এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:৩১ | 141.80.168.31
  • হ্যাঁ হ্যাঁ। ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড তো। বেশ ভাল এলিয়েনঃ-))
    অ্যাকশন মুভি দেখতে হেব্বি লাগে শুধু বেশি রক্তারক্তি না হলেই হল। ভাগ্যিস কিল বিলে রক্তের রং সবুজ। লাল রঙের হলে ঐ ফাউন্টেন অফ ব্লাড দেখে ঐখানেই চিৎ হয়ে যেতুম, দু দুবার হলে গিয়ে আর ইননিউমারেবল টাইমস ডিভিডিতে দেখতে হত নাঃ-)
  • sinfaut | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:২৫ | 165.170.128.65
  • আরও আছে, ঐ যে হেইচ জি ওয়েলসের গল্প নিয়ে কি যেন? ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড নাকি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড? তাতেও বেশ চটচটে কেঁচোর মতন হড়হড়ে এলিয়েন দেখিয়েচে, যাও যাও দেখে এসো।
  • shrabani | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:২৫ | 124.30.233.111
  • আমি ভুতের সিনেমা, মারামারি ভায়োলেন্স এসব কিছুই দেখতে পারিনা। সিনেমা হলে চোখ বুজে থাকি, টিভি মিউট করে রাখি। এমনকি বেশী কান্নাকাটি ইমোশন দেখলেও মিউট করে দি। অথচ এগুলো বইয়ে পড়তে অসুবিধে হয়না।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:১৩ | 141.80.168.31
  • আচ্ছা সিঁফো, রাগ করিস না। ছোলা ভাজা দেব। কাঁদিস না। পাটালী দেব।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:১১ | 141.80.168.31
  • সে তো ইটি বাদ দিলে কোন এলিয়েনটাই বা নন-ঘিনঘিনে? সব থেকে বাজে প্রিডেটরের এলিয়েনগুলো আর মিসন ইমপসিবলের ঐ ব্লাড সাকিং মনস্টারগুলো। অ্যাহ।
  • sinfaut | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:১০ | 165.170.128.65
  • আহা তার জন্যে কি বুনুয়েলকে মুরগির মতন ঠ্যাংওয়ালা সাতফুট লম্বা দত্যি দেখাতে হয়েছে? তাও ছাইরঙা জগতে? বরম বুনুয়েলের জগত দেখলে তো বোঝা যায় বাস্তব আর পরাবাস্তবের সীমারেখাটা খুব সূক্ষ্ম, যখন তখন আমরা ঐ দিকে পা দিয়ে দিতে পারি। তো সেসব কোথা এই মোটা দাগের.... না বলবনা, আবার আঁতেল বলবে।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০৭ | 203.99.212.224
  • অজ্জিত দা কে একদিন Grudge দেখাতে হবে, রাত্তির বেলা একা
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০৭ | 203.99.212.224
  • আর বুনুয়েল যে ন্যচারাল, আনন্যচারাল, বাস্তব, পরাবাস্তব, হ্যনা বাস্তব সব ঘেঁটে দিত তার বেলা?
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০৪ | 61.95.144.123
  • মেন ইন ব্ল্যাকের বাজে এলিয়েনটা গা ঘিনঘিনে।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০৪ | 141.80.168.31
  • ইটিটা বড্ড কিউট ছিল। দেখার পরে কত্তদিন ভেবেছি যে আমি যদি অমনি একটা ইটি পেতাম।
  • sinfaut | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০৪ | 165.170.128.65
  • ভয় লাগে বলিনি তো, বললাম অমন আনন্যাচারাল জগত বেশিক্ষন দেখলে আমার অস্বস্তি হয়।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০৩ | 61.95.144.123
  • নাঃ এই রাতে ভয়টয় পাওয়া - সিনিমা দেখে - এ জিনিস কখনো হয়নি। আমি মহেশ মিত্তিরের চেলা কিনাঃ-)
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০৩ | 203.99.212.224
  • নতুন ড্রাকুলা টা বেশ ভাল ছিল। বেশ অন্যরকম
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০৩ | 141.80.168.31
  • না না, এলিয়েন মুভিটুভি আমার একটুও ভয় লাগে না। বহুত আমোদ পাই দেখে।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:০১ | 61.95.144.123
  • ভয় লাগে না, বরং ওই এলিয়েন মার্কা সিনিমাগুলো দেখলে গা ঘিনঘিন করে। কারণ এদের নিয়মই হল এলিয়েন মানেই বিচ্ছিরি টাইপের কিছু - মেন ইন ব্ল্যাক, এলিয়েন-৩ - সবকটা তাই। কেন রে বাবা - এলিয়েনের ইটি হতে দোষ কি? বা মির‌্যাকল অন এইট্‌থ স্ট্রীটের কুট্টি কুট্টি ফ্লায়িং সসারের মতন?
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৯ | 141.80.168.31
  • আমি মোটেও বাচ্চা নই। রীতিমত আধবুড়ি কিন্তু হরর মুভিস আমার হজম হয় না। ড্রাকুলা আমি অনেক বড় হয়ে দেখেছি এবং বলা বাহুল্য তারপরে আর রাতে একা একা ঘরে ফিরতে সাহস হত না। এবং এইটা আমার খুব অবাক লাগে। আমার মানুষজন ভূত প্রেত কিছুতে ভয় লাগে না এক আরশুলা ছাড়া অথচ হরর মুভিস দেখলেই যে কি হয়ঃ-(((
    তোমরা হাসছ বটে কিন্তু তোমরা বুঝবে না আমার হাল কিরম ঢিলে হয়ে যায়।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৯ | 203.99.212.224
  • আর ভয় পেয়েছিলাম সেই হাউস অফ হররে ঢুকে। উরিত্তারা। চারটে দামড়া ছেলে, দিন দুপুরে ঢুকেছি। চারজনেই জানি যে সামনে যা হচ্ছে, যা দেখছি, সব নকল, সব সাজানো।
    তাও চারজনে গাঁক গাঁক করে চিল্লেছি
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৫ | 203.99.212.224
  • Grudge এর পরে আর কিছুতে ভয় লাগে না। খুব ছোট বেলায় যখন ড্রাকুলা পড়েছিলুম, কেলাস ফোরে, তখন রাতে কাগজের ক্রশ বানিয়ে ঘুমোতাম
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৫ | 61.95.144.123
  • সেইজন্যেই তো সব্বাই বলে পিপিটা বাচ্চা;-)

    নাঃ আমার কোনো সিনিমা দেখে ভয় লাগে না। ছোটবেলায় লাগতো কিনা মনে নেই। বড় বয়সে ড্রাকুলা দেখতে গিয়ে হাসি পেয়ে গেসলো।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৪ | 141.80.168.31
  • অরিজিৎ একদম ঠিক ধরেছঃ-))) হ্যারি ঐজন্যই....
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৩ | 141.80.168.31
  • কেন? রিং দেখে ভয় লাগে নি??? ওরে বাবা! আমি পুরোটা আজ অবধি দেখতেই পারি নি। আধ খানা দেখেই যা অবস্থা হয়েছিল। কত্তদিন যে তারপর ঘরের সব লাইট জ্বালিয়ে শুতাম। তাও ঘুমাতে পারতাম না। রাত্তিরে বাত্তুম যেতে পারতাম না অবধি। কি কেলো!
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫২ | 203.99.212.224
  • হ্যা ঘোড়ার নাটক ই ছিল। বেচারী হ্যারীর হাল আমাদের অরুন গোভিলের মতন
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫২ | 61.95.144.123
  • অ, তাই জন্যে কি শেষ বইয়ের লাস্টের আগের চ্যাপটারে হ্যারি নাঙ্গা? মানে ওই জীবিত না মৃত গোছের চ্যাপটারটাতে...
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫১ | 203.99.212.224
  • সিনিমা দেখে ভয় লেগেছে আজ অব্দি এক খানা মাত্তর, grudge
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৫১ | 141.80.168.31
  • হু। আর ঐ ঘোড়ার ডিমের নাটকে নাঙ্গা ডানিয়েলকে দেখে রাওলিং নাকি বলেছেন যে নেকস্ট হ্যারি পটার মুভিতে তাঁর নাঙ্গা হ্যারি চাইঃ-))
    এইটা পড়ে প্রভূত আমোদ পেয়েছিলামঃ-)
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৮ | 203.99.212.224
  • লার্ড অফ দ্য রিংস আমি বার তিনেক দেখেছি, পুরোটা। মানে একটানা ৩ টে। গোলা সিনেমা।

    (ও রঞ্জন দা, 'গোলা' কথাটাও মনে রাখুন)
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৮ | 141.80.168.31
  • শুধু ঋক নয়, প্রথমবার হলে ফেলোশিপ অফ দ্য রিংস দেখতে গিয়ে ব্ল্যাক ঋআইডারদের দেখে এত্ত ভয় পেয়ে গিয়েছিলাম যে হল ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। পরে ফিরে এসে বাকী সময়টা চোখ বন্ধ করেই প্রায় কাটিয়েছিলাম। ফলত আবার একবার গ্যাঁটের কড়ি খচ্চা করে দেখতে যেতে হয়েছিলঃ-( এখনো ভয় ভয় লাগে, নাzগুল পর্দায় এলেইঃ-)
    আমি ভয়ের কিছু একদম দেখতে পারি না। তাহলেই রাতে ভয়ানক ভয়ানক স্বপ্নেরা ভীড় করে আসেঃ-(
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৭ | 61.95.144.123
  • হ্যাঁ। আর হ্যারির রোল করে ফেলে বেচারা এখন সেই aura থেকে বেরোতে হিমশিম খাচ্ছে। সেই জন্যে নানারকম ম্যাচো অ্যাড করছে আর একখান এ-মার্কা নাটকও নাকি করছেঃ-)
  • sinfaut | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৬ | 165.170.128.65
  • ফেলিনি দেখাটেখার জন্য নয়। ইনফ্যাক্ট আমারও অতো উদ্ভট জিনিসপত্তর দেখলে গা-গুলোয়, আরও বেশি করে হলে দেখলে। মনে হয়, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে একটু খোলা হাওয়ায় নিশ্বাস নিই আর আশপাশে দেখে নিই ঠিকঠাক মানুষজন দেখতে পাচ্ছি কিনা।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৫ | 141.80.168.31
  • ওরে ব্ল্যাঙ্কি, হ্যারির থেকে ডানিয়েল দু বছরের বড়। অর্ডার অফ দ্য ফিনিক্সে ও পনেরো বছরের কিশোরটি নয়, পুরো আঠারোর তরুণঃ-)
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৪ | 141.80.168.31
  • সিঁফোটা একটা আঁতেলশিরোমণি (আমার অভিধানে এর চেয়ে বড় গালি আর নেই। আমেন)।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৪ | 61.95.144.123
  • আমার কিন্তু ব্যাপক লাগে। প্রথমটা বাদ দিয়ে বাকি দুটো বাড়িতে আছেও, কিন্তু ঋক দেখতে দেয় না। ওই গোলুম/গোলামকে বেজায় ভয় পায়।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৪ | 203.99.212.224
  • আর অর্ডার অফ ফিনিক্স দেখে মনে হলো যে হ্যারী বেশ বড় হয়ে গেছে, রন ও
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৩ | 203.99.212.224
  • সারাদিন ফেলিনি দেখে দেখে সিফো টা বখে গেচে পুরো
  • sinfaut | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪১ | 165.170.128.65
  • লর্ড অফ দ্য রিং সিনেমা হলে দেখতে গেছিলুম। তিনঘন্টা ছাইরঙা পৃথিমিতে দত্যিদানোর দাপাদাপি দেখার পর যখন জানতে পারলাম আরও আছে বাকি, তখন মনে মনে প্রচুর খিস্তি মেরে প্রতিজ্ঞা করেছিলুম এর পরে যাই বেরোক আর দেখা নয়।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৪০ | 61.95.144.123
  • শুক্কুরবারের টেলিগ্রাফে হাফ ব্লাড প্রিন্সের একটা ছবি দিয়েছিলো - দেখবে স্লাগহর্নকেও একদম মানায়নি।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৩৪ | 61.95.144.123
  • আমি তো সবকটাই দেখে ফেল্লুম - কিন্তু এটা একদম খেয়াল করিনি। যাকগে - সামনের রোববার সারাদিন ধরে সবকটা আবার দেখাবে - তখন দেখে নেবো।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:৩৩ | 141.80.168.31
  • হ্যাঁ জিনিকে একদমই মানায় নি। আর ফ্রেড জর্জ তো সব কটা সিনেমাতেই মিনিস্কিউল। এত্ত বাজে লাগে বলার নয়....
    অরিজিৎ, হ্যারি পটারের প্রথম দুটো মুভির ডাম্বলিডোর আর প্রিজনার অব আজকাবান থেকে যে ডাম্বলিডোর এঁরা এক নন। প্রথম দুটো দেখলে বুঝবে আমি কি বোঝাতে চাইছি।
    লর্ড অফ দ্য রিংস একমাত্র সিনেমা যেখানে বইটাও যতটা দুর্দ্ধর্ষ, তিনটে সিনেমাই ততখানিই দুরন্ত। অসা, কোন কথা হবে না।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:২৮ | 203.99.212.224
  • ওটা লোড ফ্যাক্টর
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:২৭ | 203.99.212.224
  • গেল্ডাল্ফটা দারুন মানিয়েছিল সিনিমায়। লর্ড অফ দ্য রিং পুরো সিরিজটাই ব্যপক ছিল সিনেমায়
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:১৯ | 61.95.144.123
  • ১৪ই নভেম্বর টেলিগ্রাফের সাথে যে টেলিকিডস দেয় তাতে হ্যারি পটার নিয়ে অনেক কিছু ছিলো। তাতেই জানলুম যে প্রথম সিনেমার সময় হ্যারি, হারমায়নি আর রনের চরিত্রে যারা অ্যাক্টো করেছে তাদের একটা এসে লিখতে দিয়েছিলেন ডিরেক্টর ভদ্রলোক। হ্যারি কোনওক্রমে একপাতা লিখেছিলো, অদ্ভুতভাবে হারমায়নি ৬ পাতা আর রন তো জমাই দেয়নিঃ-)
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:১২ | 61.95.144.123
  • ডাম্বলডোর পাল্টে গেছে খেয়ালই করিনি। তবে আমার কেন জানি না মনে হয় গেন্ডাল্ফের রোল যিনি করেছেন তিনি ডাম্বলডোর হলে বেশ হত। চো চ্যাং কে গবলেট অব ফায়ারে মন্দ লাগেনি, তবে তখনও তো বইগুলো পড়া ছিলো না। এখন দেখলে কেমন লাগবে কে জানে। আমার তো জিনিকেও মনে হয় মানায়নি - লাল চুলই নয়। আর ফ্রেড/জর্জের রোলগুলো কমিয়ে দেওয়াটাও একদম ভালো লাগেনি।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৫:০৮ | 141.80.168.31
  • যাক এতদিন পরে কাউকে পেলাম যারও মনে হয়েছে যে অর্ডার অফ দ্য ফিনিক্স সিনেমাটা ঝুল হয়েছে। আমব্রিজকে মোট্টেও, আই রিপিট মোট্টেও মানায় নি। কত কিছু বাদ। এইটারই সিকুয়েল করা যেত একটাই মুভি না বানিয়ে। আর তোমাদের কারোর কি মনে হয় যে ডাম্বলিডোরের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি একদম মিসফিট?? আমি এই ডাম্বলিডোরকে এক্কেবারে সহ্য করতে পারি না। প্রথম দুটো মুভিতে ডাম্বলিডোর যিনি করেছিলেন ভীষণ ভাল লেগেছিল। মনে হয়েছিল একদম যেমনটি রাওলিং লিখেছেন তেমনটিই। কিন্তু এই ডাম্বলিডোরটা সর্বক্ষণ রেগে আছে আর নয় চেঁচাচ্ছে যেটা একেবারেই ডাম্বলিডোরের স্বভাববিরুদ্ধ। আর ঐ চো চ্যাংটা সুন্দরী!!!! অ্যাক্‌ক্‌ক। রাওলিংএর ডেসক্রিপশন পড়ে অবধি আমার চাইনীজ কলিগের সাথে মিলে কত কত চীনে সুন্দরী দেখে ফেললাম, আমরা নিশ্চিত ছিলাম যে ফাটাফাটি কেউ একজন হবেই। আর ঐ চ্যাংকে দেখে দুজনেরই বাক্যিরুদ্ধ আর কি।
    হাফ ব্লাড প্রিন্স দেখতে তো যাব কিন্তু ভাল হবে এমন দুরাশা করি না। অবশ্য ভেবে দেখতে গেলে বইগুলোর তুলনায় সবকটা মুভিই ঝুল।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৪:১০ | 61.95.144.123
  • অয়ন - টইয়ের ১,২,৩ করে পাতা হয়।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৩:৪৮ | 61.95.144.123
  • সেটা কি? লোকোমোটিভ ফ্যাটিগ?
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৩:৩৩ | 203.99.212.224
  • লো ফ্যা কমে গেছে ঃ(
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৩:৩১ | 61.95.144.123
  • কেন? বাঁশ, মানে এনসিআর বেশি হয়ে গেছে?
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৩:২২ | 203.99.212.224
  • আর বাঁচবো না ঃ(
  • shrabani | ১৭ নভেম্বর ২০০৮ ১২:২০ | 124.30.233.111
  • হক কথা!ঃ)
  • d | ১৭ নভেম্বর ২০০৮ ১২:০৮ | 203.143.184.10
  • "সিং' ইস "কিং' :-D
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত