পারলামনা! এত মেহনত পোষাবে না। আসলে ফেলে দিতে খারাপ লাগছে, কোনো ভাবে যদি রেখে দেওয়া যেত যাতে স্টোরেজ স্পেস সেরকম না লাগে! তবে মনে হচ্ছে মায়া ত্যাগ করাই ভাল। ভাবছি কিছু বাছাবাছি করে রেখে বাকি বেশীরভাগ কাবাড়ীওয়ালা কে ই সমর্পণ করব।
২০০৪? না না - এটা এই ভোটে জিতে। সেদিন তো একজন ওহায়োর স্পীচটাও বল্ল ব্যাপক - কিন্তু পুরনো স্পীচগুলোর টেক্সট খুঁজে পাইনি। আর এখন দেখেই বা কি হবে?
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১২:৩০ | 61.95.144.123
আর কি করবে? সিডি দিয়ে লোকে ডেকরেশন করে - কিন্তু ক্যাসেট দিয়ে তাও হয় না। কন্টেম্পোরারি আর্টের কথা ভাবতে পারোঃ-)
bozo | ০৫ নভেম্বর ২০০৮ ১২:৩০ | 68.227.84.133
CNN বলছে ১২৫,০০০ লোক হয়েছিল। তবু আমি এগিয়ে রাখব ফিলাডেলফিয়ার স্পীচ টা।
shrabani | ০৫ নভেম্বর ২০০৮ ১২:২৯ | 124.30.233.102
কোন স্পীচটা? যেটা ওর ফেমাস স্পীচ 2004 এর?
shrabani | ০৫ নভেম্বর ২০০৮ ১২:২৮ | 124.30.233.102
সেতো ঠিক আছে, ওর বেশীরভাগ দরকারী গানই আমার MP3 তে আছে বা সিডি আছে। আসলে আগের গাড়ীগুলোতে ক্যাসেট প্লেয়ার থাকত, তখন গাড়ীর জন্য অনেক উল্টোপাল্টা ক্যাসেট ছিল লঙ জার্নির জন্য তারপর আগে তো বন্ধুরাও গিফ্ট দিত, সেই স্কুল কলেজ থেকে। সব আছে। আমি গান নিয়ে চিন্তিত নই, গানের জন্য যদি না দরকার হয় তখন কি করে লোকে? স্রিফ কচরায় ফেলে দেয়?
lcm | ০৫ নভেম্বর ২০০৮ ১২:২৫ | 71.132.140.146
পুরো স্পীচ-টা দেখলাম। ওবামা সুবক্তা। জনগন কাঁদো কাঁদো। ওপ্রা উইনফ্রে, জেসি জ্যাকসন-দের চোখে জল। একটা ঐতিহাসিক মুহুর্ত - কিন্তু ওবামা-র নিয়ন্ত্রিত আবেগ আরো আকর্ষনীয় করে তুলেছিল স্পীচ-টাকে।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১২:১৯ | 61.95.144.123
ওবামা স্পীচটা মাইরি ব্যাপক দিয়েছে - দেখিনি, পড়লাম।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১২:১৫ | 61.95.144.123
পুরনো ক্যাসেট থেকে সব কম্পুতে ডাম্প করে নাও - আমাদের বাড়িতে এই প্রোজেক্ট চলছে এখন।
lcm | ০৫ নভেম্বর ২০০৮ ১২:১৩ | 71.132.140.146
হ্যাঁ। ডোমেস্টিক পার্টনার - টার্মটায় ঝামেলা কম।
shrabani | ০৫ নভেম্বর ২০০৮ ১২:১৩ | 124.30.233.102
আচ্ছা লোকে পুরনো অডিও ক্যাসেট নিয়ে কি করে মানে রাখে কি ভাবে বা ফেলে দেয় কোথায়? আমার বাড়ীতে একটা জানালার লফট ভর্তি শুধু ক্যাসেট। রঙ হচ্ছে তাই সব বেরিয়েছে, ভাবছি শুধু শুধু এত পুরনো ক্যাসেট এত জায়গা জুড়ে আছে!
Paramita | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৫৯ | 216.10.193.23
lcm প্রপ এইটের ফরে?
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৫৪ | 61.95.144.123
গুগুল অ্যালার্টের কথা শুনেছ? কম্পিটিটর কোম্পানি কি করছে সেটা জানার জন্য অনেকে এটা ব্যাভার করে। আমি একটা মেইলিং লিস্টে আমার অফিসিয়াল আইডি থেকে কিছু কোশ্চেন করেছিলুম - এই কোং-এর কাজের জন্যেই। তো আমাদের বড়সায়েব অ্যালার্ট পেয়ে আমারে বল্লেন প্রাইভেট মেইল আইডি ব্যাভার করতে - কারণ এরা যেমন করে, কম্পিটিটর কোংগুলোও করে - কেউ যদি জেনে ফেলে আমরা কি করছি/করবো...
প্রাইভেসি বলে আর কিছু রইলো না। বউকে পাঠানো প্রেমপত্তরও কেউ না কেউ দেখছে নিগ্ঘাত!!!
bozo | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৫২ | 68.227.84.133
ঠিক, মিনেসোটা।
a x | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৫০ | 99.165.169.180
বোজো, মিশিগান না, মিনেসোটা।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৪৯ | 61.95.144.123
বিব্স বলছে 51st স্টেট বেশ খুশি।
lcm | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৪৯ | 71.132.140.146
হে হে , ছয় জন ভোটকর্মী আর একজন ভোটার। আমি অবশ্য সাড়ে সাতটার পর গেছিলাম। দু একজন ছিল। অফিসে এক সহকর্মী বলল, যে ভোট আর ট্যাক্স শেষ মুহুর্তে দেওয়া উচিত।
বোজো, প্রপ এইট জিতে গেলে, আবার সেই পুরোনো ব্যবস্থা। "ম্যারেজ' শব্দটা ব্যবহার করা যাবে না, তার বদলে "ডোমেস্টিক পার্টনার'।
bozo | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৪৯ | 68.227.84.133
ইয়ে, সারাহ প্যালিনের ফিফথ অ্যাভিনিউ এর ড্রেস গুলি কি চ্যারিটি হবে?
a x | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৪৭ | 99.165.169.180
রাইট। ওবামার হাতে এখনও ৬৫ মিলিয়ান ডলার বেঁচে আছে, অ্যাপারেন্টলি। যাই ঘুমোতে যাই। এবারের মত ইলেক্টোরাল সোপ শেষ।
bozo | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৪২ | 68.227.84.133
মনে রেখো সেকেন্ড টার্মে রেগন ৪৯ টা স্টেট জিতেছিল। একসেপ্ট মিশিগান। ডেমোক্র্যাট ক্যান্ডিডেটের হোম স্টেট ছিল।
a x | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৪০ | 99.165.169.180
হ্যাঁ দেখলাম, বোজো। এই দেশটা পিকিউইলিয়ার। মোটামুটি ক্লিন্টনের আগে অবধি এমনকি নিক্সনের দুটো টার্মেই, ওভার-ওয়েল্মিংলি রিপাব্লিকান। যেই জিমি কার্টার এল, সাদার্ণ স্টেট্স, টেক্সাস ডেমোক্র্যাট, যদিও ক্যালিফোর্ণিয়া নয়!
প্রপ এইট জিতলে কি সেম সেক্স ম্যারেজ ক্যান্সেল হবে, না কি হবে না? এখানে দিন ২ আগে প্রপ এইট নিয়ে মিছিল হয়েছে।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১১:৩১ | 61.95.144.123
লাস্ট যে লিংকটা দিলুম তাতে এই স্টেটগুলোতে বুশদা ১৪%, ২০% ভোটে জিতেছিলো - সেগুলোতে ম্যাকেইনদা এবার ১%, ২%-এ জিতেছে - মানে বিরাট রিভার্স সুইং আর কি।
সিটি সেন্টারে এট্টু পপকর্ন খেতে যেতে হবে;-)
nyara | ০৫ নভেম্বর ২০০৮ ১১:২৯ | 64.105.168.210
আমিও মাইরি পৌনে চারটেয় আপিস থেকে বেরিয়ে মেয়েকে তুলে ভোট দিতে গেলাম। মনে হল আমার জন্যেই দোকান সাজিয়ে বসে আছে। খান ছয়েক ভোটকর্মী - আমি একা ভোটার।
bozo | ০৫ নভেম্বর ২০০৮ ১১:২৮ | 68.227.84.133
অক্ষ, জানো কি হ্যারিস কাউন্টি তে ওবামা জিতেছে? বোঝো তাহলে। যেখান থেকে রিপাবলিকান রা মেইন টাকা তোলে সেখানে ওবামা জিতেছে!!
ডালাসের মত রেসিস্ট কাউন্টি তে ওবামা ৫৭ ম্যাকেইন ৪২ !!!!
সাউথ টেক্সাস পুরো নীল। তার মানে ল্যাটিনো ভোটার ডেমোক্র্যাট কেই ভোট দিয়েছে। এই প্রথম মনে হয় হিসপ্যানিক ও ল্যাটিনো ভোটিং এত খানি মার্জ করল।
lcm | ০৫ নভেম্বর ২০০৮ ১১:২৭ | 71.132.140.146
প্রপ এইট জিতে যাচ্ছে নাকি? বেশ বেশ, ভোটটা একেবারে জলে যায় নি।
lcm | ০৫ নভেম্বর ২০০৮ ১১:২৫ | 71.132.140.146
ন্যাড়া, যা বলেছ। আমি অবশ্য এই অজুহাতে আজ সাড়ে তিনটেয় অফিস থেকে বেরোলাম। অবশ্য অজুহাতের দরকার নেই, তবু হাতের কাছে এরকম কারণ থাকতে ব্যবহার না করা ঠিক হবে না।
সাধে আমায় মার্চে নিউ ওর্লিন্সের ট্যাক্সি ড্রাইভার বলেছিল এখানে বুশ এলে লোকে পেটাতে পারে।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১১:০৩ | 61.95.144.123
এবার গুপি হওয়ার চান্স নাই। ইলেকটোরাল কলেজে ৩৩৮/১৫৫ - তাও মন্টানা, আইওয়া, ইন্ডিয়ানা, নর্থ ক্যারোলিনা বাদ দিয়ে। কোনমতেই কাছাকাছি আসবে না। আর পপুলার ভোটেও তো এগিয়ে। ২০০০-এ গুপি শুরু করেছিলো ফক্স - এবার তারাও "কল' করে দিয়েছে।
h | ০৫ নভেম্বর ২০০৮ ১১:০৩ | 203.99.212.224
পাকিস্তান আর আফগানিস্তানে আবার নতুন করে মিলিটারি ইন্টারভেনশন শুরু করলে, ইজারায়েলের ব্যাকিং একই যুক্তিতে ডিসকন্টিনিউ করা কঠিন হবে। ম্যাক্স, গাজা কে বাদ দিয়ে ওয়েস্ট ব্যাংঅক প্যালেস্তিন কে আরেকটা চুক্তি দেবে। যেটা হয়তো ওল্মার্টের কথা অনুযায়ী ২০১০ এর মধ্যে ইজরায়ের্ল টেরিটোরিয়াল ডেফিনিশনকে নির্দিষ্ট করা কথা বলবে। যেটা হওয়া মুশকিল, কারণ এই এজেন্ডায় আবার নেতানিয়েহু রা জিতে যাবে। প্লাস করাপশনের চাপ ও আছে।
h | ০৫ নভেম্বর ২০০৮ ১০:৫৭ | 203.99.212.224
হাওয়ার্ড ডিনের পলিসি নিয়ে ওবামা দু পাঁচ টাকা করে তুলেছে এটা কিছুটা ঠিক হলেও ওবামা অনেক বেশি টাকা পেয়েছে লবি গুলোর কাচ থেকে , সে জন্যেই ফেডেরাল ইলেকশন ফান্ডের বাঁধন সম্ভবত সহ্য হয় নি। অতএব বড় ব্যাকার ওর আছে। এটাকে খুব একটা পিপলস মুভমেন্ট হিসেবে দেখার কারণ এই দিক থেকে অন্তত নাই। অল্প বয়সীরা যদি সত্যি আগের থেকে বেশি ভোট দিয়ে থাকে তাহলে তবু একটু আধটু বলা যেতে পারে।
কনসেশন স্পিচ যদি ম্যাকেন দেয়, তাহলেও কি কাউন্টিং এ গুপি হতে পারে? কারণ পপুলার ভোট আর ইলেকটোরাল কলেজ ভোটের সেই ২০০০ এর ফান্ডা টা আমি পুরো বুঝিনা। ফ্লোরিডার ফক্স নিউজের ঘোষণা ভোলার নয়।
ওভারল আমার মনে হয় না, ওবামা বিরাত নতুন কিছু পরিবর্তন করতে পারবে বা করার ইচ্ছে আদৌ পোষণ করে। ইন্টারনালি। যে 'পরিবর্তন' নিয়ে এত হইচই। কারণ বড় ইন্ডাস্ট্রির ইন্টারেস্ট কে রিপ্রেজেন্ট না করার বাধ্যবাধকতা থাকতেই পারে। ফান্ডিং এর যে প্যাটার্ন তাতে। অতএব হেল্থ ইন্সিওরেন্স ইত্যাদি সোশাল ওয়েলফেয়ার কতটা কার্যকর পরিবর্তন হবে খুব সন্দেহ আছে। দ্বিতীয়তঃ মনে রাখা দরকার, যে মিলিটারি মাইট এবং ডমিনেশন থিয়োরি চলে ওয়াশিংঅটনে, তাতে জায়্গা ক এর বদলে জায়্গ খ তে ওবামা বোমা ফেলার অর্ডার করতেই পারেন। মানে আশ্চর্য্যের কিছু নেই। ওয়ার না হয়ে ক্লিন্টন এর বোম্বিং হতে পারে, বা ন্যাটোর কোসোভো অভিজ্ঞতা র মত এট্ট্য মাল্টি ল্যাটারাল একসার সাইজ ও হতে পারে। আউট সোর্সিংএর নীতির পরিবর্তন নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। কারণ পরিবর্তনের কংক্রিট কথা হয়েছে দুটো। একটা এইচ ১ বির সংখ্যা, আরেকটা এমপ্লয়ার দের ট্যাক্স। দুটো তেই গ্লোবালাইজেশন এর মূল মন্ত্র যেটা, ফ্লো অফ ক্যাপিটাল টু ম্যাক্সিমাইজ প্রফিট, এটা র পরিবর্তন আমি অন্তত এখন দেখতে পাচ্ছি না। ইকোনোমি র কথা যেটা দ্রি বলছিলেন, সেটা ই আল্টি। ৭০০ বিলিয়ন এর বেইল আউটে সই করার পরে ওবামা নতুন কিসু বিরাত আলাদা অর্থনীতি দেবেন, এটা মনে করি না। তবে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের ভোট দেখে আমার মনে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ একটা টার্ন অ্যারাউন্ড লোকে আশা করছে।
আমার ধারণা অটোমোবাইল/এনার্জি/মিলিটারি/ব্যাংকিং/ফার্মিং/ইনশিওরেন্স এই বড় ইন্ডাস্ট্রি গুলোকে বড় পরিবর্তনের সামনে ফেলার তাকত ওবামার নাই। এমনকি রেস রিলেশনের পোলেমিক ডিবেটেও ক্রেডেনি্শয়াল বাড়াতে গেলে ওকে ইমিগ্রেশনটাকে জুড়ে কথা বলতে হবে। যেটা যেকোনো মেনস্ট্রীম পলিটিশিয়ান করেই থাকেন।
bozo | ০৫ নভেম্বর ২০০৮ ১০:৫২ | 68.227.84.133
১। ওবামা ক্লিন্টনদের নাম করল না। ২। ওপ্রা কোথায়? এখন নিউ ফেস অফ শিকাগো হল ওবামা।
a x | ০৫ নভেম্বর ২০০৮ ১০:৪৭ | 99.165.169.180
he is such a show man. প্রতিবার স্পীচের পরেই মনে হয়।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১০:৪৭ | 61.95.144.123
ইজরায়েল থেকে সাপোর্ট তুলতে পারবে না। আম্রিকার একটা বড় পিলার ওইটে। দেখা যাক।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১০:৪৫ | 61.95.144.123
মিডল আমেরিকা লাল (হায় কপাল লাল কত রকমের হয়) সেটা জানি তো, তবে এবার ভোটের আগে লেখাটেখা পড়ে মনে হচ্ছিলো একটু হয়তো বদলাবে - তো খুব বেশি বদলায়নি। কলোরাডো আর নিউ মেক্সিকো আগেরবার কি দিয়েছিলো?
dri | ০৫ নভেম্বর ২০০৮ ১০:৪৩ | 75.11.190.168
তলায় তলায় যা শুনছি সেটা হল, ওবামা ইজ্রাইলের থেকে সাপোর্ট তুলে নেবে। ফাইনালি কি হবে কে জানে। তবে যা শুনছি সেটা হল নো ইজ্রাইল, নো ইরাক। কিন্তু অ্যাটাক আফগানিস্তান আর পাকিস্তান। এটা একটা বড় জিওপলিটিকাল শিফট। এর পুরো ইমপ্লিকেশান বুঝতে সময় লাগবে।
a x | ০৫ নভেম্বর ২০০৮ ১০:৪২ | 99.165.169.180
হ্যাঁ কিন্তু এই অ্যাপ্রোচটাই ইউনিক। এইভাবে কাতারে কাতারে লোকের টাকা দেওয়া। দুটাকা পাঁচটাকা করে ইয়ং পপুলেশনের কাছ থেকে।
a x | ০৫ নভেম্বর ২০০৮ ১০:৪০ | 99.165.169.180
বোজো, আমি মাঝের স্ট্রিপটার কথা বলছি, অরিজিৎএর ঐ তাকালেই লাল প্রসঙ্গে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন