এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪৪ | 61.95.144.123
  • যা বৃ ভি দারুণ ভালো সিনেমা হয়।
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪৪ | 202.91.136.4
  • না। ন্যাকার বিপরীতে নয়। পুরুষালি মানে পুরুষালি। সবচেয়ে ন্যাকামিবর্জিত ঋজু কবিতা তো শঙ্খ লেখেন। কিন্তু শক্তির মধ্যে সেই ঋজু ব্যপারটা নেই।
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪৩ | 12.144.134.2
  • যেমন সুমনের কত কত গান আছে যেগুলো কবিতা হয়ে থাকলে প্রচন্ড ভালো কবিতা হত। গান হয়ে ঝুলে গেল ঃ-(
  • siki | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪২ | 203.122.26.2
  • কবিতার নাম মালতীবালা বালিকা বিদ্যালয়। ঃ-)

    সিনেমাটা দেখেছি। অবশ্যই ভাল লাগে নি। উপন্যাসটা সিনেমা বানানোর জন্য তৈরি হয় নি। যা খুশি টপিক নিয়ে চাইলেই সিনেমা বানানো যায় না।

    তেমনি যে কোনও কবিতা চাইলেই সুর বসিয়ে গান বানিয়ে দেওয়া যায় না। গান, সিনেমার এনজয়মেন্টের মোডটা আলাদা, কবিতার এনজয়মেন্টটা আলাদা। ওটা অন্য অনুভূতি দিয়ে বুঝতে হয়। ডিসকাশন করে বা ডিসেকশন করে কবিতা বোঝানো যায় না। কোন কবিতার কোন লাইনটা কাকে কখন কোথায় অ্যাটাক করবে, সেটা, যে অ্যাটাকিত হয়, সে-ই বোঝে। ও বোঝানো যায় না।
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪২ | 12.144.134.2
  • অপ্পন কি ন্যাকার বিপরীতে পুরুষালি বললো?

    রাজলক্ষী দেবীর কবিতা আদৌ পুরুষালি নয় - অথচ কি অ-ন্যাকা ।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪২ | 203.99.212.224
  • বোঝো, এরা শিলাজিত শোনে না। এদের কি হইবে? তাও তো আমি এখুনো গাইনি,
    'খুঁজে খুঁজে নে, বুঝে নে বুঝে, কোন ফ্রীজে থাকে কত আঁশ।
    'খুঁজে খুঁজে নে, বুঝে নে বুঝে নে কানে কানে দিয়ে যায় বাঁশ'।
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪১ | 61.95.144.123
  • অপ্পন - আপিসে কুলো আছে?
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪০ | 203.99.212.224
  • ভয়ানক ইয়ে কমেন্ট। যারে কয় পুরো ইয়ে কমেন্ট ...
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৪০ | 12.144.134.2
  • ব্ল্যাংকির কি এটা স্বরচিত?
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৩৯ | 202.91.136.4
  • শক্তির কবিতা ভীষণ পুরুষালি।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৩৭ | 203.99.212.224
  • এটা গান গাইলাম আপাতত
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৩৫ | 61.95.144.123
  • ব্ল্যাংকি এটা কি বল্ল, কাকে বল্ল?
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৩৩ | 203.99.212.224
  • আরে ও কথা থাক, তুমি অন্য কথা ভেবো।
    সামনের মাসে তোমায় নৌকা কিনে দেবো। ;-)
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৩২ | 12.144.134.2
  • স্নান বলে এক পিস পছন্দ ছিল। প্রথমদিকের । খুঁজলে আরো গোটা পনেরো পাওয়া যাবে নির্ঘাৎ যা পছন্দ ছিল।
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:৩২ | 61.95.144.123
  • যা বৃ ভি সিনেমাটা দেখেছ? শক্তিশালী প্লট, কিন্তু অখাইদ্য সিনেমা। দুজনে স্টেশনে নামলো, যতক্ষণ ছেলেটার গপ্প বলছে, ততক্ষণ ইন্দ্রাণী হালদার স্টেশনের আরেকদিকে দাঁড়িয়ে - মানে পষ্ট দেখতে পাবেঃ-)
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:২৮ | 61.95.144.123
  • ওই হল - বল্লুম যে পড়িনি, শুনেছি। গানটার চেয়ে লেখাটাই বেশি ভালো লেগেছে। যদিও লোপামুদ্রার ওপর আমার রাগ হল "আবার আসিব ফিরে' আর "যমুনাবতী' - এই দুটোর ছেরাদ্দ করার জন্যে। ইনফ্যাক্ট ওই যমুনাবতীর ছেরাদ্দ করার অপরাধে আমি ব্রততীকেও নির্বাসন দিয়েছি।
  • pipi | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:২৬ | 141.80.168.31
  • যারা বৃষ্টিতে ভিজেছিল মন্দ লাগে নি। মানে ঐ অজ্জিত যা বলল - নতুনত্ব। সূর্য পোড়া ছাই অবশ্য জমিয়ে ভাল লেগেছিল। তবে জয়ের কবিতাগুলোর মধ্যে শঙ্খ বা শক্তির ঐ দাপট বা মরদাঙ্গি ব্যাপারটা ঠিক পাই না। জয়ের কবিতাগুলো যেন ভীষণ ভদ্রলোক, কেমন নরম নরম, যেন শীতের নরম রোদ্দুরে পিঠ দিয়ে কমলালেবু খাওয়া, যেন ঠোঁট ফুলানো সুন্দরী - চুমু খেলেই মিলিয়ে যাবে। প্রথমদিকের কবিতাগুলো তো পুরো লবঙ্গলতিকা টাইপ। পরের দিক থেকে ভাল লাগতে শুরু করল। কিন্তু "জোশ' ব্যাপারটা নেই, সে যে যাই বলুক।

    এইদিক থেকে মন্দাক্রান্তাকে ব্যাপক লাগত। পুরো ধানী লঙ্কা। ধন্যি মেয়ে টাইপ। খোলামেলা, সোচ্চার, স্পস্ট এবং সুন্দর। তা বলে যেন আবার কেউ ঐ যশোধরা না কি যেন নাম ওনার নাম করে বোসো না। পুরো অখাদ্য লাগে।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:২৫ | 203.99.212.224
  • জয়ের বেনীমাধব শুনে কেমন যেন মনে সন্দো হলো জয় কে নিয়ে :-D
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:২১ | 12.144.134.2
  • যা বৃ ভি - লেখাটা ভালো, কনসেপ্টটিও ভালো, 'চরিত্র' স্লাইট ন্যাকা কিন্তু খাপ খেয়ে যায় । পড়তে বেশ ভালোই লেগেছিল।

    এইবারে কে কে আমাকে ক্যালাবে কে জানে ঃ-)

    অরিজিত, জয়ের বেণীমাধব নয়, জয়ের মালতীবালা হাইস্কুল, লোপামুদ্রার বেণীমাধব ;-)
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:১৯ | 61.95.144.123
  • কাল ইএসপিএন আর স্টারস্পোর্টসে অনেকগুলো খেলা দেখাচ্ছে - ম্যানিউ/এভার্টন, স্পারস/বল্টন এবং সর্বোপরি ম্যাকেম-জর্ডি ডার্বি। উরিন্নাঃ।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:১৫ | 203.99.212.224
  • বক্সা তে জঙ্গল আছে আর ফোর্ট আছে। আর কি আছে?
  • siki | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:০৯ | 203.122.26.2
  • প্রেজেন্টেশনটা খারাপ বলে খারাপ লেগেছে, সেটা একটা কারণ হতে পারে অবশ্য।

    কবিতাটা পুরোটা সত্যিই মনে নেই। বাড়ি গিয়ে একবার শুনে দেখব, কেমং লাগে। আমার কাছে আবৃত্তিই আছে অবশ্য।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:০৭ | 203.99.212.224
  • ঃ-D
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:০৫ | 61.95.144.123
  • শক্তি চাটুজ্জে আমি তেমন পড়িনি। তবে বীরেন চাটুজ্জে, শঙ্খ ঘোষ, প্রথম দিকের সুনীল গঙ্গো - এদের কবিতাগুলো মোটেও নেকু নয়। ইভেন জয় গোস্বামীর ওই বেণীমাধবও ভালো লেগেছিলো (পড়িনি, লোপামুদ্রার গান শুনেছি)। কিন্তু এই কবিতাটা - অসহ্য। পুরো জালি। আরো বেশি করে অসহ্য লাগে ফ্রেন্ডসের প্রেজেন্টেশনের দৌলতে।
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:০১ | 61.95.144.123
  • যা বৃ ভি আমার মন্দ লাগেনি। নতুন কনসেপ্ট - কাব্যোপন্যাস, তায় একটা শক্তিশালী প্লট।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:০১ | 203.99.212.224
  • হ্যা, শক্তি তো খালাসিটোলায় মাল খেয়ে পরে থাকতো। এরা ক্যালাবে নাই।
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৫৮ | 61.95.144.123
  • হপ্তাখানেক পরে দেবেশদার সাথে দেখা হওয়ার কথা - ওপেন সোর্স নিয়ে। তখন এই দুটো সাইট দেখিয়ে দেবো। আসলে, সার কথা বুঝেছি - পঃবঃ-র লোকজন আর অ্যাডমিনিস্ট্রেশন - একেবারে বেঙ্গলিম্যাট্রিমনি থেকে নেমে আসা পারফেক্ট ম্যাচ।
  • sinfaut | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৫৭ | 165.170.128.65
  • "লেবো" না "লিবে"। উল্লিখিত কবিগণই বেঁচে থাকলে নিত। আমি না।

    বৃ ভি পড়ি নি।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৫৪ | 203.99.212.224
  • বোঝো, কবিদের নেকু বল্লে সিঁফো আমার ছাল নিয়ে টানাটানি করে। ইহা ই কি গনতন্ত্র? ইহাই কি হ্যানো ত্যানো?
  • siki | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৫৩ | 203.122.26.2
  • যা বৃ ভি কেমন লেগেছিল?
  • sinfaut | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৪৯ | 165.170.128.65
  • হুঁ, যেমন মায়াকোভস্কি বা নেরুদা বা হোলুব বা আরাগঁ বা শক্তি। নেকু বল্লে ছাল খিঁচে লিবে।

    আমার গোঁসাই বাবুর "আত্মজীবনীর অংশ" নাকি একটা বড় কোবতে ব্যাপক লেগেছিল।
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৪২ | 202.91.136.4
  • আমি এই নেকু কবিতাটি প্রথম শুনলাম/পড়লাম। সূর্য পোড়া ছাই আর ঘুমিয়েছো ঝাউপাতা? এই দুটো দিয়ে জয় পড়া শুরু করেছিলাম।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৪১ | 203.99.212.224
  • কবিরা বেসিকালি এট্টু ন্যকা হয়। বা ন্যাকারাই বেসিকালি এট্টু কবি হয়।
  • siki | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৪০ | 203.122.26.2
  • খচে গেলে কী করার আছে, আমি ন্যাকা কবিতাই একটু বেশি পছন্দ করি। ঃ-)
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৩৯ | 12.144.134.2
  • সূর্য পোড়া ছাই থেকে অবশ্য ভালো বা খারাপ লাগতে শুরু করেছে - কিন্তু ন্যাকা আর লাগেনি।
  • san | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:৩৮ | 12.144.134.2
  • এইবারে পিপি আমার মনের কথাটি কয়েছে - কবিতাটা সেক্সিস্ট নয় , ন্যাকা। সেভাবে বলতে গেলে , জয়ের প্রথম দিকের লেখা অনেক কবিতাই আমার বেসিকালি ন্যাকা লাগে।কেমন আদিখ্যেতায় গলে যাই মরে যাই ভাব মনে হয়। সিকি অবশ্য এতে খচে যাবে, কিন্তু কি আর করা।
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:২১ | 202.91.136.4
  • লাভের গুড় পিঁপড়েতে খেয়ে যাবার একটা ব্যপার ছিল অবশ্য। যে জন্য ট্রেন মিস হল। ঃ)
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:১৬ | 202.91.136.4
  • ব্লাডি ফ্রাইডের পরে আবার ব্ল্যাক মানডে আসবে। এ হপ্তা হয়ত বন্ধ থাকবে দীপাবলীর জন্য।
  • pipi | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:১৬ | 141.80.168.31
  • ঠিক। আম্মো এটাই বলতে যাচ্ছিলাম যে সোনার মেয়েই জালি গামছা রিফু করে দেবে।
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:১৫ | 202.91.136.4
  • তাহলে খুব একটা ছড়াচ্ছি না। আমিও আনাড়ি হাতে ৯ মত পাচ্ছি। অবশ্য ট্যাঙ্ক একবারই মাত্র ভরা ছিল। এখন যাবার দিন হয়ে এল বলে কম কম ভরছি।
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:১৩ | 61.95.144.123
  • ৯-৯.৫কিমি/লিটার। ট্যাংকি অর্ধেক হলেই ভরে নেবে - ভর্তি ট্যাংকে বেশি দেয় (নাকি)।
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:১২ | 202.91.136.4
  • অরিজিত, মাইলেজ কত পাচ্ছ? এখানে শেলের দাম ৫ টাকা লিটারে কমেছে। আরো কমার কথা। ভাবছি এখন থেকে শেল ইউজ করব।
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:১২ | 61.95.144.123
  • না না - সে তো কবি পরের এডিশনে শুধরে দেবেন - "কে আমার ছেঁড়া গামছা সেলাই করে দেবে, সোনার মেয়ে?' লাইনটা অ্যাডিয়ে।
  • sinfaut | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:১০ | 165.170.128.65
  • গামছা টা এবার ছিঁড়ে যাবে। সেটা এমনকি কবির পক্ষেও সামলানো মুশকিল।
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:১০ | 61.95.144.123
  • ব্ল্যাংকি ওখানে বসে টম্যাটো সস দিয়ে পেস্ট্রি, আর চিলি সস দিয়ে সুগার কিউব খাচ্ছিলো। কাপ-ডিশগুলোও খেত হয়তো - টিথ্রীর লোকটা আজব চোখে তাকাচ্ছিলো বলে আমরা তাড়াহুড়ো করে কেটে পড়লুম যে।
  • pipi | ২৪ অক্টোবর ২০০৮ ১৪:৫৪ | 141.80.168.31
  • ঐ কবতেটা অসহ্য রকমের ন্যাকা। স্যান আর অজ্জিতের সাথে একমত। আসল কথা হল লোকটি সারাদিন মাঠেঘাটে পরিশ্রম করে হা ক্লান্ত হয়ে বাড়ি ফিরবেন আর সোনার মেয়ে তার পরিশ্রম লাঘবের জন্য জল গামছা দেবে, পাখার বাতাস দেবে (কুলো নয়ঃ-), ভাত বেড়ে দেবে ইত্যাদি। কিন্তু সারাদিন একা হাতে ঘরের কাজগুলো করতে যে মেয়ের কতখানি পরিশ্রম হয়, তারও ইচ্ছে করে কিনা যে কেউ তাকে বাতাস করুক, ভাত বেড়ে দিক কি জল দিক সেই নিয়ে কবি কেন কারোরই মাথা ব্যাথা নেই। আফটার অল ঘরের কাজগুলো আবার কাজ নাকি।

    হানুদার একটা ফোটো দেখেছিলাম গেলবার ভাটের (ভজহরি মান্না থেকে বেরিয়ে মনে হয়)। শালখুঁটির মত দণ্ডায়মান। আর যে শার্টখানা পরেছিল সেটা মনে হয়েছিল যেন পরিত্রাহি চেঁচাচ্ছে - "ফাটি যাওত ছাতিয়া'। তবে এবারের ছবিটা ব্যাপক। কেমন যেন আলাভোলা লালুভুলু টাইপ একটা ব্যাপার আছে। যেন ভোলা ময়রা অবাক বিস্ময়ে দেখছে যে তার লাভের গুড় কেমন করে পিঁপড়েরা খেয়ে যাচ্ছেঃ-)

    ব্ল্যাঙ্কিটার সামনে খাবার দাবার কিছু নেই এটা দেখে কিরকম যেন আধিভৌতিক অনুভূতি হল।

    কেউ যেন আবার রেগে যেওনা বাপু।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৪:৫৩ | 203.99.212.224
  • আপিসের পাশে ওপিয়াম আচে তো ঐ জন্যি
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৮ ১৪:৪৫ | 202.91.136.4
  • কী পচা অফিস। ব্যাকাপে এসি চলে না। ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত