এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৬ মে ২০০৯ ০১:০৭ | 59.93.242.205
  • কিসের ভোট অ্যাঁ?
  • arjo | ১৬ মে ২০০৯ ০১:০৬ | 168.26.215.13
  • হ্যাঁ এই ভোটটা কখন থেকে কোথায় দেখা যাবে? টিভি দেখাবেন না, ইন্টারনেটের খবর বলুন।
  • Ishan | ১৬ মে ২০০৯ ০১:০৪ | 173.26.17.106
  • যাউগ্গা কাটাও। ভোটে রাত্তির জাগতে হবে। সব উদ্যম এখনই খচ্চা করার কোনো মানে নেই। ঃ)
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:০২ | 122.252.231.12
  • ট্রেনিং দেওয়া হয়না এই তথ্য ঈশান কোথায় পেল?
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:০২ | 122.252.231.12
  • রিক্রুটিং ডিপার্টমেন্টকে বোঝানো আর পাহাড় সরানো এক ব্যপার। তার জন্য মাইনে পাই না। তারাও আমার কথা শুনবার জন্য মাইনে পায়না।

    অতএব যা হবার তাই হবে। এদের মধ্যে কিছু ছেলের রেটিং বাজে হবে। বছর পেরোলে তাদের চাগ্রী যাবে।

    এই তো হয়ে আসছে। মাঝখান থেকে মালের স্টক শেষ।
  • Blank | ১৬ মে ২০০৯ ০১:০০ | 59.93.242.205
  • ছ্যা ছ্যা অপ্পন দা এবং ইত্যাদিরা জগতে এমন একটি জায়গায় থাকে, যেখানে কাউন্টিং এর আগে মাল পাওয়া যায় না। ছ্যা ছ্যা।
    ইদিকে আমি মাঝ রাত্তিরে দুটো কার্লসবার্গ, একটা টিচারস, আর খান তিন অ্যান্টিকুইটি খেয়ে বাড়ি এলুম।
    ইদিকে টিমের ছানাদের নামে দোষ দেওয়া? মামু শেষে এমনি সিইও হলো? আয্যো দা সিওর কুমড়ো গাছের দানা মামুরে দেয় নি। আর তাই ডিডি দা মুখ গোমড়া করে বসে আছে।
    ছ্যা ছ্যা
  • dd | ১৬ মে ২০০৯ ০১:০০ | 122.167.16.104
  • অ্যাদ্দিনে বোঝলাম।
    কমপিউটারোয়ালাদের মধ্যেও বর্ণাশ্রম আছে।
    কি কান্ড !
  • Ishan | ১৬ মে ২০০৯ ০০:৫৯ | 173.26.17.106
  • হ্যাঁ। আমার ছানা কথায় আপত্তি আছে। কথাটায় ততটা নয়, সেন্সটাতে। সো কলড ছানাদের জীবনেও গুচ্ছ চাপ। কটা ফ্রেশ গ্রাজুয়েটকে টেনে এনে ট্রেনিং ফেনিং ছাড়া কাজ করো বলে ছেড়ে দেওয়া হবে, আর না পারলেই মুখ্যু বলে গাল পাড়া হবে, এগুলো অত্যন্ত ভুলভাল জিনিস।

    দোষটা ছানাদের না। পদ্ধতিটার।
  • dd | ১৬ মে ২০০৯ ০০:৫৫ | 122.167.16.104
  • অপ্পন, বলতে বাধ্য হচ্ছি, সে তুমি যতোই রেগে যাও না ক্যানো, তোমার সি ই ও হওয়া দূর অস্ত।

    আমার কাবার্ড কিন্তু হাসছে। রামে ভর্পুর। ফ্রীজে বীয়ারের বোতলের ধাক্কাধাক্কি। মিটিমিটি হাসছে হুইস্কির পাঁইট।

    এখন তুফান উঠুক, ব্লা ব্লা ব্লা, আমার চিন্তা নাই রে।

    গনতন্ত্রও নাচবে, নাচুক।
  • Ishan | ১৬ মে ২০০৯ ০০:৫৫ | 173.26.17.106
  • প্রথমতঃ ঠিক কথা। আপনি টিমের ছানা বলেছেন। আপনি অন্যের টিমের ছানা নিয়ে খুব চিন্তিত আমি বুঝি নাই।

    দ্বিতীয়তঃ বোঝা গেল, আপনার কোং বেছে বেছে এমন লোক রিক্রুট করে, যারা বেসিকালি আকাট মুখ্যু। এবং যাদের ট্রেনিং দিয়েও কেজো করা যায়না। যারা বেসিকালি মনুষ্য নামেরই অযোগ্য।
    তাই যদি হয়, তো ম্যানেজমেন্টের গূঢ় তঙ্কÄগুলি আপনার কোং এর রিক্রুটিং ডিপার্টমেন্টকে বোঝান। ফালতু ছানাদের দোষ দিয়ে কি হবে।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০০:৫২ | 122.252.231.12
  • আরো আছে।

    কনসাল্টিং। গালভরা কথা। আদতে টেকনিকাল কাজকম্মই। তার পঁচানব্বই শতাংশ কপি-পেস্টে চলে যায়। বুদ্ধি লাগে শুধু কোথা থেকে কপি করে কোথা পেস্ট কর্বেন।

    মশাই এই পোড়া দেশে ফিরে একটা ট্রেনিং স্কুল খোলেন। কপি-পেস্টের। সোনা ফলাবেন।
  • arjo | ১৬ মে ২০০৯ ০০:৫১ | 168.26.215.13
  • মিডলম্যানেজারদের জীবনে প্রবল চাপ। বড় ম্যানেজারদের নেওয়া সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে হয়, নইলে তারা রেগে যাবে। টীমের কাজ নিজে করে নিতে হয়, বেশি ভুল ধরলে তারা রেগে ছেড়ে দেবে। গুরুতে এসে দুখ্যু করলে ঈশান রেগে যাবে। এত সব করেও হাসি মুখে বলতে হবে হানি, নয়ত বেটার হাফ রেগে যাবে।

    ঈশানের যদি ""ছানা"" কথাটিতে আপত্তি থাকে সেটা অন্য ব্যপার।

    তবে ট্রেনিঙে ভিবি লেখা যায় না, এটা বিশ্বাস করি না। ট্রেনিং দেওয়ার সময় থাকে না এটা করি।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০০:৪৯ | 122.252.231.12
  • এ ব্যথা কি আর সে ব্যথা ডিডিদা। কাল কাউন্টিং। মদিরাবিপণী খুলিবে সেই রবিবার ভরসন্ধ্যায়।

    এইদিকে জোলো ঠান্ডা বাতাস বয়ে যায়। বিফলে।
  • sayan | ১৬ মে ২০০৯ ০০:৪৮ | 115.108.25.26
  • হায় আল্লা! যদি টেরনিং দিয়েই সকল আকাট মুক্যুদের রঃ সাঃ বানিয়ে নেয়া যেত!
  • dd | ১৬ মে ২০০৯ ০০:৪৪ | 122.167.16.104
  • ঈ কি রে দাদা।
    ভোর এগটায় ম্যানেজমেন্ট প্রিন্সিপল নিয়ে তক্কাতক্কি? দেশটাতো গোল্লায় গ্যালো।

    আরে ঠাকুর বলেছেন যতো মত ততো বাত। কথায় ব্যাথা বাড়ে। টাকা মাটী,টাকী ষাঠ কিলোমিটার দুরে। আর টাক মাথার উপরেই।

    সে সব শুনুন।
  • sayan | ১৬ মে ২০০৯ ০০:৪৩ | 115.108.25.26
  • আরেঃ ডিডিদা খাম্‌খা নজ্জা দ্যান ক্যান? আমারে তুই বলবেন নয় ত কি পামুক বলবেন! পর্নোকুটির?? হিঃ হিঃ =))
  • Du | ১৬ মে ২০০৯ ০০:৩৭ | 65.124.26.7
  • ব্যাংগালুরু তো আপনার ড্রয়ারের ঠিক নীচেই আছে
  • Arpan | ১৬ মে ২০০৯ ০০:৩৬ | 122.252.231.12
  • আমার ছানা আমি বলিনি। কভুও। মুখে কথা বসাবেন না। প্লিজ।

    দ্বিতীয় কথা, এদের আমি তো আর টাকার থলি নিয়ে নিলামে কিনি নাই। এসার্কের মতো। যে ঔনার্শিপের প্রশ্ন আসিবে।

    তৃতীয়ত, রকেট সায়েন্স নয় বলেই তো আকাট মুক্যু বলছি। বরং ট্রেনিং দিয়েই কেজো বানিয়ে নেওয়া যাবে এমন একটি সহজিয়া ট্র্যাডিশনাল ম্যানেজেমেন্টের দর্শন বহুদিন বাদে শুনলাম। চ্যানেলে চ্যানেলে ভিড় করে থাকা বিশেষ-অজ্ঞের মুখে যেমনটি শোনা যায়। সহজ সল্যুশন। এবং তার জন্য প্রভূত হাততালি!
  • dd | ১৬ মে ২০০৯ ০০:৩১ | 122.167.16.104
  • অপ্পন কি যে কয়? খামোখাই ছিঁ ফোঁরে গালি দ্যায়।

    আরে আমি তো অ্যাদ্দিনেও কোন ড্রয়ারে মোজা থাকে সেটাও জানলাম না।(আমার একটাই ড্রয়ার বরাদ্দ)।

    আচ্ছা, ব্যাংগালুরু জানি কোথায় ?

    তো ?
  • Arpan | ১৬ মে ২০০৯ ০০:২৩ | 122.252.231.12
  • সিফোকে নেক্সট টাইম পেলে কিলো তিনেকের একটা কাঁটাল উপহার দেবো। মাইরি, লুরুর পূর্বপ্রান্তে থেকে দক্ষিণপ্রান্ত না চেনারই কথা। তাই বলে জীবনবিমানগরে থেকে মারাথাল্লি চিনবে না! এটা একটা কথা হল!
  • Ishan | ১৬ মে ২০০৯ ০০:২২ | 173.26.17.106
  • আপানাদের কনসালটিং কোং কি এমন রকেট সায়েন্স করে যেখানে আকাট মুখ্যুকে ট্রেনিং দিয়ে কেজো করা যায়না?

    আর "আমার ছানা' যখন বলেন, তার ওনারশিপ নিশ্চয়ই নেবেন। নইলে টার্মিনোলজি পাল্টান। প্লিজ।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০০:১৮ | 122.252.231.12
  • ম্যানেজমেন্ট মানে আপনি পলিসিমেকিং বডির কথা কইলেন? না, আমি তার পার্ট নইকো।

    আর আকাট মুক্যুকে আকাট মুক্যুও বলা যাবে না!
  • Ishan | ১৬ মে ২০০৯ ০০:১৪ | 173.26.17.106
  • সে তো ম্যানেজমেন্টের সমস্যা। ম্যানেজমেন্টের পার্ট হিসেবে তার দায়িত্ব আপনার। খামোখা ছানাদের গাল পাড়েন কেন।
  • dd | ১৬ মে ২০০৯ ০০:১৪ | 122.167.16.104
  • সায়ন স্যার
    চিন্তা মাৎ করো। আমাদের ভুতোদা ফিল্লেই আমার পর্নো কুটিরে মুলাকাৎ হবে, ইনসাল্লা।

    মে.. যাই হোক। এখন ঠিক ঠাক - আন্দাজ করছি।

    আপেনেরে তুই কইলাম বলে তুমি রাগে কল্লেন নাতো রে দাদা? চিন্তায় ফেল্লেন ভাইপো।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০০:১২ | 122.252.231.12
  • আগ্গে আপনি কিস্যু বোঝেন নাই। পহা না দিলে ভাল ছানা থাকবে কেন?
  • Ishan | ১৬ মে ২০০৯ ০০:১০ | 173.26.17.106
  • এ পুরো মাস্টারদের মতো কথা। আমাদের সময় আমরা কি ভালো ছাত্র ছিলাম টাইপের।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০০:০৬ | 122.252.231.12
  • টিমের ছানাগুলি ভারি ইয়ে। মানে যাকে বলে আকাট মুক্যু। গবেট। গোবরগণেশ। হাড়মাস ভাজা ভাজা করে দিলো গা।
  • sayan | ১৬ মে ২০০৯ ০০:০৬ | 115.108.25.26
  • ডিডিদা, লুরুভাটের সপ্তা দুই আগে থেকে একটা মেডিকাল ইমার্জেন্সীর কারনে আমার অনুপস্থিতি। Koshy's এর পরে আমাদের মূলাকাত হয়নি, ইটস আ শেম।
  • Tim | ১৫ মে ২০০৯ ২৩:৫৮ | 198.82.167.98
  • হ্যাঁ হ্যাঁ, বর নিতে এসেছে।
    বাড়ি গিয়ে লিখে দোবোখন।
  • dd | ১৫ মে ২০০৯ ২৩:৫৪ | 122.167.16.104
  • কয়ে ফ্যালো, কয়ে ফ্যালো। নিজে নিজেই।
    উত্তেষ্ঠিত জাগ্রত.... কি জানি?
  • Tim | ১৫ মে ২০০৯ ২৩:৪৮ | 198.82.167.98
  • আচ্ছা আমাদের কচিভাটের গপ্পোটা কেউ কল্লো নাতো! সেই যে আমরা কল্কেতায় মিটলাম, জানুয়ারির ভর দুক্কুরব্যালা।
  • dd | ১৫ মে ২০০৯ ২৩:১৩ | 122.167.32.21
  • হ্যাঁরে সায়ন
    আপনি লুরুভটে সেদিন এলি না ক্যানো? আপনাকে তুই সম্বোধনে রাগ কল্লে না তো ? স্যার ?
  • sayan | ১৫ মে ২০০৯ ২৩:০৪ | 115.108.25.26
  • * গগনেন্দ্রনাথ
  • d | ১৫ মে ২০০৯ ২৩:০২ | 219.64.166.9
  • *গোমড়াথেরিয়াম
  • d | ১৫ মে ২০০৯ ২৩:০১ | 219.64.166.9
  • না না এরপরে হোমড়াথেরিয়াম।

    কিন্তু গহনেন্দ্রনাথ আবার কার পোলা?
  • sayan | ১৫ মে ২০০৯ ২২:৫৭ | 115.108.25.26
  • আজ্জোদার আসন্ন বিখ্যাতি গলগল করে বেরুচ্চে। কাল গোর্কি কে পাকড়েছিল আর আজ গ্যালিলিও। এর্পরে কার্পালা আসবে! গোগোল? গহনেন্দ্রনাথ? গান্ধারী?
  • d | ১৫ মে ২০০৯ ২২:৫৫ | 219.64.166.9
  • গ্যালিলিও আর ব্ল্যাঙ্কি মানে গোটা মানবসভ্যতাই তো কভার করা হয়ে গেল। এবারে মাঝের যেই হোক খুব একটা হেরফের হবে না।
  • d | ১৫ মে ২০০৯ ২২:৫০ | 219.64.166.9
  • সেই মনু মুখার্জীর ছাতা হতে নিয়ে দৌড়ে পালানোর দৃশ্যটা মনে পড়লো। ঃ))))))))
  • arjo | ১৫ মে ২০০৯ ২২:৫০ | 168.26.215.13
  • আঃ ওটা ছোটবেলায় করতাম এখন এফিশিয়েন্ট তাই একটু ওভারডাম্পড অসিলেশন। মানে ১৫ র পরেই ১১, তারপরেই, ১৪ তারপরেই ১২। একটু সময় লাগে কিন্তু জায়গা খুঁজে পেতে কোনো অসুবিধাই নেই। তীর্থদাকেও শিখিয়ে দিয়েছিলাম, তারপর থেকেই আমার গাড়িতে চড়ার কথা হলেই তীর্থদা কেমন যেন হয়ে যায়। সমস্ত মহত আইডিয়ারই প্রথম প্রথম যা হয়ে থাকে আর কি। গ্যালিলিওরও হয়েছিল, বুনানেরও হচ্ছে, আমারও সেই একই অবস্থা। তবে বুনান, গ্যালিলিও আর আমি একই সারিতে ভাবতেই কেমন রোমাঞ্চ হচ্ছে।
  • d | ১৫ মে ২০০৯ ২২:৪৮ | 219.64.166.9
  • আরে ইপ্পি, সকলের কাছেই টিমের কিছু ছানাপোনা আছে। স্যানের কাছে, ব্ল্যাংকির কাছে, অপ্পনের কাছেও "টিমের ছানাপোনা" আছে। আরও অনেকের কাছে আছে তো। ঐজন্যই তো বেচারী কেবলই "সোসিত' হয়।
  • dipu | ১৫ মে ২০০৯ ২২:৪৫ | 121.243.161.234
  • সত্যিই তো! এই টিমদা তো দেখছি ভারি কৃতীপুরুষ!!
  • d | ১৫ মে ২০০৯ ২২:৪৪ | 219.64.166.9
  • আমি কোনোদিনই আজ্জোর গাড়ীতে চাপব না।
  • arjo | ১৫ মে ২০০৯ ২২:৪০ | 168.26.215.13
  • সিম্পল হার্মোনিক মোশন মানে এমন।

    গন্তব্যস্থল - এক্সিট ১২
    প্রথম এক্সিট - ১৫
    ২য় - ৯
    ৩য় - ১৪
    ৪থ - ১০
    ৫ম - ১৩
    ৬ট - ১১
    ৭ম - ১২

    অব্যর্থ।
  • Samik | ১৫ মে ২০০৯ ২২:৩৯ | 122.160.41.29
  • আরে, শৈশবের উগ্র জাতীয়তাবোধের কবলে পড়ে দিদি আমাকে ব্রেনওয়াশ করেছিলঃ নেতাজী ভালো লোক, সে কংগ্রেস করত, আর গান্ধী ছিল দুষ্টু লোক, সে সিপিএম করত। তাই নেতাজীর সাথে গান্ধীজির ক্ষারাক্ষারি।

    কোত্থেকে যে অমন সিপিএম বিদ্বেষ পেয়েছিল কে জানে! এদিকে আমার বাবা তখন ফুলটাইম কমিটেড সিপিএম সাপোর্টার। রোজ সমিতি করে, মিছিলে যায়, গণসঙ্গীত গায়।
  • Samik | ১৫ মে ২০০৯ ২২:৩৬ | 122.160.41.29
  • টিম দেখতে গেলেই দমু ঘাড় ধরে একটা করে ছানা গত্তো থেকে তুলবে আর বলবে ঃ

    কানা খানা গানা ঘানা
    কে খেয়েছে টিমের ছানা
  • arjo | ১৫ মে ২০০৯ ২২:৩৫ | 168.26.215.13
  • ছেলেবেলায় আমি সিপিএমের কংগ্রেসের কথা জানতামই না। সিপিএম মানে ভালো আর কংগ্রেস মানে খারাপ, চোর এটাই জানতাম। ইতিহাসের পাতায় এরপর যখন দেখলাম কংগ্রেসেও ভালো লোক ছিল তখন বড় অসুবিধা হয়েছিল।
  • pi | ১৫ মে ২০০৯ ২২:২৯ | 128.231.22.89
  • হ্যাঁ, সিপিএমের কংগ্রেস নিয়ে আমারো শৈশবে খটকা ছিল।
    কিন্তু তেরো টিমের তেরোটা বাদেও বাকি ছানা আছে ! আমাগো টিম করেছেটা কি !
    তবে সবকটারেই যখন দমদির কাছে নেখাপড়া কত্তে পাঠিয়ে দিয়েছে যখন, তখন তো আর হ্যাপাও নেই, চাপ ও নেই । বারো ই হোক কি তেরো ই হোক কি আরো ! ঃ)
  • d | ১৫ মে ২০০৯ ২২:২৮ | 219.64.166.9
  • ইশ আমার এখন কুড়মুড়ে উচ্ছেভাজা খেতে ইচ্ছে হচ্চে। কাল দুপুরের আগে চান্স নেই। ঃ(
    সব এই ব্যাঙ্গা'র লোকজনের দোষ।
  • d | ১৫ মে ২০০৯ ২২:২৪ | 219.64.166.9
  • নাঃ গোপনীয়তার কোন গল্প নেই। তবে একেবারে হাটের মাঝে সংখ্যাটা লিখতে যেন কেমন কেমন লাগে। তোমাকে মেসেজ করে দেবোখনে।

    রোজ ক্লাসওয়ার্ক দিতে সাধারণত হয় না। এক একটা ফেজের ক্লাসওয়ার্ক দেই। তবে খাতা রোজই কারেক্ট করতে হয়, দিনে ২-৩ বারও করতে হয় অনেকসময়।
  • Samik | ১৫ মে ২০০৯ ২২:১৬ | 122.160.41.29
  • দু-পুত্র কত্তো ইংরেজি জানে। আর এদিকে আমি অনেকদিন পর্যন্ত, যখনই কাগজে পড়তাম সিপিএম পলিটব্যুরোর পার্টি কংগ্রেস, অবাক হয়ে ভাবতাম সিপিএম কী করে কংগ্রেস পার্টিতে যায়!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত