কাঁকড়া গুলো যেখানে আছে, সেখানে হাত ঢুকিয়ে দিবি। যেগুলো হাত কামড়ে ধরবে সেগুলো তাজা
san | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:৩৩ | 12.144.134.2
সামনে ফাঁড়া মানে কি অপ্পন জানুয়ারিতে কোলকাতা ফিরে বে বাড়ি খেতে যাবে ? ঃ-(
আমরা না আলসুর বাজারে কালকে এত্ত এত্ত কাঁকড়া দেখলাম। কিন্তু তাজা কিকরে চেনে বুঝিনা বলে সাহস করে কিনতে পারলাম না। তার বদলে ম্যাকরেল আর পাবদা কিনে চলে এলাম ঃ-(
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:৩৩ | 61.95.144.123
সুন্দরবনে বালি দ্বীপের খুব নাম শুনছি। কেউ গেছ? কি করে বুকিং করতে হয়? মানে কোনো ওয়েবসাইট, ফোন নং ইত্যাদি থাকলে দাও না...
h | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:২৮ | 203.99.212.224
শুভ জন্মদিন।
h | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:২৮ | 203.99.212.224
সাইড কিক হিসেবে আমি কি কিচুই পাবো না, র?
Blank | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:২২ | 203.99.212.224
মাল কৈ হ্যাঁ? মাল কৈ?
san | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:২০ | 12.144.134.2
সক্কাল সক্কাল একটা লোককে মালের লোভ দেখাচ্ছে ।
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৮ | 208.57.131.4
রাজস্থানে তো বিজেপি ফুটে গেল। দিল্লিতেও আসতে পারছে না। ঃ)
Blank | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৭ | 203.99.212.224
রঙ্গন দা কে তিন বোতল কার্লসবার্গ আর দু গেলাস রেড ল্যাবেল
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫৮ | 208.57.131.4
হুম্ম। বুঝেছি। আমারো সামনে ফাঁড়া আছে। ঃ(
h | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫৭ | 203.99.212.224
ঘুম পাচ্ছে, তার কারণ হল, মেনলি হেবি খেয়েছে।
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫৭ | 61.95.144.123
সেটা করা যেত অবশ্য, তবে তাতে সেন্টিমেন্টের ব্যাপার আছে। সমস্যা কি কম?
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫৬ | 208.57.131.4
বালেশ্বরে/বালাসোরে ভাল হোটেল থাকার কথা।
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫৩ | 61.95.144.123
দুইখান বাচ্চা নিয়ে ওখানে থাকা বহুত ঝাড়ের - মানে বড়বড় ব্যাপার নিয়ে সমস্যা। তাই ক্ষুদি হতে হলঃ-(
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫২ | 208.57.131.4
হুম, এবার মনে পড়েছে। তা তুমি ক্ষুদিরাম হয়ে একদিনে গিয়ে আবার সেইদিন ফিরে এলে!!
ডিপ সরো।
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫১ | 61.95.144.123
বালেশ্বর আর ভদ্রকের মাঝের স্টেশন।
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫০ | 208.57.131.4
সোরো জায়গাটা শোনা শোনা লাগছে। কোথায় বল তো?
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৪৪ | 61.95.144.123
কি ঘুম পাচ্ছে। কাল ভোর সাড়ে তিনটেয় উঠে সাড়ে চাড়টেয় বাড়ি থেকে বেরিয়ে ধৌলি নামক একটি গরুর গাড়িতে করে সোরো গেছি, বউভাত খেতে, রাত্তির সাড়ে দশটায় ফিরেছি, সাড়ে এগারোটায় ঘুমিয়ে আজ ফের সাড়ে পাঁচটায় উঠেছি। মা মা গো...একটা বিছানা দে মা...
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩৪ | 208.57.131.4
** করলেন
arjo | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩৪ | 24.214.28.245
ঃ))।
নাঃ বিএফেন। গেরামে অনেক রাত হল।
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩৩ | 208.57.131.4
কমরেড আজ্জো, আপনি জার্সি ছাপালেন না তো। হেলিকপ্টারে করে নগ্রাতে জার্সি বিতরণ পর্ব তাই স্ক্র্যাপ করে দিতে হল।
তখনই বলেছিলাম দিনের কাজটা দিনে শেষ করুন। তা আপনি বাড়ি যাবার আনন্দে সেসব গুবলেট করেলেন। জাতির কাছে আপনার ক্ষমা নেই।
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩২ | 61.95.144.123
হাগজে হাত ধুতে লাগে না? কি ভয়ানক!!!
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩১ | 61.95.144.123
রঙ্গনেরও বাড্ডে? শুভেচ্ছাসহ একটা কাঁঠাল।
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩০ | 208.57.131.4
কী??
arjo | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩০ | 24.214.28.245
এই সিকির "ইসেটা" কেমন জানি লাগল।
siki | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩০ | 122.162.83.221
প্রবৈচ-কে শুভ জন্মদিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ইসে ...
san | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৯ | 123.201.53.144
মাইরি অপ্পন, আমার মনে ছিল। কিন্তু তুমি যে 'মনে করানো' বলতে অন্য কারুর থেকে কনফার্ম করানো বোঝাও, তা জানতাম না । বাংলা ভাষা দিন দিন যা জটিল হয়ে উঠছে ঃ-)
সিফোকে আজ আরো খানিকটা শুভেচ্ছা দিলাম।
arjo | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৮ | 24.214.28.245
হাগজে তো হাত ধুতে লাগে না। ;)
হ্যাঁ একবার হাত দিয়ে ছুঁতে পারলে বাকী জীবনটা হাগজেই চালাতে হবে। ঃ))
san | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৭ | 123.201.53.144
রঙ্গনদার জন্যে শুভেচ্ছা আর লইট্যা শুঁটকি ঃ-)
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৭ | 61.95.144.123
কেন? আজ্জোও কি হাত ধোয় না?
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৬ | 61.95.144.123
কাগজে তো দেয় নাই (কালকের কাগজ পড়িনি অবশ্য, ভোরে বেরিয়ে গেসলাম, আর ট্রেনে দেখে হাতে নিতে ইচ্ছে করেনি পাতাজোড়া মারাদোনা দেখে)।
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৫ | 208.57.131.4
এইবার আজ্জো খচে যাবে। "গুরু' কে নিয়ে এয়ার্কি!!
arjo | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৫ | 24.214.28.245
আচ্ছা কথা ছিল মারাদোনা নাকি নন্দীগ্রামে হেলিকপ্টারে করে যাবেন। শেষ অবধি সেটাকি হয়েছে?
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৩ | 61.95.144.123
জানি তো। ওইজন্যেই এই অ্যাপারেন্ট গার্জেনভাবটা আরো অসহ্য লাগে।
quark | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২০ | 202.141.148.99
ইয়ে অরিজিৎ,
লক্ষ্য একটাই - কাগজ বিক্কিরি, শণিবরে এসেমেস, সোমবারে বক্তিমে ...
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:২০ | 61.95.144.123
গুরুপুজো ছাড়া আর কি? বচ্চনসায়েবের মূর্তি বানিয়ে পুজোও কলকাতাতেই হয় - আর কোথাও নয়। এও তাই। লোকটা কবে যেন অসুস্থ হয়েছে, পার্কস্ট্রীটে টিভি চ্যানেল ঘুরে বেড়াচ্ছে লোকের বাণী নেবার জন্যে। কেবিসি-তে একবার দেখেছিলাম - এক পাবলিক হাত মিলিয়ে এতই আপ্লুত যে বাড়ি গিয়ে তিন দিন তিনি হাত ধোবেন না এমনটা ডিক্লেয়ার করে দিলেন। অসম্ভব ইরিটেটিং সেলিব্রিটি ম্যানিয়া।
arjo | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:১৬ | 24.214.28.245
আমার মনে হয় না এ গুরু ধরার ব্যপার। মারাদোনার হাত ধরে বাঙালীর আন্তার্জাতিক ফুটবলের সাথে পরিচয়। সেই ১৯৮৬, সেবারেই প্রথম সবকটা খেলা সরাসরি দেখাল। আর সেবারে মারাদোনার খেলা মনে হয় এখনো অবধি বিশ্বকাপে সোলো প্লের শ্রেষ্ঠ নিদর্শন। সেই তখন থেকেই ব্রাজিলে নিবেদিত বাঙালীর একটা অংশ আর্জেন্টিনার ফ্যান। তা এহেন মারাদোনার প্রতি বাঙালীর একটা ইসে থাকবেই।
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:১২ | 61.95.144.123
আর আবাপ শালা - এখন বিড়ালের বিবাহ লিখছে বটে, কিন্তু শনিবার তিন পাতা জুড়ে পাব্লিকের ভক্তিপূর্ণ এসএমএস ওরাই ছেপেছিলো। ইন্ধন যোগানোতে কমতি নাই, আবার পরে নাক উঁচিয়ে বক্তিমেতেও...
Bratin | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:১২ | 59.93.201.100
শুনলাম পায়ের ছাপ দেবার আগে পা টা তুলে সবাই কে দেখিয়েছে। ঃ-))
এত টাকা খরচ করে ও কে এনে আমাদের মত গরীব দেশের কি উপকার হল কে জানে!! ঐই টাকা অন্যভাবে খরচ করা যেত।
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:১০ | 61.95.144.123
** কান **
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:০৯ | 61.95.144.123
আমি পাব্লিকের এই ক্রেজটার মাথামুণ্ডুও বুঝি না। ঠিক আছে - খেলায় ব্রাজিল বা আর্জেন্টিনাকে সাপোট করলো - করতেই পারে। আমি ইটালিকে করি, নিউক্যাসল ইউনাইটেডকে করি। কিন্তু একটা লোককে নিয়ে পাগলামো...পেলে এসেছিলো তো, তখন এম্নি হয়েছিলো বলে শুনি নি। আরো কয়েকজন নামি প্লেয়ার এসেছে, এম্নিধারা দেখিনি বা শুনিনি। গেলবার অলিভার কানকে নাম্নী এক ওভারহাইপড গোলকীপারকে নিয়ে বেশ চেল্লামিল্লি হয়েছিলো অবিশ্যি...
যত দিন যাচ্ছে গুরুধরা তত বাড়ছে।
arjo | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:০১ | 24.214.28.245
গুরু ফুরু বুঝি না। যাস্ট টাকার শ্রাদ্ধ। কোনো মানেই হয় না। কিন্তু সুদা কে এই বাংলায় ঠেকানোর মতন কেও নাই। উনি চাইলে জর্জ বেস্টকেও আনার চেষ্টা করতে পারতেন। নেহাত জর্জ বেস্ট ওয়ার্ল্ড কাপ জেতে নি আর উনি জর্জ বেস্টের নামটা জানেন না। নইলে স্বর্গ থেকেই নেমে আসতে হত।
Arijit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১০:০১ | 61.95.144.123
মহেশতলা না কোথায় অ্যাকাডেমি উদ্বোধন করার কথা ছিলো - সেখানে প্লাস্টার অব প্যারিসে পায়ের ছাপ নিয়েছে, সেটাকে সোনা দিয়ে বাঁধাবে। আরো শুনলুম কতকগুণো পাবলিক পা ধুইয়েছিলো জল দিয়ে - সেই জল নাকি বিলি হচ্ছে। শিশিতে ভরে চন্নাম্মিত করে বিক্কিরি করলেই পারতো।
ইয়ে মারাদোনা আরাধনা নিয়ে কেউ কিসু কইলে না? অ্যাটলিস্ট এট্টু খিস্তি? আমার সিদিন থেকে কি রাগ যে হচ্ছে না...গুরু ছাড়া চলে না, হয় দাড়িওয়ালা গুরু, নয় টিকিওয়ালা।
Bratin | ০৮ ডিসেম্বর ২০০৮ ০৯:৫৭ | 59.93.201.100
সে তো বুঝতে পারছি। এত দিন পরে দেশ এ আসছো আনন্দ তো হবেই ঃ-))।
আমি বুধ বার থেকে ৩ সপ্তা র ছুটি র ধান্দা করছি। market খুব খারাপ । বিশেষ project নেই।
Arpan | ০৮ ডিসেম্বর ২০০৮ ০৯:৫৭ | 208.57.131.4
আমি আর কারে দাগা দেব! স্যানকে শুনিয়ে শুনিয়ে কাঁকড়া খেতে গেলাম।
arjo | ০৮ ডিসেম্বর ২০০৮ ০৯:৫২ | 24.214.28.245
বুইলে মনে পুলক আর পাঁচদিন আপিস করলে ১১ জানুয়ারী অবধি নিশ্চিন্ত। আর আটদিন কাটিয়ে দিতে পারলে বাড়ির প্লেনে উঠে পড়ব। আর নয়দিন কাটিয়ে দিলে বাড়িতে বসে লুচি আর দেশী মুর্গীর মাংস খাব। ইত্যাদি ইত্যাদি।
Bratin | ০৮ ডিসেম্বর ২০০৮ ০৯:৪৮ | 59.93.201.100
না । আর্য আমাকে বাজে বার খায়াচ্ছে!! ঃ-))।
এখন আপাততঃ শ্বশুর বাড়ি তে । তাই পেটের ওপর প্রচুর চাপ যাচ্ছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন