এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:২৮ | 122.252.231.206
  • সকালে তেমন কিছু সাঁটানো হয়নি। ঃ)
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:২৮ | 160.83.72.211
  • ঠিক এই প্রশ্নটাই আমি কত্তে যাচ্ছিলাম। মাংস ভাত দেখে দুব্বল হয়ে ভাবলাম, থাক ঃ(((((
  • Blank | ২৭ অক্টোবর ২০০৮ ২০:২৭ | 203.99.212.224
  • সাড়ে আট্টায় মাংস ভাত!!!
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:২৪ | 122.252.231.206
  • ওকে। পরে করে দেব। এখন একটু মাংসভাত সাঁটাই। ঃ)
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:২৩ | 160.83.72.211
  • সব ম্যাসেঞ্জার বন্ধ আপিস থেকে। শুধু রয়টার্স ঃ(((((

    আমাকে মেল করো sayantan ডট de অ্যাট db ডট com এ।
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:২০ | 160.83.72.211
  • আমি প্রোচুর ভুলভাল ক্যালকুলেশান করে দু'দিন আগেই সব্বাইকে হ্যাপি দীপাবলী বলি দিয়িচি ঃ((
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:১৯ | 122.252.231.206
  • সায়ংদা কি জিটকে আসবি? কথা ছিল।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:১৮ | 122.252.231.206
  • শুভ দীপাবলী সবাইকে।
  • Blank | ২৭ অক্টোবর ২০০৮ ২০:১৭ | 203.99.212.224
  • মা মা, তুলে নে মা
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:১৬ | 160.83.72.211
  • বৃদ্ধেরা গান গাইছেন আর তুমি ডিঃ (বিসর্গ দিয়ে গালাগালি) দিচ্ছো! চ্ছিঃ।
  • Blank | ২৭ অক্টোবর ২০০৮ ২০:০৭ | 203.99.212.224
  • 'ওরা বৃদ্ধ হলেন ...'
    ---- (ডিঃ আমি গান গাইচি)
  • Riju | ২৭ অক্টোবর ২০০৮ ১৮:০৩ | 124.125.56.214
  • সবাইকে কালীপুজো আর দীপাবলীর শুভেচ্ছা
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ১৮:০০ | 61.95.144.123
  • কম্যাণ্ড হলে ম্যানপেজেস (এর একটা অনলাইন ভার্সনও আছে)। নইলে লিনাক্সের সাইটে অনেক ইনফো পাবে। মামুও একটা বই আপলোড করেছিলো - গ্নু লিনাক্স ইস্কুল বলে - সেটাও মন্দ নয়। বা "দ্য লিনাক্স কার্নেল' বলে একটা বই আছে।
  • bozo | ২৭ অক্টোবর ২০০৮ ১৭:২০ | 164.54.145.63
  • আচ্ছা লিনাক্সে ফাইল অপারেশন ইত্যাদি শেখার জন্য ভাল সহজ বই বল তো। এই বয়সে আবার লিনাক্স শিখতে হবে।
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ১৭:০২ | 61.95.144.123
  • ম্যাক তো বহুকাল আগে থেকেই আছে - পাওয়ারবুক। অ্যাপল সেটা তুলে ইনটেল ডুয়াল কোরে ম্যাকবুক দিচ্ছে।
  • siki | ২৭ অক্টোবর ২০০৮ ১৫:৪৩ | 122.162.83.10
  • মুম্বাইতে পাটনার একটা ছেলে একটা রিভলবার নিয়ে একটা বেস্ট বাস ক্যাপচার করার চেষ্টা করছিল, রাজ ঠাকরেকে গ্রেফতারের দাবিতে। মুম্বই পুলিশ প্রথম প্রচেষ্টাতেই ছেলেটাকে গুলি করে মেরে ফেলেছে।

    মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পাটিল বলেছেন, পুলিশ যা করেছে বেশ করেছে। এই রকম কাজ কেউ করবে তো মুম্বই পুলিশ তাকে এইভাবেই মারবে।

    নীতিশ কুমার বলেছেন, মশা মারতে কামান দেগেছে পুলিশ। ওকে ক্যাপচার করার চেষ্টা করা যেত, হাতে গুলি করা যেত।

    ইত্যাদি। ইত্যাদি।
  • stoic | ২৭ অক্টোবর ২০০৮ ১৪:৪৯ | 160.103.2.224
  • অরিজিত কি ম্যাক কিনলে নাকি ? জ্জিও !
  • bozo | ২৭ অক্টোবর ২০০৮ ১৩:২৯ | 164.54.145.63
  • থ্যাংক্স। ওটা অনেক আগে হয়ে গেছে। এখন আট এ গিয়ে ছেড়ে দিয়েছি। রাত ৩ টায় মাথা কাজ করছে না ঃ-)
  • bb | ২৭ অক্টোবর ২০০৮ ১৩:০১ | 117.195.167.249
  • bozo DD er nAMe-- Middle of nowehere একটা ভালো ক্লু। ওটা লিখে দেখুন।
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ১২:২৬ | 61.95.144.123
  • হুঁ - নয় থেকে বিকেলে। আপাতত অর্কজে খেতে গেলুম - সেই কলেজের কিছু বন্ধুর সাথে প্রায় আট দশ বছর পর দেখা হবে।
  • Blank | ২৭ অক্টোবর ২০০৮ ১১:১১ | 203.99.212.224
  • নাইন টা হেব্বি চাপ।
  • sinfaut | ২৭ অক্টোবর ২০০৮ ১০:২৬ | 165.170.128.65
  • আর্য বাজারে নেই নাকি? আমাকে আটের কুলু দাও। কি জ্বালা, ফালতু সময় নষ্ট করা খেলা, অথচ ছাড়াও যায়না। ঃ-(

    রেইন্ডীয়ারের নাম দিয়ে কি করবো?
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ১০:২২ | 61.95.144.123
  • আমি আজ দুপুরের পর ওই ছয় থেকে শুরু করবো। যা যা হিন্টস সব টইয়ে দেবে।
  • bozo | ২৭ অক্টোবর ২০০৮ ১০:২১ | 164.54.145.63
  • না আমি রাত জাগছি ও ক্লুলেস খেলছি। ৬ তে আটকে। ডোনাল্ড ডাকের ছবি তে। কেউ হিন্টস দিতে পারে?
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ১০:১৭ | 61.95.144.123
  • হুঁ - আউট অব দ্য ব্লু যাকে বলে। আগেরবার (আচমকা কীগানের নাম অ্যানাউন্স করার আগে) রেডন্যাপকে নাকি ডেইলি সাউথ থেকে নিউক্যাসল অবধি প্রাইভেট প্লেনে কমিউট করার অফার দিয়েছিলো অ্যাশলি।

    ডার্বি ডে টা ভালো গেলো না। মোবা ড্র করলো, নিউক্যাসল হেরে গেলো সান্ডারল্যান্ডের কাছে - স্টেডিয়াম অব লাইটসে ২৮ বছর পর!!! দুটো টিমই শেষের দিক থেকে দুই নম্বরে। ক্রিসমাসের মধ্যে না উঠে আসলে চাপ আছেঃ-(
  • h | ২৭ অক্টোবর ২০০৮ ১০:১২ | 203.99.212.224
  • হ্যাঁ আমি রেডন্যাপের এই ঝটিতি বিদায় টা বুঝলাম না। টটেনহ্যাম অনেক পয়সা দিয়েছে বোধ হয়। পোর্টসমাউথ ভালো খেলছিল, মধ্যেখান থেকে ওদের চাপ হয়ে গেল। এমনকি রিউমার ও শুনি নি। র‌্যামস এর চাকরি থাকতো না, কিন্তু রেডন্যাপ আসবে ভাবি নি।
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ১০:০৯ | 61.95.144.123
  • এই না। বেথে দামটা বল্ল বলে আমি লিখলুম - মানে ওই দামে কিনলে ম্যাক আর "আন-অ্যাফর্ডেবল' থাকে না;-)
  • h | ২৭ অক্টোবর ২০০৮ ১০:০৮ | 203.99.212.224
  • কেউ সি এল আর জেমস পড়সো নাকি? আমার ব্যাপক লাগতাছে। বিয়ন্ড বাউন্ডারি এক্কেরে ন্যাশার মতো। বোজো কি পড়সো নাকি?
  • sayantan | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৫৮ | 24.0.145.33
  • ইয়েস iMac.. শমিক মনে হয় এবার গালি দেবে। এইচপি'র ল্যাপটপে মতামত চাওয়ায় থেকে iMac ঃ)))
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৫৮ | 61.95.144.123
  • এই উইকেণ্ডে কত ঘটনা ঘটে গেছে জানতুমই না - স্পারস রামোসকে ছাঁটাই করে হ্যারি রেডন্যাপকে এনেছে। সেই রেডন্যাপ যে কিনা পোর্টসমাউথকে স্পিরিচুয়াল হোম বলে আর কোথাও যেতে চাইত না!!!
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৫৫ | 61.95.144.123
  • iMac-ও বলিনি, Mac Mini - এইটুকুন পুঁচকে একটা বাক্স আর একটা স্ক্রীন। বাড়ির সব কাজ হবে। দাম কম। iMac আরো কেতার জিনিস - ওর কোনো আলাদা বাক্স নেই, পুরোটাই মনিটরের মধ্যে। আমি তো কিনবো একটা...
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৫৪ | 24.0.145.33
  • আর ছ' মিনিট :D
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৫৩ | 61.95.144.123
  • ভক্স ওয়াগন নয়। টাটা ইন্ডিগো - স্টেশন ওয়াগন;-)
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৫৩ | 24.0.145.33
  • এটা অরিজিতদা ভালো আইডিয়া। যদি বাড়ি'র জন্য তো ম্যাক ডেস্কটপ নে না। টপ জিনিস।
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৫১ | 61.95.144.123
  • তা পাচ্ছো, কিন্তু জানলা আর ম্যাক - কোনো তুলনা হয়? ভক্স ওয়াগনের সাথে মার্সিডিজ ই ক্লাস বা জাগুয়ার? ম্যাকবুক ১৩", 2.1 core duo - তবে র‌্যাম আর হার্ড ডিস্ক কম - ৫৬০০০/-। র‌্যাম/হার্ড ডিস্ক বেশি হলে ৭০ মতন। যদি ঘাড়ে করে না নিয়ে বাড়িতে ব্যাভার করো তাইলে ২৮-এ ম্যাক মিনিও ভালো।

    http://www.apple.co.in/store/flash/macbook/macbook.html - একবার দেখে ডিসাইড কোরো। প্রেজুডিসড হয়ে নয়। আমি ম্যাক কেনার আগে জীবনে জানলা আর লিনাক্স শেল ছাড়া কিস্যু ব্যবহার করিনি।
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৫১ | 24.0.145.33
  • স্ক্রীন সাইজ বড়ো হ'লে দাম কম হয়। ১৩'' ডেলের দাম ১৭ ইঞ্চির থেকে বেশী।
  • siki | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৪৮ | 122.162.83.73
  • এইচপি পাচ্ছি ১৫.৪ ইঞ্চি।
  • sayantan | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৪৮ | 24.0.145.33
  • এইচপি ভালো জিনিস। নিয়ে নে। গ্রাফিক্স কার্ডের এক্সপ্যানশনের বাপারটা জানি না। শো-রুমে জিগিয়ে নিস একটু।

    ডেলের ল্যাপি দেশে মাইরী অ্যাতো দাম কেন!! এখানে টপ কনফিগ চল্লিশের নীচে পাওয়া যায়।
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৪৬ | 61.95.144.123
  • এম্নি ম্যাকবুকও তো ওই কাছাকাছি দামেই - ৫৬কে (১৩")!!! একশোগুণ বেটার জিনিস।
  • siki | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৪৩ | 122.162.83.73
  • ম্যাক ক্ষমতার বাইরে। পারব না। সেই কারণেই ডেল অপ্ট আউট করলাম। একই কনফিগ ডেল দিচ্ছে ৬৬,৫০০তে, আর এইচপি দিচ্ছে ৫৩,৫০০তে। সেম কনফিগ। আমি এইচপি নিচ্ছি। ডেলের থেকে এইচপি দেখতেও ভালো।

    এনভিডিয়ার ব্যাপারটা এক্সপ্যান্ডিব্‌ল তো? এখন ২৫৬ এমবি নিয়ে পরে ৫১২ করতে পারি? নাকি যা নেবার এখনই নিতে হবে?
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৪২ | 24.0.145.33
  • ও হ্যাঁ, ইউনিকোডে চাপ নেই কোনো। গুরু'র ইউনিকোড ঠিকঠাক। আনন্দবাজার, আজকাল, বাংলা ব্লগ সব আসে।
  • sayan | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৪০ | 24.0.145.33
  • জানালা'র বদনাম হলেও ভিস্তা ব্যাপারটা খারাপ নয়। পুরো র‌্যামের আধখানা ভিস্তা নিয়ে নেয়। গ্রাফিকস হুল্লাট। শুধু এনভিডিয়া'র একটা ৫১২ এমবি কার্ড নিস। আর এখনকারের কনফিগে ২৫০ জিবি ড্রাইভ আর ৩ জিবি র‌্যাম নিস। কোর টু ডুও'র এনিথিং মোর দ্যান ২ গিগস ... ব্যাস।

    ভালো কথা শোন। একটু বেশী দিয়ে একটা ম্যাক এয়ার কিনে ফ্যাল। পরের কথা চিন্তা করিস না ঃ)))
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৩৭ | 61.95.144.123
  • হাতের কাছে থাকলে দেখে নাও - যে কোন বাংলা ইউনিকোড ব্লগে গিয়ে দ্যাখো ঠিক আসছে কিনা। গুরুর ইউনিকোড ভার্সন দেখলেও হবে। যদি হ্রস্ব ই (যেমন "আমি'-তে) যদি ঠিক আসে, তাহলে ঠিক আছে।
  • siki | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৩৫ | 122.162.83.73
  • ৩ জিবি / ৩২০ জিবি স্যাটা।

    এনভিডিয়া ২৫৬ এমবি ডেডিকেটেড গ্রাফিক্স ভিডিও র‌্যাম।
  • bozo | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:৩২ | 164.54.145.63
  • ইউনিকোড জানি না। বাকি গুলো ঠিকঠাক।
    খালি দেখে নেবে মেমোরি প্রচুর আছে কি না। কারন ভিস্তা নিজেই পাচুর মেমরি খায় (প্রায় ১ জি বি)।
    আর মুভি দেখতে হলে ভিডিও কার্ডের নিজস্ব মেমরি থাকলে পারফরম্যান্স ভালো হবে।

    ডিঃ আমি কম্পু সমন্ধে অতি কম জানি।
  • siki | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:২৪ | 122.162.83.73
  • জনতা, যে জেগে আছো, আমাকে ঝট করে একবার বলে দেবে, ভিস্তা না নেবার কী কী কারণ?

    ল্যাপি নিচ্ছি মূলত এন্টারটেইনমেন্ট পারপাস, পাসটাইম হিসেবে ঘরে বসে আপিসের কাজ। বাংলা ফন্ট, ইউনিকোড, আনন্দবাজার, গুরুচন্ডালি, আজকাল, কোনখানটায় ভিস্তা ফেল করছে?

    আমি ভিস্তা আজ পর্যন্ত চোখেও দেখি নি। তাড়াতাড়ি কেউ মতামত দিলে বাধিত হই। ১০টা নাগাদ বেরোব। ঃ-))
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৮ ০৯:১৬ | 61.95.144.123
  • এটা আনফেয়ার। আমি দুদিন কম্পুতে হাত ছোঁয়াতে পারলুম না, লোকে পটাং করে দশ অবধি গিয়ে রেলা নেয়ঃ-(( ইক্যুয়াল অপরচুনিটি দিতে হবে।

    স্যানকে - আমি তো প্রপার বাম নইই। হাফ-বাম - কিছু কাজ বাঁ হাতে করতে পারি, সব নয়।

    কাল দেখলুম - মারবো এখানে লাশ পড়বে শ্মশানে; আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরী করি; উরিন্নাঃ কি ডায়লগ;-)
  • I | ২৬ অক্টোবর ২০০৮ ২১:৩২ | 59.93.211.198
  • পাই হে,
    প্রিজমাকৃতি আলু কোথায় পাই? আমি তো কোনোকালেই গোল আলু ছাড়া আর কিছু পাই নাই !
  • aja | ২৬ অক্টোবর ২০০৮ ১৯:২৬ | 66.24.211.103
  • ককবার্নের যে প্রবন্‌দ্‌ধটা হনু দিয়েছে, তার কনজারভেটিভ অ্যানালগ।


    http://www.nytimes.com/2008/10/26/opinion/26brooks.html?hp
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত