এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৫:০৫ | 198.96.180.245
  • এখানে গরুগুলো অপুষ্টির জন্য বেঁটে হয়ে গেছে আর ঘেউ ঘেউ করে ডাকে। ঐজন্য অনেকে চিনতে পারে না।
  • Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১৫:০৫ | 203.99.212.224
  • আমার নাম 'সবাই' হলো ক্যামনে?
  • sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১৫:০৪ | 165.170.128.65
  • আমি ফিরে ফিরে ডিডি কে দেওয়া সিকির সল্যুশনটা পড়ে বুঝতে চাইলাম। এখনো পারিনি।
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১৫:০৪ | 203.99.212.224
  • আহা অর্গানিক ফার্মিং বলো। ওগুলো বীন। আস্ত ও সত্যি। তবে গত বছরের।
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১৫:০৩ | 203.99.212.224
  • ছেলেমেয়ে বা মোষগরু কোনোটাই অটো র মত আর দুর্লভ নয়। এটা কে বলে আর্বানাইজেশন।
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৫:০২ | 198.96.180.245
  • এগম্যাগির এগ ও ম্যাগিটা আসল- তার মধ্যে ঐ সবুজ ব্যাপারগুলো নিয়ে আমার সন্দেহ রয়েছে। ওগুলো হয় ঘাস নয় খোকনদার বগলে পেঁয়াজকলি।
  • sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১৫:০১ | 165.170.128.65
  • কিংবা বেরিয়ে যাওয়ার জন্য পয়সা ঢালতে হবে।
  • shrabani | ১৯ নভেম্বর ২০০৮ ১৫:০০ | 124.30.233.111
  • পারমিতার লেখা না পড়েই আজ লাঞ্চে বসে মনে হচ্ছিল, ইস সেদিন আবার যদি ফিরে আসত যখন আমি খালি টেবিলে এসে বসতাম আর সামনে গোছানো খাবার থালা!

    শমীককে আমি কিছুতেই বেথে বলতে চাইনা (অল্প চেনা তায় পড়শী)!ঃ) কীনু আর কমলা দুটোকেই সান্তরা বলে বিক্রি করার চেষ্টা বাজারে করে একথা আমি পষ্ট বলেছি।নারঙ্গী ভাল নাম রে ভাল নাম!
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৯ | 198.96.180.245
  • অত ব্ল্যাক কফি খেলে আবার অন্যান্য খাতে অনেক পয়সা এবং বিবিধ দ্রব্যাদি বেরিয়ে যাবে।
  • san | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৮ | 220.227.64.98
  • কিন্তু রঙ্গনদার অফিস ওখানেই না, সেই যেখানে আমরা ঝালমুড়ি খেতে গেছিলাম ? ওখানে মাঠ কোথায়? গরুই বা কোথায় ? অফিস আছে, ছেলেমেয়ে আছে, চা ঝালমুড়ি চপ ফুচকার দোকান আছে - আর একটাও ফাঁকা অটো পাওয়া যায়না ।
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৮ | 203.99.212.224
  • কেনো খোকনদার এগম্যাগি? সেটা বুঝি খারাপ হল?
  • sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৬ | 165.170.128.65
  • ইঁদুরের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ গোলা কফি - এই বা কি এমন উদ্দীপক দৃশ্য?
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৫ | 61.95.144.123
  • রঙ্গন তো এসডিএফ চত্তরে নয়। ওদের চত্তরে সত্যিই ধূ ধূ মাঠ আর কঙ্কালসার গরু - স্বয়ং দিদি গিয়ে দেখে এয়েচেন;-)
  • san | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৫ | 220.227.64.98
  • *মেশিন
  • san | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৪ | 220.227.64.98
  • ওঃ ভুলেই গেছিলাম। আমাদের অফিসে আজকে একপিস নন-ভেজ কফি বেরিয়েছে কফি মেশিন থেকে। প্রতি বছরই এক দুদিন বেরোয় তাপ্পর চেঁচামেচি হয় এবং বেশিন পরিষ্কার হয়, নতুন কিছু না - তবে এ বছরের নতুন ব্যাপার হল , ইঁদুর নয় , আরশোলা, এবং তার ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কফির মধ্যে ভাসমান - কি বিতিকিচ্ছিরি দৃশ্য এক ওফ্‌ফ।
  • Paramita | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৪ | 216.10.193.23
  • এসডিএফের ভূগোলে একটু কাঁচা আছি।
  • Paramita | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫২ | 216.10.193.23
  • তাচ্চেয়েও ভালো উপায় আছে - আপিশে বিনি পয়সায় ব্ল্যাক কফি দেয়? দিনে তিনচারবার ঐ মেরে দিন, সঞ্চয়ও হবে, ব্রতপালনও হবে। আমি তো মাঝে মাঝেই করি।
  • siki | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫১ | 203.122.26.2
  • যাঃ, আমি এত্তো লেবার দিয়ে লিখলুম ... সব যমুনায় ভেসে গেল।
  • san | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫১ | 220.227.64.98
  • জগৎ পারাবারের তীরে ?
  • siki | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫১ | 203.122.26.2
  • C ডিরেক্টরি বেমালুম ফাঁকা হতে পারে না। মনে হয় ওটা দেখাচ্ছে না, একটা লিংক থাকবে, show the files বলে। সম্ভবত windows ফোল্ডারে গেলেও তাইই দেখাবে।

    সোজা Start বাটনে ক্লিক করো, তারপর Run। একখানা লেখার বাক্সো আসবে। সেখানে লিখে দাও c:\windows\fonts। তারপরে এন্টার। ফোল্ডার খুলে যাবে।
    ফন্ট ফোল্ডারে যদি সরাসরি ফন্ট কপি করতে না পারো, বা কপি করেও কাজ না হয়, তা হলে ওপরে ক্লিক করো file তারপরে install new fonts। এইবারে নতুন ছোটো জানলায় নিজের ফোল্ডারটা ডেস্কটপে সেট করলেই দেখবে ওপরের বাক্সে বাংলা ফন্টের নাম দেখাচ্ছে। সেটাকে সিলেক্ট করে ইনস্টল বাটনটা ধাঁই করে মেরে দাও। তারপরে দেখে বলো বাংলা লোড হচ্ছে কিনা।

    না হলে আমাকে মেল করো।
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫০ | 198.96.180.245
  • সে তো নলবন হ্রদের ধারে যেখানে বোধিরা খেলা করে। আমাদের ঝুপ্সের পাশে শুধু ধু ধু মাঠ আর কঙ্কালসার গরু।
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৫০ | 203.99.212.224
  • প্রক্রিয়াটির 'প্রগতি' তথা পিডি প্রদত্ত নাম হল, 'এনজিও আইজেশন' ঃ-)
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৮ | 198.96.180.245
  • স্বল্পসঞ্চয় থালি ক্রমাগত মাইক্রোফাইনান্স থালির দিকে এগোচ্ছে। অথবা অসীম দাশগুপ্ত থালি থেকে ইউনুস থালির দিকে।
  • Paramita | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৮ | 216.10.193.23
  • সেকি, ঝুপস নিয়ে তো আমার কত্ত রোম্যান্টিসিজম ছিল। ঐ মাছভাজার ঝুড়ি নিয়ে আসে নলবনের পাশে আর সামনে ধরে - তুলে নিন যা ইচ্ছে - সেও ঝুপসের সার্ভিস না?
  • dd | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৬ | 122.167.83.237
  • হুররে ! হুররে! হুররে!!!!

    বাংলা সাহিত্যে স্বর্ণযুগ আবার ফিরে এলো। আমি পোষ্কার বাংলা দেখতে পাছি।

    সবাইরে থ্যাংকু।
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৬ | 203.99.212.224
  • এই চিকেনটি বোধকরি যবতী।
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৬ | 61.95.144.123
  • উইন্ডোজে একটা অপশন আছে না - সি ড্রাইভের ফোল্ডারগুলো নুকিয়ে রাখে বাই ডিফল্ট - ডিডিদার সেটাও হয়ে থাকতে পারে। অ্যাডমিন অ্যাকসেস থাকলে আবার জিগ্গেস করে যেগুলো নুকিয়ে রেকেচি সেগুনো কি দেকাবো?
  • san | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৬ | 220.227.64.98
  • ইদিকে আমি কড়মড় করে তন্দুরি চিকেনকে নিঃশেষিত করে তবে আবার আপিসে ঢুকলাম।
  • Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৩ | 203.99.212.224
  • ডেস্কটপের বাংলা ফন্টখানিকে নিয়ে ডাইরেক্ট ঐখানে ফেলে দাও। ব্যাস
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৩ | 203.99.212.224
  • আমার তো বরাবরি রিসেশন থালি। এখানে এটার নাম স্বল্প সঞ্চয় থালি। কোথাও কোথাও অসীম দাশগুপ্ত থালি নামে পরিচিত।
  • Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪২ | 203.99.212.224
  • ফন্ট হইলো,
    C:\WINDOWS\Fonts
  • dd | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪২ | 122.167.83.237
  • একখান বাংলাপ্লেইন ফন্ট দিয়েছি সেভ করে ডেস্কটপে। এখন সুভালাভালি ফন্ট ডাইরেক্টরি পেলেই কেল্লা ফতে।
  • dd | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৪০ | 122.167.83.237
  • আচ্ছ, এই খানেই লিখছি।
    বিশ্বাস করুন আর নাই করুন, আমার কোনো ফন্ট ডাইরেক্টরী নেই। বা কোথাও লুকিয়ে রাখা হয়েছে, খুঁজে পাচ্ছি না।

    আমি যেহেতু মতলাববাজী (consultancy) করি। তাই একার ওপিস। কাউরে জিগাইতেও পারি না।
    C dirtectory বেমালুম ফাঁকা।

    ফন্ট ডাইরেক্টরী কোথায় থাকতে পারে ?
  • sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৩২ | 165.170.128.65
  • ডিডিস্যার, আপনার বন্ননায় কেউ কখনো বোর হতে পারেনা, এখানেই বলুন।
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:৩০ | 198.96.180.245
  • আমাদের আপিসের ইদিকে তো চিরকালই রিসেশন থালি ফ্রম ঝুপ্স। তবে আজকাল মনে হচ্ছে তেলমশল্লাপ্যাঁজরসুনও কম দিচ্ছে।
  • Paramita | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:২৮ | 216.10.193.23
  • ওদিকেও কি রিসেশান থালি চালু হয়ে গেছে?
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:১৭ | 198.96.180.245
  • আর লাঞ্চ! আধথালা কড়কড়ে মোটাচালের ভাত, ন্যাবা হওয়া তরল ডাল, চাড্ডি আলু ঢ্যঁড়স ভাজা, আর বৃদ্ধা মুর্গীর দুটি পা দিয়ে শুকনো লঙ্কার ঝোল। এই তো খাওয়া! আঃকঃবাঃ...
  • dd | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:১৪ | 122.167.83.237
  • কোনো সহৃদয়/য়া কমপিটারোয়ালা আছেন? আমার এট্টু দরকার ছিলো।

    শুনুন। গতমাসে পোথোমে আমার মেয়ের ভাইরাস অ্যাটাক হয়, তাপ্পরে আমার বউএর,শেষে আমার। তারপরেই আমার বাড়ীর পিসি আর অপিসের পিসিতেও ভাইরাল আক্রমন হলো। ঠিকাছে ?

    তো দুই পিসিতে কম্পিটারের ডাক্তারেরা কি সব করে ফের চালু কল্লো কিন্তু বাঙ্‌লা ফন্ট আর নেই। নেই তো নেই। কোথায় যে গ্যালো।

    আর আমি ইদিকে গাছম ছম করা প্রমের গল্প, মিষ্টি মধুর ভুতের গল্প ... কিচ্ছু লিখতে পারছি না।

    মামুর কল থেকে বাংলা ফন্ট সফটোয়ার ডাউনলোড কত্তে গিয়ে আটকে গেছি। কি সব হচ্ছে।

    sudipgupta7 অ্যাট জি মেইল ডট কম কেউ এসলে নিরিবিলিতে কইতে পারি অসুখটা কি। হেথায় ও আমার অসুবিধে নাই, কিন্তু অন্য লোকে য্যানো বোর না হয়।
  • Paramita | ১৯ নভেম্বর ২০০৮ ১৪:০১ | 216.10.193.23
  • সবাই কি গপাগপ লাঞ্চ সারছে?
  • Paramita | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:৩৫ | 216.10.193.23
  • সিইও হোয়ো না। ঘরের পাশের ঘটনা ঃ গুলি খেয়ে স্টার্টআপ সিইওকে মরতে হল - ছাঁটাই করা কর্মীর হাতে।
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:৩৩ | 208.57.131.4
  • এম্মা, অরিজিত লিং দিতে পারে না। ডিডি থাগলে খ্যা খ্যা করে হাসতেন।
  • Paramita | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:৩৩ | 216.10.193.23
  • আপিশ থেকে ফিরবো - এ তো ঘোর বাস্তব, স্বপ্ন হবে ক্যান। যৌগিক বাক্যকে সরল করে ন্যান।
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:৩২ | 208.57.131.4
  • আমি সেদিন অজদার সাথে বসে শেষজেবনের গোল সেট করলাম। দুজনে মিলে মোটরসাইকেল ডায়েরির রাস্তা ধরে বাইক নিয়ে বেরুব। এও কি খুব বেশি চাওয়া?
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:৩১ | 125.18.104.1
  • পারমিতাদির স্বপ্নে কি দুটি বাক্য একত্রে পড়তে হবে, নাকি তারা পৃথকভাবেও এক একটি স্বপ্ন?
  • Paramita | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:৩১ | 216.10.193.23
  • হুঁ, আমাকে যে জাগতে হবে - আপিশে তারা আসবে কবে
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:৩০ | 208.57.131.4
  • প্রোগ্রামেবল মাইক্রোঅয়েভ কিনে ঘর সাজাও। ব্যাস।
  • san | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:২৯ | 220.227.64.98
  • আমার দুইপিস উচ্চাকাঙ্খা আছিল - হিপি হওয়া এবং সিইও হওয়া। আইদার ওয়ান চলিবেক। কিন্তু এই জীবনে আর হইলনা - এ জীবন লইয়া তবে কি করিব ???
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১৩:২৯ | 125.18.104.1
  • যেং কয়ে তেং কয়ে। চোঁচোঁচোঁচোঁ কয়ে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত