এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ১৮ নভেম্বর ২০০৮ ১১:১৬ | 203.99.212.224
  • ওরেশ্লা, অনেকদিন পরে ইন্দ্রাণী / ই মশাই এসছে। আমাদের বাচালতা দেখে বোধায় আগ্রহ হারায়ে ফেলেছে। জেনেরালি।
  • h | ১৮ নভেম্বর ২০০৮ ১১:১২ | 203.99.212.224
  • তাছাড়া অনন্ত কাল ধরে এত স্পেস বিনে পয়সায় দেওয়া যায় নাকি? কম্প্রেস/আর্কাইভ করেও? অডিট ডেটাবেস ও তো কখনো কখনো ওড়ানো হয়।

    যত সব প্যারানয়া।
  • h | ১৮ নভেম্বর ২০০৮ ১১:০৯ | 203.99.212.224
  • পোস্ট ডিলিট করাটা গুরুতর ব্যাপার কেন?বিভিন্ন আজে বাজে জিনিস ডিলিট করাই তো ভালো। একটা পাতি ঠেকের সাইট, সেখানে লোকে ভুল ভাল বলে ফেল্লে ডিলিট করে দিলেই তো ল্যাঠা চুকে যায়। আমরা চায়ের দোকানে মিনিটস নি ই? আমার ধারণা এই যে রেকর্ডেড স্টেটমেন্টের মত করে কথা বলার চাপ, এতে তো কেবল ই কিছু কথা রবে বাকি ;-)
    সকলে কন্টি বাকি সকলকে অপরাধী মনে করে আর অবিশ্বাস করে বা অন্তত পরে সম্ভাব্য মামলার রেফারেন্সের সুবিধের কথা ভেবে বেঁচে থাকতে পারে নাকি।

    আমি ঠিক বুঝিনা, এত সিরিয়াস হয়ে কি লাভ। কি এমন দামী কথা বলে উদ্ধার করে দিচ্ছি? ভাটে / টই তে?
  • Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ১০:৪০ | 12.217.30.133
  • নানা। রোজই আসি তো। ঃ)
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৮ ১০:৩৬ | 208.57.131.4
  • ঈশান কি আজকাল সপ্তাহে একবার করে পাঠকের দরবারে আসছ? ঃ)
  • Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ১০:২৪ | 12.217.30.133
  • আরেকটা জিনিস মিস করে গেছিলাম। তার উত্তরটাও এখানে দিয়ে দিই।

    অগ্রবীজের লেখাটা ছোটো। বইপত্তরে তোলা সম্ভব না। আমার গুগল পেজে তুলে দেব। তুলে লিংক দিয়ে দেব।
  • h | ১৮ নভেম্বর ২০০৮ ১০:২৩ | 203.99.212.224
  • ওকে।
  • Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ১০:২২ | 12.217.30.133
  • ফোন করার হলে আমি এখান থেকেও করতে পারি। একবার আদেশ করলেই। ঃ)

    শনি-রোব্বার করব।

    ইনফ্যাক্ট এখান থেকে আমার ফোন করার সুবিধে। কলকাতায় প্রিপেড কার্ড কখন ফুরিয়ে যাচ্ছে সেদিকে নজর রাখতে হয়। আর এখানে অনলাইন রিচার্জ। ঃ)
  • h | ১৮ নভেম্বর ২০০৮ ১০:২২ | 203.99.212.224
  • কেন আমি খারাপ কিসে, এই বয়সেও প্রতিভাবান ও প্রমিসিং, রবিন সিংএর মত ঃ-)
  • Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ১০:২০ | 12.217.30.133
  • অবিনাশবাবুর থ্রেডটা আর ঘাঁটবনা। রঞ্জনদার উত্তরটা এখানেই দিয়ে দিই।

    ঐ থ্রেডে যে ঘটনার কথা বলা হয়েছে, সেরকম কিছু এখানে কস্মিনকালেও ঘটেনি। এখানে মানে গুরুতে। অন্যকোথাও কিছু ঘটেছে কিনা সে ব্যাপারে আপনিও যেখানে আমিও সেখানে। ঃ)

    অয়নকে। পোস্ট ডিলিট করার ব্যাপারটা অত্যন্ত গুরুতর অভিযোগ। এখানে পারতপক্ষে কোনো পোস্ট ডিলিট করা হয়না (কুল্যে আজ পর্যন্ত গোটা পাঁচ ছয় করা হয়েছে)। হলে সেটা পরিষ্কার লিখে দেওয়াই হয়।

    এই জাতীয় অভিযোগ তোলার সময় সতর্ক হলে ভালো হয়।
  • h | ১৮ নভেম্বর ২০০৮ ১০:২০ | 203.99.212.224
  • যাবার আগে একবার ফোন করবি তো। কাজের কথা ছিল। যাক কাটা। তেমন কিসু তো নয়।
  • Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ১০:১৭ | 12.217.30.133
  • আমি ভালো আছি। অ্যাজ ইউজুয়াল।

    ছেলে এখন মোটামুটি। মিঠুর জ্বর হয়েছে। আমি সারাদিন প্রবল খাটনির পর ছেলেবৌএর সেবা করে কোনো ক্রমে কালাতিপাত করছি। ঃ)
  • Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ১০:১৫ | 12.217.30.133
  • হ্যাঁ, আমেরিকায়। ঃ)
  • d | ১৮ নভেম্বর ২০০৮ ১০:১৫ | 203.143.184.10
  • ঈশান তো কব্বে ফিরে গেছে। ২ সপ্তাহ হয়ে গেল। আমার তো মনে হয় হনুই "কি ছেলে মাইরী'!!

    কিন্তু ঘেনুর জ্বর কি এখনও কমেনি? ২ সপ্তাহ হয়ে গেল, এখনও ভাটে মিঠুর দেখা নেই .... ঈশান, মিঠু তোমরা সবাই কেমন আছ, সত্বর জানাও।
  • h | ১৮ নভেম্বর ২০০৮ ০৯:২১ | 203.99.212.224
  • ইশান কি আমেরিকায় ফিরে গেছিস নাকি? কি ছেলে মাইরি।
  • sayan | ১৮ নভেম্বর ২০০৮ ০৪:৩৮ | 24.0.145.33
  • অধৈর্য নয়। উটপটাং ব্যাপারগুলোকে চটপট মুলতুবি করার একমাত্তর অস্তর অবিবাবু'র কীবোর্ডে। দেরী হলে আবার না শুরু হয় তাই।
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৮ ০৪:১৪ | 65.194.243.232
  • সায়ন্দা এত অধৈর্য কেন? অবিনাশবাবুর পেচুনে লেগোনি। ওনাকে ওনার মত লিখতে দাও।
  • Du | ১৮ নভেম্বর ২০০৮ ০০:০৪ | 67.111.229.98
  • আমি আছি পিপির সঙ্গে। ভুতের জিনিসপত্র দেখতে পারি স্রেফ স্কুবি ডুতে।
    এমনিতেও ভয় ভয় ব্যাপার দেখতে ইন্টারেস্টেড হই কিন্তু চোখ ঢেকে ফেলি। রেডিওতে হলে আছি, তবে ঐ ঢুকে যায় কল্পনায় ।

    তবে ঐ এভিল ডেড ফেড চুড়ান্ত স্টুপিড। জোম্বি ব্যাপারটাই ছড়ানো।
  • A | ১৭ নভেম্বর ২০০৮ ২৩:১৬ | 99.183.185.250
  • না না বিসর্গ নয় সায়ন্দা। আমি তোমার ঐ প্রশ্ন টায়ে " :O " এই হতবাক চিহ্ন টা দিতে চাইছিলাম, অ্যাঙ্গুলার ব্র্যাকেটে লিখিনি বলে আসেনি ঃ)
  • anaamik | ১৭ নভেম্বর ২০০৮ ২২:৫১ | 59.164.104.218
  • পিপির সঙ্গে ক্রেগ আর ব্রসনান-এ আছি। মূর আর কনারি-তে নেই।

    বন্ডের প্লেবয়িশ ভাবটা মূরে কোথায়?

    কেউ ল্যাজেনবি-র বন্ড দেখেছো?
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২২:৫০ | 160.83.72.211
  • (বিসর্গ!!)
  • A | ১৭ নভেম্বর ২০০৮ ২২:৪৯ | 99.183.185.250
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২২:৪৬ | 160.83.72.211
  • এক ব্যক্তি, ফ্রেশ এমবিবিএস আউট অফ কলেজ, ট্যুরিস্ট ভিজায় এখানে এসে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে রেসিডেন্ট স্ট্যাটাস পাল্টে পার্মানেন্ট রেসিডেন্সীর জন্য অ্যাপ্লাই করল, এটা সম্ভব? খোলা প্রশ্ন।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ২২:৩৭ | 141.80.168.31
  • ডিমেন্টর আছে তবে ভূত প্রেত নেই। ম্যাজিক আছে। লোডস অফ ম্যাজিক। রূপকথার মত। সেইজন্য ভাল লাগে। একইকারণে নার্নিয়া ভাল লাগে। রূপকথারা রিয়ালিটি থেকে পালিয়ে যাবার দরজাটা দেখিয়ে দেয়।
    হ্যাঁ লিঙ্ক পাঠাস পারলে। হ্যালো ডক।
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২২:৩৪ | 160.83.72.211
  • কাল ছুরিতে আঙুল কেটে রক্তারক্তি করে সিঙ্গল হ্যান্ডেড রান্নাবান্না সারলাম, তখুনো চোখে জল এসেছিলো, তবে আঙুলের ব্যাদনায় নয়। ঃ((
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২২:৩২ | 160.83.72.211
  • ধুস তুইও যেমন। আমারও বেশ কিছু লুনী টুনস-এর (বাগস বানি) কালেকশন আছে দেখি আপলোডাতে পারলে আর তুই চাইলে লিঙ্ক দেবো। কিন্তু, কিন্তু হ্যারি পটারে ভূত-প্রেত নেই?
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ২২:২১ | 141.80.168.31
  • না সায়ন, আমি বরং আমার ওয়াল্ট ডিজনি কালেকশন, কার্টুন কমিকস আর চার্লি চ্যাপলিন, হ্যারি পটার এইসব নিয়ে ভাল আছি। সবার জন্য তো সব কিছু নয়। তবে যদি কখনো তোরা সঙ্গে থাকিস তো নিশ্চয়ই দেখার চেষ্টা করব।
  • Somnath | ১৭ নভেম্বর ২০০৮ ২২:১৭ | 82.178.102.97
  • তাহলে একটা গা ছমছমে সত্যি ভয়ের সিনেমার লিস্টি বানিয়ে রাখো সবাই। এই উইক এন্ডে দেখে নেবো
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২২:১৫ | 160.83.72.211
  • পিপি'র জন্য শেষ রেকমেন্ডেশান, না না ভূত একেবারেই নয় - সুপার্ন্যাচারাল, ফাইন্যাল ডেস্টিনেশান'এর তিন্টে পার্ট।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ২২:১২ | 59.93.200.40
  • ১ এর জন্য মাদাম তুসোর হাউস অফ হরর। ওটা সত্যি ভয়ানক ভয়ের।
  • d | ১৭ নভেম্বর ২০০৮ ২২:১২ | 117.195.33.0
  • তবে অজদা চাঁদের আলোকে সার্চলাইট ভাবে --- এইটা একেবারে ঃ))))
  • d | ১৭ নভেম্বর ২০০৮ ২২:১০ | 117.195.33.0
  • আমাকে দুটো জিনিষ শিখতে হবে।
    ১। ভয় পাওয়া
    ২। কান্নাকাটি করা।
    আমি ম্যানুফ্যাকচার হওয়ার সময় এই দুটো'র জিনফিন বাদ পড়ে গেছে কোনকারণে।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ২২:০৯ | 59.93.200.40
  • এগুলো না দেখলে কিন্তু স্কেয়ারী মুভি দেখে ঐ মজাটা পাবে না
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২২:০৫ | 160.83.72.211
  • তবে রিং (দুটো পার্টই) বেশ ভালো। টিভি'র ভেতর থেকে জলসমেত বেরিয়ে আসা আর কুয়ো'র নীচ থেকে উঠে আসার সময় খপাৎ করে পা টেনে ধরার সীনটা, হুম্‌ম্‌ম্‌। তবে, রিং, গ্রাজ, ওয়ার অব দ্য ওয়ার্ল্ড, ভিলেজ - এগুলো হয়ে গেলে স্কেয়ারি মুভি দ্যাখো, "স্কেয়ার'এর সিঁফোটুকুও নেই।
  • c | ১৭ নভেম্বর ২০০৮ ২২:০৩ | 131.95.121.107
  • স্পর্শমণি, অমলজ্যোতি, সুধাসিন্ধু, ত্বিষাম্পতি-এসব কি সত্যি সত্যি মাস্টারমহায়দের নাম? নাকি মিচকা ছাত্রদের বানানো?
  • arjo | ১৭ নভেম্বর ২০০৮ ২২:০০ | 168.26.215.13
  • আর ভয় পেয়েছিলা ওমেন দেখে। সেই যে কাঁচ স্লাইড করে পড়ল। যাক খেয়ে আসি।
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৫৮ | 160.83.72.211
  • রাত রামুদা'র শ্রেষ্ঠ ভূতের সিনেমা।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৫৭ | 59.93.200.40
  • ইভিল ডেডের তিন টা ভয়ানক হাসির
  • arjo | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৫৭ | 168.26.215.13
  • বেশির ভাগ হলিউডি ছবিতেই ভয় পাওয়ানোর জন্য গা ঘিনঘিনে জিনিষপত্তর দেখানো হয়। রক্তারক্তি, কাটা মুন্ডু, বীভৎসতা। না না ওসব দেখা ভালো কাজ না।

    যদি বলো দেখেছিলাম রাত বলে একটা হিন্দী ছবি। শেষের ২০ মিনিট বাদ দিলে, অসাধারণ। রেবতী ছিল। একটাও ভুলভাল সিন নেই অথচ সব সময়ে একটা গা ছমছমে ভাব। শেষে গিয়ে ছড়িয়ে গেল।
  • d | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৫৭ | 117.195.33.0
  • এইবারে পিপি ভীষণ রেগে যাবে। সবাই মিলে ওকে নিয়ে ঠাট্টা!? জান না পিপি "বড়' হয়ে গেছে?
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৫২ | 208.57.131.4
  • ইভিল ডেড জঘইন্য, পুরো কমেডি মুভি একপিস। ঃ(
  • arjo | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৫১ | 168.26.215.13
  • পয়সা বা সময় নষ্ট করে হরর মুভি? কভি নেহি। সারাদিন ধরেই তো বিভিন্ন স্কেয়ারি সিচুয়েশন।
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৫১ | 160.83.72.211
  • স ঠিকাছে কিন্তু ইভিল ডেড'এর মত ঘিনঘিনে আর কিছু আছে কি? ওটা কোন পার্ট যেটায় সবকটা বন্ধু ডেভ .. না না ভূত হয়ে যাবে?
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৪৯ | 208.57.131.4
  • না, saw নামে তো ভয়ের কিছু নাই। ঃ)
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৪৯ | 59.93.200.40
  • স পুরো সাইকো মুভি। ভয়ানক গা ঘিনঘিনে জিনিস
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৪৮ | 160.83.72.211
  • অর্পণ আবার আমার মত একই ভুল করছ। পিপি "ভয়ের সিনেমা' দেখতেই চায় না। আমিও প্রথমে লেখা পড়ে ভেবেছিলাম পিপি আসলে কোয়ালিটি ভুতের সিনেমা দেখতে চাইছে।
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৪৬ | 160.83.72.211
  • মশলা স্প্রাইট না প্লেন ;) (মস্করা)
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৪৬ | 208.57.131.4
  • ভয়ের ছবি দেখতে হয় তো "saw" সিরিজটা পুরো দেখে ফেল। ঃ)
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৪১ | 208.57.131.4
  • পিপির জন্য এক বোতল স্প্রাইট রইল। ঃ)
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৩২ | 141.80.168.31
  • অর্পণ,
    প্যানিক রুম, স্কেয়ারি মুভি কোনটাই দেখি নি। স্রেফ নামগুলো দেখেই এড়িয়ে গেছি। মনে হয়েছে হরর মুভি টাইপ কিছু হবে। অনেকে অবশ্য বলেছে যে তা নয় কিন্তু নাম শুনেই দেখার অ্যাপেটাইট চলে গেছে।

    দমদি,
    তা হবে হয়তো। হরর মুভিস সহ্য করতে পারি না। অনেক কিছু হয়, নাইটমেয়ারস তার মধ্যে একটা। তাতে যদি নেকু মনে হয় তো তাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত