এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • shrabani | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৮ | 124.30.233.101
  • দুষ্টুর রামায়ণ ভাল লাগলে ক্যালানো ও আরও কি কি সব করা হবে যেন কে বলেছিল? স্যান কি সুপারি ছেড়ে পান ধরল?ঃ)
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৭ | 208.57.131.4
  • ওর সাথে আরেকটা অ্যাড হবে - সারাবছর নাক দিয়ে সিক্‌নি গড়ায়!
  • shrabani | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৬ | 124.30.233.101
  • অরিজিত কি গিয়ার ছাড়া বলতে কাইনেটিক বোঝাচ্ছে? নব্বই কেন এই দশকেও দিব্বি চলে। আমি কত বছর চালিয়েছি এবং লোকে "তোমার স্কুটি" বা "তোমার মোপেড" বললে প্রভূত রেগে যেতাম।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৬ | 208.57.131.4
  • তোমাকে বলি নাই। তোমার কথার পিঠে কথা। চাপ নাও ক্যানো। তোমাদের বাইক কেনার গল্প তো করেছিলে আমাকে।
  • I | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৪ | 59.93.179.2
  • আমার ওপর কেন যে অক্ষদার এত রাগ। আমি একটা নিরীহ, নির্বিবাদী লোক, সাত চড়ে রা কাড়ি না, সব্বার পায়ে ধরে ক্ষমা চেয়ে নি, তবুও কেন যে !
    নিশ্চই কেউ ভাংচি দিয়েছে। হনুদা মনে হয়।
  • san | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৪ | 12.144.134.2
  • এটা কি অপ্পন আমাকে বললে? কি মুশকিল আমার তো ব্যক্তিস্বাধীনতায় প্রবলেম নাই। বরেরও নাই।দুইজোড়া বাপমায়ের প্রবলেম। নিজের পয়সা ও ব্যক্তিস্বাধীনতার গপ্প বর/বউকে খাওয়ানো যায়, বাবামাকে খাওয়ানো হেবি চাপ ঃ-)
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৪ | 208.57.131.4
  • আমার মেয়ের গাড়ি চড়লে একটাই কাজ। গিয়ারের লিভারটাকে নিয়ে খেলাধূলা করবে। কোনদিন একটা মস্ত কেলো হবে! ঃ)
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০২ | 208.57.131.4
  • অথবা কী ব্যক্তিস্বাধীনতাবোধে সচেতন সমাজ!
  • san | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০১ | 12.144.134.2
  • গাড়ির চেয়ে বাইকে চড়তে তো সবসময়েই বেশি ভাল !
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০০ | 219.64.11.35
  • * বমি হয়।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০০ | 208.57.131.4
  • আজকে আমার ম্যান্‌জার বললেন তিনি ও তাঁর বর দুজনেরই একটা করে হার্লে আছে। জালিম দুনিয়া।
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০০ | 219.64.11.35
  • আমার মেয়ের গাড়িতে উঠলেই বমি পায়। বউয়ের সাফোকেশন লাগে। এখন মেয়ে গাড়িতে চড়ার কথা বললেই কান্না জোড়ে, না, বাইকে যাবো।
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৫৮ | 219.64.11.35
  • না, ইলেকট্রিকাল।
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৫৭ | 219.64.11.35
  • আমাকে তো বাবাই এনকারেজ করেছিল বাইক কিনতে। নিজে স্কুটার চালিয়ে সারাজীবন পস্তেছে কিনা! বাইকে একটা পুরুষালি ব্যাপার আছে, স্কুটারে নাই।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৫৭ | 208.57.131.4
  • না। ফোর স্ট্রোক। আমার বাইক টু স্ট্রোকের ছিল। ওইজন্য বেশি পাওয়ার আর কম মাইলেজ ছিল। এখন পলুশনের জন্য টু-স্ট্রোক সব তুলে নিয়েছে।

    স্কুটার কাত করা নিয়ে একটা ভাল জোক আছে। আম্রিকার অ্যাপোলো এগারো না ষোল ঠিক উড়ছিল না। সান্তা সিং গিয়ে দেখল স্টার্টিঙের সমস্যা। সে পরামর্শ দিল একটু কাত করে ইঞ্জিন চালু করতে। ব্যস, কেল্লা ফতে।

    সিকির মেকানিকাল ছিল না?
  • san | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৫২ | 12.144.134.2
  • বাইক, ব্যক্তিস্বাধীনতা ও বিবাহ - এই সম্মিলিত টপিকটি নিয়ে সাড়েতিনবছরে আমাদের যা কথাকাটাকাটি তাই নিয়ে একটা লম্বা উপন্যাস লেখা হয়ে যায় ঃ-)
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৫২ | 219.64.11.35
  • স্কুটারের অনেকগুলো খোরাক আছে। আমার বাবা সারাজীবন বাজাজ চেতক স্কুটার চালিয়েছে। আমার জন্মের আগেকার জিনিস।

    স্কুটার আর অটোরিক্সার মেকানিজ্‌ম পুরোপুরি এক। একভাবেই চলে। আর স্কুটারের মেন খোরাক হল, তেল যখন রিজার্ভে চলে যায়। স্কুটারের তো সাইড স্ট্যান্ড নেই, মেন স্ট্যান্ডেই দাঁড় করিয়ে স্কুটারটাকে কাত করে তেল আনতে হয় ইঞ্জিনের রাস্তায়, তারপরে কিক, ভর্‌র-র্‌, কুঁ-উ-চ্‌। কিক, ভর্‌র-র্‌, কুঁ-উ-চ্‌। এমনি দু চারবার চলার পর স্টার্ট নেয়।

    স্কুটারে স্টার্ট দেবার সময়ে অ্যাক্সিলেটর বাড়িয়ে নিতে হয়। নইলে স্টার্ট নেয় না। মোরওভার, মাইলেজ কম, চল্লিশ না কত যেন দেয়, আর ঐ ফট্‌ফট্‌ আওয়াজ, কোনও আভিজাত্য নেই।

    স্কুটার তো বোধ হয় টু-স্ট্রোক ইঞ্জিন, না?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৫২ | 208.57.131.4
  • নিজের পয়হায় কিনবে আবার অন্যকে অত পাত্তা দেওয়ার কেন?

    আমি তো অফিস থেকে লোন নিয়ে কিনে বাড়িতে জানিয়েছিলাম। ঃ)
  • Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৫০ | 61.95.144.123
  • না রে ভাই। সিরিয়াসলি।

    মায়ের সাথে চুক্তি ছিলো আমি গেট দিয়ে মাস্টার্সে ভত্তি হলে বাইক কিনে দেবে - লং টার্ম ইনভেস্টমেন্ট। ভত্তি হলুম, কিন্তু তখন বাপ-মায়ের ধারণা হল এ ছেলেকে বাইক কিনে দিলে এ পড়াশোনা না করে পিছনে নিয়ে ঘুরে বেড়াবে। অলরেডি তো গোল্লায় গেছে, বাইক দিলে আর কিছু বাকি থাকবে না। তো দিলো না।

    আর বে-র পরে যখন বল্লুম তখন বউও ভয় খেতে শুরু করলো। অথচ আগে হিরো হণ্ডার একখান মডেলের স্লান্টিং সীটের ফায়দা নিয়ে দুজনে কতই গুফত্‌গু কত্তুম। বে-র পর বউটা এম্নি বেরসিক হয়ে যাবে জানবো কি করে?

    এই সেদিনও বলেছি - বাড়িশুদ্ধু, মায় দিদিও এক্কেরে হাঁহাঁ করে উঠলো। বোঝে একমাত্র অরুণদা - পিসতুতো জামাইবাবু।
  • san | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৯ | 12.144.134.2
  • বাইক নিয়ে তার মানে সব বাড়িতেই ঝগড়া হয় ?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৮ | 208.57.131.4
  • ** পঁয়ত্রিশ
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৭ | 208.57.131.4
  • আর বাইকে দিত মেরেকেটে পয়ত্রিশ-চল্লিশ। আবার ঠিক হাফ!
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৬ | 208.57.131.4
  • অরিজিত আর পঃবঙ্গ সরকারের দারুণ মিল। নিজেরা ছড়ালে সেইটা হয়ে যায় অন্যের ষড়যন্ত্র। ঃ)
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৪ | 208.57.131.4
  • স-তে-রো!! আমার ওর হাফের একটু বেশি দেয়! ঃ(
  • Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৪ | 61.95.144.123
  • সতেরো? সাড়ে নয়ের বেশি এখনো দেয় নাই। এইবারে দেছে সাড়ে আট। সতেরো তো স্বর্গীয়।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৩ | 208.57.131.4
  • আর এইটা স্পেশালি অরিজিতের জন্যঃ মোটরসাইকেলই যদি না থাকত, তাহলে চে লিখতেন স্কুটার ডায়েরিজ। কী ব্যাপক বোরিং একটা ব্যপার হত! ;)
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৩ | 219.64.11.35
  • গাড়ি বাপু এট্টু বড়লোকি ব্যাপার। এক লিটারে সতেরো কিমি যাবে। ম্যাক্স। বাইকে কেমন দিব্যি এক লিটারে সত্তর কিমি যাই। কোনও কম্প্যারিজনেই আসে না। চার ভাগের একভাগ খরচা।
  • Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৪১ | 61.95.144.123
  • আমারে লোকে ষড়যন্ত্র করে বাইক চালাতে/কিনতে দেয় নাই। আমি কি করে জানবো? তবে বোতাম টিপে স্টার্টটা বেশ সহজ।

    বাই দ্য ওয়ে - ওই গিয়ার ছাড়া স্কুটারটার নাম কি ছিলো? নব্বইয়ের দশকে খুব চলেছিলো...
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৯ | 208.57.131.4
  • পঃবঙ্গে গরম বা ঠান্ডা নয়। সবচেয়ে ঝামেলায় ফেলে বৃষ্টি।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৯ | 208.57.131.4
  • পা দিয়ে লাথিয়ে কিকস্টার্ট করার মধ্যে একটা দারুণ আনন্দ আছে। অরিজিতের মত নীরস লোককে বোঝায় কার সাধ্যি।
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৮ | 219.64.11.35
  • আমার তো বাইকই সেফ লাগে এখানে। টাইম আর কস্ট, দুটোই সেভ করে। গাড়ি একবার ঠুকে দিলে যা খরচা, আর বুকে যা ব্যথা! বাইক দু-চারশো টাকায় মিটে যায়। ফাঁকফোকর দিয়ে গলে অনেক তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছনো যায়।

    হ্যাঁ, চূড়ান্ত গরম আর চূড়ান্ত ঠান্ডায় অবশ্য গাড়ির জুড়ি নেই।
  • Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৭ | 61.95.144.123
  • কেন? ক্লাচ টিপে হাতল ঘোরাবে। স্কুটারে পুরো হাতল ঘুরে যায়।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৬ | 208.57.131.4
  • একই হাতে ক্লাচ আর গিয়ার? হাত ঝুলে যাবে তো!
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৫ | 208.57.131.4
  • আমারো ভিড়ের রাস্তায় টু-হুইলারে ব্যপক স্বচ্ছন্দ লাগে। গাড়িতে ভয় করে এই বুঝি এসে দিল স্ক্র্যাচ বা ডেন্ট ফেলে।
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৫ | 219.64.11.35
  • স্কুটারে তো গিয়ার আর ক্লাচ বাঁ হাতে, ফ্রন্ট ব্রেক আর অ্যাক্সি ডানহাতে। ডান পায়ে রিয়ার ব্রেক।
  • sinfaut | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৫ | 165.170.128.65
  • থ্যাঙ্কু।
  • Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৪ | 61.95.144.123
  • সে মিউল না ঘোড়া জানি না - টেকনিক্যাল ব্যারিয়ার আছে কি? এখন তো বাইকেও বোতাম টিপে স্টার্ট হয় - আগে পা দিয়ে লাথাতে হত।
  • Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৩ | 61.95.144.123
  • সিঁফো - দেখেছি। টমক্যাটে একবার এই টাইপের জিনিস করেছিলাম - সোর্স দেখে বলছি। ইউনি থেকে ডাউনলোডাতে হবে।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৩ | 208.57.131.4
  • স্কুটার স্কুটার। বাইক বাইক। ঘোড়া আর মিউল এক হল?
  • shrabani | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩২ | 124.30.233.101
  • আমার বরের দিল্লী নয়ডাতে টু হুইলারে বহুত আপত্তি। আমার কাইনেটিক হন্ডাটাও পড়ে আছে, লক খারাপ, সারানো হয়না।
  • sinfaut | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩২ | 165.170.128.65
  • অজ্জিতদা, ওকাটি মেল পাম্পিস্তুন্দি।
  • Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩১ | 61.95.144.123
  • স্কুটারে দেয় কি করে?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩১ | 208.57.131.4
  • উহা গোবর নয়ে, উহা বুলশিট। ওতে কাজ হয় না।
  • pi | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:২৯ | 72.254.173.244
  • প্রশ্ন ছিলো।
    গোবর তো, খুব ভালো সার , তাহলে মাথায় গোবর আর বুদ্ধি গজানো এরকম মুচ্যুয়ালি এক্সক্লুসিভ ব্যাপার ক্যানো ?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:২৯ | 208.57.131.4
  • হাতে গিয়ার? তালে ক্লাচ আর অ্যাক্সিলারেটর কী দিয়ে ইউজ করবে? আর ফ্রন্টব্রেক?
  • siki | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:২৭ | 219.64.11.35
  • আমার গাড়ি তো পার্কিংয়েই পড়ে থাকে, আমি তো মোটরসাইকেল নিয়েই দিল্লি এনসিআর চষে বেড়াই।
  • Arjiit | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:২৬ | 61.95.144.123
  • আমি চালাতেও পারি নে। কলেজে একবার ইয়ামাহা ট্রাই করেছিলুম, একবার আছাড় খেয়ে শখ মিটে গেসলো। বরং ওই একখান স্কুটার বেরিয়েছিলো তখন গিয়ার ছাড়া - সেটা বেশ চালাতে পরতুম। বাইকে ওই পায়ে গিয়ারটাই বেশ ঝামেলার মনে হয়। হাতে দেয় না কেন?
  • shrabani | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:২৪ | 124.30.233.101
  • বাইকে চড়ার নাকি বয়স আছে, সব বয়সে মানায় না। আমার বর তার বাইক বেচার সময় আমাকে বুঝিয়েছিল। আমার বাইকের পিছনে বসা খুব পছন্দের ছিল, সেটাও (পিছনে বসা) নাকি সব বয়সে মানায় না।

    আসলে নয়ডাতে এসে অবধি ট্র্যাফিক দেখে টেখে আর বাইকে হাত দেয়নি!
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:২২ | 208.57.131.4
  • আমার ইচ্ছে আছে আর ক'বছর পরে একটা এনফিল্ড নামাব। দেশে তো আর হার্লে কেনার পয়হা বা রাস্তা হবে না।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:২০ | 208.57.131.4
  • তবে ইয়ামাহাতে চড়ালে বউ/গার্লফ্রেন্ড ব্যপক খুশি হয়। ফার্স্টহ্যান্ড এক্সপেরিয়েন্স। অতএব বীর, প্রসারিত কর তব হৃদয় ও মানিব্যাগ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত