এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৭:০৯ | 165.170.128.65
  • সকাল সাতটা।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১৭:০৫ | 202.91.136.4
  • তবে বাস থাকবে। অল্প লাগেজ থাকলে বাসের মত সাশ্রয়কারী জিনিস দুটি নাই।

    কখন আসবা?
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১৭:০৪ | 202.91.136.4
  • আমি কী করে বলব? আমি কখনো যশবন্তপুর বা ম্যাজেস্টিক যাই নাই। রেল স্টেশন বলতে কেআরপুরম।
  • san | ২৮ আগস্ট ২০০৮ ১৬:৫৯ | 12.144.134.2
  • আসলে আমি ঠিক জানিনা। মানে দুটোই গেছি কিন্তু আলাদা আলাদা ভাবে ঃ-))। মনে হয় এক দেড় ঘন্টা হবে শিওর না। অপ্পন বা অন্য কেউ লিখে দেবে।যাক, থাকবিনা তো আর দেখা হবে কিকরে ধুৎ।
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৬:৩৮ | 165.170.128.65
  • কতদূর সেটা তো বললি না। বঙ্গালুরু থাকছিনা, ওখান থেকে শিমোগা যাবো। আবার রবিবার ফিরেই ট্রেনে উঠে পড়ব।
  • san | ২৮ আগস্ট ২০০৮ ১৬:১৯ | 12.144.134.2
  • তুই কি বেঙ্গালুরু আসছিস? কবে, কদিনের জন্য ?
  • san | ২৮ আগস্ট ২০০৮ ১৬:১৯ | 12.144.134.2
  • অটোতে উঠে বলবি ম্যাজেস্টিক।
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৬:১৭ | 165.170.128.65
  • বঙ্গালুরুবাসীগণ, য়শ্বন্তপুর রেলস্টেশন থেকে ম্যাজেস্টিক (য়াত্রি নিবাস) কতদূর, কী করে যায়?
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৬:১৫ | 61.95.144.123
  • TOI ই-পেপার (কলকাতা)-র ফার্স্ট পেজ দ্যাখো।
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৬:১৪ | 165.170.128.65
  • মেইল এর এইসব উৎপাত থেকে বাঁচার একটা ভালো উপায় হলো, জিমেলের ফিল্টার তৈরী করা। এইসব জায়গা থেকে মেইল এলেই পাতি ডিলিট করে দাও।

    ডিডিদা কি এটা একটু চেষ্টা করবেন?
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৫:৩৬ | 61.95.144.123
  • একটা চেইন মেল চলতেছিলো - এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নিয়ে। কে শুরু করেছিলো মনে নাই, তবে পোচ্চুর পোচ্চুর লোক ছিলো, চিনিও না তাদের। তো আম্মো কিছু পয়েন্ট দিলাম - এখানে যা লিখেছি তাই। তো একজনের রেসপন্স হল -

    Yes Arijit, We have read ur 2 mails where u questioned the very basic funda, i.e., wheather Industrilization is et al possible without sacrificing agricultural land, and to support ur views u explained how u travelled many many developed countries where farmers were ousted to raise industry.

    But, point is, at present these so called developed nations r facing food crisis and blaming India and China for eating more than earlier :)

    Basics were always same. Food is always basic. Also remember ur beloved communist govt. is sending food produced in WB to Bangladesh under an un-documented agreement. The agreement is - You give us Voters and We give u Food.
    So, WB has to support food for Bangladesis as well using there farming land.
    And now ur beloved Communist Govt is telling us to sacrifice our farming land and buy NANO car. So, that they can enjoy the commission money!!!

    Carry On.


    অহো। আনডিসক্লোজড এগ্রীমেন্ট, আর তার খবর এনাকে পিঁপড়ে এসে দিয়ে গেছে। এই হল আন্দোলন।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৫:৩০ | 61.95.144.123
  • এটা ভাইরাস নয়, ট্রোজ্যান গোছের কিছু। ডিডিদাকে কেউ হাইফাইভের কিছু পাঠ্যেছিলো, ডিডিদা সেটা খুলেছিলেন, এবার সে ট্রোজান নিজের কাজ দেখাচ্ছে।

    মাউসের স্পীডটা মাঝে এনেও লাফালাফি বন্ধ হয় নাই, এই মাত্তর আবার হল। এটা শালা স্টেরয়েড দেওয়া মাউস। হাইপার অ্যাক্টিভ।
  • dd | ২৮ আগস্ট ২০০৮ ১৫:৩০ | 122.167.69.202
  • আমার সিমেন্টিক অ্যান্টিভাইরাস আছে তো, রোজ তো স্ক্যান করে। তো, লাভ তো কিছু হোলো না।

    কম্পিউটারোয়ালাদের হেল্প করতে বললেই তারা খালি খালি কঠিন প্রশ্ন করে। তাই আমি মুখ বুঁজে সব সহ্য করে যাই।
  • siki | ২৮ আগস্ট ২০০৮ ১৫:২৮ | 202.140.54.179
  • এম্মা! স্কাইপ তো ব্যাপক জিনিস।
  • san | ২৮ আগস্ট ২০০৮ ১৫:২৫ | 12.144.134.2
  • হ্যাঁ অপ্পন , তা আর নয়। ডিডিদা বলে কম্পুতে skype ইন্সটল করে দেব বললে মেইল ব্যাক করেন - 'না। না। না।কিছুতেই না ।' আব্বার জানলা ছেড়ে লিনাক্স ঃ-)))
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৫:২৪ | 61.95.144.123
  • ডিডিদা - স্পাইবট নামায়ে চালায়ে দ্যাখেন। বা লাভাসফটের স্পাইওয়্যারটা। সহজ উপায়টা পরে বলবো।
  • dd | ২৮ আগস্ট ২০০৮ ১৫:২২ | 122.167.69.202
  • আমার কম্পুটারে কি সব কঠিন পোকা মাকড় ঢুকেছে।

    যতো কন্ট্যাক্ট আছে - বেশীর ভাগই অফিসিয়াল ও ফর্মাল - তাদের সবাইকে জানানো হচ্ছে যে আমি হাই ফাইভ নামে একটি অর্কুট জাতীয় কিছুতে তাদের বন্ধুতা চাই।

    আমার কাস্টোমার/ক্লায়েন্ট - প্রচুর চীনাম্যান ,সবাই অবাক। ভীষন এমবেরাসিং ব্যাপার।

    গুরুচন্ডালির যাদের আই ডি আমার কাছে আছে , তারাও একাধিক বার ঐ মেইল পবেন।

    ইগনোর করবেন।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৫:২২ | 61.95.144.123
  • তাইলে আমাকে শুক্কুরবার সন্দেবেলায় আপিসে কাটাতে হয়। বড় চাপ।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১৫:২০ | 202.91.136.4
  • অরিজিত, এই সুযোগটা মিস কোরো না। একজন ভাইরাসাক্রান্তকে লিনাক্ষধর্মে কনভার্ট করার এই সুযোগ ছেড়ো না কিন্তু। ঃ)
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১৫:১৮ | 202.91.136.4
  • ডিডিদার সাথে এইমাত্র কথা হল। উনি নিজেও ক্লুলেস কীভাবে এইটা হল। ইতিমধ্যে জনা পাঁচেকের ফোন পেয়েছেন।

    আর মেশিনে নর্টন আছে উনি জানালেন। বোঝো!
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৫:১৮ | 61.95.144.123
  • কিসের সিডি? কিসের প্রোটেকশন? কিসের DEP? কিসের লিনাক্স? কিসের মাসি? কিসের পিসি? কিসের বৃন্দাবন?
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৫:১৩ | 165.170.128.65
  • এক্ষুনি দেখোনা বাড়ি থেকে ফোন করেছিল, যে কটা সিডি পাঠিয়েছিলাম সেগুলো চালালেই DEP বলে এক্টা বালের প্রোটেক্সনে আটকে দিচ্ছে। লিনাক্সে কি আর এসব..
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৫:১৩ | 61.95.144.123
  • অ ডিডিদা - আফনের কম্পু থিকে হাইফাইভ স্প্যামাচ্চে।
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৫:১২ | 165.170.128.65
  • জানলা মেশিনে এসব আজেবাজে ব্যাপার হয়েই থাকে। একি আর লিনাক্স ? ;-)

    অজ্জিতদা আমি মোটেই সেন্টু খাইনি ও খাইনা। আমার পাষান হৃদয়। ঃ-X
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১৫:১১ | 202.91.136.4
  • জেহাদিদের এই সোজাসাপ্টা জিনিস অবশ্য শক্ত লাগতেই পারে। না হইলে তাঁরা হট্‌কে হইবেন কেং কয়ে? ঃ)
  • siki | ২৮ আগস্ট ২০০৮ ১৫:১১ | 202.140.54.179
  • ওইত্তো! যাহাই লিনোভো তাহাই আইবিএম। আমার হত। এই এক জিনিস।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:৫১ | 61.95.144.123
  • হুঁ, ওই ক্লিক স্পীডটা মাঝামাঝি জায়গা পেরিয়ে ছিলো। তার জন্যেই হয়তো। একদম মাঝখানে করে দিলাম - কিন্তু কার্সরের লাফালাফি কি এতে বন্ধ হবে? দেখি।

    কি সব কঠিন কঠিন জিনিসঃ-(
  • a | ২৮ আগস্ট ২০০৮ ১৪:৪৮ | 12.2.142.7
  • অজ্জিত দা, তোমার track pad এই ক্লিকাবার ক্ষমতা দেওয়া আছে। ওটারে অফ করে দাও Control Panel mouse property থেকে। খুব সেন্সিটিভ track pad হলে এরকম হয়।

    আচ্ছা, মামুর কলে ইনি্‌জরি লেখার সময় যে সিম্বল ব্যাভার করি সেটার behaviour consistent নয়। কখোনো space না দিলে কাজ করছে না, কিন্তু পরে ডিলিট করে দিলে নিচ্ছে।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:৪৩ | 61.95.144.123
  • থিঙ্কপ্যাড না, লেনোভো। কনট্রোল প্যানেলে তো ইউএসবি মাউস দেখাচ্ছে...
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১৪:৩৮ | 202.91.136.4
  • অরিজিত ক®¾ট্রাল প্যানেলে গিয়ে মাউসের প্রপার্টি চেক করে/উল্টেপাল্টে দেখ। আমার এ ধরণের প্রবলেম পিসিতে হয়েছিল। ল্যাপটপে না।
  • siki | ২৮ আগস্ট ২০০৮ ১৪:৩১ | 203.122.26.2
  • ম্যাট্রিক্সের প্রচুর অ্যাড দেখেছি খালি। TOIএর পাতায়। সিমকার্ডটা চোখে দেখি নি।
  • san | ২৮ আগস্ট ২০০৮ ১৪:৩০ | 12.144.134.2
  • না না, এটা হল ল্যাপির তরফ থেকে ইনকিলাব জিন্দাবাদ
  • siki | ২৮ আগস্ট ২০০৮ ১৪:৩০ | 203.122.26.2
  • অরিজিৎ, তোমার কি থিঙ্কপ্যাড?
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:২৮ | 61.95.144.123
  • সেটা কি ওপেন সোর্স? তাইলে ফীডব্যাক দেবো, নইলে খারাপ বলবো;-)

    বাই দ্য ওয়ে - আমারও যে একটা কোশ্চেন ছিলো - ল্যাপির ট্র্যাকপ্যাড নিয়ে।

    (১) কার্সর খালি খালি লাফিয়ে পিছনে চলে যায় কেন?
    (২) ট্র্যাকপ্যাডের স্ক্রোল করছি, থেকে থেকে স্ক্রীনের একটা অংশ সিলেক্ট হয়ে যায় কেন?
    (৩) কিছুই করছি না, মাউস পয়েন্টারটা হয়তো কোনো লিংকের ওপর রয়েছে, হঠাৎ লিংকটা খুলে গেলো, অ্যাজইফ ভুতে ক্লিক করলো। কেন?

    এ জিনিস আগে কখনো কোনো ল্যাপিতে দেখিনি। না ম্যাকে, না জানলায়। এটা কি ভুতুড়ে ল্যাপি?
  • Div0 | ২৮ আগস্ট ২০০৮ ১৪:২৩ | 202.80.51.66
  • সিরিয়াস প্রশ্ন, রিসেন্টলি কেউ ম্যাট্রিক্স সিমকার্ড (ইউএস) ব্যাভার করেছেন? ফীডব্যাক চাই।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১৪:২০ | 202.91.136.4
  • ভাগ্যিস আমার ইদিকে সাদা মাউস।
  • Div0 | ২৮ আগস্ট ২০০৮ ১৪:১৮ | 202.80.51.66
  • ওপেনসোর্স, লিনাক্ষ, উবুন্টু, ম্যাকবুক সব স-অ-ব জিনাঃ-বৌদ জিনাঃ-জিনাঃ-বৌদ।

    জানলাগুলির কালো মাউস ভেঙে দাও গুঁ ...
  • lcm | ২৮ আগস্ট ২০০৮ ১৪:১৮ | 71.132.138.180
  • এটা ভাল - http://www.domaintools.com/

    দাড়াঁও, আগে সোর্স কি তাই বুঝে উঠতে পারলাম না, ওপেন না ক্লোজ্‌ড সে কথা পরে হবে ঃ-)
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:১৭ | 61.95.144.123
  • আর ;-) দিই নি বলে সিঁফোও সেন্টু খেয়ে গ্যালো। উফ্‌ফ্‌ফ্‌ফ...দিকে দিকে গোলমাল।
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৪:১১ | 165.170.128.65
  • ওহ্‌, তাহলে তো আর কথাই চলেনা।
  • san | ২৮ আগস্ট ২০০৮ ১৪:১০ | 220.227.64.98
  • সত্যি ভদ্রলোক একটা সিম্পল প্রশ্ন করে কি গোলমালেই না জড়িয়ে পড়লেন - লিনাক্স, সার্মন, ডিক্টেটরশিপ ঃ-))
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৯ | 61.95.144.123
  • আর কমিটেড জেহাদি ওসব খুচরো ব্যাঁকা কথায় ভয় খায় না। ইনকিলাআআআআআব, থুড়ি ওপেনসোর্স...
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৮ | 165.170.128.65
  • কি মুশকিল, একজন একটা খুচরো আইপি জানতে চাইলে, তাকে কেন মাইক্রোসোফট ভালো না লিনাক্স ভালো এ নিয়ে মতামত জানাতে হবে?

    আর ও অমিত বসু বাবু, বলুননা আপনি লিনাক্স ব্যবহার করেন বা ব্যবহার করতে ইচ্ছুক?
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৮ | 61.95.144.123
  • ক্যাম্পের আর সারমনে তফাত নাই? আমি কি বলেছি লিনাক্স ছাড়া হবে না, সবার উপরে লিনাক্স সত্য? আমি বলেছি - সোজা পথ, শক্ত পথ। এটা মোট্টেও সারমন নয়।
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৬ | 165.170.128.65
  • ওপেন সোর্সের প্রচার ভালো, তবে প্রচার যদি বগলে বাইবেল নিয়ে বা ঘেঁটি ধরে টানতে টানতে হয়, তাহলে পুরোনো সব ডিক্টেটরশিপের কথাই মনে পড়ে যায়।

    অনেক লিনাক্সগুরু কে একটা কথাই বলতে দেখেছি, তুমি যেটা ভালো বুঝবে সেটা ব্যবহার কর। নিজে যেচে কার কিসে ভালো সেটা তুমি ঠিক করে দেওয়ার নও। লিনাক্স সবার জন্য নয়, শুধু ইন্টারেস্টেডদের জন্য।
  • san | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৫ | 220.227.64.98
  • আর হ্যাঁ সিকির এই শুওরের বাচ্চা ,খচ্চর মহিলা এই টাইপের বক্তব্যগুলো কি জঘন্য লাগে পড়তে। (আমার)। কিন্তু পাবলিক ফিগার তো .... যাই বলা হোক ....মরুগ্গে।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৩ | 61.95.144.123
  • আর উল্টোই বা কেন? জানলা হলে আগে ব্রাউজার খুলতে হবে, গুগুলে যেতে হবে, তাপ্পর সার্চাতে হবে - আজেবাজে সাইট বাদ দিয়ে ভালো সাইট বাছতে হবে, তাপ্পর যদি সেটা তখন কাজ করে, সেখানে আইপি দিয়ে দেখতে হবে।

    লিনাক্স হলে একটা শেল খুলবে, আর whois মারবে।

    কোনটে সোজা হল?
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০১ | 61.95.144.123
  • বা রে মাইক্রোসফট যে এত বছর ধরে ঢপ মেরে এবং একই সাথে মাফিয়াগিরি করে দুনিয়ার লোককে ঠকাচ্ছে? আমি তো বরং ভালো কথা বলছি। মোটেও উল্টো কথা নয় - ওটা মাইক্রোসফটের প্রচার লোককে ভয় দেখানোর জন্যে।
  • san | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৫৯ | 220.227.64.98
  • তাই বলে সোজাকে কঠিন আর কঠিনকে সোজা বলে ইনোসেন্ট জনতাকে বিভ্রান্ত করবে?
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৫৮ | 61.95.144.123
  • ক্যাম্পেন না করলে ওপেন সোর্সকে বাড়াবো কি করে? এও একরকমের জেহাদ - লিখেছি না গুরু-তে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত