এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:০১ | 168.26.205.5
  • দুর বাঃ - স্লিক খারাপ কথা।
    দুর বা* - সিনেমাটিক খারাপ কথা।
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:০০ | 160.83.72.212
  • ও। আমি গুঃ বলেছিলাম।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৫৯ | 198.96.180.245
  • ক্কঃ
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৫৪ | 160.83.72.212
  • বল দেখি একটা।
  • Somnath | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৫৩ | 85.154.255.42
  • আমি শুট অন সাইট নামাচ্ছিলাম। দেখা যাক কেমন দাঁড়ায়।
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৫১ | 160.83.72.212
  • অর্পণ, মেকেদাটু ভয়ংকর সুন্দর জায়গা। গোল গোল বোটে চড়তে/ চালাতে পারবে যেখানে জল ততটা গভীর নয়। পায়ে হেঁটে কিছুদূর যাওয়া যায়। জলের নীচে শুধু বালি। তবে বেশী ডীপ জলে যাওয়ার চেষ্টা কোরো না। জলে আন্ডারকারেন্ট খুব বেশী। ইদানিং পুলিশ প্যাট্রোল শুরু করেছে কারন কিছু অ্যান্টিসোশ্যাল কাজ ছাড়াও লোকে তুরীয় অবস্থায় টুপটাপ জলে নামে আর ওখানেই তলিয়ে যায়।

    কতদিনের ছুটী? আমি যেচে দুটো যায়গার নাম বলি?
    - জঙ্গল লজ রিসর্ট অ্যাট কাবিনী রিভার (ইন্টর্নেটে সার্চ করলে প্রচুর রেফারেন্স পাবে।)
    - সীতানদী (এটা ম্যাঙ্গালোরের কাছে। যদি প্লেন ওয়াটার র‌্যাফটিং এর শখ থাকে তো গো ভিজিট দিস প্লেস।)

    (মেকে = ছাগল। ভেড়া'কে কুরী বলে।)
  • stoic | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৪২ | 160.103.2.224
  • হনু,
    যদি সিরিয়াসলি সিঙ্গল মল্ট এনজয় করতে চাও, আমার রেকমেন্ডেশন একবার লাইফে অন্তত ওবান ট্রাই কোরো। সস্তা নয়, তাই দুনিয়ার লোক জড় করে খেও না। নিজে, সময় এবং মুড বুঝে, একলা বসে খেও। পারলে সঙ্গে রেখো কোন দারুণ ফেভারিট বই, বা স্টিরিও তে কোনো ফেভারিট ক্লাসিকাল বা জ্যাজ।
    বাইরে যদি যাও, বা চেনা জানা কেউ যায়, ডিউটি ফ্রি থেকে আনতে বোলো, বা কিনো। যদিও সব ডিউটি ফ্রি তে পাবে না। খুঁজতে হবে।
    স্কটল্যান্ডে যত সিঙ্গল মল্ট ডিস্টিলারিস আছে, তাদের মধ্যে ছ-টা কে ক্লাসিক মল্ট বলে। এর মধ্যে ওবান হল যাকে বলে ক্রেম দে লা ক্রেম।
    http://en.wikipedia.org/wiki/Classic_Malts_of_Scotland
    পরের লিংক টা শুধু রসেবশে থাকা জনতা দের জন্য।
    http://www.boozebasher.com/2007-11-20/scotch/liquor-review-oban-14-year
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৪১ | 198.96.180.245
  • বিসর্গ দিয়ে খারাপ কথা বলা যায় না?
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৩৮ | 12.144.134.2
  • যদি নয় রে বাবা - ১০০% ঃ-)
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৩৭ | 160.83.72.212
  • btw আমার যে কথাকে অজ্জিদ্দা খারাপ কথা বললে তার শেষে বিসর্গ (ঃ) ছিল। খারাপ কথা কেং কয়ে!!
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:৩৩ | 61.95.144.123
  • ওইটে যদি জয় গোস্বামীর কবিতা হয় তাইলে ভদ্রলোকের মাথায় জ্যাক ড্যানিয়েলসের একটা বোতল ভেঙে দাড়ি উপড়ে নেওয়া উচিত।

    বাড়ি গেলুম।
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:২১ | 160.83.72.212
  • আরে লোহা নাকি? দেশে ওটে সবচেয়ে মধুর। ও জিনিষ হজম না হলে গিনেস খাও গিয়া।
  • h | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:২১ | 121.242.13.34
  • বাইরে মানে বিদেশ তো? সে আর যাচ্ছি কোথায়? আর সব বিদেশে, হায়, স্কচ শস্তা নয়। ডেন্মার্কে শস্তা স্কচ একমাত্র বন্দর এলাকায় পাওয়া যায়। দুঃখের এক শেষ। পার গ্লাস ৬০ ক্রোনে দিয়ে মাত্র চারটে কি একটা যেন গ্লেন খেলাম। দু মাসে এক দিন। চিত্তে সুখ নেই দাদা কেস। তাও সেদিন লিভারপুল কারে যেন তিন গোল দিল তাই।
  • h | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:১৭ | 121.242.13.34
  • স্টৈকের সঙ্গে। শুধু অ্যান্টিকুইটি খেয়ে দেখি নি।
  • h | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:১৬ | 121.242.13.34
  • সিঙ্গল মল্টের ব্যাপারে একমত।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:১১ | 198.96.180.245
  • শিশুদের লোহাও হজম হয়।
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:১১ | 160.83.72.212
  • জ্যাক ড্যানিয়েল খেয়ে বস্তুটা একটু ওভাররেটেড মনে হল। দেশের রেড জনি ওয়াকার এর চেয়ে ভালো। ব্যক্তিগত মত।
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:০৮ | 160.83.72.212
  • সোমু লিঙ্কগুলো থেকে কিছু নামাতে পারলি?
  • sayan | ২৩ অক্টোবর ২০০৮ ১৮:০৭ | 160.83.72.212
  • কই অ্যান্টিকুইটি ব্লু নীট খেয়ে অ্যাসিডিটি হয়নি তো!
  • Somnath | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:৫৬ | 85.154.255.42
  • ব্ল্যাংকি, হ্যাবাড্ডে। এমনিতে দেখা হলে তো খাওয়াবোই।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:৪৯ | 198.96.180.245
  • যদিও অ্যান্টিকুইটি, আর্সি ইত্যাদি জল বা সোডা মিশিয়ে খাওয়া ভালো। ওগুলো নীট খেলে অম্বল হয়। ;-)
  • stoic | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:৪৬ | 160.103.2.224
  • অর্পণ কি সিঙ্গল মল্ট স্কচ খেয়ে ঐ কমেন্ট টা করল ? তাহলে আমি বেশ ভালরকম হতাশ।

    সিঙ্গল মল্ট স্কচ ঠিকঠাক হুইস্কি টাম্বলারে ঢেলে, কোনো রকম অ্যাডিশন,সাবট্র্যাকশান, অ্যাডাল্টারেশন না করে একদম নীট না খাওয়া হল ব্লাসফেমির সমতুল্য অপরাধ।
    (এক্সপার্ট মতামত, তাই নো ডিঃ)
    ঃ-))
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:৪১ | 198.96.180.245
  • স্লট মেশিন ছেড়ে টেস্ট ক্রিকেট? ফাগল!
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:৩৮ | 202.91.136.4
  • এইসব আজকালকার ছোঁড়া। কুকু দেখে লাফায়। টেস্ট ক্রিকেট কাকে বলে তো শিখল না। ;)
  • sinfaut | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:৩৭ | 165.170.128.65
  • কী ব্যস্ত লোক রে বাবা।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:৩৪ | 198.96.180.245
  • ইন ফ্যাক্ট,বেশির ভাগ মদই নীট খাওয়া ভালো। চুক্‌চুক্‌ করে বাজে সময় নষ্ট হয় না।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:২৭ | 202.91.136.4
  • নাঃ, বার্বান হুইস্কি নিট খাওয়া যেতে পারে। স্কচ কোনমতেই নয়।

    স্কচের তূরীয় আনন্দ জমে তিন নম্বর থেকে। প্রথম দুটো খেয়ে মনে হয় পয়সা জলে গেল। চার নম্বরটা খুব আরাম করে খেতে হয়। তাড়াহুড়ো করলে সোজা ব্যাক টু প্যাভিলিয়ন।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:২৪ | 198.96.180.245
  • অন দ্য রক্‌সের থেকেও ভালো ছোট্টো গেলাস থেকে নীট- প্রথমটা জ্বলবে, তারপরেরগুলো বোঝাই যাবে না। ;-)
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:২০ | 202.91.136.4
  • ও আবার কী কথা! খাবে রইস আদমির মত। অন দ্য রক্‌স। সময় নিয়ে খাবে।
  • arjo | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:১৯ | 24.214.28.245
  • জ্যা ডা ঠাণ্ডা জল চেজার ছাড়া খাওয়া যায় না। গলা থেকে পেট অবধি জ্বলে। শিভাস ও প্রায় তাই। J&D নামক সস্তায় পুষ্টিকর একটি খুঁজে পেয়েছি। ব্ল্যাংকি বলতে পারে কেমন। আমার তো দিব্য লাগে।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:১৬ | 198.96.180.245
  • জ্যা ড্যা খুব ভালো- খাস ইয়াঙ্কী সাম্রাজ্যবাদী। ;-)
  • stoic | ২৩ অক্টোবর ২০০৮ ১৭:১০ | 160.103.2.224
  • হনুর জন্মদিন কবে ? এক বোতল ভার্চুয়াল ওবান পাঠিয়ে দেবো।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৯ | 12.144.134.2
  • ও আর অরিজিতের জন্য ঃ ওই সোনার মেয়ে জল গামছা এগিয়ে দেওয়া ইত্যাদি ওইটা তো জয় গোস্বামীর কবিতা। আমি আজকে পুরোন ভাট পড়তে গিয়ে দেখলাম। এর মধ্যে কেউ অরিজিতকে আপডেটিত করেছে কিনা জানিনা ঃ-)
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৭ | 202.91.136.4
  • murchona.com -এ আছে কোন একটা খণ্ড।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৫ | 202.91.136.4
  • ইনফ্যাক্ট দেশে সব কেটেকুটে যে ডেল্টা অ্যামাউন্ট পড়ে থাকে তাতে সিগনেচার বা আরসির বেশি কিছু অ্যাফোর্ড করতে পারি না। কাজেই বাইরে গেলে একটু মুখ বদল হয়।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৪ | 12.144.134.2
  • ব্যোমকেশ কি অনলাইন পাওয়া যায়?
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৩ | 202.91.136.4
  • দেশের স্ট্যান্ডার্ডে তো অ্যান্টিকুইটি বেশ ভাল। বাইরে গেলে কেন শিভাস বা গ্লেন ছেড়ে জ্যাডা খাব? কেউ বিনি পয়সায় খাওয়ালে অন্য কথা। ঃ)
  • h | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:৪৯ | 203.99.212.224
  • তুই বোধ হয় বিনে পয়সায় খেয়ে দেখিস নি। খুব ই ভালো খেতে। যে দেশে, হায় ফোঁচ ফ্যাঁচ আমারে এই বাজারে কেবলমাত্র অ্যান্টিকুইটি খেয়ে থাকতে হচ্ছে, সেখানে ওরে জ্যাডা অমৃত।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:৪৬ | 202.91.136.4
  • জ্যাডা নিয়ে লোকের এত আদিখ্যেতা কেন? অতি বাজে খেতে।
  • h | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:২৩ | 203.99.212.224
  • হায় আমার কেন মরণ হয় না। বেঁচে থেকে কিছুই পাওয়া যাচ্ছে না, সব ই নিচ্ছে ব্ল্যাংকি বেটা। অল্প কটা দিন আগে এই জন্মেছি বলে এই অবহ্যালা। ধিক। মরণ রে তুঁহু মম জ্যাডা সমান।
  • stoic | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:১৮ | 160.103.2.224
  • ব্ল্যাঙ্ক কে শুভ জন্মদিন। আর এক বোতল ১০০% অথেন্টিক শপ্যাঁ। ঃ-)
  • h | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:১২ | 203.99.212.224
  • এই যে র বিভিন্ন লোক কে জ্যা ডা দিছে আর আমারে কিচুই দিল না।

    অক্ষ তো কথায় দেওয়া জ্যা ডা কথা সহ ফেরত নিল।

    আর কটা দিন ই বা।
  • h | ২৩ অক্টোবর ২০০৮ ১৬:০৮ | 203.99.212.224
  • র, ফোনে টাকা শেষ হয়ে গেছে। তাই কেটে গেল।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১৫:২৩ | 61.95.144.123
  • কর্নফ্লেক্স+বাংলা/চুল্লু/তাড়ি না মুড়ি+জ্যাক ড্যানিয়েলস...হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম খুব ডিবেটেবল।
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৫:১৫ | 125.18.104.1
  • মুড়ি আর কর্নফ্লেক্সের উনিশ বিশ তফাৎ। তার উপর এই রিসেশনের বাজারে অত কর্নফ্লেক্স কেনার ক্ষমতা নেই, অত কর্নফ্লেক্স কিনলে জ্যাক ড্যানিয়েলের বদলে এক বালতি চুল্লু কিনে দিতে হত।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৫:১২ | 12.144.134.2
  • মানে কেন্নো ,কর্নফ্লেক্স, গোলমরিচ , সবুজ রবার এইসব হলে বুঝতাম - কিন্তু মুড়ি?
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১৫:০৯ | 12.144.134.2
  • মুড়ি? মুড়ি কেন?
  • r | ২৩ অক্টোবর ২০০৮ ১৫:০৫ | 125.18.104.1
  • ব্ল্যাঙ্কিকে জন্মদিনে এক বাক্স আশীর্বাদ, এক বস্তা মুড়ি ও এক বোতল জ্যাক ড্যানিয়েল।

    ভারতে ফান্ড ট্রান্সফারের দুটি সিস্টেম আছে- এন ই এফ টি আর আর টি জি এস। দশ লাখের বেশি হলে আর টি জি এস, আর তার কম হলে এন ই এফ টি। এইবার আর টি জি এস বা এন ই এফ টি দিয়ে গুগলিয়ে নিয়মকানুন দেখে নাও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত