এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৪ নভেম্বর ২০০৮ ১২:১৮ | 61.95.144.123
  • ঋতির জন্যে কিনবোঃ-{
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১২:১৮ | 12.144.134.2
  • আমারটা লাল আর হলদে রঙের ছিল। এবং সেটা দুধ খেতে আমার মতই অবাধ্যতা করত। কত করে বোঝাতাম গায়ে জোর হবে, কিন্তু ঃ-)
  • siki | ১৪ নভেম্বর ২০০৮ ১২:১৭ | 203.122.26.2
  • এ জন্মে আর উঠবেও না। তিন ডেন্টিস্ট তিন খেপে সাঁড়াশি দিয়ে টেনে টেনে তুলেছে পাঁচখানা দাঁত। আর কি নজেন খাবার বয়েস আছে রে? এখন কেবল ছাঁচিপান খাই। হ্যাঁ, মাংসের হাড় পেলেও খাই।
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১২:১৬ | 203.99.212.224
  • অজ্জিত দা এখুন ওতে চড়বে? ঃ-o
    নাকি শিশু দিবসে অজ্জিত দার আপিস থেকে দেবে!
  • Arijit | ১৪ নভেম্বর ২০০৮ ১২:১৫ | 61.95.144.123
  • কাঠের ঘোড়া রে বাবা - যেটাতে চড়ে "দোলেএএএ দোলেএএএ' করে। তোমার নাই? ;-)
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১২:১৪ | 203.99.212.224
  • সেটা কি?
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১২:১৩ | 203.99.212.224
  • কি কি নামালি রে? আমি আপাতত Sansho Dayu নামাচ্ছি। আশা করছি কাল দেখতে পাবো।
    মধ্যে দুই খানা টিনটিন দেখেছি, সিনিমা, কার্টুন না।
  • Arijit | ১৪ নভেম্বর ২০০৮ ১২:১১ | 61.95.144.123
  • রকিং হর্স কোথায় কিনতে পাওয়া যায়?
  • sinfaut | ১৪ নভেম্বর ২০০৮ ১২:০৮ | 165.170.128.65
  • অনেকদিন হলো নতুন কোনো সিনেমা নামাই নি। এখন নতুন সিনেমার খোঁজ বলতে তো গুরুর ঐ টইটা। সেখানে দিদিমুনি আর আগন্তুক লিখলেই তবু জানতে পারি নতুন কী বেরোলো।
    আগন্তুক আর দিদিমুনিকে বলছি, একটু বেশি করে করে ঐ ভালো সিনেমা থ্রেডে লিখুন, মানে নাম দিন জাস্ট।

    ক'দিন আগে বুনুয়েলের ৩টে সিনেমা আবার করে নামালাম। সোমনাথদা যেগুলো ভালোবেসে দিয়েছিল তার যা কোয়ালিটি ... &[%#$@.
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১২:০২ | 12.144.134.2
  • পিপির গালও তো দেখলেই মনে হয় টিপে দিই।
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৮ | 203.99.212.224
  • হ্যাঁ, ঃ(
    আগেরটা রাগের চোটে ডিলিটেছিলুম বহুদিন আগে ঃ(
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৮ | 203.99.212.224
  • এখুনো ৫ টা দাঁত ওঠে নি? তাহলে এক্ষুনি একে শক্ত ভাত না দেওয়াই ভাল। একটু গলা ভাত দেবেন। আর সেরেল্যাক দেবেন বেশী করে, পুষ্টি হবে
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৮ | 12.144.134.2
  • দু দির ছেলের নাম জানিনা। সেই কি মিকি?
  • sinfaut | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৭ | 165.170.128.65
  • সিনেমাটাও নতুন করে নামালি?
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৭ | 203.99.212.224
  • কাল রাতে নামানো শেষ করেচি, আজ চালিয়ে দেখি একবার
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৬ | 12.144.134.2
  • আচারি মাশরুম কেমন খেতে ?ভালো ? আচারি মুর্গ তো ভালো লাগে।
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৫ | 12.144.134.2
  • সে তো - ট্যানের ছবি দেখলে ক্লাস এইট নাইনের মেয়ে মনে হয়। অবশ্য গাল টিপতে ভয় লাগবে ঃ-)
  • sinfaut | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৪ | 165.170.128.65
  • বিশাল কাজ হবে, দুদ্দাড় করে কাজ হবে। চাই কি, যদি কথার সাথে সাবটাইটেল ম্যাচ না করে তাও করে দিতে পারবো।

    কিন্তু, কিন্তু ... তুই চালিয়ে দেখেছিস কী? আগের একটা সাবটাইটেল পেয়েছিলুম, সেটা দেখেও বুঝতে পারিনি, কোন কথাটার সাথে কোন লাইনটা সাবটাইটেলে দেখাচ্ছে। সেরম কেস নেই তো?
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৩ | 12.144.134.2
  • মিকি কে ?
  • siki | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫৩ | 203.122.26.2
  • আমার পাঁচটা দাঁত নেই। আর কি শিশুবয়েস আছে রে আমার? গালও ভেতরে ঢুকে গেছে, কেউ আমায় দেখলে গাল টিপে দেবার কথা ভাবে না, এমংকি আমার বউও নয়।
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫০ | 12.144.134.2
  • অ ব্ল্যাংকি লিখে দিয়েছে ঃ-)
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৫০ | 12.144.134.2
  • অ, আমরা শিশু ! তাইলে বেথে কি ? জ্ঞানবৃদ্ধ?
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৪৮ | 203.99.212.224
  • সিকিরে দম দি নজেন দেয় নিইইইই
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৪৮ | 203.99.212.224
  • পাইছি বলেই তো তোকে জিগালুম। তোকে SRT ফাইলটা পাঠালে সেটাতে কাজ হবে কি? নাকি তোকে নতুন করে ডাউনলোডাতে হবে?
  • siki | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৪৫ | 203.122.26.2
  • য্যাঃ, তোমার ওখানে তো এখন তেরো তারিখ। শিশুদিবসের ডিনার কী করে হল? তোমার তো গুরুপরবের ডিনার চলছে।
  • Arpan | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৪৩ | 208.57.131.4
  • শিশুদিবসের ডিনার (শিশুর বাপের)ঃ চাপাটি, আচারি মাশরুম, শোনপাপড়ি, ইয়োগার্ট, এককাপ ধূমায়িত কফি।
  • sinfaut | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৪৩ | 165.170.128.65
  • নাহ্‌, কান্দাহারের সাবটাইটেল আর পাইনি, খুঁজিনি। তুই পেলি?

    সিসুরা সবাই, দমদির ঘাড়ে উঠে পড়ো। নজেন দেবে।
  • d | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৪০ | 203.143.184.10
  • অ্যাল তান্না আর মিকি'র কথা ভুলে গেছিলাম। ওদেরকেও। আর হ্যাঁ ইন্ডোকেও।
  • Arpan | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৩৯ | 208.57.131.4
  • ঃ)
  • d | ১৪ নভেম্বর ২০০৮ ১১:৩৭ | 203.143.184.10
  • হ্যাঁ হ্যাঁ স্যান, তিমি, সিঁফো, ইপ্পি, ঘেনু, টুংকাই, ব্ল্যাঙ্কি, রোহিণী, মেঘ, গুঞ্জা, ঋক, ঋতি, রাই, পাল্লিনের পুঁটি, বোধির পুঁটি, অদ্রিজা, সাঁঝ, রিমির সাম্পান, রেশমীর সাম্পান, জয়ের খুকী সক্কলকে শিশুদিবসের শুভেচ্ছা ও গালটিপুনি।
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১১:০৬ | 12.144.134.2
  • বোঝো।
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১১:০২ | 203.99.212.224
  • এই সিঁফো, তুই কান্দাহারের সাবটাইটেল দেয়া সিনেমাটা পেয়েছিলিস কি?
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১১:০১ | 203.99.212.224
  • এই সিঁফো অ্যান্ড স্যান অ্যান্ড টিম, দম দি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। দম দিকে থ্যাংকু বলে দাও।
  • d | ১৪ নভেম্বর ২০০৮ ১০:৫৪ | 203.143.184.10
  • হ্যাঁ রে শিশু, তোকেও শিশুদিবসের শুভেচ্ছা। তোর একটু গাল টিপে দেব, কেমন?
    ঃ))))))
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১০:৫৪ | 203.99.212.224
  • পিঙ্গু টা কেমন একটা আস্ত মাছ পুরো গলার ভেতর দিয়ে পুরে দিতো র শুধু মুড়ো আর কাঁটা টা বার করে আনতো।
  • Blank | ১৪ নভেম্বর ২০০৮ ১০:৪৪ | 203.99.212.224
  • সক্কলকে হ্যাপ্পি শিশু দিবস
  • Arijit | ১৪ নভেম্বর ২০০৮ ১০:৩৯ | 61.95.144.123
  • ডেঙ্গু/ডেঙ্গি নয় - পিঙ্গু।
  • d | ১৪ নভেম্বর ২০০৮ ১০:৩১ | 203.143.184.10
  • হ্যাঁ খুচখাচ তো চলছেই এদিকোদিক। এছাড়াও MNS দেওয়ালীর ঠিক আগে বড় ঝামেলা করেছিল। উইপ্রো'র একটা বাস পুড়িয়ে দেয়। কর্মীদের বাস থেকে নামানোর সময় এলোপাথাড়ি লাঠি মারায় ক'জন কিছু কিছু আহত হয়। আর এখন এখানে ২১-২৬ টাটা'র মোটর কারখানায় প্রোডাকশান বন্ধ থাকবে। টোটাল শাটডাউন থাকবে। ফলে ভেতরে ভেতরে বেশ একটা চাপা টেনশান রয়েছে। এবং আবার যথারীতি MNS এটাকে ইস্যু হিসাবে নেবার চেষ্টা করছে।
  • san | ১৪ নভেম্বর ২০০৮ ১০:৩০ | 123.201.53.144
  • কেন, নেটে হোমস্টে খুঁজবে। সমস্যা কি ?

    অরিজিতের ডেঙ্গু না ডেঙ্গি কি বলছে?
  • sinfaut | ১৪ নভেম্বর ২০০৮ ১০:২৯ | 165.170.128.65
  • সব কোথা গেল?
  • Arpan | ১৪ নভেম্বর ২০০৮ ০৯:৩৮ | 208.57.131.4
  • পুণেতে কি গণ্ডগোল হয়েছে ইদানীং?
  • d | ১৪ নভেম্বর ২০০৮ ০৯:৩৫ | 203.143.184.10
  • এই স্থানীয় লোকের বাড়ী ওঠার কথা অনেকেই বলছে। কিন্তু কিভাবে উঠবো? যার তার বাড়ী চড়াও হয়ে বলবো "থাকতে দিন'? তাছাড়াও আমি একেবারেই মারাঠী বলতে পারিনা যে!
  • Arijit | ১৪ নভেম্বর ২০০৮ ০৯:২৯ | 61.95.144.123
  • আমি ভুত দেখবো। আমাকে পাঠাও - arijit72 জিমেলে।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০০৮ ০৯:২০ | 97.81.104.16
  • এই কে সি পালই কি ছাতাও বেচেন?
  • a x | ১৪ নভেম্বর ২০০৮ ০৯:০২ | 99.165.169.180
  • "আজকাল"?
  • pi | ১৪ নভেম্বর ২০০৮ ০৮:৪৫ | 128.231.88.5
  • দমদি, আলিবাগ গেলে কাশিদ, নাগাঁও , মান্ডওয়া এই বিচগুলো ভুলোনা কিন্তু। আলিবাগের থেকে নামে কম, দামে কম কিন্তু ওজনে বেশি ঃ)
    ক্যাসুরিনায় বাঁধা হ্যামোকে দুলতে দুলতে, চা এ চুমুক দিয়ে এবং সাথে বড়াপাওর বড়া চিবুতে চিবুতে কাশিদের সমুদ্দুরে সূর্য ডোবা দেখাটা একটা অ-মিসযোগ্য ইস্পিশাল অভিজ্ঞতা কিন্তু।
    আর সফি বিচ কটেজ-টটেজের সিন নাই, দামী রিসর্ট, হোটেল আছে প্রভূত, কিন্তু খাঁটি জিনিস পেতে গেলে ওখানকার স্থানীয় লোকজনের ঘরে উঠো।
    এসি র আরাম, টিভি র সুবিধা কি নরম গদির সুখ না পেলেও গুছিয়ে আতিথেয়তা আর গুচ্ছ অথেন্টিক ঘরোয়া খাবারদাবার পাবে। বাড়িগুলো বিচের প্রায় ঢিল ছোঁড়া ( একটু জোরে ছুঁড়তে হতে পারে ) দূরত্বে, তাই ইচ্ছেমতন রাতেও সমুদ্র সন্দর্শন সম্ভব।

    মুরুদ-জন্‌জীরা কি দেখে ফেলেছো ?

    আর দেখা না থাকলে পুণে চত্বরে থাকতে থাকতে হরিহরেশ্বর, গণপতিফুলে , তরকারলি এগুলো ও ভিসিট মেরে এসো। ওয়ার্থ।

    ও হ্যাঁ, আলিবাগে ভাটার সময় সমুদ্রের উপর হাঁটতে হাঁটতে কি ঘোড়ার গাড়িতে চেপে দুর্গ দেখতে যাওয়ার কথা বলতে ভুলেই গেসলুম ।
  • d | ১৪ নভেম্বর ২০০৮ ০৭:৪৪ | 117.195.32.101
  • ar আজকাল কেবল লিঙ্ক দিয়ে পালান কেন?
  • c | ১৪ নভেম্বর ২০০৮ ০৭:৩৮ | 131.95.121.107
  • দু,
    মেইল দেখে নিও একবার।
  • c | ১৪ নভেম্বর ২০০৮ ০৭:৩৬ | 131.95.121.107
  • ব্ল্যাংক,
    সব দেখেছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত