সব্বাই কনফিউজড দেখছি। বেথে Date :24 Oct 2008 -- 09:37 AM এই পোস্টটা পড়ে কবিতাটার সাথে আরেকটা গানকে কনফিউজ করে ফেলেছে।
san | ২৪ অক্টোবর ২০০৮ ১০:৩৭ | 123.201.53.144
হ্যাঁ হ্যাঁ এইরকমই কিসব ছিল। কোট করে লেখাটেখা না। জয়েরই লাইন। তবে আমার এত রাগটাগ হয়নি । মনে হল ভদ্রলোক বলতে চেয়েছেন দিনের শেষে তুমি আমার শেষ আশ্রয় টাইপের কিছু। বনলতা সেন মতন লিখতে গিয়ে ওরকম ছড়িয়ে গেছে ঃ-)
"আকাশের সবচেয়ে উঁচু তারাটাকে আমি বলি আমারও কি একটা ঘর থাকবে না? ... মাঠে মাঠে ফসল ফলানোর পর মেঘে মেঘে বৃষ্টি জাগানোর পর কোথায় ফিরবো আমি? কার কাছে? কে আমাকে জল গামছা এগিয়ে দেবে? কে আমাকে খেতে ডাকবে বলো? তুমি ছাড়া? সোনার মেয়ে? ...'
অতি ভাটের কবিতা, সবচেয়ে বড় কথা - অতি সেক্সিস্ট আউটলুক।
Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১০:৩২ | 202.91.136.4
হ্যাঁ, আমি দেখেছি। একদম কার্বন কপি।
Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১০:৩১ | 202.91.136.4
টুপিওলা আবার একটা খোরাক ছেড়েছে।
siki | ২৪ অক্টোবর ২০০৮ ১০:৩১ | 203.122.26.2
মীরাক্কেল প্রথম পর্ব কেউ দেখেছো? উত্তরপাড়া থেকে একটা ছেলে এসেছিল, উত্তাল খোরাকি খোরাকি জোক্স বলত। প্রচন্ড জমিয়েছিল। অভিনব বিন্দ্রাকে একেবারে তার মতন দেখতে। কার্বন কপি।
সবচেয়ে উঁচু তারাকে আমি বলি জয়ের কবিতার লাইন, জয়ের স্বরচিত স্বপঠিত ক্যাসেটের শিরোনাম, যা আমি কিনেছিলাম আজ থেকে অন্তত দশ বছর আগে জলপাইগুড়ির এক ছোট্ট বইমেলা থেকে। কবিতাটার লাইনগুলো একজ্যাক্ট আমার মনে পড়ছে না, তাবে তাতে কোনও তুইতোকারি প্রেম ছিল না। সবচেয়ে উঁচু তারাকে আমি বলি জয়ের একেবারে প্রথম দিকের ক্রিয়েশন, যখন একেকটা লাইন পড়তাম আর পাগলা হয়ে যেতাম।
হতে পারে এই লাইনটাকে কোট করে রিসেন্টলি এই কবিতাটা কেউ বানিয়েছে। জয় না।
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১০:২৮ | 61.95.144.123
মানে বেশ একটা কিং কিং ভাব আছে আর কি;-)
Paramita | ২৪ অক্টোবর ২০০৮ ১০:২৮ | 216.10.193.23
পাখি ক্যাটেগরি না বিয়ার ক্যাটেগরি?
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১০:২৬ | 61.95.144.123
ইয়েস - অভিনব বিন্দ্রাই বটে। কিংফিশার চলবে?
Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১০:২৫ | 202.91.136.4
অভিনব বিন্দ্রা।
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১০:২৫ | 61.95.144.123
হাঁসের ছানা, রাবড়িদেবি - আমি কিচ্ছুটি বলছি না। হনু এখন আমাদের পাড়ায়...
san | ২৪ অক্টোবর ২০০৮ ১০:২৫ | 123.201.53.144
অভিনব বিন্দ্রা বলেছিল।
Paramita | ২৪ অক্টোবর ২০০৮ ১০:২২ | 216.10.193.21
না না পাখী ক্যাটেগরি চাই -
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১০:২০ | 61.95.144.123
দাঁড়াও - র কে বিখ্যাত কার মতন জানি দেখতে বলে কেউ একটা কমেন্ট করেছিলো একবার - ভুতোই মনে হয়। খুঁজে দেখছি।
san | ২৪ অক্টোবর ২০০৮ ১০:১৯ | 123.201.53.144
যেন মুকুটহীন সম্রাট ঃ-)
san | ২৪ অক্টোবর ২০০৮ ১০:১৭ | 123.201.53.144
এই সিফো - আর আর - র-দা কে সামনাসামনি দেখলে দেখতিস কেমন নায়কোচিত হাবভাব । ছবিতে অতটা আসেনি ;-)
Paramita | ২৪ অক্টোবর ২০০৮ ১০:১৭ | 216.10.193.21
হাঁসের ছানার মত হনু আর ময়ূরবিহীন কাত্তিকের মত অরিজিৎ। একদম ক্লিয়ার। বাকিদের জন্যও একটা করে হয়ে যাক।
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১০:১০ | 61.95.144.123
না - অ্যাকচুয়ালি কবিতার ওপর রাগ নয় - যে লিখেছে তার ওপর। জয় গোস্বামী শুনে তো তার ওপর থেকে ভক্তি অদ্ধেক চলে গেলো - "যারা বৃষ্টিতে ভিজেছিলো' পড়ে বেশ একটা ভক্তি হয়েছিলো।
san | ২৪ অক্টোবর ২০০৮ ১০:০৭ | 123.201.53.144
আরে মহা মুশকিল। মধ্যবিত্ত ছেলে বিয়ে করে বৌ এসে তাকে দেখাশোনা করবে বলে - আর মধ্যবিত্ত মেয়ে বিয়ে করে বরের টাকায় ফুটানি করবে বলে - এ কি কোন নতুন কথা হল যে হঠাৎ কবিতা পড়ে রেগে যাবো ? না হয় আমি আরেকটা অল্টারনেট লিখে দেব - সোনার ছেলে তুমি ছাড়া কে আমায় অনসাইট নিয়ে যাবে? চলবে? ;-)
sinfaut | ২৪ অক্টোবর ২০০৮ ১০:০১ | 165.170.128.65
আআর মুখটা অটোমেটিক হাসি হাসি হয়ে গেল শুধু হানুদাকে দেখে। কি মিষ্টি। ঠিক যেন পথ ভুলে যাওয়া হাঁসের ছানা। ঃ-)
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:৫৪ | 61.95.144.123
রাইট। "আকাশের সবচেয়ে উঁচু তারাকে আমি বলি' - এই দিয়ে শুরু হয় অ্যাডটা। রাগটা তো তোমাদের আরো বেশি হওয়া উচিত, আমার বউ যেমন শুনলেই ক্ষেপে যায় (অবশ্য সেটা আমার থেকে ইনডিউসড - আমিই প্রথম খেয়াল করেছিলাম কি বলে);-)
san | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:৫২ | 123.201.53.144
'সবচেয়ে উঁচু তারাকে আমি বলি' এই নামে জয়ের এক পিস কবিতা ছিল। হয় সেটাই এটা, নয়তো ওই উঁচু তারাটা যে বইতে ছিল, সেই বইয়ের অন্য কোন কবিতা। এইটুকু মনে আছে। কিন্তু এত রেগে যেওনা;-)
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:৩৮ | 61.95.144.123
এক ডলার = ৫০ টাকা। ইস্স্স্স কদিন আগে হলে পুজোর বোনাসটা বেশি হত;-)
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:৩৭ | 61.95.144.123
ওই "সোনার মেয়ে' কবিতাটা জয় গোস্বামীর শুনে আমার বউও তার মাথায় জ্যাক ড্যানিয়েলস ভেঙে দাড়ি ওপড়াতে ইচ্ছুক।
ইনসিডেন্টালি, একটা গান রিসেন্টলি শুনলাম - কথাগুলো প্রথমদিকে বেশ "প্রগতিশীল' - তোকে নিয়ে ভাবনা/চিন্তা, তোকে নিয়ে ঘর বাঁধবো ইত্যাদি (নোট দ্য "তুই') - কিন্তু তারপরেই "তোর সিঁথিতে' তারার সিঁদুর - মানে এই লেবেলটা ছাড়া কিছুই হয় না আর কি...
san | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:৩০ | 123.201.53.144
বরিশালে বলে তো - হালার পো হালা - কি প্রচন্ড একটা প্যারাডক্স ঃ-)
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:২৮ | 61.95.144.123
তাইলে "হালা'। ওই "মহায়'-এর মতন।
san | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:২৭ | 123.201.53.144
এই সুমিষ্ট সম্বোধনের প্রাপকদের মধ্যে কি আমি আর পিপিও পড়ি? মানে ,ইয়ে, গ্রামারটা .....;-)
Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:২২ | 61.95.144.123
শালা!!!!!!!!!!!!!!!
(বাকরুদ্ধ অবস্থায় আর কিছু বেরোচ্ছে না)
bozo | ২৪ অক্টোবর ২০০৮ ০৫:০৩ | 164.54.145.91
দেরী হল কি? ব্ল্যাঙ্ক হ্যাপি বাড্ডে। হ্যাভ অ ব্লাস্ট ঃ-)
Du | ২৪ অক্টোবর ২০০৮ ০২:১৫ | 67.111.229.98
হ্যাবাড্ডি ব্ল্যাঙ্কি ! যা যা পছন্দের জিনিষ এখনও খাওয়া হয়নি সেইগুলো দিলাম এইসঙ্গে।
arjo | ২৪ অক্টোবর ২০০৮ ০১:৩৯ | 168.26.205.5
ব্ল্যাংকির হয়ে
এর পরে চমস্কির বই হাতে মমতা ধর্ণায় বসে। আর ব্ল্যাংকি ওর বিভিন্ন লেন্স লাগিয়ে ছবি তুলছে।ঃ)
ছবি দেখার পর কি হয়েছে সে ব্ল্যাংকি জানে।
pipi | ২৪ অক্টোবর ২০০৮ ০১:৩৪ | 141.80.168.31
দুধসাদা পাজামা পাঞ্জাবী পরা ক্লাসিক এনারাই বললে কিন্তু একজনেরই কথা মনে পড়ে। কাবলিদাদাঃ-)
নাহ, অজ্জিতকে ঠিক ক্ল্যাসিক এনারাই বলে ভাবতে পারছি না। ঐ নতুন জামাই অথবা ময়ূরছাড়া কাত্তিকঃ-)
aja | ২৪ অক্টোবর ২০০৮ ০১:২৩ | 207.47.98.129
তারপর?
Blank | ২৪ অক্টোবর ২০০৮ ০১:১৭ | 59.93.219.68
কাল রাতে স্বপ্ন দেখলুম, মমতা আমাদের বাড়ি আসিয়াছে এবং চমস্কির Hegemony or Survival আমার কাছে ধর্না চাইছে (লক্ষ্য করুন, ধার চাইছে না কিন্তু)।
Blank | ২৪ অক্টোবর ২০০৮ ০১:১৫ | 59.93.219.68
অজ্জিত দা পুরো সাদা আদ্দির পাঞ্জাবী পরা এনারাই, যারে ক্লাসিকাল এনারাই কয়।
arjo | ২৪ অক্টোবর ২০০৮ ০০:৫২ | 168.26.205.5
হনুর ছবি দেখে বুঝলাম না হনুরে দাদা কইব কিনা। তবে আগে জন্মালে মনোজ কুমারের সাথে একখান জবর্দস্ত কম্পিটিশন হত। একটু জিমে যেতে হত। কিন্তু ঠিক আছে।
র - পেটে বয়সের ভার পড়লেও, ধার কমে নি।;)
তবে মার্কেটের সেরা অজ্জিত। এনলাইটেন্ড বাবু (রাগ করো না, এটা পা টানলাম, ডিসেম্বরে খাইয়ে দেব)। ;)
বাকিদের ছবি আগেই দেখেছি তাই নতুন কিছু নাই। র কে স্বচক্ষে দেখেছি বছর দশেক আগে। আর অরিজিতের আগে ছবি দেখে ঠিক এই ফর্ম বোঝা যায় না।
Blank | ২৪ অক্টোবর ২০০৮ ০০:২৪ | 59.93.219.68
সক্কলকে কোটিস কোটিস ধন্যযোগ। অনেক কিছু খেলুম। অনেক কিছু পিলুম। এখুন লেন্সের ঝুড়ি বগলে নিয়ে যাই চলন্তিকার রিভিউ লিখিগে ঃ)
Tim | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:৫৯ | 24.127.39.26
পিপিকে এবার থেকে পিপিটি বলা যেতে পারে। ;-) ভুতোর দেয়া ছবি তো আগেই দেখলুম। সেই বিষয়ে পরে সুচিন্তিত মতামত দিচ্ছি। ঃ)
siki | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:৫৫ | 122.162.83.32
উরিন্না! বোধিবৃক্ষকে এই প্রথম দেখলাম! কিন্তু অরিজিৎ সবচে' হটকে। জাস্ট নববিবাহিত জাঁইবাবু। গা থেকে পুরো দ্যুতি ছাড়ছে "নোতুন বিয়ে' "নোতুন বিয়ে' টাইপ। একেবারে কালীঘাটের পটের বাঙালিবাবু গ'!
pipi | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:৩৪ | 141.80.168.31
ইস্স তাই তো তাই তো। ব্ল্যাঙ্কি কোথায়। ভূতো লিঙ্ক আপিয়েছে। আমার চোখে চালসেঃ-(
san | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:২৬ | 123.201.53.144
ব্ল্যাংকি নাআআআ, ওটা ভুতো। কি মুস্কিল। পিপিও যেমন ঃ-)
pipi | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:২৪ | 141.80.168.31
ও পাল্লিন, আমি আবার কোন ছবি দেখাব?? এই দুপাতা উল্টিয়ে দেখ, ব্ল্যাঙ্কি কলিকেতা ভাটের ছবির লিঙ্ক আপিয়েছে। ঐখান থেকেই তো দেখলাম।
Div0 | ২৩ অক্টোবর ২০০৮ ২৩:১৯ | 160.83.72.212
জটায়ু থাকলে প্রথম কমেডি-থ্রীলার লিখতেন --- মস্কোয় মস্করা
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন