এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sb | ২৮ মে ২০০৯ ১৮:২৯ | 141.80.168.31
  • কই? কোথায়? বৌ বাদে বাকি সব কয়টা মেয়ে মানে যাদের সাথে অস্কার ফস্টিনস্টি কচ্ছিলো তারা সব্বাই তো পোলিশ।
  • vikram | ২৮ মে ২০০৯ ১৮:২৯ | 193.120.76.238
  • এক সময় বাড়িতে কেবল ভারতীয় আর জার্মান, এই কম্বিনেশান। একটি একাকী ছেলের নতুন আসা একটি ভারতীয় মেয়েকে পছন্দ হলো। দরজা বন্ধ হলো, কিন্তু কেবল কথা হয়ে চলেছে। ইশ লীবে ডিশ আর বলে উঠতে পারে না, মানে তেমনই প্ল্যান ছিলো, স্কেটিং করতে যেতে চায় কিনা, খেতে যেতে চায় কিনা এইসব বলার পরে ভারতীয় মহিলা জার্মানে প্রেমের অঙ্কুরকে প্রত্যাখয়ান করলো। জর্ম্মন কান ফান লাল করে শেষ মেষ বললো ইশ মাগে ডিশ। এর প্রায় মাস দুয়েক পরে দুজনের ইংরিজিতে অসম্ভব ঝগড়া হলো।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৮:১৩ | 61.95.144.123
  • কেন - অস্কার পাবে যার সাথে ঘুচ্ছিলো আর যাকে বম্বশেলের মতন শব্দ করে ইয়ে মানে ওই আর কি - দুটোই তো জর্মন মেয়ে।
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:৫৪ | 141.80.168.31
  • ঐ য্‌যাহ! আমি জানতাম আপ্পাম মানে চালের রুটি, শ্রেণীও আছে জানা ছিল না।
    যাবৎ বাঁচি তাবৎ শিখি.....
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৭:৪৭ | 124.30.233.105
  • হ্যাঁ গোদাবরীর এপারের লোকে আজকাল ইডলি ধোসা (দোসা নয়) আর মাদ্রাজী পেরিয়ে আপ্পমে পৌঁছে গেছে,এটা খুবই উন্নতির লক্ষণ।ঃ)
  • dipu | ২৮ মে ২০০৯ ১৭:৪৬ | 207.179.11.216
  • কল্কেতার লোকজন তো কতকিছুই শোনেনি। এ আর নতুন কি!
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৭:৪১ | 220.225.245.130
  • বাংলা ভাষায় গালাগালির একটা ডকুমেন্টেড কালেকশান ছিল আমার কাছে। তার আদ্দেকের বেশি নিজে শুনিনি।
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:৪০ | 141.80.168.31
  • শিভ্যালরি নয় জার্মান প্রেমের মেন কথাই হল সিভিলিটি। জার্মান ছোঁড়াদের যত্ত তেজ সব বাইরের লোকের কাছে। বীর জার্মান পুঙ্গবও যে প্রজাতিকে রীতিমত সমঝে চলে সে হল জার্মান ললনা। তবেই বুঝে দেখ এঁয়ারা কি বিষম বস্তুঃ-)
    বাই দ্য ওয়ে, অস্কার নিজের দেশে বিশেষ কল্কে পায় নাই। এমনকি প্রেমেও না।
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৭:৩৯ | 220.225.245.130
  • ফেক আইপিএল প্লেয়ারও তো "আপ্পম' ব্যবহার করেছিল শ্রীসন্থ এর জন্য।
  • san | ২৮ মে ২০০৯ ১৭:৩৮ | 12.144.134.2
  • থ্রি কমরেডসের অটোকে আমার খুব পছন্দ ছিল
  • dipu | ২৮ মে ২০০৯ ১৭:৩৬ | 207.179.11.216
  • বাংলা ভাষায় গালাগালির সম্ভার বেশ ঈর্ষণীয়।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৭:৩৫ | 124.30.233.105
  • দম,
    উহা কখনোই আপ্পম নয়। আপ্পম চাল বাটা বা গোলা থেকে হয়। এটা চালের গুঁড়োকে জল দিয়ে রুটির আটার মত মেখে হাত দিয়ে রুটির শেপ করে তাওয়ায় এপিঠ ওপিঠ সেঁকা হয় ঘি দিয়ে।

    আর কেরালায় আপ্পম কোনো একটি ডিশ নয়, এক শ্রেণী। আপ্পম নামে একাধিক রকমের জিনিস হয়।ঃ)
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৭:৩৫ | 203.91.207.30
  • হেই, আবাপ খারাপ লাগে কে বললো? পড়তে তো ওটাই ভালো লাগে। ভাষাটা তো ঠিকঠাক লেখে।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:৩৪ | 61.95.144.123
  • বাই দ্য ওয়ে - জর্মন ছোঁড়াগুলো ম্যাদা মেরে গেছে নাকি? অস্কারের মতন আর কেউ নাই?
  • dipu | ২৮ মে ২০০৯ ১৭:৩৪ | 207.179.11.216
  • আমার ইদানীং আজকাল পড়তেও বেশ ভালো লাগে ঃ-)
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:৩৪ | 141.80.168.31
  • সত্যি তো, নিজের ভাষায় কাছা খুলে গাল দিয়ে যে কি সুখ কি বলব। মানে আমি তো গাল দিতে হলে যাকে দিচ্ছি সে বুঝুক বা না বুঝুক বাংলা মায়ের আঁচলের আশ্রয় নেই।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:৩৪ | 61.95.144.123
  • লিকে ফ্যালো লিকে ফ্যালো। রেফারেন্স দেওয়ার জন্যে এক বগলে মুজতবা অন্য বগলে সব্বানীম্যাম নিয়ে ঘুরবো।
  • san | ২৮ মে ২০০৯ ১৭:৩১ | 12.144.134.2
  • নাঃ প্রেম একরকম ইনস্যানিটি। তখন হাতে বন্দুক থাকা সেফ নয়। কারুর জন্যই সেফ নয়।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৭:৩০ | 124.30.233.105
  • আমাকে সেদিন একজন এসে জিজ্ঞেস করছিলেন একথা সেকথায় যে আমরা বাড়িতে আমরা কি ভাষায় কথা বলি। এই প্রসঙ্গে উনি আর একটি স্বামীস্ত্রীর কথা শোনালেন।
    হাসব্যান্ড ওনার কলীগ, নর্থের লোক, স্ত্রী তামিল। তা উনি সেই কলীগকে ও জিজ্ঞেস করেছিলেন একই কথা। তবে একটু অন্যভাবে
    ভদ্রলোকঃ "what do you use when you fight?"
    (উনি আসলে জানতে চাইছিলেন ওরা কি ভাষায় ঝগড়া করে। ওনার মতে নিজের ভাষা ছাড়া ঝগড়া জমেনা।)
    কলীগঃ " we use spoons & bowls."
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:২৯ | 141.80.168.31
  • অজ্জিত, এখানেও আই বেগ টু ডিফার। হালারা পৃথ্বীরাজ না ছাই, পুরো মন্থর ঐরাবত। আরে পৃথ্বীরাজের শৌর্য বীর্য্য এর জন্য আমাদের দেশের মাটি হাওয়া চাই। ভাবছি এই জাম্মান খানা-পিনা, মওজ-মস্তি, রাগ-অনুরাগ নিয়ে একখান কেতাব লিখব। কবে লিখব জানা নাই তবে সঙ্গে থাকুন জনাবঃ-)
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:২৬ | 61.95.144.123
  • কি বেরসিক ছেলে মাইরি। ঠিকাছে - মোটে একটা নেগেটিভ স্যাম্পল - এক্সেপশন প্রুভস দ্য রুল।
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৭:২৫ | 220.225.245.130
  • মানে মিঃ অ্যান্ড মিসেস স্মিথ টাইপের পেরেম হলে জার্মান ঠিক আছে;-)
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:২৫ | 61.95.144.123
  • মোটেও না। ওই নান্নু চিন্নু শুনলেই ছুন্টুমুনু পুন্টুমুনু মনে হয়। ন্যাকা ন্যাকা প্রেম। প্রেম হবে এক হাতে বন্দুক নিয়ে;-)
  • dipu | ২৮ মে ২০০৯ ১৭:২৫ | 207.179.11.216
  • I love you নিও-ল্যাটিন ভাষাগুলোতে বেশ ভালো শোনায়। স্প্যানিশে te amo। কি মিষ্টি! ইতালিয়ানেও নিশ্চই কাছাকাছিই কিছু বলে।

    যত বিদেশী ভাষা শুনেছি, সবচেয়ে মিষ্টি হল ইতালিয়ান। অসম্ভব ছন্দবদ্ধ।
  • arjo | ২৮ মে ২০০৯ ১৭:২৫ | 24.42.203.194
  • সক্কাল সক্কাল লোকে বিভিন্ন ধরনের হেজেমনি নিয়ে কথা কইছে। ঃ)

    আমার আবাপ হেব্বি লাগে (আর একটাও বাঙলা কাগজ পড়ার মতন নয়) আর কাঁঠাল অত্যন্ত বাজে লাগে।
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:২৫ | 141.80.168.31
  • ইন্টেলি, সেটাই তো বলছি। ওর চে নানু নিন্নু প্রেমস্তুন্নানুও লোডস বেটারঃ-)
  • san | ২৮ মে ২০০৯ ১৭:২৪ | 12.144.134.2
  • খিস্তি ছাড়া ঝাঁঝালো ঝগড়া হয়না নাকি? এই খোকা তো একেবারেই খোকা ঃ-০
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:২৩ | 61.95.144.123
  • সেই জন্যেই তো বল্লুম - ঢিস ঢাস হাত চালানোর ইচ্ছে মানে প্রেমে কতটা ব্যাকুল সেটা ভেবে দ্যাখো। প্রেমের ব্যাপারে পৃথ্বীরাজ পুউউউরো।
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৭:২৩ | 220.225.245.130
  • ওহ্‌, ওমন মিষ্টি কথাটার এমন খট্‌খটে রূপ?
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:২২ | 61.95.144.123
  • দমু - ওতেই হবে। ওটা ৮৭.৫৯৮৩% ম্যাচিং। ১০০% ম্যাচিং স্যাম্পল খুঁজতে গেলে পৃথিবীর কোনো থিওরি দাঁড়াবে না।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৭:২২ | 207.179.11.216
  • হ্যাঁ, ঝগড়া বাংলাতেই ভালো হয়। আমার মনে হয় কারণটা হল বাংলাতে খিস্তির ভ্যারাইটি অনেক বেশী। হিন্দীতে সিরিয়াস খিস্তি মূলতঃ দুটি, এবং অত্যধিক ব্যবহারে ক্লিশে।
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৭:২১ | 220.225.245.130
  • ich liebe dich মানে?
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:২১ | 141.80.168.31
  • মানতে পাল্লাম না অজ্জিত। কোথায় I love you এর মধুবর্ষণ আর কোথায় দাঁতের ছিটকিনি খুলে দেওয়া ছিরকুট্টে ich liebe dich। শুনলেই মনে হয় ঢিশঢাশ হাত পা চালাই।
  • d | ২৮ মে ২০০৯ ১৭:২১ | 144.160.5.25
  • এইরে! আমি একটু ঘেঁটে গেলাম। শ্রাবণী, ঐ চালের ওটাকেই আপ্পম বলে না? আর বাজরার আটা পাওয়া যায় তো দিল্লীতে।

    অজ্জিত, আবাপ্র সাথে আমার পছন্দটা একটু ঘাঁটামত। ওদের খবর খুব একটা বিশ্বাস করিনা। খবর পরিবেশনের ভঙ্গীতে আরও ক্রুদ্ধ হই। কিন্তু ওদের প্রবন্ধগুলো আমার ব্যপক লাগে। কিন্তু এঁচোড়ের পর কাঁঠাল সম্পর্কে ভয়ানক বিতৃষ্ণা, বীতরাগ।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:১৯ | 61.95.144.123
  • আংরেজ্জির চেয়ে জর্মন আরো উঁচুদরের। ich liebe dich - এর মধ্যে আকুলতা থেকে এক্কেরে ঝড় বইয়ে দেওয়ার মেন্টালিটি অবধি আছে ;-)
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:১৮ | 141.80.168.31
  • স্যানের 5.12 র পোস্টের সাথে সহমত। বাংলায় প্রেমালাপে প্রবল হাসি পায় মানে আমার তো পায়।
    তবে ঝগড়ার ক্ষেত্রে বাপু আমি বাংলায়। অন্য ভাষায় কেমন যেন সব ডাইলিউটেড হয়ে যায়, ঐ রাগ ঝাঁঝ তেজ কিসুই আসে না।
  • san | ২৮ মে ২০০৯ ১৭:১৭ | 12.144.134.2
  • এইটা হেবি দিয়েছে। ঠিকই তো ইংরিজিতে ঝগড়ার সময় খুব বাঁকিয়ে লম্বা সেন্টেন্স বলে ফেলি,বাংলায় অতটা নয়, আগে তো কখনো খেয়াল করিনি ঃ-))))
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৭:১৭ | 124.30.233.105
  • উর্দু শায়রী টায়রী ঠিক আছে। কিন্তু উর্দু জবানও বেসিক্যালি বেশ ন্যাকা ন্যাকা।
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:১৫ | 141.80.168.31
  • উর্দু শুনলেই কেন জানি না প্রচন্ড জাঁকজমকের কারুকাজওয়ালা জামেভার শালের কথা মনে হয়। কেন কে জানে। উর্দু শায়েরি বা গজল শুনতে ভাল লাগে কারণ সেখানে তুলনায় অনেক সহজ উর্দু শব্দ ব্যবহার হয় মানে যা মোটামুটি বোঝা যায় কিন্তু চোস্ত উর্দূ জবানে বাতচিত শুরু হলে বেজায় অসহায় লাগে।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:১৫ | 61.95.144.123
  • হুঁ - ওই "আংরেজ্জি মে বোলে হ্যায় কি' গানটা শুনলেই বোঝা যায় ;-)
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৭:১৪ | 124.30.233.105
  • ঝগড়া ইংরেজীতে খুব ভাল হয়। আমি পরে অবাক হয়ে দেখি ঝগড়ার সময় কত কঠিন কঠিন গেরাম্ভির ইংরেজী শব্দ আর লম্বা লম্বা সেনটেন্স আপনাআপনি মুখে এসে যায়!ঃ)
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৭:১৪ | 220.225.245.130
  • নাহ, মোটেই না। হিন্দীতে খেলার ধরবিবরণী অত্যন্ত বিরক্তিকর।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:১৪ | 61.95.144.123
  • ** ব্যাকরণ **
  • Blank | ২৮ মে ২০০৯ ১৭:১৩ | 170.153.65.102
  • সেই কত যুগ আগে, দুজনের প্রেমের কথা নুকিয়ে রেকর্ড করে তারপরে বক্সে চালিয়ে দিয়েছিলুম। কি ভয়ানক ব্যকা কথাবার্তা
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:১৩ | 61.95.144.123
  • আবাপ-র অ্যাকিউরেসি/অবজেক্টিভিটি, কাঁঠালের আমসত্ব আর মাইক্রোসফটের কোয়ালিটি - এগুলো সব এক গোত্রের। অদূর ভবিষ্যতে বাংলা ব্যকরণ বইয়ে এগুলোও যোগ হবে;-)
  • san | ২৮ মে ২০০৯ ১৭:১২ | 12.144.134.2
  • বাংলায় কি আদৌ প্রেমালাপ করা যায়? কোন মিষ্টি কথা বলতে গেলেই ক্যামন ন্যাকান্যাকা শোনায় না?
  • dipu | ২৮ মে ২০০৯ ১৭:১১ | 207.179.11.216
  • এমনকি খেলার ধারাবিবরণীতেও হিন্দী এগিয়ে। "স্টেডিয়াম খচাখচ ভরা হুয়া হ্যায়' অথবা "চার কেলিয়ে', "ছে রান কেলিয়ে', একটা অন্যরকম আবহ তৈরী করে।
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৭:১১ | 220.225.245.130
  • আমার হিন্দী অতোটা পছন্দ না হলেও উর্দু দারুন ভাষা।
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:১০ | 141.80.168.31
  • @ অজ্জিত
    ও হ্যাঁ, আমি ওখানেও ফিট করিঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত