যুক্ত' হতে পারে।
    (আগের দিনের ব্যকরনে নতুন একটা লাইন জুড়লাম)
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ১৭:৪৮ | 61.95.144.123
  • তরোয়াল তো হাতল দিয়ে তৈরী হয় না - মানে হাতল বলে কোন ধাতু নেই;-)
  • Blank | ১৫ অক্টোবর ২০০৮ ১৭:৪৪ | 203.99.212.224
  • রাজস্থানে সুন্দর কাজ করা হাতলের তরোয়াল পাওয়া যায় কি?
  • siki | ১৫ অক্টোবর ২০০৮ ১৬:৩০ | 203.122.26.2
  • হ্যাঁ, খুলছে। মাঝে একবার ঝুলে গেছিল।
  • r | ১৫ অক্টোবর ২০০৮ ১৫:৪৮ | 125.18.104.1
  • অ্যাল, একদম ভুলে গেছি। দাঁড়াও, এই হপ্তার মধ্যে চেষ্টা করছি।
  • shrabani | ১৫ অক্টোবর ২০০৮ ১৫:৪৭ | 124.30.233.105
  • ICICI খুলছে তো,প্রবলেম নেই।
  • siki | ১৫ অক্টোবর ২০০৮ ১৫:৪৩ | 203.122.26.2
  • রঙ্গন, আদিকালে একবার আলিবাবা এমপিথ্রি বানিয়ে দেবে বলেছিলে। সময় হবে?
  • r | ১৫ অক্টোবর ২০০৮ ১৫:৩৫ | 125.18.104.1
  • এই যে এই পাড়ায় এতদিন বাদে লোকে কিচ্‌কিচিয়ে ঝগড়াচ্ছে, হেব্বি লাগছে! জমে ক্ষীর! অজদা পুরো জমিয়ে দিয়েছেন। ঈশেন প্রতি কথার পরে স্মাইলি মারছে মানেই সত্যি সত্যি একদম হাসছে না। ঃ-)))

    সায়ন্তন, হোবোকেন? ওখানে বার্ন্স এন্ড নোব্‌ল থেকে দারিও ফোর বইটা কিনেছিলাম।
  • siki | ১৫ অক্টোবর ২০০৮ ১৫:২৯ | 203.122.26.2
  • আমেরিকা না জাগলে কে-ই বা ভাটাবে?
  • Blank | ১৫ অক্টোবর ২০০৮ ১৫:২০ | 203.99.212.224
  • কেউ ভাটায় না
  • siki | ১৫ অক্টোবর ২০০৮ ১২:৫৭ | 203.122.26.2
  • আইসিআইসিআই আবার খুলছে না, গুচ্ছ টাইম নিচ্ছে। বাকিদেরও কি এই প্রবলেম হচ্ছে?
  • siki | ১৫ অক্টোবর ২০০৮ ১২:১৯ | 203.122.26.2
  • এয়ারটেল যদি দেয় ডেটা কার্ড তো নিয়ে নাও। ওদের কাস্টমার কেয়ার অত্যধিক উন্নত। অন্তত দিল্লিতে।

    বাকিদের খবর জানি না।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ১২:১০ | 61.95.144.123
  • বিএসএনএলের নতুন দাবি যে মেইন বক্স থেকে ওরা ৬০ মিটারের বেশি কেবল দেবে না। আমাদের বাড়ি থেকে মেইন বক্স প্রায় ২০০ মিটার, এবং এতদিনেও নতুন বক্সের কথা কেউ ভাবেনি, অদূর ভবিষ্যতেও ভাবছে না। বাহবা বিএসএনএল। মুশকিল হল এই পরিস্থিতিতে আমার ডেটা কার্ড বা কেবল ইন্টারনেট ছাড়া গতি নেই। ডেটাকার্ডের মধ্যে চয়েজ হল রিলায়েন্স, টাটা-ইন্ডিকম, এয়ারটেল। কেবল হলে ওই অ্যালায়েন্স ব্রডব্যাণ্ড। এসবের কোনও ফীডব্যাক আছে? নেটে খুঁজছিলাম - সবাই সবাইকে গাল দিচ্ছে - মানে সবার বক্তব্য অনুযায়ী সবকটাই বাল।
  • shrabani | ১৫ অক্টোবর ২০০৮ ১১:৩৩ | 124.30.233.105
  • CR park এ বাবুমশাই আছে, এছাড়া আরো অনেক কেটারিং আছে কিন্তু আমি দুবেলা বাড়ির খাবার CR park থেকে নয়ডা আনাটা অ্যাভয়েড করতে চাইছি। মেন ফাংশানে বাঙালী মেনুর পার্ট CR park এর কেটারারই করবে।
    একজনের খোঁজ পেলাম, সন্ধ্যেবেলায় আসবে বাড়িতে, বলছে তো শুক্তো টুক্তো রেঁধে দেবে, মেদিনীপুরের লোক।
  • siki | ১৫ অক্টোবর ২০০৮ ১১:৩২ | 203.122.26.2
  • বাবুমশাই আছে তো! কিন্তু শ্রাবণী নয়ডার মধ্যে চাইছে। সি আর পার্ক অনেক দূর হয়ে যাবে।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ১১:২১ | 61.95.144.123
  • সি আর পার্কে "বাবুমশাই' কি উঠে গেছে? ওরা কেটারিং করে কিনা খোঁজ নাও না।
  • shrabani | ১৫ অক্টোবর ২০০৮ ১১:২০ | 124.30.233.105
  • সেদিন ndtvর সাইট খুলতেই আমার Mcafee টকাটক ভাইরাস ধরতে শুরু করার পর থেকে আমি আর ndtv খুলছিনা। কি সম্পর্কীয় লিঙ্ক?
  • siki | ১৫ অক্টোবর ২০০৮ ১১:২০ | 203.122.26.2
  • ভাত শুক্তো টাফ আছে এখানে বসে পাওয়া। বাংলা ছাড়ার সঙ্গে ও রকম কিছু কিছু জিনিস ছেড়ে আসতে হয়।
  • shrabani | ১৫ অক্টোবর ২০০৮ ১১:০৮ | 124.30.233.105
  • ঠিক আছে। মিষ্টিমুখ আর সন্দেশ তো চেনা তবে ওদের কাছে ঠিক আমি যা চাইছি পাচ্ছিনা। ময়ূরবিহারে একজন ঘোষ বলে আছে, ওর রান্না খুব ভাল কিন্তু সেসব ভারী মেনু কেবলমাত্র, ফ্রায়েড রাইস, মাংস, ফিশফ্রাই এসব ধরনের। আমি রেগুলার ডাল ভাত শুক্তো মাছ টাইপ খুঁজছি।
  • siki | ১৫ অক্টোবর ২০০৮ ১১:০০ | 203.122.26.2
  • শ্রাবণী,

    নয়ডায় তো একাই ছড়ি ঘোরায় মিষ্টিমুখ। মিষ্টিমুখ চেনো তো? ওদের আগে ক্যাটারিং সার্ভিস ছিল। এখন প্রকাশ্যে আর নেই, তবে অন রিকোয়েস্ট করে কিনা জানা নেই। ওদের জিজ্ঞেস করতে পারো, অথবা ওদের কাছ থেকেই রেফারেন্স পেয়ে যেতে পারো। দু তিনদিন, জনা-চল্লিশ, সকাল-সন্ধ্যে, অ্যামাউন্টটা মন্দ হবে না। পেয়ে যেতে পারো।

    একান্তই না পেলে, আট্টা মার্কেটের মেন রোডে (২৭ সেক্টর সাইডে রাস্তার ওপরেই) সন্দেশ বলে একটা মিষ্টির দোকান আছে। বাংলায় "সন্দেশ' লেখা আছে, দেখবে। ওখানে একবার খোঁজ নিতে পারো।

    তাতেও একান্তই না পেলে, সি আর পার্ক ছাড়া গতি নাই।
  • h | ১৫ অক্টোবর ২০০৮ ১০:১৬ | 121.242.13.34
  • গন্ডগ্রামে এইরকম ই হয়।
  • h | ১৫ অক্টোবর ২০০৮ ১০:০৫ | 121.242.13.34
  • দ্যাখো, আমাদের পঃ বঙ্গে পাঠক লেখক সবাই ও পোলারাইজেশনের ছকে। সেটা গত বছর দুয়েক যাবৎ আরো বেড়ে গেছে। কি বেটার আশা কর? আশা কোরো না, করলেই দুঃখ পাবে। প্রাণ খুলে যাকে খুশি খিস্তি করো।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ১০:০৫ | 61.95.144.123
  • ভয়টা এইখানে যে - যারা ওই স্টিরিওটাইপে আটকে থাকে তারা খিল্লি করবে। সব ভাটের তো আর উত্তর দেওয়া যায় না।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ১০:০২ | 61.95.144.123
  • ...কারণ অধিকাংশ লোক ওই লোকাল পলিটিক্সের বাইরেরটা দেখে না - ভালো ভালো প্রবন্ধ বেরিয়েছে - দেশী/বিদেশী লেখকদের, বিদেশী সিনেমা নিয়ে লেখা বেরিয়েছে...কিন্তু অধিকাংশ (এমনকি গুরুতেও) লোকের কাছে আগে স্টিরিওটাইপটা চোখে পড়ে।
  • h | ১৫ অক্টোবর ২০০৮ ১০:০২ | 121.242.13.34
  • ভয়ের আবার কি হল। বাংলা সাংবাদিকতা তো বেসিকালি বা*। এইটা নিয়ে আবার এত কথার কি হল।
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ১০:০২ | 24.214.28.245
  • নাঃ দ কাগজটা পড়ে দেখো মনে হবে সিপিএম হয়ে যাই। এই কাগজ সিপিএমের জীবন বিমা। বাপরে বাপরে বাপ। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল। এ ভাষাহীনের ভাষার থেকেও ভয়ংকর।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ১০:০০ | 61.95.144.123
  • এইটা আমি ভয়ে লিখি নাই - কারণ...
  • h | ১৫ অক্টোবর ২০০৮ ০৯:৫৮ | 121.242.13.34
  • গণশক্তি এনি গিভেন ডে, জাগো বাংলা আজকাল দৈনিক স্টেট্‌সম্যান এই সবের থেকে বেটার পেপার। লোকাল পলিটিক্স টা বর্তমান বা আবাপ বা প্রতিদিন স্ট্যান্ডার্ডের। নিজেদের তৈরী লজিকের জগতে ঘোরাফেরা। এইগুলা কোন সাংবাদিকতা নয়। ঐ পোলারাইজড বক্তব্য। ফাল্‌তু। তবু অ্যাটলিস্ট নিজেরা নিজেদের খবরের কাগজ বলে দাবী করে না। লোকাল পলিটিক্সের বাইরে প্রায়শঃ ভালো লেখা পাওয়া যায়।

    নজ্জার কথা বলতে নেই, বহুদিন আগে, ৯৩ বা ৯৪ সালে, আমার নিজের একটি লেখা বেরিয়েছিল, গণশক্তি তে। হুঁ হুঁ বাবা অপ এড পেজে। শুধুসেই জন্যেই আমার আর লাইফে কিসু হল না কিনা এইটা পরিষ্কার করে জানা যায় না ;-)

    তবে র এর লজিক টা একদিক থেকে ঠিক। জাগো বাংলা পড়লে কিরকম একটা শরীরে বল পাওয়া যায়, মনে হয় আজ কাউকে একটা মারি, সেইটা কিন্তু আর কিছু পড়লে হয় না ঃ-)
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ০৯:৩১ | 61.95.144.123
  • পার্টির কাগজ বলে একটু আধটু সিমিলারিটি থাকলেও থাকতে পারে - মানে রেটরিকের আনাগোনার দিক দিয়ে। কিন্তু রবীন্দ্রনাথ গান্ধীকে ফলের রস খাওয়াতে গেসলেন আর তখন গান গেয়েছিলেন - এই ধরনের কষ্টকল্পনা, তাও উচ্চস্বরে, গণশক্তিতে কখনো দেখি নাই। লেনিন-স্টালিন খুব ভালো-র সাথে মমতা আদ্যাশক্তি - এই দুটোর তুলনা হয়, কিন্তু যেটা বল্লুম তার সাথে একমাত্র তুলনা করা যায় এইটার - মাও যখন সর্দিতে হ্যাঁচ্চো হ্যাঁচ্চো করে কাহিল তখন বাকুনিন তাঁকে টিস্যু পেপার পাস করেছিলেন। গণশক্তি অনেকদিন পড়েছি, কখনো এরকম দাবি দেখি নাই। সে তোমরা আমায় সিপিএম বলো আর যাই বলো।

    কিছু না হলেও কয়েক লাখ লোক তো এই রাবিশটা পড়বে - আর তার মধ্যে বেশ বড় সংখ্যা বিশ্বাসও করবে, এবং ভাববে আহা আদ্যাশক্তি মা কত জানেন।
  • shrabani | ১৫ অক্টোবর ২০০৮ ০৯:২৩ | 124.30.233.102
  • শমীক,
    নয়ডায় কোনো বাঙালী কেটারার আছে ভালো (CR Park নয়) যারা দু তিন দিন জনা চল্লিশের সকাল সন্ধ্যা বাঙালী মেনু সাপ্লাই করবে?
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ০৯:১৭ | 61.95.144.123
  • বোধি/দমু এরা কি ঘুম থেকে উঠে আগে গুচ খোলে?
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৮ ০৯:১৩ | 61.95.144.123
  • "অজা' মানে কি? (নির্দোষ প্রশ্ন)

    গোটা সিঙ্গুর ইস্যুতে সৌগত রায়কে দেখা যায়নি কেন? মানে ওই ভদ্রলোক এট্টু ভদ্রসভ্য বুদ্ধিশুদ্ধিওয়ালা - সেই জন্যেই কি একঘরে? কে জানে...
  • d | ১৫ অক্টোবর ২০০৮ ০৭:২৬ | 117.195.34.90
  • এই আরেকজন পাওয়া গেল যার "বিষাদবৃক্ষ' জুৎ লাগে নি। আমি এত ক্ষেপে যাই নি অবশ্য। কিন্তু অস্বস্তি লেগেছে কিছু কিছু জায়গায় খুবই। সেদিক থেকে "আগুনপাখি' একেবারে আলাদা। বলা যায় "আলেদা'। হাসান আজিজুল হকের ২-৩ টে ছোটগল্প পড়েছিলাম আগে কোথায়ও। তারপরে এই আগুনপাখি। আমার দুর্ধর্ষ লেগেছে।

    অক্ষ, "কিসব নোংরা'র জন্য তো জেট স্প্রে লাগানো থাকে। কাগজ, হাগজ কিছুরই দরকার নাই। উসকে বাদ ....
  • h | ১৫ অক্টোবর ২০০৮ ০৬:০৬ | 121.242.13.34
  • বাই দ্য ওয়ে, মিহির সেনগুপ্তের বিষাদ বৃক্ষ পড়া শুরু করলাম। ভাল বাংলা, জীবন্ত প্রকৃতি, রসবোধ এইসব ঠিক ই আছে। তবে এ ভদ্রলোকের লেখা তো প্রায়শঃ ডেলিবারেটলি সাম্প্রদায়িক। একে লোকে পুরষ্কার দিল? প্রচুর দায়িঙ্কÄ জ্ঞানহীনতা না থাকলে অথবা জাতীয় তথা স্থানীয় রাজনীতিতে মেজরিটির আখাম্বাপনা থাকলে যা খুশি করা যায় এই আর কি, তার পরে আর্টিস্টিকালি আর ফাইনান্সিয়ালি ব্যাক করে দিলেই হল। আমার ধারণা খোয়াবনামা কে পুরস্কার দিয়ে এট্টু পাপ হয়েছিল, প্রায় একই সময়ের প্রেক্ষাপটে লেখা বিষাদ বৃক্ষ কে একই পুরস্কার দিয়ে আবার সেই পাপ স্খালন হয়েছে। কিছু কমেন্ট তো আদালতের প্রশ্নের যোগ্য।

    বরিশাইল্যা বাড়ির ছেলে আমিও। টোটালি প্যারোকিয়াল বোগাস রাজনীতিবোধের সঙ্গে পরিবারেই আমার প্রথম পরিচয়। এই বইটার কাছে আমার অন্য কিছু আশা করাই অন্যায় হয়েছে বোধ হয়। এত বোগাস বই দীর্ঘ দিন পড়ি নাই। রাবিশ বৃক্ষ।
  • h | ১৫ অক্টোবর ২০০৮ ০৫:৫৪ | 121.242.13.34
  • রঞ্জনদা - ঃ-))))))
  • c | ১৫ অক্টোবর ২০০৮ ০৫:৪৫ | 131.95.121.107
  • বিশদে? নাকি বিষাদে?
    ঃ-))))
  • bozo | ১৫ অক্টোবর ২০০৮ ০৩:৩০ | 128.111.119.175
  • কারন ডিলান ছিলেন কাল্ট। নিউপোর্ট-উত্তর ওনার মৃত্যু হয়েছে। পরে আরো বিষদে আলোচনা করা যাবে ঃ-)
  • a x | ১৫ অক্টোবর ২০০৮ ০২:৩৪ | 143.111.22.23
  • একটা প্রশ্ন কেমন গুড়গুড় করছে। করেই ফেলি, কেমন? হ্যাঁ? করি?

    তোমরা কি দেশে বসেও হাগজ ব্যবহার কর? মানে আমি তো করতাম না, তাই জিগালাম আরকি। এখন দেশে গেলে আগে থেকে বলে রাখতে হয় মা-কে। আর তারপর একমাস যাবৎ শুনতে হয় কিসব "নোংরা" স্বভাব হয়েছে।
  • a x | ১৫ অক্টোবর ২০০৮ ০২:৩০ | 143.111.22.23
  • এসবে মাঝে আবার ডিলানকে আনা কেন বাবা। ডিলানতো এটাই করতে চেয়েছে। যতবার লোকে নিজের মত করে তাকে আইকন বানাতে চেয়েছে, সে উল্টোটা প্রমাণ করেছে। যুদ্ধের সময় প্রেমের গান গেয়ে পচা ডিম খেয়েও তো নির্বিকার। কাজেই কি পোপ কি ভিক্টোরিয়া'স সিক্রেট।
  • c | ১৫ অক্টোবর ২০০৮ ০১:৩৪ | 131.95.121.107
  • একবার সিগ্মা র জায়গায় সিম্‌গা লিখে আমাদের এরকম কয়েক ঘন্টা জলে গেছিলো।
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ০০:৫৫ | 168.26.215.54
  • আর যেখান খুশি বানান ভুল করো কোনো খেতি নাই। কিন্তু স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজে? নৈব নৈব চ। আর করলেও সব জায়গায় করো। আমার অমূল্য পাঁচটি ঘন্টা। হায় হায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত