কিন্তু "গোপাল' তো অলরেডি সুশীল। সে আবার সুবোধ হতে যাবে কেন?
san | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২১ | 12.144.134.2
অরিজিতকে ঃ আমরা মন খারাপ মন ভালো নিয়ে ভাবি। আর বোধিদাকে দ্যাখো তো পেট খারাপ পেট ভালোর রেস্পেক্টে ভাবে। কাজেকাজেই।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২১ | 208.57.131.4
সরকারি ব্যাঙ্কের ব্যাঙ্কাররা নিরীহ??!!
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২০ | 203.99.212.224
শোনো বিকল্প সাহিত্যের বর্ণপরিচয় প্রথম ভাগ হল এইরকম,
'দেশ' অতি দুষ্ট বালক। গোপাল সুবোধ হইতে চাহে না, সে অন্যপদ্যচিন্তা করিতেছে।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২০ | 208.57.131.4
ও তুমি কি ওদেশে অ্যাপ্লাই করেছিলে?
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১৯ | 61.95.144.123
ইউকে-র অ্যাড্রেস প্রুফ। বলেছিলো হয় টেনেন্সি এগ্রীমেন্ট বা কোনো বিল অজ্জিনাল দিতে হবে। আমি কাউন্সিল ট্যাক্সের চিঠির কপি দিলাম - হল না। ব্যাটারা কাউন্সিল ট্যাক্স কি বোঝেনি। বুঝিয়ে বল্লাম তো অজ্জিনালের দাবি করলো।
আর বোধি - এইরকম কুইচ্ছা দিলে? তোমার মন নাই?
san | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১৯ | 12.144.134.2
(প্রাক্তন) এনারাইদের হ্যাটা করতে সক্কলে পছন্দ করে, এমনকি নিরীহ ব্যাংকেরা পর্যন্ত , কিন্তু দোষ শুধু আমার হয়। কেন ???
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১৮ | 208.57.131.4
কিন্তু ই কি দাবি। তোমার আপিসে তোমার পুরানো কোন অ্যাকাউন্ট দিলে সেখানে স্যালারি ক্রেডিট করবে না কেন?
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১৭ | 208.57.131.4
সব তোমার সাথেই হয়। আমার বাড়ি থেকে পাসপোর্টের জেরক্স নিয়ে দিব্যি করে দিল!
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১৬ | 61.95.144.123
দেশে আমি শুধু "অন্য কোনখানে' পড়ি এখন। আর ভালো গপ্প থাকলে। মাঝে মাঝে খিস্তি দেবার জন্যে ওই ছুটকো খবরমার্কা সামথিংগুলো পড়ি।
বোঝা গেলো যে অ্যাক্সিস ব্যাঙ্কই তাহলে বালের ব্যাঙ্ক। কি কুক্ষণে এখানে স্যালারি অ্যাকাউন্ট খুলতে হয়েছিলো!!!
অবশ্য আইসিআইসিআই আমার এনআরই অ্যাকাউন্ট খোলেনি। অ্যাড্রেস প্রুফ নিয়ে ঝামেলা করেছিলো - অজ্জিনাল জমা দিতে হবে বলে।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১৫ | 208.57.131.4
এইটা জব্বর দিয়েছে। কুইচ্ছাটা। ঃ)))
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১৩ | 203.99.212.224
এই ছিল তোমার মনে। তোমারে এত বিপ্লবী সব সাহিত্য নিয়ে কত কথা কইলাম, শেষে তোমার সুখস্বপ্ন হল , আপিসে বসে অনলাইনে 'দেশ' পড়া!!!!
পোস্টাপিস, বড় ব্যাঙ্ক বা বিল্ডিং সোসাইটি বা বড় সুপারমার্কেটে কাটতো না। একমাত্র ওই মোটো বা সিডের দোকানের মত ছোট দোকানের এটিএমে কাটতো - পৌনে দুই পাউন্ড করে। সেগুলো নেহাত এমার্জেন্সি না হলে তুলতাম না।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১২ | 219.64.11.35
এইবার বলি ঃ
আইসিআইসিআইয়ের কাস্টমার আমি সেই ২০০০ সাল থেকে।
১) আমার বাড়ির লোন নেয় আইডিবিআই ব্যাঙ্ক, ডিরেক্ট ডেবিট সিস্টেমে, ICICI থেকে।
২) গাড়ির লোন কাটে ICICI, একই সিস্টেমে, বউয়ের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে।
৩) ক্রেডিট কার্ডের বিল নিয়ে চিন্তাও করতে হয় না। ঠিক প্রতি মাসের চার তারিখে ডিউ টাকাটা আমার স্যাল অ্যাকাউন্ট থেকে আমার ক্রেডিট কার্ডে ক্রেডিট হয়ে যায়। প্রসঙ্গত, আমার একটাই ক্রেডিট কার্ড, ICICIএর।
৪) একটা বড় অ্যামাউন্টের এলাইসি প্রিমিয়াম দিতে হয় প্রতি বছর ডিসেম্বরে। আমি তার জন্য প্রতি মাসে সেট করে রেখেছি, একটা অ্যামাউন্ট আমার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে চলে যায়, ঠিক বারো মাসের মাথায় ম্যাচিওর করে (9.5% সুদ) টাকাটা আমার স্যাল অ্যাকাউন্টে চলে আসে, আমি অনলাইন এলাইসির বিল পেমেন্ট করে দিই। কোনও কারণে ইচ্ছে হলে আমি ছ মাসেও রেকারিংটা বন্ধ করে দিতে পারি, একটা মেল করতে হয় শুধু, কোনও প্রি-ক্লোজার চার্জ নেই।
৫) আমি যে কোনও ভিসা এনেব্ল্ড এটিএম থেকে টাকা তুলতে পারি, আমাকে কোনও চার্জ দিতে হয় না। কারণ আমারটা স্যালারি অ্যাকাউন্ট।
৬) ১৫০০০ না ২৫০০০ পর্যন্ত ডিম্যান্ড ড্রাফ্ট বানাতে পারি, কোনও চার্জ লাগে না, কারণ আমারটা স্যালারি অ্যাকাউন্ট।
৭) যে কোনও সময়ে যে কোনও ICICI ব্যাঙ্কে গিয়ে আমার স্টেটমেন্টের প্রিন্টআউট নিয়ে আসতে পারি, নিখরচায়।
৮) ইসিএসের ইনস্ট্রাকশন পেপারেও আমি ব্যাঙ্কের সই / স্ট্যাম্প নিতে পারি, যে কোনও ব্র্যাঞ্চের থেকে। আমার ব্র্যাঞ্চেই যেতে হবে, এমন কোনও কথা নেই।
৯) আমি লাস্ট আমার ব্যাঙ্কের ব্র্যাঞ্চে গেছি, বোধ হয় ২০০৪ সালে। তারপর আর যাবার দরকার হয় নি।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১১ | 208.57.131.4
সেইন্সবুরি থেকেও তুলতাম।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:১০ | 208.57.131.4
আমি আরবিএস বা লয়েড্স থেকে তুলতাম। সব হাই স্ট্রিটের উপর ছিল।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০৯ | 61.95.144.123
কি মুশকিল - বল্লুম তো অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে এইচডিএফসি কেটেছে। আমার বউয়ের এইচডিএফসির কার্ডে সিটি কেটেছে। এগুনো তো গপ্প নয়।
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০৯ | 203.99.212.224
তুমি কি অটো ওয়ালা দের হাফ এগরোল থ্রী কোয়ার্টার এগরোল এইরকম করে পেমেন্ট করো;-)
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০৮ | 61.95.144.123
ইউকেতেও কাটতো - মোটরওয়ের ধারের দোকানে বা পাড়ার মোড়ের দোকানের এটিএমে তুললে। অথচ সেগুলোতেও লিংকের ছাপ্পা থাকতো। অন্য কোথাও কাটতো না।
d | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০৮ | 203.143.184.10
ভ্যাট! যা তা বাজে বকছে অজ্জিতটা। সিটি বা আইডিবিআইয়ের ডেবিট কার্ড দিয়ে ২-১ টা খুচরো কর্পোরেশান ব্যাঙ্ক ছাড়া যে কোন ATM থেকে ফ্রীতে টাকা তোলা যায়।
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০৭ | 203.99.212.224
ঃ-))))
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০৬ | 61.95.144.123
আমি অ্যাক্সিসের কার্ডে এইচডিএফসি থেকে তুলে বিশ টাকা গচ্চা দিয়েছি। দুটো এগরোল হয়ে যেত - একদিনের লাঞ্চ।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০৫ | 61.95.144.123
"দেশ' - অনলাইন হলে মন্দ হয় না। আপিসে ল্যাদ খেতে খেতে পড়া যাবে। "সার্ভিস' সংগঠিত না করতে পারলে খেতে পাবো না। বিজেপিকে উচ্ছেদ না কত্তে পারলে খিস্তিগুলো পেটের মধ্যে জমে পচবে। আর শেষের দুটো ছেলেবেলার অব্যেস - ছাড়ি কি করে?
কংগ্রেসকে নিয়ে বক্তব্য নাই।
;-)
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০৫ | 208.57.131.4
আমি দিব্যি আইসিআইসি ব্যাঙ্কের টাকা এসবিআই এটিএম থেকে তুলি নিয়মিত। কখনো এক পয়সাও কাটেনি। ছোট ব্যাঙ্ক মানে অন্ধ্র ব্যাঙ্ক থেকেও উইথড্র করেছি। কিচ্ছু কাটেনি।
আম্রিকাতে তো সব ব্যাঙ্কই হইহই করে কাটে। ইনকামিঙ কলে মোবাইলে পয়সা কাটে। একেবারে বাজে দেশ।
এইসব ব্যপারে ইউকে বেশ ভাল ছিল।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০২ | 61.95.144.123
আগে কও নাই কেনে? তাইলে সিটি-তে স্যালারি অ্যাকাউন্ট খুলতুম হয়তো - অ্যাক্সিস আর সিটি - এই দুটো অপশন ছিলো। তবে তার অসুবিধাও আছে - আমাদের (বাড়ির) ওদিকে সিটির কোনো ব্র্যাঞ্চও নেই, এটিএমও নেই। আর আমার আগে সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের অভিজ্ঞতা বেশ খারাপ।
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০২ | 203.99.212.224
আগের পোস্ট টা অরিজিৎ এর জন্য, অযাচিত পাব্লিক উপদেশ।
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:০০ | 203.99.212.224
দেশ কে অনলাইন সার্ভিস কে সংগঠিত কংগ্রেস কে সোশাল ডেমোক্রাটিক বিজেপিকে উচ্ছেদ রাজ্য সরকারকে স্মার্ট আর সিপিএম কে ভালো।
এই সব কাজ গুলি করার চেষ্টা ছেড়ে নিজে বই টই ল্যাখো আর অংক করো।
d | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৫৯ | 203.143.184.10
অজ্জিতের দাবীমত এই সবগুলিই আইসিআইসিআই এবং সিটিতে হইহই করে হয়। সিটিতে আরও খুচরো ২-৪ ট সুবিধে আচে। আইডিবিআইতেও নাকি হয়, তবে এখনও পরীক্ষা করে দেখিনি।
রঙ্গনের "আবেগের কাপড়েচোপড়ে হয়ে যাওয়াটা আমার বেশ পচুন্দ হল। ঃ))
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৫৭ | 61.95.144.123
একটা ব্যাঙ্ক পারে, অন্য একটা পারে না মানে হয়তো এদের নেটওয়ার্কের ব্যাপার আছে। যেমন অন্য ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে চার্জ নেয়। পুরো সিস্টেমটা ইন্টিগ্রেটেড নয়। অর্থাৎ বা...
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৫৫ | 208.57.131.4
না সেটা বুঝেছি। কিন্তু দেশে সব ব্যাঙ্কের অনলাইন পরিষেবা বালের নয়।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৫৩ | 61.95.144.123
কে আর বলবে - ব্যাঙ্ক বল্ল। কত কিছু জিগ্গেস করলুম তো - এলআইসি-র প্রিমিয়াম দেবার জন্যে মান্থলি একটা অ্যামাউন্ট জমাবো - কিন্তু ১৫ মাসের কমে টার্ম ডিপোজিট হয় না। তাতে আমার কি ঘন্টা লাভ হবে?
পুরো বালের ব্যাঙ্ক।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৫১ | 61.95.144.123
ও - সামরানকে জিগানো হয় নাই - কম্পুর শরীল ঠিক হয়েছে? পোকা মরলো?
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৫০ | 208.57.131.4
কে বল্লে? আইসিআইসিআই তে দিব্যি হয়। সিটিতেও হয়।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৪৮ | 61.95.144.123
ধুর এখানে অনলাইন ব্যাঙ্কিং সিস্টেমটা পুরো হরপ্পার আমলের। কিস্যু হয় না। সেদিন অ্যাক্সিস ব্যাঙ্কে বল্লুম একটা স্ট্যাণ্ডিং অর্ডার করে দাও প্রতি মাসে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে কিছুটা আমার এসবিআই অ্যাকাউন্টে চলে যাবে, কার লোনের জন্যে। বল্ল ও হবে না, তোমাকে প্রতি মাসে এসে ফর্মে সই করে অর্ডার দিয়ে যেতে হবে। তাচ্চেয়ে এসবিআই-তে গিয়ে চেক জমা দেওয়া সোজা। অনলাইন ট্রান্সফার অপশন নাকি আছে, তবে সে ব্যাঙ্কে গিয়ে ফর্ম সই করে অ্যাক্টিভেট করতে হয়। রেগুলার ইউজ না করলে আবার ডি-অ্যাক্টিভেট হয়ে যায়।
অথচ বার্কলেজে আরামসে এইসব করা যেত। নেহাত বড়সড় দরকার না হলে কোনদিন ব্যাঙ্কে ফিজিক্যালি যেতে হয়নি।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৪৮ | 208.57.131.4
ধুর, বেশি ইমোশনাল লোকদের নিয়ে এই মুস্কিল। ঃ)
আমার তোমার কথা হচ্ছে না। কথা হচ্ছে আমাদের আগের জেনারেশনকে নিয়ে। ওই সাইটের পরিষেবাটা তো মুখ্যত তাদের জন্যই।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৪৩ | 219.64.11.35
সেটা একদিক দিয়ে ঠিকই। তবে আমি অনেক বছর হয়ে গেল সবকিছুই অনলাইন পে করি, ইলেকট্রিকের বিলটা ছাড়া (ওটা গাজিয়াবাদ কিনা!)। কখনও কোনও ফ্রড হয় নি।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:৩২ | 208.57.131.4
ইনফ্যাক্ট, আজকাল প্রতারণার সংখ্যা ও চরিত্র এত বেড়ে গেছে যে কোন ভরসাতে অচেনা লোকের হাতে এইসব জিনিস ছেড়ে দেওয়া যায় না। বিশেষ করে ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যপারে তো কোন প্রশ্নই চলে না।
দেশে পাড়ার মুদির দোকানে ফোন করলে এখনো মাসকাবারি জিনিস বাড়ি বয়ে দিয়ে যায়। মোড়ের এসডিটি বুথের ছেলেটাকে টাকা দিয়ে এলে সে সব বিলটিল মিটিয়ে দেয়। অনলাইনে সেই ভরসার জায়গাটাই নেই।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:২৬ | 61.95.144.123
টেলিফোন বিলও তো ইসিএস হয় (মানে ডাইরেক্ট ডেবিট আর কি)।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:২৬ | 219.64.11.35
ক্যালকাটা টেলিফোনের সাইটে দেখলাম বিল-জাংশনের মাধ্যমে অনলাইন বিল পে করা যাচ্ছে।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:২৩ | 219.64.11.35
নাঃ, কলকাতাতেও তো দেখছি সিইএসসি, আর যাবতীয় ফোন মোবাইলের বিল অনলাইন দেওয়া যায় ভিসাবিলপে-র মাধ্যমে। ক্যালকাটা টেলিফোনের বিল অবশ্য দেওয়া যায় না। দিল্লির এমটিএনেল দেওয়া যায়।
পঃবঃ-র প্রতিটা সরকারি সাইট অতি ঢপের - গেট-আপ এবং কনটেন্ট দুই দিক দিয়েই। হয় ভুল লিংক, নয়তো আউটডেটেড ইনফো। কাল HIDCO-র সাইট থেকে একটা অ্যাড নামালুম (ডাউনলোড লেখা ছিলো) - সে এম্নি রেজোলিউশনের জেপেগ যে কিস্যু পড়া গেলো না।
দাঁড়াও না - আমি লিস্টি বানাচ্ছি। ফের তো ওপেন সোর্স নিয়ে ডাকবে।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:২০ | 208.57.131.4
না। কলকাতাতেও করা যাচ্ছে এখন। কিন্তু শুধু সিইএসসি।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:১৮ | 219.64.11.35
দিল্লিতেও যায়। আইসিআইসিআই বা ভিসাবিলপে ডট কম দিয়ে সবই পে করা যায়।
কলকাতা অনলাইনের জগতে অনেক অনেক পিছিয়ে।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:১৫ | 219.64.11.35
নিতে পারব তো পরিষেবা? নিজে যেতে পারি না বলে একটা অচেনা লোক সাত ঘন্টা আমার বাবা মায়ের সাথে কাটাবে "মাসিমা আপনার চোখের পাওয়ার কেমন আছে, মেসোমশাই আপনার সরবিট্রেট কি ফুরিয়ে গেছে? বাজার থেকে চালটা এনে দেব?' ইত্যাদি বলবে, করে দেবে পয়সার বিনিময়ে ...
হজম হবে তো? আমার যদি হয়ও, বাবা মায়ের হবে কি?
সাধু উদ্যোগ, কোনও সন্দেহ নেই, হয় তো বেশ সময় লেগে যাবে এসবে অভ্যস্ত হতে, কিন্তু তবু ... নিজের ছেলেমেয়ের আসতে না-পারার অসহায়তা পয়সা দিয়ে কেনা পরিষেবায় কি রিপ্লেস করা যায়?
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:১৩ | 208.57.131.4
আমি কেন রবাহূত হয়ে কমেন্ট দেব? আমি কি এনারাই নাকি।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:১৩ | 208.57.131.4
কর্ণাটকে ফোং, বিজলি ইত্যাদি বিল visabillpay.co.in দিয়ে অনলাইন পেমেন্ট করা যায়। পঃবঙ্গেরটা যথারীতি করা যায় না।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:১১ | 61.95.144.123
ওই সাইটে গিয়ে কমেন্ট দাও না।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১০:১১ | 208.57.131.4
বন্ধুকে বল দেশি জনতাদের জন্যও একটা সেকশন খুলতে যাতে আইএনারে পেমেন্ট করা যাবে। পুনে, দিল্লি, বেঙ্গালুরুতেও প্রচুর বাঙালি থাকে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন