এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • stoic | ২০ নভেম্বর ২০০৮ ২১:১৯ | 160.103.2.224
  • আজ ওয়ার্ল্ড ফিলোসফি ডে। এই গুরু কমিউনিটির দিকপাল সব ফিলোসফাররা কেউ কিছু ফিলোসফিকাল মন্তব্য বা নিদেনপক্ষে কিছু নতুন থিয়োরির আভাস, কিসুই বল্লেন না। কারুর অ্যাটলিস্ট একটা টই খুলে কিছু লেখা উচিত। ঃ)
  • sayan | ২০ নভেম্বর ২০০৮ ২০:১৯ | 160.83.72.211
  • র'দার হেইচ না-লেখার জাতীয়তাবাদী চক্রান্তের বিরূদ্ধে ভাটের আনাচে কানাচে ভাটুরেমত গড়ে তুলুন।
  • sayan | ২০ নভেম্বর ২০০৮ ২০:১৭ | 160.83.72.211
  • পেটে একটা নাকি, প্রচুর আছে। আমি তাইলে অনেক পেটুকের সমাহার!
  • arjo | ২০ নভেম্বর ২০০৮ ২০:১৩ | 168.26.215.13
  • সায়ন কি জানে, পেটে তিল থাকলে তারা পেটুক হয়। ;)))
  • sayan | ২০ নভেম্বর ২০০৮ ২০:১২ | 160.83.72.211
  • আমার পূর্নাঙ্গ বে-থে হয়ে ওঠার সম্ভাবনা প্রসঙ্গে -
    ডান/বাম, কোনওহাতেই তিল নাই।
    বাম পায়ের নীচে একটা আছে।
    (আরেকটা আছে খুব অসভ্য জায়গায়)
  • arjo | ২০ নভেম্বর ২০০৮ ২০:০৪ | 168.26.215.13
  • র, ব্যাংক হোল্ডিং কোম্পানিটা কি বলতো। সবাই এখন ব্যাংক হোল্ডিং কোম্পানি হয়ে যাচ্ছে।
  • r | ২০ নভেম্বর ২০০৮ ১৯:৪৩ | 198.96.180.245
  • ফুটকিই লিখতে গিয়েছিলাম, এইচটা পড়ে নি।
  • d | ২০ নভেম্বর ২০০৮ ১৯:৪১ | 203.143.184.10
  • হুঁঃ রাঙা বলে একটা সুযোগ পেয়েছে!
  • arjo | ২০ নভেম্বর ২০০৮ ১৯:৪০ | 168.26.215.13
  • আঃ ওটা পুটকি না ফুটকি।
  • babul | ২০ নভেম্বর ২০০৮ ১৮:৪৮ | 164.164.94.194
  • ইয়াহু !!!!!!!!!
    কিছু আগে মেল পেলাম, আমি হোলাম তৃতীয় জন। এখন যদি নাম বদলাই, এটাও ফস্কে যাবে।
    siki আর Arijit কে ধন্যবাদ, আমি আর নাম বদলাব না।
  • shrabani | ২০ নভেম্বর ২০০৮ ১৭:৩০ | 124.30.233.111
  • ঘঘ টা দেখতে যেন কেমন কেমন!ঃ)
  • r | ২০ নভেম্বর ২০০৮ ১৭:২৮ | 125.18.104.1
  • বে থে ওটা কি লিখল? "হনু, আমার নিজের তিনটে পুটকি ঃ-)"?
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৭:২১ | 61.95.144.123
  • রদ্যাঁ কি করে হবে? সে তো মূর্তি বানাতো।
  • siki | ২০ নভেম্বর ২০০৮ ১৭:১৭ | 203.122.26.2
  • ঘঘাসুর নাম রেখে দে ঃ-)
  • babul | ২০ নভেম্বর ২০০৮ ১৭:১২ | 164.164.94.194
  • আজ আমাদের ওপিসের T shirt painting comp র পর নিজেকে নতুন করে চিনলাম।এখন একটা ভাল নাম খুজে বেড়াচ্ছি ।
    গগনেন্দ্র না রদা না ঘঘ কোনটা ছেড়ে কোনটা সেটাই ভাবছি।
  • siki | ২০ নভেম্বর ২০০৮ ১৬:২৭ | 203.122.26.2
  • হনু, আমার নিজের ... ঃ-)
  • sinfaut | ২০ নভেম্বর ২০০৮ ১৬:২২ | 165.170.128.65
  • এই সাইটটা দেখো। কি বানিয়েছে! ঃ

    http://www.a-to-s.co.uk/home.php
  • h | ২০ নভেম্বর ২০০৮ ১৬:০৮ | 203.99.212.224
  • কা... বু... না ব্ল্যা... ?

    আর এই যে দমু আমাকে বেসিকালি কিছুই পারি না বল্লো এটা কি ঠিক?
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৬:০৮ | 61.95.144.123
  • আমি তো যাবোই, কিছুদিনের মধ্যেই চেষ্টা শুরু করবো। আসলে কখনো কখনো ভবিষ্যতের জন্যে মেটিরিয়াল বেনিফিটের কথা ভাবতে হয়। আমাকেও হচ্ছে। গত ছয় বছর বাইরে অ্যাকাডেমিকসে থাকার ফলে ওইদিক থেকে আমার হাল খুবই খারাপ।
  • shrabani | ২০ নভেম্বর ২০০৮ ১৬:০৫ | 124.30.233.111
  • আরে না ইয়ার, সব্বাইকে যেতে বলছিনা, এই অরিজিতের মত যারা পড়াতে ভালবাসে তাদের কথাই বলছি, সবাই গেলে তো ...

    তবে এটায় একটু পার্সোন্যাল ইয়ে আছে। আমার বাড়ীতে সবাই চাইত আমি পি এইচ ডি করে মাস্টারি করি। এম টেকের পরে গাইড বিষয় সব ঠিক করেও হঠাৎ মত পাল্টে বিদ্রোহ ঘোষনা করে চাকরী নিই। এখনো মাঝেই মাঝেই গুরুজনের কাছে শুনি যে পি এইচ ডি টা করে রাখলেই পারতাম। অনায়াসে এই বাজারে পেয়ে যেতাম পড়ানোর চাকরী। আমারও যে পড়াতে ভালই লাগে, বছরখানেক বিটস পিলানির একটা প্রোগ্রামে নিজেদের কোম্পানীর ডিপ্লোমাদের ডিগ্রীর ক্লাস নিতে গিয়ে বুঝলাম।

    অরিজিত তোমার ৩৫ বছরে কি এক্সপিরিয়েন্স নিয়েও। একটু খবর নিতে হবে।
  • siki | ২০ নভেম্বর ২০০৮ ১৬:০৩ | 203.122.26.2
  • গাঁ ...
  • Blank | ২০ নভেম্বর ২০০৮ ১৫:৫৮ | 203.99.212.224
  • বুদ্ধ বাবুর মনে হয় বাঁ হাতে একটা তিল আছে। বে থে গিয়ে বুদ্ধ বাবুকে 'মেরে ভাই' বলে জড়িয়ে ধরুক ঃ-D
  • siki | ২০ নভেম্বর ২০০৮ ১৫:৫৪ | 203.122.26.2
  • আমার ডান হাতের তালুতে একটা তিল আছে। সেই তিল দেখেই আমি চিনে নেবো। কার বাঁ হাতের তালুতে তিল আছে? জানাও।
  • d | ২০ নভেম্বর ২০০৮ ১৫:৪৭ | 203.143.184.10
  • কেন কেন? স্যান খচল কেন?
  • d | ২০ নভেম্বর ২০০৮ ১৫:৪৬ | 203.143.184.10
  • ও হ্যাঁ আমার আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবার আছে। বে থে সিদিনে মেলায় "বিছড়া হুয়া' নিজের জোড়ুয়া ভাইবোন খুঁজছিল না --- তো সে সম্পর্কে আমার সুচিন্তিত মতামত হল যে বে থে পাবে না। আরেকজন একইরকম "বে থে' সম্ভবতঃ পৃথিবীতে নেই। এই স্যানের মধ্যে একটু একটু সম্ভাবনা দেখা যাচ্ছিল, ওকে বেথে২ বলাও হল ---- কিন্তু তারপরই প্যারডাইম শিফট। স্যান হঠাৎ বোঁ করে "ডন' হয়ে গেল। একবার ডন হয়ে গেলে আর বে থে হবার কোন চান্স নাই।
    এখন সায়ন যদি হয় টয় ......
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৫:৪৩ | 61.95.144.123
  • স্যান মনে হয় সুপারি পালন করতে গেছে;-)
  • Blank | ২০ নভেম্বর ২০০৮ ১৫:৪২ | 203.99.212.224
  • স্যান কাল কেমন খচে মতন ছেল
  • d | ২০ নভেম্বর ২০০৮ ১৫:৪০ | 203.143.184.10
  • আর এইসমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখনও পর্যন্ত স্যানের কোন মন্তব্যও পেলাম না।
  • d | ২০ নভেম্বর ২০০৮ ১৫:৩৯ | 203.143.184.10
  • খাইসে! শ্রাবণী কয় কি? সমালোচনা করতে গেলে সেই প্রফেশানে যেতে হবে? তাইলে বোধির আর কিছুতেই কোন সংবাদপত্রকে গালি দেওয়া ঠিক নয়। কারণ বোধি এখনও পর্যন্ত একটাও সংবাদপত্র চালায় নি (সম্ভবতঃ)।
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৫:২২ | 61.95.144.123
  • আইআইটি তে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর হিসেবে অ্যাপ্লাই করতে গেলে ৩৫-এর কম বয়স হতে হয়। আমি করতে পারলুম না তোঃ-(
  • shrabani | ২০ নভেম্বর ২০০৮ ১৫:২০ | 124.30.233.111
  • আমরা এত কথা বলছি, আমরাই কি কেউ পড়ানো প্রফেশন হিসেবে নিতে গেছি!
    অরিজিতের কথাবার্তা শুনে মনে হয় ওর পড়ানো ছাড়া আর কিছু করা উচিত নয়। সামনের চার পাঁচ বছরে আই আই টি এইসব প্রিমিয়ার ইনস্টিটিউশনে ভীষন ফাক্যাল্টি ক্রাইসিস দেখা দেবে (মানে টেনে টেনে এক্সটেনসন দিয়েও আর ম্যানেজ করা যাবেনা) । মানে একসাথে প্রচুর প্রফ রিটায়ার করবে। আই আই টির মাইনেপত্র তো এমন কিছু ফেলে দেবার মত নয়। আসলে পি এইচ ডি এত কম লোকে করছে ইঞ্জিনীয়ারিংএ!
  • siki | ২০ নভেম্বর ২০০৮ ১৫:০৪ | 203.122.26.2
  • সফো মানে সফটোয়্যার প্রো। মানে আমি।

    জোকটা হল, দুজনকেই একই কোশ্চেন করা যায় ঃ which platform are you working on?
  • shrabani | ২০ নভেম্বর ২০০৮ ১৫:০১ | 124.30.233.111
  • অন্য রাজ্যের প্রাইভেট কলেজগুলো কি ভাল বলা হচ্ছে? মাঝে বেশ কিছুদিন আমাদের মত সরকারী কোং এ ভাল কলেজের ছেলে পুলে প্রায় আসছিলনাই বলতে হয়। আসলে ক্যাম্পাসে সহজে চাকরী পেয়ে যায়, কে এইসব টেস্ট, জিডি, ইন্টারভিউ হ্যানাতানা সাতসতেরোর ঝক্কিতে পড়ে! তায় আবার মিস্ত্রী মজদুরের মত ফিল্ডে নেমে কায়িক কাজ কে করে আই টি থাকতে! এইসব সমস্যায় নিয়মকানুন পরীক্ষার নম্বর ইত্যাদিতে একটু ঢিল দিতে হয়েছিল।
    আমার বর কয়েকটা ইন্টারভিউএ ছিল আমাদের স্ট্রীমের, প্রতিবারেই মানে হতাশ হয়ে বাড়ি আসত, মিনিমাম বেসিক জ্ঞান নেই বেশীরভাগেরই, কিন্তু সবার প্রজেক্টের গালভরা নাম।আমাদের বোর্ডে একজন সবসময় দিল্লী আই আই টির থাকে। আমার বরের সঙ্গে তারই প্রফেসর ছিল, তিনি নাকি ব্যাপার দেখেশুনে প্রশ্ন করারও কষ্ট করতে চাইতেন না। HR কে জিজ্ঞেস করে কতজন কে সিলেক্ট করতে হবে অন্ধ দের মধ্যে কানা রাজাদের নাম লিখে দিত এরা।
    এখন একটু পলিসি পালটে অবস্থাটা শুধরেছে। তবে এর ফল আমরা বিভিন্ন সাইটে গিয়ে দেখি, সবাই কমপ্লেন করে নতুনদের নিয়ে, কিছু জানেওনা শেখার চেষ্টা নেই। শুধু কমপিউটার নিয়ে শেয়ার সাইট খুলে বসে থাকে।
    দেখা গেছে এরা বেশীরভাগই প্রাইভেট কলেজের এবং আমি লিস্ট দেখেছি প্রতিবারেই বাঙালী এক আধ্‌টা থাকলেও তারা বাইরের কলেজের!
  • h | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৫৯ | 203.99.212.224
  • জাতে মাষ্টার আর তালে পোগ্গামার। এই রকম হলে হবে? অন্ততঃ জাতে মাতাল তালে ঠিক হতে পারত।
  • lcm | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৫৫ | 71.132.134.27
  • বেসিকে ম্যাট্রিক্স ইনভার্শান অ্যাল্গো (গসিয়ান এলিমিনিশেন মেথড) - সে এক ঝামেলা। কিন্তু বেসিকে লেখা একটা গেম ছিল - নিবল্‌স্‌ - খুব পপুলার ছিল।
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৪৯ | 61.95.144.123
  • সফো আর রেলস্টেশন নিয়ে কি জোক? সফোই বা কি?
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৪২ | 61.95.144.123
  • কলেজ খোলা খারাপ তো বলিনি। কিন্তু ওই অন্য কলেজ থেকে কম্পু ধার করে এনে ইনস্পেকশন পাস করা - এরকম অবস্থা কেন হতে দিল?
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৪০ | 61.95.144.123
  • ও, আরেকটা স্যাটিসফ্যাকশনের কথা বলি - এটা CSI-তে। ক্লাসের পর হাত ধোব বলে বাথরুমে ঢুকেছি (হাত পুরো রঙিন হয়ে থাকতো চকের গুঁড়োয়) - একজন আরেকজনকে বলছে (তখনও আমায় দেখেনি) - এতজন তো পড়ায়, কিন্তু এভাবে সবকিছু বোঝাতে কাউকে দেখিনি। আমাকে দেখেই লজ্জা পেয়ে হেসে ফেলেছে, আমিও হেসে দিলুম - আর কি করবো।

    আমার অ্যাকচুয়ালি খুব ভালোও লাগতো পড়াতে।
  • lcm | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৩৮ | 71.132.134.27
  • ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে বেশ করেছে। প্রথমত, জনসংখ্যার তুলনায় কলেজ কম ছিল। দ্বিতীয়ত, এই কলেজগুলো একেবারে ফ্রি নয়, কিছু টাকা পয়সা আয় হতে পারে।
    বাইরের প্রাইভেট কলেজগুলো যে খুব একটা ভালো তা নয়। ইঞ্জিনিয়ারিং কলেজে কম্প-সায়েন্স বা আই-টি কোর্স অফার করতে ইনফ্রাস্ট্রাকচার খরচ অপেক্ষাকৃতভাবে কম। অনেক কলেজে মেকানিক্যাল বা সিভিল নেই, শুধু আই-টি। ফ্যাকাল্টি প্রবলেম কিন্তু অন্য রাজ্যের কলেজগুলোতেও আছে।
  • siki | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৩৭ | 203.122.26.2
  • হে হে, এটা শুনেই ঐ জোকটা মনে পড়ে গেল, সফো আর রেলস্টেশনের ভিখিরির মধ্যে মিল কী?
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৩৬ | 61.95.144.123
  • হয়তো। কিন্তু আমাকে আলাদা করে শিখতে হয়েছিলো - সেটা খুব বিচ্ছিরি। এবং CSI-এর আরেকজন টিচার আমাকে জিগ্গেস করেছিলেন "আপনি কটা ল্যাঙ্গুয়েজ জানেন?' ঃ-(
  • d | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৩৩ | 203.143.184.10
  • "বেসিক' ভাল তো। কি সুন্দর গানের স্বরলিপি লিখে গান বাজানো যেত, ছোটখাট গেমস বানানো যেত।
  • d | ২০ নভেম্বর ২০০৮ ১৪:৩১ | 203.143.184.10
  • "বয়স্ক' লোকেদের নিয়ে জেনেরালি আমারও খুব একটা সমস্যা হয় নি, তবে "প্রফেসার' নিয়ে হয়েছে। সাধারণতঃ প্রফদের ইগোটা প্রবল। আর আমার ধারণা ওআঁদেরও তোমাকে নিয়ে তেমন সমস্যা হত না, কারণ তুমি "উচ্চশিক্ষিত' আর আমি "সাধারণ গ্রাজুয়েট'

    এর ব্যতিক্রমও দেখেছি। সেই ব্যতিক্রমদের অন্যতম হলেন আশুতোষের শুভঙ্কর চক্রবর্ত্তী আর ফাল্গুনীবাবু (এঁর পদবী ভুলে গেছি)। এঁদের অন্যকিছু বিষয় সম্পর্কে আমার আপত্তি থাকলেও এইটা মুক্তকন্ঠে বলবো যে এঁদের ইগো প্রবলেম তেমন ছিল না। "সাধারণ গ্রাজুয়েট'দের থেকে কিছু শিখতে এঁদের কোন অসুবিধে হত না।
  • siki | ২০ নভেম্বর ২০০৮ ১৪:২৬ | 203.122.26.2
  • দময়ন্তীকে কোন সালের কথা জিজ্ঞেস করলাম তখন এইজন্য, আমার জলুতেও প্রায় এক এক্সপিরিয়েন্স হয়েছিল ১৯৯৭-১৯৯৯ সালে। তখনও জলুতে ইলেকট্রনিক্‌স ছিল না, আমরা ইলেকট্রিকাল। কম্পু ল্যাবে চারখানা ৪৮৬ মেশিন, পরোটার সাইজের ফ্লপি ডিস্ক ভরে বুটিং করলে ডস চলত। তাতে আর কিছুই ছিল না, কেবল chiwriter বলে একটা ডস-বেস্‌ড রাইটিং এডিটর ছিল, তাতে করে লোকে নিজের নাম প্রেমিকার নাম ইত্যাদি লিখে ফন্ট বাড়িয়ে কমিয়ে দেখত। প্রিন্টারও ছিল না।

    কম্প সায়েন্স ল্যাবের প্র্যাকটিক্যালে ছিল দুশো নম্বর। ক্লাস তো কোনওদিনই হয় নি, বছরের শেষে (থার্ড ইয়ার) সব্বাই একধারসে একশো আশি পেয়ে গেল।

    বেঘোর কথা আগেই বলেছিলাম, আকাট গবেট, ইলেকট্রিকাল মেশিন পড়াত। একদিন আমার সাথে ল্যাবে ঢুকল, শমীক শমীক, আমাকেও কম্পিউটার চালানো শিখিয়ে দাও। বেঘোকে বললাম স্যার, এই ফ্লপিটার একটা কপি করিয়ে নিন, এটা বুটিং ফ্লপি। স্যার বুটিং ফ্লপি কী তাও জানেন না। বোঝালাম। আমি বুটিং থেকে শুরু করেছিলাম, বেঘো আমাকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু তার আগে আমি কম্পিউটার চালু করব কী করে? আমি বললাম, কেন স্যার, এইযে এইটা পাওয়ার বাটন, এটাকে টিপলেই কম্পিউটার অন হয়ে যাবে, তারপরে বুটিং ফ্লপি ঢুকিয়ে ...

    বেঘো আবার আমাকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু কম্পিউটারে পাওয়ার সোর্স আসে কোথা থেকে? এটা কি ইলেকট্রিকে চলে না? আমি পেছনে প্লাগ আর সুইচ দেখিয়ে বললাম, কেন স্যার, ঐ যে প্লাগ গোঁজা আছে?

    বেঘো এইবারে খাতায় লিখতে শুরু করল, ইনসার্ট দা প্লাগ, পয়েন্ট টু, সুইচ ইট অন, পয়েন্ট তিন, প্রেস দা সিপিইউ'স পাওয়ার বাটন ...

    পিজি করতে এসে প্রথম মাউসওলা উইন্ডোওলা কম্পিউটার দেখলাম। তখনও জানি না মাউসের ডানদিকের বাটনটা ক্লিক করে না বাঁদিকেরটা।
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৪:১০ | 61.95.144.123
  • তিন চারশো আইটি কলেজ খোলাতেও আপত্তির কিছু নেই। আপত্তির হল ক্রেডেনশিয়াল চেক না করে খোলার অনুমতি দেওয়া। ল্যাব ইনফ্রাস্ট্রাকচার বা শিক্ষক আছে কিনা না দেখে ছাত্র ভর্তি করতে দেওয়া। এগুলো ক্রিমিন্যাল।

    এই যে কলকাতা ইউনির কলেবর ছোট করতে নতুন ইউনি করছে - এইটে আরো আগে দরকার ছিলো। হোয়েন পুশ কামস টু শোভ না হলে যে কিসু হয়না।
  • siki | ২০ নভেম্বর ২০০৮ ১৪:০৮ | 203.122.26.2
  • পাবলিক ডিম্যান্ড? না খবরের কাগজের হাইলাইট? খবরের কাগজ ব্যাপারটাকে অন্যভাবে কি হাইলাইট করতে পারত না? আমি কি পাবলিক নই? চার বছর বাইরে পড়ে রাজ্যের টাকা অন্য রাজ্যে চলে যাবার থেকে কি এটা বেশি দরকারি ছিল না যে মাথাগুলো পরে সারাজীবন এ রাজ্যে চাকরি করে সরকারের ট্যাক্সের খাতা ভরাবে?

    ছেলেপুলে বাইরের রাজ্যে পড়তে গেলে কী প্রবলেম? হায়ার স্টাডিজে এ তো হামেশাই হয়! সরকারের আঁতে লেগেছিল আসলে, "লোকে ভাবছে' আমাদের রাজ্যে কোয়ালিটির হায়ার স্টাডিজ হয় না ...
  • h | ২০ নভেম্বর ২০০৮ ১৪:০৭ | 203.99.212.224
  • গাদা গাদা ছেলে ইঞ্জীনীয়ার হলে ক্ষতি কী? অল্প যখন ছিল তখনো ব্রীজ ভাঙতো এখনো ভাঙবে;-)
  • Arijit | ২০ নভেম্বর ২০০৮ ১৪:০৬ | 61.95.144.123
  • তা ছিলো। এবং আবাপ এই নিয়ে নেচেছিলো। মুশকিল হল পাবলিক বা আবাপ-র ডিমাণ্ডের ঠেলায় এই অ্যাডহক প্রসেস চললে সবই হবে, কিন্তু কিছুই হবে না।

    যদি কিছু করতে হয় তাহলে নিজের গাট্‌স বজায় রেখে সেই কাজটাকে সত্যি সত্যি ফ্রুটফুল করা উচিত। যেমন এই ইংরিজী...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত