এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১১:৫০ | 203.99.212.224
  • কারুর প্লে স্টেশন আছে?
  • Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১১:৩৪ | 203.99.212.224
  • অভ্যু দা কি বেঁচে হ্যাস?
  • Abhyu | ১৩ নভেম্বর ২০০৮ ১১:২৮ | 97.81.104.16
  • শুতে যাই বন্ধুগণ। গুন্নাইট। কাল সকালে আবার ২০০টা সিঙ্গাড়া কিনতে যেতে হবে। ৫০ টাকা অ্যাডভান্স দেওয়া আছে।
  • Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১১:২৩ | 203.99.212.224
  • সিফো কত্ত নাড়কেল নাড়ু খায়
  • sinfaut | ১৩ নভেম্বর ২০০৮ ১১:২১ | 165.170.128.65
  • ঃ-((
    কি বাজে খোঁটা দেয় লোকে।
  • san | ১৩ নভেম্বর ২০০৮ ১১:১৯ | 220.227.64.98
  • ছিঃ, সিফোটা সত্যি এত বড়লোক। ছি ছি। আর কথা বলবনা।
  • h | ১৩ নভেম্বর ২০০৮ ১১:০৩ | 203.99.212.224
  • কে জানে ভুল ভাল কিছু সার্চ করেছি।
  • h | ১৩ নভেম্বর ২০০৮ ১১:০১ | 203.99.212.224
  • La Iglesia Maradoniana - অরিজিত গার্ডিয়ানে এইটা পড়ে দেখো। হিলারিয়াস।

    ন্যাড়া/সিফো/সিকি - আমি সত্যি সার্চ করে পাই নি।
  • sinfaut | ১৩ নভেম্বর ২০০৮ ১০:৪৩ | 165.170.128.65
  • হানুদা গম্ভীরভাবে গুগলকে পাত্তা দিচ্ছে না।
  • nyara | ১৩ নভেম্বর ২০০৮ ১০:৩০ | 64.105.168.210
  • হনু যে কি বলে! এট গুগুলের দু নং লিংক। লাখ লাখ রেজাল্ট আসবে 'judith butler obama' সার্চ দিলে।

    http://www.indybay.org/newsitems/2008/11/05/18549195.php
  • siki | ১৩ নভেম্বর ২০০৮ ১০:২৭ | 203.122.26.2
  • ট্র্যাশে গিয়ে জঞ্জালের ভেতর খুঁজে দ্যাখো না।
  • h | ১৩ নভেম্বর ২০০৮ ১০:২০ | 203.99.212.224
  • জনগণ , জুডিথ বাটলারের একটা লেখা, আনক্রিটিকাল এক্সুবারেন্স, ওবামা ফেনোমেনন সম্পর্কে। জোগাড় করতে পারলে পোড়ো। আমারে একজন পাঠিয়েছে। লিংক নয়, টেক্সট। তাই অথেন্টিক কিনা জানি না। তার দাবী হল, এটা নেটে নেই বলে সে টুকে পাঠিয়েছে। কিন্তু কোত্থেকে টুকেছে লেখে নি। সেই মার্কেজের নামে গুপি লেখাটার পর থেকে এই কেস গুলো আমি একটু সন্দেহের চোখে দেখি। কিন্তু লেখাটা র যা কোয়ালিটি, জুডিথ বাটলার হতেই পারেন।
    এইবার আমি আরো অপূর্ব, ইনবক্স পোস্কার করতে আমি গম্ভীর ভাবে ডিলিট করে দিয়েছি।
  • siki | ১৩ নভেম্বর ২০০৮ ১০:১৬ | 203.122.26.2
  • প্রসঙ্গত, লালগড় নিয়ে এইবার কিন্তু দেখছি মিডিয়া বেশ রহস্যজনকভাবে চুপচাপ। খুব একটা হাইলাইট হচ্ছে না।

    ওরা আদিবাসী বলে?
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:৫৫ | 208.57.131.4
  • সন্দ হয় ভারতীয় ভূত। এখনো জেটল্যাগ কাটেনি। ঃ D
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:৫৩ | 208.57.131.4
  • উহুঁ, অন দ্য ভার্জ, বাত্তি গেল আর একটা আরশোলা তখনি ফরফর করে উড়ে এসে তোমার গায়ে এসে পড়ল।

    চিৎকারটা এর পরে আসবে।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:৫২ | 24.214.28.245
  • তবে একটা কথা আছে। আমি তো জানতাম ভূতেরা দুক্কুরবেলা ঢেলা মারে। মাঝরাতে ঠেলা মেরে জাগিয়ে দেয় যখন তখন রসিক ভূত, অপ্পন কাল্টিভেট করে দেখতে পারো। ঃ))
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:৪৮ | 208.57.131.4
  • চাট্টে মোটে ঘর!
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:৪৪ | 24.0.145.33
  • ভয় কি হয় না একেবারে। ছোটঘরে গিয়ে বসেছো, ঠিক অন দ্য ভার্জ এমন সময় বাত্তি গুল আর একটা জুতসই পিলেচমকানিয়া চীৎকার। সব প্যাভিলিয়ানে ফিরে যাবে।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:৪৩ | 24.214.28.245
  • কথা বলতে বলতে আর একবার শুনে এলাম।
  • sinfaut | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:৪১ | 165.170.128.65
  • ভূতে ভয় না পেলে বড়লোক হয়?
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:৩৭ | 208.57.131.4
  • সিফোঁ কী বড়লোক! ;-)
  • sinfaut | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:২৮ | 165.170.128.65
  • এখন আর আগের মতন ভূতের থ্রীল পাই না। আমি তো একাই থাকি, বাড়িতে চারটে ঘর, পিছনে নারকেল গাছ দেওয়া উঠোন, অন্ধকার। কতবার চেষ্টা করেছি, ঘুমোনোর আগে একটু ভূত, ডাকু, চোর, হ্যানিবাল লেক্টার ইটিসি মনে করে ভয় পেতে, কিছুতেই কিছু হয়না আর, কিছুক্ষন বাদে বোর হয়ে ঘুমিয়ে পড়ি। ঃ-)
    জেবনে আর কোনো চমক রইল না।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:০৯ | 24.214.28.245
  • তারই জন্য রাখা আছে বাইবেল। ফোনের ঠিক পাশেই। বালিশের নীচে নিয়ে শুয়ো। দেখবে ঐ হোটেলই কেমন "লাভলি প্লেস"।
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ০৮:৫১ | 208.57.131.4
  • এইবার বুঝেছি কেন রাত তিনটেতে আমার ঘুম ভাঙে রোজ।

    কিন্তু আমার কী হবে? ইউ ক্যান চেক আউট এনি টাইম য়ু লাইক, ইউ ক্যান নেভার লিভ।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ০৮:৩৫ | 24.214.28.245
  • ভূত নিয়ে ইয়ার্কি? ক্যালিফোর্নিয়ার হোটেল, হুম। ভাবনার কিছু নেই। সাবধানে থেকো। সেরকম কিছু দেখলে যীশুর কথা মনে করো। দেকো ভূল করে গায়ত্রী জপ করো না। সাহেবরা আবার নিজেদের দেবতা ছাড়া অন্য কাউকে মানে না।
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ০৬:১৮ | 24.0.145.33
  • দু চিঠি পেয়েছো?
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ০৪:১৬ | 65.194.243.232
  • ছানা ভূত বেশ কিউট দেখতে। ঃ)
  • aja | ১৩ নভেম্বর ২০০৮ ০৪:০৩ | 207.47.98.129
  • আজ্জোর আসল পোশ্নের উত্তরে। হ্যাঁ, ফুলকপি খেলে মনিষ্যিদের মত আরশোলাদেরও পুষ্টি হয়।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ০৪:০২ | 168.26.215.13
  • আপিস থেকে সবাই চলে গিয়েছে। এই বাজারে আর থাকা নিরাপদ নয়। রাম রাম।
  • nyara | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৫৯ | 67.88.241.3
  • না চিলেকোঠা নয়। তিনতলা থেকে দুটো সিঁড়ি (মাইন্ড ইউ, কাঠের সিঁড়ি) উঠে একটা চাতাল আর ঘর - সেটার নাম সাড়ে তিনতলার ঘর। বাই দা ওয়ে, দোতলা থেকে তিনতলা ওঠার সিঁড়িও ছিল কাঠের। ঠিক দুক্কুরবেলা নাকি বাড়ি নিঃঝুম হয়ে গেলে ভুতেরা ঐ কাঠের সিঁড়ি দিয়ে দুমদুম করে ওটানামা করে ওম্মার ঝিমুনির ব্যাঘাত ঘটাত মাঝে মাঝে।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৫৯ | 168.26.215.13
  • কেন মনিষ্যি? ফুলকপি খাওয়া মনিষ্যি তো কিছু কম দেখলাম না।
  • aja | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৫৬ | 207.47.98.129
  • এই 'আরশোলাদেরও' ব্যাপারটা বুঝলাম না। আজ্জো আর কাদের কথা বলছে?
  • aja | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৫৫ | 207.47.98.129
  • উল্টো দিক থেকে গুনলে বড়োনাইন?
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৫৫ | 65.194.243.232
  • জঘইন্য। জার্সিতে আর্শুলা?

    ঈশান, দুদির কথামত ছবিটা আমাকে পাঠাও।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৫৪ | 168.26.215.13
  • আচ্ছা ফুলকপি খেলে মানে বেশি খেলে আর্শোলাদেরও কি ইয়ে হয়?
  • Du | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৫৪ | 67.111.229.98
  • রাঙানাইন , ফুলনাইন কিংবা ননাইন ফ্লোরও বলতে পারে।
  • aja | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৫১ | 207.47.98.129
  • নাঃ, আরশোলারা বোধহয় ফুলকপি খেয়ে ফেলল, আর কলিফ্লাওয়ার স্টাফড হয়ে গেল।
  • Du | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৪৯ | 67.111.229.98
  • ওরে বাবারে।
  • Du | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৪৮ | 67.111.229.98
  • আর্শোলারা কি ফুলকপি তুলে নিল ঝাঁপ দিয়ে?
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৪৬ | 168.26.215.13
  • বাড়ি ছেড়ে সদ্য দিল্লিতে হোস্টেলে গেছি। ছাত্রসংখ্যা তুলনায় হোস্টেল খুব বড়। তাই প্রত্যেকের একটা করে ঘর পাওয়া যেত। কিন্তু সেবারে দু তিনটি ঘরে বাজে আবর্জনা থাকায় ঘর কম পড়েছিল। দুটো ঘরে ঠাঁই হল আমাদের তিনজনের। মধ্যে কমন বাথরুম। রুম নাম্বার ৩০৯ আর ৩১০। আমরা জানতাম ৩০৯ এ আগের বছর একজন আত্মহত্যা করেছে। অতএব ঠিক হল ৩০৯ এ দুজন শোবে আর ৩১০ একজন। আমি বীর ঠিক করলাম ৩১০ এ শোবো। ঘরের স্কাইলাইটে চের ছবি। মাঝরাতে ঘুম ভেঙে মনে মনে কারুর একটা উপস্থিতি টের পাবার মতন মনে হলেই মনকে সান্তনা দিতাম এঘরে তো আর নয়। সিলিং এর দিকে তাকিয়ে অন্যকিছু মনে হলেই ভাবতাম সব ঘটনাই তো অন্য ঘরে। এরকম বেশ কয়েকমাস কাটানোর পর জানলাম আসলে ঘটনাটা ৩১০ এই ঘটেছিল। কিন্তু ততদিনে ঘরটিকে যথোপযুক্ত ভাবে ভূতের বাসস্থানযোগ্য করে তোলায় বাকি সময়টা শান্তিপূর্ণ সহবস্থানে অসুবিধা হয় নি।
  • Du | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৪৫ | 67.111.229.98
  • এইবারে আমি মানবেন্দ্রের মত বলবো - অব মর জায়েগা। শেষটা মামুকে , বাকিরা সব শেয়ার করে নাও।
  • Ishan | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৩৯ | 12.163.39.254
  • আম্মো ভুতের ছবি দেখতে চাই। bsaikat অ্যাট জিমেল।
  • Ishan | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৩৮ | 12.163.39.254
  • অপ্পনটা জঘইন্য। চকলেট দেবনা ছেলেকে?
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৩৭ | 160.83.72.212
  • ন্যাড়াদা শ্যাল আই টেক দ্যাট? চিলেকোঠা?
  • aja | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৩৬ | 207.47.98.129
  • সায়নের তেল ভোগে যাবার কোন কারনই ছিল না। ওটা ইন্দুরকে দিয়ে দিলেই হোতো। ইন্দুরের অ্যাজমা কিনা।
  • aja | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৩২ | 207.47.98.129
  • ন্যাড়াকে পোশ্নো।

    দেড়তলাকে তো মেজানাইন ফ্লোর বলে, সাড়ে তিনতলাকে কি বলে?

    আর পামিতার নিশির গল্পো জানি না। সেটা কি ওয়ান লাস্ট টাইম রিপিট করা যাবে?
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:৩১ | 160.83.72.212
  • ক্যামেরার কাচে কিছু জমে ঠিক এমন একটা বাচ্চা ভুতের আকার নেয় কেং কয়ে? বুনান?
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:২৯ | 160.83.72.212
  • রাতে ঘুমোনোর আগে প্রতিদিন নিয়ম করে এখন কিচেন টপ সিঙ্ক সব ভালো করে সাফ করা হয়। ব্যাটাগুলো রাতে কিছু খেতে না পেয়ে খুব রিভেঞ্জফুল হয়ে উঠেছে। কাল ফুলকপির বড়া বানাবো বলে তেল সবে গরম হয়েছে এমন সময় দুটো একসাথে তেলে ঝাঁপ দিয়ে মিশন অ্যাকমপ্লিশ করে গেল। আধবোতল তেল ভোগে গেল!
  • Du | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:২৯ | 67.111.229.98
  • লোকটার অ্যাক্‌চুয়াল ছবিটা ফ্যাক্স করেছি তো পিডিএফ ওটা। মেল করছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত