এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৫৬ | 117.195.197.189
  • ঠিক করলাম, এই বয়সে আর নতুন করে দাবা শুরু করার কোনো মানেই হয়না। ভিত্তি কালের গহ্বরে ঢুকে গেছে, তাই ভবিষ্যতও চেকমেটিত।
  • sinfaut | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৫৫ | 117.195.197.189
  • তিমি কি লেভেলের জহুরি ভাই? এখনো লিখিনি, হয়তো ভবিষ্যতে লিখবো, তাতেই এখন থেকে বলে দিলি ব্যাপক কবি?
  • sayan | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৫৪ | 24.0.145.33
  • আর টিম এখানে সেখানে এটা সেটা মিলিয়ে মিশিয়ে লোকজনকে চূড়ান্ত কনফুজ করে!
  • Tim | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৫২ | 71.62.2.93
  • সিঁফো ব্যাপক কবি। শুদু ল্যাখেনা এই যা।
    মামু ঘুমোয় না.... চিন্তা করে। আর কাজায়।
  • arjo | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৫২ | 24.214.28.245
  • আমি যে সিনিমাটা দেখছি তার নাম জানি না। তবে ধরতে পারি ডেনিশ ভাষায় "গ্রীনকার্ড ফিভার" এর যা নাম হত তাই।
  • Tim | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৫১ | 71.62.2.93
  • হিহি.... তুমি দমদিকে জাগিয়ে দিয়েছো। ঃ)
  • sinfaut | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৫০ | 117.195.197.189
  • আচ্ছা, মামু কি এখন আলাদা করে আর ঘুমোতে যায়?
  • sinfaut | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৪৯ | 117.195.197.189
  • ও আর হ্যাঁ,

    Juno বেশ ফ্যান্টা সিনেমা।
  • arjo | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৪৮ | 24.214.28.245
  • আমি কি তীর্থদা কে ঘুম পাড়ানোর জন্য লিখলাম বলে মনে হচ্ছে?
  • sinfaut | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৪৮ | 117.195.197.189
  • গুরুও এই বাজারে বেশ ঘুম পাড়ানিয়া।

    হাসলাম, এইভাবে কবিতা খানা অ্যাপ্রি করলে বলে। আসলে, স্বপ্নে ঐ কথাগুলোই বলছিলাম এক বন্ধুকে, তাই ভাবলাম বেশ কোবতে কোবতে ভাব, লিখে দিলাম।
  • Tim | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৪৭ | 71.62.2.93
  • ঃ-))))))
    (এইবার ওমনাথ এলেই হয়)

    আমিতো তীর্থদাকে জাগাবার জন্য ওরম লিখলাম! ঃ)
  • arjo | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৪৪ | 24.214.28.245
  • এতো হাসির কি আছে হে? একখান যা সিনিমা দেখছি না। গুরু না থাকলে এতক্ষণ ঘুমিয়ে পড়তাম।
  • sinfuat | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৪১ | 117.195.197.189
  • ঃ-))
  • arjo | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৪০ | 24.214.28.245
  • যাঃবাবা সে তো টিম করল। আমি করেছি নাকি। আমি তো টিমকে ফলো করলাম।
  • d | ১৬ নভেম্বর ২০০৮ ১০:৩৫ | 117.195.33.109
  • আজ্জো'র রাবন্দা'র কবতেটা কেরম যেন । ঃ( আর কবি ও নায়ককে মিলিয়ে দেওয়াটা ঠিক কাজ নয়। বাল্মিকীকে "অ্যাই ব্যাটা রাবণ' কিম্বা "এই যে রামচন্দর' বললে কিরকম খচতেন ভাবতে পারছ?
  • arjo | ১৬ নভেম্বর ২০০৮ ১০:২৬ | 24.214.28.245
  • ১। সিংফোং এর কবিতার হাতটি আমারই মতন ভালো।

    ২। একটিও পোস্ট ওড়ানো হয় নি। অয়ন গুনতে ভুলে গেছে। আর অয়ন সিরিয়াসলি বাজে বকা ঠিক নয়। ভালো করে গুনে নিলেই দেখা যাবে পোস্ট সব আছে।
  • d | ১৬ নভেম্বর ২০০৮ ১০:০৭ | 117.195.33.109
  • সৈকত,

    "আটলান্টিক' টইয়ে জনৈক a একটি সিরীয়াস অভিযোগ করেছেন। আমি গতকাল 9.30PM IST পর্যন্ত ছিলাম। তখন পর্যন্ত সমস্ত পোস্ট আছে দেখেছি।

    তুমি ঘুমোতে যাবার আগে এ সম্পর্কে বক্তব্য রেখে যেও।
  • sayan | ১৬ নভেম্বর ২০০৮ ০৯:৫৩ | 24.0.145.33
  • যাঃ কত কষ্টে সুতোটাকে নীচে পাঠিয়েছিলাম! দমদিইইইইইই....
  • sayan | ১৬ নভেম্বর ২০০৮ ০৮:৪০ | 24.0.145.33
  • বুঝলাম। মেট্রোজিল ৫০০ খা।
  • sinfaut | ১৬ নভেম্বর ২০০৮ ০৮:৩৬ | 117.195.197.189
  • নাবে সায়ন, বৃষ্টিও পড়চে, এতগুলো ফাংশানালিটি একসাথে ম্যানেজ করতে হলে আমি আর এই লেখার চেয়ারে বসতে পারতাম?

    কিন্তু কাল থেকে কী যে হয়েছে, নেটোয়ার্ক একদম ঝুলে গেছে , প্রায় সব সাইট খুলতেই প্রচুর টাইম নিচ্ছে, গুরু ছাড়া।
  • sayan | ১৬ নভেম্বর ২০০৮ ০১:২৩ | 24.0.145.33
  • নিম্নচাপ এবং ঝোড়ো হাওয়া ... হুম্‌ম্‌ম্‌
    সিঁফো'র কি খুব পেট খারাপ?
  • Arpan | ১৬ নভেম্বর ২০০৮ ০১:১৩ | 208.57.131.4
  • রঞ্জনদা এইটা "বীভৎস' দিলেন। ঃ)
  • Paramita | ১৬ নভেম্বর ২০০৮ ০০:১৩ | 64.105.168.210
  • lcm, এই ঘটনা যেন খুব বেশী রিয়াল, একটুও খবরের কাগজে পড়া দূরত্বে নয় - শুক্রবারের কোনরকম উত্তেজনাবিহীন বিকেলে আমাদেরই মত কারুর কারুর কোড ফোড শেষ করে বাচ্চাকে স্কুল থেকে তুলে বাড়ি ফেরার কথা ছিল, হল না।
  • siki | ১৬ নভেম্বর ২০০৮ ০০:০০ | 122.162.85.28
  • বে থে ঃ শমীক অ্যালিয়াস বেচারাথেরিয়াম। কোর্টেসি প্রোফেসর হেঁসোরাম হুঁশিয়ার।

    পোমো ঃ পোস্ট মডার্ন, অনেকে পোস্ত মর্ডার্নও বলে থাকেন। কোর্টেসি, মামু রঙ্গন, হনু।

    ব্যাপকঃ এটার মানে জানেন না? ব্যাপক দিলেন মাইরি!
  • ranjan roy | ১৫ নভেম্বর ২০০৮ ২৩:৫১ | 122.168.216.196
  • অ্যাই, আমি তিরিশ বছর বাদে বাংলায় আড্ডা দিচ্ছি। ফলে নতুন করে ""ওয়ার্ড বুক'' পড়ছি। আমাকে নীচের শব্দগুলোর মানে বলে দাও।

    বে থে ঃ?, পোমো"? ব্যাপকঃ?
  • sinfaut | ১৫ নভেম্বর ২০০৮ ২৩:৩৫ | 117.195.197.189
  • একেনে নিন্মচাপ হয়ে কেমং ঝোড়ো হাওআ দিচ্চে মাইরি।
  • d | ১৫ নভেম্বর ২০০৮ ২২:৫১ | 117.195.38.3
  • এদিকে আমি ইন্দিরা গোস্বামী'র বই যোগাড় করেছি, পড়ছি।
  • I | ১৫ নভেম্বর ২০০৮ ২২:৩৯ | 59.93.245.204
  • পিপির রক্তারক্তি সংক্রান্ত পোস্টটি বেশ লীলা মজুমদারীয়।
    পিপি কি জানে, এতদ্বারা আমি পিপির কি পরিমাণ প্রশংসা কল্লাম?
  • Du | ১৫ নভেম্বর ২০০৮ ২২:৩৭ | 71.170.40.38
  • Juno দেখলাম। বেশ হটকে আর দারুন স্মার্ট ছবিটা।
  • siki | ১৫ নভেম্বর ২০০৮ ২১:০৯ | 122.162.85.28
  • ঘোড়ে কে দুম প্যা ... অজ্জিনাল গানেই আছে। আর নর্থ ইন্ডিয়ানরা তো এ-কে অ্যা বলেই; পেনকে প্যান, এভরিকে অ্যাভরি, ইত্যাদি।

    জি বলে হিন্দিভাষীরা, আর জ্বি লেখে বাংলাদেশের নামকরা লেখকেরা।

    আমার ডান হাতের তালুতে একটা তিল আছে। আমার কি কোনও মেলায় বিছড়ে যাওয়া ভাই টাই আছে মার্কেটে?
  • sinfaut | ১৫ নভেম্বর ২০০৮ ১৯:৪৭ | 117.195.197.189
  • হাম।
  • babul | ১৫ নভেম্বর ২০০৮ ১৭:১৪ | 164.164.94.194
  • হুম ।
  • lcm | ১৫ নভেম্বর ২০০৮ ১৬:২২ | 71.132.140.146
  • সিলিকন ভ্যালি-র স্টার্ট আপ কোম্পানী siPort-এর CEO সিড আগ্রওয়াল, এবং আরো দুজন খুন হয়েছেন ঐ কোম্পানীরই লেইড অফ্‌ এক এমপ্লয়ি-র হাতে।
    http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2008/11/14/MNC51451UE.DTL&tsp=1

    সিড (সিদ্ধার্থ) '৭৪ এর কানপুর আই আই টি গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল) এবং ইউনি অফ শিকাগো-র এমবিএ।
  • sinfaut | ১৫ নভেম্বর ২০০৮ ১১:২৩ | 117.195.197.216
  • কুল! থ্যাঙ্কু।
  • nyara | ১৫ নভেম্বর ২০০৮ ১০:২৯ | 64.105.168.210
  • তাইতো! আমি থান্ডারবার্ডে চিরকাল ldif import-export করি। online দেখলাম tool আছে, vcard to ldif conversion-এর।
  • sinfaut | ১৫ নভেম্বর ২০০৮ ১০:২৫ | 117.195.197.216
  • vCard তো একেবারেই হবে না, ফর্ম্যাটটা সাপোর্টই করে না থান্ডারবার্ড। দেখছি কী করা যায়।
  • nyara | ১৫ নভেম্বর ২০০৮ ০৯:৫৫ | 64.105.168.210
  • আমি করিনি, তবে vCard would be a better bet, I think.
  • sinfaut | ১৫ নভেম্বর ২০০৮ ০৯:৪৪ | 117.195.197.112
  • ন্যাড়াদা বা অন্য কেউ,

    থান্ডারবার্ডে জিমেলের কন্ট্যাক্ট একস্পোর্ট করো কোন ফর্ম্যাটে? csv দুরকমের আছে, করে দেখছি সেকেন্ড নেম হিসেবে মেল আইডি টা আসছে, তারফলে অটোমেটিকালি মেল লেখার সময় আইডিটা এসে যাচ্ছে না, আগে কিভাবে করেছিলাম ভুলে গেছি।

    হেল্প।
  • sayan | ১৫ নভেম্বর ২০০৮ ০৯:৪১ | 24.0.145.33
  • মামুর কলে কিছু একটা হচ্ছে। নইলে টেকস্ট এরিয়ায় লিখতে লিখতে কার্সার জাম্প করে নেম ফিল্ডে ফিরে যাচ্ছে ক্যানে!
  • Arpan | ১৫ নভেম্বর ২০০৮ ০৮:০৮ | 208.57.131.4
  • এইটা তো আমি দুপুরেই দেখলাম। কিন্তু এ কি কাণ্ড! এলে শহরে নাকি ডানলপের মত ট্র্যাফিক জ্যাম হচ্ছে।
  • Binary | ১৫ নভেম্বর ২০০৮ ০৮:০২ | 24.66.94.144
  • আমি ভাবলুম ৪টে জনি ওয়াকারের পরে আমি-ই সুধু ভুলভাল টাইপ করছি। ইদিকে, সায়ন নিজের নামটাই অসায়ন করে দিয়েছে !!!!
  • asayn | ১৫ নভেম্বর ২০০৮ ০৭:৩৯ | 24.0.145.33
  • আজব খবর। এক্ষুনি লিঙ্ক দিতে যাচ্ছিলাম।
  • Binary | ১৫ নভেম্বর ২০০৮ ০৭:৩৬ | 24.66.94.144
  • কি বলছে !!! হিলারি ক্লিন্টন 'সেক্রেটারি ওফ স্টেট' ওফারড !!!
  • Binary | ১৫ নভেম্বর ২০০৮ ০৭:২৭ | 24.66.94.144
  • ইকিরে, আমার এই ল্যাপটপ থেকে খলি দোতালায় উঠে যাচ্ছি।

    আর সায়ন, তুই তোকারি-ই তো ভাল, নিজেকে বেশ দুধের খোকা মনে হয় হে হে! আর পায়ে শক লাগে না, আয়ে গোব্দা জুতো থাকে তো !!
  • sayan | ১৫ নভেম্বর ২০০৮ ০৭:০৩ | 24.0.145.33
  • আরে নাম ভালো করে না দেখে ব্ল্যাঙ্কি ভেবে তুইতোকারি করে ফেল্লাম। বাইনারিদা, নিজগুণে মাফ করে দেবেন।
  • sayan | ১৫ নভেম্বর ২০০৮ ০৭:০১ | 24.0.145.33
  • কেন পায়ে শক লাগে না? একবার ট্রাই করে দেখিস তো।
    ব্যাঙ্গালোরে শুকনো ওয়েদারে এটা বেশী হয়। আমি তো অফিসে সর্বত্র, মেটাল পার্টিশনে, ক্যান্টিনে প্লেটে চামচে বেসিনের ট্যাপটায় পর্যন্ত শক খেতেই থাকি। এখন নিজের কাছে ওটা জলভাত কিন্তু আশেপিঠে কেউ থাকলে চমকে যায়।
  • Binary | ১৫ নভেম্বর ২০০৮ ০৩:৫৩ | 198.169.6.69
  • আরে সক্কল বেলা বাড়ীর সদর দজ্জা দিয়ে বেরুনোর সময়, দস্তানা দিয়ে দজ্জা খুলি। দস্তানা পরা না থাকলে, পা দিয়ে খুলি, সক লাগার ভয়ে।
  • arjo | ১৫ নভেম্বর ২০০৮ ০৩:১৬ | 168.26.218.84
  • আগে চ্যাট চ্যাট করে খেতাম। এখন পিড়িক পিড়িক করে খাই।
  • Du | ১৫ নভেম্বর ২০০৮ ০৩:০৪ | 67.111.229.98
  • গ্যাস স্টেশনে নিজেকে আর্থ করে নিও গাড়ি থেকে নেমেই। (মঃ ন)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত