এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ২২ মে ২০০৯ ১৫:২৮ | 207.179.11.216
  • গান্ধীজী সার্বজনীন বাপ।
  • Arijit | ২২ মে ২০০৯ ১৫:২৬ | 61.95.144.123
  • এই হাইপোথিসিসটা বাঙালী নামক জাতির সাপেক্ষে।
  • dipu | ২২ মে ২০০৯ ১৫:২৪ | 207.179.11.216
  • গান্ধীজী কাঁঠাল খেতে ভালোবাসতেন। কিন্তু শুঁটকি খেতে বা আবাপ পড়তে ভালবাসতেন, এরকম কোনো তথ্য পাওয়া যায় না।
  • san | ২২ মে ২০০৯ ১৫:২৩ | 12.144.134.2
  • কাল যা-তা ঝড়জল হয়েছে। আমাদের একটা জানলার ছিটকিনি অব্দি ভেঙে গেছে।
  • intellidiot | ২২ মে ২০০৯ ১৫:২০ | 220.225.245.130
  • আকাশ ফর্সা হয়ে যাচ্ছে আবার ঃ-(
  • Arijit | ২২ মে ২০০৯ ১৫:১৯ | 61.95.144.123
  • এবং শ্রাবণীও খুব একটা আবাপভক্ত নয়। গুড। আরেকজন।
  • san | ২২ মে ২০০৯ ১৫:১৭ | 12.144.134.2
  • হ্যাঁ, পুদিনাপাতা ফ্রিজে রাখলেও অনুরূপ কেলো হয়। পুরো ভুলভাল অবস্থা। ফ্রিজ খুললেই কান্না পায়।
  • r | ২২ মে ২০০৯ ১৫:১৪ | 125.18.104.1
  • এরপর অজ্জিত হ্যারি পটার, লিনাক্ষ ও বাদাম মিল্কের কোরিলেশন বের করবে।
  • shrabani | ২২ মে ২০০৯ ১৫:১৪ | 124.30.233.105
  • পাকা কাঁঠালের গন্ধ খুব অ্যাবসার্ড বাজে! পাকা কাঁঠাল ভুল করে একবার কেউ যদি ফ্রিজে রেখে ফ্যালে তাহলেই গেল! মায় বোতলের জল, দুধ সবেতে কাঁঠালের গন্ধ হয়ে যায় যদ্দিন না সব ফেলেটেলে দিয়ে ফ্রিজ খুলে পরিস্কার করা হচ্ছে। এরকম জিনিস ঘরে আনা রিস্কি!

    অবশ্য এঁচোড় বস্তুটি দেবভোগ্য!
  • Arijit | ২২ মে ২০০৯ ১৫:১০ | 61.95.144.123
  • সেটা তো আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হল কাঁঠাল এবং শুঁটকির সাথে আবাপ-র এই ইনহেরেন্ট রিলেশন;-)
  • san | ২২ মে ২০০৯ ১৫:০৬ | 12.144.134.2
  • আবাপ খারাপ কি? কতরকম কেচ্ছা জানা যায়। প্লাস একমাত্র বাংলা কাগজ যারা ভদ্দরলোকের মতন বাংলা লেখে। এছাড়াও শতাব্দীর সালওয়ার কামিজের রং জানা যায়। অসুবিধে কি?
  • Arijit | ২২ মে ২০০৯ ১৫:০২ | 61.95.144.123
  • শুঁটকি অর কাঁঠালপ্রেমীরা জেনারেলি আবাপ অ্যাণ্ড/অর মাইক্রোসফটপ্রেমী হয় ;-)
  • Arijit | ২২ মে ২০০৯ ১৫:০১ | 61.95.144.123
  • স্যান যে দাউদের প্রকৃত উত্তরসুরী সে প্রমাণ পেয়ে গেলুম - স্যান (SAN)-এর নামে সেই কোন ইউকের টিমোবাইল ভেউ ভেউ করে কেঁদে উঠলো...
  • san | ২২ মে ২০০৯ ১৫:০১ | 12.144.134.2
  • শুঁটকি , কাঁঠাল এসব অ্যাকোয়ার্ড টেস্ট। সবার ভাল লাগার কথাও নয়। তা বলে রাগারাগির কি আছে? ওদের ক্ষমা করে দাও, র এবং সিকি।
  • dipu | ২২ মে ২০০৯ ১৫:০০ | 207.179.11.216
  • ঐ যে সান্দা কোন গজাননের হদিশ দিলো, ওখানেই একদিন সময় করে যেতে হবে।
  • lcm | ২২ মে ২০০৯ ১৫:০০ | 69.236.191.160
  • শুঁটকি মাছের শুকনো কষা ঝাল + গরম ভাত --- আহা।
  • r | ২২ মে ২০০৯ ১৪:৫৮ | 125.18.104.1
  • শুঁটকি আর কাঁঠালের নিন্দে কল্লে মাম্মাম্মাকে বলে দোবো।
  • san | ২২ মে ২০০৯ ১৪:৫৮ | 12.144.134.2
  • এই ইনফোটি দিপুর জন্য
  • san | ২২ মে ২০০৯ ১৪:৫৮ | 12.144.134.2
  • ঘটনাচক্রে আজকে মস্ত কলন্দরে পরাঠার সঙ্গে মালপো-রাবড়ির মিশ্রণও খেয়ে দেখলাম। না বলে দিলে অবশ্য ওদের মালপো আর রাবড়ি বলে চেনার উপায় নেই, এতই ভুলভাল ঃ-(
  • intellidiot | ২২ মে ২০০৯ ১৪:৫৭ | 220.225.245.130
  • দীপু, এ আবেগ তুমি বুঝবে না। তুমি শিশু ;-)
  • lcm | ২২ মে ২০০৯ ১৪:৫৭ | 69.236.191.160
  • গন্ধের জন্য কাঁঠাল খাইতে পারি না, কিন্তু কাঁঠাল বিচির তরকারি ভারী সুস্বাদু। আর, এচোঁড় তো ভারি সুস্বাদু এবং পুষ্টিকর।
  • dipu | ২২ মে ২০০৯ ১৪:৫৬ | 207.179.11.216
  • শুঁটকিখেকোরা কোনমুখে ক্যাঁটালের নিন্দে করে?!
  • lcm | ২২ মে ২০০৯ ১৪:৫৫ | 69.236.191.160
  • শখ করে সংখ্যালঘুদের দলে ঢুকে ইন্টেলি এখন বঞ্চনার অভিযোগ করলে হবে।
  • dipu | ২২ মে ২০০৯ ১৪:৫৫ | 207.179.11.216
  • আমাদের বিষ্টি দেখাচ্ছে! কালকে আপিস থেকে ফেরার সময় কি পোচন্ড বিষ্টি!! আরেকটু হলে ভেসে যাচ্ছিলাম!!
  • r | ২২ মে ২০০৯ ১৪:৫৪ | 125.18.104.1
  • খাইলাম আর কই?
  • lcm | ২২ মে ২০০৯ ১৪:৫২ | 69.236.191.160
  • খাইসে! r কি সব লিখত্যাসে, কাঁঠালের বৈজ্ঞানিক নাম নাকি ?
  • intellidiot | ২২ মে ২০০৯ ১৪:৫২ | 220.225.245.130
  • আমাদের এখানে বৃষ্টিইইইইইইইইইই......

    পাগলা মেঘ করেছে। গজরাচ্ছে আবার। যা সিন না। উফ্‌। দু পিস ময়ুর নাচলে এক্কেবারে জমে ক্ষীর হয়ে যেত।
  • Samik | ২২ মে ২০০৯ ১৪:৫১ | 122.160.41.29
  • অত কথায় কাজ কী? এ সাইটে খবরের আলোচনায় যতগুলো আবাপর লিঙ্ক দেওয়া হয়, তত কি আর কোনও কাগজের লিংক দেওয়া হয়? ইংরেজি? বাংলা? আবাপ যেমনই হোক, আবাপ খবর খাওয়াতে জানে।
  • r | ২২ মে ২০০৯ ১৪:৫১ | 125.18.104.1
  • আর্টোকার্পাস হেটেরোফাইলাস নিয়ে জাস্ট কোন কথা হবে না। পুরো অর্গ্যাজ্‌ম!
  • Samik | ২২ মে ২০০৯ ১৪:৪৯ | 122.160.41.29
  • ... হাইপোথিসিসই হয়ে থাকবে। ও আর রুল হব্যে না। কীসে আর কীসে, চাঁদে আর বাঁদরের ইয়ে ...
  • intellidiot | ২২ মে ২০০৯ ১৪:৪৯ | 220.225.245.130
  • লসাগুদা, আমি কিন্তু ৯০% কে উপেক্ষা করার কথা বলছিনা, আমি বলছি বাকি ১০% কে উপেক্ষা না করার কথা। গণতান্ত্রিক পৃথিবীতে সংখ্যালঘুর অধিকার রক্ষা করাটা সবচেয়ে জরুরি (ডায়লগটা ঘ্যামা দিলাম না???)।

    আর এমন সাইট বনিয়েছে কেন, যেটা সার্চ এঞ্জিন ফ্রেন্ডলি নয়। এটাও তো ভালো নয়, তাই না? আর ফ্রি তে না হলে কজন পড়ত কে জানে। টোটাল ইন্টারনেটের ৯৯% ডেটাই তো ফ্রি।
  • lcm | ২২ মে ২০০৯ ১৪:৪৫ | 69.236.191.160
  • কি রকম থিওরি, কাঁঠাল সংক্রান্ত কি? গাছে কাঁঠাল, বুথে ভোট ঃ-)
  • Arijit | ২২ মে ২০০৯ ১৪:৪৩ | 61.95.144.123
  • আরো একটা ম্যাচিং রেকর্ড - হাইপোথিসিসের পক্ষে। এলসিগুলো এরকম থিওরি বের করলে বরং কাজের কাজ হত।
  • lcm | ২২ মে ২০০৯ ১৪:৪৩ | 69.236.191.160
  • কাঁঠাল কাঁচা অবস্থায় ভারি সুন্দর, একবার পাইক্ক্যা গেলে, যেমন ভয়ংকর বাহির, তেমনই ভিতর।
  • lcm | ২২ মে ২০০৯ ১৪:৪১ | 69.236.191.160
  • দ্যাখো কান্ড! শমীক গান গাইয়া বান লাগাইবে নাকি।
  • stoic | ২২ মে ২০০৯ ১৪:৪০ | 160.103.2.224
  • আমার যেমন কাঁঠাল, আবাপ আর মাইক্রোসফট তিনটেই অসহ্য লাগে। মাক্কালি।
  • r | ২২ মে ২০০৯ ১৪:৪০ | 125.18.104.1
  • এইবার ভোটের পর এল সি-গুলো অজ্জিতের মতই রিপোর্ট পাঠিয়েছিল বোঝা যাচ্ছে। ;-)
  • Arijit | ২২ মে ২০০৯ ১৪:৪০ | 61.95.144.123
  • ওই হল আর কি - আমার মতন sworn enemy তো নও। তাইলেই হবে। বেস্ট ফিট কার্ভ।
  • lcm | ২২ মে ২০০৯ ১৪:৩৯ | 69.236.191.160
  • গরম, কাঁঠাল, কসু - কি অবস্থা!
  • Samik | ২২ মে ২০০৯ ১৪:৩৯ | 122.160.41.29
  • পড়েছে রে, পড়েছে। দিল্লিতে বিষ্টি পড়েছে। আমি আজ তানসেন হয়ে গেলাম। সকাল থেকে তিনটে বর্ষার গান গেইছিলাম। কাঠফাটা রোদ্দুরে একটু আগেও আপিস এসে পৌঁছেছি। আর এখন আকাশ পুরো কালো, গুমগুমিয়ে মেঘ ডাকছে, আর পাগলা বর্ষা নেমেছে। আমার এখন সুভা মুদ্‌গলের গানটা ডাক ছেড়ে গাইতে ইচ্ছে করছে।
  • r | ২২ মে ২০০৯ ১৪:৩৯ | 125.18.104.1
  • আমি আবাপপ্রিয়? কিক্কেলোক্কীত্তি! মাইক্রোসফট নিয়েও আমার সিরিয়াস কোনো বক্তব্য নাই। জীবনে আর কিছু ইউজও করি নাই। ঃ-o
  • stoic | ২২ মে ২০০৯ ১৪:৩৭ | 160.103.2.224
  • এবার এই নিয়ে একখান সমীক্ষা হোক। ফল, সংবাদমাধ্যম আর সফটওয়্যার। তারপর কোরিলেশন প্লট করে দেখা হোক।
    ফলেন পরিচিয়তে। ;-))
  • Arijit | ২২ মে ২০০৯ ১৪:৩৬ | 61.95.144.123
  • দমু - কাঁঠালপ্রিয় নয়, এবং অ্যাস সাচ আবাপ-প্রিয়ও নয় (রাদার কোন বাংলা মিডিয়া প্রিয় নয়)।
    রঙ্গন - কাঁঠালপ্রিয় এবং আবাপপ্রিয় এবং মাইক্রোসফটপ্রিয়।

    আর এই যে ভুতো - সেও আবাপপ্রিয় এবং মাইক্রোসফটপ্রিয়।

    একখান যাত্তা হাইপোথিসিস নামিয়ে দিছি - বল্লে হবে? পুরো খাপে খাপ ডেটা।
  • r | ২২ মে ২০০৯ ১৪:৩৬ | 125.18.104.1
  • গরমের কসুতে গলা কুটকুটায়, কুটকুটায়। সুইলকানি থামে না। ;-))
  • lcm | ২২ মে ২০০৯ ১৪:৩৫ | 69.236.191.160
  • আহা, ইন্টেলি-র এত বিদ্রোহী বিদ্রোহী ভাব ক্যানে।

    প্রথমে গুগল ক্রলিং-এর কথা। হেইটাতে আবাপ বা গুরুচন্ডালির দোষ নাই। আমার অনুমান, পাতাগুলির কনটেন্ট পার্স কইর‌্যা ইন্ডেক্স করনের উপযুক্ত কিস্যু গুগল পায় নাই (ইংরাজি শব্দ নহে, ইউনিকোড-ও নহে...ডিকশনারিতেও নাই), তাই এই উপেক্ষা।

    আর, নব্বই শতাংশ-রে উপেক্ষা কইর‌্যা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইবার কথা স্বপ্নেও ভাবিও না। এক মিটিংয়ে আমি একবার মিনমিন কইর‌্যা কইয়াছিলাম যে একটি ফিচার তো ফায়ারফক্সে দিব্য চলে, আই-ই তে না চলিলেই বা কি - এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কম ঝামেলার সম্মুখীন হইতে হয় নাই।

    সর্বোপরি, ভাইব্যা দ্যাখো, আনন্দবাজার/আজকাল... গুরুচন্ডালি/বাংলালাইভ... পড়ত্যাছো ফ্রি-তে, লগ ইন নাই, মাসে মাসে ক্রেডিট কার্ডে চাঁদা নাই - তাইতেই তোমাগো এত অভিযোগের লিস্ট...
  • Bhuto | ২২ মে ২০০৯ ১৪:৩২ | 203.91.207.30
  • কৈ দেখি মুখগুলো, কারা কাঁঠাল খেতে ভালোবাসে না তাদের মুখগুলো একবার দেখি।
  • Samik | ২২ মে ২০০৯ ১৪:২৯ | 122.160.41.29
  • দমু, রঙ্গন, ... তাই নাকি?
  • Arijit | ২২ মে ২০০৯ ১৪:২৮ | 61.95.144.123
  • কাঁঠাল এবং আবাপপ্রিয়রা মাইক্রোসফটপ্রিয়ও হয়;-)
  • intellidiot | ২২ মে ২০০৯ ১৩:৫৮ | 220.225.245.130
  • দীপু উত্তেজিত হয়ে একটা বেসিক ভুল করল বাঁকা চাটুজ্জের উদাঃ টায়। জল আর জলপাই যেমন এক নয়, তেমনি কাঁঠাল আর কাঁঠালপাড়াও এক নয়।

    আর লসাগু দা, এটা কি হল? ঐ ৯০% এর জন্য সাইট চালানো মানে সরাসরি প্রোপাইটরি সফটওয়্যারকে এনডোর্স করা। আর হ্যাঁ, ঐ ৯০% কিন্তু দ্রুতবেগে ক্রমহ্রাসমান। আর ঐ সার্চের কায়দটা কত শতাংশ জানেন। inurl: কায়দা ব্যবহার করে তো অন্তত একটা সার্চ ফিল্ড রাখতেই পারত, নাকি। অনেক সাইটই সহজে খোঁজার জন্য এই কায়দটা করে থাকে। সেটাও তো করে নি এরা। যেন সমস্ত দায় ইউজারের। যত্তসব।
  • lcm | ২২ মে ২০০৯ ১৩:৪৬ | 69.236.191.160
  • তাই তো, ঐ জন্য অনেকে আনন্দমঠ থেকে উগ্র গন্ধ পায়, কাঁঠালের রেফারেন্সে ব্যাপারটা ক্লিয়ার হল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত