কি? স্টেশন চেঞ্জ? মনে হয় না - ফ্রিকোয়েন্সী জাম্প করে করে এগোয়, এক এক করে নয়। আসলে এখনকার এইসব মিউজিক সিস্টেমগুলো রেডিওর দিকে জোর দেয় না। এটা অবশ্য ২০০০ সালের, কিন্তু ম্যানুয়াল বলে কিছু নেই।
siki | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৫০ | 203.122.26.2
ম্যানুয়ালি করা যায় না কোনওভাবে?
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৫০ | 61.95.144.123
এই এভিয়েশন ইন্ডাস্ট্রীটা সত্যিই বেশ হাই-ফ্লায়িং ছিলো। গত কয়েকমাসে বাড়ি যাওয়া আসার পথে বেশ কয়েকটি মেয়েকে দেখেছি ওই ফ্র্যাঙ্কফিন-এর পোশাক পরে। লোকজনের মধ্যে বেশ ভালো ক্রেজ ছিলো বলে মনে হয়েছিলো। এবার ঝাড় খেয়ে গেলো।
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৩৮ | 61.95.144.123
কাঁটা তো নয়। বোতাম টিপলে নিজে নিজে ফ্রিকোয়েন্সী চেঞ্জ করে স্টেশন ধরে। ৬৫৭ কিলোহার্জেই যে কেন দাঁড়ায় না কে জানে। হাজার কিলোহার্জের ওপর দুটো স্টেশন ধরে শুধু। এবং MW মোডে।
siki | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৩৬ | 203.122.26.2
আরে, কাল তো এই নিয়ে চ্যানেলে চ্যানেলে ডিবেট চলছিল। তো, কোন একটা চ্যানেল, সিয়েনেন আইবিএন নাকি এনডিটিভি মনে নেই, কয়েকজন লেড অফকে নিয়ে এসেছিল, মুখ অন্ধকার রেখে ইন্টারভিউ নিচ্ছিল। তারা বলল, কিংফিশার নাকি এখনও রিক্রুট করছে। কালও নাকি ওদের রিক্রুটমেন্টের অ্যাড বেরিয়েছে।
siki | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৩৫ | 203.122.26.2
এই রে ... না ধরার তো কোনও কারণ নেই। বাবা এখনও সকালে ছটা থেকে সুভাষিত, সঙ্গীতাঞ্জলী , বাংলা খবর, রবীন্দ্রসঙ্গীত, স্থানীয় সংবাদ সব শোনে। রোজ। ফোন্নং দিয়ে দেব? কথা বলে কাঁটার ঠিকঠাক পজিশন জেনে নিতে পারো। প্রপার কলকাতায় বসে কলকাতা ক না ধরার জাস্ট কোনও কারণ নেই।
নয় তো রেডিওটা দোকানে দেখিয়ে নাও একবার।
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৩৪ | 61.95.144.123
কিংফিশার কিন্তু ছাঁটাই করবে না বলেছে, শুধু জেট করছে। দেখেছ?
siki | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৩৩ | 203.122.26.2
হ্যাঁ। সিটু আর মহারাষ্ট্র নবনির্মান সেনা যদি এটা সত্যি করে দেখাতে পারে, তা হলে বলব সত্যি, কাজের কাজ কিছু করেছে এতদিনে। এবং এই এতদিনে, এতদিনে একটা ভ্যালিড ইস্যু পেলাম যেখানে এই বন্ধ, অবরোধ (জেটের বিমান উড়তে দেবো না) ব্যাপারটাকে আমার ফুলি জাস্টিফায়েড মনে হয়েছে। এর এ ছাড়া আর কোনো দাওয়াই নেই। কারণ সরকার হাত ধুয়েই ফেলেছে গতকাল, বিশ্ব হাত-ধোয়া দিবসে।
আর কলকাতা ক এফএম রিসিভারে ধরতে যাবো কোন দুঃখে? মিডিয়াম ওয়েভেই চেষ্টা করেছি। ধরে না।
h | ১৬ অক্টোবর ২০০৮ ১০:৩০ | 121.242.13.34
রাজ ঠাকরে র বক্তব্য দেখে কঠিন হাসি পেল। বোধ করি মারাঠি দের ফিরিয়ে নেওয়ার দাবীতে রফা করার চেষ্টা করবে অথবা কিসুই করবে না। অহবা মুসলমানদের প্রাইভেট সেকটরে নেওয়া চলবে না বলে দাবীও তুলতে পারে। গ্রেট ডিপ্রেসনের আমলের হিটলার হওয়ার পরিচিত পদ্ধতি।
d | ১৬ অক্টোবর ২০০৮ ১০:২৯ | 203.143.184.10
এফ এম সবসময় অন্য কোথাও থেকে ভেসে আসলেই শুনতে ভাল লাগে।
আমাদের কোঙের ২খান বড় আর মাঝারী পোজেক্ট কলকাতা চলে যাচ্ছে। নিউজীল্যান্ড আর নাইজেরিয়ার কাজ। খুশী হব কিনা, ঠিক বুঝতে পারছি না।
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১০:২৮ | 61.95.144.123
বাংলা খবরের কাগজগুলো কখনো শিখবে না। প্রতিদিনের প্রথম পাতাতেই - "এডিনবার্গ'। ওটা আদৌ এডিনবার্গ নয়। এডিনবরা।
h | ১৬ অক্টোবর ২০০৮ ১০:২৭ | 121.242.13.34
শাইনিং ইন্ডিয়ান রা শ্লোগান দিচ্ছে দেখে খুব ভাল্লাগলো। ঠ্যালার নাম বাবাজি। সিটু বলেছে দিল্লী আর কলকাতায় জেটকে বাঁশ দেবে। রাজ ঠাকরে বলেছে মুম্বই তে বাঁশ দেবে। সারা দেশে কয়েকশ ছেলে মেয়ে ফ্রানটিকালি ইউনিয়ন গুলোর সঙ্গে যোগাযোগ করেছে। টেলিগ্রাফ একটা ফিচার করেছে, কি করে এ সময়ে মাথা ঠান্ডা রাখবেন এবং কি করে নতুন চাকরি খুঁজে পাবেন। ইত্যাদি। তো অর্গানাইজ্ড অ্যাকশনের পক্ষে বিপক্ষে সওআল হবে এবং বিপক্ষরা প্রতিবারের মতই জিতবে। এবং বহুদিন পরে একটা আস্ত স্টোরি দেখলাম, গ্লোবালাইজেশনের ফলে লেবার ল এ কি অবনতি হয়েছে ইত্যাদি। ৫০০০ কোটি টাকা বিনা সুদে লোন দাবী করেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। ইন্টারনাল রুট গুলোর জন্য।
আমি জানি প্রথম বিশ্বে চাগরি করা অনেকেই বলবেন, এই তো প্রথম প্রথম দেশের মধ্যবিত্তদের , নিউ ইকোনোমি তে চাকরি নিয়ে অনিশ্চয়তা শুরু হল, এত বলতে নেই সারা বিশ্বেই রয়েছে। ইত্যাদি।
আমার বক্তব্য হল লং টার্ম সুরাহা একটাই। মিশ্র অর্থনীতির ফ্রেম ওয়ার্কের মধ্যে থাকার ব্যবস্থাটি পাকা করা এবং কর্পোদের সোশান সিকিউরিটিতে পয়হা দিতে বাধ্য করা। সেটা হওয়া সম্ভব একমাত্র সরকারী ইন্টারভেনশনে। সরকার যদি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে পয়সা দিয়ে বেইল আউট করে করুক। কিন্তু ছেলে মেয়েগুলোর চাকরীতে ফেরানোর শর্তে করুক, অথবা প্রপার রিডানডেন্সি লেটার ও টাকা দিতে বাধ্য করুক।
কে বলেছে আকাশবাণী কলকাতার এফ এম সার্ভিস নেই? আকাশবাণীর এফ এম শুনে শুনেই তো আমি বড় হলাম, তখন প্রাইভেট এফ এম মার্কেটে আসেই নি। ১০৭ না কত মেগাহার্ৎজে সেই সব টক শো ... ভোরাই, আজ রাতে, সেখানে আমার কত্তো চিঠি পড়া হয়েছে।
আর কলকাতা ক যেটা, সেটা এফ এম নয়, এ এম। কিলোহার্ৎজে আসে। এফ এম রিসিভারে কলকাতা ক কী করে ধরবে? সকাল সাতটার রবীন্দ্রসঙ্গীত এখনও দেয়, বাড়ি গেলেই শুনতে পাই।
bozo | ১৬ অক্টোবর ২০০৮ ১০:২২ | 68.227.84.133
এখন শুনেছি অটো আর ট্যাক্সি তেও এফ এম শোনায়। ফ্রী এন্টারটেইনমেন্ট।
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১০:২১ | 61.95.144.123
কলকাতায় আকাশবাণীর কোন এফএম সার্ভিস নেই (অল ইন্ডিয়া রেডিওর সাইটে দেখছিলুম)। কোনো কারণে কলকাতা ক (657kHz) ধরতে পারি না। আগে সকাল সাতটা থেকে রবীন্দ্রসঙ্গীত দিত, এখনও দেয় - কারণ আশেপাশের বাড়ি থেকে শোনা যায়। কিন্তু আমি ধরতে পারি না।
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ১০:১৪ | 61.95.144.123
এটা একটা অ্যাড, ফ্রেন্ডসের একটা প্রোগ্রামের। এর পর সে মেঘে বৃষ্টি থেকে এসএমএস আর ভয়েস মেসেজের ঘাড়ে চাপে;-)
আমি এদিক ওদিক ঘুরিয়েও একটা স্টেশন পাইনি যেখানে বকবক কমে করে গান দেয়। সব টক শো। আর মিডিয়াম ওয়েভটা ভালো ধরে না।
bozo | ১৬ অক্টোবর ২০০৮ ১০:০৮ | 68.227.84.133
এটা কি অ্যাড?
আমি ১২ বছর আগে (সত্যি এক যুগ হয়ে গেল!!) আকাশবানীর এফ এম শুনতাম। সেটা বেশ ভাল হত। বিশেষ করে রাত ১০-১২ টার টক শো। কোনো থিম নিয়ে থাকত। তা পরে আর রেডিও শোনা হয় নি।
এইটা কি কোনো কবিতা? কার? তাইলে তাকে কোশ্চেন করতুম যে সোনার মেয়ে কি শুধু জল-গামছা এগিয়ে দেওয়ার জন্যে আর খেতে দেবার জন্যে?
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ০৯:৫৪ | 61.95.144.123
আমি এফএম শুনে শুনে বোর হয়ে গেছি - স্পেশ্যালি ফ্রেন্ডস এফএম। এত ন্যাকা ন্যাকা বিরক্তিকর অ্যাডগুলো দেয় (ফ্রেন্ডসের অ্যাড) - যেমন ন্যাকা আর্টিফিশিয়াল ভাষা, তেম্নি ভয়াবহ উচ্চারণ। মাঝেসাঝে একটা দুটো ভালো গান থাকে, বাকি শুধু বাজে বকবক - আর লোকে এগুলোতে ফোনও করে বটে। প্রচুর এন্থু।
একটা স্টেশন বলো যেখানে শুধুই গান দেয় বকবক বাদ দিয়ে।
রিজওয়ানুর রহমানের আত্ম হত্যার ঘটনাটায় দিদি মনি বুদ্ধবাবুর টিমকে এক্টা গোল দেবার সুবর্ণ সুজোগ পেয়ে গিয়েছিলেন । রিজওয়ানুরের বাড়ান বলটা মাঝ মাঠে ধরে দিদিমনি এক্কেরে "প্লান্টিক বক্সের" কোন থেকে সেন্টার করে একেবরে গোলের মুখে সিবিআইদার মাথায় ফেলেছিলেন - সিবিআইদার কাজ ছিল বলটাকে গুঁতিয়ে কেবোল গোলে ঠেলে দেওয়া । কিন্তু সিবিআই দাদা আবার বেশী কেদ্দানি দেখাতে গিয়ে করলেন কেলো। কি একটা সুই সাইড নোট না কি চোতা বার করে কি সব হল্লা করল আর জাভেদখান আর সৈদুর রহমানের নামটাও জড়িয়ে দিল !আরে এতো সেম সাইড গোল ! এরা আমাদের দিদিমনি বিশেষ প্যারের লোক যে । এবার কি হবে? দিদিমনি নিশ্চই বলবে -"law will take it's own course"
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ০৯:৩১ | 61.95.144.123
কে যেন সেদিন বল্ল যে ধনতন্ত্র টিঁকে আছে "র্যাশনাল গ্রীড'-এর ওপর। ব্যাপার হল সমাজতন্ত্রের ফ্ল দেখানো হয় যখন তখন এই একটা যুক্তি দেওয়া হয় - যে মানুষ কখনো তার বেসিক ইনস্টিংক্টগুলো থেকে মুক্ত নয় - কাজেই লোকে লাভ/ক্ষতি দেখবেই, একদল মানুষ ক্ষমতা কুক্ষিগত করবে ইত্যাদি - কাজেই সাম্য একটি ইউটোপিয়া। তো "র্যাশনাল গ্রীড'-ও কি ইউটোপিয়া নয়?
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ০৯:২৭ | 61.95.144.123
আজ তো নয়, কাল - মানে ১৫ তারিখে ছিলো। এফএম-এ বহুত কপচিয়েছে এই নিয়ে।
Arijit | ১৬ অক্টোবর ২০০৮ ০৯:২৬ | 61.95.144.123
কিছুদিন আগে এসবিআই লাইফ থেকে এক এজেন্ট এসে বহুত ঝুলোঝুলি করেছিলো এসবিআই-এর ওই ইউলিপ এলিট কেনার জন্যে - তখন ৯ টাকা কত যেন। আমি তো ভয়ে কিনিনি। মার্কেট যখন হুমড়ি খেলো তখন বেশ নিজেকে ঠিক ঠিক লাগছিলো। কাল দেখি ওই ইউলিপটা সাড়ে বারো করে। কি জানি কিনলে ভালো হত কি না...
actually | ১৬ অক্টোবর ২০০৮ ০৯:২৩ | 59.94.73.170
সায়েবরা বিশ্ব হাতধোয়া দিবস পালন করেনা কারণ ওর গ্লাভস পরে থাকে যে
actually | ১৬ অক্টোবর ২০০৮ ০৯:১৯ | 59.94.73.170
জেট এয়ার ওয়েজের খোকা খুকুরা রাস্তায় নেমেছেন দেখে বেশ মজা লাগছে। অসলে বাঁশ যতক্ষণ ঝাড়ে থাকে ততক্ষণই বেশ সুন্দর ।
arjo | ১৬ অক্টোবর ২০০৮ ০৮:৪৬ | 24.214.28.245
সাহেবরা বোধহয় এই দিনটা পালন করে না।
Abhyu | ১৬ অক্টোবর ২০০৮ ০৩:০৭ | 97.81.104.16
আজকে বিশ্ব হাত ধোয়া দিবস। বর্তমানের খবর।
a x | ১৬ অক্টোবর ২০০৮ ০০:৪৬ | 143.111.22.23
এই নামটা কি ভাবে বলে - লে ক্লেৎজিও? (Le Clezio) - কেউ এর লেখা পড়েছ/এন?
arjo | ১৬ অক্টোবর ২০০৮ ০০:৩৭ | 168.26.215.54
কলি কলি ঘোর কলি.....
Blank | ১৫ অক্টোবর ২০০৮ ২৩:৫৬ | 59.93.201.207
শুধু মুম্বাই না দেশের সব এয়ারপোর্টে এমনি করা উচিৎ। মামদো বাজি নাকি, এক কথায় এত ছেলে মেয়ে বেকার। ধরে ঠ্যাঙানি
ক্যানন এক্সএসাই ভালো। নিঃসন্দেহে কেনা যায়। এক্সটিআই এর পরের ভার্সন। কিট লেন্স শুরুর দিকে ভালো। পরের দিকে ছবি তুলতে ভালো লাগলে আরও স্পেশালাইজড লেন্স লাগবে। ক্যাননের ১৮-২০০ বাজারে আসছে। আমার মতন সিগমা কিনবেন না।
I | ১৫ অক্টোবর ২০০৮ ২২:১৯ | 59.93.196.53
এই পেরথম রাজ ঠাকরের কোনো স্টেটমেন্টের সঙ্গে যাকে বলে একাত্মতা বোধ কল্লাম। যে, ফিরিয়ে না নিলে মুম্বাই থেকে কোনো প্লেন ছাড়বে না। যদিও গিমিক! তবু। এই বা কে বলে!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন