এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ১৬ মে ২০০৯ ০৮:৫০ | 24.42.203.194
  • হায় কোথায় সেই লাঠি দিয়ে নম্বর দেখানো, ভাজপার লিড, আর সৌমিত্র সূচিত্রার সাতপাকে বাঁধা। এনডিটিভির ঘরে অন্তত ৫০ জন লোক, গোটা ১০০ কম্পিউটার, বিরাট একটা টাচ স্ক্রীন কম্পিউটার, ঝকঝকে লোকজন, অ্যানালিসিস, হিউমার, কি নেই। শোলের থেকেও বেশি উত্তেজনা, আর দরকার নেই ব্যাকগ্রাউন্ড সিনেমার, গণতন্ত্রের সিনেমা দেখুন। আর দেরী না করে বসে পড়ুন।
  • Ishan | ১৬ মে ২০০৯ ০৮:৪৭ | 173.26.17.106
  • বিজেপি পশ্চিমবঙ্গে দুটোতে লিড করছে বলছে। কি কেলো।
  • Blank | ১৬ মে ২০০৯ ০৮:৪৬ | 59.93.196.77
  • হুঁ, বিজেপি দুটো তে লিড করছে
  • arjo | ১৬ মে ২০০৯ ০৮:৪৪ | 24.42.203.194
  • বিজেপি - ২৩ (+৯)
    কংগ্রেস - ২৩ (+১)
    লেফ্‌ট - ৫ (-৯) (সবক্টাই কেরালা)

    আমিও পাগল হয়ে যাচ্ছি। কি ফাস্ট রে বাবা।
  • dipu | ১৬ মে ২০০৯ ০৮:৪১ | 121.243.161.234
  • চ্যানেলগুলো পাগল। বলে ডায়মন্ডহার্বারে বিজেপি এগিয়ে।
  • d | ১৬ মে ২০০৯ ০৮:৩৮ | 117.195.38.155
  • আব্বে ওয়ে ঈশানকে বাচ্চেঁ, ছানাদের ট্রেনিং দেওয়া হয় না কে বলেছে হে? আর শুধু রুকিদের ছানা বলা হয় তাই বা কে বলেছে? আমি তো আমার টিমের সবকটাকেই ছানা বলি। একটা ১০ বছর অভিজ্ঞতাসম্পন্ন রামঢ্যাঁড়শ আছে --- সেটাকেও।
  • arjo | ১৬ মে ২০০৯ ০৮:৩৪ | 24.42.203.194
  • ৩০ টা টোটাল

    ইউপিএ - ১৪
    থার্ড ফ্রন্ট - ১০
    বিজেপি - ৬

    সবই লিড।
  • dipu | ১৬ মে ২০০৯ ০৮:৩২ | 121.243.161.234
  • কর্ণাটকে বিজেপি, কেরালায় কংগ্রেস এগিয়ে।
  • arjo | ১৬ মে ২০০৯ ০৮:২৯ | 24.42.203.194
  • না না ভুল করেছে মনে হয়। এখন তো আর দেখাচ্ছে না। যসবন্ত সিং এগিয়ে রয়েছে, মমতা এগিয়ে রয়েছে। কর্ণাটক থেকে সবথেকে ফাস্ট ডেটা আসছে, দ্বিতীয় কেরালা, তৃতীয় কলকাতা। প্রণয় রায় দাবী করেছে ইন্ডিয়াতেই ভোটের রেজাল্ট সবথেকে ফাস্ট প্রসেস করা হয়।
  • dipu | ১৬ মে ২০০৯ ০৮:২৪ | 121.243.161.234
  • *এনডিটিভি
  • dipu | ১৬ মে ২০০৯ ০৮:২৩ | 121.243.161.234
  • অন্ডিটিভি দেখাচ্ছে দক্ষিণ কোলকাতা বিজেপি জিতে গেছে ঃ-))
  • arjo | ১৬ মে ২০০৯ ০৮:১৯ | 24.42.203.194
  • কি ফাস্ট মাইরী প্রসেস করতে পারছি না।
  • dipu | ১৬ মে ২০০৯ ০৮:১৯ | 121.243.161.234
  • দশ মিনিট হয়নি, ট্রেন্ড দেখাতে লেগে গেছে।
  • arjo | ১৬ মে ২০০৯ ০৭:৫২ | 24.42.203.194
  • আজই তো শুক্কুরবার, ভোটের ফল আর রাম খাবার দিন,
    বসব না! যে যেখানে আছেন আসুন, পাওনা গণ্ডা বুঝে নিন।
  • Ishan | ১৬ মে ২০০৯ ০৭:৩৫ | 173.26.17.106
  • আর আধ ঘন্টা। আজ্জোবাবু রাম্বাগিয়ে বসেছেন তো?
  • arjo | ১৬ মে ২০০৯ ০৭:০৭ | 24.42.203.194
  • হাতের কাছে টিমকে একবার পেলে হয়, সারারাত জাগিয়ে পদ্য শোনাব। বুইবে সোসন কারে কয়।

    রাত জেগে কাজ করতে করতে আর ফুটবল খেলা দেখতে দেখতে কমরেড অপ্পন খিটখিটে হয়ে গেছে। কমরেড, মাঝে মাঝে শর্করা কম হওয়াটাও সঠিক শর্করার লক্ষণ। ;)
  • Tim | ১৬ মে ২০০৯ ০৩:০৬ | 198.82.167.98
  • আজ্জোদার নাম কি তাইলে এখন থেকে হোঁদল হয়ে গ্যালো? ভালো নাম। ঃ)
  • Du | ১৬ মে ২০০৯ ০২:০০ | 65.124.26.7
  • অজিত পাঁজাও নেই, কেমন সেবারে ৬৬ বলেছিলেন, ভাবা যায়!
  • Ishan | ১৬ মে ২০০৯ ০১:৫৬ | 173.26.17.106
  • এখেনেও লাইভ আপডেট দিও। যে যা পাবে। নিউজ সাইটে ভসসা নাই।
  • sayan | ১৬ মে ২০০৯ ০১:৪৯ | 115.108.25.26
  • যাঃ সবাই ঘুমুতে চলে গেল! আমিও যাই। গুঃ নাঃ।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:৪০ | 122.252.231.12
  • (মেয়ের কাছ থেকে জার্গন ধার করে)

    গুন্ডাইট!
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:৩৮ | 122.252.231.12
  • এইভাবে চলবে ডিডিদা? পরিবর্তন আনেন, পরিবর্তন।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:৩৪ | 122.252.231.12
  • আজ্জোটা অলস মস্তিষ্কে শর্করা জমা হোদলকুতকুতে আমেরিকান ক্লায়েন্টের মত হয়ে যাচ্ছে। ঃ-(
  • dd | ১৬ মে ২০০৯ ০১:৩৪ | 122.167.16.104
  • মোটকথা, অপ্পন, ভুতোরে, ঘুমাইতে যা। আম্মো যাই গিয়া, আর দশ মিনিট পরে।

    কাইলে আমগো সন্ধ্যা ছয়ডা থেইক্যা টি ভিতে কী অনাছিষ্টি। মন দিয়া দেখুম তার উপায় নাই। তিনজন আসবো ডিনারে।

    মাগো। জ্যাবনে শান্তি নাই গো, নাই।।
  • Du | ১৬ মে ২০০৯ ০১:৩২ | 65.124.26.7
  • পরশুর আবাপ দেখে নে
  • Bhuto | ১৬ মে ২০০৯ ০১:৩০ | 117.194.228.231
  • ওরে বাবা, সৌগত রায়? কে যেন , কেমন দেখতে , ভুলে গেছি। বা জানিনা। শুয়ে পড়ি গে, কাল ছুটি একটু বেড়াতে বেরবো।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:২৯ | 122.252.231.12
  • চন্ডালের জিভ, ডিডিদা। হেই লিগা হয়ত পসন্দ হয় নাই।
  • arjo | ১৬ মে ২০০৯ ০১:২৯ | 168.26.215.13
  • দিলে ভালো হয়, আমার গুগুলে না অ্যাডওয়ার ধরেছে। ঃ)

    যাই ক্লিক করি অন্য কোন সাইটে নিয়ে যায়। ল্যাদ খেয়ে আর সারানো হচ্ছে না।
  • pi | ১৬ মে ২০০৯ ০১:২৮ | 128.231.22.89
  • না, সৌগত রায় ! যত্তসব।
  • Du | ১৬ মে ২০০৯ ০১:২৮ | 65.124.26.7
  • নদীর এপারেই - রাস্তার একপাশে ডিসি কোর্ট আর অন্যপাশে জজফিল্ড - না তখন অ্যাতোসব গন্ডগোল ছিল না রে ভুতো। বহু আগের কথা - সেই ২২টা মোমবাতি জ্বলে ওঠার সময়কার।
  • Bhuto | ১৬ মে ২০০৯ ০১:২৭ | 117.194.228.231
  • ****বাঁ
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:২৭ | 122.252.231.12
  • কী চাই? ওয়েবসাইট?

    এনডিটিভি। সিএনেন আইবিএন। টাইমস নাউ। দ্যাখেন। কোনটা ছেড়ে কোনটা দেখবেন।

    এইবার এইগুলো কি গুগল করেও খুঁজে দিতে হবে!
  • dd | ১৬ মে ২০০৯ ০১:২৬ | 122.167.16.104
  • ও অপ্পন।
    বিয়ারে মাস্টার ভিকিদা। তাঁর কথা শুনতেই হবে, হবেই।
    আমি ফস্টার পসন্দ করি শুনে তিনি আমারে রীতিমতন গাল মন্দ দিসিলেন। তো উনি অখনতরি ইউ বির এক্সপোর্ট কোয়ালিটি গ্যালেন নাই। সুচিন্তিত মতামত ও হ্যার লাইগ্যা দ্যান নাই।

    তাইলে তুমি ক্যামনে জানলা তোমার ঐ ব্র্যান্ড খাইতে ভাল্লাগে নাই?
  • Bhuto | ১৬ মে ২০০৯ ০১:২৬ | 117.194.228.231
  • ইঃ কি মুশকিল রে বাবা, সা পা বাঃ মানে সাত পাকে বাঁধা ধরে নিলাম কোনো মতে, কিন্তু সৌ কি সৌমিত্র? গুবলেট হয়ে গেল
  • pi | ১৬ মে ২০০৯ ০১:২৪ | 128.231.22.89
  • সৌঃ সুঃ ঐ সা পা বাঁ ছাড়া আর কিছু আছে কি ?
  • Bhuto | ১৬ মে ২০০৯ ০১:২৪ | 117.194.228.231
  • জজফিল্ড নদীর এপারে না ওপারে দুদি?
    ওপারে থাকাটা বেশি সেফ ঃ))))
  • Bhuto | ১৬ মে ২০০৯ ০১:২৩ | 117.194.228.231
  • আহা উত্তম সুচিত্রা মানে মাননীয় জ্যোতি বসু আর মাননীয়া মমতা ব্যানার্জির কথা বলছে হয়তো ঃ))))))))
  • arjo | ১৬ মে ২০০৯ ০১:২২ | 168.26.215.13
  • উঃ সুঃ না হলে সৌঃ সুঃ হয়েছিল পষ্ট মনে আছে। কেউ কিস্যু জানে না। নিজেকেই খুঁজে বের করতে হবে।
  • Du | ১৬ মে ২০০৯ ০১:২০ | 65.124.26.7
  • আর আমাগো ছোটবেলায় - নদীর পারে ডিসির অফিসে গোনা হত ভোট। তার উল্টদিকে জজফিল্ডে ভীড় করে লোক। আমরাও থাকতাম কারও কাঁধে। আর মাইকে করে অ্যানাউন্স করতো।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:২০ | 122.252.231.12
  • উঃ সুঃ কবে দেখাত হে? র‌্যাটাস সব ভুলভাল বলছে।

    সব তখন ওভার টু দিল্লি হত। দো আনজানে। আখরি রাস্তা। এইসব ফাটাফাটি ছবি। আমি আর আমার সিটুনেতা প্রতিবেশী জেঠু একসাথে দেখতাম। বাবার রক্তচক্ষু এড়ায়ে। ঃ)
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:১৭ | 122.252.231.12
  • যাই বলেন ডিডি ওই এক্সপোর্ট কোয়ালিটির বিয়ার ক্যামোন ম্যাদামারা তরল। হবে কিংফিশার স্ট্রংয়ের মত তাগড়া, নয় গিনেসের মত স্বাস্থ্যবান অথবা হেইনিকেনের মতন স্বাদু। এইটা যেন ক্যামোন ক্যামোন।
  • RATssss | ১৬ মে ২০০৯ ০১:১৫ | 63.192.82.30
  • জ্যান্ত মানে লাইভ ভোট গোনা কি টিভিতেও দেখায়???

    সেই ছিল আমাগো ছোটবেলায়... ভোটের সময় সারাদিন টিভি খোলা থাকত আর ঘন্টায় ঘন্টায় খবর, আর মাঝে উত্তম সুচিত্রা
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:১৪ | 122.252.231.12
  • ঃ)))
  • dd | ১৬ মে ২০০৯ ০১:১৩ | 122.167.16.104
  • বৃহত্তম গনতন্ত্রে ডেমোক্রাজি ড্যানসিং
    সে তো ভালোই, নাচুক না হয়
    শরীলে সইবে যা সওয়া হয়
    ইদিকে যে ভোটগননায় ব্যান হয় যায় ড্রিনকিং
    বৃষ্টি পচ্ছে,কষ্ট পাচ্ছি , মাই হার্ট ইজ সিনকিং *

    *ইসে, এটা অপ্পনের মনের কথা। তো আমি ই নয় কয়ে দিলাম। আমার (হে হে হে) কোনো পবলেম নেই।
  • RATssss | ১৬ মে ২০০৯ ০১:১১ | 63.192.82.30
  • কাজকম্ম শুরু করলে পেত্থম পেত্থম তো সবাই আকাট মুখ্যু থাকে, হেইডা কিসু দোষের না। দোষটা হল না জেনেও নিজেরে হ্যানং ত্যানং বলে প্রমান দেবার চেষ্টা করা।

    আর হেইচ-আরের কতা কি কমু, দেশের এক কোং-এ ইন্টারভিউ প্যানেলে গোটা দশেক বিতর্কিত জনতার একজন ছিলুম এককালে। যেটারে ইন্টারভিউ নিয়ে বাতিল করলুম, সেটা হেইচ-আরের সুন্দরীরা অন্যেরে দেয় - ফোন করেই তাই জিজ্ঞাসা করতুম , এটা কত রাউণ্ডের ইন্টারভিউ - ২-এর বেশি বললেই বাতিল।
  • Bhuto | ১৬ মে ২০০৯ ০১:১০ | 117.194.228.231
  • NDTV বা ইকোনমিকস টাইম্‌স বা টাইমস অফ ইন্ডিয়া মার্কা কারুর নেট এডিশনে দেখতে পারো, লাইভ দেখাতে পারে। মানে কাউন্টগুলো।
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:০৯ | 122.252.231.12
  • কিন্তু কোথাও তাতে ভোট দেখায় না!
  • Arpan | ১৬ মে ২০০৯ ০১:০৯ | 122.252.231.12
  • ক্লায়েন্টের মত কথা কইলেন একখানি। সব টিভির চ্যানেলেরই নিজস্ব ওয়েবসাইট আছে। বিলেত আম্রিকায় আছে, এই পোড়াদেশেতেও আছে।
  • Bhuto | ১৬ মে ২০০৯ ০১:০৮ | 117.194.228.231
  • কাল রেসাল্ট বেরবে, পরীক্ষার্থীদের টেনশন হচ্ছে বোধহয়। আজ রাতে কত নেতার ঘুম উড়ে গেছে কে জানে। আমার ওড়েনি, এই গেলাম বলে শুতে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত