এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ০৯ অক্টোবর ২০০৮ ২০:২৩ | 117.201.97.182
  • সকলকে শুভেচ্ছা ইত্যাদি।
  • kali | ০৯ অক্টোবর ২০০৮ ১৯:০১ | 160.36.207.71
  • সবাইকে বিজয়ার শুভেচ্ছা।
  • stoic | ০৯ অক্টোবর ২০০৮ ১৫:৪৮ | 160.103.2.224
  • সব্বাই কে হ্যাপি বিজয়া।
  • P | ০৯ অক্টোবর ২০০৮ ১৪:৫৪ | 213.202.142.250
  • সক্কলকে শুভ বিজয়া।
  • sumeru | ০৯ অক্টোবর ২০০৮ ১২:২১ | 203.159.36.12
  • সকলের জন্য শুভ বিজয়া। সবাই ভাল থাকুন।

    ভাং-এর সরবত আর চন্দ্রপুলি রইল সকলের জন্য।
  • Riju | ০৯ অক্টোবর ২০০৮ ১২:১৫ | 121.247.234.27
  • শুভ বিজয়া । সবাই ভালো থেকো
  • h | ০৯ অক্টোবর ২০০৮ ১০:৫৫ | 117.201.97.133
  • হ্যাঁ রে ব্যাটা, বছরে একদিন কোত্থেকে গজিয়ে এসে, চাদ্দিক্ক নিস্তব্ধ? এম্নিতে তো কোন খোঁজ নাই।
    *****************
    আরে ওয়েব পেজ ই তো খুলছিল না। যাক ঠিকাছে। যে পড়বে তার দায় হলে, গুঈ বসিয়ে নেবে। পড়বে তো ছাই।
  • Paramita | ০৯ অক্টোবর ২০০৮ ১০:৪৮ | 216.10.193.24
  • এনিবডি হোম?
  • aja | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৫১ | 207.47.98.129
  • আমেরিকা তো ক'দিন আগেও মফস্বল ছিল (গোর ভিদাল দ্রঃ), তাই ঐ মফস্বলী কূপমন্ডুকতা (অর্থাৎ সবাই খারাপ, আমরা ভাল) রয়ে গেছে।
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৩৬ | 67.111.229.98
  • ঠিক এই কথাগুলোই মনে হয়েছে আমারও। আর অন্য কাϾট্র সম্পর্কে ওপেনলি এত যাতা কথা শুনতে আশ্চর্য্যই লাগে, এখন অবশ্য আমদের দেশে স্টেটে স্টেটে শুরু হয়েছে।
  • arjo | ০৯ অক্টোবর ২০০৮ ০২:২১ | 168.26.215.54
  • কালকের ডিবেট অসাধারণ - ফরেন পলিসিতে একমাত্র ডিফারেন্স হল ম্যাকু দাদা ইরাকে যুদ্ধ চালাবে আর বামাদা পাকিস্তানে। মানে যুদ্ধ চলবেই কোথায় সেটা দেখতে হবে। হেলথকেয়ার কি রাইট? কেউ ডাইরেক্ট উত্তর দিল না। কি বাজে কি বাজে। অর্ধেক কথার ডাইরেক্ট উত্তর নেই শুধু অমুকে তমুক বছরে এতগুলো ভোট দিয়েছে। এই হিসেব। রাশিয়াকে বললে ন্যশানলিস্ট মনোভাব অথচ ডিবেটের অর্ধেক জুড়ে ছিল আমরা আমেরিকান, আমরাই পারি জাতীয় কথাবার্তা। বাজে মানে খুব বাজে ডিবেট। কিন্তু মিডিয়ার প্রেজেন্টেশন দেখলে মনে হবে অর্থনীতি, রাজনীতি সমস্ত কিছু রিফরম্‌ড হয়ে যাচ্ছে টেনেসীতে। শিক্ষাঃ যাই করুন না কেন ঢং সে করুন।
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ০২:০৩ | 67.111.229.98
  • আরে কাল ম্যাকুদাদা নিজেই বলে দিল ,যে আমরাই তালিবানদের দিয়ে রুশিদের তাড়িয়েছি ঃ-)
  • Tim | ০৮ অক্টোবর ২০০৮ ২৩:৩২ | 24.127.39.26
  • চাদ্দিক শুনশান বুঝি?
  • nyara | ০৮ অক্টোবর ২০০৮ ২৩:২১ | 67.88.241.3
  • BanglaPlain দেখতে সুশ্রী হলেও অত্যন্ত বেয়াড়া টাইপের একটি ফন্ট। কেউ যদি ফন্ট-ডিজাইনারের কন্ট্যাক্ট দিতে পারেন, তাহলে ভাল হত। প্রচুর প্রশ্ন আছে।
  • Sayan | ০৮ অক্টোবর ২০০৮ ২৩:১৮ | 160.83.72.212
  • হট চকোলেট খাচ্ছি। সন্দেশ দেখলাম না তো!
  • I | ০৮ অক্টোবর ২০০৮ ২৩:০০ | 59.93.202.155
  • সন্দেশ আছে কোনো?
  • pipi | ০৮ অক্টোবর ২০০৮ ২২:৫০ | 141.80.168.31
  • "পিপি'লিকা কাঁদিয়া যায় পাতেঃ-)
  • I | ০৮ অক্টোবর ২০০৮ ২২:৩৭ | 59.93.202.155
  • পুজোর আড্ডা হচ্ছে না ভাটে? চাদ্দিক নিস্তব্ধো !
  • d | ০৮ অক্টোবর ২০০৮ ১৫:৪৭ | 203.143.184.10
  • ডাইরেক্ট ওয়েব পেজ থেকে প্রিন্ট মার নি নিশ্চয়। ওয়ার্ডে নিয়ে প্রিন্ট করতে দিয়েছিলে? সেক্ষেত্রে ফাইল খুলে দেখো, ওটা ওখানেই ওরকম হয়ে সেভ হয়েছে। ইহা যে ঘটিতে পারে তাহা আমি একটি মেলে উল্লেখ করিয়াছিলাম, সেখানে প্রতিকারের উপায়ও লেখা ছিল।
  • h | ০৮ অক্টোবর ২০০৮ ১৫:০৯ | 117.201.97.249
  • আমার প্রিন্টারে মামুর ফন্টে একটা লেখা প্রিন্ট নিতে গিয়ে একটা আজব ব্যাপার হলঃ

    ঈ কার আর 'গ এ হস্যু' এই অক্ষর গুলো প্রিন্ট না হয়ে একটা বাক্স প্রিন্ট হল। ধর এইরকম, 'চন্দ্র (বাক্স)প্ত ডায়র(বাক্স) লিখতেন।' বলতে নেই আমার প্রিন্টার একাধারে বানান সংস্কারক ও বেম্মো।

    ****************

    শান্তনুদা, আপনার খোঁজ করতে গেছিলাম।

    *******************
    সোমনাথ, মেল করছি। কথা আছে।
  • pipi | ০৮ অক্টোবর ২০০৮ ১৪:২৬ | 141.80.168.31
  • এটা কার লেখা কেউ বলতে পারবে?

    "আশ্বিনেতে পূজোর ছুটি হবে
    মেলা বসবে গাজনতলার হাটে,
    বাবার নৌকো কতো দুরের থেকে
    লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে।
    বাবা মনে ভাববে সোজাসুজি,
    খোকা তেমনি খোকাই আছে বুঝি....'
  • Du | ০৭ অক্টোবর ২০০৮ ২৩:০০ | 67.111.229.98
  • পাল্লিনের হাতে কলম থাকলে পুজোর সেই রোদ্দুর ছুঁতে পাবোই সে যেমন ভাবেই থাকি না কেন।
  • I | ০৭ অক্টোবর ২০০৮ ২২:৫১ | 59.93.203.173
  • অ বেটাবেটীরা, বেশী কথা না বাড়িয়ে আমি অর্কুটে পুজো ইস্পিসাল ছবি তুলচি, দ্যাখসে!

    আর, ই কি সার্ভার!! ই কি ব্যাভার !! ছিঃ !!!!
  • pipi | ০৭ অক্টোবর ২০০৮ ২১:৪৯ | 78.52.225.254
  • আমি কিছুতেই গুরু খুলতে পারছিলুম না!! আর কি স্লো কি স্লো!
    অ পাল্লিন, সোনামুখীতে তো আমার বাবা এককালে চাগরী কত্ত, সোনামুখী যেতে অসুবিধে হবে না কো। মনোহরতলা, তাঁতীপাড়া এইটা জানা ছেল না। পাঠার ঝোল ভাত - হ্যাঁ মনে আছে, নেমন্তন্ন তুই আগেই করে রেখেছিস। গেলে তো অবশ্যই হাপসে খাবঃ-) তবে আমার যাবার তো কোন সম্ভাবনা দেখছি না অন্তত এদানীং কালের মধ্যে, গেলে মা বাবাই গুটিগুটি যাবে হয়তো।

    দমদি, সে খুকী পটল তুলেছে তাই নটে গাছটাও মুড়িয়েছে।
  • Abhyu | ০৭ অক্টোবর ২০০৮ ২১:৩২ | 97.81.104.16
  • আচ্ছা চার মাস চার দিনটা মহাকালের হিসেবে কেমন? ঈশানদা? দমুদি?
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:৩৯ | 203.143.184.10
  • নাঃ বাড়ী যাই। তোমরা আনন্দ করে ভাটাও।
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:৩৮ | 203.143.184.10
  • (নাঃ আমি বোধহয় সত্যি সত্যি স্যাডিস্ট হয়ে যাচ্ছি। আমার এখন রাঙাকে বেধড়ক ক্যালাতে ইচ্ছে কচ্ছে। অথচ মা ছোটবেলায় শিখিয়েছিল পুজোর দিনে নাকি কাউকে মাত্তে নেই।)

    পাল্লিন, ডিডির কম্পু ঠিক থাকলে দেখতে এই বিষয়ে কতকিছু বলে দিতেন
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:৩৪ | 78.16.31.127
  • ও দম বাঙ্গালী পুজো নে আদিখ্যেতা করবে না তো ওনাম নে করবে না কি ?
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:৩২ | 198.96.180.245
  • কিচু না। এম্নি। দুদেভাতে। আব্বুলিশ।
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:৩১ | 203.143.184.10
  • অ পিপি সেই খুকীর গল্পটা শেষ কর না।
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:৩০ | 203.143.184.10
  • কি্‌ক্‌ক্‌কইইইইই?????
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:২৯ | 198.96.180.245
  • দারোগা এয়েচে বলে ভয়ে লড়বড় কর্চে।
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:২৬ | 203.143.184.10
  • আর এই নতুন সার্ভারটা কেমন নড়বড় করছে। কি স্লো রে বাবা!
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:২৬ | 78.16.31.127
  • পিপস বেইবে , তোর মারে বলে দিস তাঁতীর বাড়ি এনিয়ে জাবার জন্যি এক ফাটাফাটি গাইড আছে আমার দিদি। আর তাঁতীর বাড়ি আমাদের পাড়াতেই , কাজে সোনামুইতে নেমে আমাদের বাড়িতে খানিক জিরিয়ে পাঁটার ঝোলু আর ভাতু খেয়ে দিদির তাঁতেপাড়ার গাইডেড ট্যুর শুরু হতে পারে।
    তবে সোনামুখী আসাটা এট্টু ঝকমারি , গাড়িতে এলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে দুর্গাপুর পজ্জন্ত এসে বেলিয়াতোড় হয়ে সোনামুখী। একটু ঘোরা হয় কিন্তু রাস্তা ভল বলে সময় অনেক কম লাগে।
    না হলে বদ্দমান এসে সেখান থেকে বদ্দমান-বাঁকুড়া রোডের মাঝপথে সোনামুখী পড়ে। সোনামুখীতে ঢুকে রথতলা বা বাজার এ যে কাউকে মনোহরতলার ডিরেকশান নিয়ে মনোহরের মন্দিরের কাছাকাছি গিয়ে তাঁতীপাড়া জিগালেই হবে।
    আর শীতে গেলে তো এই শর্মা নিজেই সাথে যেতে পারে। তুই ও আসবি নাকি ?
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৯:২৬ | 203.143.184.10
  • পুজো নিয়ে লোকের কত্ত আদিখ্যেতা .....
  • Suvajit | ০৭ অক্টোবর ২০০৮ ১৮:৫১ | 124.179.110.169
  • দাদা রিটায়ার করছে অস্ট্রেলিয়া সিরিজের পর। http://www.rediff.com/cricket/2008/oct/07gang.htm
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৮:১৫ | 198.96.180.245
  • অ্যামন এক হতচ্ছাড়া জাগায় আপিস বানায়েছে যে আজ পুজো না বাংলা বন্ধ্‌ বোঝা যায় না।
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৮:১১ | 198.96.180.245
  • আজ বাড়ি থাগলে ধুনুচি কম্পিতে নামা যেত। ঃ-(
  • pipi | ০৭ অক্টোবর ২০০৮ ১৮:০০ | 78.52.225.254
  • হ্যা হ্যা, মাটিই বটে তবে প্রস্তরীভূত, এই যাঃ-))
    অ পাল্লিন, আমার মা আমারে বেশ কয়েকবার তোমারে জিগাতে কয়েছে, আমি খালি খালি ভুলে যাই। সোনামুহীতে সিল্ক বালুচরী কিনতে গেলে কোন তাঁতীর ঘর সবচে ভাল? ত্যানার নাম ঠিকানা দিতে পার? আর সোনামুহী ইস্টিশান থে সেখানে কিভাবে যাওয়া যাবে - এই কটি কচি কোশ্নো যদি একটু বলে দাও।
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৮:০০ | 125.18.104.1
  • না, জোকও আচে। আমি কি কর্ব বুজতে না পেরে জোক পর্চি-

    মন্টুদার নতুন গাড়িতে চড়ে বাজার থেকে ফিরে বউদি বললেন, কারবুরেটরে জল জমেছে।
    মন্টুদাঃ গাড়ি কোথায়?
    বউদিঃ পুকুরে।
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৫৮ | 78.16.31.127
  • হুঁ। জ্যানের শেষ অব্দি।
    ইস্‌স আর দু-হপ্তা পরে হলে আম্মো জয়েন কত্তুম।

    আপাবো। আগে আমি পাই তো। গেলবার তো সিডি দে কি সুন্দর মন্ডপ বানিয়েছিল , ওর্কুটে দিয়েছিলাম , মামু কত্ত পোশোংসা কল্ল।
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৫৬ | 78.16.31.127
  • ঐ যে বল্লুম , হয় কোবতে নয় সেডিজ্‌ম।
    নইলে পিপির মতন মাটীর মেয়ে কাশের কান কেটে গাজর সেদ্দ খায় !
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৫৫ | 203.143.184.10
  • অক্টোবরের শেষ সপ্তায় মিঠুর সাথে শপিঙের পেল্যান।

    ৩ মাস মানে যদি জানুয়ারী অবধি হয় তাহলে আসতেও পারি।
  • r | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৫৩ | 125.18.104.1
  • সোনামুকির পুজোর ছবি আপায়া দ্যাও।
  • pipi | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৫৩ | 78.52.225.254
  • কে বল্লে নেই? এই তো আছি। হুঁ হুঁ বাওয়া, বল্লে হবে? এবারে আমার পূজোর পেল্যান পূজো মহোচ্ছবে না যাওয়া, কোন পূজো সংক্রান্ত ওয়েবসাইট না দেখা, না পড়া, কোন পূজোর ফোটো না দেখা, নো বাড়িতে ফোন, মোদ্দা কথায় নো পূজোর পাট। পার্কটার যে সরু পায়েচলা পথ দিয়ে ল্যাব যাওয়া আসা তার দুধারে কাশ ফুলের মতন কি যেন এক গোছা ঘাস এই বৃষ্টি বাদলা ঠাণ্ডা কনকনে স্যাঁতসেঁতে ওয়েদারেও মাথা দুলিয়ে দুলিয়ে নাচছিল। আমি তাদের এই চরম সাহস দেখে যাকে বলে স্তম্বিত হয়ে আজ ল্যাবে যাবার পথে এই বড় একখান কাঁচি নিয়ে কচ্চাৎ করে কেটে তাদের ডিউয়ারে গুঁজে ল্যাব ডেস্কে রেখে দিয়েছি। থাক, ঐখানেই বেশ মানাচ্ছে। এখন আর দুলতে পারবে না, নটনড়নচড়ন। আর ক্যান্টিন গিয়ে বেকড রেড্‌বার্চ, মিনি গাজর সিদ্ধ আর ভাত ক্রীম সস দিয়ে খেয়ে এসে ডেকুর তুলছি। হেউ।
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৫২ | 78.16.31.127
  • ইস্‌স্‌স। দম শীতে কোলকাতা আসবে নাকি ? মিঠুর সাথে শপিং কল্লে ?
    আমি মাসতিনেক দেশে থাকবো , সোনামুখীতে সিল্ক-শপিং করবে নাকি ?
  • P | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৪৯ | 78.16.31.127
  • এইবার আমাগো সোনামুখীতেও থীমপুজো। ভাঙ্গাবাড়িতে চাঁদের আলো না কি। প্যান্ডেল দেখে সবার মুখ আর নাকি বন্ধ হয় না। আবার পাড়ার পুঁটেদের নাকি দুগ্গা-গনেশ ইত্যাদি সাজিয়ে নগরপরিক্রমা। সব মিস হয়ে হাতে রইল কাবাবিশের নান আর মুর্গী।
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৪৯ | 203.143.184.10
  • ইদিকে জানো পাল্লিন, আমাদের আপিসে কাল লখ্‌নৌ চিকনের সমস্ত জিনিষপত্তরের প্রদর্শনী হবে। আপিসেই কেনাকাটি করার চান্স পেয়েও মনটা এট্টু খুশী খুশী হয়ে গেছে।
  • d | ০৭ অক্টোবর ২০০৮ ১৭:৪৬ | 203.143.184.10
  • সে যাই বল বাপু ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত