এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ২২ মে ২০০৯ ০৯:২৭ | 173.26.17.106
  • সরি। আরেকটা জিনিস খেয়াল করিনি। আমি "যাপন' লিখেছি। আজ্জো লিখেছে "পার্সোনাল লাইফ'। এইখানে আরও একটা মতপার্থক্য থাকল। আমি মার্সিডিজ চড়ে ঘুরি কিনা , বা রূঢ় কিনা, পাবলিককে খিস্তিখাস্তা করি কিনা, এগুলো যাপনের অংশ। এ নিয়ে কাটাছেঁড়া হতেই পারে। কিন্তু আমি ডানদিক ফিরে শুই কিনা, বা আমার বৌকে কতটা ভালোবাসি, এগুলো নিয়ে ভোটে আলোচনা করাটা ঠিক না। আমার মতে।
  • Ishan | ২২ মে ২০০৯ ০৯:০৬ | 173.26.17.106
  • আজ্জোর সঙ্গে প্রায় পুরোটাই একমত। ভোটে যাপন নিয়ে প্রশ্ন তোলা একদমই অসীমীচীন না। শুধু বৌ পেটানোর অভিযোগে ক্রিমিনাল চার্জ আছে জাতীয় কথাবার্তাগুলো দুমদাম বলে দেওয়াটা উচিত না। ওটা একটা কংক্রিট অভিযোগ। যেটা কংক্রিটভাবেই করা উচিত। না করলে গায়ে লাগার যথেষ্ট কারণ আছে।
  • pi | ২২ মে ২০০৯ ০৮:১৫ | 128.231.22.89
  • আজ্জোদা, জনপ্রতিনিধিত্বের দাবীদার প্রার্থীর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন তোলা যদি জনগণের জন্য সমীচীন হয় , তাহলে সিপিএমের বেলাতেই সেটা তুল্লে ব্যাড প্র্যাকটিস কেন ?
    বরং ঐ এক ই যুক্তিতে, বেশ গুড প্র্যাকটিস বলা উচিত।
    আফটার অল, যে লোকটা জনপ্রতিনিধিত্ব করতে যাচ্ছে সে বৌ পেটানো বদ লোক কিনা সেটা এক্সপোস ও জনগণকে সে বিষয়ে সচেতন ও সাবধান করা সেই নির্বাচনে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক দল হিসেবে তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
    নয় কি ?
  • arjo | ২২ মে ২০০৯ ০৬:৪৯ | 24.42.203.194
  • ঈশান, আবার কথা যখন উঠলই, আমি এর উল্টোদিক থেকে দেখেছি যে সুমনকে সিঙ্গল আউট করে বিশাল কিছু দেখানোর চেষ্টা হয়েছে। যেমন সুমনের প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতে বিশাল জ্ঞান তাই অমন বিদ্বজনেরই লোকসভায় দরকার, অমর্ত্য সেনের থেকে সুমনের রাজনৈতিক সচেতনতা বেশি, সুমন ধর্ম চেঞ্জ করেছে হিন্দুত্ববাদীরা গ্রাহাম স্টেইনসকে মেরেছে বলে ইত্যাদি ইত্যাদি। তুমি হয়ত বলো নি কিন্তু অনেকেই বলেছে। একবার বলেছি আবার বলি, সুমন যতদিন গান বিক্রি করছিলেন ওনার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন তোলা সমীচিন নয়। কিন্তু ভোটে দাঁড়ালে অতীতে যদি বউ পেটানোর অভিযোগ থাকে লোকে তাহলে কথা তুলবেই। লোকসভায় গিয়ে আমার হয়ে কথা বলবে, সিদ্ধান্ত নেবে কিন্তু বেসিকালি লোকটা বদের ধাড়ি এ হয় না। এই যা মূদ্রার এদিক ওদিক দুদিকই আছে। তবে সিপিএম যদি রাজনৈতিক প্রচারে এসব কথা বলে থাকে সেটা বাজে প্র্যাকটিস। আর কাজে যে লাগে নি দেখাই যাচ্ছে। তাবলে সুমন ভক্তদের গায়ে লাগার কিছু নেই। ফুটবল খেলতে নামলে একটু আধটু লেঙ্গি খেতেই হতে পারে।
  • Ishan | ২২ মে ২০০৯ ০৪:১৭ | 12.163.39.254
  • টিমের লেখাটা মিস করে গিয়েছিলাম। এখন উত্তর দিয়ে দিই। সুমনকে সিঙ্গল আউট করে "খারাপ' প্রমাণ করার চেষ্টা হচ্ছিল বলেই এত কথা। তুমি হয়তো বলনি। কিন্তু ঐ সুতোয় দেখ, বলা হয়েছে। এমনকি সুমনি একমাত্র এমপি, যাঁর এগেনস্টে কঠিন কঠিন সব অভিযোগ আছে, এ কথাও বলা হয়েছে। কি অভিযোগ জানতে চাইলে অবশ্য লোকে খুব বোরও হয়েছে। ঃ)

    হ্যাঁ, কারো ব্যক্তিগত ভাবে সুমনকে বদ লাগতেই পারে। সে নিয়ে কিস্যু বলার নাই। যেমন আমার ব্যাপক লাগে। লাগে তো লাগে। কিন্তু ফৌজদারি অভিযোগ ফোগ বললে হাতে তথ্য নিয়ে বলাই ভালো।
  • Du | ২১ মে ২০০৯ ২৩:১৮ | 65.124.26.7
  • র, লেখো না 'বুড়োদের কথা' আবার
  • Tim | ২১ মে ২০০৯ ২২:৫৯ | 198.82.167.98
  • শীতকালের এক শনিবার অমাবশ্যা ছিলো। ঐরকম দিনে তারাপীঠ যেতে হয়। রাত্তিরে শ্মশ্মানটা যা লাগছিলো না ! ঃ)
  • Du | ২১ মে ২০০৯ ২২:৪০ | 65.124.26.7
  • স্যান দুদিকেই প্রশ্ন করলে হবে? একদিকে প্রশ্ন করো অন্যদিকে উত্তর দাও ঃ)
  • Ishan | ২১ মে ২০০৯ ২২:১৪ | 12.163.39.254
  • তবে এই ছবিগুলো মোস্ট প্রব্যাবলি জালি। ফোটোশপে বানানো। আমাকে কেউ পাঠায়নি। না দেখেই বললাম।
  • pi | ২১ মে ২০০৯ ২২:১১ | 69.143.119.233
  • এবার প্রভাকরণকে সত্যি মরিয়া প্রমাণ করিতে হইবে তিনি মরেন নাই। আর কোন উপায় নাই।
  • Ishan | ২১ মে ২০০৯ ২১:১৯ | 12.163.39.254
  • প্রভাকরণ আজ অব্দি কতবার যে মরল। ঃ)
  • intellidiot | ২১ মে ২০০৯ ১৯:৪৬ | 220.225.245.130
  • আমার কাছেও পৌঁছল প্রভাকারণ টিভিতে নিজের মৃতদেহ দেখার ছবি।
  • Du | ২১ মে ২০০৯ ১৯:১৯ | 71.252.172.240
  • অক্ষর হল কি? বামফ্রন্ট যথেষ্ট সবল বিরোধীপক্ষ হল না বলে মুষড়ে পড়লো নাকি?
  • arjo | ২১ মে ২০০৯ ১৮:৪০ | 168.26.215.13
  • এইবার প্রভাকরণকে নিয়ে লাদেনের মতন শুরু হবে। এত বডি ডাবল পায় কি করে?
  • dipu | ২১ মে ২০০৯ ১৭:৫০ | 207.179.11.216
  • তামিল সহকর্মী মারফত একটি ফটো পাওয়া গেল। তাতে প্রভাকরণ চেয়ারে বসে হাস্যমুখে টিভিতে নিজের মৃতদেহ দেখছে।
  • Samik | ২১ মে ২০০৯ ১৭:৪৬ | 122.160.41.29
  • বইটা ব্যান্ডেলেই আছে। নিয়ে যাবো।
  • r | ২১ মে ২০০৯ ১৭:৩৪ | 198.96.180.245
  • ঐ বইটা জুন মাসে আসার সময় জেরক্স করে নিয়ে এসো।
  • san | ২১ মে ২০০৯ ১৭:২৬ | 12.144.134.2
  • র, বুড়োদের কথা আবার লেখো না
  • Samik | ২১ মে ২০০৯ ১৭:২৪ | 122.160.41.29
  • আমি গেছিলাম। সেই ছোটোবেলায়। সেই আসন আর শ্মশান দেখে এসেছি। সাথে একটা বইও কিনেছিলাম, পরমসাধক শ্রীশ্রীবামাক্ষ্যাপা। বইটা এখনও আছে।
  • arjo | ২১ মে ২০০৯ ১৭:২৪ | 24.42.203.194
  • তারাপীঠের বার্ণিং ঘাট প্রথম বার রাতে ঢুকলে বামাক্ষ্যাপার স্মৃতি ইত্যাদি জনিত কারণে কেমন একটা রোমঞ্চ হয়। কিন্তু ভুলেও পরের দিন সকালে যাবেন না। তারাপীঠে ঐ রোমাঞ্চ ছাড়া আর কিছুই নাই।
  • r | ২১ মে ২০০৯ ১৭:২২ | 198.96.180.245
  • আমি কোনোদিন তারাপীঠ যাই নাই। খুব ইচ্ছে আছে।
  • san | ২১ মে ২০০৯ ১৭:২০ | 12.144.134.2
  • না তো ! পড়ার কথা ছিল? তাহলে হয়ত সেই ক্লাসে কাটাকুটি খেলছিলাম ঃ-))

    মণিকর্ণিকা নামটা কিন্তু আমার ভারী পছন্দ। সুযোগ পেলেই কারো নাম দিয়ে দেব ।
  • dipu | ২১ মে ২০০৯ ১৭:২০ | 207.179.11.216
  • অধিকাংশ লোকেরই কোনো ফ্যাট অবশিষ্ট ছিল না, তাই সাবানের কোয়ালিটি নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে। তবে চামড়া আর হাড় দিয়ে খুব ভালো সার হত। চল্লিশের দশকের শুরুতে পোল্যান্ড আর খুব সম্ভব চেকোস্লোভাকিয়ায় ইহুদী সারের রমরমা ইন্ডাস্ট্রি ছিল।
  • r | ২১ মে ২০০৯ ১৭:১৯ | 198.96.180.245
  • শ্মশানকে খাটো করবেন না। বাঙালীর প্রথম সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের সূত্রপাত নিমতলা শ্মশানঘাট ঘিরে, রামগোপাল ঘোষের নেতৃত্বে। নিমতলা স্মশানে ঢোকার আগে তাই রামগোপাল ঘোষের নাম পাথরে খোদাই করা আছে।
  • r | ২১ মে ২০০৯ ১৭:১৭ | 198.96.180.245
  • হাসির কি হল? ছোটোবেলা থেকেই তো শুনছি। পড়ো নাই কোথাও- মণিকর্ণিকা বার্নিং ঘাট?
  • Blank | ২১ মে ২০০৯ ১৭:১৫ | 170.153.65.102
  • ঠিক পোড়ানো হতো না। বেশীর ভাগ বডি ডাম্প করে দেওয়া হতো। পোড়ালে বডি নষ্ট হয়। তার চেয়ে বডি ফ্যাট দিয়ে সাবান বানালে বেশী কাজ হয়। তাই বডি ফ্যাট বার করে নেওয়া হতো।
    স্পিলবার্গ সেসব দেখাননি
  • san | ২১ মে ২০০৯ ১৭:১২ | 12.144.134.2
  • আহা বার্নিং ঘাট কথাটা শুনলেই হাসি পাচ্ছে না ? ইউজ তো করেই কোথাও না কোথাও, সিকি বলল।
  • Samik | ২১ মে ২০০৯ ১৭:১১ | 122.160.41.29
  • আমি রোজ গাজীপুর শ্মশান পার হয়ে অফিস আসি।

    শ্মশানের উল্টোদিকেই মাছের বাজার।
  • Samik | ২১ মে ২০০৯ ১৭:১১ | 122.160.41.29
  • নাৎসীদের সমস্ত কনসে®¾ট্রশন ক্যাম্প সংলগ্ন একটা করে ক্রিমেটোরিয়াম ছিল। যেখানে রোজ শয়ে শয়ে মৃত ইহুদীদের পোড়ানো হত। শিন্ডলার্স লিস্ট দ্যাখো নাই?
  • r | ২১ মে ২০০৯ ১৭:১০ | 198.96.180.245
  • তবে একমাত্র দিল্লিতেই সি এন জি শ্মশান আছে, গ্রিন ক্রিমেটোরিয়াম। ;-)
  • Arijit | ২১ মে ২০০৯ ১৭:০৯ | 61.95.144.123
  • রাণীর দেশেও আমি বার্নিং ঘাট লেখা দেখেছি। কোন শহরে মনে নেই।
  • san | ২১ মে ২০০৯ ১৭:০৬ | 12.144.134.2
  • আমি ক্রিমেশন+বেঙ্গালুরু দিয়ে পেলাম। ক্রিমেটোরিয়াম জানতাম না। ক্যামন স্যানাটোরিয়াম মনে হচ্ছে ঃ-)

    তা বলে বার্নিং ঘাট !!!!!!! ঃ-))))))))
  • r | ২১ মে ২০০৯ ১৭:০৪ | 198.96.180.245
  • বেঙ্গালুরুতে বিশেষ শ্মশান দেখি নি। দিল্লিতে যেখানে সেখানে শ্মশান ছিল। যখন প্যাটেল নগরে থাকতাম তখন প্রসাদনগরে শ্মশান, আবার পুসা রোড দিয়ে একটু এগিয়ে পুসা রোড-পাঁচকুইয়া রোড ক্রসিঙে আর একটা শ্মশান। যখন কাটোয়ারিয়া সরাইতে, তখন পিছনে সঞ্জয় বনে একটা শ্মশান, আবার মুনিরকার দিকে এগোতে বড় রাস্তার উপর আর একটা শ্মশানের বোর্ড। তবে বেস্ট শ্মশান দেখেছিলাম জুনপুটে। পুরো বিচটাই শ্মশান।
  • Samik | ২১ মে ২০০৯ ১৬:৫৫ | 122.160.41.29
  • শ্মশানের ইংরেজি ক্রিমেটোরিয়াম। শ্মশান ঘাটের ইংরেজি ক্রিমেশন ঘাট। বা বার্নিং ঘাট।
  • Bhuto | ২১ মে ২০০৯ ১৬:১৬ | 203.91.207.30
  • একি আমাকে নিয়ে আবার টানাটানি ক্যান রে বাবা?
  • Blank | ২১ মে ২০০৯ ১৬:১০ | 170.153.65.102
  • বৈষ্ণবদের তো বসা অবস্থায় রেখে কবর দেওয়া হয় বলে শুনেছিলাম
  • dipu | ২১ মে ২০০৯ ১৬:০৬ | 207.179.11.216
  • বেলেঘাটার পার্সী টাওয়ারে এমনি লোককে ঢুকতে দেয়?
  • r | ২১ মে ২০০৯ ১৬:০২ | 198.96.180.245
  • সায়েবরাও পোড়ায়। তবে আম্রিকায় খোলা জায়গায় পোড়ানো ব্যান করে দিয়েছে বলে হেবি হুজ্জুতি হচ্ছে। কলকাতায় ফরাসী সায়েবদের জন্য তৈরি একটা গ্যাসে পোড়ানোর শ্মশান ছিল। ফরাসী সায়েব কমে যাওয়ার পরে সেখানে ব্রাহ্মদের লাশ পুড়ত। এখন ওটা খন্ডহর। আবার সব হিন্দুরা পোড়ায় না। গোরক্ষনাথের উপাসক যোগী সম্প্রদায়ের লোকজন কবর দেয়। ওদের সাধু সন্ন্যাসী মরে গেলে আবার বসিয়ে কবর দেয়। বৈষ্ণবদের অনেকেও কবর দেয়। নারকেলডাঙায় একটা গ্রীক কবরখানা আছে। এখনও গিয়ে ওঠা হয় নি।
  • san | ২১ মে ২০০৯ ১৬:০০ | 12.144.134.2
  • আচ্ছা, একটুকরো খেয়ে বাকিটা পুষলেই হবে।
  • dipu | ২১ মে ২০০৯ ১৫:৫৯ | 207.179.11.216
  • ভূত খেতে বিশেষ ভালো হবে না। বরং পুষতে পারলে ভালো হত।
  • Blank | ২১ মে ২০০৯ ১৫:৫৬ | 170.153.65.102
  • ভুত তন্দুরী খেতে কেমন হবে? ঐ বুড়ির মাথায় পাকা চুলের মতন?
  • san | ২১ মে ২০০৯ ১৫:৫৫ | 12.144.134.2
  • কেন, তন্দুরি করে খাবি?
  • san | ২১ মে ২০০৯ ১৫:৫১ | 12.144.134.2
  • হরিশ্চন্দ্র ঘাট নাম বলছে, আশা করা যায় গোরস্থান নয়, পোড়ানোর জায়গাই হবে। তবে কলকাতা নেক্সট টাইম গেলে দেখে আসব ভাল করে।
  • Blank | ২১ মে ২০০৯ ১৫:৫০ | 170.153.65.102
  • স্যানকি ভুত পেলি?
  • dipu | ২১ মে ২০০৯ ১৫:৪৯ | 207.179.11.216
  • কি প্রাইজ পাবে তারা?
  • dipu | ২১ মে ২০০৯ ১৫:৪৯ | 207.179.11.216
  • শ্মশান তো থাকবেই। যেটা নেই সেটা হল নদী।
  • Blank | ২১ মে ২০০৯ ১৫:৪৮ | 170.153.65.102
  • ঠিকই তো ভেবেছিলি
  • san | ২১ মে ২০০৯ ১৫:৪৭ | 12.144.134.2
  • এই তো, বেঙ্গালুরুতেও পাওয়া গেছে। চেষ্টায় কি না হয়।
  • dipu | ২১ মে ২০০৯ ১৫:৪৫ | 207.179.11.216
  • আমি পোথোমে ভেবেছিলুম যাদের লাশ তারা প্রাইজ পাবে।
  • Blank | ২১ মে ২০০৯ ১৫:৪০ | 170.153.65.102
  • সেল্ফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত