মোটরাইজড দুই-চাকার কথা বল্লে আমার বাড়িশুদ্ধু সবাই কেমন তেলেবেগুনে জ্বলে ওঠে। অথচ কত ইকনমিক্যাল, ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়া যায়ঃ-(
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:১৮ | 208.57.131.4
হানু ইয়ামাহা কিনবে!!
shrabani | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:১৮ | 124.30.233.101
ল্যান্সডাউন দেহরাদুন বা হরিদ্বার দিয়ে যাওয়া মাস্ট নয়, ওটা ঘুর পথ। বাইরের ট্যুরিস্টরা ঐ জায়গাগুলো ঘোরবার জন্যে ঐ পথ ধরে থাকে। মীরাট হয়ে বিজনৌরের রাস্তা ধরলে দিল্লী থেকে ডাইরেক্ট হয়। এই যেমন আমার আত্মীয়রাই হরিদ্বার ঋষিকেশ খিরসু পৌড়ী ঘুরে আসছে।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:১৮ | 208.57.131.4
আর রাতে বাসে সময় কম লাগবে। অত বড় শরীর নিয়ে চললে কার পরোয়া?
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:১৭ | 203.99.212.224
না। কারণ হার্লে ডেভিডসন কিনতে গেলে একটি ক্যারাভান সহ কিনতে হবে। কারণ নিজের বাড়িটি বেচে, প্রয়োজনে পরোপোকারি পিতামাতা বা কুটুম্বগণদের বাড়ি গাড়ি বেচে কিনতে হবে কিনা। তাঁরা পরিযায়ী হতে রাজি হবেন না বলেই আশা করা যায়। সব চেয়ে বড় কথা হার্লে ছাড়, একটা ইয়ামাহার খেলনা মডেল পজ্জন্ত কিন্তে গেলে বৌ কিরকম পেয়ারি হিড়িম্বা হয়ে ওঠে। চিত্তে সুখ নেই।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:১৫ | 219.64.11.35
আপহিল ডাউনহিলের একটা ব্যাপার আছে। দিল্লি থেকে জয়পুর ২৮০ কিমি। ৫ ঘন্টা লাগে। পুরোটাই সমতল রাস্তা। কিন্তু দিল্লি থেকে ল্যান্সডাউনে বেশ খানিকটা পাহাড়ি রাস্তা আছে, প্লাস রাস্তাও পুরোটা ঐ রকম জয়পুর এক্সপ্রেসওয়ের মত ভালো নয়। দেহ্রাদুন থেকে দিল্লি আসতে কম সময় লাগতেই পারে, কারণ সেটা ডাউনহিলের রাস্তা।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:১৩ | 219.64.11.35
জিকে খুবই উইক বটে। খুব আলু খাই কিনা!
লেখা আছে কাগজে আলু খেলে মগজে ঘিলু যায় ভেস্তিয়ে বুদ্ধি গজায় না
আউটলুক ট্র্যাভেলার্সের একটা মস্ত্ বই আছে, ১০১ উইকএন্ড ডেস্টিনেশন্স ফ্রম ডেলহি। বাড়ি গিয়ে দেখব আরও কোনও তথ্য পাওয়া যায় কিনা তাতে।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:০৯ | 208.57.131.4
বেথের জিকে খুব উইক। ল্যান্সডাউনের নাম শোনেনি। এদিকে আবার দিল্লিবাসী না গাজিয়াবাদি বলে ক্রমাগত দাবি করে।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:০৬ | 219.64.11.35
Lansdowne lies on the Kotdwar-Pauri road in the Pauri Garhwal district of Uttaranchal. The hill station is 295 km from Delhi ? you can drive up via Dehradun (150 km) in about 8-10 hours. The nearest airport is at Jolly Grant ? 25 km from Dehradun and 125 km from Lansdowne. The closest railway station is 45 km away at Kotdwar, a drive of 2 hours. Buses and tourist taxis are available from Delhi, Dehradun and Kotdwar.
shrabani | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:০১ | 124.30.233.101
আমি ল্যান্সডাউন-কোটদ্বার- বিজনৌর- নাজিবাবাদ -মীরাট-নয়ডা এই রুটের কথা বলছি। আমার আত্মীয়রা আসছে। নেটের হিসেবে ঘন্টা সাতেক লাগার কথা তবে ওরা বলছে অত লাগবেনা। তাই জিজ্ঞেস করছিলাম।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:০০ | 208.57.131.4
২৮০ কিমি তো বলছে। সময় দেখাচ্ছে না। ট্র্যাভেল অপারেটরকে জিগ্যেস করতে পারো।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৫৯ | 61.95.144.123
এই মেরেচে। ল্যান্সডাউন বোলে তো সত্যি সত্যি শরৎ বোস রোড নাকি? আমি তো ডালহৌসির মতন কোন হিলস্টেশন ভাবছিলুম!!!
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৫৮ | 219.64.11.35
ল্যান্সডাউন বলে কোনও হিলস্টেশন আছে নাকি? সরি, তা হলে জানি না।
তার পরের স্টেপ টা হল মার্লবরো জ্যাকেট, ছুঁচোলো বুট আর হার্লে ডেভিডসন এবং অন্যান্য হতাশাউদ্রেককারী কুইচ্ছা। আমি একবারে ঐ ফেজটায় যাবোঃ-)
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৫৬ | 219.64.11.35
দিল্লি আসার একটাই রাস্তা, সেটা হল আদি এবং অকৃত্রিম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। বিদ্যাসাগর সেতু থেকে দিল্লি রোডই ধরো বা একটু এগিয়ে দুগ্গাপুর এক্সপ্রেসওয়ে, আলটিমেটলি তোমাকে জিটি রোডে উঠতেই হবে, আর জিটি রোড তোমাকে সো-জা এনে ফেলবে দিল্লি।
তবে কিনা মাঝপথে বিহার বলে একটা রাজ্য পড়ে, রাতের দিকে সেটার ওপর দিয়ে চালিয়ে আসা কতটা সেফ হবে, জানি না।
shrabani | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৫৪ | 124.30.233.101
অরিজিত, বাজে জোক! শমীক জানা আছে?
ছেলেদের এই আঙ্কল শুনে দুঃখ পাওয়ার পরের স্টেপ হল অদ্ভুত সব রঙচঙে জামা পরা আর প্রাণপণে বেল্ট বাঁধা!ঃ)
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৫৩ | 219.64.11.35
আমাকে দুটো হুমদোমুখো বাচ্চা ছেলে আংকল বলে। আর মেয়ের বয়েসী দুটো কুচো ছেলেমেয়ে।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৫১ | 219.64.11.35
ল্যান্সডাউনই যখন বললে, তখন এদিকে আর নয়ডা / দিল্লি বললে কেন? বারা-বাইশ বা গোল-চক্কর কিংবা সরাই কালে খাঁ বা লাজপত নগর বল্লেই পাত্তে!
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৪২ | 61.95.144.123
শরৎ বোস রোড থেকে দিল্লী যেতে গাড়ির চেয়ে হাওড়া থেকে রাজধানী ধরা সোজা;-)
san | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৪১ | 12.144.134.2
র এবং স্টৈক কেও কাল বলব ভেবেছিলাম তারপর ভুলে গেলাম ;-)
shrabani | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৪১ | 124.30.233.101
ল্যান্সডাউন থেকে নয়ডা/দিল্লী পৌঁছতে গাড়িতে কতক্ষণ লাগে কারুর আইডিয়া আছে?
san | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৪০ | 12.144.134.2
আংকল বললে দুঃখ পাও কেন ? কত বাচ্চা মেয়ের কত পাড়াতুতো অমুকতমুকতুতো অল্পবয়েসী আংকলদের প্রতি ক্রাশ থাকে। দুঃখ পেও না ঃ-)
sinfaut | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৩৯ | 165.170.128.65
দেবো।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৩৮ | 61.95.144.123
আমি নেবো.....
sinfaut | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৩৭ | 165.170.128.65
বুইলে অজ্জিতদা, ডিলানের ৩৩ খানা অ্যালবামের কালেক্সান নামছে এখন। কিন্তু শালা কাল থেকে ৮৫% হয়ে থেমে গেছে। ঃ-(
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৩৬ | 219.64.11.35
এমনিতে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে পার ট্র্যানজ্যাক্শন ২০ টাকা করে কাটে। ICICIও কাটে।
দুটো ক্ষেত্রে কাটে না। এক, যদি তোমার মান্থলি ব্যালান্স অ্যাভারেজ দশ হাজার থাকে (একটা ফর্ম ভরতে হয়), দুই, যদি তোমার কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট হয়, মানে টিসিএস, ইনফি আইবিএম ইত্যাদিদের মাধ্যমে। পরে কোং ছেড়ে দিলেও বেনিফিটগুলো রয়ে যায়।
san | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৩৪ | 12.144.134.2
ফিনান্সিআল অ্যাডভাইসর হতে বলে। সে কি এরকম র্যান্ডম লেখাপড়া না করে হয়ে যাওয়া যায় নাকি ? খুব সন্দেহজনক।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৩৪ | 61.95.144.123
জানি না। জিগ্গেস করতে হবে। আবার একটা অ্যাকাউন্ট বড় চাপের ব্যাপার।
san | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৩২ | 12.144.134.2
আইসিআইসিআইএর সবই ভাল। তবে ইদানীং রোজ দুপুরে আমাকে ফোন করে কি সব পার্ট টাইম চাকরি নেওয়ার জন্য সাধাসাধি করে।কোন সব হাউসওয়াইফরা নাকি মাসে হাজার কুড়ি অব্দি ইনকাম করছে তার ফিরিস্তি শোনানোর চেষ্টা করে। কি চাপ জীবনে।
sinfaut | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:৩১ | 165.170.128.65
খালি মিথ্যে কথা। অকারনে আঙ্কল বলতে যাবে কেন?
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৯ | 203.99.212.224
আমার পাড়ার একটা বাচ্চা(স্ত্রীং) এইখানে চাগরি করে। আমার বৌ তার মায়ের সঙ্গে নিন্দেমন্দ করে থাকে। আজ লিফটে সে আমারে আংকল গুড মর্নিং বলেছে।
যাতনা কাহারে বলে, সখী। মনের দিক থেকে আজ একটু নাজুক আছি।
পেট ও কিরকম বেসুরে কথা কইছে। আশপাশ টা ফাঁকা হয়ে রয়েছে।
siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৮ | 219.64.11.35
তোমার আপিসে কি ICICI তে স্যালারি একেবারেই দেয় না? কারুর যদি আগে থেকে থাকে, তা হলেও দেয় না?
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৮ | 61.95.144.123
সিদিন হাওড়া ইস্টিশন থেকে ফিরছি। রাজভবন দেখিয়ে ঋক জিগ্গেস করলো ওটা কার বাড়ি। আমি বল্লুম ওখানে মিস্টার গোপাল থাকে। "মিস্টার গোপাল কি করে?' "কিচ্ছু করে না, শুধু সারাদিন কথা বলে'।
san | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৭ | 12.144.134.2
তখন সিসু ছিল। এতদিনে বড় হয়ে গেছে।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৬ | 208.57.131.4
সকল গোপাল সুশীল। সকল সুশীল গোপাল নহে।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৫ | 61.95.144.123
হুঁ - সেই সুযোগ হয়নি তো। ২০০৬-এ একবার এসেছিলুম - কিন্তু দৌড়দৌড়িতে এসব কাজ হয়নি। ফেরার দুমাস আগে তাড়াতাড়ি করে করতে হয়েছিলো।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৪ | 208.57.131.4
আর সুবোধ তো যদ্দূর জানি সিসু।
h | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৪ | 203.99.212.224
কোন সুশীলকে একবার গোপাল বলে দেখিস, দেবেখন দন্ড সমাস।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৩ | 208.57.131.4
ঃ)
এইসব জিনিস দেশে ছুটি কাটাতে এসে করে ফেলতে হয়। নো হ্যাসল।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২৩ | 61.95.144.123
হুঁ - ওখান থেকে ওদের এনআরআই সেলে।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১১:২২ | 61.95.144.123
আমি যখন এলুম তখন আমার ওই এনআরই আর দিল্লীতে সিন্ডিকেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছাড়া আর কোন অ্যাকাউন্ট ছিলো না। এনআরই অ্যাকাউন্টে স্যালারি হয় না। আর সিন্ডিকেট ব্যাঙ্কের অ্যাকাউন্টটা মনে হয় ভোগে গেছে - টিসিএসের সময়কার। আপিস থেকে শুধু অ্যাক্সিস আর সিটি-তে খুলে দিচ্ছিলো।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন