এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ২১ অক্টোবর ২০০৮ ২০:৪৮ | 24.214.28.245
  • দাদা যদি ডানহাতে ব্যাট করত। কি ভালোই না দেখতে লাগে।

  • Blank | ২১ অক্টোবর ২০০৮ ১৯:১৭ | 203.99.212.224
  • পাই দি কি মার্কেটে হ্যাস?
  • arjo | ২১ অক্টোবর ২০০৮ ১৮:৪৬ | 24.214.28.245
  • ওদিকে ক্রেডিট সিচুয়েশন ইম্প্রুভ করছে। রিসেশনটা ঠিক মতন বোঝার আগেই চলে গেল।

    আম্রিগার বিজিনেস মাইন্ড, অ্যাবস অফ মেইন থেকে ক্যামেরা কিনেছিলাম বলে মাঝে মাঝে মেইল পাঠায় কি সেল চলেছে ইত্যাদি। তো, কাল আমাকে মেল পাঠিয়েছে পার্সোনাল বেইল আউট প্ল্যান ফর আড়িয়া। বোঝো!
  • Blank | ২১ অক্টোবর ২০০৮ ১৮:২৮ | 203.99.212.224
  • কে বলে আমাকে ফোন করে পাওয়া যায় না? x-(
  • arjo | ২১ অক্টোবর ২০০৮ ১৮:১৮ | 24.214.28.245
  • কোয়ালিটি অডিট থাকলে প্রথমেই দেখতে হবে ছেলে কিনা। মেয়ে হলে কিস্যু লাভ নেই, ঝাড় খাবার জন্য প্রস্তুত থাকুন। ছেলে অডিটর হলে তার দুব্বল পয়েন টা জেনে নিন। কারুর খেলা, কারুর বিড়ি, কারুর চা বা কফি। অডিট শুরুর ঠিক আগে পরিবেশ তৈরি করুন যা নিয়ে ভাট বকবেন। বিড়ি হলে খুব সহজ একটা বিড়ি খান, তারপর চা খান, তারপর আরও একটা বিড়ি খান, মাঝে এদিক ওদিক দেশ ও দশ নিয়ে কথাবার্তা বলুন, মোটামুটি ২০ মিনিট অতিক্রান্ত। এরপর আসুন অডিট করতে বসুন, একটু সময় নিন। তারপর সব থেকে ভালো ডকুমেন্ট টা খুল অনেকক্ষণ ধরে কথা বলুন। এই একটাই ডকুমেন্ট তৈরি করতে হবে পুরো প্রোজেক্টে। বাকী ডকুগুলো অন্য প্রোজেক্টের লোগো, হেডার আর ফুটার রিপ্লেস অল করুন। দেখতে চাইলে দেখান নিশ্চিত থাকুন কেউ পড়ে দেখবে না।
  • h | ২১ অক্টোবর ২০০৮ ১৮:১২ | 121.242.13.34
  • সেই যে সত্তরের দশকে একবার তাড়াহুড়ো করে ফেলে বিপ্লব অসমাপ্ত রয়ে গেছিল, সেই দায় আজ-ও ইশান একা মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছে। কেউ যাতে অন্তত তাড়াহুড়োর অভিযোগ কোন ভাবেই আর করতে না পারে, সেই জন্য সময়ের মাত্র ১ ঘন্টা পরে দেখা দিল কাল। কি ছেলে মাইরি। শিওর শৈশবে গুঙ্গা বলেছিল।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৪৯ | 61.95.144.123
  • যাঃ ওই স্যামসাংটা আমার নোকিয়াটার ধারে কাছে আসে না রেজলিউশন দেখলে। অবশ্য এট্টু হাই এণ্ড মডেল কেমন জানি না।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৪৩ | 202.91.136.4
  • আরে এখন একবার ক্যাটালগ চেক কর। ছয় মাস আগের দাম আর এখনকার দামে আকাশ পাতাল তফাৎ।

    নোকিয়ার ব্যাটারি লাইফ সবচেয়ে ভাল। কিন্তু স্ক্রিন রেজোলিউশন আবার স্যাম্‌সুঙের মাচ বেটার। এইবার দোকানে গিয়ে দেখ।

    মুশকিলটা হল সব দোকানে হাতে নিয়ে নেড়েচেড়ে কোন দেখতে দেয় না। মানে ডিসপ্লেতে না থাকলে তোমাকে বাক্স খুলে দেখাবে না। তুমি নেবে কমিট করলে তবে বাক্স খুলবে।
  • siki | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৩৮ | 203.122.26.2
  • HTC ভালো। এটার দিল্লিতে দাম ১০-১১ হাজার।

    শস্তায় ভালো ফোন, এল জি।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৩৭ | 61.95.144.123
  • সে তো আমার বউয়ের একখান স্যামসাং আছে - দুই হাজার না কত যেন - কিন্তু বিচ্ছিরি দেখতে আর পচা ব্যাটারী লাইফ। আমার তিন বছরের পুরনো নোকিয়া ৬৬৮০ এখনও চার-পাঁচদিনে একদিন চার্জ করলেই হয়, আর নতুন স্যামসাং প্রতি আড়াইদিনে চার্জ করতে হয়।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৩৪ | 202.91.136.4
  • অল্পদামের ফোনগুলো সবচেয়ে টেকসই হয়। হারিয়ে ফেললে কোন দুক্কু হয় না। ফোনে কথা বলতে যা যা দরকার সবই আছে। ১২০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আমাদের দোকানের একটা ছেলে আগের ফোন হারিয়ে ওইটা কিনল।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৭:২৯ | 61.95.144.123
  • আমি একটা মাঝারি দামের ফোং কিনবো। এত হাইফাই কিছু চাই না, দেখতে শুনতে ভালো, এবং ভালো ব্যাটারী লাইফ হলেই চলবে। কোনটে ভালো?
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৫৯ | 61.95.144.123
  • সরি। এটা ইচ্ছাকৃত নয়, এবং এতক্ষণ পরই দেখলাম। এই ভুলটা আমার নর্মালি হয়না।
  • shrabani | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৫৬ | 124.30.233.105
  • শমীক,
    পেয়েছি একজনকে, শুকতো মাছের ঝাল ঝোল ইত্যাদি বঙ্গ ডিশ রান্না করে বাড়িতে এনে খাইয়েদাইয়ে বাসনপত্র নিয়ে যায়। লোকে বলছে ভালই।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৫৬ | 202.91.136.4
  • এইটা ঠিক না। টইয়ের লড়াই টইয়ের আখড়াতেই থাকুক না।

    ডিঃ ব্যক্তিগত মতামত ও অনুরোধ।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৪৬ | 61.95.144.123
  • যেদিন নিজেদের এই প্রোজেক্ট আনা ইত্যাদি নিয়ে মাঠেঘাটে ঘুরতে হবে সেদিন বুঝবে সবাই - তার আগে অবধি গায়ে হাওয়া লাগিয়ে মমতার আন্দোলনের সঙ্গী হতে তো পয়সা লাগে না...

    চলুক, মন্দ কি।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৪৫ | 202.91.136.4
  • রাজ থ্যাকারেকে দু'হপ্তার জন্য হাজতে পোরা হয়েছে। এইটুকু জানা গেল।
  • siki | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৩৩ | 203.122.26.2
  • পুনে বম্বের বর্তমান অবস্থা কী?
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৩১ | 202.91.136.4
  • নাঃ, পাহাড়ে বেড়িয়ে সিফোর মাথা খুলেছে। শৈলবায়ু সেবনের ফল।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৩০ | 202.91.136.4
  • সল্লেকে ভিআইপিরা থাকে। সারা বছরে কতবার লোডশেডিং হয় হাতে গুনে বলা যাবে।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৬:১৯ | 61.95.144.123
  • কদিন তো ফেরার সময় গোটা বাইপাস দেখছি অন্ধকার। আনোয়ার শাহ কানেক্টর - যাদবপুর থানা আর সাউথ সিটির জ্যাম এড়াতে পালবাজার দিয়ে বেরিয়ে উদিকে রিজেন্ট এস্টেট দিয়ে যাই - সব অন্ধকার।
  • san | ২১ অক্টোবর ২০০৮ ১৬:১৬ | 12.144.134.2
  • এইটা সারা কোলকাতায় এক না। আমাদের পাড়ায় যেমন এখন ছ মাসে আধ ঘন্টা মত পাওয়ার কাট হয়। তার বেশি না। সল্লেক বা নিউটাউনে কিরকম হয়?
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৬:০৯ | 61.95.144.123
  • আর দিনে কম করে ছয় থেকে আট ঘন্টা লোডশেডিং? নতুন ইনভার্টারগুলো ভালো বলে বেঁচে আছি। নইলে রোজ রাতে দশটায়, ভোরবেলা, দুপুরে (নেহাত আমি বাড়ি থাকি না) আর সন্ধ্যেতে এক ঘন্টার বেশি...
  • sinfaut | ২১ অক্টোবর ২০০৮ ১৬:০৯ | 165.170.128.65
  • চেন্নাই কি জলে নাকি? স্থলে তো। স্থলবায়ু বলো।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৬:০৬ | 202.91.136.4
  • জলবায়ু নিয়ে কথা হচ্ছে বুঝি?

    দেড়দিন চেন্নাই থেকে বুঝলাম কলকাতার বাতাসের আর্দ্রতা অনেক অনেক সহনীয়।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৬:০৬ | 61.95.144.123
  • মিল নয়? angry young man পুরোটাই কমন। তোমার ক্ষেত্রে দুটো অক্ষর বেশি - ডব্লু আর ও।
  • r | ২১ অক্টোবর ২০০৮ ১৬:০৪ | 198.96.180.245
  • উরিবাবা! কি পোকা হয়েছে! আর আমাদের গ্রাম সাইডে, সন্ধে হলেই কয়ালের বাগান থেকে লাখে লাখে পোকা গা হাত পায়ে লাল লাল দাগড়া দাগড়া করে দিচ্ছে।
  • san | ২১ অক্টোবর ২০০৮ ১৬:০৪ | 12.144.134.2
  • অ্যাঁ? আমার সাথে মিল? মানে?
  • siki | ২১ অক্টোবর ২০০৮ ১৬:০২ | 203.122.26.2
  • দিল্লিতে চলছে পারফেক্ট হেমন্ত। ফ্যান আর চালাতেই হচ্ছে না, রাতে গায়ে চাদর, আপিস যাওয়া আসার পথে উইন্ডচিটার মাস্ট। অন্ধকার হলেই হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে শ্যামাপোকা।
  • r | ২১ অক্টোবর ২০০৮ ১৬:০১ | 198.96.180.245
  • আমাকে ঈশেন টাটার লেজুড় বলতে পারে, বা আমি অপ্পনকে বচ্চনের ফ্যান বলতে পারি, কিন্তু আমি কখনও ঈশেনকে তুলসী চক্কোত্তি বলতে পারব না। ;-)
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৮ | 61.95.144.123
  • নাঃ সিদিন বচ্চন সায়েবের জন্মদিন ছিলো (নাকি তার আগের দিন) আর তিনি হাসপাতালে ভত্তি হয়েছিলেন - তাই পাবলিকের সেন্টিমেন্ট জানতে এয়েছিলো। আমরা গুটিকতক মিউজিক ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে হ্যা হ্যা কচ্ছিলুম বলে আমাদেরই এসে ধরলো। কিন্তু বেজায় বোর হয়েছে। স্যানের সাথে বচ্চনসায়েবের এত মিল, কিন্তু স্যানও স্টেটমেন্ট দেয়নি।

    আর খেয়েদেয়ে ফেরার সময় আমার ছেলেবেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো হবি সেন্টারে ঢুকে। ছোট্টবেলা থেকে ওই দোকানটার নাম শুনেছি - কত্ত কিছু নাকি পাওয়া যায় - গ্লাইডার তৈরীর জিনিস ইত্যাদি - ঢুকে মনটা এক্কেরে ভেঙে গেলো...ToysRUs-এ যেগুলো পাওয়া যায় তার এক্কেরে বাজে কোয়ালিটির ভার্সন ছাড়া আর কিস্যু নাই।
  • san | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৮ | 12.144.134.2
  • নাট্যশালা বলে ধমক খেলে তবুও না ?

    ইদিকে বেঙ্গালুরুতে কি চমৎকার ঠান্ডা বাতাস বইছে। ভোররাতে গায়ে চাদর দিতে হয়েছিল ঃ-)
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৭ | 202.91.136.4
  • র খুব খুব অন্যায় করেছিল। প্রকাশ্য রাস্তায় এক দঙ্গল লোকের মাঝে আমাকে দেখিয়ে বলল ইনি ওনার ফ্যান। এনারে যা জিগানের জিগান। ঃ(
  • r | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৭ | 198.96.180.245
  • সত্যি! কি করুণভাবে স্টেটমেন্ট চাইছিল। দিলেই হত। পরে তো দেখলাম দুর্গাপুজোর ভোগ খেয়ে পেট কামড়াচ্ছিল।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৬ | 202.91.136.4
  • কেউ আবার ব্যাঙ্ক লালবাতি জ্বালল কিনা সেই ভেবে ভেবে ট্রেন মিস করল। রিয়েলি।
  • siki | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৫ | 203.122.26.2
  • আমার শ্যালিকাকে ইটিভি একদিন রাস্তায় ধরেছিল। তাদের প্রশ্ন ঃ এই যে দিল্লিতে বোম্বেতে এত বোম ফাটছে, বিস্ফোরণ হচ্ছে, এত লোকের প্রাণ যাচ্ছে, কিন্তু কলকাতায় কিছুই হচ্ছে না, এ ব্যাপারে আপনার মতামত কী?

    ল্লেপ্পঃ
  • r | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৫ | 198.96.180.245
  • নাহ! এই ঘোর শরতে আম-আঁটির কথা মনেই পড়ছে না।
  • siki | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৪ | 203.122.26.2
  • কেন? র কি চোখ বুজে নিজেকে অভিষেক বচ্চনও মনে করছিল?
  • san | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫৩ | 12.144.134.2
  • শুধু প্রার্থনা কেন - অমিতাভের অসুখের কথা জানিয়ে স্টেটমেন্ট দিতেও তো বলল।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫২ | 61.95.144.123
  • ও, মাঝে চ্যানেল টেন থেকে দুটো ছোকরা এসে র-কে বল্ল অমিতাভের জন্যে প্রার্থনা করতে।
  • san | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫১ | 12.144.134.2
  • কেন, নিজেকে অপু মনে হচ্ছেনা? একবারও না?
  • r | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫১ | 198.96.180.245
  • কেন? চিলি ফিশ খেলাম, বিয়ার খেলাম। তোমরা আসার আগে আমরা টোস্ট আর চিজ মাশরুম ব্লাহ ব্লাহ ওমলেট খেলাম।
  • san | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫০ | 12.144.134.2
  • না না - কোলকাতা ভাট আর মামুর নাম একত্রে বলা বারণ ঃ-০

    আর আমি কিন্তু ঠিক বোধিদাকে রাবড়ি দেবী বলিনি।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫০ | 61.95.144.123
  • টিথ্রী-তে কফি আর পেস্ট্রি খেলুম। ব্ল্যাংকি সুগারকিউব খেলো আর টমেটো সস দিয়ে পেস্ট্রি খেলো। তাপ্পর বারবিকিউতে লাট মে কই আর স্বর্গীয় চিকেনের ঠ্যাং খেলুম।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৫০ | 202.91.136.4
  • ** দেড়েল
  • r | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৪৯ | 198.96.180.245
  • আর বালিশ! ইদিকে ঘ্যাঁও ঘ্যাঁও করে আমদইয়ের আর চিতলমাছের ঢেকুর উঠছে, উদিকে চোখ বুজে এলে কখনও মনে হচ্ছে আমি রতন টাটা, কখনও মনে হচ্ছে আমি বুদ্ধ ভটচাজ, চোখ খুললে চোকের সামনে আপিসের যত হাবিজাবি ডকুমেন্ট, কি ক্যান্টেঙ্কেরিয়াস অবস্থা!
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৪৯ | 202.91.136.4
  • এনারাই দেড়েলে পোমোকে বোধহয় নিউটাউনের মশারা রেয়াত করেনি।
  • sinfaut | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৪৮ | 165.170.128.65
  • কিন্তু চুপ চুপ কেন? আমি তো রাবড়ি দেবীর ব্যাপারে কিছু জানতে চাইছিনা। এই কোথা খেলে, কি খেলে, কারা এলো, খাওয়া ছাড়া আর কি করলে.. এইসব আরকি।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৮ ১৫:৪৮ | 202.91.136.4
  • জানলা যে ক্র্যাশ করেনি, সে আমি ভালোই জানতাম। একটু চিমটি কেটে দেখছিলাম তুমি আহা-উঁহু কর কিনা। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত