এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৪ | 61.95.144.123
  • আমি তো কাট দিয়ে বল্লুম তাই - মানে .-এর আগে অবধিটুকু নেবে। হবে না?
  • sinfaut | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০১ | 117.195.196.51
  • না অজ্জিতদা ওভাবে হবে না কারন ঐ abc টা প্লেসহোল্ডার। প্রতিদিন ওটা চেঞ্জ হয়।
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০১ | 61.95.144.123
  • ভ্যাঁ, শুদু শুদু খাটালো।
  • sinfaut | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০০ | 117.195.196.51
  • প্লিজ ইগনোর।

    হয়ে গেছে। ঃ-)
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৯ | 61.95.144.123
  • একটাই লাইনে তো? তাহলে এভাবে দ্যাখো -

    a="/photography/enlarge/abc.html"
    b=echo $a|cut -d. -f1


    আমি টেস্ট করলুম এভাবে।
  • sinfaut | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৪৮ | 117.195.196.51
  • অজ্জিতদা বা অন্য কোনো গুণী,

    ধরো একটা হটমলে একটা লাইনে /photography/enlarge/abc.html থাকে, সেড বা অন্য কিছু দিয়ে শেল স্ক্রিপ্টে কী করে শুধু ঐ লাইনটার .html পর্যন্ত প্রিন্ট করা যায় বা কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করা যায়?
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৮ | 202.91.136.4
  • হ্যাঁ, টুটু বসুর ছেলে।
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৮ | 61.95.144.123
  • কুণাল ঘোষের চেয়ে এই ভদ্রলোকের লেখা ঢের ভালো। ইনি কি সম্পাদক?
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৪ | 202.91.136.4
  • এই বাজারে প্রতিদিন-গণশক্তির চাপানউতোরটা মিস করবেন না প্লিজ। কুণালবাবুকে সরিয়ে এবার সৃঞ্জয়বাবু নিজে কলম ধরেছেন!
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৯ | 61.95.144.123
  • আমরা সকলে সবকিছুতে এত সহজে এক্সপার্ট কি করে হয়ে যাই কে জানে...

    এক্সপ্রেসওয়ের ডিট্যুর প্রসঙ্গে - সেদিন টেলিগ্রাফেও ছিলো, যে এগজিটগুলো ব্যবহার করা হচ্ছে না বলে বলা হচ্ছে যে চক্কান্ত করে জ্যাম করা হয়েছে, সেই এগজিটগুলোর একটাতে একটা কালভার্ট আছে - এবং পুলিশের বক্তব্য সেটা HGV-র লোড নিতে পারে না। এবং এর মধ্যে আমি তো অসম্ভব কিছু দেখি না। সমস্ত ব্রীজ বা কালভার্টের একটা ম্যাক্স ক্যাপাসিটি থাকে, এবং অন্যান্য দেশে এই কালভার্ট বা ব্রীজে রীতিমতন ওয়ার্নিং থাকে কত টনের বেশি লোড নিতে পারবে না ইত্যাদি...লোহার বীমভর্তি HGV একটা কালভার্টে গেলে প্রবলেম হতে পারে - এর মধ্যে কনস্পিরেসি থিওরী খোঁজার চেষ্টা বাঙালীর পক্ষেই সম্ভব - চাঁদে না গিয়েও চাঁদ সম্পর্কে এক্সপার্ট তো...

    হ্যাঁ, হতে পারে কালভার্টটা অত দুর্বল নয় - কিন্তু সেটা জেনে কন্সপিরেসী থিওরীটা চালাচ্ছেন নাকি না জেনেই, সেটা দেখার।
  • santanu | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৭ | 82.112.6.2
  • কেউ সময় পেলে আর জানা থাকলে একটা কথা বলবেন তো।

    9 August ছিল সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল আবার আজকে আছে।

    সাম্রাজ্যবাদ বিরোধীতা খুব ভালো, কিন্তু বছরে কদিন করে করতে হয় এই সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল টা?

    নাকি মাসে একটা করে রুটিন?

    কেউ জানেন?
  • a x | ৩১ আগস্ট ২০০৮ ২১:১৭ | 75.53.201.27
  • গুস্তাভের যাত্রাপথে কেউ নেই আশা করি। ক্যাটরিনার চেয়েও ভয়ানক হবার সম্ভাবনা জানাচ্ছে।
  • Abhyu | ৩১ আগস্ট ২০০৮ ০৮:২৯ | 97.81.67.221
  • বুনানের ফোন নাম্বার আছে কারো কাছে? তাহলে আমাকে মেল করে দেবে? amandal অ্যাট stat.uga.edu
  • Abhyu | ৩১ আগস্ট ২০০৮ ০৮:২৪ | 97.81.67.221
  • বুনান আমাকে ফোন কর তো। এক্ষুনি। তোর ফোন নাম্বারটা পাচ্ছি না।
  • Bratin | ৩০ আগস্ট ২০০৮ ২০:১৮ | 75.185.100.193
  • আর্য কোথায় ঘুরতে যাচ্চো নাকি? আমাদের hackinghillis প্লান বাতিল। বাড়ি তে বসে ল্যাদ খাচ্ছি।
  • arjo | ৩০ আগস্ট ২০০৮ ০৯:৩৬ | 24.214.28.245
  • আজ শুক্কুরবার, হনুদা বলে আজই তো সপ্তাহান্তে শিশি বোতল সাফা করার দিন,
    শিশিও নেই, বোতলগুলান দোকানে, ব্ল্যাংকি দিসে পাউচে মোরা ওয়াইন, কাজ চালিয়ে নিন।

    ব্ল্যাংক বাবু হেব্বি ওয়াইন।
  • kd | ৩০ আগস্ট ২০০৮ ০০:২৮ | 59.93.220.50
  • আমার প্রত্যেকটি পাজামার z-পারের ঐ বস্তুটি(ভালো নাম বোধহয় dongle) পাড়ার ধোপা প্রথম ধোলাইএই উড়িয়ে দিয়েছে। কিন্তু বাবা, এককালে ইঞ্জিনিয়ারিং পড়েচি - ওদেশ থেকে আনা একটা বড় বাস্ক james clip আছে - তাই লাগিয়ে নিয়েছি - ধোপার বাবার ক্ষমতা নেই ওগুলো ভাঙে।

    ঈশেন, বন্ধুকে আইডিয়াটা পাস করে দিও। পেটেন্ট নিইনি - ঐ অরিজিত open source না কী বলে যেন।
  • c | ৩০ আগস্ট ২০০৮ ০০:১৬ | 131.95.121.107
  • ক্যানো বাপু পচ্চিমী পোশাক কেন? আইকোনোক্লাস্টেরা এসে ছেলেদের ধুতি পরা লুঙ্গি পরা শুরু কল্লেই পাত্তো!
  • c | ৩০ আগস্ট ২০০৮ ০০:১৫ | 131.95.121.107
  • আরে! সঞ্জীব চট্টো এসব নিয়ে কত গপ্পো লিখেটিখে শেষে সন্নিসী হয়ে গেলেন!
    বোতাম হারিয়ে সূচসুতো খুঁজে শেষে নাকি ফোর্থ ডাইমেন্‌শনে চলে গেলো সব!
    আমার বন্ধুরা কইতো কাতুকুতু দিয়ে হাসানো!
  • arjo | ৩০ আগস্ট ২০০৮ ০০:০৪ | 168.26.215.54
  • প্যান্টের zপার নিয়ে আমারো অনেক করুণ কাহিনী আছে। কিন্তু আমি বলব না।
  • Ishan | ২৯ আগস্ট ২০০৮ ২৩:০৪ | 12.163.39.254
  • এসব অসব্য কথা বলার জন্য আগাম ক্ষমা। ঃ)

    আমার এক বন্ধু ছিল। তার একপিস জিনস ছিল। সেই প্যান্টের চেন ঠিকই ছিল, কিন্তু যেটা দিয়ে টেনে নামায় আর তোলে (কি বেশ বলে সেটাকে), সেইটা ছিলনা। মালটা পেনের ঢাকনা লাগিয়ে খোলা বন্ধর কাজ করত।

    একদিন নন্দনের সুলভ থেকে আর বেরোয়না। পনেরো মিনিট পরে বেরিয়ে সেকি খিস্তি। "দেশে শিক্ষিত লোকের সংখ্যা এত কমে গেছে কি বলব। কেউ পকেটে একটা পেন রাখেনা মাইরি?'
  • dd | ২৯ আগস্ট ২০০৮ ২২:৩৩ | 122.167.14.237
  • তবে ঐ বোতামওয়ালা বেল্ট কিন্তু এক কারীগড়ি কুশিক্ষার ফসল।

    কে জানে বাবা হয়তো রিমোট ক®¾ট্রাল ও থাকে। শিউড়ে উঠি।
  • dd | ২৯ আগস্ট ২০০৮ ২২:২৮ | 122.167.14.237
  • হনুর ওয়াড্রোব ম্যালফাংশনের ঘটনায় আমি যেনো নস্টালজিতে ভেসে গেলাম। সে ছিলো আমাদের যুগে..... সেই যন্ত্রনা, সেই নাটকীয়তা, সেই মহৎ ট্র্যাজেডী অহরহ ঘটতো। হরিপদ কেরাণী থেকে সি ই ও,সবাই ছিলেন টেকনলজির শৈশবের শিকার বা ল্যাবরেটরীর ইঁদুর।

    zipper. বিজ্ঞানীরা দিন রাত খেটে চলেছেন কিন্তু তখনো তার বাল্যাবস্থা। অতি অল্প ব্যবহারেই ছিন্ন ভিন্ন হয়ে যেতো। নেমন্তন্নবাড়ী থেকে অপিস থেকে ময়দান থেকে - মুখ কালো করে অপমানে প্যান্টের উপর শার্ট ঝুলিয়ে বাড়ী ফিরে গেছেন সব মানুষ। জীবনে অন্ততঃ একবার। "অপমানে হতে হবে তাহাদের সবার সমান, হে মোর দুর্ভগা দেশ" । আহ।

    এখনকার প্রজন্ম জানেই না ... জানেই না তার আগের প্রজন্মের কতো স্যাক্রিফাইস কতো লজ্জায় বেঁটে হয়ে মাটীতে মিশে যাওয়া, কতো কান্না, কতো বিদ্রুপের অট্টহাসির মধ্য দিয়ে আজ তারা পেয়েছে প্রায় জিরো ডিফেক্ট Zipper। ছিঁড়ে যাওয়া বোতামের বেদনায় তাই আমার চোখ জল আসে।
  • c | ২৯ আগস্ট ২০০৮ ২২:১৭ | 131.95.121.107
  • এতো দেখা যাচ্ছে সিঙুর আর নন্দীগ্রাম-এই দুই ঘূর্ণিকেন্দ্রই পালা করে করে আসছে আর যাচ্ছে। গন্ডগোলের দুখানা কেন্দ্র করে রাখতে পারলে অবশ্য অনেক সুবিধা,পাব্লিককে একবার এদিকের একবার ওদিকের খবর দিয়ে সত্যমিথ্যা সব দিয়ে প্রফিট ম্যাক্সিমাইজও হলো মিডিয়ার, সরকারেরও লাভ হলো অন্য সব সমস্যা থেকে লোকজনকে ভুলিয়ে রাখা গেলো। সমাধানের তো কোনো প্রশ্নই নেই! আরে সমাধানই যদি হয়ে যায় তাইলে তো অন্যান্য সমস্যা ও তার সমাধানের দাবীও জেগে উঠবে! তারপরে কোনখান থেকে শক্তসমর্থ বিরোধীপক্ষ(এই সাজানো বিরোধীপক্ষ না)গজিয়ে যাবে! সব্বনাশ হবে!
  • c | ২৯ আগস্ট ২০০৮ ২২:১১ | 131.95.121.107
  • এইরকম সব গট আপ!!!!!
    তাও আবার জেনেও ফেলছে!
    কি অবস্থা!

    প্রসঙ্গতঃ কিছুদিন আগেও কলকাতার লোকেরা সেই সাধারন মানুষের মিছিল "সব পাল্টে দেবে এই মিছিল",কবি শংখ ঘোষ ও মিছিলে" এরকম সব বলছিলেন না? বহু লোক বাইরে থেকে মরাল সাপোর্ট দিলেন!
    সেই ব্যাপারটার কি হলো শেষ পর্যন্ত?
    পরিবর্তনকামী মানুষের মিছিলই ঘটাতে পারে পরিবর্তন-সেইসবের কি হলো?
    নাকি এখন অন্য সীজন চলছে?
  • c | ২৯ আগস্ট ২০০৮ ২২:০৩ | 131.95.121.107
  • আগে থেকে জানা সত্বেও ট্রাকওলারা ই বা ঐ রাস্তা ধরেছিলো কিসের জন্য?
  • Suvajit | ২৯ আগস্ট ২০০৮ ২০:২২ | 121.217.128.233
  • অক্ষ, এতো বর্তমানই বলছে, (অবশ্য যদি বর্তমানকে কাগজ হিসাবে ধরেন)। বলছে পালসিটে ব্যারিকেড করে ট্রাক আটকে দিয়েছে।
  • a x | ২৯ আগস্ট ২০০৮ ১৯:৫৩ | 143.111.22.23
  • আচ্ছা, এরকম কোন কাগজে বেরিয়েছে কেউ জান, যে পুলিশ ট্রাক ইত্যাদি ঘুরিয়ে দিয়ে আরো বেশি জ্যাম করে দিচ্ছে?

    বিজনেস স্ট্যান্ডার্ড-এ বেরোনো খবরের লাস্ট লাইনে রয়েছে এটা।

    A leading city daily this morning ran a report highlighting police actions that were actually leading more and more trucks to the Singur blockage and compounding the jam there instead of diverting trucks to NH6 and other smaller bypass roads.
  • P | ২৯ আগস্ট ২০০৮ ১৮:০১ | 194.125.53.113
  • এই শ্রা , জিগানো হয় নি । শাড়ি কিনেছিলে ?
  • babul | ২৯ আগস্ট ২০০৮ ১৭:২৮ | 164.164.94.194
  • অনেক হোল।এবার বাড়ির দিকে
    ;;;
    ;;;;;;;;;;;;;;;;
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
  • Sudipta | ২৯ আগস্ট ২০০৮ ১৬:৪৬ | 122.169.180.9
  • আঁধার হল মাদার গাছের তলা
    কালি হয়ে এলো দীঘির জল

    এখন আর অংক কত্তে ভাল্লাগছে না!

    'মা গো আমায় ছুটি দিতে বল', এবার আমি উইকএন্ডে যাবো ঃ-)
  • P | ২৯ আগস্ট ২০০৮ ১৬:৩১ | 194.125.53.113
  • বোধি , কুলকুলিয়ে হাসছি ঃ-)))
  • a | ২৯ আগস্ট ২০০৮ ১৬:২৮ | 12.2.142.7
  • আমার বাড়ির ল্যাপীর কি-বোর্ড টা গেছে। আজ কলিন দিয়ে মুছতে গিয়ে ভূতোর মা কে জানে কি করেছে, এখন "ও" টিপলে lo9" দেখাচ্ছে, "r" টিপলে "r56" দেখচ্ছে। আবার Tab Button টা পাগলের মত করছে, as if ভূতে press কতে রেখেছে।

    কেউ হেল্পাবেন?
  • san | ২৯ আগস্ট ২০০৮ ১৬:২৮ | 12.144.134.2
  • জনতা আর কতক্ষণ অংক করবে? কি মুশকিল।
  • h | ২৯ আগস্ট ২০০৮ ১৫:০৪ | 125.18.104.1
  • অংক কর। দুপুর হয়েছে বাইরে বেরিও না;-)

    সরি এট্টু ভুল বকছি, আর না। সরি অরিজিত।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৪:৫৫ | 61.95.144.123
  • দুইটার একটাও জানা ছিলো না। কি করবো? ফরমুলা ওয়ান তো দূর, আমি ফুটবল ছাড়া আর কোনও খেলার খবর এখন পড়ি না।
  • h | ২৯ আগস্ট ২০০৮ ১৪:৫১ | 125.18.104.1
  • এত বোঝাতে হলে ভাল্লাগে না,

    ক। চেলসি কে জেন্টলম্যান পর্ণের রাজধানী বলে ধরা হয়। কয়েকদিন আগে ফর্মুলা ওয়ানের বসের ঘটনা পড় নি?
    খ। হাউ টু ওপেন ইয়োর বেল্‌ট্‌স টা একটা ইম্পর্ট্যান্ট ভিকটোরিয়ান পর্ন সিরিজ। ফর ডামিজ টা তুমি অবলীলায় জুড়ে দিলে।

    তবে তোমার তো নর্থ প্রীতি আছে। তোমারে সেকেন্ড বা থার্ড রাজধানী টার সংগে জুড়ে দিলা। ব্ল্যাকপুল। অথবা ওভার ইন বার্লিন।

    তুমি এত ভলো ছেলে মাইরি একটু ইয়ে কথা বোঝো না। যাতা।
  • siki | ২৯ আগস্ট ২০০৮ ১৪:৪৯ | 203.122.26.2
  • ওটা হল ওওওওওও দাদাআআআআআআআআআআ-র এসপারান্তো ভার্সন।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৪:৪৫ | 61.95.144.123
  • হ্যাঁগা বোধি কি বল্ল এসপারান্টোতে?
  • h | ২৯ আগস্ট ২০০৮ ১৪:৪১ | 125.18.104.1
  • এত আইপড, সুইফট, উবুন্টু, ডাইনো ডিস্ট্রিবিউটেড, প্রোগ্রামিং , ব্রেকিং সিস্টেম, এসবের আড়ালে অরিজিতের মইধ্যে যে একটা ওলড ফ্যাশন্ড জেন্টলম্যানলি সায়েন্টিফিক পর্নো ইনক্লিনেশন আছে তা এদ্দিনে জানা গেল। হাউ টুজ আর অল অ্যাবাউট মেকিং ইট সাউন্ড সিভিল, হোয়েন ইট কামস টু বেলটস। মাস্ট বি ফিলিং হোমলি ইন চেলাসি ঃ-)
  • d | ২৯ আগস্ট ২০০৮ ১৩:৫৫ | 203.143.184.10
  • এবং আমার কোনোরুপ ভুঁড়ি জাতীয় সমস্যা ছিল না সেইসময়।
  • d | ২৯ আগস্ট ২০০৮ ১৩:৫৪ | 203.143.184.10
  • ২০০২ এর সেপ্টেম্বরের এক বৃষ্টিভেজা দিনে ব্রাসেলসে আমি যে সাড়ে ১৩ ঘন্টা একটা বেল্টের মধ্যে আটকে ছিলাম, শত চেষ্টাতেও বেরোতে পারছিলাম না ... অবশেষে এক স্ক্রু ড্রাইভারের সাহায্যে মুক্তি পাই ---- সে নিয়ে কিন্তু আমি কক্ষণো কারো কাছে দুস্কু করিনি।
    একে বলে সংযম। হ্যাঁঃ
  • siki | ২৯ আগস্ট ২০০৮ ১৩:৪৮ | 203.122.26.2
  • এত কিছুর মধ্যে যে "বিলো দ্য বেল্ট' হয়ে যায় নি, এটাই আশ্চজ্জির!
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৩:৪৭ | 61.95.144.123
  • হুঁ, বোধি আবার হাউ টু ওপেন আ বেল্ট ফর ডামিজ গোছের বই লেখে না...লেভেলই আলাদা। ওওওও দাআআআআদাআআআআ।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৩:৪৩ | 61.95.144.123
  • নলবনের ঝুপসে খেয়ে এলুম - ভাত ডাল বেগুনী মাছভাজা - বেশ ভালোই, গরম গরম মাছভাজাগুলো।
  • h | ২৯ আগস্ট ২০০৮ ১৩:১৭ | 125.18.104.1
  • দ্য ডকট্রিন অফ ও হতে পারে ... আর কবার রিপিট হলেই।
  • h | ২৯ আগস্ট ২০০৮ ১৩:১১ | 125.18.104.1
  • আমি এই পারিবারিক তথা ব্যক্তিগত সমস্যাকে একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে নিয়ে যাওয়ার জন্য এইবারে একটা বই লিখবো ঠিক করেছি।

    The Problem of Infinite Tightness - A Contemporary Perspective in West Bengal, circa 2008
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত